পলাশী যুদ্ধের ২৬৫ বছর পর কেমন আছে মুর্শিদাবাদের ছোটে নবাব? || Nawab Descendants of Mir Jafar.

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @rafiulrocky6500
    @rafiulrocky6500 Рік тому +28

    সৈয়দ রেজা আলী মির্জা তথা ছোটে নবাবের শিক্ষা-সংস্কৃতি, দর্শনের প্রেমে পড়ে গেলাম। আহ! একজন মানুষ কিভাবে এত অসাধারণ হতে পারে। কেমন একটা ঘোরের মধ্য দিয়ে যাচ্ছি, বের হতে পারছি না। নবাব বংশের একজনের শেষ স্মৃতিটুকু এভাবে আঁকড়ে ধরে এরকম অতিসাধারণ জীবনযাপনের বাস্তবতা হৃদয় বিদারক।

  • @somuroy7781
    @somuroy7781 2 роки тому +75

    বলার মত ভাষা খুঁজে পাচ্ছি না। এই টুকুই বলতে পারি মানুষ হওয়া টা সব থেকে বড় কথা আর সেটা সবাই হতে পারে না। মানুষ তাকে শোনা এবং দেখার পর শ্রদ্ধা বেড়ে গেলো। অনেক ভালো থাকবেন ছোট নবাব ❤️ গাজাল টা শেষ পাতে মিষ্টির মত হয়ে রইলো, অপূর্ব নবাব ❤️

  • @keyaganguly46
    @keyaganguly46 2 роки тому +59

    কি অনবদ্য! কি অসাধারণ একটি ভিডিও দেখলাম। চরম অন্ধকার সরিয়ে যেন উজ্জ্বল আলো দেখা গেল। সত্যি মুর্শীদাবাদ এক ইতিহাসের রত্নখনি। ছোটে নবাব শ্রদ্ধেয় ব্যক্তি। প্রকৃত ইতিহাসনিষ্ঠ ব্যক্তি। মানস বাংলা তার পরিচয় দিয়ে এক নতুন দিগন্ত উন্মোচিত করেছে। এইরকম একজন ব্যক্তি কখনও পূর্ব পুরুষের কাজের জন্য নিন্দনীয় হতে পারেন না। মানস বাংলা কে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এইভাবে এক নতুন অধ্যায় কে আলোয় আনার জন্য। অনেক শুভকামনা জানবেন। এগিয়ে চলুন আরও সাফল্যের দিকে। উন্মোচিত হোক আরও ঐতিহাসিক দিগন্ত

  • @shimul1679
    @shimul1679 Рік тому +30

    বাংলাদেশ থেকে ছোটে নবাব ও তার পরিবারের সকলের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালবাসা। একইসাথে ধন্যবাদ, মানসদা।

  • @rupkathasaikat202
    @rupkathasaikat202 2 роки тому +22

    এতো গভীরভাবে ইতিহাসকে দেখা ও দেখানো-- বোধহয় মানস বাংলার পক্ষেই সম্ভব। আজকের ভিডিও দেখে প্রতিক্রিয়া জানানোর ভাষা হারিয়েছি। আছে কেবল শ্রদ্ধা আর বিস্ময়.. আর আছে মানস ভাইয়ের প্রতি অশেষ অভিবাদন। খুব প্রাসঙ্গিক তথ্য সামনে এলো আজ। অতীত-বর্তমান-ভবিষ্যৎ তিনকালই কৃতজ্ঞ থাকবে মানসের কাছে। 🙏💐🙏

  • @asrafulalam6569
    @asrafulalam6569 2 роки тому +38

    তাঁর গজল শুনে মনে হল আভিজাত্য সত্যিই তাঁর রন্ধ্রে রন্ধ্রে প্রবাহিত। তিনি যে আসলেই একজন নবাব তাঁর সামান্য কথোপকথনেই প্রমানিত।

  • @chayabaji5672
    @chayabaji5672 2 роки тому +156

    সৈয়দ রেজা আলী মির্জা অত্যন্ত ভালো মানুষ। তাঁকে সম্মান করি।

  • @JahidKhan-vq2xh
    @JahidKhan-vq2xh Рік тому +56

    নবাবদের ইতিহাস সম্ভলিত স্থান কাহিনি দেখলে বা শুনলে মনটা দুঃখ ভারাক্রান্ত হয়ে যায়। শুধুমাত্র একটা লোকের জন্য আজ সব ধ্বংসপ্রাপ্ত।

  • @rahimaakter2482
    @rahimaakter2482 2 роки тому +24

    জীবন্ত ইতিহাস। অসাধারণ দাদা। বাকরুদ্ধ হয়ে গেছি। কিছুই বলার নেই । আল্লাহ পাক আপনাকে দীর্ঘায়ূ ও সুস্থতা দান করুন।

  • @amitabhakahali5518
    @amitabhakahali5518 2 роки тому +18

    অসাধারণ একটা প্রতিবেদনে সমৃদ্ধ হলাম। এই মানুষটার সাথে আলাপ হয়েছিল ২০১৭ সালে মুর্শিদাবাদ সফরের সময়। কি সহজ সরল সাধারণ জীবন যাত্রায় অভ্যস্ত ছোটে নবাব। ওনার মুখেই শুনেছিলাম উনি মিরজাফরের নবম বংশধর। প্রায় ঘন্টা দুয়েকের আলাপচারিতায় যে সব তথ্য ইতিহাস বইয়ে থাকে না এমন বহু তথ্যে উনি আমাদের ১২ জনের দলকে সমৃদ্ধ করেছিলেন সেদিন। সেদিন ও ওনার মুখে এমনই ইতিহাসের কথা শুনেছি ছবি তুলেছি একসাথে, যা স্মৃতি হয়ে রয়ে গেছে হার্ডডিস্কে ও হৃদয়ের খোরোর খাতায়। ওনার দীর্ঘায়ু কামনা করি।❤️🙏🏽

    • @mijanurIslam8643
      @mijanurIslam8643 2 роки тому

      Apnar bishoi ta porlam ...jodi paren apnar harddisc er moddhe jome thaka itihas ta unmochito korben jonogoner sarthe ...Amra aro somriddho habo ...

  • @asokemallick3265
    @asokemallick3265 2 роки тому +28

    আপনার বলা ইতিহাস চোখের সামনে ভেসে উঠল। এত সুন্দর বর্ণনা করেছেন যা ভাষায় প্রকাশ করা যায় না। খুব ভালো একটা ভিডিও দেখে মনটা খুব ভালো হয়ে গেলো। অপূর্ব সুন্দর কাজ করলেন আপনি। ধন্যবাদ জানাই আপনাকে। 🙏🙏🙏

  • @ashismajumder3734
    @ashismajumder3734 2 роки тому +12

    ভাষা নেই ব্যাক্ত করার মতো ।। সশ্রদ্ধ প্রনাম জানাই শ্রদ্ধেয় " ছোটে নবাব "কে ।। 🙏 আর দাদা আপনার আমার আন্তরিক শুভেচ্ছা শুভকামনা এবং ভালোবাসা ।। 🙏

  • @shameemahmed9374
    @shameemahmed9374 2 роки тому +14

    কি দেখাইলেন দাদা! আমিও বাংলাদেশের এক জমিদার বংশের ছেলে। আমাদের ও বংশের সন্মান গৌরব সবই ছিলো কিন্তু এখন সবই শেষ! এইসব ভিডিও দেখলে মন খারাপ হয়ে যায়।তবুও সকল রাজা জমিদার ও সকল সাধারণ মানুষ দুনিয়া ও আখেরাতে যেন ভাল থাকেন সেই দোয়া করি।আর আপনার প্রতি শ্রদ্দাও অবিরাম ভালোবাসা রইলো। যদি কোনো সময় ইন্ডিয়াতে আসি তাইলে আপনার সাথে দেখা করব। ওখানে চৌধুরী বাড়িতে আমাদের আত্বীয় আছেন।

  • @joyeetaskitchen
    @joyeetaskitchen 2 роки тому +9

    অনবদ্য একটা ইতিহাসের পাতায় পাতায় যেন ঘুরে এলাম। অনেক ধন্যবাদ দাদা, এই অসাধারণ ডকুমেন্টারীটির জন্য। খুব খারাপ লাগছে ঐতিহাসিক স্থাপনার এই ভগ্ন দশা দেখে। ছোটে নবাবের এই কষ্টের জীবন যাপন দেখেও খুব খারাপ লাগছে। তাঁর উঁচু জীবন বিচার আর আচার-ব্যবহার দেখে মুগ্ধ হয়ে গেলাম। এটাই প্রকৃত বংশীয় শিক্ষা, বড় মানুষের বড় আচরণ। আল্লাহ্ পাক উনারা হেফাজত করুন। অনেক শ্রদ্ধা আর ভালবাসা ❤️❤️❤️🤲🤲🤲

  • @somachakraborty916
    @somachakraborty916 2 роки тому +26

    এত সুন্দর ভিডিও আর বিশেষ করে ছোটে নবাবের গান ..... একেবারে মন্ত্র মুগ্ধ হয়ে গেলাম।

  • @apurbabiswas2856
    @apurbabiswas2856 2 роки тому +12

    বাঃ বাঃ বাঃ
    কি অপূর্ব, ধারণা বদলে দেবার মত উপস্থাপনা। ছোটে নবাবের জন্য শুভ কামনা রইল

  • @laime4444
    @laime4444 Рік тому +8

    সত্যিই অসাধারন আমাদের ছোটো নবাব এর মধুর ঐতিহাসিক ঘটনাবলী সত্যিই এগুলো শুনলে মুগ্ধ হয়ে যাওয়ার মতো যেন এক অপূর্ব জীবন্ত ঐতিহাসিক এর সেই মুহূর্ত এখনো রয়েছে এই প্রাসাদের অন্দরমহলে বেঁচে থাকুক যুগ যুগ ধরে এই
    দুর্দান্ত সব ঐতিহাসিক নিদর্শনগুলো যতই শুনি যতই দেখি যেন চোখ জুড়িয়ে যায় এখনো যেন মনে হয় মুর্শিদাবাদে জীবন্ত রয়েছে সেই নবাবী রাজত্ব❤️❤️❤️❤️❤️❤️ আমার খুব প্রিয় এই মুর্শিদাবাদের ঐতিহাসিক এর গল্পগুচ্ছ এবং সেই সাজানো গুচ্ছিত নিদর্শনগুলি। ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @e-studylearning2176
    @e-studylearning2176 2 роки тому +12

    সত্যি কি রোমাঞ্চকর অভিজ্ঞতা ! সত্যিকারের কোন নবাবকে প্রথম সামনে থেকে দেখা । অসাধারণ !!

  • @nabab.sarkar0786
    @nabab.sarkar0786 2 роки тому +16

    সত্যি কি বলবো বুঝে উঠতে পারছি না । এত ভালো মনের মানুষ , এত সহজ সরল মানুষ ওনার কথা বার্তা, চাল- চলন, ব্যবহার সত্যি আমাকে মুগ্ধ করেছে।।
    মানস দা তোমাকে অশেষ ধন্যবাদ তোমার ছাড়া এসব কিছুই জানতে পারতাম না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি😇

  • @kaziharun133
    @kaziharun133 2 роки тому +38

    যেন এক মুকুটহীন রাজ্যহারা নবাবের কাহিনী শুনতে ছিলাম।মুর্শিদাবাদের চলমান ইতিহাসেরই সুন্দর অংশ বিশেষ।অভিভুত হলাম। খুবই ভাল লাগলো এবং অত্যন্ত আনন্দিত হলাম নবাব সিরাজ উদ দৌলার প্রতি বর্তমান মুর্শিদাবাদের ছোট নবাবের ভালবাসা ও আন্তরিক শ্রদ্ধাবোধ দেখে। আমি কোন এক সময় ইস্কান্দর মীর্জা, (পাকিস্হানের তদানিন্তন প্রেসিডেন্ট) কে নিয়ে আলাদা ভাবে একটি এপিসোড তৈরী করার জন্য আপনাকে অনুরুধ করেছিলাম।সম্ভব হলে পৈত্রিক ভিটে সহ উনার পূর্নাঙ্গ জীবন বৃত্তান্ত প্রকাশ করার চেষ্টা করবেন। আপনাকে ধন্যবাদ।

  • @kalyanidas2325
    @kalyanidas2325 Рік тому +6

    আপনার ভিডিও র মাধ্যমে মুর্শিদাবাদের ছোটে নবাবের সান্নিধ্য
    লাভ করলাম, অজানা ইতিহাস জানলাম। তাঁকে চিনলাম জানলাম।
    এখনও তিনি যে সুরেলা কণ্ঠে গজল
    গেয়েছেন তা অপূর্ব।এই উদার মনের মানুষ কে শ্রদ্ধা জানাই, সুস্বাস্থ্য কামনা করি। একজনের অপরাধের বোঝা বংশের অন্য সদস্যদের ওপর চাপানো অন্যায়।
    ধন্যবাদ মানস বাবু 🎉

  • @ronyraja5329
    @ronyraja5329 2 роки тому +14

    হয়ত মানস বাংলা তে এখন পর্যন্ত সেরা ভিডিও এটা। ছোটে নবাব এর ব্যবহার দেখে মুগ্ধ হয়ে গেলাম । ধন্যবাদ ছোটে নবাব এবং মানস বাবু কে।

  • @rumaghosh1375
    @rumaghosh1375 2 роки тому +26

    তবে কি বলবো, একদিকে মনটা ভরে গেলো, ইতিহাসের মনি মানিক্যে, অন্যদিকে ভারাক্রান্ত মনকে বোঝালাম, এইতো কালের নিয়ম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটির জন্য।

  • @sandipbanerjee1097
    @sandipbanerjee1097 2 роки тому +41

    গোগ্রাসে গিললাম , মানসদা । বড্ড মনখারাপ হয়ে গেল , আমার দেশের ঐতিহাসিক সম্পদের করুণ দশা দেখে আর আমাদের দিল্ সে সাচ্চা নবাবকে দেখে । অনেক ভালোবাসা নেবেন ।

  • @mdrasel4117
    @mdrasel4117 2 роки тому +16

    জনাব বাংলাদেশ থেকে লিখছি
    আপনার ইতিহাস বিষয়ক প্রতিটা পর্ব এতো ভালো লাগে যে একটি ভিডিও এক সেকেন্ডের জন্যও টেনে দেখিনা।

  • @rumaghosh1375
    @rumaghosh1375 2 роки тому +124

    ছোটে নওয়াবের গলার আওয়াজ এখনও কি সুন্দর, কি অপূর্ব সুর। আপনি একটা বাহবা দিলেন না? কি দারুন গাইলেন উনি।

    • @guddai46
      @guddai46 2 роки тому +7

      ঠিক বলেছেন, অসাধারন সুর ছিল, ইতিহাসের টান ছিল

    • @manasbangla
      @manasbangla  2 роки тому +17

      @Ruma Ghosh আপনি তো ওখানে ছিলেন না। জানলেন কি করে বাহবা দিয়েছি কি দিইনি? সবই কি রেকর্ড করে দেখাতে হবে?

    • @koushikLiifestyle
      @koushikLiifestyle 2 роки тому +1

      মোটেও ভালো গায়নি...🙄😒

    • @itzlucky1610
      @itzlucky1610 2 роки тому

      @@koushikLiifestyle 😁😁😅

    • @farhanshahriar5593
      @farhanshahriar5593 Рік тому +8

      @@koushikLiifestyle ভালোই গান গেয়েছে।কিন্তু বয়সের ভারে কন্ঠ একটু নষ্ট হয়ে গিয়েছে।অমিতাভ বচ্চনের থেকে ছোটে নবাবের কন্ঠ আমার ভালো লেগেছে।

  • @mdeasinali4844
    @mdeasinali4844 Рік тому +20

    ছোটে নবাবের গাজলের সুরে আমি যেন এক অন্য জগতে হারিয়ে গেলাম,,, তার প্রতি রইলো হাজারো শ্রদ্ধা ও ভালোবাসা,,

  • @kaminaboyz3796
    @kaminaboyz3796 Рік тому +12

    ওনার স্বরের মধ্যে সত্যি নবাবদের আভিজাত্য আছে। অসাধারণ

  • @LitonKhandaker
    @LitonKhandaker 2 роки тому +9

    অসাধারণ উপস্থাপন ...ছোটে নবাবের কথা কিছু কিছু বুঝতে অসুবিধা হলেও গজলটা অসাধারণ লাগলো, তার সরলতা মানুষের সাথে মিশে যাওয়া ও নবাব সিরাজউদ্দৌলার প্রতি ভক্তির কারনে তার প্রতিও ভক্তি আসলো ..ধন্যবাদ

  • @tulstechbd5496
    @tulstechbd5496 2 роки тому +7

    বাহ, সুবাহানাল্লাহ, কি সুন্দর কন্ঠ। উপস্থাপনা আর পরিবেশ দেখে মুগ্ধ হয়ে গেলাম। Love from Bangladesh

  • @itssybergang6466
    @itssybergang6466 2 роки тому +43

    আমরা গর্বিত আমরা মুর্শিদাবাদ বাসি ❤️❤️❤️

  • @mdkamruzzaman3957
    @mdkamruzzaman3957 2 роки тому +43

    দাদা বাংলাদেশ থেকে দেখছি, অনেক ভালো লাগে আপনার উপস্থাপন। আমি সহজে কান্না করিনা কিন্তু আজকের ভিডিওতে আমি হারিয়ে গেছিলাম, কান্নাও করেছি। অনেক দোয়া ও শুভকামনা রইল দাদা আপনার জন্য।

    • @siddhanroy9198
      @siddhanroy9198 Рік тому

      Samnei 14th March jachhi Murshidabad...apnar proti ta vol dekhchi, sunchi ,upolobdhi korar chesta korchi...aaj chote Nwabab er vedio ta dekhe khub e emotional hoye gelam...apnar Murshidabad er history niye ei proyash k sonmaan janai...amar jana shona manushder apnar vlog gulo dekhte anurodh korbo ...apnar moto sottyo udhaton korar moto khomota amar nei ...tobe apnar madhyome sottyer kacha kachi pouchote parbo ei vorsha peyechi..karon amar history jante valo lage.. .apni valo thakun...amader Chhote Nawab o valo thakuk ei kamonai roilo🙏

  • @asyouwish3298
    @asyouwish3298 Рік тому +6

    অপূর্ব কন্ঠ ছোটে নবাবের.মানুষ বাবু আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই ধরনের ভিডিও তৈরি করার জন্য .আমি আপনার প্রত্যেকটি ভিডিও দেখি এবং নতুন ভিডিওর আশায় বসে থাকি.

  • @BillalHossain7G
    @BillalHossain7G 2 роки тому +22

    উনার সুরে আমার চোখে পানি চলে আসছে,সত্যি সেই হারিয়ে যাওয়ার দিন যদি আবার ফিরিয়ে আনা যেতো 😭😭😭

    • @samirroy6688
      @samirroy6688 2 роки тому

      ব্রিটিশদের গোলাম হতে ভালো লাগতো তাহলে?

  • @RajuMandal-se2mr
    @RajuMandal-se2mr 2 роки тому +37

    _প্রনাম ছোটে নবাব-আপনি একজন খুবই ভালো মনের মানুষ। আপনি যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন,এই কামনা করি। মানষদা অশেষ ধন্যবাদ।🙏।_

  • @sujan0542
    @sujan0542 2 роки тому +12

    খুব ভাল লাগল ছোট নবাবের কথা শুনে, এই মুর্শিদাবাদের ইতিহাস শুনলে গায়ের লোম দাড়িয়ে যায়, ধন্যবাদ আপনাকে এমন একটি প্রতিবেদন উপহার দেয়ার জন্য, গীতিকার ফকির সুজন সৌদিআরব।

  • @MASUDKHAN-xt5rw
    @MASUDKHAN-xt5rw Рік тому +11

    ছোটে নবাবের অপূর্ব কণ্ঠ। মুগ্ধ হয়ে গেলাম। মানস বাংলার এই ভিডিও এক্কেবারে ব্যতীক্রমী।
    ছোটে নবাব এই ভিডিও গ্রাফির প্রাণ প্রতিষ্ঠা করেছেন। ভালো থাকবেন ছোটে নবাব।
    ধন্যবাদ মানস বাংলা।

    • @manasbangla
      @manasbangla  Рік тому

      ধন্যবাদ আপনাকে।

  • @mdarifurrahman8561
    @mdarifurrahman8561 Рік тому +12

    আমি বাংলাদেশ থেকে বলছি,,,, ছোট নবাব প্রতি আমার শ্রদ্ধ ও ভালোবাসা রইলো।

  • @amartya1977
    @amartya1977 2 роки тому +3

    ভিডিওটা দেখে ও ছোটে নবাবের কথা মন শুনে কি বলবো ভাষা নেই... হৃদয় ছুঁয়ে গেলো! অসাধারণ একটি ভিডিও! ❤
    ‘মানস বাংলা’-র সৌজন্যে সিরাজ‌উদ্দৌলার বংশধরের, যিনি বর্তমান ছোটে নবাব, তাঁর পরিচয় জানতে পারলাম যা আমার অজানা ছিলো।
    আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা। আপনার জন্য বাংলার কতো অজানা ইতিহাস জানতে পারি! আপনি আপনার সব ভিডিওগুলো তথ্য সহযোগে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেন।
    খুব ভালো থাকবেন...

  • @panchalichoudhuri5767
    @panchalichoudhuri5767 2 роки тому +54

    মন্ত্রমুগ্ধ হয়ে ছোটে নবাবের গান শুনলাম আর মুর্শিদাবাদের ইতিহাস রক্ষার জন্য আপনার যে প্রচেষ্টা তার প্রশংসা করার ভাষা আমার জানা নেই

  • @milon687
    @milon687 2 роки тому +6

    সত্যিই নস্টালজিক হয়ে গেলাম!!!
    দিন বদলায়... ইতিহাসের জন্ম দিয়ে যায়! ভগ্ন পাঁচিল গুলো নবাবের কথা যেন মন দিয়ে শুনছে...! যেন নবাবকে কোলে তুলে নিতে চাচ্ছে। আহা, সে-ই হারানো দিনগুলো যদি আবার ফিরে আসতো...ফিরে আসতো সেই মানুষগুলো!! ভগ্নাংশের দেয়ালগুলো অভিমানে বলে উঠতো" কোথায় হারিয়ে গিয়েছিলেন আপনারা"!!
    ধন্যবাদ আপনাকে মানস দাদা।

  • @bipulkarmakar6114
    @bipulkarmakar6114 2 роки тому +35

    দেখতে দেখতে নবাবের যুগে চলে গেছিলাম,, কখন যে ভিডিও শেষ হয়ে গেল বুঝতে পারলাম না। ধন্যবাদ দাদা

  • @Tekknowledge1.0
    @Tekknowledge1.0 2 роки тому +34

    আমি বাকরুদ্ধ! ছোটে নবাব এর জন্যে অবিরাম ভালোবাসা রইলো ❤️

  • @arijitpaik6599
    @arijitpaik6599 Рік тому +5

    ছোটে নবাব সত্তি খুব ভালো মনের মানুষ উনি। আপনাকে সেলাম জানাই। ছোটে নবাব ওনার সাথে দেখা করার ইচ্ছা রইলো। আর ছোটে নবাবকে জিনি সবার মাঝে চেনালেন ওনাকেও নমস্কার 🙏🏻🙏🏻🙏🏻

  • @md.biplobahmed4373
    @md.biplobahmed4373 2 роки тому +38

    পলাশী যুদ্ধ এমন এক ঘটনা যা ভুলে যাওয়ার নয়। আর মীর জাফরের কথা বাঙালি সারা জীবন মনে রাখবে

  • @azmainchemical6646
    @azmainchemical6646 2 роки тому +17

    মানষ দাদা আপনার এই পর্বের জন্য অভিনন্দন রইলো। এই পর্বটি দেখার জন্য সকলের প্রতি অনুরোধ রইলো

  • @riderstav
    @riderstav 2 роки тому +4

    খুবই ভালো লাগলো শেষে নবাবকে দেখে। মুর্শিদাবাদের ছোট নবাবকে দেখাবার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। আর ছোট নবাবের গান শুনে মুগ্ধ হয়ে গেলাম।

  • @palashdey5087
    @palashdey5087 Рік тому +2

    খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ভীষণ হৃদয় বিদারক।
    প্রবাদ আছে - পুর্ব কর্মদোষে - ভবিষ্যতের কর্মফল কিন্তু পাকেই পদ্মফুল ফোটে।
    মিরজাফর ও মীরনের কর্মফল ভোগ করছে তার উত্তর পুরুষগণ বংশ পরম্পরায় ভোগান্তি পোহাচ্ছে শতাব্দীর পর শতাব্দী।

  • @supriyabhattacharya5089
    @supriyabhattacharya5089 2 роки тому +11

    এই ভিডিওটা দেখার পর বুঝতে পারছি যে শুধু মুর্শিদাবাদ ঘুরেই এসেছি কিন্তু আসল মুর্শিদাবাদ সম্বন্ধে কিছুই জানতে পারিনি। অসংখ্য ধন্যবাদ দাদা আসল মুর্শিদাবাদের অজানা ইতিহাস আমাদের কাছে তুলে ধরার জন্যে। শুভকামনা রইলো।

  • @ratandas3605
    @ratandas3605 Рік тому +10

    খুব ভালো লাগলো পুরনো দিনের ইতিহাসের বইয়ে পড়া বাস্তবের নবাব কে দেখে❤️❤️❤️❤️❤️

  • @bhattacharyadebashis9342
    @bhattacharyadebashis9342 2 роки тому +5

    ভাষা হারিয়ে ফেলেছি। এই রকম মানুষরা আছে তাই আমারভারত আজও সমৃদ্ধশালী।

  • @bijanchoudhury7381
    @bijanchoudhury7381 2 роки тому +5

    খুবই ভালো একটি ভিডিও ।আরও ভালো লাগছে এই ভেবে যে ওনার সাথে খুবই গভীর পরিচয় ছিল এক সময় ।উনি খুবই ভালো এবং বড় মনের একজন মানুষ, এ বিষয়ে কোন দ্বিমত নেই । প্রার্থনা করি উনি খুব ভালো থাকুন ।

  • @abdurrahimqasemi147
    @abdurrahimqasemi147 2 роки тому +8

    খুব সুন্দর উপস্থাপন। ইতিহাসের অন্যতম একটি স্থান।

  • @MdKalam-vo3xq
    @MdKalam-vo3xq 8 місяців тому +1

    গজলটা ওয়ানডারফুল।
    হৃদয়ের গভিরে আগাত করেছে।
    চোখে পানি ধরে রাখতে পারিনি।
    দাদা অনেক অনেক পণাম।

  • @rakinsifullah6868
    @rakinsifullah6868 2 роки тому +82

    বাংলার ইতিহাসের মত এত মর্মস্পর্শী ইতিহাস হয়তো আর দ্বিতীয়টি নেই। 😔

  • @ratnadipbasak1702
    @ratnadipbasak1702 2 роки тому +3

    খুব সুন্দর দারুন অভিজ্ঞতা আপনার সঙ্গে আমরা share করলাম Iমুর্শিদাবাদ নিয়ে আপনার research আপনার উপস্থাপনা অসাধারণ I

  • @AleyarKarim
    @AleyarKarim Рік тому +3

    মানস দা আপনার অনেক ভিডিও দেখার সুভাগ্য আমার হয়েছে, আজ ছোটে নবাবের ভিডিও টি যখন দেখছিলাম আমি চোখের জল ধরে রাখতে পারিনি,বাকরুদ্ধ হয়ে গিয়েছি,সত্যি আপনি পারেন মানুষকে কাঁদাতে।

  • @ritamukherjee4629
    @ritamukherjee4629 Рік тому +8

    মনে হচ্ছিল জেন এ ভিডিও টা জেন শেষ না হয় । কি অসাধারণ কণ্ঠ ছোটে নবাব 🙏🙏

  • @mahbubarTalukdar
    @mahbubarTalukdar 2 роки тому +3

    ছোটে নবাবের একজন তরুণের মতো এনার্জি দেখে খুব অবাক হলাম। ভালো লাগলো উনার সকলকে আপন মানুষ রূপে পরিচয়ে ভালোবাসা।

  • @dulalkumarpal9957
    @dulalkumarpal9957 Рік тому +34

    নবাব না হয়েও জনগণের কাছে প্রকৃত ভালোবাসার নবাব ।

  • @MrinmayPalitVlogs
    @MrinmayPalitVlogs 2 роки тому +17

    অসাধারণ গজল টা গাইলেন , মন ভরে গেলো ♥️

  • @nababreja9899
    @nababreja9899 2 роки тому +14

    আমরা গর্বিত আমরা মুর্শিদাবাদ বাসী

    • @Ayeshapapiya1992
      @Ayeshapapiya1992 Рік тому +1

      বাংলাদেশ থেকে মুশিবাদে গেলে তাহলে ঘুরে দেখাবেন

  • @haldiaboy
    @haldiaboy Рік тому +6

    সব থেকে শিক্ষণীয় বিষয় ছোটে নবাবের মা বলে গেছেন "কোনোদিন গর্ব করবে না" । আর গজলটা দারুন লাগলো । ভালো থাকুক এই সমস্ত মানুষ গুলো । 🙏

  • @sk-wz5
    @sk-wz5 2 роки тому +6

    অসাধারণ অসাধারণ অবর্ণনীয় অসাধারণ প্রতিবেদন♥️♥️♥️🙏🙏🙏

  • @parthachakraborty6231
    @parthachakraborty6231 2 роки тому +16

    Manas-babu, no appreciation is adequate for you. You have been doing a very important work which will never sink into oblivion... sincere thanks & best wishes to you.

  • @latasamanta2084
    @latasamanta2084 2 роки тому +3

    মা চেনা যায় সন্তান কে দেখে । তাইতো এমন মানুষ । জয়গুরু।প্রনাম নেবেন খুব ভালো লাগলো অনেক ধন্যবাদ আপনাকে বাবা

  • @sannim764
    @sannim764 2 роки тому +6

    বাংলাদেশ থেকে দেখছি দাদা খুবি ভাল লাগলো নবাবী ইতিহাস নবাবের বংসধরের কাছ থেকেই শুনতে পেলাম

  • @amravaboghure2874
    @amravaboghure2874 2 роки тому +3

    মুর্শিদাবাদ আগে গেছি ,কিন্তু এত কিছু জানতে পারিনি,মানস দার দৌলতে সব জানতে পারলাম ,,মানস দা আপনাকে অসংখ্য ধন্যবাদ, এগিয়ে জান পাশে আছি

  • @avroschannel420
    @avroschannel420 Рік тому +7

    অসাধারণ মানসিকতার মানুষ ছোটে নওয়াব💝❤️।এমন মন মানসিকতার মানুষের খুব অভাব।বলতে গেলে নাই এই বাংলাদেশে।

  • @krishnendughosh4066
    @krishnendughosh4066 2 роки тому +16

    এক হারিয়ে যাওয়া ইতিহাসের দলিল হয়ে থাকবে এই প্রতিবেদন!❤️

  • @emrankhan4791
    @emrankhan4791 Рік тому +9

    আল্লাহ্‌ আপনাকে সুস্থতা দান করুক। নবাব সাহেব আপনি একজন ভালো মনের মানুষ।❤️❤️🤴

  • @asaduzzaman7834
    @asaduzzaman7834 2 роки тому +2

    আসলেই ছোটে নবাব মাটির মানুষ। অত্যান্ত ভাল একজন মানুষ। অসাধারণ একটা ভিডিও এইটা। মানস বাংলা ইউটিউব চ্যানেলের আমাদের সবার প্রিয় মানস দাদাকে এই অসাধারণ ভিডিও টা আমাদের দেখানোর জন্য অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি।

  • @reforcesign2778
    @reforcesign2778 2 роки тому +16

    মানাস দা, (১) নবাবের পরিবারে পুরুষ ও নারীরা কেমন বিষয়গুলো নিয়ে আলোচনা করতেন, কেমন ডিসে কী কী কখন খেতেন।
    (২) খাবার খাওয়ার সময় কথা বলা নিষেধ, কিন্তু এটা কি তারা জানতেন? নাকি খাওয়ার সময় কথা বলতেন।
    (৩) কারোর রোগ হলে কে কী ভাবে কার কাছে চিকিৎসা করতেন।
    (৪) বাড়িতে অতিথি এলে কারা কেমন আপ্যায়ন করতেন?
    (৫) কেমন আলো জ্বলত?
    (৬) বিছানার রূপ কেমন ছিল।
    (৭) কার বিছানা ছাড়ার সময় কখন
    ছিলো?
    (৮) এইভাবে আরো অনেক কিছু জানতে ইচ্ছে করে।
    (৯) গজলগুলো কি উনার লেখা ও সুর?
    (১০) উনার অনবদ্য শায়েরিগুলো কি পুস্তক আকারে বেরিয়েছে? না বেরিয়ে থাকলে, সঠিক সৎ প্রকাশনীর থেকে উনার বই দেখতে চাই।
    (১১) এবং সাহিত্যের জন্য ঊনাকে পুরস্কৃত করার জন্য নানা বেসরকারি ও সরকারি সংস্থার ব্যাবস্থা নেওয়া উচিত।
    (১২) মানস দা, আপনি আরো একটু ঝুঁকি নিলে (সর্তকতা অবশ্যই, যাতে আপনার মত ভালো মানুষকে কেউ ভুল না বোঝে। এই সমাজ ব্যাবস্থা তো অন্য রকম, তাই বলছি) এইসব অনেক কিছু আমরা পাবো।
    (১৩) উনারা কী কী খেলাধুলা করতেন, ঘরে ও বাইরে?
    (১৪) স্কুল কলেজে ওরা কী ভাবে গুরুত্ব পেতেন ও পায় ওদের নবীন বংশধরেরা?
    (১৫)উনাদের প্রিয় পোশাক কী?
    (১৬) পারিবারিক ঝগড়া হোলে কী কী ভাষায় ওরা ঝগড়া করতেন?
    (১৭) ওই সময়কালীন কী কী পুস্তক ওরা পড়তেন, কখন কী ভাবে।
    (১৮) বাড়িতে কী ভাষায় কথা বলতেন?
    (১৯) কারা কী কী ভাষা জানতেন।
    (২০) বাংলা ভাষা ও ইংফেজি ভাষা কার -কার পছন্দ ছিলো।
    (২১) বাইরের কারোর প্রেমে কেউ পড়বার সুযোগ পেতেন কিনা? তেমন ঘটনা থাকলে তার কাহিনি।
    আপনার থেকে এমন ভিডিও একটা আ একাধিক পেলে ধন্য হতাম।
    ----- A viewer

  • @najirhossain3059
    @najirhossain3059 Рік тому +1

    UA-cam এটাই সেরা ভিডিও মনে হল ।ধন্যবাদ ছটে নবাব

  • @manashmozumder4223
    @manashmozumder4223 2 роки тому +29

    বাহাদুর শাহ জাফরের গজল এনার মুখে.....এক নিঃশেষিত মানুষের যন্ত্রণা আরেক নিঃশেষিত মানুষই তো প্রকাশ করবে।

    • @abulhashim9156
      @abulhashim9156 2 роки тому

      ভাই একটু ব‍্যতিক্রম আছে

  • @jumondas9269
    @jumondas9269 2 роки тому +26

    চোখেরজল ধরে রাকতে পারছিনা 😭😭😭😭😭সিলেট বিশ্বনাথ বাংলাদেশ

  • @mdthearcomrubel
    @mdthearcomrubel 2 роки тому +7

    লক্ষ কোটি সালাম ছোটে নবাব। মন ভরে গেল তারপর মনে রইল যদি আর ও কিছুক্ষণ শুনতে পারতাম ছোটে নবাব এর কথা

  • @asimali9080
    @asimali9080 Рік тому +1

    দাদা আপনি অনেক ভাগ্যবান ছোট নবাব এর সাক্ষাত করলেন ও তিনি সরল সহজ মানুষের মত আপনাকে সম্মান জানালো সত্যি কি বলব বলার কোন ভাষা নাই তবে মীর জারকে সবাই ঘৃণার চোখে দেখবে সারাজীবণ।

  • @KM-qu4ll
    @KM-qu4ll Рік тому +3

    সত্যি অসাধারণ লাগলো ..আর অপূর্ব নবাবের গজল❤❤👍

  • @nuralampatwari633
    @nuralampatwari633 Рік тому +2

    নববী জীবন নিয়ে অনেক ভিডিও আর ইতিহাস শুনেছি, তবে সবার চেয়ে আজকের ভিডিও টা ছিলো সত্যি অসাধারণ, শেখার অনেক কিছু আছে আমি তাই শুখলাম আশা করি আমার সাথে অনেকেই একমত হবেন,
    আপনাকে ধন্যবাদ আমাদেরকে ২০০+ বছরের পুরনো ইতিহাস কে এমন সুন্দর করে উপস্থাপন করার জন্য, ❤❤❤

    • @manasbangla
      @manasbangla  Рік тому

      অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

  • @avijitdhar2741
    @avijitdhar2741 2 роки тому +3

    সারাজীবন আপনার সাথে থাকবো মানস দা, আপনি গ্রেট মানস দা, আপনি আমাদের বাংলার গর্ব গর্ব গর্ব গর্ব মানস দা. আমি অভিজিৎ আপনাকে খুব খুব ভালোবাসি আপনাকে শ্রদ্ধা করি মানস দা.❤️❤️🙏🙏 ❤️❤️🙏🙏

  • @joybhattacharyya2927
    @joybhattacharyya2927 2 роки тому +21

    মানসদা, ছোটে নবাবকে দিয়ে কলকাতায় যদি একটা অনুষ্ঠান করেন তাহলে খুবই ভালো হয়। মুর্শিদাবাদের ইতিহাস, শায়েরি আর গজলের উপর। অসাধারণ শায়েরি আর অসম্ভব ভালো গজল গান। ভুলভাল লোকজন মিডিয়া দাপিয়ে বেড়ায় আর এই ধরনের প্রকৃত গুণী মানুষ আড়ালেই থেকে যান।

    • @jubairibnobaid367
      @jubairibnobaid367 2 роки тому

      শেষের অংশের টা কি গান ছিল নাকি গজল?
      এর অরিজিনাল ভার্সনের নাম কি, গায়ক কে?

    • @bwz-kh5rt-jqy9n
      @bwz-kh5rt-jqy9n 2 роки тому

      ,

    • @bwz-kh5rt-jqy9n
      @bwz-kh5rt-jqy9n 2 роки тому

      ,

  • @somnathdey1090
    @somnathdey1090 2 роки тому +14

    ছোটে নবাব এর প্রতি শ্রদ্ধা জন্মে গেলো অনেক...

  • @amitmondal1309
    @amitmondal1309 6 місяців тому +1

    ছোট্ট নবাব কে দেখে আমার মনটা ভরে গেল কি ভালো ব্যবহার একজন ভালো সৎ মনের মানুষ এই ছোট্ট নবাব আপনি আরো অনেক বছর বেঁচে থাকুক

  • @avijitdhar2741
    @avijitdhar2741 2 роки тому +6

    ছোটে নবাব খুব খুব ভালো মানুষ মানস দা, ছোটে নবাব কে আমার তরফ থেকে কোটি কোটি প্রণাম মানস দা. 🙏🙏

  • @alimohammadmobarokali5689
    @alimohammadmobarokali5689 2 роки тому +6

    আমি বাংলাদেশী, সিলেটি, দুবাই থেকে, চমৎকার পুরানো ইতিহাস,

  • @soro4634
    @soro4634 2 роки тому +9

    Watching from Bangladesh 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩ঢাকা থেকে দেখতেছি আমি 🌹🌹
    প্রকৃত মুসলমান হলে সব ধর্মের মানুষ মুসলিমদের ভালোবাসবে

    • @ashimamondal7168
      @ashimamondal7168 2 роки тому

      Ha re r tora eto harami hindu der Maris nah Bangladesh...
      India aie potte debo

  • @amnanshafol
    @amnanshafol 2 роки тому +3

    কি অপূর্ব এক তথ্যচিত্র নির্মাণ! অসাধারণ অসাধারণ অসাধারণ!!!
    ভালোবাসা রইলো।

  • @Moinak8
    @Moinak8 2 роки тому +7

    উনি সত্যিই খুব ভালো মানুষ, লালবাগে কর্মরত থাকাকালীন উনার সাথে প্রায়ই দেখা হত, কথাও হত।

  • @santanumal2307
    @santanumal2307 2 роки тому +2

    ওনার প্রতি অসংখ্য প্রণাম ও শ্রদ্ধা রইলো 🙏🙏🙏🙏🙏🙏🙏 সত্যি উনি মহান। আর আপনাকেও অসংখ্য ধন্যবাদ এরকম একটা ভিডিও উপহার দেওয়ার জন্য। আপনি আরো এগিয়ে যান আর এভাবেই আমাদের এই সমস্ত তথ্য উপহার দিন 🙏🙏🙏🙏

  • @secretsofwow
    @secretsofwow Рік тому +3

    Valo thakben choto nobab.pronam neben.Choto nobab er gan chokhe jol enedilo!! Uni sotti prokito manush ❤

    • @jinuferbanu7628
      @jinuferbanu7628 Рік тому +2

      Ganta shune mone holo oner ontor theke kanna berie asche.😢

  • @yeasinsk6027
    @yeasinsk6027 20 годин тому +1

    এই বয়সে খুব সুন্দর করে গাইলেন❤❤❤ যুবক বয়সে কতো সুন্দর গাইতে পারতেন অনুমান করতে পারছি❤❤❤

  • @dhakajob
    @dhakajob 2 роки тому +4

    দাদা বাংলাদেশ থেকে দেখছি . অসাধারণ একটা প্রতিবেদনে সমৃদ্ধ হলাম।

  • @AshanurAshanur-x7w
    @AshanurAshanur-x7w Рік тому +1

    আসলে জারা ভালো মানুষ তাঁরাই সব সময় সত্যি কথা তুলে ধরেন ধন্যবাদ দাদা আপনাকে

  • @ziaurrahman6905
    @ziaurrahman6905 2 роки тому +16

    আমি ছোট্ট একটা মানুষ ভারত সরকারের কাছে অনুরোধ করবো এগুলো যেন মেরামত করে এবং ইতিহাস ধরে রাখে

  • @biratchandradhara2153
    @biratchandradhara2153 11 місяців тому +2

    ছোটে নবাবের কন্ঠে গজল খুব সুন্দর! নবাব সাহেব অসাধারণ মানুষ। আপনি আরও ব্লগ বানান আমাদের জন্য। মানসদা আপনার চ্যানেলের শ্রীবৃদ্ধি কামনা করি।

  • @anjabatalimali3883
    @anjabatalimali3883 2 роки тому +4

    অসাধারণ তথ্য সমৃদ্ধ ভিডিও, ধন্যবাদ

  • @Jharna.Mukherjee
    @Jharna.Mukherjee Рік тому +2

    Asadharon......monta varakranto hoechilo....Nababer gajal samsto vulie dilo.Sushtho thakun valo thakun.Manus e ses katha.

  • @Rayhanhossain-hf8jy
    @Rayhanhossain-hf8jy Рік тому +4

    চমৎকার লাগছিল দাদা। আভেগে কোথায় হারালাম,নিজেও জানিনা।ছোটে নবাব কে লাল সালাম।তিনি একজন নিরহংকারী মানুষ। কেউ আপনার মত দেখাতে পাররেনি।ধন্যবাদ।

  • @ismailmollaismailmolla3537
    @ismailmollaismailmolla3537 Рік тому +2

    কিবলে ধন্যবাদ দিব বলার ভাসা খুজে পাইনা আজকের ভিডিওটা খুব ভালো লাগলো ছোট নবাবের প্রতি লইলো দোয়া ও ভালো বাসা