বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কর্মমুখী তো নয়ই বরং এটি তত্ত্বীয় জ্ঞানের উপর প্রতিষ্ঠিত আমলা কর্তৃক পৃষ্টপোষকতা পূর্ন বেকার তৈরির কারখানা। অথচ এত জনগোষ্ঠী সম্পন্ন দেশের শিক্ষার স্লোগান হওয়া উচিত ছিল "কর্মমুখী শিক্ষা চাই, পণ্য বানিয়ে বাঁচতে চাই।" এটা করতে হলে কারিগরি শিক্ষা ও সাধারণ শিক্ষাকে একীভূত বা সমন্বয় করে ষষ্ঠ শ্রেণী থেকে সাধারণ শিক্ষার পাশাপাশি কমপক্ষে ২টি ট্রেড/ কারিগরি কোর্স বাধ্যতামূলক করতে হবে। ক্রমান্বয়ে শিক্ষার্থীরা অষ্টম ও দশম শ্রেণি পর্যন্ত একাধিক ট্রেডে দক্ষ হয়ে দেশে বা বিদেশে যেয়ে ভালো কর্মদক্ষতা দেখাতে পারবে। দেশে লাখ লাখ গ্রাজুয়েট বেকার। অনেকের শিক্ষার মান প্রশ্নবিদ্ধ।আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থী গড় মেধাবী। এদের সরকারি পলিটেকনিক ভর্তির জন্য উৎসাহিত করতে হবে।চাইনিজ পণ্য দেখে নিজেদের নতুন পণ্য তৈরির দক্ষতা অর্জন করতে হবে। স্লোগান হবে "প্রতিটি খানা; একটি কারখানা।" জিঞ্জিরা মডেল হবে নতুন সৃজনশীল ফরমেটে। সরকারি বেসরকারি এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। অদক্ষ ইন্সট্রাক্টরদের বাদ দিয়ে যোগ্য, দক্ষ ও গ্রাজুয়েট ইন্সট্রাক্টর/Engineer নিয়োগ দিতে হবে। আমার ধারণা বর্তমান শিক্ষা ব্যবস্থা চলতে থাকলে বেকার কিশোর গ্যাং, বেকার গ্যাং স্টার, বেকার ছিনতাইকারী তৈরি হতেই থাকবে। উল্লেখ্য যে যারা জেনুইন মেধাবী তারা Professional বিষয় নিয়ে গবেষণা করবে উচ্চ শিক্ষায় যাবে এবং তা নির্ধারণ হবে উচ্চতর মান সম্পন্ন পদ্ধতিতে। কিন্তু এটা করা কঠিন হবে কারণ বর্তমান শিক্ষা ব্যবস্থার এক বিশাল অনৈতিক বাজার আছে।
শিক্ষকদের জীবনমান উন্নয়নের পদক্ষেপ নিতে হবে। চাকুরী না পেয়ে দায় সারা ভাবে শিক্ষকতায় এসে নিরুপায় হয়ে ক্লাসরুমে বসেই শিক্ষককে যেন বাড়তি উপার্জনের চিন্তা না করতে হয়, সে চেষ্টা করতে হবে। শিক্ষার সাথে সংশ্লিষ্ট সকলকে দূর্নীতি মুক্ত করতে হবে, সরকারী বরাদ্দের খরচের হিসাব নিতে হবে স্বচ্চভাবে।
শিক্ষার উন্নয়নে পদক্ষেপ গ্রহণ প্রসঙ্গে আলোচ্য কথা গুলো শুনে এতই খুশি হইলাম ; যা আমি নিজ ভাষায় প্রকাশ করতে পারছি না। তাই সরকার মহোদয়কে অনুরোধ করছি যে তাড়াহুড়া নয় বরং ঠান্ডা মাথায় তা বাস্তবায়ন বাস্তবায়নে বাস্তবায়ন করা হোক। যা দেশ উন্নয়নের একটা বড় চাবি.
শিক্ষকদের জীবন মান উন্নয়ন না করে শিক্ষার মান উন্নয়ন কখনোই সম্ভব না। মাত্র ১২৫০০ টাকায় একজন মাস্টার্স পাশ ব্যাক্তি কিভাবে জীবনধারণ করবে? যেখানে একজন সাধারণ শ্রমিকও ১৫ থেকে ২০ হাজার উপার্জন করে
'পেনশন' নিয়ে কী বলবেন? বৃদ্ধ বয়সে অবসরের পর প্রতিনিয়ত ভোগান্তিতে ভোগে মানুষ। প্রায় ৪০% অবসরপ্রাপ্ত মানুষ ৫ থেকে ১০ বছরের বেশি সময় অপেক্ষা করার পরে তাদের জীবদ্দশায় পেনশন পান না। এটা তাদের টাকা, আপনি যদি তাদের টাকা ফেরত দিতে না পারেন তাহলে কেন এই পেনশন প্রক্রিয়া। মাসের শেষে তাদের টাকা থাকতে দিন। আমি আশা করি এই অন্তর্বর্তীকালীন সরকার এই ভয়াবহ সমস্যার সমাধান করবে।
Thank you, Business Standard, for creating a dedicated post on this valuable topic. I have been following all the news channels, and it is frustrating to see that many of them completely omit such an important issue for our country. It would be greatly appreciated if you could do a follow-up report on this topic and delve deeper into the actual steps the government is taking.
শিক্ষা টা কর্মমুখি করা উচিৎ একজন ব্যাক্তি ২০_২৫ বছর শিক্ষাঙ্গনে কাটিয়েও তাদের অনেকবিষয়ে ব্যাসিক নলেজ থাকে না। তাই শাক্ষাঙ্গন থেকেই যেন বিভিন্ন কাজের দক্ষতা অর্জন করে শিক্ষার্থীরা বেড় হয় সে দিকে নজর দেয়া উচিত। শিক্ষা কে সার্টিফিকেট মূখি না করে দক্ষতা বৃদ্ধি ও কর্ম মুখি বানানো উচিত
ইংলিশ মিডিয়াম শিক্ষা ব্যবস্থা নিয়েও চিন্তা করবেন, সবাইকে এক ছাতার নিচে আনা দরকার, এবং অবশ্যই শিক্ষার্থীদের বেতন ও অন্যান্য চার্জ নিয়ে অবশ্যই ভাবতে হবে, সংস্কার করা উচিত।
মাননীয় সচিব আমরা চাই সামনের দিনগুলো তে শিক্ষানীতি এমনভাবে সাজানো হোক বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক বিজ্ঞান নতুন নতুন আবিষ্কার কিভাবে করা যায় এভাবে শিক্ষা নিতে চাই আমরা স্বৈরাচারের কোন শিক্ষানীতি দেখতে চাই না
স্হায়ী সমাধান কবে আসবে?সেরকার বদল হলেই শিক্ষা ব্যবস্হা পরিবর্তন! চিকিৎসা ব্যবস্হা কসাইরোপ কখন পরিবর্তন হবে? কতমানুষ গরীব থেকে আরও গরীব হচ্ছে যদি সংসারের কেউ কোন নিরারেগ্যো রোগে ভুগে।
শিক্ষার মন্ত্রণালয় অধিদপ্তর একীভূত করেন বা সমন্বয় করেন। এই ব্যাড়াছ্যারা ২-৩টা মন্ত্রনালয়ে শিক্ষাকে ছড়িয়ে রাখা সিদ্ধান্ত গ্রহণের জন্য যে কতবড় বাঁধা আপনাদের অন্তত জানাতে হবে না। প্রাথমিক, শিক্ষা, সমাজকল্যাণ এসব মন্ত্রণালয় একীভূত করেন বা শিক্ষা কাজের সমন্বয়ে নীতি প্রণয়ন করেন।
ইউনিভার্সিটি গুলো আবেদনের মাধ্যমে টাকা নিচ্ছে কিন্তু সবাইকে পরীক্ষা দিতে দিবে এটা মৌলিক মানবাধিকার লংঘন যেমন কুয়েট চুয়েট রুয়েট এম আই এস টি। এগুলোর বিরুদ্ধে এখনই পদক্ষেপ নিন যারা আবেদন করবে তারা সবাই যেন ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারে
নাম পরিবর্তনের মাধ্যমে শিক্ষা কার্যক্রমের উন্নয়ন ঘটানো কতটা সম্ভব বুঝতে অসুবিধে হচ্ছে? শিক্ষার উন্নয়ন বলতে আমরা বুঝি, আমাদের বর্তমান সিস্টেমের সঠিক কার্যকারিতা অর্থাৎ ভালো শিক্ষক, এবং স্টেকহোল্ডারদের মধ্যে সমন্বয় ঘটানো। পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন। অত্যন্ত যৌক্তিক বক্তব্য উঠে এসেছে, সেটি হলো শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা অর্থাৎ শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে শিক্ষকদের শিক্ষা দেয়া এবং প্রতিনয়ত শেখা; এবং কিছু অর্জিত ধারণা যা অনুপযোগী সেগুলো বর্জন করা এই বিষয়গুলোর মধ্যে সমন্বয় ঘটানো প্রয়োজন বলে মনে করি। শিক্ষা বাজেট অবশ্যই বাড়ানো প্রয়োজন, পাশাপাশি এর সঠিক ব্যবহারের প্রতি বিশেষ দৃষ্টি দেয়া প্রয়োজন বলে মনে করি। পরবর্তীতে শিক্ষার মান এবং পরিবেশ যখন অনেকটা সঠিক দিকে ধাবিত হচ্ছে বলে নিজেদের কাছে মনে হবে, তখন যে জায়গাগুলোতে একটু পরিবর্তন করলে আরও মানসম্মত হবে বলে মনে হয়, সে জায়গাগুলোতে পরিবর্তন আনা প্রয়োজন বলে মনে করি..।
প্রাইভেট ও কোসিং সেন্টার গুলো অস্বাভাবিক বেতন ও লাগাম টানে ধরেন। স্কুল কলেজে ভালো লেখাপড়া হলে ছাত্রছাত্রীদের প্রাইভেট কোসিং পড়তে হবে কেন। এই বিষয় গুলো আপনারা নজর দেন না কেন।
মনে রাখবেন, এটা বৈষম্য বিরোধী আন্দোলন : ১। ধনী এবং গরিব মানুষের বৈষম্য চলবে না । ২। বিশেষ করে শিশু শিক্ষা ক্ষেত্রে বৈষম্য চলবে না । আমরা একটি মেধাবী এবং শান্তিপূর্ণ জাতি চাই ।
প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। যা বর্তমানে পরিবেশবিদদের মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই শিক্ষাব্যবস্থায় পরিবেশ, দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রতিরোধ বিষয়ে চিন্তাভাবনা করা প্রয়োজন। যা সারা বিশ্বে অনেক আগেই এ বিষয়গুলো নিয়ে কাজ শুরু হয়েছে।
প্রত্যেক পর্যায়ে পরীক্ষার প্রশ্নপত্র তৈরী করবে অন্য প্রতিষ্ঠান।এতে করে ছাত্রী গন নিজ প্রতিষ্ঠানের শিক্ষকগনরে তাদের কাছে পড়লে পরীক্ষায় ভাল করা যায় এ কনসেপ্ট থেকে বের হয়ে আসতে পারবে।
ঘর থেকে বের হলে এক মুহূর্তের জন্যও নিশ্চিত নই যে, আমি ফিরে আসব কিনা! বাজারে গেলে এমন অবস্থা যে, জিনিসপত্র কিনতে পারব কিনা, তার কোন গ্যারান্টি নেই! রাস্তায় গেলে ডাকাতি, চুরি, খুন, ছিনতাইয়ের সাথে মোকাবিলা করতে হয়, কোন নিরাপত্তা নেই! পড়াশোনা নেই, উন্নত চিকিৎসা নেই, কোন নিয়ম-শৃঙ্খলা নেই! এসব নিয়ে কেউ ভাবছে না, তারা শুধু সংবিধান, নির্বাচন নিয়ে বসে আছে! দেশের এই অবস্থা ঠিক করবে কে? হাসিনা থাকলে যেমন পরিস্থিতি, তারেক রহমান আসলেও কোনো পরিবর্তন হবে না! চেহারা পাল্টাবে, কিন্তু সমস্যাগুলো তেমনই থাকবে! আমরা সাধারণ জনগণ, আমাদের মতামত কেউ চিন্তা করে না! আমাদের জীবন হয়ে গেছে ছাগলের মতো, চার-পাঁচ নাম্বার বাচ্চার মত, কোনো মূল্য নেই আমাদের! এই দেশের চোর-ডাকাতদের কোনো হুঁশ নেই!
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সমূহে কর্মরত শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি করতে হবে। তারা বোনাস পান মূল বেতনের মাত্র ২৫% । বাংলাদেশের কোনো চাকরিতে কি এ নিয়ম আছে? এরকম বহু বৈষম্য বিদ্যমান যার সমাধান না করলে শিক্ষার সার্বিক মান উন্নয়ন সম্ভব হবে না। আশা করি সরকার সে দিকে নজর দিবেন।
Present results system must be Changed. This grading A plus system can not judge merit. As usa, europe, indian system to be introduced. In SSC, HSC results, the previous standing system must be reintroduced. Extraordinary merit to be awarded. All kinds of question paper leak to be stopped 100%. Research should be the number one priority in all varsities. No political party activity within any college or University campus.
Assalamualaikum. Jarai porben sobaike. ICT er beparta niye kichhu bolte chai. ICT akta vast subject. Eitar lotay patay ato kichhu achhe jeta sadharon manush er kolponar baire. Keno baire setar akta valo example hochhe jara eitar sathe jorito and jara jorito na....tader knowledge er besh kom. So bortomar somoye onek gula problem create hochhe, like hacking....and keo hoyto ter o pachhe na tar social media gulay ki problem hochhe. So ICT ethics should be the fundamental Education given to all the students. Like apni dhoren kono franchise movie....say for Spider Man movie. Prothom movie ta always origin hoy. Dekhay je kemne spiderman hoise....ki ki korte pare. Tar boro howar golpota....every franchise movie er ei surur golpo tai sobai sobche beshi mone rakhe. Education er khetreo.....SSC somo maner ICT course gula seroko howa uchit bole mone kori. Like tokhon e ICT ethics ta push kora. Valo kharap dik gula student der moddhe dhukay dewa. HSC somo maner ICT course gulay setar continuation hishabe, Tecnical Knowledge briddhi and introduction of ICT porjonto rakha uchit. Only Higher studies e jawar pore Implementation er dike nojor dewa. Subject choose korte help kora. Ei continuation tar subidha hocche.....akjon jotoi kharap kichhu korte chak, cz brain ke to apni atkay rakhte parben na....restricted jinis er proti manush er jhok, obisshashho rokom. Tar poreo tar vitore chhoto belay je ethics ta dhukay dewa hoisilo.....setar karone holeo karo kharap korte chaile se akbar holeo vabbe.....and limitations rekhe profession e ashbe. Thanks for your paitience. ❤
University gulor curriculum change korun jeno skilled force build kora jai..Theory based mukhosto type curriculum theke beriye university te technical faculty gulote major subject choice based education system and curriculum made kora lagbe jeno student ra nijer pochonder technological subject e nijer pochonder skill gain korte pare..ebong oi topic er enough skillful teacher jeno niyog deoa hoi every University te.
ক্লাস ওয়ান থেকে শুরু করে বারো বছর ইংরেজী পড়ানো হয়!!! তারপরও আমরা ইংরেজীতে কথা বলতে পারি না!!! অথচ দুই বছর বয়সে একটি বাচ্চা মায়ের ভাষায় কথা বলতে শুরু করে!! এই ফালতু শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করুন…
Need to updated teachers education and also they need to appear in examination in every year that they are eligible to serve the education. Is they are rude because of personal reasons.!! Need to focus that part.
সবচেয়ে জরুরী কাজ হবে এইটা জাতি ও ভবিষ্যত গঠনে।
এই বিষয়ে সবাইকে নিয়ে একটি জাতীয় সার্বক্ষণিক কমিশন হওয়া দরকার।
ধন্যবাদ এই উদ্যোগ নেওয়ার জন্য!
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কর্মমুখী তো নয়ই বরং এটি তত্ত্বীয় জ্ঞানের উপর প্রতিষ্ঠিত আমলা কর্তৃক পৃষ্টপোষকতা পূর্ন বেকার তৈরির কারখানা। অথচ এত জনগোষ্ঠী সম্পন্ন দেশের শিক্ষার স্লোগান হওয়া উচিত ছিল "কর্মমুখী শিক্ষা চাই, পণ্য বানিয়ে বাঁচতে চাই।" এটা করতে হলে কারিগরি শিক্ষা ও সাধারণ শিক্ষাকে একীভূত বা সমন্বয় করে ষষ্ঠ শ্রেণী থেকে সাধারণ শিক্ষার পাশাপাশি কমপক্ষে ২টি ট্রেড/ কারিগরি কোর্স বাধ্যতামূলক করতে হবে। ক্রমান্বয়ে শিক্ষার্থীরা অষ্টম ও দশম শ্রেণি পর্যন্ত একাধিক ট্রেডে দক্ষ হয়ে দেশে বা বিদেশে যেয়ে ভালো কর্মদক্ষতা দেখাতে পারবে। দেশে লাখ লাখ গ্রাজুয়েট বেকার। অনেকের শিক্ষার মান প্রশ্নবিদ্ধ।আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থী গড় মেধাবী। এদের সরকারি পলিটেকনিক ভর্তির জন্য উৎসাহিত করতে হবে।চাইনিজ পণ্য দেখে নিজেদের নতুন পণ্য তৈরির দক্ষতা অর্জন করতে হবে। স্লোগান হবে "প্রতিটি খানা; একটি কারখানা।" জিঞ্জিরা মডেল হবে নতুন সৃজনশীল ফরমেটে। সরকারি বেসরকারি এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। অদক্ষ ইন্সট্রাক্টরদের বাদ দিয়ে যোগ্য, দক্ষ ও গ্রাজুয়েট ইন্সট্রাক্টর/Engineer নিয়োগ দিতে হবে। আমার ধারণা বর্তমান শিক্ষা ব্যবস্থা চলতে থাকলে বেকার কিশোর গ্যাং, বেকার গ্যাং স্টার, বেকার ছিনতাইকারী তৈরি হতেই থাকবে। উল্লেখ্য যে যারা জেনুইন মেধাবী তারা Professional বিষয় নিয়ে গবেষণা করবে উচ্চ শিক্ষায় যাবে এবং তা নির্ধারণ হবে উচ্চতর মান সম্পন্ন পদ্ধতিতে। কিন্তু এটা করা কঠিন হবে কারণ বর্তমান শিক্ষা ব্যবস্থার এক বিশাল অনৈতিক বাজার আছে।
শিক্ষা প্রতিষ্ঠান গুলোর পরিচালনায় অংশগ্রহণ কারিদের মিনিমাম শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামুলক করা ও অত্যন্ত জরুরি বিষয়।।
একমাত্র বিশ্বমানের শিক্ষাব্যবস্থা বাংলাদেশকে উন্নত করতে পারে এবং একটি উন্নত জাতি গঠনের সহায়তা করতে পারে।
কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার দিকে নজর দেওয়া দরকার।
৬ষ্ট শ্রেনী থেকেই কারিগড়ি , কম্পিউটার ও বিজ্ঞান বিষয়ে প্রশিক্ষন আনা উচিৎ,
শিক্ষকদের জীবনমান উন্নয়নের পদক্ষেপ নিতে হবে। চাকুরী না পেয়ে দায় সারা ভাবে শিক্ষকতায় এসে নিরুপায় হয়ে ক্লাসরুমে বসেই শিক্ষককে যেন বাড়তি উপার্জনের চিন্তা না করতে হয়, সে চেষ্টা করতে হবে। শিক্ষার সাথে সংশ্লিষ্ট সকলকে দূর্নীতি মুক্ত করতে হবে, সরকারী বরাদ্দের খরচের হিসাব নিতে হবে স্বচ্চভাবে।
বিশ্ববিদ্যালয় ভর্তি বাণিজ্য আগে বন্ধ করা উচিত।
কর্মমুখী শিক্ষা দরকার,, শিক্ষায় বয়সের বাধা থাকবে না,,, গবেষণায় বেশি জোর দিতে হবে,,, জাতীয় বিশ্ববিদ্যালয়ে বেশি নজর রাখতে হবে,,,
হাই স্কুলগুলো অডিটের জন্য ঘুষ দিতে হয়। এটা বন্ধ করার ব্যবস্থা নিন প্লিজ।
দ্রুত শিক্ষা ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করা হোক।
উন্নত সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থা ছাড়া উন্নত সমৃদ্ধ বাংলাদেশ কখনোই সম্ভব নয়।
সকল শিক্ষা প্রতিষ্ঠানে মনোবিদ নিয়োগ দেন। এই যুগ যেমন টেকনলোজির যুগ, তেমনি এর অপব্যবহারেরও যুগ। ফলাফল মানসিক ব্যাধি। তাই মনোবিজ্ঞানী নিয়োগ দিন।
Agreed!
শিক্ষার উন্নয়নে পদক্ষেপ গ্রহণ প্রসঙ্গে আলোচ্য কথা গুলো শুনে এতই খুশি হইলাম ; যা আমি নিজ ভাষায় প্রকাশ করতে পারছি না। তাই সরকার মহোদয়কে অনুরোধ করছি যে তাড়াহুড়া নয় বরং ঠান্ডা মাথায় তা বাস্তবায়ন বাস্তবায়নে বাস্তবায়ন করা হোক। যা দেশ উন্নয়নের একটা বড় চাবি.
শিক্ষকদের জীবন মান উন্নয়ন না করে শিক্ষার মান উন্নয়ন কখনোই সম্ভব না।
মাত্র ১২৫০০ টাকায় একজন মাস্টার্স পাশ ব্যাক্তি কিভাবে জীবনধারণ করবে?
যেখানে একজন সাধারণ শ্রমিকও ১৫ থেকে ২০ হাজার উপার্জন করে
শিক্ষা ব্যবস্থায় ইনভেস্ট করার দরকার বেশি।
Very effective initiative, govt should take a necessary step as soon as possible.
খুব সময়োপযোগী পদক্ষেপ। যে জাতি শিক্ষা ও গবেষণায় যত উন্নত সে জাতি তত বেশী সফল।
প্রাথমিক পর্যায় পর্যন্ত এক শিক্ষা ব্যবস্থা চালু হোক। সিঙ্গাপুরের কেস স্টাডি নেওয়া হোক। জাতির জন্য এ সুযোগ আর আসবে না।
শিক্ষাব্যবস্থাকে করতে হবে প্রাকটিক্যাল বা বাস্তবমুখী।
আন্তজার্তিক মানের শিক্ষা ব্যাবস্থা গড়ে তুলতে হবে।সবাইকে প্রাক্টিকাল কাজ এর দিকে মনোযগি দিতে হবে।
'পেনশন' নিয়ে কী বলবেন? বৃদ্ধ বয়সে অবসরের পর প্রতিনিয়ত ভোগান্তিতে ভোগে মানুষ। প্রায় ৪০% অবসরপ্রাপ্ত মানুষ ৫ থেকে ১০ বছরের বেশি সময় অপেক্ষা করার পরে তাদের জীবদ্দশায় পেনশন পান না। এটা তাদের টাকা, আপনি যদি তাদের টাকা ফেরত দিতে না পারেন তাহলে কেন এই পেনশন প্রক্রিয়া। মাসের শেষে তাদের টাকা থাকতে দিন। আমি আশা করি এই অন্তর্বর্তীকালীন সরকার এই ভয়াবহ সমস্যার সমাধান করবে।
শিক্ষক দের প্রমোশন স্মুথ করেন... মান দ্রুত বাড়বে ইনশাআল্লাহ
শিক্ষকদের জীবনমান উন্নয়নে শিক্ষক কমিশন গঠন করা হোক। প্রাথমিক সহকারী শিক্ষকদের ২য় শ্রেনি ঘোষনা করা হোক।
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পদোন্নতি দীর্ঘদিন ধরে আটকে আছে, দয়া করে বিষয়টির দিকে নজর দিন।
Bangladesh need International standard education and manpower.
শিক্ষা নিয়ে ব্যবসা বন্ধ করেন।
We will support you if you make our education qualitative.
নবম শ্রেণীতে ধর্মীয়, মানবিক, বিজ্ঞান, ব্যবসায় এবং কারিগরি শাখা চাই।
শিক্ষা কমিশন অগ্রাধিকার দেওয়া উচিৎ ছিল
Thank you, Business Standard, for creating a dedicated post on this valuable topic. I have been following all the news channels, and it is frustrating to see that many of them completely omit such an important issue for our country. It would be greatly appreciated if you could do a follow-up report on this topic and delve deeper into the actual steps the government is taking.
কম মূখি শিক্ষা গ্রহণ করানো হোক
স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে দ্রুত তথ্যপ্রযুক্তি বিষয়ে পদ সৃষ্টি করা অতি জরুরী।
এটা একটা ভালো উদ্দোগ। তবে খেয়াল রাখা দরকার আবার যেনও ভূল করে না ফেলি। আবার ভূল হলে শিক্ষা বেবসতা পুরাটাই ভেঙে পড়বে।
সিঙ্গাপুর এর শিক্ষা ব্যবস্থা টা ফলো করেন।
শিক্ষকদের যে পেটে ভাত নাই, বেতন ১২৫০০, সেটার কী করবেন?
শিক্ষা কমিশন চাই
শিক্ষা টা কর্মমুখি করা উচিৎ
একজন ব্যাক্তি ২০_২৫ বছর শিক্ষাঙ্গনে কাটিয়েও তাদের অনেকবিষয়ে ব্যাসিক নলেজ থাকে না। তাই শাক্ষাঙ্গন থেকেই যেন বিভিন্ন কাজের দক্ষতা অর্জন করে শিক্ষার্থীরা বেড় হয় সে দিকে নজর দেয়া উচিত। শিক্ষা কে সার্টিফিকেট মূখি না করে দক্ষতা বৃদ্ধি ও কর্ম মুখি বানানো উচিত
প্রতি বছর সেশান চার্জ নামক জুলুম বন্ধ করতে হবে৷
ইংলিশ মিডিয়াম শিক্ষা ব্যবস্থা নিয়েও চিন্তা করবেন, সবাইকে এক ছাতার নিচে আনা দরকার, এবং অবশ্যই শিক্ষার্থীদের বেতন ও অন্যান্য চার্জ নিয়ে অবশ্যই ভাবতে হবে, সংস্কার করা উচিত।
ICT expert teachers lack
চলতি বাজেট সংশোধন করা দরকার।শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো জরুরি।
Alhamdulillah 🥰
প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বেতন সরকার নিধারন করে দেয়া হোক।
মাননীয় সচিব আমরা চাই সামনের দিনগুলো তে শিক্ষানীতি এমনভাবে সাজানো হোক বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক বিজ্ঞান নতুন নতুন আবিষ্কার কিভাবে করা যায় এভাবে শিক্ষা নিতে চাই আমরা স্বৈরাচারের কোন শিক্ষানীতি দেখতে চাই না
সকল পরিবর্তনের পিছনে দরকার সুষ্ঠ তদারকি ।
প্রচুর কৃষি বিজ্ঞানী দরকার
ল্যাব সুবিধা আধুনিকায়নে সরকারের সহযোগিতা বৃদ্ধি আবশ্যক। আইসিটি শিক্ষায় সার্টিফিকেট অর্জনের চেয়ে শিক্ষকের দক্ষতার উপর জোর দিতে হবে।
রিকশা চালক মাসে আয় করে ৩০০০০
শিক্ষকদের মাসিক বেতন ১২০০০
শিক্ষার উন্নতি হবে কিভাবে..........
Thik
অবসরের পর শিক্ষকদের জিপির টাকা বা এককালীন টাকা নিয়ে হয়রানির বিষয়টি গুরুত্বের সাথে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করছি।
স্হায়ী সমাধান কবে আসবে?সেরকার বদল হলেই শিক্ষা ব্যবস্হা পরিবর্তন!
চিকিৎসা ব্যবস্হা কসাইরোপ কখন পরিবর্তন হবে? কতমানুষ গরীব থেকে আরও গরীব হচ্ছে যদি সংসারের কেউ কোন নিরারেগ্যো রোগে ভুগে।
ইংল্যান্ড আমেরিকার শিক্ষা পদ্ধতি কিভাবে হয় সেটা ফলো করলেই তো হয়।
ভাল❤
শিক্ষার মন্ত্রণালয় অধিদপ্তর একীভূত করেন বা সমন্বয় করেন। এই ব্যাড়াছ্যারা ২-৩টা মন্ত্রনালয়ে শিক্ষাকে ছড়িয়ে রাখা সিদ্ধান্ত গ্রহণের জন্য যে কতবড় বাঁধা আপনাদের অন্তত জানাতে হবে না।
প্রাথমিক, শিক্ষা, সমাজকল্যাণ এসব মন্ত্রণালয় একীভূত করেন বা শিক্ষা কাজের সমন্বয়ে নীতি প্রণয়ন করেন।
বাংলা ও ইংরেজি ভার্সন এবং ইংরেজি মিডিয়াম সম্পর্কে জানতে চাই।
UGC should be renamed and restructured as Higher Education Commission Bangladesh (HECB).
শিক্ষকদের বেতনের কি হবে?
বেসরকারি মাধ্যমিক পর্যায়ের একজন মাস্টার্স পাস শিক্ষকের স্টার্টিং বেতন ১২৫০০ টাকা দেন মাত্র। বিবেচনার বিষয়।
আমি তো জানতাম ১৬০০০/- বেসিক। আর এটা সারাজীবন কি একই থাকে?? বাড়ে না??
বাংলাদেশ গঠন কমিশন করুন আগামী 10 বছরে বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চান এই লক্ষ্য নির্ধারণে কাজ করতে হবে
ইউনিভার্সিটি গুলো আবেদনের মাধ্যমে টাকা নিচ্ছে কিন্তু সবাইকে পরীক্ষা দিতে দিবে এটা মৌলিক মানবাধিকার লংঘন
যেমন কুয়েট চুয়েট রুয়েট এম আই এস টি। এগুলোর বিরুদ্ধে এখনই পদক্ষেপ নিন
যারা আবেদন করবে তারা সবাই যেন ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারে
নাম পরিবর্তনের মাধ্যমে শিক্ষা কার্যক্রমের উন্নয়ন ঘটানো কতটা সম্ভব বুঝতে অসুবিধে হচ্ছে? শিক্ষার উন্নয়ন বলতে আমরা বুঝি, আমাদের বর্তমান সিস্টেমের সঠিক কার্যকারিতা অর্থাৎ ভালো শিক্ষক, এবং স্টেকহোল্ডারদের মধ্যে সমন্বয় ঘটানো। পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন। অত্যন্ত যৌক্তিক বক্তব্য উঠে এসেছে, সেটি হলো শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা অর্থাৎ শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে শিক্ষকদের শিক্ষা দেয়া এবং প্রতিনয়ত শেখা; এবং কিছু অর্জিত ধারণা যা অনুপযোগী সেগুলো বর্জন করা এই বিষয়গুলোর মধ্যে সমন্বয় ঘটানো প্রয়োজন বলে মনে করি। শিক্ষা বাজেট অবশ্যই বাড়ানো প্রয়োজন, পাশাপাশি এর সঠিক ব্যবহারের প্রতি বিশেষ দৃষ্টি দেয়া প্রয়োজন বলে মনে করি। পরবর্তীতে শিক্ষার মান এবং পরিবেশ যখন অনেকটা সঠিক দিকে ধাবিত হচ্ছে বলে নিজেদের কাছে মনে হবে, তখন যে জায়গাগুলোতে একটু পরিবর্তন করলে আরও মানসম্মত হবে বলে মনে হয়, সে জায়গাগুলোতে পরিবর্তন আনা প্রয়োজন বলে মনে করি..।
12 ক্লাস অর্থাত ইন্টার লেভেল পর্যন্ত কোন গ্রুপ (সাইন্স, আর্টস, কমার্স)থাকা উচিত নয়।উন্নত বিশ্বের কোথাও এটা নেই।
utmost importance dite hbe
প্রাথমিক শিক্ষা ব্যাবস্থার ব্যাপক সংস্কার প্রয়োজন। এখানে হ য ব র ল অবস্থা চলছে। দয়া করে এখানে নজর দিবেন।
Jack of ALL trades, master of None!
ষষ্ঠ শ্রেণি থেকে স্পিকিং এবং লিসেনিং কোর্স চালু করলে শিক্ষার মান আন্তর্জাতিক হবে।
Assalamualaikum We have need to education Commission immediately as like scientists Kudruti khuda.
আগামী দশ বছরের প্লান।
ভাবতে থাকুন। আগে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে ভাবুন।
প্রাইভেট ও কোসিং সেন্টার গুলো অস্বাভাবিক বেতন ও লাগাম টানে ধরেন। স্কুল কলেজে ভালো লেখাপড়া হলে ছাত্রছাত্রীদের প্রাইভেট কোসিং পড়তে হবে কেন। এই বিষয় গুলো আপনারা নজর দেন না কেন।
Alhamdulillah
স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর অত্যন্ত প্রয়োজন। তারপর প্রাথমিক শিক্ষার সাথে উচ্চশিক্ষার একটা সমন্বয় করা যাবে।
ICT বিষয়ের উন্নয়নে জন্য প্র
শিক্ষায় জিডিপির নুন্যতম ৫% বাজেট বরাদ্দ দিতে হবে
মনে রাখবেন, এটা বৈষম্য বিরোধী আন্দোলন :
১। ধনী এবং গরিব মানুষের বৈষম্য চলবে না ।
২। বিশেষ করে শিশু শিক্ষা ক্ষেত্রে বৈষম্য চলবে না ।
আমরা একটি মেধাবী এবং শান্তিপূর্ণ জাতি চাই ।
প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। যা বর্তমানে পরিবেশবিদদের মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই শিক্ষাব্যবস্থায় পরিবেশ, দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রতিরোধ বিষয়ে চিন্তাভাবনা করা প্রয়োজন। যা সারা বিশ্বে অনেক আগেই এ বিষয়গুলো নিয়ে কাজ শুরু হয়েছে।
শিক্ষকদের বেতন বাড়ান আগে
শূন্য পদগুলো ৩ মাসের ভিতর পূরণ করতে হবে 😢😢😢😢😢
এডুকেশন নিয়ে কারা কাজ করছে? যারা শিক্ষাব্যবস্থা ধ্বংস করছে তারাই করছে না তো?
মাধ্যমিক শিক্ষা কে জাতীয় করন না করলে, শিক্ষার উন্নতি কখনো হবে না।
Invest on education sector
প্রত্যেক পর্যায়ে পরীক্ষার প্রশ্নপত্র তৈরী করবে অন্য প্রতিষ্ঠান।এতে করে ছাত্রী গন নিজ প্রতিষ্ঠানের শিক্ষকগনরে তাদের কাছে পড়লে পরীক্ষায় ভাল করা যায় এ কনসেপ্ট থেকে বের হয়ে আসতে পারবে।
ঘর থেকে বের হলে এক মুহূর্তের জন্যও নিশ্চিত নই যে, আমি ফিরে আসব কিনা! বাজারে গেলে এমন অবস্থা যে, জিনিসপত্র কিনতে পারব কিনা, তার কোন গ্যারান্টি নেই! রাস্তায় গেলে ডাকাতি, চুরি, খুন, ছিনতাইয়ের সাথে মোকাবিলা করতে হয়, কোন নিরাপত্তা নেই! পড়াশোনা নেই, উন্নত চিকিৎসা নেই, কোন নিয়ম-শৃঙ্খলা নেই! এসব নিয়ে কেউ ভাবছে না, তারা শুধু সংবিধান, নির্বাচন নিয়ে বসে আছে! দেশের এই অবস্থা ঠিক করবে কে? হাসিনা থাকলে যেমন পরিস্থিতি, তারেক রহমান আসলেও কোনো পরিবর্তন হবে না! চেহারা পাল্টাবে, কিন্তু সমস্যাগুলো তেমনই থাকবে! আমরা সাধারণ জনগণ, আমাদের মতামত কেউ চিন্তা করে না! আমাদের জীবন হয়ে গেছে ছাগলের মতো, চার-পাঁচ নাম্বার বাচ্চার মত, কোনো মূল্য নেই আমাদের! এই দেশের চোর-ডাকাতদের কোনো হুঁশ নেই!
ভালো
❤
শফিকুল আলম রাষ্ট্রের একজন চাকর, তার এতো মিডিয়ায় কথা বলতে হইতেছে কেনো??
পেটে ভাত না থাকলে ট্রেনিং ধুয়ে ধুয়ে খাবে?
,👍
শিক্ষকরা দলবাজ হতে পারবে না। কোনো দলকে পছন্দ করতে পারে।ন্যায় নৈতিকতার সৎ মেধাবী আদর্শ শিককরাই কেবলই পারে সমৃদ্ধ জাতি গঠন করতে।
ICT শিক্ষার ভূত নামান। যারা ICT নিয়ে পড়বে তারা ICT বিষয়ে বিস্তারিত পড়বে। সবাইকে কেন coding শিখাবেন? সবাই ICT primary knowledge নেবে.
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সমূহে কর্মরত শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি করতে হবে। তারা বোনাস পান মূল বেতনের মাত্র ২৫% । বাংলাদেশের কোনো চাকরিতে কি এ নিয়ম আছে? এরকম বহু বৈষম্য বিদ্যমান যার সমাধান না করলে শিক্ষার সার্বিক মান উন্নয়ন সম্ভব হবে না। আশা করি সরকার সে দিকে নজর দিবেন।
Introduce Merit based promotion system in every department.
Present results system must be
Changed. This grading A plus system
can not judge merit.
As usa, europe, indian system to be introduced. In SSC, HSC results, the previous standing system must be reintroduced. Extraordinary merit to be
awarded.
All kinds of question paper leak to be stopped 100%.
Research should be the number one priority in all varsities.
No political party activity within any college or University campus.
Assalamualaikum. Jarai porben sobaike.
ICT er beparta niye kichhu bolte chai. ICT akta vast subject. Eitar lotay patay ato kichhu achhe jeta sadharon manush er kolponar baire. Keno baire setar akta valo example hochhe jara eitar sathe jorito and jara jorito na....tader knowledge er besh kom. So bortomar somoye onek gula problem create hochhe, like hacking....and keo hoyto ter o pachhe na tar social media gulay ki problem hochhe.
So ICT ethics should be the fundamental Education given to all the students.
Like apni dhoren kono franchise movie....say for Spider Man movie. Prothom movie ta always origin hoy. Dekhay je kemne spiderman hoise....ki ki korte pare. Tar boro howar golpota....every franchise movie er ei surur golpo tai sobai sobche beshi mone rakhe.
Education er khetreo.....SSC somo maner ICT course gula seroko howa uchit bole mone kori. Like tokhon e ICT ethics ta push kora. Valo kharap dik gula student der moddhe dhukay dewa.
HSC somo maner ICT course gulay setar continuation hishabe, Tecnical Knowledge briddhi and introduction of ICT porjonto rakha uchit.
Only Higher studies e jawar pore Implementation er dike nojor dewa. Subject choose korte help kora.
Ei continuation tar subidha hocche.....akjon jotoi kharap kichhu korte chak, cz brain ke to apni atkay rakhte parben na....restricted jinis er proti manush er jhok, obisshashho rokom. Tar poreo tar vitore chhoto belay je ethics ta dhukay dewa hoisilo.....setar karone holeo karo kharap korte chaile se akbar holeo vabbe.....and limitations rekhe profession e ashbe.
Thanks for your paitience. ❤
University gulor curriculum change korun jeno skilled force build kora jai..Theory based mukhosto type curriculum theke beriye university te technical faculty gulote major subject choice based education system and curriculum made kora lagbe jeno student ra nijer pochonder technological subject e nijer pochonder skill gain korte pare..ebong oi topic er enough skillful teacher jeno niyog deoa hoi every University te.
ক্লাস ওয়ান থেকে শুরু করে বারো বছর ইংরেজী পড়ানো হয়!!! তারপরও আমরা ইংরেজীতে কথা বলতে পারি না!!! অথচ দুই বছর বয়সে একটি বাচ্চা মায়ের ভাষায় কথা বলতে শুরু করে!! এই ফালতু শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করুন…
Need to updated teachers education and also they need to appear in examination in every year that they are eligible to serve the education.
Is they are rude because of personal reasons.!! Need to focus that part.
কণফুলি নদীর কথা বলে মুখ, সেটা বুঝেনা, চট্টগ্রাম নিয়ে কোনো দেশ সরয়ন্ত্র করে বিকল্প রাস্তা।
ফার্স্ট ক্লাস পাওয়া ছাত্র-ছাত্রীদেরকে শিক্ষকতা পেশায় আনার জন্য শিক্ষকদের বেতন-ভাতা বাড়াতে হবে। এসব কারনে ভারতের পশ্চিমবঙ্গে পিএইচডি ডিগ্রীধারীরাও স্কুলের শিক্ষকতাকে পেশা হিসেবে নিচ্ছেন।
বাংলাদেশে থার্ড ক্লাস পাওয়া ছেলে-মেয়েরা শিক্ষকতা পেশায় আসেন, তাদের কাছ থেকে ভাল শিক্ষা আশা করেন কিভাবে?
ইংলিশ বারানো হোক