শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে সরকার | Bangladesh Education System| Interim Govt Plan
Вставка
- Опубліковано 8 лют 2025
- বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এমনকি উচ্চ শিক্ষা তদারকি করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে বিশ্ববিদ্যালয় কমিশন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ১৭ ডিসেম্বর এক সংবাদ সম্মেলন এসব বিষয় তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস উইং।
#educationsystem #interimgovt #breakingnews #banglanews #latestbanglanews #tbs #tbsnews #thebusinessstandard
Fair Use Disclaimer:
===================
This channel may use some copyrighted materials without specific authorization of the owner but contents used here falls under the “Fair Use” as described in The Copyright Act 2000 Law No. 28 of the year 2000 of Bangladesh under Chapter 6, Section 36 and Chapter 13 Section 72. According to that law allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
"Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use."
Connect with us on :
===================
Facebook - / tbsnews.net
Instagram - / thebusinessstandard
Twitter - / tbsnewsdotnet
Pinterest - / tbsnews
Linkedin - / the-business-standard
SUBSCRIBE NOW!
For more updates TURN the Notification BELL 🔔 ON AND 👉 don’t forget to Subscribe, Follow, Share, Comment & Like to stay with us.
Keywords: Bangla News | Bangladesh News | Bangla News Today | Bangla Online News | Bangla News Live | Latest Bangla News | Tbs News |
Tbs Bangla | Tbs News Bangla | The Business Standard
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কর্মমুখী তো নয়ই বরং এটি তত্ত্বীয় জ্ঞানের উপর প্রতিষ্ঠিত আমলা কর্তৃক পৃষ্টপোষকতা পূর্ন বেকার তৈরির কারখানা। অথচ এত জনগোষ্ঠী সম্পন্ন দেশের শিক্ষার স্লোগান হওয়া উচিত ছিল "কর্মমুখী শিক্ষা চাই, পণ্য বানিয়ে বাঁচতে চাই।" এটা করতে হলে কারিগরি শিক্ষা ও সাধারণ শিক্ষাকে একীভূত বা সমন্বয় করে ষষ্ঠ শ্রেণী থেকে সাধারণ শিক্ষার পাশাপাশি কমপক্ষে ২টি ট্রেড/ কারিগরি কোর্স বাধ্যতামূলক করতে হবে। ক্রমান্বয়ে শিক্ষার্থীরা অষ্টম ও দশম শ্রেণি পর্যন্ত একাধিক ট্রেডে দক্ষ হয়ে দেশে বা বিদেশে যেয়ে ভালো কর্মদক্ষতা দেখাতে পারবে। দেশে লাখ লাখ গ্রাজুয়েট বেকার। অনেকের শিক্ষার মান প্রশ্নবিদ্ধ।আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থী গড় মেধাবী। এদের সরকারি পলিটেকনিক ভর্তির জন্য উৎসাহিত করতে হবে।চাইনিজ পণ্য দেখে নিজেদের নতুন পণ্য তৈরির দক্ষতা অর্জন করতে হবে। স্লোগান হবে "প্রতিটি খানা; একটি কারখানা।" জিঞ্জিরা মডেল হবে নতুন সৃজনশীল ফরমেটে। সরকারি বেসরকারি এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। অদক্ষ ইন্সট্রাক্টরদের বাদ দিয়ে যোগ্য, দক্ষ ও গ্রাজুয়েট ইন্সট্রাক্টর/Engineer নিয়োগ দিতে হবে। আমার ধারণা বর্তমান শিক্ষা ব্যবস্থা চলতে থাকলে বেকার কিশোর গ্যাং, বেকার গ্যাং স্টার, বেকার ছিনতাইকারী তৈরি হতেই থাকবে। উল্লেখ্য যে যারা জেনুইন মেধাবী তারা Professional বিষয় নিয়ে গবেষণা করবে উচ্চ শিক্ষায় যাবে এবং তা নির্ধারণ হবে উচ্চতর মান সম্পন্ন পদ্ধতিতে। কিন্তু এটা করা কঠিন হবে কারণ বর্তমান শিক্ষা ব্যবস্থার এক বিশাল অনৈতিক বাজার আছে।
সবচেয়ে জরুরী কাজ হবে এইটা জাতি ও ভবিষ্যত গঠনে।
এই বিষয়ে সবাইকে নিয়ে একটি জাতীয় সার্বক্ষণিক কমিশন হওয়া দরকার।
ধন্যবাদ এই উদ্যোগ নেওয়ার জন্য!
শিক্ষকদের জীবনমান উন্নয়নের পদক্ষেপ নিতে হবে। চাকুরী না পেয়ে দায় সারা ভাবে শিক্ষকতায় এসে নিরুপায় হয়ে ক্লাসরুমে বসেই শিক্ষককে যেন বাড়তি উপার্জনের চিন্তা না করতে হয়, সে চেষ্টা করতে হবে। শিক্ষার সাথে সংশ্লিষ্ট সকলকে দূর্নীতি মুক্ত করতে হবে, সরকারী বরাদ্দের খরচের হিসাব নিতে হবে স্বচ্চভাবে।
৬ষ্ট শ্রেনী থেকেই কারিগড়ি , কম্পিউটার ও বিজ্ঞান বিষয়ে প্রশিক্ষন আনা উচিৎ,
প্রাইমারিতে ভাষা সেটা হোক বাংলা, ইংরেজি বা আরবি, বিজ্ঞান, গনিত, নৈতিকতা পরিচয় শেখার সময়।
অথচ শেখানো হয় আমাদের চার নেতা!!!
শিক্ষা প্রতিষ্ঠান গুলোর পরিচালনায় অংশগ্রহণ কারিদের মিনিমাম শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামুলক করা ও অত্যন্ত জরুরি বিষয়।।
কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার দিকে নজর দেওয়া দরকার।
বিশ্ববিদ্যালয় ভর্তি বাণিজ্য আগে বন্ধ করা উচিত।
একমাত্র বিশ্বমানের শিক্ষাব্যবস্থা বাংলাদেশকে উন্নত করতে পারে এবং একটি উন্নত জাতি গঠনের সহায়তা করতে পারে।
কর্মমুখী শিক্ষা দরকার,, শিক্ষায় বয়সের বাধা থাকবে না,,, গবেষণায় বেশি জোর দিতে হবে,,, জাতীয় বিশ্ববিদ্যালয়ে বেশি নজর রাখতে হবে,,,
হাই স্কুলগুলো অডিটের জন্য ঘুষ দিতে হয়। এটা বন্ধ করার ব্যবস্থা নিন প্লিজ।
সকল শিক্ষা প্রতিষ্ঠানে মনোবিদ নিয়োগ দেন। এই যুগ যেমন টেকনলোজির যুগ, তেমনি এর অপব্যবহারেরও যুগ। ফলাফল মানসিক ব্যাধি। তাই মনোবিজ্ঞানী নিয়োগ দিন।
Agreed!
দ্রুত শিক্ষা ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করা হোক।
উন্নত সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থা ছাড়া উন্নত সমৃদ্ধ বাংলাদেশ কখনোই সম্ভব নয়।
শিক্ষা ব্যবস্থায় ইনভেস্ট করার দরকার বেশি।
খুব সময়োপযোগী পদক্ষেপ। যে জাতি শিক্ষা ও গবেষণায় যত উন্নত সে জাতি তত বেশী সফল।
শিক্ষার উন্নয়নে পদক্ষেপ গ্রহণ প্রসঙ্গে আলোচ্য কথা গুলো শুনে এতই খুশি হইলাম ; যা আমি নিজ ভাষায় প্রকাশ করতে পারছি না। তাই সরকার মহোদয়কে অনুরোধ করছি যে তাড়াহুড়া নয় বরং ঠান্ডা মাথায় তা বাস্তবায়ন বাস্তবায়নে বাস্তবায়ন করা হোক। যা দেশ উন্নয়নের একটা বড় চাবি.
Very effective initiative, govt should take a necessary step as soon as possible.
আন্তজার্তিক মানের শিক্ষা ব্যাবস্থা গড়ে তুলতে হবে।সবাইকে প্রাক্টিকাল কাজ এর দিকে মনোযগি দিতে হবে।
প্রাথমিক পর্যায় পর্যন্ত এক শিক্ষা ব্যবস্থা চালু হোক। সিঙ্গাপুরের কেস স্টাডি নেওয়া হোক। জাতির জন্য এ সুযোগ আর আসবে না।
শিক্ষকদের জীবন মান উন্নয়ন না করে শিক্ষার মান উন্নয়ন কখনোই সম্ভব না।
মাত্র ১২৫০০ টাকায় একজন মাস্টার্স পাশ ব্যাক্তি কিভাবে জীবনধারণ করবে?
যেখানে একজন সাধারণ শ্রমিকও ১৫ থেকে ২০ হাজার উপার্জন করে
শিক্ষাব্যবস্থাকে করতে হবে প্রাকটিক্যাল বা বাস্তবমুখী।
নবম শ্রেণীতে ধর্মীয়, মানবিক, বিজ্ঞান, ব্যবসায় এবং কারিগরি শাখা চাই।
শিক্ষকদের জীবনমান উন্নয়নে শিক্ষক কমিশন গঠন করা হোক। প্রাথমিক সহকারী শিক্ষকদের ২য় শ্রেনি ঘোষনা করা হোক।
'পেনশন' নিয়ে কী বলবেন? বৃদ্ধ বয়সে অবসরের পর প্রতিনিয়ত ভোগান্তিতে ভোগে মানুষ। প্রায় ৪০% অবসরপ্রাপ্ত মানুষ ৫ থেকে ১০ বছরের বেশি সময় অপেক্ষা করার পরে তাদের জীবদ্দশায় পেনশন পান না। এটা তাদের টাকা, আপনি যদি তাদের টাকা ফেরত দিতে না পারেন তাহলে কেন এই পেনশন প্রক্রিয়া। মাসের শেষে তাদের টাকা থাকতে দিন। আমি আশা করি এই অন্তর্বর্তীকালীন সরকার এই ভয়াবহ সমস্যার সমাধান করবে।
বাধ্যতামূলক কারিগরি শিক্ষা চাই। এবং সেটা অষ্টম শ্রেণীর পর টানা ২ বছরের জন্য। সেই সাথে প্রতিযোগিতা মূলক চাকরি বান্ধব সিলেবাস ও পাঠ্যক্রম চাই। ভালছাল আগডুম বাগডুম শিখায়ে শিক্ষার্থীদের শিক্ষাজীবন নষ্ট করবেন না।
আগের পরীক্ষা পদ্ধতি চাই, যেখানে এন্ট্রান্স এক্সামে সকালে বাংলা প্রথম পত্র হইলে বিকালে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা হইতো। তাতে প্রকৃত মেধাবীরা অনায়েসে টিকে বেরিয়ে আসতে পারবে। শিক্ষার্থীদের পাসপোর্ট ও বাধ্যতামূলক ড্রাইভিং শিক্ষা থাকা জরুরী মনে করি।
প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষাকে উন্নয়ন করতে হবে।
স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে দ্রুত তথ্যপ্রযুক্তি বিষয়ে পদ সৃষ্টি করা অতি জরুরী।
Thanks
প্রধান উপদেষ্টা হলেই ভাল হতো।
Bangladesh need International standard education and manpower.
শিক্ষক দের প্রমোশন স্মুথ করেন... মান দ্রুত বাড়বে ইনশাআল্লাহ
কারিগরি শিক্ষা বাধ্যাতা মুলক করতে হবে
কম মূখি শিক্ষা গ্রহণ করানো হোক
ইংলিশ মিডিয়াম শিক্ষা ব্যবস্থা নিয়েও চিন্তা করবেন, সবাইকে এক ছাতার নিচে আনা দরকার, এবং অবশ্যই শিক্ষার্থীদের বেতন ও অন্যান্য চার্জ নিয়ে অবশ্যই ভাবতে হবে, সংস্কার করা উচিত।
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পদোন্নতি দীর্ঘদিন ধরে আটকে আছে, দয়া করে বিষয়টির দিকে নজর দিন।
শিক্ষা টা কর্মমুখি করা উচিৎ
একজন ব্যাক্তি ২০_২৫ বছর শিক্ষাঙ্গনে কাটিয়েও তাদের অনেকবিষয়ে ব্যাসিক নলেজ থাকে না। তাই শাক্ষাঙ্গন থেকেই যেন বিভিন্ন কাজের দক্ষতা অর্জন করে শিক্ষার্থীরা বেড় হয় সে দিকে নজর দেয়া উচিত। শিক্ষা কে সার্টিফিকেট মূখি না করে দক্ষতা বৃদ্ধি ও কর্ম মুখি বানানো উচিত
সিঙ্গাপুর এর শিক্ষা ব্যবস্থা টা ফলো করেন।
শিক্ষা নিয়ে ব্যবসা বন্ধ করেন।
We will support you if you make our education qualitative.
মাননীয় সচিব আমরা চাই সামনের দিনগুলো তে শিক্ষানীতি এমনভাবে সাজানো হোক বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক বিজ্ঞান নতুন নতুন আবিষ্কার কিভাবে করা যায় এভাবে শিক্ষা নিতে চাই আমরা স্বৈরাচারের কোন শিক্ষানীতি দেখতে চাই না
শিক্ষা কমিশন চাই
Jack of ALL trades, master of None!
শিক্ষা জাতীয়করণ চাই
এটা একটা ভালো উদ্দোগ। তবে খেয়াল রাখা দরকার আবার যেনও ভূল করে না ফেলি। আবার ভূল হলে শিক্ষা বেবসতা পুরাটাই ভেঙে পড়বে।
শিক্ষার মান বাড়াতে হলে অবশ্যই শিক্ষকদের প্রশিক্ষণ দরকার পাশাপাশি যারা শিক্ষকতা পেশা আসবে তাদের educational degree থাকা আবশ্যক করতে হবে, জীবনযাত্রার মান বাড়াতে হবে শিক্ষক
ভোকেশনাল শাখার উন্নয়ন করতে হবে।
Alhamdulillah 🥰
শিক্ষকদের যে পেটে ভাত নাই, বেতন ১২৫০০, সেটার কী করবেন?
Thank you, Business Standard, for creating a dedicated post on this valuable topic. I have been following all the news channels, and it is frustrating to see that many of them completely omit such an important issue for our country. It would be greatly appreciated if you could do a follow-up report on this topic and delve deeper into the actual steps the government is taking.
চলতি বাজেট সংশোধন করা দরকার।শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো জরুরি।
প্রাথমিক শিক্ষা ব্যাবস্থার ব্যাপক সংস্কার প্রয়োজন। এখানে হ য ব র ল অবস্থা চলছে। দয়া করে এখানে নজর দিবেন।
পুরান কাজকে সংস্কার করা সহজ হলেও নতুন কিছু করা কঠিন। নতুন কিছু করেন, জাতিকে কিছু দিন, দেশে শিক্ষিত লোক অনেক আছে , তাদের সংযুক্ত করুন।
বেসরকারী প্রতিষ্ঠান এ প্রতিষ্ঠান প্রধান পদে শিক্ষকদের মধ্য থেকে ধারাবাহিক ভাবে দায়িত্ব পালনের ব্যবস্থা করা হোক, তাহলে অর্থ অপচয় ও দুর্নীতি দুটোই কমবে।
বাংলাদেশ গঠন কমিশন করুন আগামী 10 বছরে বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চান এই লক্ষ্য নির্ধারণে কাজ করতে হবে
ভাল❤
জাতিসংঘের পরামর্শ অনুযায়ী 12 শতাংশ ব্যয় করা উচিত❤❤❤ এবং আগামী বাজেটে সেটার প্রতিফলন দেখতে চাই❤❤❤
অবসরের পর শিক্ষকদের জিপির টাকা বা এককালীন টাকা নিয়ে হয়রানির বিষয়টি গুরুত্বের সাথে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করছি।
প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বেতন সরকার নিধারন করে দেয়া হোক।
স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর অত্যন্ত প্রয়োজন। তারপর প্রাথমিক শিক্ষার সাথে উচ্চশিক্ষার একটা সমন্বয় করা যাবে।
নাম পরিবর্তনের মাধ্যমে শিক্ষা কার্যক্রমের উন্নয়ন ঘটানো কতটা সম্ভব বুঝতে অসুবিধে হচ্ছে? শিক্ষার উন্নয়ন বলতে আমরা বুঝি, আমাদের বর্তমান সিস্টেমের সঠিক কার্যকারিতা অর্থাৎ ভালো শিক্ষক, এবং স্টেকহোল্ডারদের মধ্যে সমন্বয় ঘটানো। পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন। অত্যন্ত যৌক্তিক বক্তব্য উঠে এসেছে, সেটি হলো শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা অর্থাৎ শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে শিক্ষকদের শিক্ষা দেয়া এবং প্রতিনয়ত শেখা; এবং কিছু অর্জিত ধারণা যা অনুপযোগী সেগুলো বর্জন করা এই বিষয়গুলোর মধ্যে সমন্বয় ঘটানো প্রয়োজন বলে মনে করি। শিক্ষা বাজেট অবশ্যই বাড়ানো প্রয়োজন, পাশাপাশি এর সঠিক ব্যবহারের প্রতি বিশেষ দৃষ্টি দেয়া প্রয়োজন বলে মনে করি। পরবর্তীতে শিক্ষার মান এবং পরিবেশ যখন অনেকটা সঠিক দিকে ধাবিত হচ্ছে বলে নিজেদের কাছে মনে হবে, তখন যে জায়গাগুলোতে একটু পরিবর্তন করলে আরও মানসম্মত হবে বলে মনে হয়, সে জায়গাগুলোতে পরিবর্তন আনা প্রয়োজন বলে মনে করি..।
বেসরকারি মাধ্যমিক পর্যায়ের একজন মাস্টার্স পাস শিক্ষকের স্টার্টিং বেতন ১২৫০০ টাকা দেন মাত্র। বিবেচনার বিষয়।
আমি তো জানতাম ১৬০০০/- বেসিক। আর এটা সারাজীবন কি একই থাকে?? বাড়ে না??
শিক্ষা কমিশন অগ্রাধিকার দেওয়া উচিৎ ছিল
12 ক্লাস অর্থাত ইন্টার লেভেল পর্যন্ত কোন গ্রুপ (সাইন্স, আর্টস, কমার্স)থাকা উচিত নয়।উন্নত বিশ্বের কোথাও এটা নেই।
শিক্ষার মন্ত্রণালয় অধিদপ্তর একীভূত করেন বা সমন্বয় করেন। এই ব্যাড়াছ্যারা ২-৩টা মন্ত্রনালয়ে শিক্ষাকে ছড়িয়ে রাখা সিদ্ধান্ত গ্রহণের জন্য যে কতবড় বাঁধা আপনাদের অন্তত জানাতে হবে না।
প্রাথমিক, শিক্ষা, সমাজকল্যাণ এসব মন্ত্রণালয় একীভূত করেন বা শিক্ষা কাজের সমন্বয়ে নীতি প্রণয়ন করেন।
ICT expert teachers lack
ল্যাব সুবিধা আধুনিকায়নে সরকারের সহযোগিতা বৃদ্ধি আবশ্যক। আইসিটি শিক্ষায় সার্টিফিকেট অর্জনের চেয়ে শিক্ষকের দক্ষতার উপর জোর দিতে হবে।
দেশের প্রত্যেকটি ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠিত করা। ট্রেনিং এর বিষয় বলতে চাই, বাস্তবে প্রতিষ্ঠানে এর কতটুক ব্যবহার নিশ্চিত করছে এই ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা খুবই প্রয়োজন বলে মনে করি। তা না হলে একটি মহল ট্রেনিং এর মাধ্যমে টাকা উপার্জনের একটা মাধ্যম বানিয়ে নিবে। বাংলাদেশে প্রচুর পরিমাণে কিন্ডার গার্ডেন এবং নূরানী প্রতিষ্ঠান বিদ্যমান আছে। এই সকল প্রতিষ্ঠানের শিক্ষকদের কার্যকর ট্রেনিং এর ব্যবস্থা নেই। প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর জন্য সরকারি ট্রেনিং প্রাপ্ত শিক্ষক ছাড়া কেউ শিক্ষক নিয়োগ দিতে পারবে না, এই ব্যবস্থা থাকলে শিক্ষার একটি মান নিশ্চিত হবে। যেটা দেশের শিক্ষার মান উন্নয়নের জন্য বড় ভূমিকা পালন করে থাকবে যা বাইরের দেশে হয়ে থাকে।
Alhamdulillah
সকল পরিবর্তনের পিছনে দরকার সুষ্ঠ তদারকি ।
ইংল্যান্ড আমেরিকার শিক্ষা পদ্ধতি কিভাবে হয় সেটা ফলো করলেই তো হয়।
ক্লাসে পাঠদান না করে শিক্ষকেরা কোচিং এ ব্যস্ত- এর সুরাহা করুন প্রয়োজনে বেতন কাঠামো পরিবর্তন করে যৌক্তিক পর্যায়ে আনুন।
ষষ্ঠ শ্রেণি থেকে স্পিকিং এবং লিসেনিং কোর্স চালু করলে শিক্ষার মান আন্তর্জাতিক হবে।
যোগ্য শিক্ষকদের আরো বেত ন ও অন্যান্য সুবিধা বাড়িয়ে দিয়ে স্কুলের কোচিং বন্ধ করুন। এর বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা চালু করেন। এই বৈষম্য দূর করেন।
ঘর থেকে বের হলে এক মুহূর্তের জন্যও নিশ্চিত নই যে, আমি ফিরে আসব কিনা! বাজারে গেলে এমন অবস্থা যে, জিনিসপত্র কিনতে পারব কিনা, তার কোন গ্যারান্টি নেই! রাস্তায় গেলে ডাকাতি, চুরি, খুন, ছিনতাইয়ের সাথে মোকাবিলা করতে হয়, কোন নিরাপত্তা নেই! পড়াশোনা নেই, উন্নত চিকিৎসা নেই, কোন নিয়ম-শৃঙ্খলা নেই! এসব নিয়ে কেউ ভাবছে না, তারা শুধু সংবিধান, নির্বাচন নিয়ে বসে আছে! দেশের এই অবস্থা ঠিক করবে কে? হাসিনা থাকলে যেমন পরিস্থিতি, তারেক রহমান আসলেও কোনো পরিবর্তন হবে না! চেহারা পাল্টাবে, কিন্তু সমস্যাগুলো তেমনই থাকবে! আমরা সাধারণ জনগণ, আমাদের মতামত কেউ চিন্তা করে না! আমাদের জীবন হয়ে গেছে ছাগলের মতো, চার-পাঁচ নাম্বার বাচ্চার মত, কোনো মূল্য নেই আমাদের! এই দেশের চোর-ডাকাতদের কোনো হুঁশ নেই!
শিক্ষকদের বেতন ভাতা না দিয়ে শুধু প্রশিক্ষণ দিয়ে মঙ্গল গ্রহের নিলেও শিক্ষার মান উন্নয়ন হবে না নিশ্চিত।
প্রচুর কৃষি বিজ্ঞানী দরকার
প্রত্যেক পর্যায়ে পরীক্ষার প্রশ্নপত্র তৈরী করবে অন্য প্রতিষ্ঠান।এতে করে ছাত্রী গন নিজ প্রতিষ্ঠানের শিক্ষকগনরে তাদের কাছে পড়লে পরীক্ষায় ভাল করা যায় এ কনসেপ্ট থেকে বের হয়ে আসতে পারবে।
utmost importance dite hbe
ইউনিভার্সিটি গুলো আবেদনের মাধ্যমে টাকা নিচ্ছে কিন্তু সবাইকে পরীক্ষা দিতে দিবে এটা মৌলিক মানবাধিকার লংঘন
যেমন কুয়েট চুয়েট রুয়েট এম আই এস টি। এগুলোর বিরুদ্ধে এখনই পদক্ষেপ নিন
যারা আবেদন করবে তারা সবাই যেন ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারে
সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আইসিটি নিয়ে ক্লাস হয়না বর্তমানে বা টিচাররা ট্র্রনিংপ্রাপ্ত নয়। এখন স্কুলে রোলকল করা এবং ছাত্রদের বেতনের হিসাব ছাড়া পড়ানো হয়না
প্রাইভেট ও কোসিং সেন্টার গুলো অস্বাভাবিক বেতন ও লাগাম টানে ধরেন। স্কুল কলেজে ভালো লেখাপড়া হলে ছাত্রছাত্রীদের প্রাইভেট কোসিং পড়তে হবে কেন। এই বিষয় গুলো আপনারা নজর দেন না কেন।
UGC should be renamed and restructured as Higher Education Commission Bangladesh (HECB).
রিকশা চালক মাসে আয় করে ৩০০০০
শিক্ষকদের মাসিক বেতন ১২০০০
শিক্ষার উন্নতি হবে কিভাবে..........
Thik
প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। যা বর্তমানে পরিবেশবিদদের মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই শিক্ষাব্যবস্থায় পরিবেশ, দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রতিরোধ বিষয়ে চিন্তাভাবনা করা প্রয়োজন। যা সারা বিশ্বে অনেক আগেই এ বিষয়গুলো নিয়ে কাজ শুরু হয়েছে।
স্হায়ী সমাধান কবে আসবে?সেরকার বদল হলেই শিক্ষা ব্যবস্হা পরিবর্তন!
চিকিৎসা ব্যবস্হা কসাইরোপ কখন পরিবর্তন হবে? কতমানুষ গরীব থেকে আরও গরীব হচ্ছে যদি সংসারের কেউ কোন নিরারেগ্যো রোগে ভুগে।
ভালো
মনে রাখবেন, এটা বৈষম্য বিরোধী আন্দোলন :
১। ধনী এবং গরিব মানুষের বৈষম্য চলবে না ।
২। বিশেষ করে শিশু শিক্ষা ক্ষেত্রে বৈষম্য চলবে না ।
আমরা একটি মেধাবী এবং শান্তিপূর্ণ জাতি চাই ।
১) প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত। ২) মাধ্যমিক শিক্ষা দ্বাদশ শ্রেণি পর্যন্ত। কলেজে নবম শ্রেণি থেকে ভর্তি শুরু হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় বিলুপ্ত হবে। এই পর্যন্ত অবৈতনিক শিক্ষা হবে। ৩) উচ্চ শিক্ষা বিশ্ববিদ্যালয়ে হবে। সকল জেলায় একটি করে বিশ্ববিদ্যালয়ের অধিনে অনার্স কলেজ হবে। বর্তমাস পাস কোর্স এবং কলেজ বিলুপ্ত হবে। কলেজ গুলো মাধ্যমিক বিদ্যালয়ে রূপাস্তর হবে।এভাবেই চাই শিক্ষার সংস্কার।
what about practicals knowledge?
মাধ্যমিক শিক্ষা শেষে কেউ ডিপ্লোমা অথবা উচ্চ শিক্ষা বেচে নিতে পারবে।
এডুকেশন নিয়ে কারা কাজ করছে? যারা শিক্ষাব্যবস্থা ধ্বংস করছে তারাই করছে না তো?
প্রতি বছর সেশান চার্জ নামক জুলুম বন্ধ করতে হবে৷
University gulor curriculum change korun jeno skilled force build kora jai..Theory based mukhosto type curriculum theke beriye university te technical faculty gulote major subject choice based education system and curriculum made kora lagbe jeno student ra nijer pochonder technological subject e nijer pochonder skill gain korte pare..ebong oi topic er enough skillful teacher jeno niyog deoa hoi every University te.
Invest on education sector
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সমূহে কর্মরত শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি করতে হবে। তারা বোনাস পান মূল বেতনের মাত্র ২৫% । বাংলাদেশের কোনো চাকরিতে কি এ নিয়ম আছে? এরকম বহু বৈষম্য বিদ্যমান যার সমাধান না করলে শিক্ষার সার্বিক মান উন্নয়ন সম্ভব হবে না। আশা করি সরকার সে দিকে নজর দিবেন।
অনেক সমস্যা এখানে
মনাসম্মত student সৃষ্ঠি হয় মান সম্মত শিক্ষক থেকে আর মান সম্মত শিক্ষক আসে মান সম্মত বেতন কাঠামো থেকে
মাধ্যমিক শিক্ষা কে জাতীয় করন না করলে, শিক্ষার উন্নতি কখনো হবে না।
ভাবতে থাকুন। আগে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে ভাবুন।
শিক্ষকদের আর্থিক সহায়তা বৃদ্ধি না করলে কোন পরিবর্তন কাজে লাগবে না।
ফার্স্ট ক্লাস পাওয়া ছাত্র-ছাত্রীদেরকে শিক্ষকতা পেশায় আনার জন্য শিক্ষকদের বেতন-ভাতা বাড়াতে হবে। এসব কারনে ভারতের পশ্চিমবঙ্গে পিএইচডি ডিগ্রীধারীরাও স্কুলের শিক্ষকতাকে পেশা হিসেবে নিচ্ছেন।
আমাদের দেশের রাজনীতি পরক্ষোভাবে সেনাবাহিনী নির্ভরশীল হয়ে পড়ছে তাই আমার মনে হয় সেনা সদরগুলো যদি ঢাকা শহর থেকে স্থান্তর করা হয় দেশের রাজনীতির প্রেক্ষাপট অনেকটাই পরিবর্তন হবে