১২টন ট্রাইকোকম্পোস্ট উৎপাদন হবে প্রতি শতাংশে। বৈশিষ্ট্য, কাঁচামাল সংগ্রহ ও উৎপাদন প্রক্রিয়া।

Поділитися
Вставка
  • Опубліковано 8 сер 2023
  • ট্রাইকোকম্পোস্ট একটি মানসম্মত জৈব সার। প্রচলিত পদ্ধতি সমূহের সীমাবদ্ধতা ও উচ্চমানের জৈব সার উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে ৯ চেম্বার পদ্ধতির ব্যবহার যুগোপযোগী ও সম্ভাবনাময়। ৯ চেম্বারের জন্য মাত্র (১১.৫ X ১১.৫) = ১৩২.২৫ বর্গ ফুট জায়গা প্রয়োজন যাহার পরিমাণ দাড়ায় ০.৩ শতাংশ। ১শতাংশ জমিতে এরুপ ৩.৩ টি প্লান্ট নির্মাণ করা সম্ভব।
    প্রতিটি চেম্বারে (৩.২৫ x ৩.২৫ x ১.৮৩) = ১৯.৩৩ ঘনফুট কাঁচামাল ধরে, যাহার গড় ওজন প্রায় ৬৪৪ কেজি। ৯ চেম্বারে কাঁচামাল লাগবে প্রায় ৬০০০কেজি বা ৬টন। প্রতি শতাংশে নূন্যতম ৩টি চেম্বার তৈরি করা হলেও কাঁচামাল প্রয়োজন ১৮টন। ৪৫% আদ্রতায় কাঁচামাল ব্যবহার করা হলে এখান থেকে নূন্যতম ১২টন ট্রাইকোকম্পোস্ট পাওয়া সম্ভব।
    আপনি যে কোন জৈব পদার্থ যে কোন পরিমাণ ব্যবহার করে এ সার উৎপাদন করতে পারবেন। তবে সহজ লভ্যতা ও পুষ্টিমান বিবেচনা করে নিন্মোক্ত উপাদান সমূহ ব্যবহার করলে মানসম্মত ট্রাইকোকম্পোস্ট উৎপাদন করা সম্ভব। তবে মনে রাখতে হবে ট্রাইকোডার্মা ছাড়া এর কোন একটি উপাদানের জন্য উৎপাদন বাধাগ্রস্ত হবে না।
    ১০০০কেজি কাঁচামালের জন্য-
    ১. গোবর ৪০০-৫০০ কেজি
    ২. পোল্টি লিটার ৫০-২০০ কেজি
    ৩. কাঠের গুড়া ৫০-১০০ কেজি (পোল্ট্রি লিটার না পাওয়া গেলে অথবা ঝুঁকিপূর্ণ হলে)
    ৪. ব্যবহৃত চা পাতি ৫০-১০০ কেজি
    ৫. খৈল ৫-৫০ কেজি
    ৬. তামাকজাত জৈব পদার্থ ৫০-১০০ কেজি
    ৭. চিটাগুড় ৫-৫০ কেজি
    ৮. কলাগাছ/সবুজ লতাপাতা/ ফসলের উচ্ছিষ্টাংশ/ বসত বাড়ির উচ্ছিষ্ট/ কচুরিপানা - সুবিধাজনক/ নূন্যতম ২০০কেজি
    ৯. মাসকলাইয়ের ভূষি ০.৫-১.০ কেজি
    ১০. ভূট্রাভাঙা ০.৫-১.০ কেজি
    ১১. ট্রাইকোডার্মা ১.০-২.০ কেজি
    এছাড়া কাঁচ, কাঠ, প্লাস্টিক, লোহা, ইট- পাথর ও ধাতব অংশ ছাড়া সব পচনশীল জৈব পদার্থ আপনি ব্যবহার করতে পারবেন। তবে সমসাময়িক পচবে এমন উপাদান একসাথে ব্যবহার করা উচিত।
    ১৫ তম দিনে প্রথম বার এবং ৩০ তম দিনে ২য় বার চেম্বার পরিবর্তনের মাধ্যমে ভালোভাবে উপাদান সমূহ উল্টাতে হবে। ৪৫ দিনের মধ্যে পঁচনক্রিয়া সম্পূর্ণ হবে এবং এটি নেটিং এর মাধ্যমে মান উন্নয়ন করা যেতে পারে।
    #ট্রাইকো কম্পোস্ট #জৈব #fertilizer #কেঁচো #organicfarming #নিরাপদ #trichoderma #uddokta #vermi #quick #ভার্মি #জৈব বালাইনাশক #মাটির স্বাস্থ্য সুরক্ষা # জৈব সার উৎপাদন পদ্ধতি # কিভাবে বাড়িতে সার তৈরি করা যায় # নিজের সার নিজে তৈরি করবো #নিরাপদ খামার #বাণিজ্যিক জৈব সার উৎপাদন #মাটি #
    ট্রাইকোকম্পোস্ট, ভার্মীকম্পোস্ট, কুইক কম্পোস্ট ও জৈব কৃষি বিষয়ক পরামর্শ ও সেবা পেতে যোগাযোগ করতে পারেন:
    মোঃ আব্দুর রহিম
    উপসহকারী কৃষি কর্মকর্তা
    বগুড়া সদর, বগুড়া।
    ০১৭১৪৫১২৩৭০, ০১৯১৬২১০৯৪৫
    rahimpgdrd2@gmail.com

КОМЕНТАРІ • 37

  • @taifurislam7337

    ট্রাইকোকম্পোষ্ট উৎপাদনে বিপ্লবী আবিস্কার। শ্রদ্ধা ও ভালবাসা রইল।

  • @md.oliullahsheik862

    চমৎকার উদ্ভাবন স্যার, আর আপনার বিশ্লেষন তো বরাবরই উচ্চ পর্যায়ের।

  • @mayerdoya6980

    ভাই আপনার জন্য শুভকামনা

  • @mdaminmdamin6409

    আমিও করবো ইনশাআল্লাহ দোয়া করবেন❤️🥰

  • @nishattahseen2230

    ভাই ট্রাইকোকমপোষট তৈরি করতে ফলের ক্যারেট বা থামোকলের প্যাডি ব্যাবহার করতে পারব কি?

  • @mdaual8602
    @mdaual8602 21 день тому +1

    ১০০% দিয়েছেন জনাব?

  • @mdrahimul8485

    ভাই কারখানা দিতে প্রথমে কতো টাকা লাগতে পারে

  • @mdaual8602
    @mdaual8602 21 день тому +1

    কত দিনের গোবর?

  • @goldenagrofarm.4313

    এই রকম সাড়ে দশ ফিটের একটি ৯ চেম্বারের কত টাকা খরচ হবে ? শুধুমাত্র ইটের গাথুনি টুকু।

  • @golamhossain3762

    ট্রাইকোডার্মা হার্জেনিয়াম কোথায় পাওয়া যাবে এবং চা পাতা কি ব্যবহৃত চা পাতা?

  • @kazoliroy2596

    স্যার, ট্রাইকোডার্মা ভিরিডি কোথায় পাওয়া যাবে?

  • @sakilislam1684

    স্যার আপনার নাম্বার টা দিন তো

  • @merazulislam7417

    ভাই আপনার whatsapp নাম্বারটা দিবেন??আমি আপনাকে নক দিবো এবং পরে আপনি আপনার প্রশিক্ষণ কেন্দ্রের লোকেশনটা পাঠিয়ে দিবেন??