ওরিজিনাল নীলা, পোখরাজ, রুবি, পান্না, প্রবাল পাথরের কোয়ালিটি ভেদে মূল্য। Rashi Ratno রাশিরত্ন।
Вставка
- Опубліковано 13 січ 2025
- ✅দীর্ঘ ৪৪ বছর ধরে রাশিরত্ন এর রয়েছে ১টিও নকল পাথর বিক্রি না করার পৃথিবী ব্যাপী সুনাম। বাংলাদেশের সর্ববৃহৎ রত্ন পাথরের ব্র্যান্ডে নকল প্রমাণে ৩ গুণ মূল্য ফেরতের লিখিত গ্যারান্টি সহ পাচ্ছেন প্রতিটি রত্ন পাথরের প্রায় ২০-২৫টি ভিন্ন ভিন্ন কোয়ালিটি পাশাপাশি রেখে কোয়ালিটি যাচাইয়ের সুযোগ। পাথরে ভাগ্য বদলায় এমন বিশ্বাস বোকামি এবং আল্লাহর সাথে শিরক পর্যায়ের গুনাহ।
✅আগের দিনের রাজা বাদশা থেকে বর্তমানে ইংল্যান্ডের রানী সহ পৃথিবীর ৯৫% মানুষ রত্ন ব্যবহার করেন জ্যোতিষী ছাড়া, শুধু শখ এবং আভিজাত্যে। ফলে জ্যোতিষ না দেখিয়ে পাথর ব্যবহারে ক্ষতি হয়, কথাটি সম্পূর্ণই মিথ্যা। আল্লাহ্ যা ভালো লিখে রেখেছেন তা কখনোই রত্ন পাথর খারাপে পরিণত করতে পারে না। জ্যোতিষী ছাড়া আপনি শখ এবং আভিজাত্যে পছন্দের যে কোন রত্নই ব্যবহার করতে পারেন, কোন ক্ষতির বিষয় নেই।
✅✅রত্ন পাথর ক্রয়ে মানুষ বেশী প্রতারিত হয় সস্তায় ভালো এবং দেখতে সুন্দর পাথর কেনার লোভে। নকল পাথর দেখতে আসলের থেকেও বেশী সুন্দর এবং সস্তা হয়।
✅✅আমাদের দেশে মেয়েরা রত্ন ক্রয়ে সব থেকে বেশী প্রতারণার শিকার হন। তাই রত্ন ক্রয়ে প্রতিষ্ঠানের দীর্ঘ সুনাম, আভিজাত্য এবং ঐতিহ্য খুবই গুরুত্বপূর্ণ।
বাংলাদেশে কেন রাশিরত্নই সেরা?
🔷🔷বাংলাদেশের সর্ব পুরনো এবং সর্ববৃহৎ রত্ন পাথরের পাইকারি এবং খুচরা ব্যবসায়ী প্রতিষ্ঠান ফলে আমাদের রয়েছে রত্ন পাথরের দীর্ঘ ৪২ বছরের অভিজ্ঞতা।
🔷🔷রয়েছে গত ৪৪ বছরে অফলাইন কিংবা গত ৯ বছরে অনলাইন ব্যবসায় পৃথিবীর কোথায় থেকে নকল বিক্রির অভিযোগ না আসার সুনাম।
🔷🔷পাচ্ছেন যে কোন অরিজিনাল রত্ন পাথরের ১৫-২০টি ভিন্ন ভিন্ন কোয়ালিটি যা বাংলাদেশের সর্বচ্চ কালেকশন।
🔷🔷থাকছে প্রতিটি অরিজিনাল রত্ন পাথরের ভিন্ন ভিন্ন কোয়ালিটি এবং #আসল_নকল_যাচাই করার সুযোগ। ফলে নকল বা ল্যাব মেইড পাথরকে আসল বলে বিক্রি কোন সুযোগ এখানে থাকছে না।
🔷🔷বাংলাদেশে একমাত্র "রাশিরত্নই" দিয়ে আসছে নকল পাথর প্রমানে #লাইফ_টাইম_মূল্য_ফেরতের_গ্যারান্টি কার্ড।
🔷🔷 #রাশিরত্ন এর প্রাতিষ্ঠানিক সুনামের ধারাবাহিকতায় রত্ন পাথর ছাড়াও আমাদের রয়েছে #Diamond_Art নামে ডায়মন্ড জুয়েলারির ব্যবসায় এবং #Ripple_Hub নামে অনলাইন বুটিকস, আলহামদুলিল্লাহ্।
🔷🔷পাচ্ছেন বাংলাদেশের বেষ্ট কাস্টমার সার্ভিস সহ আংটির বেষ্ট ডিজাইন এবং ফিনিশিং।
🔷🔷সারা বাংলাদেশে একমাত্র আমাদের ওয়েব সাইটে প্রতিটা পাথরের মূল্য পাচ্ছেন সবার জন্য উন্মুক্ত এবং ফিক্সড। ফলে কাস্টমারের আর্থিক অবস্থা দেখে মূল্য বৃদ্ধির কোন সুযোগ এখানে নেই।
www.rashiratno.com
🔶🔶সুরা "আর রহমানে" আল্লাহতালা তার নেয়ামত বুঝাতে সরাসরি মুক্তা, প্রবাল এবং রুবি পাথরের নাম উল্লেখ করেছেন। কিন্তু ইসলাম ধর্মে রত্ন পাথরে ভাগ্য বদলের কোন কথা উল্লেখ নেই।
✅✅#সতর্কতাঃ জ্যোতিষ না দেখিয়ে, শোধন ও দিনক্ষণ না মেনে পাথর ব্যবহারে ক্ষতি হয় কিংবা আজমির শরিফের খাদেম/পাথর এ কথা গুলো সম্পূর্ণই ভণ্ডামি। এসব ক্ষতির কথা বলে ভয় দেখানো হয় যেন আপনি কারো থেকে যাচাই করে পছন্দ অনুযায়ী পাথর ক্রয় করতে না পারেন। মনে রাখা ভাল যে, পৃথিবীর দামী সব রত্ন গুলো আগের দিনের রাজা বাদশা থেকে শুরু করে বর্তমানে ইংল্যান্ডের রানী সহ সকল ধনীরা ব্যবহার করে আসছেন কোন প্রকারের জ্যোতিষী ছাড়া। তাই জ্যোতিষী ছাড়া আপনি শখ এবং আভিজাত্যে পছন্দের যে কোন রত্ন পাথরই ব্যবহার করতে পারছেন।
✅✅#সতর্কতা_২ঃ দেশে রত্ন পাথরের সাথে পাওয়া সার্টিফিকেটের ৯৯%ই নকল, যার লোভ দেখিয়ে দেশে নকল পাথর বিক্রি হয়। এরপর পাথরটি নকল
প্রমাণ হলে বিক্রেতা নিজেও সার্টিফিকেট দেখেই কিনেছেন বলে বেঁচে জান।
✅✅আমাদের ফেসবুক পেজ rashiratnobd
✅✅থাকছে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে রত্ন পাথর ক্রয়ের সুবিধা।
#Show_Room
Diamond Art & Rashi Ratno
শপ ৩২-৩৩, লেভেল ২
ফরচুন শপিং মল, মালিবাগ
(মৌচাক মার্কেটের ঠিক বিপরীত পাশের মার্কেটের দোতালায়)
☎️ +8801971577343 (Whats App)
☎️ +8801933323456 (Whats App)
সাপ্তাহিক ছুটি বৃহস্পতিবার
❎❎মার্কেটের দোতালায় সিঁড়ির সামনের কোন শোরুম আমাদের নয়। আমাদের শোরুম হাতের বাঁ পাশে মার্কেটের ঠিক মাঝের গলিতে।
আপনার শোরুম কোথায়?
ওরিজিনাল যে প্রমান করে একটা ভিডিও করে দেখান। অন্তত ডায়মন্ড টেস্টার দিয়ে হলেও দেখান।
ইন্দ্রনীলা দেখান
Delivery koreyar hobe ki
আপনারা ২ নাম্বার পাথর সেল করেন না তা বুঝলাম, তাহলে এতোগুলো ২২ নাম্বার এনেছেন কার কাছে সেল করার জন্য।? দয়া করে উওর দিবেন