এই ফিৎনার জামানায় আরো ভালো ভালো বাস্তবাদী ভিডিও চাই। যেগুলো জীবন পর্যায়ে কাজে লাগে। কেননা ঈমান ধরে রাখা বড়ই কঠিন ব্যাপার হয়ে পড়ছে। আল্লাহ আমাদের নেক হায়াত দান করুক।
Akdom thik bolecen, Deshe jara asen tara onk Valo asen but desher baire khub kothin obosta hoye gese amader. Chok diye takalei Jena babichar haram... jani na ki vabe chele meye manush korbo.Allah chara kono upay nai
অনেকের কমেন্টের ভিতর, আমার কমেন্টের আপনার চোখে পড়বে কিনা জানিনাহ....উত্তর জানলে উপকার হতাম.... যে কোন ব্যাংকের ইনটারেষ্ট টাকা যদি ফোনে কথা বলে MB ডাটা কিনে ব্যবহার করি সেটা কি জায়েজ হবে.....
জনাব,,,বিকাশ যে সমস্ত প্রতিষ্ঠানের সাথে পাটর্নাশীপ, কেবল সে সমস্ত শপ থেকে ক্রয় করলেই,,ক্যাশ ব্যাক পাওয়া যায়,,,সব ক্ষেত্রে যেহেতু পাওয়া যায়না,,,,তাই বলা যায়,,,উক্ত প্রডাক্টের বিকাশের নিজের লাভের অংশ থেকে গ্রাহকে ছাড় দিয়ে থাকে,,,
ক্যাশব্যাক ব্যাপার টা নিয়ে একবার ভাবছিলাম! যায়েজ আছে কিনা- আলহামদুলিল্লাহ আজ মনে থাকা প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। গত কয়েকিদিন আগে ৩০হাজার পেমেন্ট রিসিভ করছিলাম। সেখানে ৩০৳ ক্যাশব্যাক পেয়েছিলাম...
সৌন্দর্যের অহংকার,ক্ষমতা,বড়ত্ব সব কিন্তু একদিন বেলা শেষে সূর্যের ন্যায় অস্ত চলে যাবে,শুধু ব্যক্তিত্ব রয়ে যাবে। বুদ্ধিমানরা ব্যাক্তিত্ব কে সুন্দর ও মর্যাদাবান করে তুলে।🖤
আসসালামু আলাইকুম.. শায়খ আমি একজন আপনার নিয়মিত ভিউয়ারস আমি আপনার ভিডিও গুলি নিয়মিত দেখি..তাই আপনার কাছে আমার দুইটি প্রশ্ন আছে যা আমি জানতে অনেক ইচ্ছুক দয়া করে আমার মনের বিভ্রান্তি গুলি আপনি একটু খোলসা করে দিন.তো আমার প্রশ্ন একটি হলো আমি একজন কাতার প্রবাসী আমি এখানে আছি রানিং ৮ বছর যাবত এর আগে আমি আরও ৪ বছর মালাইশিয়ায় ছিলাম তো আমি তেমন কিছু উপার্জন করতে পারি নাই. তাই কাতারে আসি তো আমার প্রশ্নটা হলো আমি কাতার আসার আগে আমার কাছে কোনো টাকা ছিলো না..আমি আমার মা.বোন এবং শাশুড়ীর সর্ন বন্দক রেখে শতকরা ৩ টাকা হিসেবে ১.৮০০০০টাকা নিয়া কাতারে আসি তো আমার এ টাকার বিনিময়ে এখানে এসে যে উপার্জন করতেছি তা কি হারাম হয়ে যাচ্ছে নাকি হালাল ই আছে....এটা হলো একটি. আর একটি হলো আমি দুটো ব্যংকে ডিপোজিড করে সেখানে ১০ বছর পরে কিছু টাকা বেশি দিবে বলেছে সেটি আমার খাওয়ার ইচ্ছে নেই তো সেই টাকা যদি আমি এনে কাউকে মানে কোনো গরীব মানুষকে দিয়ে দেই যেমন আমার ভাইকে দিয়ে দেই তাহলে কি সেই টাকার কোনো সুদ হবে না হালাল হবে একটু জানাবেন.. আমার দুইটি প্রশ্নই গুরুত্বপূর্ণ
আসসালামু আলাইকুম। আপনার কাছে আমার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিলো। প্রশ্নটি হলো, ইতালিতে কোনো ব্যক্তি কোনো ব্যবসা করলে, যেমন- কোনো ব্যক্তির দোকান আছে সে তার দোকানের পন্য ক্রয় করতে ২২% এবং বিক্রি করতে ও ২২%, মোট ৪৪% টেক্স সরকারকে দিতে হয় এবং এই টেক্স এর টাকা পরবর্তীতে ঐ ব্যক্তিকে তার ৬০ বছর পূর্ণ হলে সরকার তাকে পেনশন হিসেবে প্রতি মাসে মাসে তার মৃত্যু পর্যন্ত প্রধান করে। কিন্তু এত টাকা টেক্স দিয়ে ব্যবসায়ে লাভ হয়না। আমার যারা বাংলাদেশী আছি তাদের পক্ষেতো সারা জীবন এদেশে থাকা সম্ভব নয়।সুতরাং সে ক্ষেত্রে ঐ ব্যক্তি যদি অর্ধেক টেক্স প্রধান করে, তাহলে কি তার ব্যবসা হারাম হবে এবং ঐ ব্যক্তি কি অন্যের হক খাওয়ার অপরাধী হবে..??? দয়াকরে উত্তরটি জানাবেন এবং সঠিক পরামর্শ দিয়ে ইসলামের পথে চলতে সাহায্য করবেন....।
আমার মতে একটি দেশের নিয়ম আপনাকে মেনে চলা উচিত। আপনি সম্পূর্ণ টেক্স পরিশোধ না করাটা আপনার জন্য জায়েয হবেনা বলে আমার মন্তব্য। এটা অবশ্যই সে দেশের সরকারের হক নষ্ট করা হবে। যদি কোন বৈধ পন্থা থাকে টেক্স কমানোর তাহলে সেটা অবলম্বন করেন। তা না হলে এটা হক নষ্ট করা হবে। হোক সেটা সরকারের বা সাধারণ জনগণের।
এখানে আরো একটি বিষয় আলোচনার দরকার আছে। আমি কোনো একটা ইসলামি আর্টিকেলে পড়েছিলাম ট্যাক্স বা কর ব্যবস্থা ইসলামে বৈধ নয়। আগে এটা ক্লিয়ার হওয়া দরকার, তারপর আপনার প্রশ্ন আসবে।
মোবাইল ব্যাংকিং কোম্পানিগুলোর বড় উপাজর্ন হল হাজারে ১৮/২০ টাকা সার্ভিস চার্জ !! সারাদিন বাংলাদেশে টাকা ট্রান্সফার হয়েই যাচ্ছে এবং এর চার্জ বেশ বড় একটা এমাউন্ট মোবাইল ব্যাংকিং কোম্পানিগুলো অর্জন করছে !!
আসসালামু আলাইকুম ভাই। একটা মাসয়ালা জানা দরকার। ইভ্যালি একটি ই-কমার্স প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি বর্তমানে ক্যাশব্যাক সিস্টেম চালু করছে। এইটা নর্মালি বিকাশ ক্যাশব্যাকের মত না। ধরেন তারা একটি বাইকের উপর ৮০% ক্যাশব্যাক দিলো। যার দাম ৯০ হাজার টাকা। এখন আপনি এই বাইকটির জন্য যতটাকা পে করবেন তত টাকার উপর ৮০% ক্যাশব্যাক দিবে। ধরেন আপনি পে করলেন ৫০ হাজার টাকা(আবার ফুল টাকাও পেমেন্ট করা যায়। মানে ওদের পার্শিয়াল পেমেন্ট এর সিস্টেম আছে। আপনি এককালীন প্রথমে যে পেমেন্ট করবেন সেটার উপর তারা ৮০% ক্যাশব্যাক দিবে)। ৫০ হাজার এর ৮০% হইল ৪০ হাজার। এই ৪০ হাজার টাকা এক্সট্রা আপনার ইভ্যালির আইডিতে এড করে দিবে। তারপর এই ৪০ হাজার টাকা আপনি আবার অই মটরবাইকে বাকি পে করতে পারবেন তাহলে টোটাল ৯০ হাজার হবে এবং বাইক্টি কিনা যাবে। এতে আমার ৪০ হাজার টাকা কম হচ্ছে। মানে ৫০ হাজার টাকা দিয়ে আমি বাইক্টি কিনতে পারতাছি। কিন্তু টাকা হিসেবে বের করতে পারবেন না। মানে অই ক্যাশব্যাকের টাকা দিয়ে আপনাকে ইভ্যালি থেকেই কিনতে হবে। এখন আমার কথা হচ্ছে এই ক্যাশব্যাক হালাল কিনা।
বিকাশের মাধ্যমে কোন পন্য ক্রয়ে যে ক্যাশব্যাক পাওয়া যায় আমি মনে করি তা ১০০% হালাল। কারন এটা আসলে একটা ডিসকাউন্ট। এটা আমাদের টাকা আমাদেরই দেওয়া হয়, অন্য কারো টাকা নয় বা অন্য কোন উৎস থেকে উপার্জিত টাকা নয়।
@@masumbillahairport আমি শুধু আমার যুক্তিটা দিয়েছি। আলেমরা এসব যুক্তি নিয়ে বসে আলোচনা করে সিদ্ধান্তে পৌচাবে। উনারা যদি বলেন যুক্তি ঠিক আছে, তাহলে তা মেনে নেবো। আবার যদি বলেন ঠিক নেই, তাও মেনে নেবো।
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ, বিকাশের একজন অফিসারের সাথে কথা বলে আমি জানতে পেরেছি যে এই ক্যাশব্যাক এর টাকাটা মূলত বিক্রেতার কাছ থেকে দেয়া হয়। পরবর্তীতে মাস শেষে বিকাশ সমস্ত ক্যাশব্যাক হিসাব করে বিক্রেতাকে দিয়ে দেয়। সুতরাং গ্রাহকের কাছে সরাসরি বিক্রেতা ঢাকায় আসে বিকাশের টাকা নয়। তাই এটা হারাম হওয়ার কোন সম্ভাবনা নেই। আল্লাহু আলাম
আমি নিজে বিকাশের বিভিন্ন ক্যাম্পেইনের সাথে জড়িত রয়েছি। এবং সেই ক্যাম্পেইনে অংশ নিতে হলে কোম্পানিকে ক্যাশব্যাক এর একটা অংশ বহন করতে হয়। যেমন দেখা গেল আমার কোম্পানির একটা পন্য 10% ক্যাশ ব্যাক দিবে বিকাশ সে ক্ষেত্রে আমার অনেক সময় 5 থেকে 6 শতাংশ পর্যন্ত ছাড় দিতে হবে অর্থাৎ তাদেরকে সেই অর্থ প্রদান করতে হবে। তারা সেটাকে কমিশন বলে থাকে।
ইউটিউবের টাকা জায়েজ কি না??????????? জানাবেন??????????? আমি ক্যামেরার সামনে আসলে বেশি মেয়েরা ভিউজ করে এতে কি আমার পাপ হবে????? উত্তর না দিলে আপনি দায়ি🙂🙂🙂
Kono mumin bekti tar ontore sondeho rakhe naa...(Sahih Bukhari) Ami jehetu bikash er ashol income source jani na je se amake kotha theke payback korlo(interest theke, naki onno kono business theke)... ami obossoi sondehe thaklam r ami seta grohon korbo na...ami ae theory te belive kori..... ( May Allah increase the level of our Iman).
টিকাস কয়েক হাজার টাকা ছিলো। কয়েক মাস পরে বিকাশ থেকে কিছু টাকা মুনাফা হিসেবে দিল।এখন এক টাকাটা কি হারাম হবে না হালাল হবে। শায়েখ যদি বিস্তারিত জানাতেন খুবই ভালো হত।
যারা বিদেশে থাকে তারা বেশীর ভাগই ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটা করে থাকে। যেসব ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করা হয়, সে ব্যাংক কতৃপক্ষ ক্যাশব্যাক অফার দিয়ে থাকে এবং ক্যাশব্যাক করেও থাকে। এই ব্যাক করা অর্থ কি একাউন্ট হোল্ডার ভোগ করতে পারবে?
আসসালামু আ'লাইকুম। আমার একটা প্রশ্ন ছিল, -আমার এক দুইজন আত্মীয় ব্যাংক কর্মকর্তা তাদের বাড়িতে দাওয়াত খাওয়া বা বেড়াতে যাওয়া বা তাদের দেয়া কোনো কিছু গ্রহণ করা বা খাওয়া কি আমার জন্য হারাম হবে?
শেষে শায়েখ কাতারভিত্তিক ফতোয়া ওয়েবসাইটের কথা উল্লেখ করেছেন। বাংলায় এরকম একটি ওয়েবসাইট লঞ্চ করা হলে খুবই ভালো হয়।এবিষয়ে পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানাচ্ছি।
বিকাশ নিজের পকেট থেকে ১ পয়সাও অযথা দিবেনা এটা বোঝা উচিৎ। ছাড় বা ডিসকাউন্টটা উক্ত পণ্য বিক্রেতা প্রতিষ্ঠানই দিচ্ছে। কিন্তু সেটা বিকাশ কোম্পানির মাধ্যমে দিচ্ছে। অর্থাৎ বিষয়টি হচ্ছে এমন যে, বিক্রেতা প্রতিষ্ঠান ১৫% ডিসকাউন্ট দিলো, বিকাশ নিলো ৫% আর গ্রাহককে দিলো ১০% বিষয়টা অবশ্যই এরকম। সুতরাং নাজায়েজ হওয়ার কিছু নাই
জাযাকাল্লাহ খাইরান, অনেক দিন ধরে এই বিকাশের প্রশ্ন টা ছিল। আজ উত্তর পেয়ে গেলাম। আর মিশ্র উপার্জনের প্রশ্নটাও ছিল সেটাও আজ ক্লিয়ার হয়ে গেল।
Right
@Mostafijur Rahaman taile payment disen koto 😅
@Mostafijur Rahaman i mean, ato jodi cash back hoy taile payment koto lakh disen 😅
আসসালামু আলাইকুম হুজুর,,,মসজিদের জমি বছর বছর লাগিত বা পোশানি দিয়ে টাকা মসজিদের কাজে লাগানো জায়েজ কি না?
ভিডিও টা দেখে পুরোপুরি শান্তি পেলেম... আমার অনেক সন্দেহ ছিল এইটার উপর...আজকে আমি ক্লিয়ারলি বুঝতে পারলাম...আলহামদু্লিল্লাহ
সঠিক বলেছেন
খুব গুরুত্বপূর্ণ মাসআলা। জাজাকাল্লাহ খাইরান প্রিয় শায়েখ।
অনেকদিন থেকেই পেমেন্ট বিষয়ক ব্যাপারটা মাথায় ঘুরপাক খাচ্ছিল, আলহামদুলিল্লাহ, শায়খের কাছে থেকে অনেক সুন্দর উত্তর পেলাম৷
মাশাআল্লাহ,শায়খ কতো সুন্দর করে বুঝিয়ে দিলেন!মহান আল্লাহ্পাক উনার স্মরণ শক্তি আরো প্রখর করে দিন!আল্লাহুম্মাআমিন
আমীন
সুন্দর ভাবে বলছেন। এই বিষয়টি নিয়ে ভাবছিলাম। এখন।পরিস্কার বুঝলাম।ধন্যবাদ
মাশা আল্লাহ খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন যুগ উপযোগী একজন আলেম আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক
আমীন
*জাযাকাল্লাহ খাইরান, অনেক দিন ধরে এই বিকাশের প্রশ্ন টা ছিল। আজ উত্তর পেয়ে গেলাম। আর মিশ্র উপার্জনের প্রশ্নটাও ছিল সেটাও আজ ক্লিয়ার হয়ে*
Modern days er ekta important tropic er answer ta peye khub valo laglo , Zazakallahukhair
আলহামদুলিল্লাহ যুগোপযোগী মাসয়ালা। শুকরান ইয়া শায়েখ!
এই ফিৎনার জামানায় আরো ভালো ভালো বাস্তবাদী ভিডিও চাই। যেগুলো জীবন পর্যায়ে কাজে লাগে। কেননা ঈমান ধরে রাখা বড়ই কঠিন ব্যাপার হয়ে পড়ছে।
আল্লাহ আমাদের নেক হায়াত দান করুক।
সহি বলেছেন
Akdom thik bolecen, Deshe jara asen tara onk Valo asen but desher baire khub kothin obosta hoye gese amader. Chok diye takalei Jena babichar haram... jani na ki vabe chele meye manush korbo.Allah chara kono upay nai
Amin
অনেকের কমেন্টের ভিতর, আমার কমেন্টের আপনার চোখে পড়বে কিনা জানিনাহ....উত্তর জানলে উপকার হতাম....
যে কোন ব্যাংকের ইনটারেষ্ট টাকা যদি ফোনে কথা বলে MB ডাটা কিনে ব্যবহার করি সেটা কি জায়েজ হবে.....
জাজা কাল্লাহু কায়রান। শায়েখ আমি সৌদিআরব থাকি আপনার মোবাইল নাম্বারটা কি দেওয়া যাবে। দিলেঅনেক উপকার হবে।
সু্বহানআল্লাহ! সময় উডযোগী বিষয়গুলো নিয়ে সুন্ধরভাবে ইসলামিক সমাধান দেওয়ার জন্য।
আপনার বক্তব্যগুলো খুব খুব খুব ভাল লাগে হুজুর।
খুব সহজ করে বুঝিয়ে দেন।
মাশাআল্লাহ! খুবই ভারসাম্যপূর্ন ও জ্ঞানগর্ভ আলোচনা।
মাশাল্লাহ অনেক চমৎকার কিছু কথা উপস্থাপন করলো,,,আমাদের প্রিয় শায়েখ,,,আহমাদুল্লাহ!! কথা গুলো খুবেই গুরুত্বপূর্ণ,,,, 🙄👈
আলহামদুলিল্লাহ,, চমৎকার উপস্থাপনা,, জাযাকাল্লাহ খাইরান।
খুব সুন্দর করে আমাদের বুঝালেন স্যার ধন্যবাদ আপনাকে
ধন্যবাদ হুজুর। আপনার আলোচনা খুব ভালো লাগে।
শায়খকে খুব ভালোবাসি আল্লাহর জন্য ❤️❤️
তাইতো আপনি শিরক করছেন
@@armanhamza1762 মানে? বুজলামনা
@@armanhamza1762 ভাই,,,,ৎনি স্পষ্ট করে বলেই দিছে আল্লাহর জন্য ভালোবাসে
আলহামদুলিল্লাহ একটি গুরুত্তপূর্ণ বিষয় জানতে পারলাম, ধন্যবাদ।
সুন্দর আলোচনা জানতে পারলাম অনেক কিছু ।। আল্লাহ্র আমাদের সঠিক বোঝার তোফিক দান করুন ।
Onek valo laglo describe korata,concept clear hoilo😊
মাশাআল্লাহ, ইসলাম হলো এমনই আধুনিক বিষয়।
😂😂😂😂😂😂
আল্লাহ আপনাকে নেক হায়াতে রাখুক মুসলিমদের কল্যাণে আমিন
আমীন
প্রশ্নগুলোর ধরন দেখে মুসা (আঃ) এর গরু কোরবানীর ঘটনা মনে পড়ে। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন। আমিন।
Informative and Useful Speech. Thank You.
মাশাআল্লাহ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন 💞
আলহামদুলিল্লাহ৷ আল্লাহ শায়েখকে নেক হায়াত দান করুন৷
মাশাল্লাহ অনেক সুন্দর কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
অত্যন্ত সুন্দর ও পরিষ্কারভাবে বুঝিয়েছেন, ধন্যবাদ।
3:02 মূল উত্তর শুরু হয় এখান থেকে।
ধন্যবাদ
thanks.
Thanks
ধন্যবাদ
Thanks
খুব ভালো ভাবে বুঝিয়েছেন। ভালো লাগলো
Khub shundor kore articulate korar jonno apnake dhonnobad. Ami jinishtar bepare akhn clear holam.
আল্লাহ পাক শায়খ কে দীর্ঘয়ু করুক
অনেক কিছু জানতে পারলাম।ধধন্যবাদ
Thanks for your discussion I had confusion about that
ধন্যবাদ শায়খ। আলোচনা শুনে উপকৃত হলাম।
আপনার আলোচনা খুব ভালো লাগে।
ধন্যবাদ শায়েখ💖💖💖💖💖💖
বাহ!!কত সুন্দরভাবে বুঝিয়ে বলেন
জাজাকাল্লাহু খাইরান । অনেক ভালো একটা টপিক জানলাম ।
মাশাআল্লাহ অনেক সুন্দর আলোচনা।
hujur ami apnake allah r jnno vlobasi.allah apnake nekh hayat dan kren.amin
ধন্যবাদ আপনাকে। এই নিয়ে আমার মনে অনেকদিন ধরে প্রশ্ন ছিল।
সুদের টাকা গ্রহণ করা জায়েজ আছে, কিন্তু চুরির টাকা গ্রহণ এ জায়েজ নাই, খুব ভালো বলেছেন।
এত সুন্দর আলোচনা শুনে সাবস্ক্রাইব করলাম
ধন্যবাদ শাইখ 😍😍😍😍😍
ধন
ধন্যবাদ শায়েখ। খুবই গুরুত্বপূর্ণ মাসয়ালা
আলহামদুলিল্লাহ মাসাললা অসাধারণ আলোচনা
মাশাল্লাহ অসাধারণ আলোচনা
Apnar video dara amra onek upokrito hoe JAZHAKALLAH
জনাব,,,বিকাশ যে সমস্ত প্রতিষ্ঠানের সাথে পাটর্নাশীপ, কেবল সে সমস্ত শপ থেকে ক্রয় করলেই,,ক্যাশ ব্যাক পাওয়া যায়,,,সব ক্ষেত্রে যেহেতু পাওয়া যায়না,,,,তাই বলা যায়,,,উক্ত প্রডাক্টের বিকাশের নিজের লাভের অংশ থেকে গ্রাহকে ছাড় দিয়ে থাকে,,,
শুধু আল্লাহুর জন্য আপনাকে ভালবাসি💚💚💚💚💚💚
ক্যাশব্যাক ব্যাপার টা নিয়ে একবার ভাবছিলাম!
যায়েজ আছে কিনা- আলহামদুলিল্লাহ আজ মনে থাকা প্রশ্নের উত্তর পেয়ে গেলাম।
গত কয়েকিদিন আগে ৩০হাজার পেমেন্ট রিসিভ করছিলাম।
সেখানে ৩০৳ ক্যাশব্যাক পেয়েছিলাম...
মাশাআল্লাহ্
জাযাকাল্লাহ ❤💕💖
সৌন্দর্যের অহংকার,ক্ষমতা,বড়ত্ব সব কিন্তু একদিন বেলা শেষে সূর্যের ন্যায় অস্ত চলে যাবে,শুধু ব্যক্তিত্ব রয়ে যাবে।
বুদ্ধিমানরা ব্যাক্তিত্ব কে সুন্দর ও মর্যাদাবান করে তুলে।🖤
জাজাকাল্লাহ্ শায়খ, আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য।
আসসালামু আলাইকুম.. শায়খ আমি একজন আপনার নিয়মিত ভিউয়ারস আমি আপনার ভিডিও গুলি নিয়মিত দেখি..তাই আপনার কাছে আমার দুইটি প্রশ্ন আছে যা আমি জানতে অনেক ইচ্ছুক দয়া করে আমার মনের বিভ্রান্তি গুলি আপনি একটু খোলসা করে দিন.তো আমার প্রশ্ন একটি হলো আমি একজন কাতার প্রবাসী আমি এখানে আছি রানিং ৮ বছর যাবত এর আগে আমি আরও ৪ বছর মালাইশিয়ায় ছিলাম তো আমি তেমন কিছু উপার্জন করতে পারি নাই. তাই কাতারে আসি তো আমার প্রশ্নটা হলো আমি কাতার আসার আগে আমার কাছে কোনো টাকা ছিলো না..আমি আমার মা.বোন এবং শাশুড়ীর সর্ন বন্দক রেখে শতকরা ৩ টাকা হিসেবে ১.৮০০০০টাকা নিয়া কাতারে আসি তো আমার এ টাকার বিনিময়ে এখানে এসে যে উপার্জন করতেছি তা কি হারাম হয়ে যাচ্ছে নাকি হালাল ই আছে....এটা হলো একটি. আর একটি হলো আমি দুটো ব্যংকে ডিপোজিড করে সেখানে ১০ বছর পরে কিছু টাকা বেশি দিবে বলেছে সেটি আমার খাওয়ার ইচ্ছে নেই তো সেই টাকা যদি আমি এনে কাউকে মানে কোনো গরীব মানুষকে দিয়ে দেই যেমন আমার ভাইকে দিয়ে দেই তাহলে কি সেই টাকার কোনো সুদ হবে না হালাল হবে একটু জানাবেন.. আমার দুইটি প্রশ্নই গুরুত্বপূর্ণ
মাশাআল্লাহ খুবই সুন্দর সময় উপযোগি আলোচনা
বিষয়টা জেনে ভালো লাগলো।এখন রান্না করব।
শায়খকে খুব ভালোবাসি আল্লাহর জন্য
মাশাআল্লাহ সুন্দর মাসয়ালা শুনাইলেন।
অনেক অনেক দোয়া আপনার জন্য।
আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি।
আল্লাহ্ হুজুরকে তুমি নেক হায়াত দান করো এবৎ আমাদেরকে বেশী বেশী হেদায়েত দান করো। আমিন।
মাশাহ আল্লাহ্ দারুন জবাব।অনেক খুশি হলাম
Alhamdulillah, Jajakallah khair.
আসসালামু আলাইকুম। আপনার কাছে আমার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিলো। প্রশ্নটি হলো, ইতালিতে কোনো ব্যক্তি কোনো ব্যবসা করলে, যেমন- কোনো ব্যক্তির দোকান আছে সে তার দোকানের পন্য ক্রয় করতে ২২% এবং বিক্রি করতে ও ২২%, মোট ৪৪% টেক্স সরকারকে দিতে হয় এবং এই টেক্স এর টাকা পরবর্তীতে ঐ ব্যক্তিকে তার ৬০ বছর পূর্ণ হলে সরকার তাকে পেনশন হিসেবে প্রতি মাসে মাসে তার মৃত্যু পর্যন্ত প্রধান করে। কিন্তু এত টাকা টেক্স দিয়ে ব্যবসায়ে লাভ হয়না। আমার যারা বাংলাদেশী আছি তাদের পক্ষেতো সারা জীবন এদেশে থাকা সম্ভব নয়।সুতরাং সে ক্ষেত্রে ঐ ব্যক্তি যদি অর্ধেক টেক্স প্রধান করে, তাহলে কি তার ব্যবসা হারাম হবে এবং ঐ ব্যক্তি কি অন্যের হক খাওয়ার অপরাধী হবে..??? দয়াকরে উত্তরটি জানাবেন এবং সঠিক পরামর্শ দিয়ে ইসলামের পথে চলতে সাহায্য করবেন....।
আমার মতে একটি দেশের নিয়ম আপনাকে মেনে চলা উচিত। আপনি সম্পূর্ণ টেক্স পরিশোধ না করাটা আপনার জন্য জায়েয হবেনা বলে আমার মন্তব্য। এটা অবশ্যই সে দেশের সরকারের হক নষ্ট করা হবে। যদি কোন বৈধ পন্থা থাকে টেক্স কমানোর তাহলে সেটা অবলম্বন করেন। তা না হলে এটা হক নষ্ট করা হবে। হোক সেটা সরকারের বা সাধারণ জনগণের।
এখানে আরো একটি বিষয় আলোচনার দরকার আছে। আমি কোনো একটা ইসলামি আর্টিকেলে পড়েছিলাম ট্যাক্স বা কর ব্যবস্থা ইসলামে বৈধ নয়। আগে এটা ক্লিয়ার হওয়া দরকার, তারপর আপনার প্রশ্ন আসবে।
মাশা'আল্লাহ ❤
খুব সুন্দর বক্তব্য।
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আপনাকে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুক🌸
হে আল্লাহ আপনি শায়েক কবুল করুন
আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন আমিন
মোবাইল ব্যাংকিং কোম্পানিগুলোর বড় উপাজর্ন হল হাজারে ১৮/২০ টাকা সার্ভিস চার্জ !! সারাদিন বাংলাদেশে টাকা ট্রান্সফার হয়েই যাচ্ছে এবং এর চার্জ বেশ বড় একটা এমাউন্ট মোবাইল ব্যাংকিং কোম্পানিগুলো অর্জন করছে !!
ধন্যবাদ উত্তর দেয়ার জন্য ।
আসসালামু আলাইকুম ভাই। একটা মাসয়ালা জানা দরকার।
ইভ্যালি একটি ই-কমার্স প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি বর্তমানে ক্যাশব্যাক সিস্টেম চালু করছে। এইটা নর্মালি বিকাশ ক্যাশব্যাকের মত না।
ধরেন তারা একটি বাইকের উপর ৮০% ক্যাশব্যাক দিলো। যার দাম ৯০ হাজার টাকা। এখন আপনি এই বাইকটির জন্য যতটাকা পে করবেন তত টাকার উপর ৮০% ক্যাশব্যাক দিবে। ধরেন আপনি পে করলেন ৫০ হাজার টাকা(আবার ফুল টাকাও পেমেন্ট করা যায়। মানে ওদের পার্শিয়াল পেমেন্ট এর সিস্টেম আছে। আপনি এককালীন প্রথমে যে পেমেন্ট করবেন সেটার উপর তারা ৮০% ক্যাশব্যাক দিবে)। ৫০ হাজার এর ৮০% হইল ৪০ হাজার। এই ৪০ হাজার টাকা এক্সট্রা আপনার ইভ্যালির আইডিতে এড করে দিবে। তারপর এই ৪০ হাজার টাকা আপনি আবার অই মটরবাইকে বাকি পে করতে পারবেন তাহলে টোটাল ৯০ হাজার হবে এবং বাইক্টি কিনা যাবে। এতে আমার ৪০ হাজার টাকা কম হচ্ছে। মানে ৫০ হাজার টাকা দিয়ে আমি বাইক্টি কিনতে পারতাছি। কিন্তু টাকা হিসেবে বের করতে পারবেন না। মানে অই ক্যাশব্যাকের টাকা দিয়ে আপনাকে ইভ্যালি থেকেই কিনতে হবে। এখন আমার কথা হচ্ছে এই ক্যাশব্যাক হালাল কিনা।
শায়খ ফরেক্স নিয়ে যদি আলোচনা করতেন তাহলে এই সমাজের অনেক অন্ধকার ধুর হতো।
সকল প্রশ্নের উত্তর পাচ্ছি হুজুরের সাথে
বিকাশের মাধ্যমে কোন পন্য ক্রয়ে যে ক্যাশব্যাক পাওয়া যায় আমি মনে করি তা ১০০% হালাল।
কারন এটা আসলে একটা ডিসকাউন্ট।
এটা আমাদের টাকা আমাদেরই দেওয়া হয়, অন্য কারো টাকা নয় বা অন্য কোন উৎস থেকে উপার্জিত টাকা নয়।
আপ্নে মনে করলেই হইবো?
@@masumbillahairport আমি শুধু আমার যুক্তিটা দিয়েছি।
আলেমরা এসব যুক্তি নিয়ে বসে আলোচনা করে সিদ্ধান্তে পৌচাবে।
উনারা যদি বলেন যুক্তি ঠিক আছে, তাহলে তা মেনে নেবো।
আবার যদি বলেন ঠিক নেই, তাও মেনে নেবো।
@@mohammadtipu7094 এই বিষয় আলেমদের আলোচনা করার সুযোগ নাই।
সুদি প্রক্রিয়া পরিচালিত ব্যাংকের সকল টাকাই হারাম।
মাশাআল্লাহ অনেক সুন্দর উত্তর
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ, বিকাশের একজন অফিসারের সাথে কথা বলে আমি জানতে পেরেছি যে এই ক্যাশব্যাক এর টাকাটা মূলত বিক্রেতার কাছ থেকে দেয়া হয়। পরবর্তীতে মাস শেষে বিকাশ সমস্ত ক্যাশব্যাক হিসাব করে বিক্রেতাকে দিয়ে দেয়। সুতরাং গ্রাহকের কাছে সরাসরি বিক্রেতা ঢাকায় আসে বিকাশের টাকা নয়। তাই এটা হারাম হওয়ার কোন সম্ভাবনা নেই। আল্লাহু আলাম
ঢাকায় আসে মানে?
জাযাকাল্লাহ
Tnx hujor onek upokar holo
আমি নিজে বিকাশের বিভিন্ন ক্যাম্পেইনের সাথে জড়িত রয়েছি। এবং সেই ক্যাম্পেইনে অংশ নিতে হলে কোম্পানিকে ক্যাশব্যাক এর একটা অংশ বহন করতে হয়। যেমন দেখা গেল আমার কোম্পানির একটা পন্য 10% ক্যাশ ব্যাক দিবে বিকাশ সে ক্ষেত্রে আমার অনেক সময় 5 থেকে 6 শতাংশ পর্যন্ত ছাড় দিতে হবে অর্থাৎ তাদেরকে সেই অর্থ প্রদান করতে হবে। তারা সেটাকে কমিশন বলে থাকে।
ইউটিউবের টাকা জায়েজ কি না??????????? জানাবেন??????????? আমি ক্যামেরার সামনে আসলে বেশি মেয়েরা ভিউজ করে এতে কি আমার পাপ হবে????? উত্তর না দিলে আপনি দায়ি🙂🙂🙂
ওরে বাবা মেয়েরা মনে হয় তোমার জনে পাগল
@@AkibHasanPavel না ভাই আমি ইসলামিক টিপ্স দেই যা মেয়েরা বেশি দেখে কারণ খুব কম পুরুষ আমল করে তাই বেশি পুুরুষ দেখেনা
Kono mumin bekti tar ontore sondeho rakhe naa...(Sahih Bukhari) Ami jehetu bikash er ashol income source jani na je se amake kotha theke payback korlo(interest theke, naki onno kono business theke)... ami obossoi sondehe thaklam r ami seta grohon korbo na...ami ae theory te belive kori..... ( May Allah increase the level of our Iman).
সবাই যার ভালো খারাপ বুঝে,,,আল্লাহ বুঝে মানার তৌফিক দিক
মাশাআল্লাহ্
ক্যাশব্যাকের বিষয়টি দুটো কোম্পানির উপরই নির্ভর করে....!!
টিকাস কয়েক হাজার টাকা ছিলো। কয়েক মাস পরে বিকাশ থেকে কিছু টাকা মুনাফা হিসেবে দিল।এখন এক টাকাটা কি হারাম হবে না হালাল হবে। শায়েখ যদি বিস্তারিত জানাতেন খুবই ভালো হত।
যারা বিদেশে থাকে তারা বেশীর ভাগই ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটা করে থাকে। যেসব ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করা হয়, সে ব্যাংক কতৃপক্ষ ক্যাশব্যাক অফার দিয়ে থাকে এবং ক্যাশব্যাক করেও থাকে। এই ব্যাক করা অর্থ কি একাউন্ট হোল্ডার ভোগ করতে পারবে?
পারবে
হুজুর সালাম নিবেন, আপনার ওযাচপ নামাবার দিলে খুশি হব হুজুর কারন অনেক ইসলামের প্রশনের মুখোমুখি হই তাজানার জন্য,
জাঝাকা ল্লাহ খাইর
আসসালামু আ'লাইকুম।
আমার একটা প্রশ্ন ছিল,
-আমার এক দুইজন আত্মীয় ব্যাংক কর্মকর্তা তাদের বাড়িতে দাওয়াত খাওয়া বা বেড়াতে যাওয়া বা তাদের দেয়া কোনো কিছু গ্রহণ করা বা খাওয়া কি আমার জন্য হারাম হবে?
শায়েখ! যদি মিশ্র ইনকাম ( যেমন ৭০% হালাল মালের কাজ আর ৩০% মদের বক্স সাজিয়ে রাখার কাজ হয় সে ক্ষেত্রে মাসয়ালা কি হবে??
শেষে শায়েখ কাতারভিত্তিক ফতোয়া ওয়েবসাইটের কথা উল্লেখ করেছেন। বাংলায় এরকম একটি ওয়েবসাইট লঞ্চ করা হলে খুবই ভালো হয়।এবিষয়ে পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানাচ্ছি।
Mini helpful world from Duba
MasAllah Khub sundor uttor
Kob valo laglo alocona glo
আমার একটা প্রশ্ন,স্টোডিও ব্যবসার বিধান কি? জায়েজ নাকি নাজায়েজ বিস্তারিত বললে উপকৃত হতাম
বিকাশ নিজের পকেট থেকে ১ পয়সাও অযথা দিবেনা এটা বোঝা উচিৎ। ছাড় বা ডিসকাউন্টটা উক্ত পণ্য বিক্রেতা প্রতিষ্ঠানই দিচ্ছে। কিন্তু সেটা বিকাশ কোম্পানির মাধ্যমে দিচ্ছে। অর্থাৎ বিষয়টি হচ্ছে এমন যে, বিক্রেতা প্রতিষ্ঠান ১৫% ডিসকাউন্ট দিলো, বিকাশ নিলো ৫% আর গ্রাহককে দিলো ১০%
বিষয়টা অবশ্যই এরকম। সুতরাং নাজায়েজ হওয়ার কিছু নাই