স্বল্প পুঁজিতে উদ্যোক্তা হন, মাঠা বিক্রি করে মাসে আয় করুন ৫০ থেকে ৬০ হাজার টাকা।

Поділитися
Вставка
  • Опубліковано 19 лют 2024
  • স্বল্প পুঁজিতে প্রতিমাসে আয় করুন ৬০০০০-৭০০০০ টাকা।
    ( ব্যবসা হল একটি বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্র এখানে জিততে হলে অভিজ্ঞদের পরামর্শ গ্রহণ জরুরী )
    About us / Company : দুধ ,মাঠা, ঘি, দই, মিষ্টি,চিজ, বাটার, ছানা সহ সকল দুগ্ধজাত-পণ্য উৎপাদন এবং সংশ্লিষ্ট শিল্পে উৎপাদিত, সংরক্ষণ, প্রক্রিয়াজাত, বিতরণ ও বাজারজাতকরনের লক্ষ্যে সকল ডেইরী মেশিন, যেমন চিলার,রুট ট্যাংকার,পাস্থরাইজার, ঘি মেকার, দই মেকার, চিজ মেকার সহ সকল ডেইরী মেশিন ও সহযোগী ইন্সট্রুমেন্ট উৎপাদন, বিপনণ ও কনসালটেন্সী সাপোর্টের একক সল্যুশন তাক্বওয়া এন্টারপ্রাইজ
    সার্ভিস : তাক্বওয়া এন্টারপ্রাইজ ডেইরী যে সার্ভিসগুলো দক্ষতার সহিত প্রোভাইড করে,
    ক. অল্প পুজিতে ডেইরী বিজনেস সিক্রেট ফর্মুলা।
    খ. বিশ্বমানের ডেইরী মেশিন উৎপাদন ও বিপনণ।
    গ. দুধ ও দুগ্ধজাত-পণ্যের টেস্ট সমূহ্ ও টেস্টিং ইন্সট্রুমেন্ট।
    ঘ. সমগ্র দেশে ডেইরী পণ্য সাপ্লাই ও উদ্যোক্তা তৈরি।
    ঙ. আধুনিক ডেইরী বিজনেসের সহজ উপায়সমূহ।
    চ. ডেইরী সকল মেশিনারীজ এবং বিক্রয়োত্তর সেবা।
    লজিস্টিক : সন্মানীত, ডিপো ও ডিলারদের আমাদের উৎপাদিত পন্য পেীঁছে দিতে ২টা ট্রাক ১টি পিকাপ ও মেশিনারীজ মেইনটেনেন্স করার জন্য একটি প্রাইভেট গাড়ি ও মটর-বাইক রয়েছে।
    Team : আলহামদুলিল্লাহ্ বাংলাদেশের প্রেক্ষাপটে, ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত কোম্পানীগুলোর মধ্যে অল্প সময়ে দ্রুত বর্ধনশীল কোম্পানীর মধ্যে তাক্বওয়া অন্যতম। আমাদের টিমে দক্ষ কর্মি ও হাজারের অধিক খামারী এনলিস্টেড রয়েছে। কোম্পানী ফাউন্ডার ও সিইও জনাব, মো: জান্নাতুল ফেরদৌস নাঈম একজন ইঞ্জিনিয়ার। এছাড়াও দক্ষ ম্যানেজার, ল্যাব টেস্টিং ইনচার্জ, টেকনিশিয়ান, কম্পিউটার ইঞ্জিনিয়ার ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মিলে স্ট্রং একটি টিম রয়েছে।
    Product : ১. দুধ
    ২. ঘি
    ৩. দই
    ৪. মাঠা
    ৫. ছানা
    ৬. ল্যান্চা
    ৭. চমচম
    ৮. রসমালাই
    ৯. প্যারা সন্দেশ
    ১০. রাজভোগ
    ১১. রসগোল্লা (চিনি)
    ১২. রসগোল্লা (নলেন গুড়)
    ১৩. চিজ
    ১৪. বাটার।
    Product Machinaris : ১. Chillar/Milk Cookr.
    ২. Root ট্যাংকার/ ফ্লাক্স
    ৩. পাস্থরাইজার
    ৪. ঘি মেকার
    ৫. দই মেকার
    ৬. চিজ মেকার
    ৭. অয়েল ট্যাংকার
    ৮. ক্রিম সেপারেটর
    ৯. ডিজিটাল স্কেল
    ১০. মিল্ক ক্যান
    ১১. মিল্ক টেস্টিং ইন্সট্রুমেন্ট।
    ট্রেনিং সমূহ : ১. মিল্ক টেস্টিং ট্রেনিং
    ২. সহজ আধুনিক মার্কেটিং পলিসি।
    ৩. সহজ উপায়ে পরিবহন ও বিপনণ।
    ৪. স্বল্প ইনভেস্ট সফল উদ্যেক্তা।
    Haji Dil Mohammad avenue ,Dhaka Uddan,Mohammad pur ,Dhaka

КОМЕНТАРІ • 30

  • @foodingandeatingvlogs2060
    @foodingandeatingvlogs2060 4 місяці тому +4

    মাশাল্লাহ

  • @ideaagro1
    @ideaagro1 3 місяці тому +2

    আসসালামু আলাইকুম ভাই,ভালো আছেন, আমার বাড়ি চাঁদপুর সদর, ভাই এই মাঠা কি ড্রিপ ফ্রিজে ১৫, ২০, দিন রেখে, তার পর বিক্রি করা যাবে কিনা? কারণ আমি এক সাথে ১ হাজার লিটার আনি, আমার ত সময় লাগবে বিক্রি করতে, আমার ছিলার মেশিন লাগবেনা, আমার অনেক ড্রিপ ফ্রিজ আছে,আশা করি বুজতে পারছেন,বলবেন পারবো কিনা?

  • @MdSharif-ib6np
    @MdSharif-ib6np 4 місяці тому +2

    ইনশাআল্লাহ

  • @user-nq5ij5cp3x
    @user-nq5ij5cp3x 4 місяці тому +2

    মাশাআল্লাহ।।।

  • @sagorkahn28
    @sagorkahn28 4 місяці тому +2

    ভাই এখন আগের মত ইনকাম নাই

  • @sobujpondit7212
    @sobujpondit7212 4 місяці тому +7

    ভাই আপনাদের ভিডিও দেখে অনেকে উৎসাহিত হয় কিন্তু যেভাবে লাভের অংশ দেখানো হয় অনেকে বলতেছে সেই ধরনের লাভ কিছুই হয় না।
    আপনি যাদের ভেতরে রেকর্ডিং করছেন তারা ওই কোম্পানিরই লোক আপনি নিরপেক্ষভাবে জরিপ করে ভিডিও করবেন।
    অথেন্টিক রিয়েল খবরটা অবশ্যই অবশ্যই জানাবেন।

    • @taqwaentarprise
      @taqwaentarprise  4 місяці тому

      আপনি হিশাব করে দেখতে পারেন আপনি যদি ৫০ কেজি ও মাঠা প্রতিদিন বিক্রি করতে পারেন তাহলে আপনার ২২০০ টাকা লাভ হবে। আমরা আপনাকে দিব ৮৫ টাকা কেজি মাঠা, আপনি প্রতি গ্লাস বিক্রি করবেন ২০ টাকা করে। ১ কেজি তে হয় ৭ গ্লাস। এবার আপনি হিশাব করে দেখেন !

    • @user-pz3hn6id6q
      @user-pz3hn6id6q 3 місяці тому

      কথা ঠিক আছে

    • @user-bq5yp3bp2z
      @user-bq5yp3bp2z 3 місяці тому

      1 kg= 6 glass (Not 7 glass)@@taqwaentarprise

    • @user-bq5yp3bp2z
      @user-bq5yp3bp2z 3 місяці тому

      kotha tik nai
      @@user-pz3hn6id6q

    • @user-hw4vj1wj5g
      @user-hw4vj1wj5g Місяць тому

      @@taqwaentarprise 50 কেজি বিক্রি করা মুখ দিয়ে বলা সহজ,কিন্তু বাস্তবে খুব কঠিন,

  • @akashmia4804
    @akashmia4804 3 місяці тому

    রংপুরে ডিলার আছে

  • @user-zo1zd2cv8r
    @user-zo1zd2cv8r 3 місяці тому

    vaiya bogura deya jabe?

  • @akashmia4804
    @akashmia4804 3 місяці тому

    কুড়িগ্রাম, উলিপুর থানায় দিতে পারবেন

  • @mdsulaimankhan8704
    @mdsulaimankhan8704 4 місяці тому

    Faul fajil nonses

  • @SumonAhmed-qm8nc
    @SumonAhmed-qm8nc Місяць тому

    বড়লেখা মৌলভীবাজার দেওয়া যাবে কিনা বলেন

    • @taqwaentarprise
      @taqwaentarprise  Місяць тому

      জি দেওয়া যাবে, 01325097342 এই নাম্বারে কল করুন ।

  • @user-hw4vj1wj5g
    @user-hw4vj1wj5g Місяць тому

    আমার ৪ হাজার টাকা মেরে দিয়ে কখনো ভালো থাকতে পারবেন না ইনশাআল্লাহ্,,শুধু টাকা টা পাওয়ার জন্যই ভালো ভালো কথা বলছি আপনার সাথে,তাছাড়া আর কোনো কিছুই না,,যদি বিচার টা আল্লাহর কাছে ন্যায্য হয়ে থাকে তাহলে তো কোনো কথাই নাই,,আর যদি অন্যায় করে থাকেন তাহলে আল্লাহ আপনার আর আপনার পরিবারের বিচার করবেন ইনশাআল্লাহ্,,আল্লাহর কাছে বিচার দিয়ে দিলাম,সব কিছু ফয়সালা করার মালিক আল্লাহ,,তবে আমার অনেক ক্ষতি আপনি করছেন তাই আপনার আর আপনার ফ্যামিলির ক্ষতি ও আল্লাহ করবেন ইনশাআল্লাহ্,

    • @Saifulislam-vu3vs
      @Saifulislam-vu3vs Місяць тому

      ভাই আপনি টাকা কি তাকওয়া এন্টারপ্রাইজে কাছে পান???

    • @muhammadshaddamhossainrana4663
      @muhammadshaddamhossainrana4663 Місяць тому

      ভাই কি হয়েছিল বিস্তারিত বলুন তাহলে সাধারণ মানুষের উপকার হবে
      কেন আপনার টাকা দেয় নাই

    • @MerryTropicalIsland-co1xh
      @MerryTropicalIsland-co1xh Місяць тому

      সে আপনার 4000 টাকা কিভাবে মারলো কি করেছিলেন

    • @user-hw4vj1wj5g
      @user-hw4vj1wj5g Місяць тому

      @@Saifulislam-vu3vs হে ভাই আমি আল্লাহর অশেষ মেহেরানীতে টাকা টা পাইছি না হলে কাটিং করে দিতো তাও 4000 টাকা মাইর খাইছি,ওদের কোনো ক্যাশ ক্যাপিটাল নাই, টাকা চাইলে অন্য জন দিলে দিবে এই কথা বলে,কল ধরে না,কিন্তু আগে খুব মিষ্টি মিষ্টি কথা। আমি ওনাদের কাছ থেকে গাড়ি কেনার জন্য গিয়েছিলাম। পরবর্তীতে গাড়ির জন্য 20000 টাকা এডভান্স জমা দি। কিন্তু আমাকে গাড়ি ঠিকমতো সময় না দিয়ে অনেকদিন পরে অন্য একটা গাড়ি দিয়েছে। আমি নেয়ার পরে আবার ওই গাড়ি দিয়ে দিয়েছি। তখন আমাকে ম্যানেজার আর এ কোম্পানির মালিক বলেছে সমস্যা নাই আপনি পনের দিন পরে এসে টাকা নিয়ে যান।পনেরো দিন পর আর কল রিসিভ করে না,,অনেক কষ্টে একদিন অন্য নাম্বার থেকে কল করে কোম্পানির মালিক কে পাই,সেই আমাকে বলে পাঁচ দিন পর টাকা দিবো,তার পর থেকে আর কল রিসিভ করে না ,তখন একদিন আমি অফিসে যাই,,যাওয়ার পর অন্য একটা পার্টি টাকা দিয়েছে সেই টাকা থেকে আমাকে আমার পাওনা টাকা থেকে 4000 টাকা কম দিয়েছে,,ভাই এরা সবার সাথে এমন করে,,তাই সাবধান।

  • @shaalam4218
    @shaalam4218 4 місяці тому

    সিলেট দেওয়া যাবে