এটা তো অন্যায় । বার বার প্রমাণিত হয়েছে যে সালমান তার মায়ের কারণে আর কিছুটা শাবনূরের কারণে আত্মহত্যা করেছে। তাছাড়া তার মানসিক সমস্যা অনেক আগে থেকে ছিল। তাহলে কিসের ক্ষমার কথা বলা হচ্ছে?
তোমার বউ আত্মহত্যা করুক তার সাথে তুমি আত্মহত্যা করো তুমি তো আত্মহত্যা করবা না তুমি তো আরেক জায়গায় হাংগা করে সুখে থাকবা উনি করেছেন দোষের কি আর আপনি বিচার তো দূরের কথা একটা ভালো উনার একটা ভালো ফালানো যাবে না কারণ অনেক কিছুই করে নাই
বাল ফালানো যাবে না তোমরা কি করতে পারবা কি বিচার হবে কিছু করে নাই শাবনুরের সাথে পরকীয়া করে আত্মহত্যা করেছেন এখন তোমার বউ পরকীয়া কইরা আত্মহত্যা করুক সেটা কি তোমার দোষ কোন বিচার হবে না যেখানে একজন রিকশাওয়ালা খুন হলে ধরা পড়েন উনি ধরা পড়েন নাই কেন উনি কিছু করে নাই
এই হচ্ছে একজন মা,ছেলের জন্য ২৮ বছর লড়াই করছেন। ম্যাডাম আপনি মা হলে, আপনি ও এভাবে ছেলের জন্য লড়াই করতেন। নীলা চৌধুরী প্রতি সন্মান রেখে কথা বলেন।উনি আপনার সিনিয়র, সাবেক শ্বাশুড়ি। নাম ধরে বার বার ডাকছেন।
তার কথার মধ্যে বিন্দুমাত্র সালমান শাহের প্রতি সম্মান, ভালোবাসা দেখা যাচ্ছে না। যার জন্য পুরো বাংলাদেশের মানুষ কাঁদে কিন্তু তাকে কখনও ইমোশনাল হতেও দেখে নি। কান্না করাতো দূরের কথা।
শাবনুর কে জিজ্ঞেসা করা হোক। প্রেমিকা নারী, মেয়ে, নাইয়া, মনভুলানো মেয়ে। অভিনয় ভালো তাই বলে তুলসীপাতা না।শুধু সামীরাকে question করা হয় কেন। শাবনুর সালমান শাহ কে পছন্দ করতো।সালমান শাহ শাবনুর কে পছন্দ করতো। কিন্তু সামীরাকে ভালোবাসতো।দোটানায় পড়ে গিয়েছিল।শাবনুর কে plz ভাই য়া interview নিবেন।এটা তদন্ত করেন। সোহান স্যার ও শাবনুরে সাথে সম্পকের কথা বলে গেছে। plz question her????HD Family ❤❤❤❤❤❤❤❤ subscriber
Shabnoor ke biggesh korbe keno ? Marar shomoy bashay smira chilo,shabnoor na . Salman ke shobai bhalobashto , preem korle e ki mere felte hobe ? Valo na lagle chere dao .
@@GriRhu সেই মানুষ ২৮ বছর আগে মারা গেছে? আপনার প্রিয় কোন মানুষ যে বহু বছর আগে মারা গেছে তার জন্য আপনি এখন হাউমাউ করে কাঁদবেন? না, কখনোই না। তার উপরে এই মেয়েটার স্বামী মারা যাবার ৩ বছর পর আবার বিয়ে হয়েছে। সেখানে তার ৩ টা বাচ্চাও হয়েছে। তার জীবন এগিয়ে গিয়েছে। তার জীবনে ব্যস্ত থাকার মতো বহু কিছু ঘটে গিয়েছে। এতো পুরনো স্মৃতিকে নিয়ে সে কেন অবাস্তব আচরণ করবে? আর খুশি মনে কেন সে কথার জবাব দেবে ? সে কি খুব হাসছিল ? মোটেও না। সে কি খুশি খুশি আচরণ করছিল বা আনন্দে লাফাচ্ছিল? সেটাও তো না। পুরাটা সময় সে ছিল ভীষণ রকমের ডিস্টার্বড এবং তার আচরণ ছিল অত্যন্ত সিরিয়াস। বরং যে ছেলেটা প্রশ্ন করছিল সে ছিলো যথেষ্ট তরুণ, ইমম্যাচিওর আর অনেক আট্যাকিং স্টাইলে ছেলেটা কথা বলছিল। মনে হচ্ছিল যেন সে তার পার্সোনাল রাগ দেখাতে এসেছে। প্রশ্নকারীই যদি এতো হোস্টাইল হয় তো তার সামনে বসে কে হাসিখুশি থাকতে পারে? আসল ব্যাপার হলো আপনি সেটাই দেখেছেন, যেটা আপনি দেখতে চেয়েছেন। তাই সবকিছু সামনে থাকার পরও আপনার মনে হয়েছে যে সে ‘নাকি’ হাসিখুশি হয়ে কথা বলছিল। পারলে নিরপেক্ষ হয়ে আরেকবার ইন্টারভিউ টা দেখবেন প্লিজ।
উনার কথা অনেক উল্টো। উনি যে সত্য বলছেন, এর প্রমাণ কি? সালমানের মা সবার উর্ধ্বে একজন মা।এটি এই মহিলা কেন না বুঝার অভিনয় করে।সালমান মাকে অডিও দিয়েছে কারণ সালমান তার মাকে বিশ্বাস করতো। এটিই তো অনেক কিছু বুঝায়!
@@IsratZahan-p1e এতো চাপাবাজি কীভাবে শিখলেন? যাদেরকে চিনেন না জানেন না, তাদের নিয়ে এতো ফালতু কথা। আপনি সালমানকে চিনেন না, নীলা চৌধুরীকে পার্সোনালি চিনেন ? নাহ, তাকেও চিনেন না, সামিরাকে তো জীবনেও চিনেন না । তাহলে এতো কথা কিসের জন্য?
@@samiracookingcanadavlog হ্যা। আমি তাদের চিনি। চেনা জানা থাকতেই পারে তাদের। পারে না? তুমি কেন নীলা চৌধুরীর নামে এতো বানিয়ে বানিয়ে কথা বলছো? তুমি তো নিশ্চয় তাকে চিনো না। তোমার মতো আমিও তাই বলতে পারি, নীলা চৌধুরী দালাল নিয়োগ দিয়েছে তোমাকে?
চেহারাটা দেখলে মেজাজ টা গরম হয়ে যায়, কথার স্টাইল কি কোনো বিন্দু পরিমাণ ও শোক নেই তার মাঝে,যেখানে আমরা সাধারণ মানুষের কান্না চলে আসে প্রিয় নায়কের কোন গান বা ছবি দেখলেই 😢সেখানে সে না কি তার স্ত্রী ছিলো তার কোন কষ্টই হচ্ছে না
আমরা বাংলাদেশের নাগরিক আমরা ১৮ কোটি মানুষ কম বা বেশি হই না কেন সবাই যদি ১০ টাকা করে দান করি সেই টাকা দিয়ে যদি ডিবি সিআইডি তদন্ত করে নিরপেক্ষ ভাবে তাহলে সামিরা অপরাধি
উনি বলেছেন যে ওনাকে গুম করা হবে এমন সংবাদ উনি পেয়েছেন, এবং সেখান কোন আষাঢ়ের গল্প বলেনি, বরং উনি নাম উল্লেখ করেছেন যেই সংবাদ উনি কার কাছ থেকে পেয়েছিলেন, তাই সেই সুত্র ধরেই ওনাকে ফলো করা হতো, এবং ওনার ছেলের ব্যাপারে যেই কমপ্লেন করেছেন সেটা যেন উনি উঠিয়ে নেন সেজন্যই তারা আসতো, এবং এই কথাগুলো উনি খুব স্পষ্টভাবেই ক্লিয়ার করেছেন, সুতরাং এখন আপনি তাকে এসবের বেড়া জলে ফাঁসাতে চাইছেন তাইনা, তার কারণ হচ্ছে আপনি নিজেকে এখন ফেরেশতা দাবি করতে চাইছেন, যখন কেউ নিজেই অপরাধী হিসেবে গণ্য হয়, তখন সে অন্যকে খুব সহজেই প্রমাণ ছাড়াই দোষী সাব্যস্ত করার চেষ্টায় থাকে, আর যে নিজেই অপরাধী নয় সে অন্যকে প্রমাণ সহ দোষী সাব্যস্ত করে, আর তার সন্তান তো নিজের মায়ের কাছে এটাও বলেছিল যে, আম্মা আমি তো একটা নষ্টার সাথে সংসার করছি হুম, আর কোন রেস্টুরেন্টে যেন হিরো সবার সামনেই কাকে যেন থাপ্পর মেরেছিলো হ্যাঁ, এই প্রশ্নটি সাংবাদিক সাহেব আপনার কি করা উচিৎ ছিলো না? আর আপনি যদি সত্যি ভালোই হতেন, তাহলে আপনার শাশুড়ি অবশ্যই আপনার ব্যাপারে ভালোই বলতেন, উল্টো আপনার বিরুদ্ধে তো থাকার কথা নয়, কারণ যারা আগের জামানার মানুষ, তারা খুব সহজেই আপনাদের মতো থার্ড ক্লাস প্রোডাক্টস ভালোভাবেই চিনতে পারতেন, আর সেজন্যই আপনি নিজের এই বুড়ো বয়সে এসেও আপনি এখনো শান্তির ঘুম ঘুমাতে পারছেন না, কারণ এটাই হচ্ছে আপনার কর্মের ফল, এবার যদি কেস রি-ওপেন হয় তাহলে বোঝা যাবে আপনার কথায় কতটুকু সত্যতা ছিলো, তবে আপনি যদি এর মাঝখানে পালিয়ে যান, তাহলে রিমান্ড থেকে হয়তো রেহাই পেতে পারেন।
উপস্থাপক কে কি সামিরা টাকা দিয়ে ইন্টারভিউ দিচ্ছে।। নাকি ইন্টারভিউ নিতে গেছে।। সামিরাকে কোনো উত্তর দিতে দিচ্ছে না, উপস্থাপক নিজে প্রশ্ন করে আবার নিজেই উত্তর দিচ্ছে। সামিরার কোনো কথা তো শুনতে পারছি না।। এখন মুল কথা হলো সামিরাকে রিমান্ডে নেওয়া হোক।
একজন স্ত্রী তার স্বামীর সম্মন্ধে সব জানে ও একজন স্বামী তার স্ত্রীর সম্মন্ধে ভালো করে জানে। আমরা কেউ তাদের ঘরের কথা জানবো না। ঘরের মা,বোন,বউ,স্বামী কেমন। এটা ঘরের মানুষ যে সেই ভালো জানবে। সালমান শাহ তার বউ না শুধু মাকে নিয়েও হতে পারো অনেক ডিপ্রেশনে ছিলো। একমাত্র আল্লাহ ভালো জানে।
@@moushumicookingandvlog9671 সামিরার সাথে দেখা হবার আগে থেকেই সালমানের সিভিয়ার ডিপ্রেশনের প্রবলেম ছিল। তার মায়ের কারণে। অত্যন্ত ভয়ঙ্কর আর খারাপ মহিলা তিনি। মহিলা করাপ্টেড পলিটেশিয়ান আফটার অল। রিলেটিভরাও তাকে এড়িয়ে চলতো।
Selecting the right life partner is very important in life. Salman Shah failed to find the right person as his life partner. Samira is pretending innocent but she is a criminal minded personality. Samira is attention seeker now. Why? Foysol should stop interviewing Samira. We lost Salman Shah. Let’s just pray for him.
একজন মা শুধু মাই হয় মায়ের ভালোবাসা নিয়ে কখনো প্রশ্ন বৃদ্ধ করা যাবেনা এই মহিলা বার বার শালমানের মাকে ছোট করে নিজে বড় হতে চাচ্ছে এই মহিলা মানুষ হিসেবে ভালো না বেয়াদব মহিলা
@@নিশ্চুপঅনন্যা কল্পনার দুনিয়া থেকে বের হয়ে এসো খুকি? এত কল্পনার মধ্যে হাবুদুবু খেলে ঠাস করে বার বার পরে গিয়ে ব্যথা পাবে। তোমার নিজের কপালেও অনেক দুঃখ থাকবে। দুনিয়াটা অনেক জটিল। মা হইলেই কেও ফেরেশতা হয়ে যায় না। দুনিয়ার সব মা তোমার চিন্তার মতো পুতুপুতু টাইপের ও হয় না। দুনিয়াতে মা শব্দটাকে কলঙ্ক বানিয়ে দিয়েছে এমন বহু খারাপ মাও আছে। সালমানের মাও তেমন একজন। ওই বেটি মিডিয়াতে এসে তোমাদের মতো বেকুব টাইপের লোকগুলোর কারণে আজকে এত বছর ধরে তার মরা ছেলের আত্মাকে কষ্ট দেবার জন্য তাকে নিয়ে এতো বাজে ভাবে টানা হ্যাচরা কোরে যাচ্ছে। সে কি জানতো না , যে তার ছেলের মানসিক সমস্যা ছিল? অবশ্যই জানতো, সালমানের মানসিক সমস্যা সামিরার সাথে দেখা হবার আগে থেকেই এই মহিলারা কারণে সৃষ্টি হয়েছিল। সেটা কি সে জানে না। নীলা চৌধুরী তার নিজের দোষ থেকে দায় থেকে বাঁচার জন্য নিজের দোষ সামিরার উপরে দেবার চেষ্টা চালাচ্ছে। সে যদি এতই ভালো মা হয়ে থাকে তো এতো বছরে সালমানের বাবা, ভাইকে মিডিয়াতে কথা বলতে দেয়নি কেন? কারণ, তারা আসল সত্য জানে। সালমানের ছোট ভাই কিছুদিন আগে একটা ইন্টারভিউ দিয়েছে। সেখানে সে তার মা কেই দোষারোপ করেছে আর সমীরকে সম্পূর্ণ নির্দোষ বলেছে। সালমানের ছোট ভাই এর সংসারেও ওই দজ্জাল নীলা আগুন লাগিয়েছে। দুনিয়াতে ভালো মা আছে, সন্দেহ নাই। কিন্তু নীলা চৌধুরীর মতো বাজে মাও আছে যারা নিজের সন্তানকে তিলে তিলে কষ্ট দিয়ে মেরে ফেলে আর আপনাদের মতো বোকা লোকদের কারণেই এসব মহিলাগুলো অপরাধী হয়েও গলা উঁচু করে কথা বলার সাহস পায়। বাস্তববাদী হন। দুনিয়াটা অনেক কঠিন জায়গা।
ওর কথাতে কখনো কোন অনুশোচনা নেই, কোন কান্না নেই, কোন অনুতাপ নেই, অকপটে সুন্দর ভাবে সাজিয়ে গুজিয়ে কথা বলে যায় তাতেই বুঝা যায় সালমান শাহের মৃত্যুতে তার হাত আছে ১০০%
আত্মহত্যা প্রমাণ করতে পারলেই তুমি বেঁচে যাবে ভেবেছ।কিন্তু তোমার কোন ক্ষমা নেই, একদিন বিচার হবেই।মীরজাফর হয়ে বেঁচে থাকবে দর্শকদের হৃদয়ে।
Write
এটা তো অন্যায় । বার বার প্রমাণিত হয়েছে যে সালমান তার মায়ের কারণে আর কিছুটা শাবনূরের কারণে আত্মহত্যা করেছে। তাছাড়া তার মানসিক সমস্যা অনেক আগে থেকে ছিল। তাহলে কিসের ক্ষমার কথা বলা হচ্ছে?
তোমার বউ আত্মহত্যা করুক তার সাথে তুমি আত্মহত্যা করো তুমি তো আত্মহত্যা করবা না তুমি তো আরেক জায়গায় হাংগা করে সুখে থাকবা উনি করেছেন দোষের কি আর আপনি বিচার তো দূরের কথা একটা ভালো উনার একটা ভালো ফালানো যাবে না কারণ অনেক কিছুই করে নাই
বাল ফালানো যাবে না তোমরা কি করতে পারবা কি বিচার হবে কিছু করে নাই শাবনুরের সাথে পরকীয়া করে আত্মহত্যা করেছেন এখন তোমার বউ পরকীয়া কইরা আত্মহত্যা করুক সেটা কি তোমার দোষ কোন বিচার হবে না যেখানে একজন রিকশাওয়ালা খুন হলে ধরা পড়েন উনি ধরা পড়েন নাই কেন উনি কিছু করে নাই
যেই সালমান শাহ সারা বাংলাদেশ কাঁদিয়েছে,, সেখানে সামিরা খুব সুন্দর করে অকপটে বলে যাচ্ছেন বিন্দু মাএ অনুশোচনা নেই
ঠিক বলছেন
ঠিকই বলেছেন।
খারাপ মহিলা
Kuni
Samira karap
যার জন্য সারা দেশে মানুষ কান্না করেন 🥲 সে এমন একজন নায়ক ছিলেন 😢 অথচ এই ডাইনি সামিরার মধ্যে এতটা মনুষ্যত্বের অভাব রয়েছে 😢
সালমান তো সারা দেশের মানুষের বিশ্বাস ভাঙেনি, শুধু সামিরার বিশ্বাস ভেঙেছে। সিনেমার নায়ক, আর ঘরের হাজব্যান্ড এক জিনিস না।
Daini
2 number chakma
কি আশা করেছিলা তুমি?
Khunir abar monushotto
সামিরার কথা বার্তায় বিন্দু মাত্র সালমান শাহর প্রতি কোন মায়া ভালোবাসার বহিঃপ্রকাশ নেই।
একদম ঠিক বলেছেন।
আপনাদের বাবা যদি ৩০ বছর আগে মারা যায়, ৩০ বছর পরেও কি মারা যাওয়ার দিনে যেমন কেদেছিলেন আজকে তেমন কাদবেন?
ঠিক বলেছেন ভাই
@@srabonishely6650😅😅😅 আপনাদের দেখিয়ে তাকে ভালবাসতে হবে
@@sabinaakther7752😅😅😅 একদমই ঠিক বলে নাই
ধুরন্ধর মহিলা বোঝা যাচ্ছে
এই হচ্ছে একজন মা,ছেলের জন্য ২৮ বছর লড়াই করছেন। ম্যাডাম আপনি মা হলে, আপনি ও এভাবে ছেলের জন্য লড়াই করতেন। নীলা চৌধুরী প্রতি সন্মান রেখে কথা বলেন।উনি আপনার সিনিয়র, সাবেক শ্বাশুড়ি। নাম ধরে বার বার ডাকছেন।
সে সম্মান দিয়েই কথা বলছে। নীলা চৌধুরী বাজে বেটি বলে ঠিকই খারাপ ভাষায় কথা বলে। এসব কথা ওই মহিলাকে তার ইন্টারভিউ এর ভিডিওগুলিতে শুনান।
😂
@@nusratfattah1000
@@nusratfattah1000
Sasurir kotha nay bollam ay samirar to husband nia o kono onusochona nay . A karo balo wife hotey pare na.
@@NomanSabrina bujhlam na kotha ta
@@nusratfattah1000ওনার স্বামী মারা গেছে ওনার কথা বলা দেখলে মনে হয় মরছে উনি বাচঁছে।
এই মহিলাকে সত্যিই রিমান্ডে দেওয়া উচিত একটা মার বিরুদ্ধে অভিযোগ তুলে
কি এক মহিলা যার জন্য সবাই সবাই কাদে তার মৃত্যুর বর্ননা কিভাবে দেয়
কারণ ঘরের বউ জানে সালমান কি করেছে 😂
লাল চামড়ার বর্তমানে দেহ ব্যবসার রঙ্গনা।
এই মহিলার কোন আবেগ ছিল না
সামিরা সারা জীবন যদি ভালোবাসে তাহলে এই মহিলা তিন বিয়ে করতে পারে না।। এই মহিলার নানান পুরুষ এর সাথে বিয়ে করে সংসার করছে।
এই মহিলার মুখ দেখলে আমার রাগ উঠে যায় এই মহিলা সালমান শাহর মৃত্যুর জন্য দায় এখন এ মহিলার বিচার চাই
Write
একজন মা যে তার সন্তান হারিয়েছে সে কখনো মিথ্যা বলতে পারে না
হিতিরে রিমান্ডে নিয়ে গেলে সব বুঝা যাবে। এখনো সময় আছে এর যথাযথ বিচার হওয়া উচিত ২৮ বছর তো চলেই গেল।
Write
এই মহিলার কারণে আমাদের প্রিয় সালমান শাহ আমাদের মাঝে নেই
এই মহিলার কথা শুনে মনে হচ্ছে ইনি নাটের গুরু।
আবার তদন্ত করে সঠিক বিচার করতে হবে
সালমান শাহ এই বেডিরে ভালোবাসেছে
আর পুরো বিশ্ব ভালোবেসেছে সালমান শাহ কে
ফয়সাল আপনি শাবনুর কে একবার জিজ্ঞেস করেন না কেনো সেও তো অনেক কিছু জানে
আমরা সালমান শাহ্ এর জন্য যতটা কেঁদেছি এই মহিলা তো ততটাই খুশি হয়েছিলো। তাঁর কথাবার্তার আচরণ অনেক কিছু বলে দেয়....
Akdom tik
@@Mehmud_Hafiz তুমি কি আশা করেছিলে? ২৮ বছর পরে এসে হাউমউ করে কাঁদবে?
@@nusratfattah1000নাহ্।
তার কথার মধ্যে বিন্দুমাত্র সালমান শাহের প্রতি সম্মান, ভালোবাসা দেখা যাচ্ছে না। যার জন্য পুরো বাংলাদেশের মানুষ কাঁদে কিন্তু তাকে কখনও ইমোশনাল হতেও দেখে নি। কান্না করাতো দূরের কথা।
Ai lok ta k thaprano dorkar .2din por por ai noti betir interview ney ..beti 1ta kore bia kore r ai lok or pa chatey na onno kichu dey toke
এই মহিলার কোন অনুভূতির লেশমাত্র নাই সালমান শাহ এর জন্য। এটা সন্দেহজনক।
কোন অনুশোচনা নেই , এ কারণেই কেমন যেন ঘোলাটে মনে হচ্ছে ব্যাপারটা।
আফসোস মানুষের চেহারা যদি আয়না দেখা না গিয়ে। যদি চরিত্রে চেহারা দেখা যেত তাহলে মানুষ রুপে নিকৃষ্ট মানুষ এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারত না
এই মহিলা কে রিমান্ডে নেওয়া হোক,, একজন স্বামী একি বাসায় থেকে দু'জন স্বামী মারা যায় বৌ জানে না এটা কেমন কথা,,সে ও জড়িত আছে এই হত্যাকাণ্ডে।
এই মহিলা বারোবাতাড়ি,
এই মহিলার বিচার হওয়া দরকার, কি বেহায়া
Write
এক জন মৃত ব্যক্তি নিয়ে কথা বার্তা তাই এত সাজুগুজু 😢
উনি যে ভাবে নীলা চৌধুরী বলছেন আমিতো ভাবছিলাম ওনার ছোট বোন হবে হয়তো
" শালা আমি তো অবাক "!!!!
😃😃
@@muskanbinte2057 তো কি বলবে ? বেত্তমিজ নীল চৌধুরী নাকি পরম সম্মানিত মানোনিয়া নীলা চৌধুরী? বাপরে বাপ? এত্ত সম্মান তো খালেদা হাসিনাও পায় না 😮😮
@nusratfattah1000dalaler baccha
@@JannaT-l3x3d 🤪🤪🤪 bustard
তিন টা বিয়ে করেছে এ মহিলা
এত কথার কি দরকার। বিচার চাই। অপরাধী কে এখনো ধরা পড়ছে না কেন?
আমাদের ছাত্র ভাইদেরকে বিচারটা দেখার জন্য অনুরোধ করা হলো
@@Bristy122 🤣🤣🤣🤭
শাবনুর কে জিজ্ঞেসা করা হোক। প্রেমিকা নারী, মেয়ে, নাইয়া, মনভুলানো মেয়ে। অভিনয় ভালো তাই বলে তুলসীপাতা না।শুধু সামীরাকে question করা হয় কেন। শাবনুর সালমান শাহ কে পছন্দ করতো।সালমান শাহ শাবনুর কে পছন্দ করতো। কিন্তু সামীরাকে ভালোবাসতো।দোটানায় পড়ে গিয়েছিল।শাবনুর কে plz ভাই য়া interview নিবেন।এটা তদন্ত করেন। সোহান স্যার ও শাবনুরে সাথে সম্পকের কথা বলে গেছে। plz question her????HD Family ❤❤❤❤❤❤❤❤ subscriber
Jokhon marajan bashay chilo samira ,shabnoor ke dhorbe keno ? Salman ke bhalobashto na ?
Shabnoor ke biggesh korbe keno ? Marar shomoy bashay smira chilo,shabnoor na . Salman ke shobai bhalobashto , preem korle e ki mere felte hobe ? Valo na lagle chere dao .
Salman mara jawar koek mash por e samira salmaner bondho ke bie kore . Antoto 1/2 bochor opekhha
to korte parto jodi salman ke bhalo bashto .
Right
Right👍শাবনুরকে আমারো কখনো ধোয়া তুলশীপাতা মনে হয় না
এই মহিলা খারাপ ছিল তার প্রমান ওনার কথা গুলোর ধারণ
@@mohammadaziznur1100 কিভাবে 😮😡 এক্সপ্লেন করে বুঝও আপু। আপনি যদি এতই বড় মহান মনোচিকিৎসক হয়ে থাকেন তো
ওকে রিমান্ডে নেওয়া দরকার
এই কেসটা আবারো করতে চালু হোক
এই মহিলা ক্রিমিনাল তার কথা শুনে বোঝা যাচ্ছে
Write
@@GriRhu কেমনে বুঝা যায় ভাইয়া? আগে ডিবিতে চাকরি করসিলেন নাকি? 😬
@@nusratfattah1000 ভালোবাসার মানুষটি মারা গেছে কিন্তু সে খুশি মনেই প্রশ্নের উত্তর দিচ্ছেন যেনো ঠিক হয়েছে
@@GriRhu সেই মানুষ ২৮ বছর আগে মারা গেছে? আপনার প্রিয় কোন মানুষ যে বহু বছর আগে মারা গেছে তার জন্য আপনি এখন হাউমাউ করে কাঁদবেন? না, কখনোই না। তার উপরে এই মেয়েটার স্বামী মারা যাবার ৩ বছর পর আবার বিয়ে হয়েছে। সেখানে তার ৩ টা বাচ্চাও হয়েছে। তার জীবন এগিয়ে গিয়েছে। তার জীবনে ব্যস্ত থাকার মতো বহু কিছু ঘটে গিয়েছে। এতো পুরনো স্মৃতিকে নিয়ে সে কেন অবাস্তব আচরণ করবে? আর খুশি মনে কেন সে কথার জবাব দেবে ? সে কি খুব হাসছিল ? মোটেও না। সে কি খুশি খুশি আচরণ করছিল বা আনন্দে লাফাচ্ছিল? সেটাও তো না। পুরাটা সময় সে ছিল ভীষণ রকমের ডিস্টার্বড এবং তার আচরণ ছিল অত্যন্ত সিরিয়াস। বরং যে ছেলেটা প্রশ্ন করছিল সে ছিলো যথেষ্ট তরুণ, ইমম্যাচিওর আর অনেক আট্যাকিং স্টাইলে ছেলেটা কথা বলছিল। মনে হচ্ছিল যেন সে তার পার্সোনাল রাগ দেখাতে এসেছে। প্রশ্নকারীই যদি এতো হোস্টাইল হয় তো তার সামনে বসে কে হাসিখুশি থাকতে পারে? আসল ব্যাপার হলো আপনি সেটাই দেখেছেন, যেটা আপনি দেখতে চেয়েছেন। তাই সবকিছু সামনে থাকার পরও আপনার মনে হয়েছে যে সে ‘নাকি’ হাসিখুশি হয়ে কথা বলছিল। পারলে নিরপেক্ষ হয়ে আরেকবার ইন্টারভিউ টা দেখবেন প্লিজ।
বয়স তো ৫০ শেষ তারও ভয় নাই।
জীবন নিয়ে। সালমানে প্রতি কোনও
শ্রদ্ধা সম্মান নাই। আল্লাহ আপনি জানেন সব।
উনার কথা অনেক উল্টো। উনি যে সত্য বলছেন, এর প্রমাণ কি? সালমানের মা সবার উর্ধ্বে একজন মা।এটি এই মহিলা কেন না বুঝার অভিনয় করে।সালমান মাকে অডিও দিয়েছে কারণ সালমান তার মাকে বিশ্বাস করতো। এটিই তো অনেক কিছু বুঝায়!
@@IsratZahan-p1e এতো চাপাবাজি কীভাবে শিখলেন? যাদেরকে চিনেন না জানেন না, তাদের নিয়ে এতো ফালতু কথা। আপনি সালমানকে চিনেন না, নীলা চৌধুরীকে পার্সোনালি চিনেন ? নাহ, তাকেও চিনেন না, সামিরাকে তো জীবনেও চিনেন না । তাহলে এতো কথা কিসের জন্য?
@@nusratfattah1000আপনি কেন কথা বলতে আসছেন 🙄? আপনি চিনেন? সবার কমেন্টে গিয়ে রিপ্লাই করেন। চাকর রাখছে সামিরা?
@@samiracookingcanadavlog হ্যা। আমি তাদের চিনি। চেনা জানা থাকতেই পারে তাদের। পারে না? তুমি কেন নীলা চৌধুরীর নামে এতো বানিয়ে বানিয়ে কথা বলছো? তুমি তো নিশ্চয় তাকে চিনো না। তোমার মতো আমিও তাই বলতে পারি, নীলা চৌধুরী দালাল নিয়োগ দিয়েছে তোমাকে?
কথায় বুজা যায় অনেক রাগ সালমান সাহর উপর,
চেহারাটা দেখলে মেজাজ টা গরম হয়ে যায়, কথার স্টাইল কি কোনো বিন্দু পরিমাণ ও শোক নেই তার মাঝে,যেখানে আমরা সাধারণ মানুষের কান্না চলে আসে প্রিয় নায়কের কোন গান বা ছবি দেখলেই 😢সেখানে সে না কি তার স্ত্রী ছিলো তার কোন কষ্টই হচ্ছে না
"নীলা চৌধুরী " ভাইরে এই মহিলা কি রে কিভাবে শ্বাশুড়ির নাম ধরে ধরে ডাকছে? প্লিজ সালমান শাহ"কে সবাই ভালবাসে, তাঁকে ও তাঁর মা'কে রেস্পেক্ট করে কথা বলেন।
সত্যি উনি একটা ডাইনি
আল্লাহ তায়ালার চোখ কি করে পাকি দিবে শেষ বিচার বলতে তো কিছু আছে।
Allahy bicar korby ki poriman manosik kosto nia bace acy
সামিরা আমার সালমান সা কে মেরেছে সেটা সত্যি কথা আমি বিসাসকরি আরনয়
খুবই ফালতু মহিলা
এ হত্যার সুষ্ঠু তদন্ত চাই। এখানে বড় রকমের ষড়যন্ত্র আছে। আর এখনই সঠিক বিচার পাওয়ার সময়
Actually feeling sad for Samira😢😢…
এ রকম ডায়নি মহিলা কে কেন বিয়ে করেছেন জানি না
আমরা বাংলাদেশের নাগরিক আমরা ১৮ কোটি মানুষ কম বা বেশি হই না কেন সবাই যদি ১০ টাকা করে দান করি সেই টাকা দিয়ে যদি ডিবি সিআইডি তদন্ত করে নিরপেক্ষ ভাবে তাহলে সামিরা অপরাধি
এর জন্য ঘৃণা ছাড়া কিছু নাই।
@@rahmanmoti who care 🖕🏻🖕🏻🖕🏻
হাসিনার সময় কোন বিচার চিলনা,আমরা এখন নতুন সরকারের কাছে নতুন বিচার চাই😂
কি খারাপ মহিলা
ওই মহিলা রিমান্ডে নেওয়া হোক
কি বলে এই মহিলা, এসব মহিলাকে কেনো বিচারের আওতায় আনা হচ্ছে না
এই মহিলা খুনি কিনা তা আমি জানিনা তবে এই টুকু বুঝতে পারি এই মহিলা কখনো কোনো স্বামীকেই ভালোবাসেনা সে শুধু নিজে ভালো থাকতে চায় আর কিছুই নয়
সামিরা নিজেই একটা ক্রিমিনাল। সামিরার ছেলে যদি কোন মেয়ের জন্য মারা যায়, তাহলে কি সামিরা সেই মেয়েকে এমনি এমনি ছেড়ে দিবে।
ভালো কথা! ওর কপালে ওরকম কিছুই আছে। যে যা রোপন করে সে সেরকম ফল পায়!
এই মহিলার চোখ দিয়ে একটু পানিও আসে না কত নিষ্ঠুর
ভাই এই মহিলার কতগুলো বিয়ে তা বিষয় না। সালমানের মতো একটা ছেলের মা উনি। এই মহিলা সালমানের মতো একটা সন্তান তৈরি করতে পারলো না এতো বছরেও।
এইটারে দেখতেই কেমন দুই নাম্বার, চৌদ্দচারিনী লাগে।
মনের কথা বলেছেন
আল্লাহ আমাদের সবাইকে সঠিক হেদায়েত দান করুন আমীন
এই মহিলা আইনের কাছে খমা পেয়ে গেছে আল্লাহর কাছে ক্ষমা পাবে না
উনি বলেছেন যে ওনাকে গুম করা হবে এমন সংবাদ উনি পেয়েছেন, এবং সেখান কোন আষাঢ়ের গল্প বলেনি, বরং উনি নাম উল্লেখ করেছেন যেই সংবাদ উনি কার কাছ থেকে পেয়েছিলেন, তাই সেই সুত্র ধরেই ওনাকে ফলো করা হতো, এবং ওনার ছেলের ব্যাপারে যেই কমপ্লেন করেছেন সেটা যেন উনি উঠিয়ে নেন সেজন্যই তারা আসতো, এবং এই কথাগুলো উনি খুব স্পষ্টভাবেই ক্লিয়ার করেছেন, সুতরাং এখন আপনি তাকে এসবের বেড়া জলে ফাঁসাতে চাইছেন তাইনা, তার কারণ হচ্ছে আপনি নিজেকে এখন ফেরেশতা দাবি করতে চাইছেন, যখন কেউ নিজেই অপরাধী হিসেবে গণ্য হয়, তখন সে অন্যকে খুব সহজেই প্রমাণ ছাড়াই দোষী সাব্যস্ত করার চেষ্টায় থাকে, আর যে নিজেই অপরাধী নয় সে অন্যকে প্রমাণ সহ দোষী সাব্যস্ত করে, আর তার সন্তান তো নিজের মায়ের কাছে এটাও বলেছিল যে, আম্মা আমি তো একটা নষ্টার সাথে সংসার করছি হুম, আর কোন রেস্টুরেন্টে যেন হিরো সবার সামনেই কাকে যেন থাপ্পর মেরেছিলো হ্যাঁ, এই প্রশ্নটি সাংবাদিক সাহেব আপনার কি করা উচিৎ ছিলো না? আর আপনি যদি সত্যি ভালোই হতেন, তাহলে আপনার শাশুড়ি অবশ্যই আপনার ব্যাপারে ভালোই বলতেন, উল্টো আপনার বিরুদ্ধে তো থাকার কথা নয়, কারণ যারা আগের জামানার মানুষ, তারা খুব সহজেই আপনাদের মতো থার্ড ক্লাস প্রোডাক্টস ভালোভাবেই চিনতে পারতেন, আর সেজন্যই আপনি নিজের এই বুড়ো বয়সে এসেও আপনি এখনো শান্তির ঘুম ঘুমাতে পারছেন না, কারণ এটাই হচ্ছে আপনার কর্মের ফল, এবার যদি কেস রি-ওপেন হয় তাহলে বোঝা যাবে আপনার কথায় কতটুকু সত্যতা ছিলো, তবে আপনি যদি এর মাঝখানে পালিয়ে যান, তাহলে রিমান্ড থেকে হয়তো রেহাই পেতে পারেন।
আর কয়টা বিয়ে করবি
উপস্থাপক কে কি সামিরা টাকা দিয়ে ইন্টারভিউ দিচ্ছে।। নাকি ইন্টারভিউ নিতে গেছে।। সামিরাকে কোনো উত্তর দিতে দিচ্ছে না, উপস্থাপক নিজে প্রশ্ন করে আবার নিজেই উত্তর দিচ্ছে। সামিরার কোনো কথা তো শুনতে পারছি না।। এখন মুল কথা হলো সামিরাকে রিমান্ডে নেওয়া হোক।
মা কখনো মিথ্যা বলেনা তার সন্তানের বিচার চাওয়া এইটা কি দোষের ফাত্তরা মহিলা কথা শুনে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে ওর কথায় সন্দেহ হচ্ছে 😊
এই মহিলার রিমান্ডে নেওয়া হোক।। এতো ইন্টার ভিউ দেখতে চাই না দর্শক দর্শক চাই বিচার।
তোমার এতোগুলো বিয়ে হয়েছে কেনো
অনেকে অনেক বিয়ে করেছে খোঁজ নিয়ে দেখেন
এক আয়নাঘোর রড থেরাপি দিলেই সব বের হবে।
ডনকে ও সামীরাকে শাস্তি দেওয়া হোক
প্রমান ছাড়া কোনো কিছু বিশ্বাস করা উচিত না।
আল্লাহ ভালো জানেন কে খুন করেছে না তিনি নিজেয় ফাঁসি দিয়েছেন
এত বছর পর সামিরা ক্যমেরার সামনে আসলো।মিথ্যা বলার আর কিছু জায়গা পেলনা। সব নাটকীয় ভঙ্গিতে বললেন।
উনি হত্যার সাথে জড়িত উনার কথার দাঁড়াতে বুঝা যায়।
একে সালমান শাহের বউ ভাবতেও ঘিন্না লাগে। ও মনে বিন্দুমাত্র অনুশোচনা নেই। ছিঃ
সামিরার কথা শুনে আমার মনে হচ্ছে সালমান শাহ্ জন্য সামিরার কোন মায়া নেই,ছি ছি মহিলা
মিস ডায়না একটা কথা বলেছি আমি যাকে ভালোবাসি সে ছাড়া পুরো বিশ্ব আমাকে
@@LipiAkter-j8h 🤔🙄🙄
তার ফ্যাসন সেন্স বাংলাদেশের যেকোন নাইকার চেয়ে ভাল
এই মহিলা তো তিনটা বিয়া করছে আমরা চাই আবারও সুষ্ঠু বিচার হোক আমার তো মনে হচ্ছে হাসিনার আয়না ঘরে রাখা উচিত
সামিরার চোখ বলছে মিথ্যা কথা আপনারা ভালো করে সবাই তার চোখের দিখে থাকান তাহলে বুঝতে পারবেন
এখন মনে হচ্ছে নীলা চৌধুরীর ঠিক
@@MostMomota-w9h কি দেখে তা মনে হলো 🙄
একজন স্ত্রী তার স্বামীর সম্মন্ধে সব জানে ও একজন স্বামী তার স্ত্রীর সম্মন্ধে ভালো করে জানে। আমরা কেউ তাদের ঘরের কথা জানবো না। ঘরের মা,বোন,বউ,স্বামী কেমন। এটা ঘরের মানুষ যে সেই ভালো জানবে। সালমান শাহ তার বউ না শুধু মাকে নিয়েও হতে পারো অনেক ডিপ্রেশনে ছিলো। একমাত্র আল্লাহ ভালো জানে।
@@moushumicookingandvlog9671 সামিরার সাথে দেখা হবার আগে থেকেই সালমানের সিভিয়ার ডিপ্রেশনের প্রবলেম ছিল। তার মায়ের কারণে। অত্যন্ত ভয়ঙ্কর আর খারাপ মহিলা তিনি। মহিলা করাপ্টেড পলিটেশিয়ান আফটার অল। রিলেটিভরাও তাকে এড়িয়ে চলতো।
কে কে আল্লাহ কে ভালোবাসেন তারা সাড়া দেন ❤❤❤
এই মহিলাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আসল সত্য বেরিয়ে আসবে শুনে বোঝা যায় সালমান শাহ এর প্রতি তার কোনরকম ভালোবাসা নাই
সালমান শাহ কখনো সুইসাইড করতে পারে না। এটা লিখিত দিতে পারি
@@moonflowercrafts পারে।
Salman sah hatya hayeche 😭😭😭😭😭
Selecting the right life partner is very important in life. Salman Shah failed to find the right person as his life partner. Samira is pretending innocent but she is a criminal minded personality. Samira is attention seeker now. Why? Foysol should stop interviewing Samira. We lost Salman Shah. Let’s just pray for him.
Next video ta kobe ashbe? Faisal morshed??????
এই মহিলা কি করে সালমান শাহ্ এর বৌ হয়
একজন মা শুধু মাই হয় মায়ের ভালোবাসা নিয়ে কখনো প্রশ্ন বৃদ্ধ করা যাবেনা এই মহিলা বার বার শালমানের মাকে ছোট করে নিজে বড় হতে চাচ্ছে এই মহিলা মানুষ হিসেবে ভালো না বেয়াদব মহিলা
@@নিশ্চুপঅনন্যা কল্পনার দুনিয়া থেকে বের হয়ে এসো খুকি? এত কল্পনার মধ্যে হাবুদুবু খেলে ঠাস করে বার বার পরে গিয়ে ব্যথা পাবে। তোমার নিজের কপালেও অনেক দুঃখ থাকবে। দুনিয়াটা অনেক জটিল। মা হইলেই কেও ফেরেশতা হয়ে যায় না। দুনিয়ার সব মা তোমার চিন্তার মতো পুতুপুতু টাইপের ও হয় না। দুনিয়াতে মা শব্দটাকে কলঙ্ক বানিয়ে দিয়েছে এমন বহু খারাপ মাও আছে। সালমানের মাও তেমন একজন। ওই বেটি মিডিয়াতে এসে তোমাদের মতো বেকুব টাইপের লোকগুলোর কারণে আজকে এত বছর ধরে তার মরা ছেলের আত্মাকে কষ্ট দেবার জন্য তাকে নিয়ে এতো বাজে ভাবে টানা হ্যাচরা কোরে যাচ্ছে। সে কি জানতো না , যে তার ছেলের মানসিক সমস্যা ছিল? অবশ্যই জানতো, সালমানের মানসিক সমস্যা সামিরার সাথে দেখা হবার আগে থেকেই এই মহিলারা কারণে সৃষ্টি হয়েছিল। সেটা কি সে জানে না। নীলা চৌধুরী তার নিজের দোষ থেকে দায় থেকে বাঁচার জন্য নিজের দোষ সামিরার উপরে দেবার চেষ্টা চালাচ্ছে। সে যদি এতই ভালো মা হয়ে থাকে তো এতো বছরে সালমানের বাবা, ভাইকে মিডিয়াতে কথা বলতে দেয়নি কেন? কারণ, তারা আসল সত্য জানে। সালমানের ছোট ভাই কিছুদিন আগে একটা ইন্টারভিউ দিয়েছে। সেখানে সে তার মা কেই দোষারোপ করেছে আর সমীরকে সম্পূর্ণ নির্দোষ বলেছে। সালমানের ছোট ভাই এর সংসারেও ওই দজ্জাল নীলা আগুন লাগিয়েছে। দুনিয়াতে ভালো মা আছে, সন্দেহ নাই। কিন্তু নীলা চৌধুরীর মতো বাজে মাও আছে যারা নিজের সন্তানকে তিলে তিলে কষ্ট দিয়ে মেরে ফেলে আর আপনাদের মতো বোকা লোকদের কারণেই এসব মহিলাগুলো অপরাধী হয়েও গলা উঁচু করে কথা বলার সাহস পায়। বাস্তববাদী হন। দুনিয়াটা অনেক কঠিন জায়গা।
এটা কবের ভিডিও?
সামিরার কথার মধ্যে কোন মায়া ভালোবাসা নেই।আর তার ভীষণ ক্ষোভ ছিলো শালমান শাহের প্রতি।
Foysal Morshed should stop taking interviews like this. He can't prove anything. Boring!
আমাদের মহানায়ক মান্না মারা গেছে তার বউ কত ইমোশনাল ছিল এখনো কথা বলতে গেলে কান্নায় ভেঙ্গে পড়ে আর উনি সালমানশা ভাইয়ের জন্য অনুশো শোনাও করে না
এই মহিলা আজিজের রানী যদি জড়িত থাকে তাহলে ওকে আইনের আওতায় এনে কঠিন শান্তি দেওয়া হোক..?
Samirar kothay Jukti asey!!
ওর কথাতে কখনো কোন অনুশোচনা নেই, কোন কান্না নেই, কোন অনুতাপ নেই, অকপটে সুন্দর ভাবে সাজিয়ে গুজিয়ে কথা বলে যায় তাতেই বুঝা যায় সালমান শাহের মৃত্যুতে তার হাত আছে ১০০%
এসব কোনো কারন ই না আত্মহত্যার। আল্লাহ এই মহিলাকে একদিন বোবা করে দিবেন।
নতুন করে তদন্ত করে বিচার কার্য পরিচালনা করা দরকার
The way you talk, tells it all what you did to Salman Shah. You killed our Hero salman shah
সামিরা কে বলছিআল্লাহ না করুক আপনার সন্তান এভাবে হারালে আপনি যতদিন বেঁচে থাকবেন সন্তানের বিচার চাইবেন. মায়েরা তো এরকমই হয়.
ফয়সাল ভাই আপনি চিত্রনায়িকা শাবনুরের সাক্ষাৎকার নেন তাহলে সব পয়েন্ট বেরিয়ে আসবে