যখন আমি সত্যজিৎ রায় এর লেখা পড়ি বা শুনি, তখন আমার খুব মনে হয় আরও কিছু বছর যদি উনি আমাদের মধ্যে থাকতেন, তবে আমরা আরো কতো ভালো রোমাঞ্চকর কিছু ওনার কাছ থেকে উপহার পেতাম। 💝😌💐
এখন রাত ১ঃ০৫ সানডে সাসপেন্স শুনছি।আমার খুব প্রিয় সানডে সাসপেন্স।আর সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শংকু অসাধারণ। ১০ বছরের বেশি সানডে সাসপেনস শুনছি।অনেক ভালোবাসা সানডে সাসপেনস টিমকে।
আজ ১০ বছর পূর্ণ হলো আমি সানডে সাসপেন্স শুনছি । খুব ইচ্ছে করে তোমাদের পুরো টিম কে বলতে যে তোমার না থাকলে জীবনে কত গল্প শুনতে পেতাম না এত সুন্দর ভাবে, সারা বিশ্ব জুড়ে তোমাদের এই শিল্পীত অমর থাক। আর এ ভাবেই গল্প শুনিও আগামী প্রজন্ম কে ❤
@Mirchi Bangla... please eta ektu dekhun. Amar thakuma mara gechen 1 year holo, and i would really appreciate jodi apnara kindly arekjon er thakumar ei ichhe ta puron koren.
এখন রাত 3.13 এইসময় সানডে সাসপেন্স শুনছি।। আমি প্রায় দশ বছরেরও বেশি হয়ে গেল সানডে সাসপেন্স শুনছি ।।সানডে সাসপেন্স শুনলে মনে হয় যেন জীবনের স্পেশাল গ্যাপ গুলো পরিপূর্ণ করা হচ্ছে গল্প শোনার মাধ্যমে👆👆 বেঁচে থাকুক সানডে সাসপেন্স❤️❤️
Satyajit Ray এতই talented ছিলেন যে তিনি চাইলে বর্তমানে Marvel এর থেকেও বড়ো sci fi universe creat করতে পারতেন!!! HAT'S off for Great Satyajit Roy...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
I am from odisha.and I am totally agree that Bengali is very sweet language.infect.odisha have its own great literature. I think when we learn different languages we learn about their great literature 👍🏻
ধন্যবাদ আমাদের সকলের প্রিয় প্রফেসর শঙ্কু কে ফিরিয়ে আনার জন্য, আসানসোল থেকে প্রচুর ভালোবাসা পাঠালাম ,নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা মীরদা সহ পুরো টীম কে 😊🙏❤️
Protek Robbar er dupur ta ei "Sunday Suspense" ekmatro pare amake ekta alada Jogote niye jete r jodi lunch a tar sathe Manso r vaat hoy, ami mine kori amr chaite r khusi manush nei !!..Thank you Radio Mirchi for gifting us such a pure treasure of joy❤️
Sunday suspance এর টিম কে অনেক ধণ্যবাদ। কারণ আমাদের কে নতুন বছরের প্রথমে প্রফেসর শঙ্কুর গল্প দেওয়ার জন্য। যারা আমার মত প্রফেসর শঙ্কুর ভক্ত অবশ্যই জানাবেন।😇😁
আজ থেকে প্রায় বারো বছর আগের কথা বলছি। সে বছর ঠাকুমা একটা রেডিও কিনে দিয়েছিল আর সেই থেকেই সানডে সাসপেন্স শোনা শুরু। যদিও এখন ইউ টিউব'এ শুনতে হয়।কিন্তু রবিবারটা সেই বারো বছর আগেও যেমন ছিল আজও তেমনই আছে। কত স্মৃতি জড়িয়ে আছে এই সানডে সাসপেন্সের সাথে। অনেক ধন্যবাদ পুরো সানডে সাসপেন্সের টিমকে আপনাদের জন্যই প্রতি রবিবারটা সপ্তাহের সুবর্ণ দিন বলেই মনে হয়.....💝
Sunday suspense team এর কাছে আমার একটাই অনুরোধ আর যায় হোক শঙ্কুর কাছ থেকে যেনো মনে করে মিরাকিউরল ঔষধ এর বড়িটা চেয়ে নেওয়া হয় 🙏😁 বর্তমানে যা করোনা এর পরিস্থিতি দাঁড়িয়েছে সামাল দিতে না পেরে এই মত প্রকাশ করলাম। আপনাদেরও মতামত থাকলে জানাবেন অবশ্যই।।😘❤️🙏 👇
আপনার কথা সত্য বলে যেনো প্রমানিত হয় আমি চাই। নাহলে বাংলার সংস্কৃতির একটা বড়ো অংশ মুছে যাবে আমাদের এই মানব সমাজ থেকে। আমরা এই আধুনিক কৃত্রিম technology যুগের অতলে তলিয়ে যাবো।
Through the music, I thought I was transported to Babylon and Arab. Thousands of thanks to Sunday Suspense team for this alchemy-based story. And well done to the music team.
What a genius man Mr. Ray was..... another beautiful story of professor Shanku series. Every stories are unique and very difficult to guess. Have a sweet adventurous beautiful ending.
আমার ছোটবেলা শুরু হয় এই সানডে সাসপেন্স দিয়ে। হঠাৎ গান শুনতে শুনতে চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে এটা খুঁজে পাই। বেশ শুনতে ভাল লেগেছিল। সেই যে শুরু করেছি এখনও থামিনি। ব্যস্ততা থাকলেও কোনো এক সময় শোনা চাই ই চাই। হ্যাঁ এটাই সানডে সাসপেন্সের প্রতি ভালোবাসা।
অনেক সমস্যার মধ্যে কেটেছে এই 24 বছর এর জীবন,অনেক না করা জিনিসও করেছি এই জীবন এ, বিষণ্ণতায় ভুগছি অনেক আগে থেকেই, তাও যখনই বিষণ্ণতার ঝুড়ি ভরে আসে মনে পড়ে আপনাদের এই চ্যানেল এর কথা, হারিয়ে যাই শুনতে শুনতে 🖤
আমি ক্লাস 6 এ প্রথম sunday sunpence শুনেছিলাম এবং সেই থেকেই শুনে চলেছি এখন আমি কলেজে 3rd year এ পড়ছি মানে প্রায় 10 বছর Mirchi বাংলা কে আন্তরিক ধন্যবাদ এই 10 বছর মনের সাথে মেজাজ কে সুস্থ রাখার জন্য
@@mr.x6303অনেক গুলিই বেশ পছন্দের তাদের মধ্যে যেমন চাঁদের পাহাড়, সদাশিব এর কান্ড, the hound of the baskervills, তারানাথ তান্ত্রিক এর সব গল্প এমন অনেক গল্প আছে যেগুলো আমার ভীষণ পছন্দের
Darun ❤️ thank you Mirchi team 👍🙏❤️ Shubho Noboborsho !🎉 To mirchi team and all reading this... Shobar jonno roilo onek shubhechha aar bhalobasha ❤️ bhalo theko 🙂
ইংরেজি নতুন বছরের প্রথম সপ্তাহের পর বাংলা নতুন বছরের প্রথম সপ্তাহেও প্রফেসরের গল্প!! সত্যিই আমাদের সবার এখন ওনাকে বড় প্রয়োজন ৷ উপরি পাওনা দীপ দার গলায় শঙ্কুর গল্পপাঠ ৷ শোনার যে আনন্দ সেটা কথায় প্রকাশ করার না ৷ এই রবিবার গুলো বছরের সেরা ♥
কিন্তু তার পর কি ঘটল ?!? সেই সোনা এর ফর্মুলা এর কি হলো??? এই গল্প তা কয়েকটা প্রশ্নের উত্তর না দিয়েই শেষ হয়ে গেল ।।।😔 কিন্তু গল্প টা ছিলো outstanding...💯💯💯✌🏻✌🏻✌🏻🤩🤩
আমি কাল একটা অনুষ্ঠান বাড়িতে ছিলাম ফলে গল্পটা শুনতে পারিনি। আজ এখন শুনছি সত্যি নেশা লেগে যাচ্ছে।দারুন, মারাত্মক সুন্দর গল্প। Mirchi Bangla আমি অনুরোধ করছি দয়া করে এরকম গল্প অর্থাৎ এই শঙ্কুর গল্প আরো কয়েকটা প্রকাশ করুন। 😊😊
এই সমস্ত পড়া গল্পই দারুণ একটা মাত্রা পায় সানডে সাসপেন্সে। ধন্যবাদ টিম মিরচি বাংলা। জানিনা কেন গল্পের শেষ জানা সত্ত্বেও গা এ কাঁটা দেয়, কেন উৎকন্ঠায় গলা শুকিয়ে যায়। এমনই শব্দের যাদু।
আমি ছোট বেলা থেকেই গল্পের বই পড়তে খুব ভলোবাসি,নিজের পড়া ছেড়ে গল্পের বই পড়ার জন্যই বোকাও খেয়েছি অনেক... চাকরি জীবনে এসে সানডে সাসপেন্স পড়ার নেশা ছাড়িয়ে শোনার নেশা ধরিয়েছে, প্রচুর গল্পের ভান্ডার... পড়লে হয়তো এত গল্প পড়তে পারতাম না... Thank you মিরচি টীম.
Thanks to Sir Satyajit Ray and entire Sunday Suspense team. Really Sir Satyajit proved himself to be a true science fiction writer and his imaginations have reached to the peak of Success by the great endeavour of Sunday Suspense team.
Khub vlo story ta......r aro aro vlo story daoya hok ami 10years ei Sunday suspense sune as6i, i wish infuture reo sunte pari.... and thankyou to redio mirchi and all of puro team k ........Thankyou
সেই 2021 এর 1st January মানরো দ্বীপের রহস্যটা এসেছিল Sunday suspense e..... Again Shanku is Coming back with the story "শঙ্কুর সুবর্ন সুযোগ".....English New year ও শঙ্কু দিয়ে শুরু হয়েছিল আবার বাংলার নববর্ষও...... Really a great thanks to team sunday suspense.....❤️❤️
@@AngkanBain ও..... আচ্ছা..... মনে পড়েছে......আর আমরা আলাদা মানুষ.... আমাদের opinion আলাদা হতেই পারে..... সেক্ষেত্রে মতবিরোধ হলে sorry বলার কোনো দরকার নেই....
Dear team Sunday suspense it's my kind request please bring one more Sherlock Holmes story for us 🙏🙏 Mir and deep sir always nailed Sherlock and Dr. Watsons' character
I thought that I was in Arab.. what a great novel was satyjit ray was.... he was my favorite author... he did impossible to possible in the story... Mirchi did the story suspensive and adventurous by their voices.
যখন আমি সত্যজিৎ রায় এর লেখা পড়ি বা শুনি, তখন আমার খুব মনে হয় আরও কিছু বছর যদি উনি আমাদের মধ্যে থাকতেন, তবে আমরা আরো কতো ভালো রোমাঞ্চকর কিছু ওনার কাছ থেকে উপহার পেতাম। 💝😌💐
Right
❤💜❤
এখন রাত ১ঃ০৫ সানডে সাসপেন্স শুনছি।আমার খুব প্রিয় সানডে সাসপেন্স।আর সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শংকু অসাধারণ। ১০ বছরের বেশি সানডে সাসপেনস শুনছি।অনেক ভালোবাসা সানডে সাসপেনস টিমকে।
সত্যিই অসাধারন। সত্যজিৎ রায় শুধু একজন বড় সাহিত্যিক না, তিনি ছিলেন একজন প্রকৃত কল্পবিজ্ঞানী। একজন প্রকৃত স্বর্নকার। ❤❤ একরাস ভালোবাসা রইল ওনার জন্য।
Maharaja tomare selam
Akdom thik boleche
Wow nice story
@SUMAN SIKDER hlw
Ó 😎 we all are
2024, anyone?
Yess❤
২০২৪ কেন ? ; ৩০২৪ সালেও মানুষ শুনবে।
bro I heard this story in 2021
Yes im
I m in
"তুমি সন্ধ্যারও মেঘ" এর মত ঐতিহাসিক উপন্যাস গুলো একটা হলে বেশ হবে... সামনে রবিবার গুলোর মধ্যে একটা তে হোক 😊😊♥️♥️
Channel a gia dekhun 3 year age hoa gache
@@mamatamondal6173 আমি বলছি এই রকম অন্য উপন্যাস এর কথা
Tomar 29 tama subscribe ami e holam ☺️☺️
Hi
@@mamatamondal6173 thik
যেখানে শঙ্কু ,ক্রোল, আর সন্ডার্স থাকবে সেই গল্প তো অত্যন্ত ভালো হবেই!!2 বছর পর আবার শুনলাম সেই একই রোমাঞ্চ কখনো পুরোনো হবে না মানিক বাবুর সৃষ্টি!❤🙏
আজ ১০ বছর পূর্ণ হলো আমি সানডে সাসপেন্স শুনছি ।
খুব ইচ্ছে করে তোমাদের পুরো টিম কে বলতে যে তোমার না থাকলে জীবনে কত গল্প শুনতে পেতাম না এত সুন্দর ভাবে, সারা বিশ্ব জুড়ে তোমাদের এই শিল্পীত অমর থাক। আর এ ভাবেই গল্প শুনিও আগামী প্রজন্ম কে ❤
Thanks
You are right
Congratulations
এই সব শীল্পরা সর্বদা বেঁচে থাকে বহূ মানুষের মনে❤️❤️❤️
You are absolutely right
সত্যজিৎ রায়ের যে কোনো গল্প শুনলেই মন ভালো হয়ে যায়, বাংলা সাহিত্যকে নতুন করে প্রাণ দেওয়ার জন্যে ধন্যবাদ Team Mirchi 98.3 কে।
Q
@@abhijeetsantra6869 8
@@abhijeetsantra6869 8
@@abhijeetsantra6869 💚
@@abhijeetsantra6869 8888888888
নতুন বছরের প্রথম রবিবারেই এমন চমক😍...অনেক দিন পর প্রফেসর শঙ্কু আসতে চলেছে, খুব excited.❤
O ma go thre love❤
Yes
🤗
Excited
@@rakhibanerjee2658 correct the spelling... That's true... Not thrue
প্রফেসর শঙ্কু❤❤❤
বাংলা বছরের প্রথম রবিবারে এই গল্পটি একেবারে জমে গেল। ❤👌👌
Sunday suspense ❤❤❤❤❤❤❤
আমার ঠাকুমার শরদিন্দুর ঐতিহাসিক গল্প খুব প্রিয়... উনি আজ আছেন কাল নেই 😔... ওনার শেষ ইচ্ছে একটা শরদিন্দু বাবুর ঐতিহাসিক
@Mirchi Bangla... please eta ektu dekhun. Amar thakuma mara gechen 1 year holo, and i would really appreciate jodi apnara kindly arekjon er thakumar ei ichhe ta puron koren.
Please fulfill her last wish
হে নিষ্ঠুর মিরচি বাবু, আমি ওই ঠাকুমার বৈধ নাতি। উনি অবৈধ।
ওনার সাথে শত মতবিরোধ থাকলেও, ঠাকুমাতে no compromise.. তাই সত্তর ইচ্ছা পূরণের ব্যাবস্থা করা হোক।
Please ❤❤❤ amar thakuma 2017 mara gachen pls ar ekta thakumar wish puron korun. 🙃
@@debdeepbhattacharyya1811 মশাই, আপনি আমায় ঠাকুমা তুলে গালাগাল করছেন কিন্তু...
একজন বৃদ্ধ মানুষের যাইযাই অবস্থা আর আপনি রসিকতা করছেন, আপনার লজ্জা হওয়া উচিত
এখন রাত 3.13 এইসময় সানডে সাসপেন্স শুনছি।। আমি প্রায় দশ বছরেরও বেশি হয়ে গেল সানডে সাসপেন্স শুনছি ।।সানডে সাসপেন্স শুনলে মনে হয় যেন জীবনের স্পেশাল গ্যাপ গুলো পরিপূর্ণ করা হচ্ছে গল্প শোনার মাধ্যমে👆👆 বেঁচে থাকুক সানডে সাসপেন্স❤️❤️
Exactly bro. Mee too
Ekdom
Same
@WESLLEY PAULINO
@@bongfoodie1 GB.
টানা 7 বছর ধরে sunday suspense শুনছি 🍁
প্রত্যেক সপ্তাহে এই দিনটার অপেক্ষ করে থাকি।
Love you mirchi radio ❤
আমি তো 5 বছর ধরে সিনছি।
💟💟
এই গল্পটি এর আগেও ২৭/১০/২০১৭ তে শুনিয়েছিল, তো আপনি কি তখন শোনেননি এটি...😶
Satyajit Ray এতই talented ছিলেন যে তিনি চাইলে বর্তমানে Marvel এর থেকেও বড়ো sci fi universe creat করতে পারতেন!!!
HAT'S off for Great Satyajit Roy...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Excellent...👍👍👍 thank you so much .. mirchi...ei pandemic er somoy...mon valo rakhar jonno....❤️❤️
I am non bengali but understand bangla. Thanks to my friends. Love Sunday suspense a lot.👍🏻👍🏻👍🏻
Bangalay jara thake tara sobai bangali...
So, are you From Orissa?
@@arnabchakraborty7838 bangla jara jane tara sobai bangali.
@RashmiRanjan sahu
Our Bengali language is most sweet language of the world
I am from odisha.and I am totally agree that Bengali is very sweet language.infect.odisha have its own great literature. I think when we learn different languages we learn about their great literature 👍🏻
"আজ আমাদের বিশেষ নিবেদন সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কুর কাহিনী..." এই লাইন টা প্রতিটি বাঙালি মানুষের মন ভালো করে দেবার জন্য যথেষ্ট।
'সত্যজিৎ রায়' - নামটাই যথেষ্ঠ।।।❤️❤️❤️ বাকিটা তো শুধুই ইতিহাস 😍😍😍
ধন্যবাদ আমাদের সকলের প্রিয় প্রফেসর শঙ্কু কে ফিরিয়ে আনার জন্য, আসানসোল থেকে প্রচুর ভালোবাসা পাঠালাম ,নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা মীরদা সহ পুরো টীম কে 😊🙏❤️
শঙ্কুর জন্য অনেক ধন্যবাদ।❤️
কিন্তু ফেলুদা চাই বিশেষ করে সোনার কেল্লা 🙏🏻
অনুরোধ রইলো ❤️
R অনেক ভালোবাসা ❤️❤️❤️❤️
Aaa🦍🦍🦍 🦍🦍
Satyajit Ray 🌸
মহারাজা তোমাকে সালাম ♥️
7 minutes to go.....
Hi
I LOv YOU
@@BiswajitMondal-ys4kt 😂😂😂 sotti dada apnara paren😂😂soto koti pronum😂😂🙏
@@aishwaryamazumder6298 ja bol6o 👍👍👍🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🙏🙏
Salam
আগামী 2 রা মে সত্যজিৎ রায়ের শততম জন্মদিন, আর সেই দিনটা রবিবার 😀 আমারা একটি অসাধারণ গল্পের আশায় বুক বেঁধে আছি।
Ha amio
Ha amio
Feluda hok ki bolen
ফেলুদা র অপেক্ষায় রইলাম।
একদম দাদাভাই
আজকের দুপুর টা পুরো জমে ক্ষীর।।।😭😭😭
প্রতি সপ্তাহে এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি😄😄😄
Thanks
To hotat apnar kanna pelo keno
Mon bhalo kora akta golpo sunlam.... Goto ak ghonta khub bhalo katlo.. Golpo ta upohar deowar jonno asonkho dhonnobad radio mirchi k
শুধু শঙ্কুরই নয়, এতদিন পর শঙ্কুর গল্প শুনতে পাওয়াটা Sunday Suspense -এর শ্রোতাদেরও সুবর্ণ সুযোগ। 🤩🤣
Darun bolechen☺
Akdom 😂😂
@@snehadebnath565 akdom na
Of Course
Purono golpo....
শঙ্কু সমগ্র থেকে গল্পটা তৃতীয় বারের জন্য পড়া আর একইসাথে হেডফোনে শোনা- এ এক অনবদ্য অনুভূতি। ধন্যবাদ টিম মির্চি। 🖤
Ha thik amio porechi
Class nine(ix) e pattho boiye chilo, tokhon theke joto bar Pori , totobar Notun lage, toto bar Porte icche kore..
Class nine(ix) e pattho boiye chilo, tokhon theke joto bar Pori , totobar Notun lage, toto bar Porte icche kore..
নতুন বছরে সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু দিয়ে শুরু ❤️😍.
Tomar channel first subscribe ami holam ☺️☺️
অসাধারণ একটি গল্প । শ্রী satyajit আপনাকে কোটি কোটি প্রনাম । Mr Mir and your team please continue your program with many many new stories.
Protek Robbar er dupur ta ei "Sunday Suspense" ekmatro pare amake ekta alada Jogote niye jete r jodi lunch a tar sathe Manso r vaat hoy, ami mine kori amr chaite r khusi manush nei !!..Thank you Radio Mirchi for gifting us such a pure treasure of joy❤️
উত্তরবঙ্গের এক প্রত্যন্ত শহর থেকে শুনছি!। রেডিও মির্চি ও সকল শ্রোতা গণ কে শুভ নববর্ষের শুভেচ্ছা রইলো।❤️❤️❤️
Kothy
Kothay
@@abusudah9581 kothay
Kothay
Jekhan thekei hok. Alada Kore mention korar kichu nei
Sunday suspance এর টিম কে অনেক ধণ্যবাদ। কারণ আমাদের কে নতুন বছরের প্রথমে প্রফেসর শঙ্কুর গল্প দেওয়ার জন্য। যারা আমার মত প্রফেসর শঙ্কুর ভক্ত অবশ্যই জানাবেন।😇😁
আজ থেকে প্রায় বারো বছর আগের কথা বলছি। সে বছর ঠাকুমা একটা রেডিও কিনে দিয়েছিল আর সেই থেকেই সানডে সাসপেন্স শোনা শুরু। যদিও এখন ইউ টিউব'এ শুনতে হয়।কিন্তু রবিবারটা সেই বারো বছর আগেও যেমন ছিল আজও তেমনই আছে। কত স্মৃতি জড়িয়ে আছে এই সানডে সাসপেন্সের সাথে। অনেক ধন্যবাদ পুরো সানডে সাসপেন্সের টিমকে আপনাদের জন্যই প্রতি রবিবারটা সপ্তাহের সুবর্ণ দিন বলেই মনে হয়.....💝
মে মাস শুরুর আগেই রে মাস শুরু হয়ে গেল😍😍😍😍
Thik bollechhen
অভাবনীয় গল্প❤️❤️... ধন্যবাদ Sunday suspense team....
Sunday suspense team এর কাছে আমার একটাই অনুরোধ আর যায় হোক শঙ্কুর কাছ থেকে যেনো মনে করে মিরাকিউরল ঔষধ এর বড়িটা চেয়ে নেওয়া হয় 🙏😁 বর্তমানে যা করোনা এর পরিস্থিতি দাঁড়িয়েছে সামাল দিতে না পেরে এই মত প্রকাশ করলাম। আপনাদেরও মতামত থাকলে জানাবেন অবশ্যই।।😘❤️🙏
👇
আমার দরকার এনাইহেলিং অস্ত্রটা
@@rakibhasan2375আপনি কি এনাইহিলিন দিয়ে করোনা ভাইরাস মারার পরিকল্পনা করছেন?
Apnar Sathe Ami Akdom Ak Mot
বটিকা ইন্ডিকা কাজে দেবে না!!
@@anitjoddar556 বাংলাদেশের দূর্নিতিবাজ নেতাদের মারবো
শঙ্কুর সুবর্ণ সুযোগ হোক আর না হোক আমাদের সুবর্ণ সুযোগ হয়েছে এই ধরনের গল্প শোনার।
Thank you সত্যজিত রায় .......
O
আমার একটাই অনুরোধ , Sunday suspence যেন কোনো দিন বন্ধ না হয়।
আপনার কথা সত্য বলে যেনো প্রমানিত হয় আমি চাই। নাহলে বাংলার সংস্কৃতির একটা বড়ো অংশ মুছে যাবে আমাদের এই মানব সমাজ থেকে। আমরা এই আধুনিক কৃত্রিম technology যুগের অতলে তলিয়ে যাবো।
Yes
আহা কি অসাধারণ লাগলো গল্পটা ❤❤❤। অসাধারণ পোস্টার ডিজাইন ❤❤❤। Thank you mirchi team ❤❤❤❤❤❤❤❤
Through the music, I thought I was transported to Babylon and Arab. Thousands of thanks to Sunday Suspense team for this alchemy-based story. And well done to the music team.
The same thing happened while listening to Bagdader Baksho.
Uff...konu tulona hoy na Satyajit Ray Sir's golper shathe aar konu golper...Asadharon...Thanks a lot Mirchi Bangla Team...!!!
"Price of gold is price of life" 😍💙🌼
You are a budda
Hmm
prafessor sanku amar priyo ,khub interesting golpo
What a genius man Mr. Ray was..... another beautiful story of professor Shanku series. Every stories are unique and very difficult to guess. Have a sweet adventurous beautiful ending.
Gu kha
@@ankushkabita2770 bujhlam na
সত্যি বলতে এই Sunday suspense এর গল্পগুলো ফোনের থেকে রেডিও তে শুনতে বেশি ভালো লাগে।একটা real felling আসে।আমার এই বক্তব্যের সাথে করা একমত।
Amio
আমি আপনার সাথে একমত আমারো এই ফোনের থেকে রেডিওতে গল্প শুনতে বেশি ভালো লাগে
Ami .Ar ami radio tay sunu .Jokon Caren thake na tokon fone suni
@@nrittartaletale7992 এটা ভালো। গল্প miss করা উচিত নয়।
Ami apnar songe ekmot
Mone hochhe 1 jug pore professor Babur golpo sunchi.💗💞🙏
আমার খুব প্রিয় SUNDAY SUSPENSE . এখন তামিল নাড়ু কাজের সম্বন্ধে থেকেও শুনছি। 😍😍😍
Tamil Nadu kothai acho
আমার ছোটবেলা শুরু হয় এই সানডে সাসপেন্স দিয়ে। হঠাৎ গান শুনতে শুনতে চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে এটা খুঁজে পাই। বেশ শুনতে ভাল লেগেছিল। সেই যে শুরু করেছি এখনও থামিনি। ব্যস্ততা থাকলেও কোনো এক সময় শোনা চাই ই চাই। হ্যাঁ এটাই সানডে সাসপেন্সের প্রতি ভালোবাসা।
ওয়াও দীপ দার কণ্ঠ আর অরিজিৎ সিং এর গান আমাকে পাগল করে দেয় ❤️❤️❤️
Professor shonku er golpo ta sune mon ta ei gorome o furfure hoye gelo....love you mirchi team.......
পোষ্টারগুলো যা হচ্ছে না...একেবারে সেই লেভেল। 😍
অনবদ্য সৃষ্টি,, অন্যদিক অনবদ্য অভিনয়।।।
Most loveble Bengali Scientist. 💕
সোনা বড় লোভনীয়!!! গল্পটি অবশ্যই দারুণ, সেটা বলাইবাহুল্য। এইসব গল্প শুনলে সবটাই যেন কল্পনায় দেখে রোমাঞ্চিত হওয়া যায় এটাই বড় কথা!!! আর ওরকম স্বর্ণবারি পেলে মন্দ হতনা, আবার হতেও পারত!!!!
ভীষন রকম ভাবে Excited ছিলাম; শঙ্কু গল্পের জন্য রোজা রেখেও খিদের জ্বালা মিটে গেলো Thank you team Sunday Suspence❤️❤️❤️❤️
Absolute Gold!!! NO PUN INTENDED. Goosebump hoye gelo akdom!
অনেক সমস্যার মধ্যে কেটেছে এই 24 বছর এর জীবন,অনেক না করা জিনিসও করেছি এই জীবন এ, বিষণ্ণতায় ভুগছি অনেক আগে থেকেই, তাও যখনই বিষণ্ণতার ঝুড়ি ভরে আসে মনে পড়ে আপনাদের এই চ্যানেল এর কথা, হারিয়ে যাই শুনতে শুনতে 🖤
Anekdin bade professor shonku..thank you @team Sunday suspense 👍👍
খুব ভালো লাগলো গল্পটা। অনেক দিন পর প্রফেসর শঙ্কুর গল্প শুনলাম ৷ ধন্যবাদ Mirchi🙏🏻🙏🏻
Kids - IPL
Men - vote
Legends - Sunday suspence 👍
All three are also important for bengalis😉😉
Bakwas joke..
প্রত্যেক শ্রোতা কে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা
শুভ নববর্ষ
আপনাকেও জানাই শুভ নববর্ষ
Same 2 u
শুভ নববর্ষ
শুভ নববর্ষ
ফাটাফাটি গল্প
Just amaaazing
Thank u Sunday Suspense for presenting a such wonderful story
অপেক্ষায় ছিলাম । এবার ঘুমিয়ে পড়ি। 😀
যাইহোক গল্প টা ভালোই হবে।
Anaii hilin
Absolutely valo hotei Hobe😊
Bokis ki
@@rinkusk5045 salo
@@pratapadityamondal pooo
আমি ক্লাস 6 এ প্রথম sunday sunpence শুনেছিলাম এবং সেই থেকেই শুনে চলেছি
এখন আমি কলেজে 3rd year এ পড়ছি
মানে প্রায় 10 বছর
Mirchi বাংলা কে আন্তরিক ধন্যবাদ এই 10 বছর মনের সাথে মেজাজ কে সুস্থ রাখার জন্য
Apnar most fav sunday suspence story konta?
@@mr.x6303অনেক গুলিই বেশ পছন্দের
তাদের মধ্যে যেমন চাঁদের পাহাড়, সদাশিব এর কান্ড, the hound of the baskervills, তারানাথ তান্ত্রিক এর সব গল্প এমন অনেক গল্প আছে যেগুলো আমার ভীষণ পছন্দের
@@anandasutradhar9437
Amar most fav holo
Hounds of baskervilles
Ki r bolbo..kichu bolar ache guyzz??Legendary Gurudev Satyajit Ray er galpo..r team mirchir presentation deadly combo..as always😍
Thanks to my wife for addict in sunday suspense, and Sunday suspense team also excellent.
Darun ❤️ thank you Mirchi team 👍🙏❤️ Shubho Noboborsho !🎉 To mirchi team and all reading this... Shobar jonno roilo onek shubhechha aar bhalobasha ❤️ bhalo theko 🙂
😲😲😲😲😲 ki golpo 6ilo...amader ka6e ai rokom golpo nia asar jonno radio mirchi team ke thanks ❤️❤️❤️❤️❤️
ইংরেজি নতুন বছরের প্রথম সপ্তাহের পর বাংলা নতুন বছরের প্রথম সপ্তাহেও প্রফেসরের গল্প!! সত্যিই আমাদের সবার এখন ওনাকে বড় প্রয়োজন ৷
উপরি পাওনা দীপ দার গলায় শঙ্কুর গল্পপাঠ ৷ শোনার যে আনন্দ সেটা কথায় প্রকাশ করার না ৷ এই রবিবার গুলো বছরের সেরা ♥
শুভ নববর্ষ
Abar sei sunday suspense ar bishes weather chole aseche sotty monsoon ar dupure Sunday suspense ar ki6u khabar ufff just oshadharon
Professor Shonku naam ta dekhei video te like diye dilam....❤❤❤❤
Sottie golpo ta khubii valo laglo❤😍✨ Aajker dinta darun katlo😘🌻
wonderful story and presentations. Thanks to Radio Mirchi team
cherrapunjee theke sunchi. Baire chorom bristi. Rat ta just jome gelo.
কিন্তু তার পর কি ঘটল ?!?
সেই সোনা এর ফর্মুলা এর কি হলো???
এই গল্প তা কয়েকটা প্রশ্নের উত্তর না দিয়েই শেষ হয়ে গেল ।।।😔
কিন্তু গল্প টা ছিলো outstanding...💯💯💯✌🏻✌🏻✌🏻🤩🤩
আমি কাল একটা অনুষ্ঠান বাড়িতে ছিলাম ফলে গল্পটা শুনতে পারিনি। আজ এখন শুনছি সত্যি নেশা লেগে যাচ্ছে।দারুন, মারাত্মক সুন্দর গল্প। Mirchi Bangla আমি অনুরোধ করছি দয়া করে এরকম গল্প অর্থাৎ এই শঙ্কুর গল্প আরো কয়েকটা প্রকাশ করুন। 😊😊
অনবদ্য!!!! ধন্যবাদ Sunday Suspense 😊
সত্যিই অসাধারন। সত্যজিৎ রায় শুধু একজন বড় সাহিত্যিক না, তিনি ছিলেন একজন প্রকৃত কল্পবিজ্ঞানী। একজন প্রকৃত স্বর্নকার।
Episode length of 01:02:03 Awesome, Sunday taa jome uthbe....
1:03:02 time not 1:02:03
Da da apnara time ta ki kore bujen please bolun
@@somhazra4158 please
Time ta ki kore janen apnara plz keu bolbe😭😭😭
Time ta ki kore janen apnara plz keu bolbe😭😭😭
Apurba Apurba mon pran❤💚💙 jure gelo . Bar Bar suneo mon vore na. A Heart felt 💓 congratulations 👏💖 to team mirchi. 🙏🙏🙏
কপালকুন্ডলা অথবা কালের মন্দিরা
আসলে ভালো হতো।
আর অনেকদিন ধরে ফেলুদা হয় না , একটা ফেলুদা চাই।
আর শঙ্কুর জন্য ধন্যবাদ। ❤️
Right...akta feluda chai.
Kintu kapalkundala ba kaler mondirar moto golpe suspense er ki ache?
@@maharghabiswas9543 suspense না থাকুক, আমদের প্রিয় চরিত্র গুলোকে প্রিয় কণ্ঠ গুলোতে শোনার আশা আমরা রাখতেই পারি।।
আমিও অনেক দিন ধরেই কালের মন্দিরা গল্পএ জন্য Sunday suspense টিমকে অনুরোধ করছি প্রত্যেক গল্পে।
Tobe amio request korlam sharatchandra chattopadhyay er debdas ar Rabi thakurer chokher Bali tao jeno sonano hoy,plz plz plz.
এই সমস্ত পড়া গল্পই দারুণ একটা মাত্রা পায় সানডে সাসপেন্সে। ধন্যবাদ টিম মিরচি বাংলা। জানিনা কেন গল্পের শেষ জানা সত্ত্বেও গা এ কাঁটা দেয়, কেন উৎকন্ঠায় গলা শুকিয়ে যায়। এমনই শব্দের যাদু।
Duration - 1:03:02
Can't wait
Aj dupur ta jome jabe❤️
yes
Ohh!Just ashadharon golpo.Erokom notun dhoroner golpo aro chai👍👍👍👍👍
প্রফেসার শঙ্কু এর গল্পটি সত্যিই অসাধারন!!!! খুব ভালো লাগলো❤️❤️❤️❤️❤️❤️❤️ ধন্যবাদ SUNDAY Suspense team ❤️❤️❤️❤️❤️..
Khub e valo laglo.❤️❤️❤️
আমি ছোট বেলা থেকেই গল্পের বই পড়তে খুব ভলোবাসি,নিজের পড়া ছেড়ে গল্পের বই পড়ার জন্যই বোকাও খেয়েছি অনেক... চাকরি জীবনে এসে সানডে সাসপেন্স পড়ার নেশা ছাড়িয়ে শোনার নেশা ধরিয়েছে, প্রচুর গল্পের ভান্ডার... পড়লে হয়তো এত গল্প পড়তে পারতাম না... Thank you মিরচি টীম.
Thanks to Sir Satyajit Ray and entire Sunday Suspense team. Really Sir Satyajit proved himself to be a true science fiction writer and his imaginations have reached to the peak of Success by the great endeavour of Sunday Suspense team.
y
P
পোস্টার টা দারুণ 😍😍 গল্প তো দারুন হবেই ❤️ শঙ্কু আর অ্যালকেমি 💥
Khub vlo story ta......r aro aro vlo story daoya hok ami 10years ei Sunday suspense sune as6i, i wish infuture reo sunte pari.... and thankyou to redio mirchi and all of puro team k ........Thankyou
নতুন বছরের সেরা উপহার ♥️
THANK YOU !!
entire team of SUNDAY SUSPENSE
Puro jome sona, aro professor sonku er golpo, pls pls, thank you thank you
“Shonku”is a delight to listen to on this channel 🧡🧡
Thanks
uffff... abr Kobe je Sunday asbe... tokhon abr sunday suspense asbe.. morei jacci😭😭
সেই 2021 এর 1st January মানরো দ্বীপের রহস্যটা এসেছিল Sunday suspense e..... Again Shanku is Coming back with the story "শঙ্কুর সুবর্ন সুযোগ".....English New year ও শঙ্কু দিয়ে শুরু হয়েছিল আবার বাংলার নববর্ষও...... Really a great thanks to team sunday suspense.....❤️❤️
আপনি তাহলে আমার মত প্রতি গল্পতে চলে আসেন । ভালো লাগলো আর আগের দিন আপনার সাথে মতবিরোধ করার জন্য দুঃখিত
@@AngkanBain কী নিয়ে যেন মতবিরোধ হয়েছিল...... ভুলে গেছি..... কীসের কথা বলছেন একটু বলবেন.....
@@eshanimallick7399 অন্ধকার যখন নামলো
@@AngkanBain ও..... আচ্ছা..... মনে পড়েছে......আর আমরা আলাদা মানুষ.... আমাদের opinion আলাদা হতেই পারে..... সেক্ষেত্রে মতবিরোধ হলে sorry বলার কোনো দরকার নেই....
@@eshanimallick7399 আচ্ছা
Darun ,ami aaj chade sunchilam ai golpo ti.
Eagerly waiting for
Mr. Shanku!
Thanks a lot Sunday Suspense!!!
Download korlam rate sunbo ❤️❤️❤️❤️
Dear team Sunday suspense it's my kind request please bring one more Sherlock Holmes story for us 🙏🙏
Mir and deep sir always nailed Sherlock and Dr. Watsons' character
Read it...but listening to it is a special feeling...another art work by team sunday suspense...well done...just loved it..
I thought that I was in Arab.. what a great novel was satyjit ray was.... he was my favorite author... he did impossible to possible in the story... Mirchi did the story suspensive and adventurous by their voices.
Sonar aagei like korechi.....thanks mirchi bangla for another shonku story....love the shonku series.👍 Subho nobo borsho sobbaike.