তারানাথ তান্ত্রিক ও বিভূতির সংকট (তন্ত্র নির্ভর গল্প) | সুরোজিৎ ঘোষ ও সিগমা সানিম | Tantrik-er Golpo
Вставка
- Опубліковано 9 лют 2025
- ●BENGALI AUDIO STORY●- Use Headphone🎧 otherwise You won't feel The essence and Sound of the entire story.
--------------------------------------------
এইরকম আরও হরর, থ্রিলার, সাসপেন্স এবং ফ্যান্টাসি গল্প নিয়মিত শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে।
তারানাথ তান্ত্রিকের কাছে গল্প শুনতে আসে বিভূতি এবং কিশোরী। প্রতিবার তো তারানাথ তান্ত্রিকের মুখ থেকে গল্প শোনেন আপনারা আজ না হয় বিভূতির মুখ থেকেই শুনুন তার এক গুরুতর বিপদের কাহিনী।
আজকের গল্প লেখক সুরোজিৎ ঘোষ এবং সিগমা সানিমের যৌথ কলমে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন, "বিভূতির সংকট"।
--------------------------------------------
♦️ আজকের গল্প : বিভূতির সংকট।
♦️ গল্পের লেখক : সুরোজিৎ ঘোষ এবং সিগমা সানিম।
♦️ গল্পের সুত্রধার ও গল্পপাঠে : শুভ।
♦️ গল্পের বিভিন্ন চরিত্রে :
🔸 গল্পের কথক - শুভ @Saturday Stories
🔸 কিশোরী - সাগ্নিক @MIDNIGHT FANTASY
🔸 তারানাথ, কার্তিক - বুবাই @Ferari Mon - A Pure Soul
🔸 বিভূতির কাকিমা, চারি - শিউলি @BHOUTIK STUDIO
🔸 বিভাস - পিনাকি @MIDNIGHT FANTASY
🔸 বিভূতির বাবা, বিভূতির ঠাকুরদা - পার্থ @mystrystories
🔸 লোক, হরেন - সৌরভ @KINGBODONTI
🔸 বিভূতির ঠাকুমা - বর্নিশা @MIDNIGHT FANTASY
♦️ শব্দ পরিকল্পনা, মিশ্রণ ও আবহসৃষ্টি : মিহান্স প্রডাকশন হাউজ।
♦️ সমগ্র পরিচালনা এবং মুখ্য উপদেষ্টা : প্রায়ণ ও বুবাই।
♦️ পোস্টার ডিজাইন : কৃষ্ণেন্দু মন্ডল।
--------------------------------------------
নতুন চ্যানেল খুলেছেন অথচ এডিটর পাচ্ছেননা ?
ভালো পোস্টার ডিজাইনের নেই, গল্প করবেন অথচ গল্পপাঠের জন্য ভালো কাউকে পাচ্ছেননা তো সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সবটা করে দেবো আপনার জন্য।
AUDIO STORY PACKAGE :
Mihan's Production House
-----------------------------------------------------------------
1. COMPLETE PRODUCTION COMBO (EDITING, SCRIPTING, CASTING & RECORDING, POSTER DESIGN) - RS. 2,500 [STARTING]
2. PARTIAL PRODUCTION COMBO (EDITING, SCRIPTING, POSTER DESIGN) - RS. 2,000 [STARTING]
3. POSTER DESIGN PACK (AS PER DEMAND) - RS. 600 [STARTING]
4. AUDIO EDITING PACK - RS. 700 [STARTING]
(আপনার চাহিদা অনুযায়ী পেমেন্ট কম/বেশি হতে পারে)
WHATSAPP : 9903688957 / 8777598280
CALL : 8777841509 / 8777598280
MAIL US : mihansproductions@gmail.com
--------------------------------------------
💘 Subscribe Our Channel: / @ondhokarergolpokotha
💌 Our Mail Id : ondhokarergolpokotha.official@gmail.com
💛 Link to Golpasur UA-cam Channel : / golpasur
💙 Link to Midnight Fantasy UA-cam Channel : / midnightfantasy2021
💜 Link to Mystery Stories UA-cam Channel : / mystrystories
🤍 Link to Ferari Mon UA-cam Channel : / @ferarimonapuresoul11
💟 Link to Haunted Audio Station UA-cam Channel : / hauntedaudiostation
© Tʜɪs ᴄᴏɴᴛᴇɴᴛ ɪs ᴄᴏᴘʏʀɪɢʜᴛᴇᴅ ᴛᴏ Oɴᴅʜᴏᴋᴀʀᴇʀ Gᴏʟᴘᴏᴋᴏᴛʜᴀ, Usᴇ ᴏʀ ᴄᴏᴍᴍᴇʀᴄɪᴀʟ ᴅɪsᴘʟᴀʏ ᴏʀ ᴇᴅɪᴛɪɴɢ ᴏꜰ ᴛʜᴇ ᴄᴏɴᴛᴇɴᴛ ᴡɪᴛʜᴏᴜᴛ ᴘʀᴏᴘᴇʀ ᴀᴜᴛʜᴏʀɪᴢᴀᴛɪᴏɴ ɪs ɴᴏᴛ ᴀʟʟᴏᴡᴇᴅ.
----------------------------------
#Taranath #Taranathtantrik #তারানাথ #ondhokarergolpokotha #তারানাথতান্ত্রিক #horror #tantrikgolpo #tantra #tantrik #bengaliaudiostory #bengalistory #audiostorychannel #horroraudioatory #crime #thriller #midnightfantasy #spooky #audiostory #thrilleraudiostory #bengaliaudioatorynetwork #horror #mystery #Banglagolpo #Horror #Thriller #Horrorthriller #Banglagolpo #Golpo #Crime #Rahasyaromancho #Rahasya #surojitghosh #prayangoswami #CreatingForIndia #krishnendumondal #tantrikgolpo #তান্ত্রিক #তন্ত্র #তান্ত্রিকেরগল্প #পিশাচ #তন্ত্রসাধনা #প্রেত #নিশি #প্রেতাত্মা #Banglagolpo #Bhoutikgolpo #Bhoot #Horror #Thriller #Horrorthriller #Golpo #Sresthobhutergolpo #loveforyoutube #taranathtantriksundaysuspense #tantrikgolpo #tantrikvidya #tantrikbaba #tantra #tantramantra #tantrikaudiostorybengali #taranathtantrikaudiostory #bengalitantrikaudiostory #tantrikbengaliaudiostory #bengalihorroraudiostory #কালভৈরবওব্রাহ্মণবাড়িয়ারপিশাচ #তারানাথতান্ত্রিকওপলাশডিহিরআতঙ্ক #রুদালীরঅভিশাপ #বৃষলকপ্রেতেরউপাখ্যান #পিউপা #Brahmanbariya #আগমবাগীশ #Mahakal #Shiv #Kalbhairabh #Agambagish #rudali #kalbhairav thriller land taranath tantrik sunday suspense scattered thoughts
গল্পটি শুনে ভালো লাগলে, অবশ্যই নিচের কমেন্ট বক্সে নিজেদের মতামত জানাবেন এবং ভবিষ্যতে আরও এরকম গল্প শোনার জন্য আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী সময় নতুন কোনো গল্প এলে তার নোটিফিকেশন সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়।। শুনতে থাকুন অন্ধকারের গল্পকথা।।
Ok
ও
Osm
It's my pleasure
একদমই দুখের সাথে জানাতে হচ্ছে তারানাথের নামে কেউ গল্প লিখলেই যেটা কে নিয়ে অডিও স্টোরি বানানোর যে নতুন ট্রেন্ড হয়েছে তা মাঝে মধ্যে খুবই বাজে লাগছে। গল্প টির মান অতি সাধারন এর নিচে নামের সাথে গল্পের মিল নেই সেটা বাদ দিলে গল্পে বাজে dialouge ই ভর্তি।তারানাথ এর ভূমিকা নেই বললেই চলে।লিখলেই হিট হবে এমন ভেবে লেখা ভীষণ বোর্ডিং।যদি তারানাথ এর আসল গল্প গুলোর সাথে তুলনা করি তাহলে এটা এক কোথায় যাচ্ছেতাই।অমর জীবন,দেবদর্শন,কাল ভৈরব তাছাড়া কর্ণ শিল যে গল্প গুলো লেখেন সেগুলো বেশ ভালো হয় কিন্তু এটা একদমও বাজে।ভালো লাগেনি সত্যি বলতে তবে এমন নয় যে আপনাদের চ্যানেল এর প্রেসেন্টেশন ভালো লাগে না পার্টিকুলারলি এই গল্পটি একদম পছন্দ হলো না।
❤❤❤❤❤❤❤❤❤❤DARUN ASADHARAN GOLPO KHUB VALO LAGLO TOMAR GOLPO TI ...
ধন্যবাদ 😊❤️
khub sundor laglo
ধন্যবাদ 😊❤
Golpoti Khub sundor.amar to Khub Valo legese. EKTA uniq taranath we golpo .erokom golpo aro chai
ধন্যবাদ 😊❤️
Nice video golpo
ধন্যবাদ 😊❤
Galpo ta khub valo. R Choto balar kotha sunta ba bolta amar darun laga. Galpa choto bala ta ar ak bar natun kora upovog kora notun kora abar phira payoa amar gaya kata dichili. Amaro vison ichha kora choto balay phirta.
অনেক ধন্যবাদ 😊❤️
Golpo ta khub bhalo lageche. daker shobdo ta sune prochondo bholo lege che ❤😘😘🥰😍
অনেক ধন্যবাদ 😊❤️
Wait kor6i kin2
আর মাত্র কিছু সময়
Sab kicku vlo kintu video quality ta ato bsi daua thik hoyni
খুব সুন্দর একটা সময় কাটলো। আরও চাই
অনেক ধন্যবাদ 😊❤️
Bes valoi laglo .
ধন্যবাদ 😊❤
Opekhai achi
ধন্যবাদ 😊❤
Apnader golpo Gulo khub valo large amar
ধন্যবাদ 😊❤
Khub valo ekta golpo sunlam
ধন্যবাদ 😊❤️
খুব সুন্দর 👌❣️ তারানাথের চরিত্রে বুবাইদার কণ্ঠ ভালো লাগলেও পার্থ দার কণ্ঠে বেশি ভালো লাগে according to me 🙂 গল্প টা সত্যিই অসাধারণ ❤️👌
অনেক ধন্যবাদ 😊❤️
অসাধারণ হয়েছ ত্রই গল্প টা
ধন্যবাদ
অনেক ধন্যবাদ 😊❤️
Kub sundor lagche
ধন্যবাদ 😊❤️
Nice Golpo💕💕💕👍👏
ধন্যবাদ 😊❤
গল্পটি আমার খুব ভালো লাগলো৷ অনেক সুন্দর হয়েছে গল্পটি৷ খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছো তোমরা৷
ধন্যবাদ
অনেক ধন্যবাদ 😊❤️
দারুন লেগেছে আমার এরকম একটা গল্পও শোনানোর জন্য অসংখ্য ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ
অনেক ধন্যবাদ 😊❤️
খুব ভাল লাগলো
ধন্যবাদ 😊❤️
osadarooon
অনেক ধন্যবাদ 😊❤️
অসাধারণ উপস্থাপনা, ভীষণ ভালো লাগলো ♥️🤗
অনেক ধন্যবাদ 😊❤️
ভালোই। তবে আরো ভালো হবে। শুভকামনা রইলো।
অনেক ধন্যবাদ 😊❤️
হ্যাঁ হতেই হবে সেকেন্ড পার্টে
Muk golpo khani khub choto..kentu side rool gulo r jonno onak boro hoya galo...tara nath r golpa taranath as6an sai ses a..bapar ta jano kamon kamon lag6a...
Tachara r kono truti nai..khub sundor paat o hoya6a..🙂
Frst r word ta mul hoba ..
গল্পের সেকেন্ডে পার্টে তারানাথ অনেক সময় ধরে থাকবেন৷
Nc 👍
ধন্যবাদ 😊❤️
খুব ভালো লাগলো গল্পটা
অনেক ধন্যবাদ 😊❤️
খুব ভালো লাগলো গল্পটা এরকম গল্প আরও অনেক শুনতে চাই 👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️💕💕💕
অনেক ধন্যবাদ 😊❤️
Excellent Story...nice presentation...khub bhalo laglo
অনেক ধন্যবাদ 😊❤️
@@OndhokarerGolpokotha amar Channel ti ekbar ghure asar jonno amontron roilo 😍😍😍
Nice👍👍👍👍
ধন্যবাদ 😊❤️
Hi❤
অপেক্ষা আমি আছি গোলপো সুনবো বলে 🥰🥰
ধন্যবাদ 😊❤
I. Am. Impresed😁😆😙😚😘
ভালো এর সঙ্গে পজিটিভ আছে
ধন্যবাদ
খুব ভালো হয়েছে তোমাদের কাজ, আগামী তে আরো কাজ করার ইচ্ছা রইলো।
একদম ভাই, পাশে থেকো। আরো অনেক কাজ হবে একসাথে।
Ja za boluk dada khub valo hoyase golpota
ধন্যবাদ 😊❤️
Evabe lov dekhie r kotokhon rakhben bolun to ??
যে concept টা এখানে তুলে ধরা হয়েছে সেটা বেশ নতুন তবে গল্প টা খুব তাড়াহুড়ো করে লেখা অথবা আনাড়ী লোক লিখেছে। কারণ সকাল ৮ টার ট্রেন মাঝ রাত্রে জলপাইগুড়ি পর্যন্ত চলে যাবে, বিভাস কোথায় আছে তা বিভূতি জানে না কিন্তু তাকে চিঠিতে তারানাথ এর বিষয়ে জানিয়েছে এরম বেশ কটা কথা কানে ধরলো। আশাকরি লেখক ভবিষ্যৎ এ আরও ভালো গল্প উপহার দেবে আমাদের।
গল্পটা যখন লিখেছিলাম, তখন একেবারে নতুনই বলা যায়। তাই,সুরোজিৎ ভাই এর সাহায্য নিয়ে ছিলাম। তবে আমি আরো ভালো লিখার চেস্টা করছি, মানুষ প্রতিদিনই শিখে।আর আমি সত্যিই তাড়াহুড়ো করেছি গল্পটা লিখার সময়।
ভাই এত অসঙ্গতি রয়েছে যে গুণে শেষ করা যাবে না ।
অত্যন্ত দুঃখিত, আশা করছি আমাদের পরবর্তী গল্পটি আপনার ভালো লাগবে।
একদম ঠিক
খুব সুন্দর হয়েছে গল্পটা, কিন্তু তারানা চরিত্রে। বুবাইদার কণ্ঠ থেকে পার্থদার কন্ঠ আরো সুন্দর লাগে তাহলে গল্পটা আরো সুন্দর হয়ে ওঠে ,❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
অনেক ধন্যবাদ 😊❤️
Valo
ধন্যবাদ 😊❤
🤔🤔🌈🌈 A most unique and lengthy modificatied version ever found . Here we saw some differen suspencious supernatural atmosphere which was triggered our thrilling , plotting , casting , sounds and script had some mervelous feel. Insteed , stroy must have deserve some extra trantra flavour or action for justified the Taranath culture . Keep design your ideas ✅✅
ধন্যবাদ তোমায়।
গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে পাশে
থাকবেন৷
ধন্যবাদ ভাই 😊❤️
অন্ধকারের গল্পকথার সাথে এটা আমার প্রথম কাজ। আমার খুব আনন্দ লাগছে প্রথম কাজেই ৫০ হাজার ভিউ কম্পিলিট হলো। ধন্যবাদ জানাই প্রায়ন দা সহ চ্যানেল এর সকলকে ও বিশেষ ভাবে ধন্যবাদ জানাই বুবাই দাকে। কারন বুবাই দা না থাকলে অন্ধকারের গল্প কথার সাথে
কাজ করা হতো না৷
অনেক অনেক ধন্যবাদ ভাই, এইভাবে পাশে থাকার জন্য, একসাথে আরো অনেক কাজ হবে।
Glpoti khub valo....kintu blar sound ta golar sor vul a6e
পরের বার থেকে অন্ধকারের গল্প কথা তোমার কথাটা খেয়াল রাখবে.. ধন্যবাদ তোমাকে
@@sigmasanim3509 thanks
আমরা এটি খেয়াল রাখবো, আশা করছি এরকম আর হবেনা।
ঠাকুরদা কে দেখতে গেছে নাকি ঘুরতে গেছে ।
শ্রোতা দের ও dhorjer পরীক্ষা না নেওয়া ই ভাল
একটু সিরিয়াল হলে ভাল
Tomader story sadharanata khubi valo hoy kintu ajk ki holo bujhlamna erokom akta story dile Sara golpo vule vorti
Eta Amar akta khub priyo channel tai tomader kache akta request erpor theke. Story gulo ektu check kore diyo
অত্যন্ত দুঃখিত, আমরা খেয়াল রাখবো। আশা করছি আমাদের পরবর্তী গল্পটি আপনার ভালো লাগবে।
Na bole parlam na, jodi ashoririr sound gulo dite parten tahle valo lagto, emnite standard vbe kaj korechen, need more more improvement,
অত্যন্ত দুঃখিত, আমরা এটি খেয়াল রাখবো। আশা করছি আমাদের পরবর্তী গল্পটি আপনার আরো ভালো লাগবে।
Sakal 8ta Trane ute namlo rat 3te abar taranat ke nea galo bekalbala namlo sandabala????????
অত্যন্ত দুঃখিত, ওখানটা খেয়াল করা হয়নি। আশা করছি এরকম আর হবেনা।
শুভ দা কি অবস্থা
কেমন আছো সবাই কে নিয়ে?
সংকট টা যেহেতু গল্পের কথক এর তা ছাড়াও তারানাথের প্রিয় পাত্র।
তাহলে তো শুনতেই হবে আমি রেডি
সেই সুদূর ওপার বাংলা থেকে।
ধন্যবাদ তোমাকে..
খুবই ভালো হয়েছে গল্পটি, এই গল্পের মেইন লেখক কে? সুরোজিৎ ঘোস নাকি সিগমা সানিম।
ধন্যবাদ 😊❤️। ২ জনেরই যৌথ উদ্যোগে গল্পটির রচনা হয়েছে তাই এই গল্পে ২ জনেরই সমান অবদান রয়েছে।
গল্পটা কাঁচা হাতে লেখা, অন্যান্য অনেক ফ্যান ফিকসনের থেকে বেশ কাঁচা।।।
অত্যন্ত দুঃখিত, আশা করছি আমাদের পরবর্তী গল্পটি আপনার ভালো লাগবে।
এই গল্পটা কম কিসের। তারানাথ ফেন ফিকশন আমি নিয়মিতো শুনি। সেক্ষেত্রে অন্যান্ন গল্প থেকে এই গল্পটা খুব ভালো হয়েছে৷ আমি জানি একটা গল্প বললেই লিখা যায় না৷
গল্পটি পাঠ ও পরিবেশনা বেশ ভাল ভাবেই করেছে, কিন্তু গল্পটির ঠাস- বুনোটেই কাঁচা, লেখক চেষ্টা করেছেন, কিন্তু বেশ কিছু জায়গায় গল্পের খেই হারিয়ে ফেলেছেন।।
@@maddorks আমি এটি খেয়াল রাখবো,সেকেন্ড পার্টে। আপনার সাথে কথা বলা দরকার, wp টা দিন।
Ato besi add j galpo sonar mojatai nasto hoa jae
অত্যন্ত দুঃখিত, আমাদের তরফ থেকে কিছু করা গেলে অবশ্যই চেষ্টা করবো।
বুবাই দাদার নাম লেখা কিন্তু সে নেই
আসল চরিত্রেই তো রয়েছে, ভালো করে শোনো।
এক ভিন্ন ধরনের তারানাথের গল্প শুনলাম, সত্যি কথা বলতে কি একই ধরনের তারানাথের গল্প শুনতে শুনতে আর ভালো লাগে না৷ এই গল্পটা শুনে খুব ভালো লাগলো। এই গল্পের সেকেন্ড পার্ট কি আনা যায়?
নিশ্চই, আসবে খুব তাড়াতাড়ি।
Rubbish, Bibhuti has gone to see his old aged grand father which wae his first priority but he was roaming here and there. Totally rubbish.
অত্যন্ত দুঃখিত, আশা করছি আমাদের পরবর্তী গল্পটি আপনার ভালো লাগবে।
taranath manush ti ki sotti ache??
না, এটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট একটি চরিত্র মাত্র।
এই চ্যানেলটা কি তারানাথের হোল সেল দিচ্ছে না তারানাথ ছাড়া গল্প পাচ্ছে না
দিনেরবেলা কালীপূজা হয় ? আবোলতাবোল লিখলই কি গল্গ লেখা যায় ? অতিরিক্ত বাজে গল্গ ।
অত্যন্ত দুঃখিত, আশা করছি আমাদের পরবর্তী গল্পটি আপনার ভালো লাগবে।
Sigma sanim er lekha tai swavabik vabei eta asha kora uchit noy je onar Hindu dharmer sampurna gyan thakbe
কোনো একটি তারানাথের গল্প বই খুলে দেখতে পারবেন যে, বিভূতি নামের চরিত্র আদৌ আছে কি না? নামহীন এক ব্যক্তি তাঁর বন্ধু কিশোরীর সাথে যেতেন গল্প শুনতে। ফ্যান ফিকশন লিখতে হলেও আসল লেখাগুলোকে সম্মান করে ত লেখা উচিত? চরিত্রটি বিভূতিভষণ এর দ্বারা সৃষ্ট বলে ওনার নাম গল্পের মধ্যে ও নামে ভাঁড়িয়ে দেওয়াটা কি ঠিক?
আমি বিষয়টি জানতামনা৷ আজকাল সবাইকেই তো দেখছি বিভূতি কিশোরী নামটা ইউস করতে৷ বিষয়টি জানানোর জন্য ধন্যবাদ৷
@@sigmasanim3509 তারানাথ নামটা ব্যবহার করে গল্প লিখে ফেলার একটা লোভ সবাইকে চেয়ে ফেলেছে। অথচ বিভূতি নামের যেমন কোনো চরিত্রই নেই, তেমনি তারানাথ কখনও কাউকে তুই করে কথাও বলেন নি। শুধু নামগুলো এক থাকলেই ফ্যান ফিকশন হয়ে যায় না। সবকটা গল্প পড়ুন, চরিত্রটাকে আগে চিনুন। তবে তো লিখবেন। আরও যত্নবান হোন, নমস্কার।
একটা কথা বলছি ভাই। বিভুতির গ্যলাম না হয়ে গেলাম বা গ্যাছি হবে গেছি। এরকম কতগুলো ভুল উচ্চারণ আছে, ঠিক করতে হবে।
ভাই সবতো ঠিকই রয়েছে, গল্প লিখার সময় গেমাম বা গেছিই তো লিখেছি৷ আপনি চাইলে আপনাকে পিডিএফ ফাইল দিতে পারি৷ ধন্যবাদ৷
অত্যন্ত দুঃখিত, আমরা এটি খেয়াল রাখবো। আশা করছি এরকম আর হবেনা।
@@sigmasanim3509 আপনার লেখার ভুল নেই। কিন্তু পাঠক কিছু ভুল করেছে।
@@OndhokarerGolpokotha এটা হলে সর্বাঙ্গ সুন্দর হবে ভাই। তোমার গলা ভালো। তবে মীর, আর ওদের টিম মেম্বার দের বাচন ভঙ্গী উপকার করবে।
@@sigmasanim3509 আমাকে দাও না ভাই প্লিজ
এই বলছে বিভাসের সঙ্গে কলকাতা আসার পর আর যোগাযোগ নেই ।আবার বলছে চিঠি দিয়ে ছিলাম ।এই গুলো কি হচ্ছে
আগে বিভাসের সাথে যোগাযোগ ছিলো । তার পর অফিসের কাজে বেস্ত হয়ে যাওয়ায় বিভাসকে চিঠি লিখতে পারে নি।
Eto kharap golpo ami r puro ta shunte parlam na
অত্যন্ত দুঃখিত, আশা করছি আমাদের পরবর্তী গল্পটি আপনার ভালো লাগবে।
@@OndhokarerGolpokotha Ha amio khb obak hoyechi, apnader golpo ebong uposthapona khb e bhalo hoy.. at least aami aage je kota sunechi son kota e bhalo legeche.. tai khb stunned ami ei golpo ta niye