অসাধারন স্যার । আপনার বোঝানোর ক্ষমতা এত পাওয়ারফুল যে আপনাকে কি বলব । আপনি একটা জুয়েল । আপনি আমাদের পশ্চিম বাংলার রত্ন স্যার । এটা কেউ অস্বীকার করতে পারবেনা ।
কাকু আমি বাংলাদেশ থেকে বলছি, আপনার কথা শুনে ঢেড়স লাগিয়েছি, আমার ঢেড়স হচ্ছে, কার্তিক মাসের ১০ তারিখে লাগিয়েছি আমার ঢেড়স গাছ ভালো আছে ২০, ২৫, ৩০ টাকা বিক্রি করছি, আপনার জন্য আর্শীবাদ রইল কাকু
দাদা নমস্কার নেবেন ।ভিডিও-র বিষয়বস্তু অত্যন্ত সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ আর আপনার উপস্থাপনা তো অতুলনীয়।যাইহোক একটা প্রশ্ন আছে, আপনার পরামর্শ অনুযায়ী 3‐‐4 মাস আগে লেবুগাছের গোড়ায় পুরোনো পাঁক মাটি দিয়ে ভাত ও পটাশ ছডিযে মাটি চাপা দিয়ে ছিলাম।কিন্তু এখনও ফুল আসেনি।যদিও তারপর থেকে জল দেওয়া হয়নি।গাছটি কেমন যেন শুকিয়ে যাচ্ছে, এখন আমার কি করা উচিত ।উত্তরটা জানতে আগ্রহী ।ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম ।গাছটি 8/9 বছরের পুরানো ।
খুব তথ্য বহুল আজকের ভিডিও। আর আপনাকেও বেশ চনমনে লাগলো আগের মতো। এখন আমার দুটো ঢেড়শ গাছ আছে। আরো কিছু বীজ ছড়াবো। কিন্তু জায়গার অভাব। টমেটো আর কুমড়ো গাছ সব জায়গা নিয়ে নিয়েছে। দুটো কুমড়ো বড়ো হচ্ছে। কিন্তু আর জালি গুলো হলুদ হয়ে পড়ে যাচ্ছে। ভালো থাকুন 🙏
আপনিতো জৈব ভাবে করেন দিদিমণি তাহলে আপনাকে থান্ডারস বা ড্রিমস সিওর যেকোনো একটা ওষুধ প্রতি লিটার জলে দুই গ্রাম মিশিয়ে স্প্রে করতে হবে তিন দিন ছাড়া দুবার আর পরাগমিলন করুন ।ধন্যবাদ জানাই সেই সঙ্গে সপরিবারে ভালো থাকুন এই কামনা করবো ।
তোমরাও সকলে ভালো থেকো এই কামনা করব।আর একটা কথা আমি মহিলাদের জন্য ভিডিও আনছি ভিডিওটা দেখবে কিন্তু সংসারের সমস্ত কাজ বজায় রেখে কিভাবে আয় করা যায় এটা ভিডিওর মধ্যে দেখাবো।
Sir ami apnar suggest kara namdhari bij paini tai f1 team seed's lagiyechi pray sab bij gajiyeche ...er falan bhalo habe ki?2pata hayeche tata master diyechi ....kabe sar debo
আমার ভিডিও দেখবেন শুধু অনুরোধ রইলো ।আমি এখন বাইরে আছি বাঁকুড়ার কাছাকাছি একটা জায়গায় কোম্পানিতে কাজ করছি। আমার দায়িত্ব হলো হাজার হাজার গরীব চাষীদের কে চাষের মাধ্যমে তাদেরকে আর্থিকভাবে সচ্ছল করে তোলা। ভিডিও দেখলে সব বুঝতে পারবেন । আমি ভিডিও আনতে পারছি না ক্যামেরামান অন্য জায়গায় আমি আছি অন্য জায়গায়। আমি বাড়ি যাই ভিডিও ছাড়বো দেখবেন কিভাবে কাজ করছি। আর নিজের সংসারের জন্য অবশ্যই কম হলেও চাষ করবেন এতে আপনার টাকা-পয়সাও যেমন বাঁচবে তেমনি অনেক নিরাপদ ফসল পাবেন । যেটা বাজারে পাওয়া যাবেনা এবং আপনার ফসলের স্বাদ অন্যরকম হবে। খুব সুন্দর পবিত্র ফসল পাবেন।
Kaku ...ami kolkata theke blchi...ami sob rokom desi sobji r gach lagate chai....apner vedio khub khub valo lage tai ekta request krbo..apni jodi sob rokkm desi sobjir jater nam niye jodi ekta vedio koren tahole khub lagbe...
Sir, Alu uthiachi...oi jomite ki Sujata shasa chas korbo .complete matitei. Karla chaser mato kore complete video den. bolerakhi apnar kothamato chas kore karla te prochur phalaon pachhi. ধন্যবাদ
Sir ami chas korechi lady finger, amr gacher age 55 din moto, kichu kichu gache fuler kuri asche.. Apni 1ta 2to vitamin er name bolun aktu low rate er.. Amr kache dhonozyame gold pgr ache..
Namaskar sir, bolchi ki PGR o anukhaddo ak naki duto alada, aktu doya kore bolben sir..... Ar ak sange ki babohar kora jabe aktu janale khub upokrito hobo.....
এখন তোমাকে Thunders প্রতি লিটার জলে দুই গ্রাম মিশিয়ে বিকালবেলা স্প্রে করতে হবে ,তিন দিন ছাড়া দুবার । আর গ্রীষ্মকালীন টমেটো চাষ দেখাবো ধন্যবাদ জানাই ভালো থেকো।
Sir amar dharos gach dholea dheola morea jachha sir saf gorai sprea korachi kuchu hochha na amar matai hat porea galo puro 10 kata jaga ki kor bo? Jat ta holo radika
খুব সাবধানে ব্যবহার করবেন বিকালের দিকে স্প্রে করবেন। এক গ্রামের কম ব্যবহার করবেন প্রতি লিটার জলে। কারণ আমি ব্যবহার করে ঠকে গিয়েছি। গাছে ওষুধ মেশানো জল টা যেন জমে না থাকে। থাকলেই ডগার পাতাগুলো পুড়ে যাবে।
Barrix কোম্পানির ফেরোমন ফাঁদ কুমড়ো গাছ থেকে দুই ফুট উঁচু তে বেঁধে রাখতে হবে।আর কিং ডক্সা প্রতি লিটার জলে এক মিলি মিশিয়ে বিকেল বেলায় স্প্রে করবেন তিন দিন ছাড়া দুবার।
যদি সেকটিন পাওয়া যায় তাহলে প্রতি লিটার জলে আড়াই গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় একবার। যদি না পাওয়া যায় তাহলে Amistar Top প্রতি লিটার জলে হাফ মিলি মিশিয়ে স্প্রে করবেন তিন দিন ছাড়া ছাড়া দুবার।
আমার অভিজ্ঞতা শুধু তোমাদের মধ্যে জানিয়ে দিচ্ছি এই আরকি। পাশে থেকে তো কাজ করতে পারিনি যেটা আমরা কোম্পানি তরফ থেকে করছি মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে উন্নতি করে দিয়ে আস্তে হচ্ছে । বাস্তবে তোমাদের সেটা তো করতে পারিনি তাই যতটা উপকার করতে পারি । ভালো থেকো ধন্যবাদ জানাই।
@@farmingadviseranathhalder7579 a66a.thank you. Ami organic process a barite olpo jaigai sobji lagai. Apnar advice a biovita x,r agromin gold use kore6i. Valo kaj korche. Fulkopi gulo 1.5 kg ar moto weight hoye6e ak akta.onek dhonyobad apnake sir.
নমস্কার স্যার এই ভিডিওতে আপনি ঝিঙে ও ভেন্ডির কথা বলেছেন এর বীজগুলি কোন মাসে জমিতে রোপণ করতে হয় দয়া করে জানাবেন আর একটা কথা BSF us 6214 করলার বীজ আশ্বিন মাসে জমিতে লাগানো যাবে
পুঁইশাক গাছের বয়স কুড়ি বাইশ দিন হলে গোড়াতে ইউরিয়া সার দিয়ে জল দেবেন আর m45 পাউডার আড়াই গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করবেন পাঁচদিন ছাড়া দুবার এটা খুব কম দামের ওষুধ। তারপর এক মাস বয়স হলে গাছের যেকোনো পিজি আর স্প্রে করবেন।
ঝিঙে বীজ দুই রাত ভিজিয়ে মাটিতে বসাতে হবে আমি বসিয়েছি আমার গাছ ভালো হয়েছে। আর পটল গাছে কোসাইড পাউডার প্রতি লিটার জলে আড়াই গ্রাম মিশিয়ে 5 দিন ছাড়া দুবার spray করবে বিকাল বেলায়।
Aager video te answer paini tai abar jiggesh korchi... Sir amar akta phalsa gach aache..koek din por hoito notun pata charbe... Choto kore ektu bolben je ki porichorja korbo akhon? Puro organic bolben. Thank you😊
এটাতো টক মিষ্টি ফল আমরা বলি। পাতাটায় লক্ষ্য রাখবেন নতুন পাকাতে কোন দাগ না আসে ছত্রাকের ফোসকা পড়া দাগ বা পাতায় লাল লাল রংয়ের দাগ পড়েছে ওইটা এলে পরে আপনাকে সাফ পাউডার প্রতি লিটার জলে আড়াই গ্রাম মিশিয়ে স্প্রে করতে হবে। আর ফুলের যে কুঁড়ি আসবে তখন ওই ওই কুঁড়ি যাতে ঝরে না যায় সেই জন্য কিন্তু টাটা মাস্টার বা রিডোমিল গোল্ড প্রতি লিটার জলে আড়াই গ্রাম মিশিয়ে স্প্রে করবেন। পোকা লাগলে বলবেন ।
অসাধারন স্যার । আপনার বোঝানোর ক্ষমতা এত পাওয়ারফুল যে আপনাকে কি বলব । আপনি একটা জুয়েল । আপনি আমাদের পশ্চিম বাংলার রত্ন স্যার । এটা কেউ অস্বীকার করতে পারবেনা ।
ঈশ্বর আপনার মঙ্গল করুন । সপরিবারে ভালো থেকো এই কামনা করব আর চলো সকলে এগিয়ে চলি।
আপনাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনার বিডিও গুলো খুবই ভাল এবং উপকারী। (আসাম থেকে)
আমি আপনাদের ওখানে সাত দিন আগে গিয়েছিলাম।
খুব ভালো জায়গা।
Apnar advice Ami follow Kori. From bangladesh
ধন্যবাদ জানাই ভালো থাকুন আর চলুন সকলে এগিয়ে চলি।
আল্লাহ আপনার মঙ্গল করুন।
Sir apni kub valo manus
Sir ami bangladesh theke.. Ami onek upokrito... Thank u so much..
আল্লাহ আপনার মঙ্গল করুন সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন এই কামনা করবো , ধন্যবাদ।
@@farmingadviseranathhalder7579 স্যার আপনার নাম্বার দিবেন
কাকু আমি বাংলাদেশ থেকে বলছি, আপনার কথা শুনে ঢেড়স লাগিয়েছি, আমার ঢেড়স হচ্ছে, কার্তিক মাসের ১০ তারিখে লাগিয়েছি আমার ঢেড়স গাছ ভালো আছে ২০, ২৫, ৩০ টাকা বিক্রি করছি, আপনার জন্য আর্শীবাদ রইল কাকু
ধন্যবাদ জানাই,
সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
Sir lemon grass chas ar akta video korun plss. Marketing o
দাদা নমস্কার নেবেন ।ভিডিও-র বিষয়বস্তু অত্যন্ত সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ আর আপনার উপস্থাপনা তো অতুলনীয়।যাইহোক একটা প্রশ্ন আছে, আপনার পরামর্শ অনুযায়ী 3‐‐4 মাস আগে লেবুগাছের গোড়ায় পুরোনো পাঁক মাটি দিয়ে ভাত ও পটাশ ছডিযে মাটি চাপা দিয়ে ছিলাম।কিন্তু এখনও ফুল আসেনি।যদিও তারপর থেকে জল দেওয়া হয়নি।গাছটি কেমন যেন শুকিয়ে যাচ্ছে, এখন আমার কি করা উচিত ।উত্তরটা জানতে আগ্রহী ।ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম ।গাছটি 8/9 বছরের পুরানো ।
খুবই উপকৃত হই, আপনার সুন্দর স্বাস্থ্য কামনা করি।
আপনারাও সপরিবারে ভাল থাকুন , সুস্থ থাকুন এই কামনা করবো ।
আর চলুন সকলে এগিয়ে চলি।
Ustaad dibo bendi gache pata khaowa poka gulo ki kombe please Janan
খুব তথ্য বহুল আজকের ভিডিও। আর আপনাকেও বেশ চনমনে লাগলো আগের মতো। এখন আমার দুটো ঢেড়শ গাছ আছে। আরো কিছু বীজ ছড়াবো। কিন্তু জায়গার অভাব। টমেটো আর কুমড়ো গাছ সব জায়গা নিয়ে নিয়েছে। দুটো কুমড়ো বড়ো হচ্ছে। কিন্তু আর জালি গুলো হলুদ হয়ে পড়ে যাচ্ছে। ভালো থাকুন 🙏
আপনিতো জৈব ভাবে করেন দিদিমণি তাহলে আপনাকে থান্ডারস বা ড্রিমস সিওর যেকোনো একটা ওষুধ প্রতি লিটার জলে দুই গ্রাম মিশিয়ে স্প্রে করতে হবে তিন দিন ছাড়া দুবার আর পরাগমিলন করুন ।ধন্যবাদ জানাই সেই সঙ্গে সপরিবারে ভালো থাকুন এই কামনা করবো ।
Sir apnar paribarer pratio railo suvechha o antorik bhalobasa. Amra apnar sange egiye cholchi.
ধন্যবাদ জানাই সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন এই কামনা করব । চলুন সকলে নতুন পথ ধরেএগিয়ে চলি।
🙏🙏🙏 স্যার
করলার পাতা কুক রে যাওয়া অর্থাৎ মাকড় এর জন্য সব থেকে ভালো ওষুধের নাম কি একটু বলবেন প্লিজ।
আমি রাধিকা ঢ়েড়সদানা কলা করতে দিয়েছিলাম 50ভাগ কলা হয়েছে ।হুগলী , জাঙগীপাড়া থেকে বলছি । নমস্কার,ভাল থাকবেন।
Sir vendi gacher pata sukiye giye gach more jachhe ki osudh debo? Please ektu bolbn nahole gachgulo sob more jbe
খুব ভালো লাগলো আপনার ভেনডির ভিডিও ভালো থাকবেন। 🙏👌
তোমরাও সকলে ভালো থেকো এই কামনা করব।আর একটা কথা আমি মহিলাদের জন্য ভিডিও আনছি ভিডিওটা দেখবে কিন্তু সংসারের সমস্ত কাজ বজায় রেখে কিভাবে আয় করা যায় এটা ভিডিওর মধ্যে দেখাবো।
Sir amader akhane shudha vendi পাওয়া যাচ্ছে না। কী জাত লাগালে ফলন বেশি পাবো। please bolben tatari.
বুপ্রোফেজিন গ্রুপের কীটনাশক কি ঢ়েড়শ গাছে স্প্রে করা যাবে
ধন্যবাদ স্যার ভিডিও টি ছাড়ার জন্য।
আপনাকেও ধন্যবাদ জানাই সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন এই কামনা করব।
Video ta asadharon!
Sit amar sarse gache ful jhore suti ase gache. Valo calon er jonno ekhon ki debo. Ekhon miraculan deoa jabe ki.
Sir amar vindi gache prochur porimane jab poka legeche ami alika ...ekka ..kritap...emida.. Spy korechi tobu o jache na please sir kichu bolun
Sir akhon ki dharos lagano jata para ?borsar kalar jono plzz janaban
স্যার, গরমের সবজি চাষের জন্য জৈব উপায়ে মাটি তৈরির পদ্ধতি নিয়ে একটা ভিডিও করুন ।
হ্যাঁ ভালো কথা বলেছেন গরমের সবজি চাষের ব্যাপারে আমি ভিডিও বানাবো সেই সঙ্গে আমি মাটির কথা বলে দেবো ধন্যবাদ
সবরকম সাকিং ইন সেক্টর জন্য উলালা ভালো হবে নাকি ল্যান্সার গোল্ড ভালো হবে
ওস্তাদজী কেমন আছেন,, আমি খুব বিপদে আছি,, ওস্তাদজী জানতে চাচ্ছি এখন পাট শাক বুনলে হবে কি??? পাট শাক বড় হবে তো?? নাকি শীতে হবে না কোনটা
Sir ami apnar suggest kara namdhari bij paini tai f1 team seed's lagiyechi pray sab bij gajiyeche ...er falan bhalo habe ki?2pata hayeche tata master diyechi ....kabe sar debo
18/20 দিন পরে সার দেবে আর একবার ছত্রাক নাশক ওষুধ স্প্রে করো ।
@@farmingadviseranathhalder7579 thank you sir apnar what's app no thakle chabi pathatam
Sir,pape gaacher paata saada hoe jache jawa gaacher pata te jemon hoe,saaf power use kora jabe
Sir January fast week a bij ropon kora jabe ki ! Please janaben!
দাদা আমি এখন করলা ও ভেন্ডি চাষ করছি আপনি এভাবেই সবাইকে উৎসাহিত করে তুলুন
আমার ভিডিও দেখবেন শুধু অনুরোধ রইলো ।আমি এখন বাইরে আছি বাঁকুড়ার কাছাকাছি একটা জায়গায় কোম্পানিতে কাজ করছি। আমার দায়িত্ব হলো
হাজার হাজার গরীব চাষীদের কে চাষের মাধ্যমে তাদেরকে আর্থিকভাবে সচ্ছল করে তোলা। ভিডিও দেখলে সব বুঝতে পারবেন । আমি ভিডিও আনতে পারছি না ক্যামেরামান অন্য জায়গায় আমি আছি অন্য জায়গায়। আমি বাড়ি যাই ভিডিও ছাড়বো দেখবেন কিভাবে কাজ করছি।
আর নিজের সংসারের জন্য অবশ্যই কম হলেও চাষ করবেন এতে আপনার টাকা-পয়সাও যেমন বাঁচবে তেমনি অনেক নিরাপদ ফসল পাবেন ।
যেটা বাজারে পাওয়া যাবেনা এবং আপনার ফসলের স্বাদ অন্যরকম হবে। খুব সুন্দর পবিত্র ফসল পাবেন।
নমস্কার Sir, Fangisides বা pesticides দেওয়ার কতদিন পরে ফসল তোলা যাবে
Sir antrakol dile hobe na chara gach
Kaku ...ami kolkata theke blchi...ami sob rokom desi sobji r gach lagate chai....apner vedio khub khub valo lage tai ekta request krbo..apni jodi sob rokkm desi sobjir jater nam niye jodi ekta vedio koren tahole khub lagbe...
Sir,
Alu uthiachi...oi jomite ki Sujata shasa chas korbo .complete matitei. Karla chaser mato kore complete video den. bolerakhi apnar kothamato chas kore karla te prochur phalaon pachhi. ধন্যবাদ
সুজাতা শসা অবশ্যই করা যাবে এবং ভাল ফলন হবে ওটা কিন্তু নাসিফা কোম্পানির বীজ।
Sujata Jalpaiguri er dike paoa jaechhe naa poribarte 'Pan 1692 ' , 'Parul' eguli dokandar dichhe.
Sir vendi radhika,gangamay jat ta kemon hobe akhon bosabo . please bolben tatari
রাধিকা জাত চাষ করবেন না।
অন্য জাত চাষ করবেন।
দাদু সমস্ত শোষক পোকা ও ল্যাদার জন্য কাইট ব্যবহার করতে পারবো?????????
স্যার আপনি ভালো থাকবেন ।আপনি আমাকে বলুন গরমের ফুল কপি ও টমেটো বীজ কোন কোম্পানি ভালো হবে ও কোন জাত ?
টমাটো নামধারী 501 খুব ভালো হবে গরমে আর ফুল কপি কোরাল জাত খুব ভালো হবে
দাদা উত্তর দিনাজপুর জেলার জন্য পরমের ফুলকপি ভালো জাতের নাম বলুন? কোম্পানির নাম সমেত Details এ।
@@farmingadviseranathhalder7579 স্যার নমস্কার টমেটো এর চারা গাছ কখন লাগানো উচিত গরমের জন্য চারা গাছ কতো দিন এর লাগানো উচিত এইটুকু যদি বলেন
@@farmingadviseranathhalder7579ভেনডি গাছে সাদা মাছির উপদ্রব বেশি উলালা - বোরন দিয়ে ছি তাও সাদা মাছির উপদ্রব কমছে না।কি করব।
Sir dheroser gaye guti guti hoche ki korbo
Sir ami chas korechi lady finger, amr gacher age 55 din moto, kichu kichu gache fuler kuri asche.. Apni 1ta 2to vitamin er name bolun aktu low rate er.. Amr kache dhonozyame gold pgr ache..
স্যার lambada cyhalothrin ব্যবহার করা যায় একটু বুঝিয়ে বলবেন
ভালো ওষুধ ওটা অবশ্যই ব্যবহার করা যাবে।
@@farmingadviseranathhalder7579 আলু শসা গাছে দেওয়া যাবে
ভালো থাকবেন স্যার
Namaskar sir, bolchi ki PGR o anukhaddo ak naki duto alada, aktu doya kore bolben sir..... Ar ak sange ki babohar kora jabe aktu janale khub upokrito hobo.....
P G R ও অনুখাদ্য দুটো আলাদা।
ওদের কাজ ও ভিন্ন ভিন্ন।
দুটো একসাথে মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় সাত দিন ছাড়া ছাড়া তিন বার।
Sir chad bagane 8- 9 ta gacher jonno nim oil dila sob poka jabe ???
sir পান বিষয়ে আলোচনা করুন
স্যার,
প্লিজ, গ্রীষ্মকালে ধনিয়া চাষের পদ্ধতি নিয়ে ভিডিও করুন।
হ্যাঁ এটা আমি দেখানোর চেষ্টা করব ।
Nomoskar sir kamon asen ami jani apni onek busy manush sir kon mase ki fossol hoi ba bona jai please aktu bolle onek upokar hoto
করোনায় শ্বাশুড়ী মারা গেলেন।
অনেক গুলো ভিডিও দেখতে পারিনি।
ধীরে ধীরে সবগুলো দেখবো দাদু।
আপনি নিজের যত্ন নিবেন।
বাংলাদেশ থেকে নাজিয়া। ❤
খুব দুঃখ পেলাম, খুব খারাপ লাগলো দাদুভাই। ভালো থেকো দাদুভাই। আল্লাহ তোমার মঙ্গল করুন।
স্যার আমার ভেন্টি গাছে ফুল এসেছে সর্ষের খলের সাথে কি সার দেবো । যাতে ভালো ফলন পাবো।
স্যার ভেন্ডী পাতা পুড়ে মতো যাচ্ছে সেক্টিন দেওর কত দিন বাদ রেজাল্ট বোজা যাবে
Sir ami akhon vindi Gache chelamin Spy korte pari gacher growth korar jonno
Sir🙏 tomator ful jhore jaccha......ki korbo joibo upay?ar sir grismo kalin tomato chas ta dakhaben kintu......🙏
এখন তোমাকে Thunders প্রতি লিটার জলে দুই গ্রাম মিশিয়ে বিকালবেলা স্প্রে করতে হবে ,তিন দিন ছাড়া দুবার । আর গ্রীষ্মকালীন টমেটো চাষ দেখাবো ধন্যবাদ জানাই ভালো থেকো।
Dhannyabad 🙏sir
❤️
স্যার আপনার ছাত্র সঞ্জয় দলুই যে লম্বা জাতের বেগুন চাষ করেছেন,ওই জাত কি বষা কালে চাষ করা যাবে।
জানাবেন প্লিজ।
অবশ্যই লাগানো যাবে এবং খুব ভালো ফলন হবে।
@@farmingadviseranathhalder7579 অনেক অনেক ধন্যবাদ স্যার।
দাদা জাত তার নাম কি
@@debasishroy7880 দেশি জাত,ধামুয়া বেগুন বলে।
Thandar jonno sulfur dewa jai na?
Sir amar dharos gach dholea dheola morea jachha sir saf gorai sprea korachi kuchu hochha na amar matai hat porea galo puro 10 kata jaga ki kor bo? Jat ta holo radika
Pgr ar miraculan ak sathe daoa jay?
Sir এখন বসাবো ভালো ঢেড়স জাত বলুন। please
Dada, how r u? Hope well, pls i have a ques. Do we can use waste decomposer water solution in roof garden soil " what is tin/ metal half drum"
Yes you may use the said water
In every crops in the roof garden.. This solution' Will keep into the plastic drum.
Sir akhon মাঠে ঝিঙে/ নিনুয়া ভাল জাত বলুন প্লিজ bolben tatari.
নেনুয়া - সাহেব জাত।
ঝিঙে -- নীলার ঝিঙে
@@farmingadviseranathhalder7579 sir oi jat parchi na .onno kono jater name bolun
স্যার ভালো আছেন আপনি?
স্যার অগ্রহায়ণ মাসের ঢেরস লাগানো যাবে প্লিজ বলবেন দিন
Sr. লঙ্কা গাছে pegasus ব্যাবহার করাযাবে?
খুব সাবধানে ব্যবহার করবেন বিকালের দিকে স্প্রে করবেন। এক গ্রামের কম ব্যবহার করবেন প্রতি লিটার জলে।
কারণ আমি ব্যবহার করে ঠকে গিয়েছি। গাছে ওষুধ মেশানো জল টা যেন জমে না থাকে। থাকলেই ডগার পাতাগুলো পুড়ে যাবে।
Sir. December mase jhinga bij ropon kora jabe?
নভেম্বর মাসের শেষে বীজ বুনলে ভালো লাভ করতে পারবেন ।
ডিসেম্বরেও বীজ বোনা যাবে।
Sir misti lauga6er pata kukre ja66e saff powder, actara diye6i ki6u ho66ena. 6oto kumro ful theke holud hoye pore ja66e ami khub nirupay. Sir ulala na feromon fad use korbo plz 🙏bolun sir
Barrix কোম্পানির ফেরোমন ফাঁদ কুমড়ো গাছ থেকে দুই ফুট উঁচু তে বেঁধে রাখতে হবে।আর কিং ডক্সা প্রতি লিটার জলে এক মিলি মিশিয়ে বিকেল বেলায় স্প্রে করবেন তিন দিন ছাড়া দুবার।
@@farmingadviseranathhalder7579 Thank sir. Lataji jmon ganer jogote rani apni temon amader krishi jogoter raja sir satti bl6i.
Guruji আমার ভেনডি গাছের পাতায় কালো কালো ছোপ ছোপ দাগ এসেছে বৃষ্টি কারনে কি অসুদ দেব দয়া করে বলুন
যদি সেকটিন পাওয়া যায় তাহলে প্রতি লিটার জলে আড়াই গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় একবার।
যদি না পাওয়া যায় তাহলে Amistar Top প্রতি লিটার জলে হাফ মিলি মিশিয়ে স্প্রে করবেন তিন দিন ছাড়া ছাড়া দুবার।
সব রকম পাতার রস চুষে খাওয়া পোকার জন্য উলালা ভালো নাকি ল্যান্সার গোল্ড
খুব সুন্দর লাগছে, আমি জানি না স্যার আপনার ভিডিও গুলো তে কেন ডিসলাইক দেয়, তারা কি ইউটিউবার, ধন্যবাদ
কৃষি রিলেটেড ইউটিউবারই হবে হয়তো নাহলে এই ভিডিও ভালো না লাগার তো কোন কারনই নেই। জেলাসি থেকে করে আরকি।
হ্যাঁ ঠিকই বলেছেন আমাকে অনেকবার অনেক কথা শুনতে হয়েছে ওদের কাছ থেকে । মানুষ তো সবাই সমান নয়।
এক মানুষ তো সবার কাছে সমান সমাদৃত হতে পারে না কি করা যাবে।
মাঝে মাঝে যে সব মজার কথা বলেন সেগুলো র জন্য আপনার ভিডিও গুলো আরো চিত্তাকর্ষক হয়ে ওঠে। যেমন 505 power নিয়ে বললেন।
@@sabujmondal6282 বাংলাদেশেও একই অবস্থা সাইপারমেথ্রিন + ক্লোরপাইরিফস ৫৫ ইসি কম্বিনেশনকে অটোক্রপ লিখেছে ৫০৫ ইসি! মানে একটু অসচেতন ফার্মারকে ভুগিচুগি দেওয়ার জন্য আরকি!
Waste decomposer spray korle ki ar fungicides spray korar dorkar porbe?
না গাছ ভাল থাকে আমি দেখেছি ও উপকার পেয়েছি আমি কিন্তু পোকার উপকার পাইনি আমি সত্যি কথা বলছি।
Jethu joba gach er jotno niye ekta video korben?
হ্যাঁ এবার তো গরম পড়লেই জবা ফুল ফুটবে তখন বলবো ।
স্যার লেদা পোকার জন্য bayar কোম্পানির "লারভিন" দারুণ কাজ করে. রাসায়নিক ওষুধ. নিজে ব্যবহার করে দেখেছি.
1 বার দিলে কতদিন জাবে
ছোট লেদা পোকা হলে খুব ভালো কাজ করবে কিন্তু লেদা পোকা বড় হয়ে গেলে কাজ ভালো করে না।
🙏 স্যার নমস্কার, আপনি কৃষকের ভগবান স্যার 🙏
আমার অভিজ্ঞতা শুধু তোমাদের মধ্যে জানিয়ে দিচ্ছি এই আরকি। পাশে থেকে তো কাজ করতে পারিনি যেটা আমরা কোম্পানি তরফ থেকে করছি মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে উন্নতি করে দিয়ে আস্তে হচ্ছে । বাস্তবে তোমাদের সেটা তো করতে পারিনি তাই যতটা উপকার করতে পারি । ভালো থেকো ধন্যবাদ জানাই।
স্যার বাদাম চাষ নিয়ে ভিডিও করুন
Jethu, apni asam ar jungle theke je vendi (dharos) anechhilen tar seed ki paoya jabe?
অবশ্যই পাওয়া যাবে আমার সঙ্গে যোগাযোগ রেখো নিশ্চিত আমি দেবো পয়সা দিতে হবে না।
Jethu, Apnake anek anek Dhanyobad.
Sir amar vindi gacher gora pocha lege6e kon fungicide use korbo amar gach 42 din hoye ga6e ki korbo aktu bolun radhika vindi bij Ropon kore6i
জেলোরা Xelora প্রতি লিটার জলে দুই মিলি মিশিয়ে ঐ জল গাছের গোড়ায় দেবেন তিন দিন ছাড়া দুবার।
Sir ami 4 din age meriban fungicide bsf spere korechi akhoni xelora debo
Bleaching powder diye matir fungus,virus na mere jodi Trichoderma viridi r sedomonous flurocence matite choria tahole ki kaj hobe??
খুব ভালো কাজ হবে তবে একটু দেরি করতে হবে ।ওই ট্রাইকোডার্মা ভিরিডি সিউডোমোনাস দিতে যেমন আমি বলেছি তারপর অন্তত 35/ 40 দিন পরে এগুলো ব্যবহার করতে হবে
@@farmingadviseranathhalder7579 a66a.thank you.
Ami organic process a barite olpo jaigai sobji lagai. Apnar advice a biovita x,r agromin gold use kore6i. Valo kaj korche. Fulkopi gulo 1.5 kg ar moto weight hoye6e ak akta.onek dhonyobad apnake sir.
ভেন্ডির পাতার উপর সূক্ষ্ম ছোট ছোট গোল গোল গদের আঠার দানার মতো কি থাকে..
ঐ গুলো গাছের রেচন পদার্থ বলে মনে হয়।
যদি ও আমি দেখিনি।
পাতায় সকালে ও সন্ধ্যায় জল স্প্রে করতে হবে পর পর তিন দিন।
স্যার শসা চাষের ভিডিওটা ছাড়ুন।
হ্যাঁ ভিডিওটি ছাড়বো ।
স্যার প্রথমে আপনার চরনে প্রনাম জানাই।শশা চাষের ভিডিও ছাড়লে আমার মতো অনেক চাষিরা খুবই উপকৃত হবে।
Sir vandi gache 4 পাতা বয়স ডগের ভিতরে পোকা আছে । হামলা spye করেছি কাজ হয়নি কি করবো pls বলবেন তাড়াতাড়ি।
Amr vendi gace jab poka ,tar sathe sada maci legecee ki osud dewa jete pare aktu janaben please .
কম দামের ওষুধ ল্যানসার গোল্ড
প্রতি লিটার জলে দুই গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় তিন দিন ছাড়া ছাড়া তিন বার।
Thank you
Sir ekta sob rokomer kitnasok o tader baboher prodhoti niya vedio banaben please . Pronam neben
হ্যাঁ রোগ পোকা ওষুধ নিয়ে অনেক ভিডিও করবো আমি খুব ভালো করে শেখাবো একটু অপেক্ষা করো
নমস্কার স্যার এই ভিডিওতে আপনি ঝিঙে ও ভেন্ডির কথা বলেছেন এর বীজগুলি কোন মাসে জমিতে রোপণ করতে হয় দয়া করে জানাবেন আর একটা কথা BSF us 6214 করলার বীজ আশ্বিন মাসে জমিতে লাগানো যাবে
অবশ্যই ঐ করলার বীজ বুনবেন।
আর রামা ঝিঙে চাষ করবেন।
Vendi jub poka imidacloprid 17.8 e jacchena pls solution bolun.
Dada ak mili litre a koto fota liquid hoy?Video khub upokari.Thanks.
কুড়ি ফোটাতে এক মিলি হয়।
Sir,, আমি ধানের paskathi barabo kemon একটু বলবেন.
ডিএপি টা একটু বেশি করে দিলেই বেড়ে যাবে
Sir zinc EDTA 2gm 1L জলে গুলে স্প্রে করা যাবে, বীজ তলা তে সাদা sis কাটানোর জন্য
Darun video............. Tobe pui -sak.. parichàrja....koto din pore sar ,,,,abong ke kitnashok Debo ...detalse jodi bolen.????????
পুঁইশাক গাছের বয়স কুড়ি বাইশ দিন হলে গোড়াতে ইউরিয়া সার দিয়ে জল দেবেন আর m45 পাউডার আড়াই গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করবেন পাঁচদিন ছাড়া দুবার এটা খুব কম দামের ওষুধ। তারপর এক মাস বয়স হলে গাছের যেকোনো পিজি আর স্প্রে করবেন।
Sir chotrac lagle thunders ki sob gache dite pari? R pokar jonno ulala ki sob gache dite pari? Plesase sir janaben.
অবশ্যই সব গাছে দিতে পারেন।
Thank you sir. Valo theko.
স্যার ঝিঙের দানা কিভাবে বসাবো কিভাবে?? কি কি সার দিয়ে বসাবো??
আমাদের এখানে বেলেদোয়াশ মাটি।
আর পটল গাছের পাতা শুকিয়ে যাচ্ছে।
ঝিঙে বীজ দুই রাত ভিজিয়ে মাটিতে বসাতে হবে আমি বসিয়েছি আমার গাছ ভালো হয়েছে। আর পটল গাছে কোসাইড পাউডার প্রতি লিটার জলে আড়াই গ্রাম মিশিয়ে 5 দিন ছাড়া দুবার spray করবে বিকাল বেলায়।
Aager video te answer paini tai abar jiggesh korchi... Sir amar akta phalsa gach aache..koek din por hoito notun pata charbe... Choto kore ektu bolben je ki porichorja korbo akhon? Puro organic bolben. Thank you😊
এটাতো টক মিষ্টি ফল আমরা বলি। পাতাটায় লক্ষ্য রাখবেন নতুন পাকাতে কোন দাগ না আসে ছত্রাকের ফোসকা পড়া দাগ বা পাতায় লাল লাল রংয়ের দাগ পড়েছে ওইটা এলে পরে আপনাকে সাফ পাউডার প্রতি লিটার জলে আড়াই গ্রাম মিশিয়ে স্প্রে করতে হবে। আর ফুলের যে কুঁড়ি আসবে তখন ওই ওই কুঁড়ি যাতে ঝরে না যায় সেই জন্য কিন্তু টাটা মাস্টার বা রিডোমিল গোল্ড প্রতি লিটার জলে আড়াই গ্রাম মিশিয়ে স্প্রে করবেন। পোকা লাগলে বলবেন ।
স্যার ধেরোস গাছ এর পাতা সব ছোট লাদা পোকা খেয়ে ফেলছে আমি একতারা দিয়েছে কাজ হচ্ছে না কি বিস দিবো জানাবেন গাছ এর বয়স 18 দিন
সকালে রৌদ আর বাকি সময় ছায়া শীতকালীন কি কি চাষ করা যাবে একটু বললে উপকার হতাম
দু ঘন্টা রোদ্দুর পাওয়া গেলে সব রকমের শীতকালীন সবজি চাষ করবেন। হয়তো খুব ভালো ফসল পাবেন না । তবুও চাষ করবেন।
Sir vandi gache 4 পাতা বয়স গড়া পচে যাচ্ছে। পাতার কিনারা পুড়ে যাচ্ছে। গাছ যেনো ঝিমুচ্ছে। কালকের সাফ পাউডার দিয়েছি ।pls ki korbo bolben tatari।
Amister Top প্রতি লিটার জলে এক মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায়।
Sir Tapgor ki kaj kore ektu bolben
পোকার জন্য ভালো ওষুধ।
বাজারে রোগর, বা টাপগর নামে বিক্রি হয়।
Sir Aj date16.1.2021 Ekhon ki goromer jonno dherosh bij bunte pari?
হ্যাঁ অবশ্যই বুনতে পারেন।
Miraculan ki kono pgr?
Sir lencer gold bis ta Bangladesh a paichi na,,,Bangladesh a paya jai amon biser nam bolle khub khub khub opokar hyto
Sir 25 diner dheros gach dogar pata holud hoye geche osud bolben valo thakben
TaTa Master proti liter জলে আড়াই গ্রাম মিশিয়ে স্প্রে করতে হবে।
Thank you sir valo thakben
Bah darun laglo dadu apnake pronam janai 🙏😌♥️
ধন্যবাদ জানাই, সপরিবারে ভালো থেকো এই কামনা করব
@@farmingadviseranathhalder7579 স্যার আমার ভিন্ডি গাছের ফল ফুল ঝরে যাচ্ছে কি করবো
Npk 00.00.50 and 00.52 34 koto gram per litre jole spray korbo ?
Dada hormon ar vitamin aksata spray kora jaba
হ্যাঁ অবশ্যই একসঙ্গে মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় ১৫ দিন ছাড়া ছাড়া তিন থেকে চারবার।
Thanks.thanks.thanks.sir nomoskar neben sir amar gach ere moto hoiche . Jay Kisan Jay Jagannath
জগন্নাথ দেব আপনাকে সর্বদা রক্ষা করুন এই কামনা করব ধন্যবাদ।
দাদা বাংলাদেশ থেকে বলছি লাউ এর চারা রোপন করতে চাই তাই মাটি তৈরি করবো কি দিয়ে ও কি কি সার দিয়ে লাউ এর চারা রোপন করবো প্লিজ দাদা বলেন
স্যার আশা করি ভাল আছেন স্যার আমার একটা সমস্যা আমার বেগুনেরবড় বড় গুছ এগুলো সব ঝরে যাচ্ছে এর জন্য কি দেওয়া যেতে পারে প্লিজ বলবেন স্যার
গাছের গোড়ায় খাবার দিন আর যে কোন ছত্রাক নাশক ওষুধের সঙ্গে মিরাকুলান দেড় মিলি প্রতি লিটার জলের সঙ্গে মিশিয়ে spray করবেন ।
@@farmingadviseranathhalder7579 good morning sir ভালো থাকবেন। স্যার m45+মিরকুলান একসাথে দেওয়া যাবে স্যার।
Sir apnar chas khub sohoj.begun ki boro tobe dite hobe?
12ইঞ্চি টবে গাছ বসালে হবে।
কাকু সূর্যমুখী ফুল চাষ নিয়ে একটি ভিডিও করবেন ।আর মুগ কড়ায় চাষ নিয়ে একটি ভিডিও করবেন । আমাদের এখানে মাটির যো চোলে যাচ্ছে ।
হ্যাঁ অবশ্যই চেষ্টা করব আসলে অনেকগুলো ভিডিও হাতে নিয়ে আছি সেগুলো ছাড়ার পরে চেষ্টা করব। ভালো থেকো।