একজন শিক্ষক হিসেবে বলছি, এমন একজন শিক্ষক সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তো বটেই জাতির একজন সেরা সন্তান। এরাই জাতির কারিগর। এরাই জাতির বিবেক। আপনার কাছে কৃতজ্ঞতা ❤❤
আমি স্যারের ওই বক্তব্যে প্রবাস থেকে দেখে চোখে পানি এসেছিলো।স্যারকে সরকারের উচ্চপদস্থ কোন পদে দেখতে চাই। এই ধরনের দেশপ্রেমিক ব্যক্তিরা সরকারের উচ্চ পদে থাকলে দেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
স্যার প্রথমেই আপনার প্রতি শ্রদ্ধা❤❤ আপনি ঘুমন্ত বিবেক জাদ্রত করেছিলেন আপনার আবৃত্তির মাধ্যমে। আপনার সেই আবৃত্তি আমাকে জাগ্রত করেছিলো। আমার মা এবং ওয়াইফের হাজারো নিষেধ উপেক্ষা করে পালিয়ে পালিয়ে আন্দোলনে রাজপথ বেছে নিয়েছিলাম। আমার শ্রদ্ধেয় আব্বা আমাকে সবসময় আন্দোলনের ব্যাপারে মানুষিক শক্তি যুগিয়ে ছিলেন তাঁর প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি❤❤❤❤
স্যারের বক্তব্য শুনে সেদিন কান্না থামাতে পারিনি, শরীরের প্রতিটা রক্তের শিরায় শিরায় গিয়ে পৌঁছেছিল স্যারের কথা গুলা। উনি হচ্ছেন একজন প্রকৃত স্যার প্রতিটা শিক্ষক যদি এমন হতো তাহলে আজ এত মায়ের বুক কালি হতো না। স্যালুট জানায় ❤❤❤আমরা তো এমন শিক্ষকেই চায় জুলাই মাসের বিভৎস দিন গুলা আজো ভুলতে পারে নি। 😢
কবিতার লাইন গুলো স্যারের হৃদপিণ্ড ভেদ করে বের হইছিল, মনেই হয়নি কবিতা আবৃত্তি করছিলেন। স্যারের এই প্রতিবাদের ভাষা আমাকেও কাঁদিয়েছিল।স্যালুট স্যার আপনাকে♥️
সত্যিই অসাধারণ তার বক্তৃতার ছিলো, উনার মত মানুষের কারণেই নতুন দেশ হলো, উনার এক বক্তৃতা হাজার গুলির চেয়ে উত্তম ছিল, উনার বক্তৃতা শুনে চোখের পানি চলে আসছে, সালাম স্যার সালাম স্যার।
Sir, এখনও কাঁদছি •••• চোখে পানি আসছে ••• আপনার exoression এবং content of Poem একাকার হয়ে গিয়েছিল । একটা কবিতার কয়েকটি লাইন যে বুলেটের চেয়েও শক্তিশালী, একটা সৈরাচার বা ফাসিবাদ এর অবসানে ভূমিকা রাখতে পারে , তা আবারও প্রমাণ হলো । ধন্যবাদ স্যার আপনাকে, ধন্যবাদ লেখক ভট্টাচার্য দা কে ।
আহা..!!!!! কলিজা ছিড়া কথা গুলো! অনেক কেঁদেছিলাম সেদিন স্যার এর ভিডিও টা দেখে😰 স্যার আপনার মত শিক্ষক,অভিভাবক,একজন বাবা,এই স্বাধীন বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে বিনম্র শ্রদ্ধায় লিখা থাকবে প্রতিটি বিবেকবান মানুষের অন্তরে!!! হাজারো সালাম স্যার🫡❤
কথাগুলো উনার মুখে উচ্চারিত হলেও কথা গুলো মনে হচ্ছিল উনার বিবেক ও হৃদয় কথা বলছিল । চোখ থেকে পানি খুব কম পড়ে আমার । কিন্তু উনার ঐ দিনের কথাগুলো আমার চোখ থেকে পানি মনের অজান্তেই পড়েছিল । কৃতজ্ঞতা জ্ঞাপন করছি উনার সেই সাহসিকতার জন্য ।
ধন্যবাদ স্যার, সাহসী এবং সংগ্রামী কবিতার জন্য। আপনার এই কবিতায় আমাদেরকে এই সংগ্রাম করার জন্য উৎসাহ জুগিয়েছে। ওই সময় কেউ কোন কথা বলতে সাহস পাইতো না। আপনার এই সাহস এবং সংগ্রামী চিন্তার জন্য সংগ্রামী স্যালুট জানাই।
স্যার সত্যি আপনার কথা যতো বার শুনেছি ততো বারই কেঁদেছি আর নিজেকে ততোবার উজ্জীবিত করার চেষ্টা করছি ধন্যবাদ স্যার আপনাকে আপনার মতো একজন আদর্শবান শিক্ষক তখন খুবই প্রয়োজন ছিলো যে কথা আল্লাহ তাআলা আপনার জবান দিয়ে বের করে দিয়েছিলেন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ
এই কবিতা আমাকে বিদ্রোহী করে তুলেছিল। আমি এই বক্তৃতা যতবার শুনেছি অঝোরে কেঁদেছি। আমার ফেইজবুক ওয়ালে যতবার ভিডিওটি সামনে পেয়েছি ততবারই শেয়ার করেছি। স্যারের এই বক্তব্য গণ আন্দোলনে যতগুলো বক্তব্য আলোচনায় এসেছে, এটা সবচেয়ে বেস্ট ছিলো এবং হৃদয় স্পর্শ করেছে আমাদের সবার। এমন প্রতিবাদী শিক্ষক একজন হলেই যথেষ্ট, স্যারের এই বক্তৃতা আন্দোলনকে আরো বেগবান করেছে।
স্যারের এই ভিডিও টা তখন যতোবার সামনে এসেছিলো ততোবারই বুকটা ভেঙে খান খান হয়ে যাচ্ছিলো। আর চোখ দিয়ে পানি ঝরছিলো অবিরত , কেউ ছিলো না এই অবস্থায় শান্তনা দেয়ার মতো,তখন নিজেকে কাপুরষ ভাবছিলাম, আর ভাবছিলাম আমি আমার ভাইদের জন্য কিছু করতে পারিনি, আমি আমার দেশের জন্য কিছু করতে পারিনি, খুব অসহায় লাগছিলো নিজেকে। আমরা স্যারকে এবং দুঃসময়ের কাণ্ডারী দের সম্মানের জায়গায় দেখতে চাই এবং রাখতে চাই। এবং আমরা আমাদের সেই সব ভাইদের যাতে কখনোই ভূলে না যাই, যারা জাতির প্রয়োজনে বুক পেতে দিয়েছিলো, গুলি,কামান,ট্যাংকের সামনে। ভালোবাসা নিরন্তর...💜💜💜
স্যারের এই আবৃত্তি টা, আমাদের অন্তর্বোধ ও দেমাগে এতটাই হিট করে ছে, যে ঘর থেকে না বেরিয়ে, দ্বিতীয় কোন বিকল্প ছিলনা। বেরিয়ে পড়েছি যার যতটুকু সাহস ছিল তা রাজ পথে। স্যার আপনিও সময় মতো কবিতা টি আবৃত্তি করলেন। ধন্যবাদ স্যার।
আপনি জাতি হিসেবে আপনি মানুষ হিসেবে আপনি শিক্ষক হিসেবে আপনি বাবা হিসেবে আপনি ভাই হিসেবে গর্বিত। আমরা আপনার মত একজন শিক্ষক একজন অভিভাবক পেয়ে গর্বিত। প্রতিটি ঘরে ঘরে আপনার মত এমন গর্বিত মানুষ জন্ম নিক এই কামনাই।
স্যারের কথাগুলোর কারণেই অসংখ্য মানুষ রাজপথে নেমে এসেছিলো! কবিতার লাইনগুলো স্যারের মুখ থেকে শুনার জন্য কতবার ভিডিও দেখেছি তার কোনো হিসাব দেওয়া যাবে না। যতবার শুনতাম মনের অজান্তেই চোখের পানি চলে আসতো! বাহিরে যাওয়ার অনুপ্রেরণা ছিলো এই লাইনগুলো। Love you sir 💜
একজন শিক্ষক শুধু তিনি নন, তিনি এক মহান নেতা।❤❤
কই ? সমন্বয়করা উনাকে তো পাত্তাই দিল না । আসলে বাঙ্গালিরা বড়ই মীরজাফর জাতি ।
🎉🎉🎉🎉
Right ❤
Right❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
স্যারের আবৃতি সেদিন কলিজায় লাগছিল❤❤
আমিও অনুপ্রাণিত হয়েছি।
'আমার ও ভাই। নিজেকে ঘৃণা লাগছিলো স্যারের কবিতা শুনে
কি বলে পাগল ছাগল দেশের মানুষ আসলো তার কণ্ঠ কতদূর গেছে কি পাগল
আমারও
খুবই টাচি একটা বক্তব্য ছিলো 😢
এটা যে কবিতা সেটা বুঝতে ই পারিনি
স্যার কে রাষ্ট্রীয়ভাবে সন্মান দেওয়ার জন্য অনুরোধ করছি
❤❤ এটা নিয়ে ভাই আওয়াজ তোলা দরকার।
রাইট ❤
এক মত
রাইট
❤❤❤❤❤❤😊
স্যারকে আগেও স্যালুট জানাইছি এখনো জানাই।এরকম শিক্ষক শতাব্দীতে একজনই জন্মায় বলে আমি মনে করি। সব সময় স্যারের সফলতা কামনা করি।
একজন শিক্ষক হিসেবে বলছি, এমন একজন শিক্ষক সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তো বটেই জাতির একজন সেরা সন্তান।
এরাই জাতির কারিগর। এরাই জাতির বিবেক।
আপনার কাছে কৃতজ্ঞতা ❤❤
❤
❤❤❤❤❤
👌👌👌 প্রিয় স্যার
জাতির সূর্যসন্তান ❤
❤❤❤
সেদিন কেঁদে ছিলাম ,আজও চোখে পানি আসল ।স্যারকে নেক হায়াত দান করুন রব্বুলআলআমিন ।❤️💚
Hum
Amin
Asolei se din kedechilam...unar kotha gulo Hridoye e lagarmoto chilo
আমি ও
আমি কোলকাতার বাসিন্দা হয়েও স্যারের ঐ বক্তব্য শুনে রক্তে আগুন লেগে গিয়েছিল।
মনে হচ্ছিল যেন এখুনি বাংলাদেশে গিয়ে আমার ছাত্র ভাইদের সঙ্গে যুক্ত হই❤
❤❤❤❤
💗
আপনার ফেসবুক আইডির লিংক দেন!
❤
❤❤❤❤❤❤
স্যালুট স্যার। আপনার কণ্ঠস্বর আজীবন বাংলাদেশের জনগণের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
এত কঠিন সময়ের মধ্যে এমন সাহসী বক্তব্য কতজন পারে দিতে স্যালুট স্যার
আমি একজন প্রবাসী স্যারের কবিতা শুনে আমি ও কেঁদেছি।
Amio kedechi
Ami
আমি ওকেঁদেছি 😢😢
আমিও
Amio.
সেদিন স্যারের প্রতিটি শব্দে শরীরের প্রতিটি লোম চমকে উঠেছিল।আপনি দেখিয়ে দিয়েছেন, শিক্ষকেরা সুমহান। সেলুট স্যার।
আসলেই,!! মাইক ছাড়া এভাবে বুকে ঝড় না উঠলে আর সাহস না থাকলে এমন হয় না🫡🇧🇩🇧🇩🇧🇩
যার উচ্চারণে বুকে আগুন জ্বালানোর অনুভূতি সৃষ্টি হয়েছিল তাকে বিপ্লবী স্যালুট!!!
স্যারের আবৃত্তি শুনে গায়ের লোম দাঁড়ায়নি এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে।বিনম্র শ্রদ্ধা স্যার ❤❤❤
কুতালীগ ছাড়া সবার শরীরের লোম দাড়িয়ে ছিল
সহমত
স্যার,আপনার হৃদয়ভাঙ্গা কথায় মানুষ উজ্জীবিত হয়েছে।
স্যার শুধু শিক্ষক না। আপনি নতুন প্রজন্মের পথ নির্দেশক। হাজারো সেলুট আপনাকে স্যার।
আমি তার কান্না দেখে নিজেকে রাজপথে ঠেলে দিয়েছিলাম।তার কান্না আমাকে ঘুমাতে দেয়নি।প্রিয় স্যার আপনার জন্য ভালোবাসা রইলো্
আমি স্যারের ওই বক্তব্যে প্রবাস থেকে দেখে চোখে পানি এসেছিলো।স্যারকে সরকারের উচ্চপদস্থ কোন পদে দেখতে চাই। এই ধরনের দেশপ্রেমিক ব্যক্তিরা সরকারের উচ্চ পদে থাকলে দেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
এই স্যার কে হাজারো সালুট। এই ধরনের শিক্ষকদেরকেই বলে জাতীর মেরুদণ্ড। ছালাম জানাইছি সেদিন আজ আবারও জানাই সালাম
স্যার আপনাকে হাজার হাজার স্যালুট ❤❤❤❤❤❤
Think you
কলিজা কাপানো বক্তব্যে,যা শুনে গা শিউরে ওঠে 😢
স্যারের প্রতিটি কথা হৃদয়ে আঘাত এনেছে, আর ঘরে বসে থাকতে পারিনি ❤❤❤ভালোবাসা স্যারের জন্য।
সত্যিই মানুষ বেরিয়েছিল, এবং আমরা স্বাধীন, ধন্যবাদ আপনাকে।
এক কথায় উনি একজন সচেতন শিক্ষক। সময়মতো সময় উপযোগী কথা বলেছে। স্যারকে অনেক ধন্যবাদ।
একশো পারসেন্ট হক কথা।ধন্যবাদ এই সাহসী শিক্খককে।সাহসী কথা বলে মানুষের মনকে জাগানোর জন্য।
অজস্র সালাম স্যার কে।
স্যারের বক্তব্য প্রত্যেক যুবকের রক্তে আগুন ধরিয়ে দিয়েছেন
স্যারের জন্য অনেক দোয়া রইল।
আমি একজন প্রবাসী স্যারে এই কথা আমিও কেঁদেছি ছিলাম। উনাকে সেলুট জানাই
যেদিন প্রথম শুনেছিলাম গা শিহরিত হয়ে উঠেছিলো,বুদ্ধিজীবীদের ভাষা আসলে এমনই হওয়া উচিত। স্যালুট স্যার❣️
এই কথাগুলো সাধারণ মানুষের হৃদয়কে নাড়িয়ে দেয়
এই স্যারকে আমি সারাজীবন সম্মান করবো,এই সব শিক্ষক আছে বলেই দেশ আজ দেশ আছে✌️
এই শিক্ষকের জন্য আমাদের ভালোবাসা অবিরাম। ❤️❤️❤️❤️❤️❤️
এই ধরনের আবেগ এনে দেশবাসীকে উদ্যোগী করে, এগিয়ে নেয়া যেতে হবে।
তবেই আমরা দেশকে সাফল্যমণ্ডিত করতে পারবো।ইনশাআল্লাহ।
স্যার প্রথমেই আপনার প্রতি শ্রদ্ধা❤❤
আপনি ঘুমন্ত বিবেক জাদ্রত করেছিলেন আপনার আবৃত্তির মাধ্যমে।
আপনার সেই আবৃত্তি আমাকে জাগ্রত করেছিলো। আমার মা এবং ওয়াইফের হাজারো নিষেধ উপেক্ষা করে পালিয়ে পালিয়ে আন্দোলনে রাজপথ বেছে নিয়েছিলাম। আমার শ্রদ্ধেয় আব্বা আমাকে সবসময় আন্দোলনের ব্যাপারে মানুষিক শক্তি যুগিয়ে ছিলেন তাঁর প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি❤❤❤❤
স্যারের বক্তব্য শুনে সেদিন কান্না থামাতে পারিনি, শরীরের প্রতিটা রক্তের শিরায় শিরায় গিয়ে পৌঁছেছিল স্যারের কথা গুলা। উনি হচ্ছেন একজন প্রকৃত স্যার প্রতিটা শিক্ষক যদি এমন হতো তাহলে আজ এত মায়ের বুক কালি হতো না। স্যালুট জানায় ❤❤❤আমরা তো এমন শিক্ষকেই চায় জুলাই মাসের বিভৎস দিন গুলা আজো ভুলতে পারে নি। 😢
আমি এখনো কান্না করি
সত্যি আমরা সৌভাগ্যবান এমন একজন শিক্ষককে দেখে। আমরা সবাই ইতিহাসের সাক্ষী হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ
আমি তার কান্না দেখে নিজেকে রাজপথে ঠেলে দিয়েছিলাম। তার কান্না আমাকে ঘুমাতে দেয়নি। প্রিয় স্যার আপনার জন্য ভালোবাসা রইলো
Amio vai
ভালোবাসা অবিরাম প্রিয় শিক্ষক সাহেব এর জন্য অনেক অনেক শুভকামনা রইল দেশবাসীর পক্ষ থেকে আপনার জন্য ❤❤❤
স্যারের জন্যই আমি আর ঘরে থাকতে পারিনি❤️❤️...
স্যারের জন্য অনেক অনেক দোয়া ও শুভেচ্ছা রইল।
প্রবাসে থেকে সেদিন কেঁদেছি ও ফেসবুকে শেয়ার করেছিলাম। আজকেও চোঁখে পানি পড়তেছে, কতোটা গভীর আবেগ আপ্লুত আছে কথাগুলোতে!!!
সেদিন স্যারের এই কথা গুলো আমার র্হ্রদয়ে নাড়া দিয়েছে ❤️ ভালোবাসা অবিরাম স্যারের জন্য ❤
কবিতার লাইন গুলো স্যারের হৃদপিণ্ড ভেদ করে বের হইছিল, মনেই হয়নি কবিতা আবৃত্তি করছিলেন। স্যারের এই প্রতিবাদের ভাষা আমাকেও কাঁদিয়েছিল।স্যালুট স্যার আপনাকে♥️
স্যারের কথাগুলো তখন বুকে লেগেছিলো
স্যারের এই কথা শুনে শরীরের লোম দাঁড়িয়ে গিয়েছিল। স্যার কে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হোক । স্যালুট স্যার ❤❤❤❤।
স্যারের কথাগুলো আমার কলিজায় লেগেছে, গায়ের লোম দাড়িয়ে গিয়েছিল, কান্না এসেছিল ।
আমরা গর্বিত এমন একজন স্যার পেয়ে
স্যারের আবৃতি সেদিন কলিজায় লাগছিল
আমিও অনুপ্রাণিত হয়েছি।
এমন শিক্ষক দরকার এবং বেঁচে থাকুন যুগের পর যুগ।যারা শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাবে।❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
আবৃত্তিটা এতটাই অসাধারণ ছিল যে, ভেবেছিলাম এটা স্যারের কথা। এদেশের ছাত্র জনতা সেদিন উজ্জীবিত হয়েছিল। স্যারকে ভালো একটি জায়গা দেখতে চাই।
সত্যিই একজন মহান শিক্ষক। সালাম স্যারকে।
সত্যিই অসাধারণ তার বক্তৃতার ছিলো, উনার মত মানুষের কারণেই নতুন দেশ হলো, উনার এক বক্তৃতা হাজার গুলির চেয়ে উত্তম ছিল, উনার বক্তৃতা শুনে চোখের পানি চলে আসছে, সালাম স্যার সালাম স্যার।
বড় কথা হলো
আপনার সেদিনের আবৃত্তি সবার হৃদয় ছুঁয়ে গিয়েছিল❤❤
Sir, যে বলিষ্ঠ কণ্ঠে কবিতা পাঠ করেছেন। সত্যিই অসাধারণ। জনজাগরণে স্যার ভূমিকা ছিলো তাৎপর্যপূর্ণ। শ্রদ্ধা, রইলো স্যারের প্রতি।
Sir, এখনও কাঁদছি ••••
চোখে পানি আসছে •••
আপনার exoression এবং content of Poem একাকার হয়ে গিয়েছিল । একটা কবিতার কয়েকটি লাইন যে বুলেটের চেয়েও শক্তিশালী, একটা সৈরাচার বা ফাসিবাদ এর অবসানে ভূমিকা রাখতে পারে , তা আবারও প্রমাণ হলো । ধন্যবাদ স্যার আপনাকে, ধন্যবাদ লেখক ভট্টাচার্য দা কে ।
রাইট
সত্যি বলতে আমি স্যার আপনার কথায় আরো শক্তি পেয়ে নেমেছিলাম আরো জোর করে বুকে সাহস নিয়ে উপর আল্লাহ্ বুকে মা বাবা নাম নিয়ে বের হয়েছি 💕💕💕💕💕
স্যালুট স্যার আপনাকে
যুগে যুগে এরকম আদর্শ শিক্ষকের প্রয়োজন। ধন্যবাদ স্যার।
স্যারের আবৃতি সেদিন কলিজায় লাগছিল
স্যার কে রাষ্ট্রীয়ভাবে সন্মান দেওয়ার জন্য অনুরোধ করছি
খুব প্রেরনা পেয়েছিলাম......।এখনো শুনলে শরীর লোম দাঁড়িয়ে যায়।
আহা..!!!!! কলিজা ছিড়া কথা গুলো! অনেক কেঁদেছিলাম সেদিন স্যার এর ভিডিও টা দেখে😰 স্যার আপনার মত শিক্ষক,অভিভাবক,একজন বাবা,এই স্বাধীন বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে বিনম্র শ্রদ্ধায় লিখা থাকবে প্রতিটি বিবেকবান মানুষের অন্তরে!!! হাজারো সালাম স্যার🫡❤
স্যারের এই কথাগুলো বারবার শুনেছি আর কাঁন্নাও করেছি। দিনগুলো খুবই ভয়াবহ ছিলো। ধন্যবাদ স্যার সেই কঠিন সময়ে এরকম সাহসী বক্তব্য দেওয়ার জন্য।
কথাগুলো উনার মুখে উচ্চারিত হলেও কথা গুলো মনে হচ্ছিল উনার বিবেক ও হৃদয় কথা বলছিল । চোখ থেকে পানি খুব কম পড়ে আমার । কিন্তু উনার ঐ দিনের কথাগুলো আমার চোখ থেকে পানি মনের অজান্তেই পড়েছিল ।
কৃতজ্ঞতা জ্ঞাপন করছি উনার সেই সাহসিকতার জন্য ।
এই বক্তব্য আমার বিবেক কে নাড়িয়ে তুলেছিলো।❤❤❤❤
ওনার বক্তব্য গুলো যখন প্রথম শুনছিলাম চোখে পানি এসেছিল
ধন্যবাদ স্যার, সাহসী এবং সংগ্রামী কবিতার জন্য। আপনার এই কবিতায় আমাদেরকে এই সংগ্রাম করার জন্য উৎসাহ জুগিয়েছে। ওই সময় কেউ কোন কথা বলতে সাহস পাইতো না। আপনার এই সাহস এবং সংগ্রামী চিন্তার জন্য সংগ্রামী স্যালুট জানাই।
আপনাকে হাজার সেলুট,,,আপনে আমার মনের শিক্ষক জাতির পিতা,, আপনে আসল শিক্ষক,,,আপনে প্রমান করেছেন যে শিক্ষক এর স্থান অনেক উপরে
এই সম্মানিত শিক্ষক কে অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ জানাই
শ্রদ্ধা ও ভালোবাসা অবিরাম প্রিয় স্যার
মন থেকে দোয়া আর মোবারকবাদ।এবং স্যারকে রাষ্টীয়ভাবে সম্মানোনা দেওয়া উচিত
সত্যিই সেদিন স্যারের কথায় খুব বেশি অনুপ্রাণিত হয়েছি, তার পরে আর ঘরে থাকতে পারিনি, শেষ পর্যন্ত রাজ পথে থেকেছি,,,, ধন্যবাদ স্যার!
স্যার সত্যি আপনার কথা যতো বার শুনেছি ততো বারই কেঁদেছি আর নিজেকে ততোবার উজ্জীবিত করার চেষ্টা করছি ধন্যবাদ স্যার আপনাকে আপনার মতো একজন আদর্শবান শিক্ষক তখন খুবই প্রয়োজন ছিলো যে কথা আল্লাহ তাআলা আপনার জবান দিয়ে বের করে দিয়েছিলেন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ
এই কবিতা আমাকে বিদ্রোহী করে তুলেছিল। আমি এই বক্তৃতা যতবার শুনেছি অঝোরে কেঁদেছি। আমার ফেইজবুক ওয়ালে যতবার ভিডিওটি সামনে পেয়েছি ততবারই শেয়ার করেছি। স্যারের এই বক্তব্য গণ আন্দোলনে যতগুলো বক্তব্য আলোচনায় এসেছে, এটা সবচেয়ে বেস্ট ছিলো এবং হৃদয় স্পর্শ করেছে আমাদের সবার। এমন প্রতিবাদী শিক্ষক একজন হলেই যথেষ্ট, স্যারের এই বক্তৃতা আন্দোলনকে আরো বেগবান করেছে।
স্যার একজন সত্যিকারের মানুষ।
এই প্রতিবাদটি সবার হৃদয় কেরে নিয়েছিলো।
প্রিয় স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ । আপনার মতো শিক্ষক বাংলাদেশের সব জেলায় চাই ।।।
স্যারের কথাগুলো সেদিন সত্যিই বুকে লেগেছিলো
ওনার আবৃতি শুনে অনুপ্রাণিত হয়েছিলাম।
স্যারের জন্য শুভকামনা রইলো ❤
ছাত্র আন্দোলনের প্রথম দিন থেকেই মাঠে ছিলাম ইনশাআল্লাহ। ফেসবুকও লিখছি ছাত্র আন্দোলনের পক্ষে। ধন্যবাদ স্যার কে
স্যারের এই ভিডিও টা তখন যতোবার সামনে এসেছিলো ততোবারই বুকটা ভেঙে খান খান হয়ে যাচ্ছিলো। আর চোখ দিয়ে পানি ঝরছিলো অবিরত , কেউ ছিলো না এই অবস্থায় শান্তনা দেয়ার মতো,তখন নিজেকে কাপুরষ ভাবছিলাম, আর ভাবছিলাম আমি আমার ভাইদের জন্য কিছু করতে পারিনি, আমি আমার দেশের জন্য কিছু করতে পারিনি, খুব অসহায় লাগছিলো নিজেকে। আমরা স্যারকে এবং দুঃসময়ের কাণ্ডারী দের সম্মানের জায়গায় দেখতে চাই এবং রাখতে চাই। এবং আমরা আমাদের সেই সব ভাইদের যাতে কখনোই ভূলে না যাই, যারা জাতির প্রয়োজনে বুক পেতে দিয়েছিলো, গুলি,কামান,ট্যাংকের সামনে। ভালোবাসা নিরন্তর...💜💜💜
আপনার মতো শিক্ষক বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খুব প্রয়োজন❤❤
স্যারের এই আবৃত্তি টা, আমাদের অন্তর্বোধ ও দেমাগে এতটাই হিট করে ছে, যে ঘর থেকে না বেরিয়ে, দ্বিতীয় কোন বিকল্প ছিলনা। বেরিয়ে পড়েছি যার যতটুকু সাহস ছিল তা রাজ পথে। স্যার আপনিও সময় মতো কবিতা টি আবৃত্তি করলেন। ধন্যবাদ স্যার।
এই মহান শিক্ষক হাজার বছর মানুষের অন্তরে থাকবে❤
স্যারের এই ভিডিও দেখে কান্না করে ফেলেছিলাম সেদিন, একদম কলিজায় গিয়ে লেগেছিল। স্যারের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা।
এই একটি বক্তব্য জাতির মেরুডন্ড হয়ে ছিলো। ছাত্র জনতার মনের কথা। স্যার আপনাকে সালাম।
এটি আমাকে শক্তি দিয়েছিল,, স্যালুট স্যারকে❤❤
স্যারের বক্তব্য টা অনেক সুন্দর ছিল এবং কি হৃদয়ে গেঁথে যাওয়ার মত
আপনি জাতি হিসেবে আপনি মানুষ হিসেবে আপনি শিক্ষক হিসেবে আপনি বাবা হিসেবে আপনি ভাই হিসেবে গর্বিত। আমরা আপনার মত একজন শিক্ষক একজন অভিভাবক পেয়ে গর্বিত। প্রতিটি ঘরে ঘরে আপনার মত এমন গর্বিত মানুষ জন্ম নিক এই কামনাই।
সে দিন খুব কেঁদেছিলাম।আজও কাদলাম।
ধন্যবাদ স্যার।খুব প্রিয় হয়ে রইলেন❤
😂পরিকল্পনা করে খুব ভালো কিছু কিংবা উদাহরন সৃষ্টি করা যায় না।সময় ও পরিস্থিতির সাথে আবেগ মিলেমিশে আর্বিভাব হয়ে যায় উদাহরণ।
স্যার,তা আপনি করেছেন ❤
স্যারের কথাগুলো একদম হৃদয়ে গিয়ে লেগেছিলো। ধন্যবাদ স্যার
সেদিন কেঁদে ছিলাম ,আজও চোখে পানি আসল ।
অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলছিলো , ধন্যবাদ স্যার
আমি ও সেই দিন কেঁদেছি আজও কাঁদলাম
আলহামদুলিল্লাহ,,,, স্যার আপনার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইলো,,,
স্যারের কথাগুলোর কারণেই অসংখ্য মানুষ রাজপথে নেমে এসেছিলো!
কবিতার লাইনগুলো স্যারের মুখ থেকে শুনার জন্য কতবার ভিডিও দেখেছি তার কোনো হিসাব দেওয়া যাবে না। যতবার শুনতাম মনের অজান্তেই চোখের পানি চলে আসতো!
বাহিরে যাওয়ার অনুপ্রেরণা ছিলো এই লাইনগুলো।
Love you sir 💜
স্যার আপনার কথা ইতিহাসের পাতায় লিখা থাকবে। আপনার কথাগুলো স্বর্ণাক্ষরে লেখা থাকবে। স্যালুট স্যার।❤❤
এ কবিতা আমাকে কাঁদিয়েছে শত শতবার! রক্তে দোলা দিয়েছে, প্রতিবাদ মুখর করেছে..!
❤❤❤ স্যারের প্রতি ও কৃতজ্ঞতা
শরীরে ঝাড়া দিয়ে উঠেছে
প্রতিটি লাইন বুলেটের ঝাঁক
প্রকৃত বিবেকবান এবং সত্য ন্যায়ের প্রতিষ্ঠাতা হিসাবে আমি গণ্য করছি, দোয়া রইল স্যারের প্রতি❤
আমি কথাগুলোকে বার বার শুনেছিলাম আর কেঁদেছিলাম।আপনার মত কবি যুগ যুগ বেঁচে থাকুক।যার কথা হৃদয় স্পর্শ করে
মনের মত একটা প্রতিবেদন করেছেন। সাংবাদিক ভাইকে অনেক ধন্যবাদ
অসাধারণ এক সাহসিকতার পরিচয় এই মহান শিক্ষক দিয়েছিলেন সেদিন. ধন্যবাদ স্যার