ভয়টা এত ঘাড়ে চেপেছে, আর কোনো রিস্ক নিচ্ছেন না মুখ্যমন্ত্রী ।

Поділитися
Вставка
  • Опубліковано 2 лип 2024
  • থানায় সিসিটিভি বসানোর টাকা নেই, আদালতে গচ্ছা দেওয়ার জন্য অগাধ টাকা ! কিভাবে চলছে সরকার ভাবুন ।

КОМЕНТАРІ • 778

  • @ashishkarmakarkarmakar3642
    @ashishkarmakarkarmakar3642 2 дні тому +131

    এই রকম একজন মহিলা বাংলার মুখ্যমন্ত্রী ভাবতেই লজ্জা লাগে।

    • @adityadas9516
      @adityadas9516 2 дні тому

      Kintu ekbar noi bar bar hochche. Bangali koto buddhiman bujhun.

  • @TarunkrDey-xf6um
    @TarunkrDey-xf6um 2 дні тому +119

    মাননীয় রাজ্যপালের এই সঠিক কাজটি অনেক আগেই করা উচিত ছিল।

  • @bimalenduadhikari295
    @bimalenduadhikari295 2 дні тому +291

    মাননীয় রাজ্যপালের উচিত শুধু মানহানির মামলা নয় সঙ্গে অবিলম্বে ৩৫৫ ধারা বা ৩৫৬ ধারা প্রয়োগ করে বাংলার পুরানো ঐতিহ্য, কৃষ্টি সংস্কৃতিকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন কামনা করে সন্ময়বাবুর অনন্য যুক্তিপূর্ণ প্রতিবেদন কে আন্তরিক স্বাগত।

    • @nikhilroy5796
      @nikhilroy5796 2 дні тому +17

      কেন্দ্র বিজেপি ৩৫৫, ৩৫৬ ধারা ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছে।

    • @bimalenduadhikari295
      @bimalenduadhikari295 2 дні тому +1

      ​@@nikhilroy5796 পরিস্থিতি কিন্তু ভয়ানক খারাপ সুতরাং ডিপ ফ্রিজ থেকে বের করতে বেশিক্ষণ লাগবে না। সেটা ত্বরান্বিত হোক কামনা রইল।

    • @bimalenduadhikari295
      @bimalenduadhikari295 2 дні тому +1

      ​​@@nikhilroy5796 ফ্রিজের তো চাবি তো হারায় নাই। খুলতে কতক্ষন ? চিরদিন তো একরকম চলতে পারে না।

    • @narayankar2284
      @narayankar2284 2 дні тому

      ​@@nikhilroy5796দেশের আইন কিনুন জানুন। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ৩৫৫ ধারা বা ৩৫৬ ধারা প্রয়োগ করা সহজ নয়। আদালতে গেলে খারিজ হয়ে তেতে পারে। বিজেপির বদনাম করবে বিরোধী দলগুলো।

    • @RamJibanRoy-cv7xf
      @RamJibanRoy-cv7xf 2 дні тому +8

      Joy Sri Ram

  • @user-rl2xc3uq3l
    @user-rl2xc3uq3l 2 дні тому +152

    এ মহিলার দ্রুত বিচার হয়ে শাস্তির ব্যবস্থা করা উচিত।

  • @ramkrishnamaji4629
    @ramkrishnamaji4629 2 дні тому +96

    পশ্চিমবঙ্গে বর্তমানে যা অবস্থা অবিলম্বে ৩৫৬ ধারা জারি করা উচিত...

    • @AkashKumar-lm6bu
      @AkashKumar-lm6bu 2 дні тому

      Ha ha ha ha ha ha. .............

    • @manasbhattacharya2074
      @manasbhattacharya2074 2 дні тому +2

      আপনি বুঝছেন কিন্তু প্রধানমন্ত্রী বুঝছেন কি?

    • @luxuriousretirementplan
      @luxuriousretirementplan 2 дні тому

      কে করবে? যারা করবে তারা দূরনীতির সমথন করে।

  • @deepadey4126
    @deepadey4126 2 дні тому +118

    মাননীয় রাজ্যপাল ঠিক উচিত শিক্ষা দিলেন

  • @goutamsarkar5956
    @goutamsarkar5956 2 дні тому +99

    বাংলার মুখ্যমন্ত্রী কে ব্রেন টেস্ট করাতে হবে

    • @monojitchatterjee1075
      @monojitchatterjee1075 2 дні тому +7

      এতোদিনে একটা মনের মতো সত্যি কথা বলেছেন ভাই।

    • @souravsantra817
      @souravsantra817 2 дні тому +8

      ব্রেনটাই তো নেই মনে হচ্ছে,,, শূণ্যস্থান,,, কি নিয়ে টেস্ট হবে ?😂

    • @paritoshchakravarty4146
      @paritoshchakravarty4146 2 дні тому +5

      ব্রেইনের সমস্ত নার্ভ পঁছে গেছে।

    • @jaydeepchatterjee6471
      @jaydeepchatterjee6471 2 дні тому +1

      Tao Sabai Eder e Vote Diye Jetiye Sansad e Patha chhe 😢

    • @SarbariDas591
      @SarbariDas591 2 дні тому

      @@goutamsarkar5956 নোংরা মহিলা হলে যা হয় তাই হচ্ছে ।

  • @shyamsundarsen3375
    @shyamsundarsen3375 2 дні тому +62

    এখনই প্রধান মন্ত্রীর কড়া পদক্ষেপ করা উচিত। এই মহিলাকে বিদেয় না করলে পশ্চিমবাংলা অন্ধকারের সমুদ্রে তলিয়ে যাবে ।

  • @alokachakraborty9038
    @alokachakraborty9038 2 дні тому +135

    আহা একমাত্র মহিলা মুখ্য মন্ত্রী না !সেই গর্বের খেসারত তো দিতেই হবে....

  • @SarbariDas591
    @SarbariDas591 2 дні тому +189

    এতো অসত্য মহিলা " সম্মানীয় ব্যক্তির চরিত্রে কালিমা দিতে দ্বিধা বোধ করে না , নবান্ন থেকে নামিয়ে সব মহিলা মিলে শিক্ষা দেওয়া উচিত , সব পুরুষ মিলে শিক্ষা দেওয়া উচিত 😢

    • @BanasriBasu
      @BanasriBasu 2 дні тому +20

      আপনার এই সুস্পষ্ট বক্তব্য..!
      আমিও, মনে করি..মানুষের সম্মান হানি করতে.. ঐ "মহিলা" কতটা নামতে পারে??!!..

    • @pradipbhowmik8872
      @pradipbhowmik8872 2 дні тому +11

      বিড়ালের গলায় কে ঘন্টা লাগাবে? আপনারা তো 1200 টাকা পেয়ে নিজেদের বিক্রি করে দিয়েছেন

    • @SarbariDas591
      @SarbariDas591 2 дні тому +5

      বনশ্রী দি ধন্যবাদ সহমত জানানোর জন্য ❤️🌹

    • @SarbariDas591
      @SarbariDas591 2 дні тому +4

      প্রদীপ বাবু সবাই কে নিজের মতোন ভাববেন না , ক্ষমতা থাকলে খোঁজ নিয়ে দেখুন , মন্তব্য জানিয়েছেন ধন্যবাদ

    • @BanasriBasu
      @BanasriBasu 2 дні тому +3

      @@SarbariDas591 ❤️👍

  • @makhanlaldas2854
    @makhanlaldas2854 2 дні тому +88

    সম্পূর্ণ যুক্তিপূর্ণ প্রতিবেদন প্রত্যেকের মন দিয়ে শোনাও দেখা উচিত জাগো বাঙালি জাগো😮

  • @pabitrasarkar5929
    @pabitrasarkar5929 2 дні тому +67

    রাজ্য বিজেপি র উচিত মামলা দায়ের করে হাইকোর্টে আবেদন করে বলা যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আইনের লড়ায়ে জনগণের করের টাকা যেন কোনো ভাবেই মামলার খরচা না মেটানো হয়, এবং তা যেন কোর্ট এনশিওর করেন।

    • @radhachatterjee9874
      @radhachatterjee9874 2 дні тому +3

      একশ বার ।

    • @arunkumarbhattacharya9396
      @arunkumarbhattacharya9396 2 дні тому +1

      এরজন্য কেন্দ্রের উচিত কানুন বানানো।

    • @tapankumardey6499
      @tapankumardey6499 2 дні тому

      Prabitra Babu,s remarks absolutely correct

    • @ashishbanerjee7449
      @ashishbanerjee7449 2 дні тому

      রাজ্যপাল কি রাজ্য সরকার এর বিরুদ্ধে মানহানির মামলা টা করেছেন?

  • @bimalenduadhikari295
    @bimalenduadhikari295 2 дні тому +85

    নিজের অপকর্মকে ঢাকার জন্য জনগণের ট্যাক্সের টাকা বড় বড় আইনজীবীদের জন্য খরচ করার বিরুদ্ধে বাংলার সমস্ত মানুষ সোচ্চার হোক কামনা করে সন্ময়বাবুর অনুপম প্রতিবেদন কে আন্তরিক স্বাগত।

  • @pravatghosh2961
    @pravatghosh2961 2 дні тому +47

    কয়েক জন এম পি দেখলাম এই রাজ্যের পার্লামেন্টে ঘুমোছ্যেন
    দেখে অবাক।

    • @prasantakumarbhowmick7087
      @prasantakumarbhowmick7087 2 дні тому +3

      ওনাদের কে যারা ভোট দিয়ে জিতিয়েছেন ওনারা অবস্য্যই সাধুবাদ জানাই কারণ এনারা আমাদের মতো সাধারণ মানুষের হয়ে কথা বলবেন

  • @rabindranathchakrabarty5151
    @rabindranathchakrabarty5151 2 дні тому +61

    রাজ্যে অবিলম্বে রাষ্ট্রপতি শাসন অথবা 355 ধারা প্রয়োগ অবশ্যম্ভাবী !!

    • @samarroy7537
      @samarroy7537 2 дні тому +1

      তৃণনন্দবাজার পত্রিকার রিপোর্টিং দেখলে লজ্জায় মাথা নিচু হয়ে যায় ।। তারা রাজ্যপাল এর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র আড়াল‌করে লিখছে চর্চায় রাজ্যপাল বদল । ভাবা যায় । একেবারেই শাসক দলের মুখপত্র হয়ে গেছে।

  • @TarunkrDey-xf6um
    @TarunkrDey-xf6um 2 дні тому +46

    মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সেই রাজ্যের ই রাজ্যপালের মামলা। অন্য কোনো রাজ্যে এই রকম দৃষ্টান্ত নেই বলেই মনে হয়।

  • @dipakbhattacharjee1406
    @dipakbhattacharjee1406 2 дні тому +59

    মুখে যা খুশি আসে ,তাই বলে। অত্যন্ত নীচু শ্রেনীর মহিলা।

    • @arunkumarbhattacharya9396
      @arunkumarbhattacharya9396 2 дні тому +1

      জ্যোতি বসুও এরকম ছিল। এটা রিফিউজি কালচার। প বঙ্গের কালচার নয়।

    • @bengalihindu2436
      @bengalihindu2436 2 дні тому

      তাতে মুসলিম দের কি যায় আসে বলুন ওরা উন্নতি সুসান চায় না ওদের ধর্মের গোরামীকে যে সহ্য করবে সেই ওদের কাছে ঠিক।

  • @TarunkrDey-xf6um
    @TarunkrDey-xf6um 2 дні тому +24

    একদম সঠিক ও যুক্তি সঙ্গত ব্যাখ্যা করার জন্য সন্ময় বাবুকে অভিনন্দন জানাই।

  • @Mithu0211
    @Mithu0211 2 дні тому +30

    দীপক ঘোষ এর বই কি বাজারে পাওয়া যাবে? দেখতে চাই কি আছে ঐ বইয়ে। ওই মহিলাকে জনগন কেনো তারাচ্ছে না জানি না। এত সতী মন্ত্রী সম্বন্ধে জানতে চাই কি আছে ওই বইয়ে।ভাইপো তো ওই শেখ শাজাহান জায়গায় জায়গায় তৈরি করে রেখেছে। মুসলিম রাষ্ট্র তৈরি করে উনি PM হবেন এই আশায় দুধেল গাই দের তৈরি করে তাদের দ্বারা এইভাবে অত্যাচার করে , ধরা পরার পর এত কোটি কোটি টাকা করছেন। অথচ সরকারশুনছি দেউলিয়া। ওহ! আর নেওয়া যাচ্ছে না । মানুষ জাগুন। দয়া করে ওই মহিলাকে চিরকাল এর জন্য বিদায় দিন।

  • @prabalsur4638
    @prabalsur4638 2 дні тому +43

    আমার তো মনে হয় ওনার সাথে ভদ্র ব‍্যাবহার করা অর্থহীন। দীপক বাবুর বই এবার ব‍্যাবহার করা উচিত।

  • @rinachakraborty7216
    @rinachakraborty7216 2 дні тому +44

    পশ্চিমবঙ্গে র মানুষ চাইছে তাই আমার আপনার ট্যাক্সের টাকা খরচা হচ্ছে ।ভোট দিয়ে ক্ষমতায় যারা আনছে তারা কি ভাবছে ।

  • @sanjoydasgupta6342
    @sanjoydasgupta6342 2 дні тому +40

    এ তো শ, ল, ব বলা মুখ্যমন্ত্রী - অন্য দের সাথে তুলনাই চলে না।

  • @amarnathchattaraj8293
    @amarnathchattaraj8293 2 дні тому +28

    জনগণের ট্যাক্সের টাকা মামলা মোকদ্দমা করে দোষীদের বাঁচাতে ব্যাস্ত মমতাকে জবাব দিতে হবে। যুক্তিপূর্ণ প্রতিবেদনটির জন্য ধন্যবাদ।

  • @basupratim7395
    @basupratim7395 2 дні тому +24

    অমিত শাহ থাকা কালিন এই বাংলায় 355 বা 356 লাগু হওয়া অসম্ভব

  • @subhrabhattacharya7018
    @subhrabhattacharya7018 2 дні тому +19

    রাজভবনের ঐ contract এ কাজ করা মহিলাটি সুপ্রিম কোর্টে গেছে writ petition করতে, ভাবুন, একটা contractual employee সুপ্রিম কোর্টে যাওয়ার সাহস ও পয়সা কোথা থেকে পেলো⁉️

  • @advancedhomeophysiohealthc1676
    @advancedhomeophysiohealthc1676 2 дні тому +36

    সঠিক বিশ্লেষণ করেছেন আপনি সন্ময়বাবু ❤❤❤ হোয়াটসঅ্যাপ এ পেয়ে যাই আপনার বার্তা ❤❤❤ ধন্যবাদ 🙏🪔🌄

  • @alpanaadhikari6168
    @alpanaadhikari6168 2 дні тому +23

    যার বাজারে মাছ বেচার ক্ষমতা নেই তাকে ভোট দিলে ক্ষমতায় বসালে ফল ভুলতেই হবে

  • @ManikGhorai-h2m
    @ManikGhorai-h2m 2 дні тому +15

    সোনাই দা এরকম বলে কোন লাভ নেই বাংলার মানুষ সব গিলবে না বাংলা মানুষের ভিক্ষা নেওয়া অভ্যাস হয়ে গেছে বাংলার মানুষ ভিক্ষে চায় চাকরি চায় না

  • @cman2465
    @cman2465 2 дні тому +21

    তা ওই জেনারেল মহাশয় এই মামলা নিলেন কেন ? টাকার দরকার ? আজ বাজে লোক সব !

  • @rajubhoumik6822
    @rajubhoumik6822 2 дні тому +21

    বাংলার মানুষ এখন মান সম্মান দুরে ফেলে মালের পেছনে দৌড়চ্ছে।

  • @sankarsarkar4248
    @sankarsarkar4248 2 дні тому +15

    অবান্তর কথা বলার জন্য এই পরিস্থিতি। বিরোধী দল গুলো ইলেকট্রিক বিল নিয়ে আন্দোলন করছে না কেন

  • @bipulkumarsaha5541
    @bipulkumarsaha5541 2 дні тому +18

    সঠিক কথা বলেছেন।

  • @kamalendudas82
    @kamalendudas82 2 дні тому +10

    নেতা মন্ত্রীরা সব সময় নিজের ভালোটা বোঝেন। জনসাধারনের জন্য কি করলে ভালো হবে সেসব কথা কখনো ভাবেনা।
    * দাদা আপনি খুব ভালো বলেন। এবং যুক্তি দিয়ে বলেন।

  • @ajitkumardas1659
    @ajitkumardas1659 2 дні тому +4

    বাংলার লোক এটাই তো চায়। আপনার বক্তব্য বাংলার লোকেরা গ্রাহ্য করেনা।

  • @RajuSingh-yg4he
    @RajuSingh-yg4he 2 дні тому +23

    Good morning Dada,,,,,
    এদের আবার সম্মান বলে কিছু আছে নাকি???

  • @malayshankarsaha2603
    @malayshankarsaha2603 2 дні тому +4

    দীপক ঘোষ তাঁর বইতে এই নচ্ছার মহিলার সম্বন্ধে একদম সঠিক লিখেছেন, পটুয়াপাড়ার মহিলার এটাই চরিত্র।

  • @jabaranjitbanerjee5609
    @jabaranjitbanerjee5609 2 дні тому +4

    মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়ছি।

  • @AISHRONSQUAD
    @AISHRONSQUAD 2 дні тому +20

    সব থানা ২৪/৭ সিসিটিভি দিয়ে মুড়লে থানায় পুলিশ ছাড়া নেতারূপী সমাজ - বিরোধীদের পুলিশের উপর দাপট কিছুটা হলেও বন্ধ্য হতে পারে ।তাই এই বাঁধা ।

  • @judhistirrajwar2745
    @judhistirrajwar2745 2 дні тому +8

    বুঝলাম কিন্তু বাংলার গ্রামগঞ্জের মানুষ কিভাবে বুঝবে সেই ব্যবস্থা করুন, যারা লক্ষীর পায়।

  • @SujanBarman-di7os
    @SujanBarman-di7os 2 дні тому +5

    সব কিছুর একটা সীমা থাকে। ঈশ্বর এর বিচার করবেই ।

  • @pankajkumarchowdhury3307
    @pankajkumarchowdhury3307 2 дні тому +5

    চলুক জমিদারী জনগন একদিন ঠিক হিসাব নেবে

  • @67ahbgidboii
    @67ahbgidboii 2 дні тому +5

    22 থেকে 29 হয়েছে। উদ্ধ্যত আরো বাড়বে

  • @dawawangdi5358
    @dawawangdi5358 2 дні тому +3

    Sonmoy Da JAI HIND. Namaste 🙏

  • @KabitaSaha-ff9tf
    @KabitaSaha-ff9tf 2 дні тому +3

    যারা টাকা খেয়ে মামলা লড়ছে তাদের সিবি আই তদন্ত করা দরকার।

  • @sibsankarbanik4794
    @sibsankarbanik4794 День тому

    সন্ময়দা, আপনি দেশ ও দশের জন্য যে ব্রত গ্রহণ করেছন তার প্রশংসার কোন ভাষা নেই,কিন্তু বাংলার মানুষ যে কবে বুঝবে জানিনা। তবে আপনি যে নিজের জীবনের ১০০শতাংশ উৎসর্গ করছেন প্রতি দিন মানুষের চেতনা ফেরা বার জন্য তা বাস্তবায়িত হোক বা না হোক একজন সৎ সাংবাদিক হিসাবে আপনার নাম এই বাংলার বুকে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। সর্বদা নির্ভিক সংবাদ পরিবেশনের জন্য অসংখ্য ধন্যবাদ।

  • @DBVlogs305
    @DBVlogs305 День тому +1

    Sanmay babu aonar poti bedone shannobad ❤❤🎉🎉

  • @Kjana551
    @Kjana551 2 дні тому +5

    টাটার হাতে পায়ে ধরতে হবে কেন? স্বচ্ছতা থাকলে কত কম্পানি লাফাতে লাফাতে চলে আসবে। অহ্্কার ই পতনের কারণ হোয়ে দাঁড়িয়ে আছে।

  • @DebashishroyChowdhury-ve4ww
    @DebashishroyChowdhury-ve4ww 2 дні тому +8

    ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না❌😢😂😂😂😂

  • @sharmilasengupta3375
    @sharmilasengupta3375 2 дні тому +15

    আরো ভোট দিক তোলা পিশি কে

  • @sreerupchaudhurivg4088
    @sreerupchaudhurivg4088 2 дні тому +4

    কম করে 100 কোটি টাকার মানহানির মামলা করা উচিত

  • @DADAKADD
    @DADAKADD 2 дні тому +8

    টেরেরিষ্ট মাসেলমেন কমিউনিটির নির্বুদ্ধিতার পরিচয় দিচ্ছে।

  • @jayjagannath2024
    @jayjagannath2024 2 дні тому +7

    সেই কন্ট্রাক্টচুয়াল মহিলা কর্মী গতকাল রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে গেছে। নিজের টাকায় গেছেন বলে মনে হয়না। সেখানেও আমাদের টাকাই উড়বে।

  • @gautamgoswami8993
    @gautamgoswami8993 2 дні тому +7

    dismiss mamta govt

  • @arunghosh596
    @arunghosh596 2 дні тому +4

    তবে এসবের বাইরেও বলছি এই রাজ্যপালকে এখান থেকে চলে যাওয়া উচিৎ। উনি it's time for action বলে war room খুলে ঘুমোন।

  • @Swapan123-o2q
    @Swapan123-o2q 2 дні тому +5

    লক্ষী ভাণ্ডার থাকতে কোনো ভয় নেই। যতই আপনি চিৎকার করুন।

  • @jayveeru6107
    @jayveeru6107 2 дні тому +5

    বিপক্ষে একজন সাংবিধানিক প্রধান, জজ্ কে বিচার দিতে কোন ভয় কাজ করবে না হয়ত , তাই হয়ত এতগুলো এডভোকেটের নিযুক্তি।

  • @dilipbhowmik7295
    @dilipbhowmik7295 2 дні тому +4

    দাদা আপনি টেনশন নিয়ে লাভ নেই। দুধেল গাই এর প্রতি বাড়িতে 10 জন মহিলা মাসে 10 হাজার আসছে । জয় বাংলা খেলা চলছে

  • @shampaguha1930
    @shampaguha1930 2 дні тому

    এইরকম মুখ্যমন্ত্রী পেয়েছি এটা আমাদের দুর্ভাগ্য ।

  • @sunandachakraborty2507
    @sunandachakraborty2507 2 дні тому +6

    গট আপ চলছে😢আমরা দেখতে দেখতে শুনতে শুনতে ক্লান্ত😩😴 আর ভালো লাগছে না।

  • @ranuchat
    @ranuchat 2 дні тому +3

    যে টাকা লুটে নিয়েছে, এই লাখ বেলাখ তো কিছুই নয়!!! প্রশ্নটা সেটা নয়, যে কারণে এই মামলা সেটা কি বাংলার মুখ উজ্জ্বল করছে? যে যে সরকারী অফিসার এই ঘটনাকে হাওয়া দিচ্ছে আগে তাদের কড়া শাস্তি দাবি করছি।

  • @goutambhattacharya515
    @goutambhattacharya515 2 дні тому +9

    এরা সন্মান দিতেও জানেনা - সন্মান পেতেও জানে না

    • @arunkumarbhattacharya9396
      @arunkumarbhattacharya9396 2 дні тому +1

      ঠিক তাই। এরা হচ্ছে দেশভাগের product.

  • @sunilpaul1037
    @sunilpaul1037 2 дні тому +1

    পশ্চিম বাংলার সর্বনাশী মহিলাকে নিন্দা করার ভাষা নেই
    ধিক্কার।

  • @gautamdutta6912
    @gautamdutta6912 2 дні тому +14

    এই মহিলা বাংলায় একটা ইতিহাস সৃষ্টি করে গেলেন যা মানুষ কোনোদিন ভুলবে না।।।

    • @arunkumarbhattacharya9396
      @arunkumarbhattacharya9396 2 дні тому +1

      হ্যাঁ, যেমন সিপিএম কে মনে রেখেছে। ভোলে নি।

  • @kartickadak7892
    @kartickadak7892 2 дні тому +27

    কেন্দ্রের নীরবতার জন্য সাধারণ মানুষ জেগেও ঘুমিয়ে আছে।

    • @PrantikDey-cp6uv
      @PrantikDey-cp6uv 2 дні тому

      আপনি জেগে আছেন তো তাহলে লেখাটা একটু সংশোধন করে নিন যাতে অর্থ বহ হতে পারে।

    • @sujitsamajpati8229
      @sujitsamajpati8229 2 дні тому

      ​@@PrantikDey-cp6uv
      গুজরাটের বুড়োগুলোকে আর কতো আড়াল করবেন??

    • @ranjanbiswas215
      @ranjanbiswas215 2 дні тому

      পশ্চিম বাংলার মানুষ ভারতবর্ষের মধ্যে সব থেকে আত্ম কেন্দ্রিক আর স্বার্থপর হয় গেছে, আমিও তার মধ্যে , মেরুদণ্ড বাঙালির ভেঙে গেছে।

  • @kabonline09
    @kabonline09 2 дні тому +2

    She claims that she is a lawyer--she should defend her own case !!!!

  • @user-xv3dp1ru4x
    @user-xv3dp1ru4x 2 дні тому

    Your Speech is currect Thankyou

  • @ujjwalkumarde4214
    @ujjwalkumarde4214 2 дні тому

    ধন্যবাদ স্যার 🙏

  • @joyshreekundu2075
    @joyshreekundu2075 2 дні тому +15

    তারাই বা কেন টাকার লোভে অন্যায় কেস হাতে নিয়ে কেস লড়ে

  • @DarpankumarBiswas-br4ty
    @DarpankumarBiswas-br4ty 2 дні тому

    Sanmoy babu we appreciate your Honest, Outspoken, Impartial, Courageous and Fearlessness Journalism.

  • @probirpaul5147
    @probirpaul5147 2 дні тому +3

    Central e ekta apodartho sarker thakle eai rakam to hobei.

  • @neelghosh3970
    @neelghosh3970 2 дні тому

    জয় জয় রাধামাধব।🙏🙏🙏
    জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ🙏🙏🙏
    হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে হরে রাম হরে রাম হরে রাম রাম রাম হরে হরে...

  • @taraksaha3254
    @taraksaha3254 2 дні тому +2

    Yesterday I found that that lady who complained of molestation against the Governor has gone to the supreme court against the HC orders.

  • @r.m.3175
    @r.m.3175 2 дні тому +1

    প্রথমবার থানাগুলিকে সিসিটিভি দিয়ে মুড়তে রাজ্য সরকারকে কেন্দ্র অর্থ দেওয়া একেবারেই অনুচিত হয়েছে !!!

  • @suraj49377
    @suraj49377 2 дні тому +1

    ঠিক ঠিক ঠিক

  • @binoyroy51
    @binoyroy51 2 дні тому +4

    এ তো দেখছি গরিবের খাওয়ার খরচ থেকে মুখ্য মন্ত্রীর কথার খরচ অর্থাৎ উকিল খরচ বেশি। হায়: হায়:

  • @sudipbhattacharya7035
    @sudipbhattacharya7035 2 дні тому +2

    মান থাকলে তো মান যাবে দাদা।

  • @malabanerjeetalkshow721
    @malabanerjeetalkshow721 2 дні тому

    আমাদের objection দেওয়া উচিত ।

  • @udayshankarbanerjee6539
    @udayshankarbanerjee6539 2 дні тому +2

    কেন? তাঁকে যখন ব্যক্তি ভাবে রাজ্যপাল কেস করেছেন তখন খরচটা সরকারী তহবিল থেকে দেওয়া হবে?খরচটা নিজের নয় কেন?

  • @swapansaha859
    @swapansaha859 2 дні тому

    Apner ai pratidaban very good

  • @theheretic6739
    @theheretic6739 2 дні тому

    আসামি পক্ষ বাঁচার জন্যে আদালতে প্রচুর উকিল লাগায় - আর কিছুর জন্যে নয়, মামলা টাকে তারিখ পে তারিখ করার জন্যে ।
    আশা করি ন্যায় সংহিতা অনুযায়ী, মাননীয় আদালত এত আইনজীবীদের বক্তব্য রাখার সময় সীমা বেঁধে দেবেন।

  • @tanmoysarkar5557
    @tanmoysarkar5557 2 дні тому +10

    যদি সত্যি বিশ্লেষণ করেন পশ্চিমবঙ্গের মানুষ এর জন্য দায়ী। সাধারণ মানুষের আরো খারাপ সময় অপেক্ষা করছে‌। আমি খুশি।

  • @samitamukherjee9083
    @samitamukherjee9083 2 дні тому +1

    Ki je hobe ke jaane ! West Bengal ekhon bhagoban bharosa.

  • @rakhalchandra9684
    @rakhalchandra9684 16 годин тому

    Tu. You are absolutely right.

  • @shuklabhattacharya2249
    @shuklabhattacharya2249 2 дні тому

    Akdom thik bolchhen.

  • @shubhankarmaity5646
    @shubhankarmaity5646 2 дні тому +1

    It is very unfortunate this lady ruling West Bengal

  • @bhuthnathtalukder7015
    @bhuthnathtalukder7015 2 дні тому +1

    আপনি একদম সঠিক কথা বলেছেন। জরুরী ভিত্তিতে পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ গন আন্দোলন গড়ে তুলুন।

    • @arunkumarbhattacharya9396
      @arunkumarbhattacharya9396 2 дні тому

      তার থেকেও বেশী দরকার, হিন্দু ভোটব্যাঙ্ক তৈরী করা এবং বিজেপিকে জেতানো। নয়তো এরকমই চলবে।

  • @user-nm4rp7yf7h
    @user-nm4rp7yf7h 2 дні тому

    ❤❤❤ আসলে কোনো কিছুতেই কিছুই হবে না,,,,এটাই চরম স্বত্ব..😂😂😂😂

  • @amalsengupta6101
    @amalsengupta6101 2 дні тому +1

    কেন্দ্রের হোম মিনিস্টি কি করছে, রাজ্যপালকে দিয়ে ৩৫৫ ব ৩৫৬ সুপারিশ করাচ্ছন না কেন? আর কতদিন?

  • @supriyomukherjee4944
    @supriyomukherjee4944 2 дні тому +1

    আপনারা খেয়াল করুন আর ভাবুন। ভেবে ভেবে তো সবাই ডেবলু বনে গেলাম, প্রতিকার কিছু হয়েছে। যাদের প্রতিকার করার কথা, কেন কিছু বলেন না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস কোনদিন করেছেন।

  • @subratamazumder991
    @subratamazumder991 2 дні тому +1

    Bengal's conscience is today deaf and dumb and blind .

  • @user-vp2bc1zy3h
    @user-vp2bc1zy3h День тому

    Sir, you have rightly pointed out that only for ego fight Lakhs of rupees are being incurred when state people shall have no benefit at all. This should be settled amicably.

  • @siddharthakumardutta155
    @siddharthakumardutta155 2 дні тому +2

    কাকস্য পরিবেদনা😢😢😢

  • @sujitkumarbhattacharya-tr4qy
    @sujitkumarbhattacharya-tr4qy 2 дні тому +1

    ভয় টা ভালো। এক্ট ৩৫৫ বা ৩৫৬ লাগু করার জন্যে রাজ্যপাল মহাশয় কেন্দ্র সরকারকে রেকমেন্ডেশন পাঠিয়েছেন কী?

  • @aviksrimany6907
    @aviksrimany6907 2 дні тому +4

    কাদের সাথে কার তুলনা করছেন। শিক্ষিতদের সাথে মিথ্যা ডিগ্রির।

  • @asitroychowdhury956
    @asitroychowdhury956 2 дні тому

    EMMOTIONAL MR. SANMOY BANERJEE

  • @HappyCrocodileHiding-py9sf
    @HappyCrocodileHiding-py9sf День тому

    যা বাজে টাকা খরচা হচ্ছে তাতে হয়তো একটা ছোট শিল্প হয়ে যেতো বলে মনে হয়, কিছু কর্ম সংস্থান হতো

  • @prasantakumar4596
    @prasantakumar4596 2 дні тому +1

    জনগণের ট‍্যাক্সের টাকা তো আছে,চিন্তা কি।যা খুসি তাই করে যাচ্ছে

  • @suprakashmondal2866
    @suprakashmondal2866 2 дні тому +1

    Sanmoy da darun bolechhen.W.B e talibani shashan cholchhe .

  • @swarnakamaldhali6896
    @swarnakamaldhali6896 2 дні тому +1

    অ্যালিগেশন হবে

  • @user-zu3rb7kl1f
    @user-zu3rb7kl1f 2 дні тому

    dada,gd mrng,hope ure doing this in this MAMATA BEGUM BANGLA!!!!