ore nil doriya | ওরে নীল দরিয়া | Bangla Song | ore nil doriya | pantho kanai | পান্থ কানাই

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • ওরে নীল দরিয়া
    পান্থ কানাই
    1974-75, Abdullah Al Mamun has planned to adapt a film version of Shahidullah Kaiser's 1962 novel Sareng Bau(The Captain's Wife). He has scripted a song sequence for film, where captain is returning home to meet her wife. For composing this song, he put his idea and theme of filming before Alam Khan for composing. Meanwhile, Alam Khan has prepared an unused composition in 1969. After discussing with Abdullah Al Mamun, Alam Khan select that tune for using in this song.Lyricist Mukul Choudhury penned the entire song after hearing the unused tune and Abdullah Al Mamun's plan for filming the song. For voice, Abdullah Al Mamun proposed Abdul Jabbar's name and Alam Khan composed the entire song based on Mamun's suggestion, so that the song fit in Abdul Jabbar's voice perfectly.
    #ওরে নীল দরিয়া #Ore Nil Doriya #BlueRiver #ore nil doriya #orenildoriya #ore nil doriya - pantho kanai

КОМЕНТАРІ • 760

  • @gmrashid3520
    @gmrashid3520 3 роки тому +102

    হাজারো প্রবাসীর আত্মচিৎকার এই গানে প্রকাশ পায়

  • @MaziRubel
    @MaziRubel 6 місяців тому +3

    গান টি যেদিন পাবলিস্ট হয় বাংলা ভিশন চ্যানেলে সেদিন সকালে পিরোজপুর থেকে খুলনা খালিশপুর গিয়ে রাত ১২ টার সময় বন্ধুরা মিলে ছাগল চুড়ি করে চামড়া ছিলাইতেছিলাম। ঠিক সেই সময়ে বেজে ওঠে এই গানটি। মধুর স্রিতি🤣🤣 ছাগল চুরির স্বাহ্মী🤣🤣সোনালী অতীত। খুব মিস করি। ভালবাসার মানুষ টা ২৫ বছর পর আমার জীবনে ফিরে এসেছে। সে চলে যাওয়ার পর শুনতাম এই গান টি অনেক বেশী করে। দিন চলে গেছে। হারট এট্যাক করেছি। ভালাবাসা ফিরে পাওয়ার পর এখন আরো বাচতে ইচ্ছা করে। দোয়া করবেন আমাদের জন্য। জীবনের হয়ত অল্প কিছু সময় বাকী আছে কিন্তু যা আছে তা যেন সুখে কাটাতে পারি

  • @ornobhasan5338
    @ornobhasan5338 3 роки тому +368

    এই কমেন্ট ২০৫০ সাল এর জন্নে করে রাখলাম আমি হয়তো থাকবো না কিন্ত এই গান থাকবে অনেক এর হৃদয়ে

  • @ruhulansary6388
    @ruhulansary6388 Рік тому +4

    1994-95 সালে রেডিওতে শুনতাম,
    এখন 2023 এসে ইউটিউব এ শুনছি। তখন চৌদ্দ -পনের ছিলাম, এখন তেতাল্লিশ, কিন্তু অনুভূতি সেই পনেরোর, কৈশোর মনে যায় গান টা শুনতে শুনতে।

  • @manikglashhawsgmielsohagma9498

    ২০০০ সালের আগে এক সময় গলাছাইড়া এই গানটা বন্ধুদের
    আড্ডায় সবাই মিলে গাইতাম। গান আছে থাকবে কিন্তু সেই সময়ের আড্ডা এখন আর হয়না

  • @shajanmojumder7168
    @shajanmojumder7168 Рік тому +1

    এই গানটা আমার চট্টগ্রাম জীবন খুব বেশী শুনতাম পালকির চর সি বীচ কালুরঘাট কর্নফুলি নদীর ধারে বসে বসে খুব শুনতাম।বড় ভাইয়ের সাথে রাগ করে চট্টগ্রাম গিয়েছিলাম।কমেন্ট করে গেলাম আমার পরবর্তী প্রজন্মের জন।

  • @rashedislam8222
    @rashedislam8222 3 роки тому +55

    এই গানের সাথে আমার অনেক মিল রয়েছে
    পরিবার ছেড়ে থাকার কষ্ট
    বন্দী জীবন
    একাকীত্ব
    প্রিয়জনকে মিস করা
    ডিপ্রেশন
    আল্লাহ সহায় হোন

  • @forhadchowdhury2182
    @forhadchowdhury2182 3 роки тому +63

    প্রাইমারি স্কুলে থাকাকালীন ক্যাসেট প্লেয়ারে শুনেছিলাম। ২০ বছর পরেও কত সুন্দর

  • @mdjafur1631
    @mdjafur1631 2 роки тому +65

    ১৯৯৭ সালের দিকে শুনেছি এখনো সেই অনুভূতি হচ্ছে, গানের মধ্যে মনের আবেগ লুকাতে তাকে যা যুগ যুগান্তরে বয়ে চলবে, এগুলো শুধু গান নয়, জীবন্ত জীবনধারা।

  • @raihankhan8250
    @raihankhan8250 3 роки тому +43

    এতো ভালো লাগে কেন জানিনা,,,মনে হয় দিনের শুরুতে একবার হলেও গানটা প্লে করি,,,🥰🥰♥️

  • @bdtrucklover5256
    @bdtrucklover5256 3 роки тому +19

    এমন হাই কোয়ালিটির গান কখনোই পূরণ হবে না।
    পরবর্তী প্রজন্মের জন্য কমেন্টা রেখে গেলাম।

  • @habiburrahmansuhag2424
    @habiburrahmansuhag2424 3 роки тому +20

    ২০৬৪,সালে ও চলবে কালজয়ী গানগুলি,,যখন থাকবেনা মোর পায়ের চিন্হ এই খানে।।

  • @tanvirhasan8173
    @tanvirhasan8173 2 роки тому +37

    যেসব গান কখনোই পুরোনো হবেনা তার মধ্যে অন্যতম এই গানটি 🙂
    সবসময়ই শুনি 🙂

  • @সমাজের-অসংহতি

    সব কিছু ছেড়ে চলে যাব । কিন্তু এই গানটি থাকবে তাই কমেন্ট করলাম। করোনা মহামারীর সময় 2020। 2075 সালে লোক গুলো এই গানটা শুনে অবাক হবে।

  • @mrchowdhuryrana7097
    @mrchowdhuryrana7097 3 роки тому +20

    স্কুল লাইফে আমাদের দফতরী চান ভাই স্কুলের সকল পোগ্রামেই গানটা গাইত।
    অনেক মিস করি সেই সময়টাকে😪😪

  • @anowarhushain6068
    @anowarhushain6068 Рік тому +1

    গানের সাথে কিন্তু দৃশ্যের সুন্দর মিল তাই বেশি ভালো লাগছে।

  • @monpakhi5163
    @monpakhi5163 3 роки тому +72

    এই গানটার ভিতরে একটা মায়া আছে, সুনলে মনটা ভরে যায়,,মায়াবী মানুষ

  • @rhsanny9528
    @rhsanny9528 Рік тому +1

    পুরুষ মানেই এক রহস্যময় চরিত্র--
    যার মাঝে লুকিয়ে আছে শত শত না -পাওয়ার গল্প 💔

  • @ZayanChawdhury
    @ZayanChawdhury 10 місяців тому +2

    তখন আমি ক্লাস 4 এ (2002) চুমকি চলেছে একা পথে, এই আলবামে ছিলো গানটা। খুব শুনি

  • @psvirtuallife4471
    @psvirtuallife4471 3 роки тому +12

    আমার ফেবারিট গানের মধ্যে এই গানটা অন্যতম,,,ভালবাসার আরাক নাম পরশ

  • @shahinnill5571
    @shahinnill5571 2 роки тому +15

    পান্থকানাই দাদাও হারিয়ে গেছে গানের জগৎ থেকে। তবুও গানটা আজও রয়ে গেছে। জনম জনম এই গান চলবে পুরনো হবে না ইতিহাস হয়ে থাকবে

    • @mdshakilhossen3249
      @mdshakilhossen3249 2 роки тому

      Haray nai bhai...Coke Studio Bangla take abar firiye niye esheche.

  • @ZuhanshamimZuhanshamim
    @ZuhanshamimZuhanshamim 3 роки тому +10

    খু্ব সুন্দর একটা গান খুব ছোট বেলায় শুনছি একন আমি ২৭ বছরের যুবক।
    খু্ব ভালো লাগে গানটা।

  • @srcinemaholl7694
    @srcinemaholl7694 3 роки тому +28

    এই গানের মাঝেই মিশে আছে মানব জাতির আবেগ ও ভালোবাসা এই গান অমর,,, গানের মত গান হলে একটাই যথেষ্ট ❤️

  • @মামুনহাসান-খ১ষ

    এই কালজয়ী গানের গীতিকার ও সুরকার চলে গেলেন গতকাল।
    ভালো থাকবেন শ্রদ্ধেয় আলম খান।

  • @md.sharifulislam8853
    @md.sharifulislam8853 2 роки тому +15

    21-02-22
    আজকে মনটা অনেক খারাপ মালয়েশিয়ার মাটিতে বসেই গানটা শুনলাম। সত্যি বলতে কি বলবো বলার ভাষা হারিয়ে ফেলছি গানটা শুনে মনে হচ্ছে হৃদয়টা যেন স্থির হয়ে গেছে😢😢😢😢
    আগামীকাল 22-2-22 এই ছোট্ট কমেন্ট ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে গেলাম। হয়তো এমন মধুর দিন আমরা আর পাবো না। অফুরন্ত ভালোবাসা থাকবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য❤❤❤❤

  • @mrsujon8210
    @mrsujon8210 2 роки тому +6

    এই গান টা যখনই শুনি,, তখনই পরিবারের কথা মনে,,পরে যায়, আমি কোথায় আর তারা কোথায়,,,🧐🧐🧐🧐হায়রে জীবন,,,,

  • @Mrhuntyou
    @Mrhuntyou Місяць тому

    একটা সময় সন্ধ্যা হলে খোলা মাঠে বন্ধুদের সাথে আড্ডা দিতাম আর এ সব গান শুনতাম। ১৯৯০ এর ছেলে মেয়েরাই বুঝবে ঐ দিন গুলা কতো আনন্দের ছিলো।❤

  • @imranmalita8815
    @imranmalita8815 3 роки тому +10

    আমার মনে হয় যারা নৌবাহিনীর চাকরিকরে সমুদ্রে থাকে তাদের কাছে এই গানটি খুব প্রিয়ো এবং তাদের জন্যই লেখা হয়েছে 💔💔💔💔💔💔💔💔💔💌💌💌💌

    • @mdzihad2869
      @mdzihad2869 3 роки тому

      Hmmm.....vai

    • @mdrazibhosen2697
      @mdrazibhosen2697 3 роки тому +1

      আমি যে, নিজেই তার ভুক্তভোগী।

    • @MdMasum-oc2cx
      @MdMasum-oc2cx 2 роки тому

      জাহাজে অনেকেই চাকরি করে বিভিন্ন দেশে যায় কোথাও মাসকে মাস পড়ে থাকা লাগে।

  • @mdsheikhfarid2039
    @mdsheikhfarid2039 Рік тому +1

    প্রবাসে থেকে শুনতে এত ভাল্লাগছে বলার ভাষা নেই,, 18/9/2023

  • @TheNUT5060
    @TheNUT5060 2 роки тому +9

    আমরা হয়তো বয়স্ক হয়ে গেলে এইসব গান পাবো নাহ্।তবুও একটা স্মৃতি হিসেবে রেখে গেলাম।❤️❤️🥀আজ আমি যুবক। হয়তো বৃদ্ধ বয়সে দেখবো,নয়তো ওইপারে চলে যাবো।☺️☺️

  • @raowushossion423
    @raowushossion423 2 роки тому +59

    কখনো পুরোনো হবে না এসব গান❤️

  • @monirkhan3264
    @monirkhan3264 Рік тому

    আমাদের মতো প্রবাসিদের জিবনের সাথে গানটির হুবহু মিল। যতোবার শুনি ততোবার আমার বুক ফেটে কান্না চলে আসে। তাই আমি অনুরোধ করবো এমন গান ডাউনলোড করবেন না দয়া করে।নয়তো আমাদেরকে পরাজিতো সৈনিক হয়ে দেশে ফেরা লাগবে

  • @salmanshah1583
    @salmanshah1583 3 роки тому +40

    এসব গান হলো মনের খোরাক, যা মনের ক্ষিধা মিটায়।

    • @cpAkbarDu
      @cpAkbarDu 3 роки тому +1

      গান মনের খোরাক নয় ভাই, গান হলো নফসের খোরাক.. যা মনে ফেতনা সৃষ্টি করে..

    • @ikbalahammedjewelikbalaham9859
      @ikbalahammedjewelikbalaham9859 3 роки тому

      @@cpAkbarDu gvy ggygyghg yy6y6y6

    • @MonirHossain-kz1hh
      @MonirHossain-kz1hh 2 роки тому +2

      💯 right vi

  • @mdnaeimhossainbangladesh8223
    @mdnaeimhossainbangladesh8223 2 роки тому +4

    পছন্দের যত গান আছে তার
    উপরের কাতারে এই গানটা
    যত শুনি ততোই ভালো লাগে
    বাড়ি ঘর ছেড়ে শহরে পরে আছি আজ তিন বছর হতে চলছে প্রিয়জনদের কথা মনে পড়লে এই গান শুনি আর মনকে মিথ্যা সান্ত্বনা দেই

  • @tanvirulhauque
    @tanvirulhauque 6 місяців тому

    দাও ফিরিয়ে সে অরন্য, লও এ নগর। আহারে বাংলা গান, কলিজা জুড়িয়ে দেয়।

  • @md.maniruzzamanpalashpalas5442
    @md.maniruzzamanpalashpalas5442 2 роки тому +7

    যদিও আমি ইসলামি অনুশাসনের কারণে গান শোনা পছন্দ করি না, কিন্তু আমি মনে করি আমার পূর্ব বাংলার এই গানটির সুরই সেরা। যখন আমি রংপুর সরকারি কলেজে পড়তাম তখন মনে হতো এই গান দিয়ে পূর্ব ও পশ্চিম বাংলার যে কোনো ব্যান্ড সংগীতানুষ্ঠানকে আচ্ছন্ন করা যেত।

    • @mannadey3790
      @mannadey3790 2 роки тому +1

      যে বা যারা তোমার ব্রেইন ওয়াশ করেছে,তারা কাজটা ভালো করেনি!!মানুষ হও,মানুষ হও

    • @md.maniruzzamanpalashpalas5442
      @md.maniruzzamanpalashpalas5442 2 роки тому +1

      @@mannadey3790 তার মানে আমি পরিচ্ছন্ন মস্তিষ্কের মানুষ।

  • @TajulIslam-qo3pv
    @TajulIslam-qo3pv 2 роки тому +4

    অসম্ভব সুন্দর একটা গান কতবার যে শুনেছি তার হিসাব নেই প্রতিবারই অসম্ভব ভালো লাগে ।

  • @najimsheikh4136
    @najimsheikh4136 Рік тому +1

    ❤❤অসাধারণ একটা গান❤❤

  • @aratihaoladar3855
    @aratihaoladar3855 Рік тому +1

    এই গানটা আমি কোনদিনও শুনিনি আমার একজন বাংলাদেশের থাকে সে আমাকে শোনালো গানটা খুব ভালো লাগলো আমার গানটা সত্যিই সুন্দর হৃদয় ছুঁয়ে যায় 💕💕💕💕💕💕💕

  • @kobijahed
    @kobijahed Рік тому

    অনেকের কন্ঠে শুনেছি গানটা। কিন্তু এটাই সেরা।পান্থ কানাই সেরা।

  • @mdabdoussalamshekh2816
    @mdabdoussalamshekh2816 Рік тому +4

    ১৯৮০ সালে প্রথম শুনেছি, আজ২০২৩ আজও অনুভুতি জীবন্ত হয়।২০৮০ সালে যারা শুনবে তাদের কাছেও তীব্র আবেগঘন ভালবাসার অনুভূতি জাগাবে এ-ই গান গুলো।

  • @rayhanjohir9037
    @rayhanjohir9037 Рік тому

    এই গানটায় একটা আবেদন আছে শুনলেই চোখে পানি আসে।

  • @kamalhossen7023
    @kamalhossen7023 2 роки тому +1

    ২৯০০ সালে আমি থাকবো না। এই গান থকবে।

  • @kawsarhossain6313
    @kawsarhossain6313 2 роки тому +3

    যুগ যতই ডিজিটাল হোক, যতই ডিজিটাল গান লিখুক এসব গান কে কখনোই পেছনে ফেলে যেতে পারবে না।এই গানগুলো মানুষের কাছে যেমন প্রিয় ছিল আর থাকবে যুগ-যুগ পরেও।

  • @মামুনহাসান-খ১ষ

    কালজয়ী একটা গান।
    আমরা থাকবো না,,,,তবে গান টা থেকে যাবে আজীবন গানের ভূবনে সর্বোচ্চ স্তরে💚❤️

  • @absaruddinkhan2583
    @absaruddinkhan2583 3 роки тому +45

    গানটা এতবার শুনার পরেও বার বার শুনতে ইচ্ছে করে।

  • @siamsikder6622
    @siamsikder6622 Рік тому +1

    এই গানগুলো যতবার বেজে উঠবে তখনই মনে হবে যেন গানটি পুনর্জীবন ফিরে পেয়েছে।

  • @afjolahmed1322
    @afjolahmed1322 3 роки тому +7

    কিদিয়ে দিলে ভাই!😭😭
    এই গানটি শুনলে আমার গায়ের লুম দারিয়ে যায়!!

  • @mizanislam9742
    @mizanislam9742 2 роки тому +5

    হৃদয় জুরুানো গান হাজার বছর থাকবে মানুষ মাজে

  • @md.mosiurrahman7110
    @md.mosiurrahman7110 3 роки тому +36

    নদীর পাড়ে দাঁড়িয়ে অথবা সাগরের তীরে দাঁড়িয়ে শুনতে ভালো লাগে। মন ছুয়ে যায়.....

  • @mohammedfaruk1668
    @mohammedfaruk1668 3 роки тому +17

    এই গান গুলো শুনলে মনে হয় যেন পুরোনোদিনের মানুষের জীবন কাহিনি এমনই ছিল.. এই গান গুলো শুনলে অন্তরটা কেপে ওঠে

  • @mdrumman.4802
    @mdrumman.4802 2 роки тому +1

    আমার খুব পছন্দের একটা গান। বয়স আমার মাএ 22 এই বয়সের ছেলেরা এইসব গান সচরাচর কম শুনে ।কমেন্ট করে রেখে গেলাম।বহু বছর পর যখন এই কমেন্ট পরব তখন আবার একবার ছোটবেলায় হারিয়ে যাবো ।28 /05 /2022।এখন আমি প্রবাসে আছি।

  • @mamazidhighschool3299
    @mamazidhighschool3299 2 роки тому

    বাংলা ভাষার গান যতদিন থাকবে ,
    এই গান ততদিন থাকবে সবার মনে ।
    ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমার এই কমেন্টস রেখে দিলাম ।

  • @sumonroy2725
    @sumonroy2725 2 роки тому +5

    অমর গান এভাবে বেঁচে থাকুক আমাদের হৃদয়ে ❤️❤️❤️❤️ ২০২২

  • @biplopmitra538
    @biplopmitra538 2 роки тому +5

    কিছু গানের অস্তিত্ব বছর কিংবা সাল-এর মধ্যে বেধে দেয়া যাবেনা।।। যখন শুনবে তখনি নতুন মনে হবে,,,,সে রকমই গান এটা।

  • @urmitalukdernazu-bc5jj
    @urmitalukdernazu-bc5jj Рік тому +1

    আমার প্রিয় একটা গান 2060 জন্য

  • @singerbabu6153
    @singerbabu6153 2 роки тому +4

    কোথায় আমার সেই ভালবাসা!
    কোথায় আমার সেই প্রিয়তমা!
    যে বলেছিলো হাজার বছর পাশে থাকবে!!
    সে বলেছিলো সারাটাজিবন ওই বুকে
    আগলে রাখবে!
    আজ কোথায় সে কার বুকে!!
    হাহাকার করে বুকটা জুড়ে!!
    আহা ভালবাসা
    আহা প্রীয়তমা🙂😀!!

  • @miltonroymilon1634
    @miltonroymilon1634 2 роки тому +3

    এই গানটি যতবার শুনি মন ভরে না! শতবর্ষ পেড়িয়ে গেলেও গানটি শুনলে মানুষের মনে নাড়া দিয়ে যাবে।

  • @kamrunnaharrotna2502
    @kamrunnaharrotna2502 3 роки тому +5

    এখন রাত ১১:৩২ বাঝে বারান্দায় বসে আচি আকাশে চাঁদের আবছা আলো সত্তি এই গান আর এই রাতের প্রেমে পড়ে গেচি

  • @Maksudur141
    @Maksudur141 2 роки тому

    এই কমেন্টস রেখে গেলাম ২১০০ সালের জন্য।আমি হয়তো তখন থাকবোনা।আমার সন্তানরা কমেন্টস টা দেখবে আর ভাববে বাবা কিরকম গানের শ্রোতা ছিলো...

  • @srssomon9593
    @srssomon9593 Рік тому

    চোখে অশ্রু জরা গান..….

  • @mdabdullah-vo4bz
    @mdabdullah-vo4bz Рік тому

    হায়রে প্রবাস জীবন গানটা শুনতে শুনতে চোখে কখন যেন পানি চলে আসলো বুজতেই পারিনাই গান টা মনে হয় প্রবাসির জন্য লিখা হয়েছে যেই আমার এই কমেন্ট টা পরবে তোমরা কেহ ভাই বিদেশে আইসো না ভাই আর যদি আসো আমি এই কমেন্ট টা কেন করেছি আসার পরে বুজবে কমেন্ট টা রেখে দিলাম সারাজীবনের জন্য আমি না থাকলেও কমেন্ট টা থেকে যাবে

  • @lunetseasychemistry1521
    @lunetseasychemistry1521 Рік тому +5

    এটাই বেস্ট,অনেকের কন্ঠে শুনেছি।❤️👍

  • @fazlulhaque1573
    @fazlulhaque1573 3 роки тому +8

    আমার প্রিয় একটি গান। অনন্তকাল এই গান মানুষের মনে বাজবে বলে বিশ্বাস রাখি

  • @salimahmed1357
    @salimahmed1357 3 роки тому +9

    এই সুর আর কথা যে গান তা মন ছুয়ে যায় সুরের টানে আবেগে চোখের পাতায় পানি জমে ফোটা ফোটা পানি কারউ ঝরে,,

  • @dipukamrul5178
    @dipukamrul5178 2 роки тому

    আমি জানি আমার হৃদয়ের খবর আর কেউ জানেনা ছেলে মেয়েদের কে রেখে কত দূরে চলে এসেছি, ভালো বাসার মানুষকে শুদু মনের মাঝে রেখে কান্নাভেজা হৃদয় চার দিকে খুজে

  • @nusaibaliya1129
    @nusaibaliya1129 2 роки тому

    কমেন্ট রেখে গেলাম 2090সালের জন্য।তখন কি হয় জানিনা।কারন থাকবোনা হয়তো দুনিয়ায়

  • @rajibhossen9635
    @rajibhossen9635 2 роки тому

    আমি যেমন ২২ বছর পর এখনও শুনি,তেমনি আগামী ৩০ বছর পর যে গানটি শুনবে তার উদ্দ্যেশ্যে কমেন্ট,টি করেগেলাম।

  • @saifulislam-bi9gu
    @saifulislam-bi9gu 2 роки тому +1

    ২০৯৯ সালের সকল প্রন্মকে আমার অগ্রিম সালাম , আমি হয়তো এই ২০৯৯ সালে থাকবো না। কিন্তুু এই গান থাকবে যুগ যুগ ধরে...

  • @mdmahfugurrahman114
    @mdmahfugurrahman114 7 місяців тому

    আমিও গানটার প্রেমে পড়ে গেছি। একটা কমেন্ড করে রাখলাম স্মৃতি হিসেবে

  • @delwar7746
    @delwar7746 Рік тому

    আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহ
    এই কমেন্ট ৩০৫০ সালের জন্য রেখে গেলাম,,

  • @Alamin1655_
    @Alamin1655_ Рік тому

    আমার এত সাধের মন বধুয়া হায়রে কি জানি কি করে❤️.. কালজয়ী গান

  • @alomgirkabir4249
    @alomgirkabir4249 Рік тому +1

    এই গান আমার হৃদয়ের কথা বলে 💞💕💓💞

  • @mdhasanali5924
    @mdhasanali5924 3 роки тому +6

    মনের মানুষ মন থেকে দুরে ঠেলে দিয়ে চলে গেলো, তাই এই গান টা টাইম লাইনে রেখে দিলাম।

  • @DavojitDey
    @DavojitDey Рік тому

    এই গানগুলো সারাজীবন বেঁচে থাকবে।

  • @MdAshik-fe2pf
    @MdAshik-fe2pf 3 роки тому +16

    এই সব গান কখনো হারানোর নয়,যার কন্ঠে শুনি তার কন্ঠেই ভালো লাগে,

  • @YasinKhan-dl2iv
    @YasinKhan-dl2iv Рік тому

    ভাই এই কন্যফলি জাহাজে করে আমি গেছিলাম সেন্ট মাটি তখন সেই ভালো লাগছিলো ❤❤❤❤

  • @TahiraTabassum5977
    @TahiraTabassum5977 Рік тому

    অসাধারণ একটা গান সুনলেই পরান জুরিয়ে যায়,, [[রুবেল + শারমিন]] মিছ ইউ জান আমার,, আই লাভ ইউ জান,, দোয়া করি সুখী হও😭😭😭😭

  • @deloyarhossin7946
    @deloyarhossin7946 Рік тому

    আমার এক বন্ধু ছিল । নাম সমূন। অনেক ভালো গাইতো।চট্টগ্রামে রেললাইনে সে দিন গুলো ।

  • @mizanurrahmanshanto1335
    @mizanurrahmanshanto1335 3 роки тому +3

    আমি বোধ হয় একটু ব্যাকডেটেড তাই
    ২০২১ সালে এসেও এ গান শুনতেছি।
    যদি তাই হয়, আমি মনে করি ব্যাকডেটেড এ ভালো।

  • @MedicinesMaster
    @MedicinesMaster 3 роки тому +12

    1970 সাল থেকে সমাধিক জনপ্রিয় অসাধারণ গান।

  • @ময়মনসিংহেরআড্ডা

    আগের প্রত্যেকটা গানের কথাগুলো বুঝতে পারতাম আর এখন কি যে গান করে এসব কিছুই বুঝতে পারিনা।

  • @Jisan_Shadin
    @Jisan_Shadin 2 роки тому +3

    এই গান টা একমাত্র পান্থ কানাই ভাই এর গলায় শুনতে ভালো লাগে❤️

  • @mdamir9385
    @mdamir9385 Рік тому

    মিস ইউ ভাইয়া 😭😭
    অনেক আবেগ জরিয়ে আছে এই গানটার মধ্যে।।।।।

  • @albatrossnozrul78
    @albatrossnozrul78 7 місяців тому

    ২০২৪/০৩/১৫ এসে মনে পড়ে গেলো বাল্যকাল আর চলে এলাম পান্ত কানাই গলায় শুনতে এই গান।অফিস লান্স আওয়ার চলে বসে গেলাম প্রিয়তমার স্মরণে

  • @yeasinbhuyan7764
    @yeasinbhuyan7764 2 роки тому +1

    অসাধারণ, গান।২০২২সালে এসে বলছি ২০৭০ সালে ও গান থাকবে,, থাকভ না আমরা। শিল্প ও থাকবে না,, রেখে জাবে আল্লাহ দান ঐ কন্ঠের সুর দরা মন কারা গান।

  • @mesohag7725
    @mesohag7725 3 роки тому +5

    অনেক সুন্দর একটা গান ২০৭০ সাল পর্যন্ত বাচিয়ে রাখলাম

  • @muradsarder7152
    @muradsarder7152 Рік тому

    আমি মুরাদ হোসেন বলছি ei song ta ajibon bece thakbe,,,,, vobissot porojonmer jonno rekhe gelam

  • @mdsohelrana2599
    @mdsohelrana2599 2 роки тому +1

    এক কথায় অসাধারণ একটা গান

  • @aliislambteb6903
    @aliislambteb6903 3 роки тому +3

    আসলেই অসাধারণ একটা গান আজ থেকে ১০০ বছর পরে শুনলেও হইতো নতুন মনে হবে

  • @samirtangail3877
    @samirtangail3877 Рік тому +2

    এসব গান কখনো পুরাতন হবে না! যুগের পর যুগ থেকে যাবে গান গুলা মানুষের অন্তরে 🥀🥀

  • @mst.sarminkhatun4090
    @mst.sarminkhatun4090 2 роки тому

    Moner vetor ta kmn Jani hoy jy ..asob gan sune .
    Koto kichu j mone pore aksathe seta bolar moto na..khub khub sundor..

  • @user-zh5kr5rs9y
    @user-zh5kr5rs9y 2 місяці тому

    2050 সালে জন্য রেখে গেলাম হইতো আমি থাকবো না এই গানটা শুনে আমার জন্য দোয়া করবে❤❤❤❤

  • @OmarFaruk-lk4sg
    @OmarFaruk-lk4sg 2 роки тому +2

    এই গান গুলো আমার বাবা শুনতেন। অরিজিনাল গান সুরের। ওনার থেকে শুনতে শুনতে এখন আমার কাছে ও ভালো লাগে

  • @alamin-ny9gf
    @alamin-ny9gf Рік тому +1

    মনের আবেগময় দিন গুলি মনে করিয়ে দেয়, এই গানটা। যুগ যুগান্তর পর্যন্ত এই গান চলতেই থাকবে এবং মনের খোরাক যোগাবে। সেই শৈশব কাল থেকে শুনতেছি, এখনো শুনতেছি।

  • @hamidurrahman3115
    @hamidurrahman3115 9 місяців тому

    গান তো নয় এ যেন আত্মার হাহাকার!
    শুনলেই অনূভুতি গুলো নাড়া দিয়ে উঠে 😐🥺
    প্রজন্মের পর প্রজন্ম আসবে কিন্তু এ গান কখনো পুরনো হবে না। আমার পরে প্রজন্ম এসে ও গান টা শুনবে, এ গানে মগ্ন হবে, এ গানে নিজেকে হারিয়ে ফেলবে। 😍😍

  • @shofiqulislam5102
    @shofiqulislam5102 Рік тому

    চিরস্মরণীয় একটি গান ছোটবেলা কত শুনেছি গান

  • @muhammadsarif6100
    @muhammadsarif6100 Рік тому

    আমি হয়তো একদিন থাকবো নাহ,,,কিন্তু এই গান টা সারাজীবন থাকবে ধ্বংসের আগ পর্যন্ত...মানুষের হৃদয়ে....❤

  • @MdHasan-tl2gd
    @MdHasan-tl2gd 2 роки тому +1

    এক কথায় অসাধারণ আমার একটি প্রিয় গান এসব গান বাঙালি হৃদয় সব সময় জায়গায় করে নিবে পযন্মের পর পযন্ম ❤️❤️

  • @kabirxenon4678
    @kabirxenon4678 3 роки тому +13

    Only pantho kanai voice are matching perfect for this song 😘