Ranibala (রানীবালা) | NEW Bangla Eid Natok 2018 | Afran Nisho | Moushumi Hamid

Поділитися
Вставка
  • Опубліковано 7 лип 2018
  • Ranibala (রানীবালা) | NEW Bangla Eid Natok 2018 | Afran Nisho | Moushumi Hamid
    Natok: Ranibala
    Cast: Shahidul Alam Sachchu, Munira Yusuf Memy, Afran Nisho, Moushumi Hamid, Hillol Roy, Aziz Bari
    Script & Direction: Sumon Anwer
    STAY CONNECTED
    SUBSCRIBE: / visionelectronicsofficial
    FOLLOW US: / vision.rel
    WEBSITE: rfleshop.com/
  • Розваги

КОМЕНТАРІ • 3,6 тис.

  • @VISIONElectronicsOfficial
    @VISIONElectronicsOfficial  6 років тому +351

    ধন্যবাদ আপনাদের মূল্যবান কমেন্ট এর জন্য।
    আরো বেশি ভিডিও দেখতে VISION Electronics চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন।
    SUBSCRIBE HERE: ua-cam.com/users/VISIONElectronicsOfficial

    • @user-jj7hz1cv3f
      @user-jj7hz1cv3f 6 років тому +9

      mousumi hamid cara onno meyetar nam ki vai

    • @fahmidanirjhor5349
      @fahmidanirjhor5349 6 років тому +4

      Accha song ar lyrics ta ki kew bolte parben?

    • @RakibAkramuzzaman1
      @RakibAkramuzzaman1 5 років тому +7

      পুরোটা শেষ হবে কবে এটা তো মাত্র শুরু। দ্বিতীয় পর্ব কবে শুরু করবেন

    • @banglagazalmedia7203
      @banglagazalmedia7203 5 років тому +4

      নাটকটা ভালোলাগলো কীন্তু এর পরের ঘটনাটা কী হবে ঐটা দেখালে খুব ভালো হত

    • @probirbiswas9119
      @probirbiswas9119 5 років тому +2

      Next part kobay as6ay

  • @kichukkhon143
    @kichukkhon143 Рік тому +624

    কে কে আছেন,২০২৩ সালে ফেসবুকের reals দেখে এই নাটক দেখতে এসেছেন।🥰🤭

  • @kumarkaushikbhattacharya489
    @kumarkaushikbhattacharya489 3 роки тому +109

    অনবদ্য নিশো
    অসাধারণ তুমি 👍👍
    আমার গর্ব বোধ হয়ে এক জন বাঙালী হয়ে তোমার মতো অভিনেতা পেয়ে। আমি কোলকাতা বাসী মনে হয় দৌড়ে গিয়ে তোমাকে জড়িয়ে ধরি। আরও অনেক বড় হও।

  • @mdsayedhossain937
    @mdsayedhossain937 Рік тому +215

    নিশু ভাইয়ের এত সুন্দর নাটক কিভাবে এত বছর মিস করলাম ৬ বছর পর চোখে পড়ল
    বাস্তব চরিত্রের অসাধারণ অভিনয়

  • @mdrejaul4708
    @mdrejaul4708 6 місяців тому +15

    ২০২৪ এসে নাটক টি দেখে কমেন্ট করে রেখে গেলাম এসে পরে দেখবো কে কে দেখেছেন ❤❤❤

  • @sksakibhasan9861
    @sksakibhasan9861 6 років тому +45

    নাটকটা দেখার পর আরও একবার নতুন করে বুঝতে পারলাম,, সমাজের বিত্তশালী মানুষের টাকার কাছে সাধারন/দুঃস্থ মানুষের জীবনের কোনো মূল্য নাই।অর্থ দিয়ে তারা সত্যকেও হার মানাতে সক্ষম হয়। নাটক থেকে যে শিক্ষা পেলাম তা পরবর্তী প্রজন্মকে সত্যি ও সৎপথে চলতে সাহায্য করবে।
    এরকম শিক্ষামূলক নাটক বর্তমান সমাজের তরুন প্রজন্মের জন্য খুবই দরকার।

  • @debasishganguly9891
    @debasishganguly9891 2 роки тому +126

    " পৃথিবীটা ততদিন সুন্দর ছিল যতদিন মানুষ সভ্য হয়ে উঠেনি " !!
    একটি বাক্যে সমাজের চেহারা ফুটিয়ে তোলার জন্য ধন্যবাদ !
    কলকাতা থেকে বলছি ।।

  • @mohammadalinaeem5740
    @mohammadalinaeem5740 Рік тому +139

    রানী বালা নাটকের পার্ট 2 চাই।🎉❤

  • @gamingagun2855
    @gamingagun2855 Рік тому +20

    চার বছর আগে এতো সুন্দর নাটক হয়েছিলো আর আমি দেখি নাই। অবাক কান্ড। অন্যায় এখন নিয়মিত হয়ে গেছে তাই অন্যায় বিরোধী নাটক পাওয়ায় যায় নাহ।

  • @parthobanik5536
    @parthobanik5536 Рік тому +57

    সত্যি অসাধারণ একটা নাটক। একদম রিয়ালিস্টিক এবং হৃদয় কাপানো 😐
    Love নিশো ভাই 🥰🥰 এমন নাটক চাই

  • @mahfuzmunna2053
    @mahfuzmunna2053 4 роки тому +34

    শেষের দৃশ্যের জন্য মোটেও প্রস্তুত ছিলামনা স্তম্ভিত হয়ে গেলাম, অসাধারণ একটা নাটক।

  • @muhammadshakib761
    @muhammadshakib761 Рік тому +83

    ফেসবুক থেকে ভিডিও দেখে আসলাম 🥱

  • @MdarifulIslam-js
    @MdarifulIslam-js Рік тому +98

    অস্তির একটা নাটক।
    নাটকের ভিতর রিয়ালিটি এবং হৃদয় কাপানো ভাব আছে
    লাভ ইউ নিশশো ভাই❤❤

  • @akramhussain1582
    @akramhussain1582 2 роки тому +31

    এমন একটি কাজ যা আমাদের নাটক বিভাগের সম্পদ হয়ে থাকবে। এমন সৃষ্টির জন্য গর্ব হয়, আনন্দে বুক ফুলে উঠে পাশের নির্মাতাদের দিকে তাকালে। অশেষ কৃতজ্ঞতা সকল কলাকুশলীদের।

  • @tapatiroy4056
    @tapatiroy4056 2 роки тому +16

    বহু বছর বাদ এত সুন্দর গল্পের নাটক দেখলাম
    সেই অভিনয়। কি বলে যে সকলকে অভিনন্দন জানাব ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আশীর্বাদ রইল সকলের জন্য ।বাংলা দেশের নাটক সারা বিশ্বের মুখ উজ্জ্বল করুক।

  • @mdawalashari-jw4vv
    @mdawalashari-jw4vv Рік тому +656

    আমার মতো কে কে টিক টক থেকে এই নাটকটি দেখতে এসেছেন❤❤❤

  • @dhazhband2.08
    @dhazhband2.08 Рік тому +20

    সত্যি বলতে নাটকটাতে কি এমন আছে জানি না। তবে বাস্তবতার সাথে মিলিত। হয়তো কারো জীবনের বিনিময়ে রচিত জীবনকাহিনী 🙂🙂🌸

  • @rafsanahmed9372
    @rafsanahmed9372 6 років тому +80

    কোব কষ্ট লাগলো শেষের দৃশ্যই রানীবালা
    মৌসুমি হামিদের অভিনয় ছিলো অসাধারণ

    • @VISIONElectronicsOfficial
      @VISIONElectronicsOfficial  6 років тому +2

      ধন্যবাদ আপনার মূল্যবান কমেন্ট এর জন্য।
      আরো বেশি ভিডিও দেখতে VISION Electronics চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন।

  • @mr.careless2555
    @mr.careless2555 6 років тому +108

    শিক্ষার কোন কমতি ছিলনা...
    সমাজের বাস্তব রুপটা তুলে ধরার জন্য ধন্যবাদ...

    • @VISIONElectronicsOfficial
      @VISIONElectronicsOfficial  6 років тому +2

      ধন্যবাদ আপনার মূল্যবান কমেন্ট এর জন্য।
      আরো বেশি ভিডিও দেখতে VISION Electronics চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন।

    • @limonmiah8816
      @limonmiah8816 5 років тому

      Mr. Careless 🔥❤❤

  • @boututorialclasses6589
    @boututorialclasses6589 Рік тому +13

    এটা শুধু একটি নাটক নয় এটা বাস্তব মেসেজ সোসাইটিতে যা পুরো সমাজ এর উপর ভর করে আছে। নাটকটির দ্বিতীয় পর্ব আসা খুবই দরকার ছিল, ধন্যবাদ।

  • @lovestory-vt8ne
    @lovestory-vt8ne Рік тому +45

    একদম বাস্তব চিত্র। অসহায় মানুষ যে বিচার পায় না তার দারুন উদাহরণ।দেশে এর চেয়েও বেশি অন্যয় অবিচার করা হয় 😭🤦 আফসোস এমন পশুদের জন্য

  • @mdshofikul6484
    @mdshofikul6484 6 років тому +74

    নাটকের গল্পের "Quality",acting, actors, actress
    এমন হলে সেটা দেখা যায়।।। খুব ভালো মানের গল্প,আমি মুগ্ধ।।। নিশোর এ ধরনের দক্ষতা আরো দেখতে চাই।।

    • @VISIONElectronicsOfficial
      @VISIONElectronicsOfficial  6 років тому +1

      ধন্যবাদ আপনার মূল্যবান কমেন্ট এর জন্য।
      আরো বেশি ভিডিও দেখতে VISION Electronics চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন।

  • @rakibhasan4628
    @rakibhasan4628 6 років тому +115

    its not a drama...its a true message of our society. Thanks to This Producer & Afran Nisho for a best act.

  • @rakibrahman5455
    @rakibrahman5455 Рік тому +3

    আফরান নিশো নাটক জগতের বাঘ,বাংলাদেশের গর্ব, গুড লুকিং,হেন্ডসাম,৯০ দশকের পরে নিশো বাংলাদেশের লায়ন, নতুন প্রজন্মের আইকনিক, নিশোর ভয়েস সুন্দর, হাইট ভাল,কি বলব নিশোর গুনের কোন শেষ নেই, সব কিছুতেই মনের মত, একদম পারফেক্ট।

  • @skmokiturrahaman3228
    @skmokiturrahaman3228 3 місяці тому +4

    আমার মতো এই নাটক টা 2024 সাল এ কে কে দেখছো।

  • @rokibulhasan8949
    @rokibulhasan8949 3 роки тому +15

    প্রথমেই গল্পটির লেখক, পরিচালক কে ধন্যবাদ এরকম একটি বাস্তবধর্মী গল্প উপস্থাপনের জন্য ।আর নিশো ভাই ,মৌসুমী আপু এবং অন্যান্য কলাকুশলীদের অভিনয় বরাবরের মতই প্রশংসনীয় ।ভেবে দেখুন, আমরা মানুষ জাতি আজ কতটা অমানুষ, নৃশংস, হিংস্র পশুতে পরিণত হয়েছি। নারীরা কতটুকু নিরাপদ একবার ভেবে দেখুন তো। তথাকথিত পুরুষ শাসিত সমাজের রক্তচক্ষুর হিংস্র থাবায় নারীরা আজ একবিংশ পৃথিবীতে দাঁড়িয়েও কতটা অবহেলিত, নিষ্পেষিত ,পদদলিত ।একটি ছোট্ট শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়সের নারী পর্যন্ত ,তৃতীয় লিঙ্গের মানুষ ,যৌনকর্মী কিভাবে প্রতি পদক্ষেপে নিশংসভাবে নির্যাতিত হচ্ছে!! যাদের জন্য ওই অসহায় নারী রা হয়েছে পতিতা তারা দিব্যি গাঁয়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায় ,তাদের কিছু মান সম্মান নষ্ট হয় না অথচ যারা এই হীন কাজ করতে বাধ্য হয়, তারাই হয় লাঞ্ছিত , উপেক্ষিত ,অপমানিত ।একজন সভ্য মানুষ হিসেবে ,,যে নোংরা ঘটনাগুলো রোজ মেয়েদের সাথে ঘটে চলেছে তা ভাবতেও লজ্জা, ঘৃণা, ভয়ে গা শিউরে উঠার কথা। অথচ প্রতিমুহূর্তে তথাকথিত সভ্য পৃথিবীর আনাচে-কানাচে এসব জঘন্য ঘটনা ঘটছে ।সেই নিষ্ঠুর হিংস্র মানুষ রুপি জানোয়ারদের নিকট নারীরা শুধুই ভোগ্যপণ্য ও সন্তান জন্মদানের যন্ত্র । প্রতিনিয়ত কত শত মেয়ে ধর্ষিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে এই তথাকথিত সভ্য সমাজের কাছে ।কখন আমাদের টনক নড়বে ???কি শেখাচ্ছি আমরা সন্তানদের,এ কী পৃথিবী রেখে যাচ্ছি ভবিষ্যৎ প্রজন্মের জন্য??? একবার ভেবে দেখুন আপনার চারপাশে কতভাবে মেয়েরা শিশুরা -বউরা নির্যাতিত-নিপীড়িত!! কতটা অসহায় !! এই কি আমাদের সভ্যতা?? যেখানে নিরাপদ নয় কোন বয়সের নারী ।নিরাপদ নয় মর্গে থাকা একটি মেয়ের নিথর প্রাণহীন দেহও!!আজ ওই হিংস্র নরপশুরা সেটাকেও তাদের ভোগ্যপণ্য মনে করে,,ছিঃ,,কবে পরিবর্তন হবে এই সমাজ ??যেখানে দুর্নীতি থাকবেনা ,নারীর প্রতি ,কোন সৃষ্টির প্রতি নিষ্ঠুরতা থাকবে না ,থাকবে শান্তি ।আসুন,, আমরা সচেতন হই। ।সবার মাঝে সুশিক্ষা এবং ধর্মীয় শিক্ষা ছড়িয়ে দিতে হবে । সুশিক্ষা,সভ্যতা সংস্কার সমন্বিত মানুষ হয়ে উঠতে হবে ।তা না হলে অচিরেই এই মানব সভ্যতা ধ্বংস হয়ে বিলীন হয়ে যাবে।

    • @VISIONElectronicsOfficial
      @VISIONElectronicsOfficial  3 роки тому

      ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। আরো বেশি ভিডিও দেখতে VISION Electronics চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন।
      Subscribe Now: ua-cam.com/users/VisionElectronicsOfficial

  • @Mukit.214
    @Mukit.214 4 роки тому +43

    এই নাটকে শিক্ষার কোন কমতি ছিলনা, সমাজের বাস্তবতা তুলে ধরার জন্য ধন্যবাদ, এই সমাজের অনেক বড় একটি মেসেজ। ❤❤🇧🇩🇧🇩🇧🇩

  • @mdadnan1152
    @mdadnan1152 Рік тому +11

    বর্তমান বাংলাদেশের চেহারা তার চেয়ে আরো কঠিন পরিচালক প্রযোজক অভিনেতা নিশু কে অভিনন্দন

  • @shakibnikon7189
    @shakibnikon7189 Рік тому +9

    বাস্তব চরিত্র ধারণকৃত অসাধারণ একটি নাটক, আফরান নিশো ভাইয়ার এই নাটক টা মিস করেছিলাম🤕 জানিনা এমন কত অসাধারণ নাটক আছে নিশো ভাইয়ার❤❤

  • @nazmulhoque6662
    @nazmulhoque6662 4 роки тому +18

    সুমন আনোয়ার ভাইকে অসংখ্য ধন্যবাদ।এরকম একটি নাটক আমাদের উপহার দেওয়ার জন্য।

  • @marufhasanesti9959
    @marufhasanesti9959 6 років тому +329

    নাটকটা দিয়ে এই সমাজকে একটা ম্যাসেজ দিয়েছেন, খুবই ভালো লাগল,,,আর নিশো আমার সবচেয়ে পছন্দের মানুষ 😍😍😍

    • @VISIONElectronicsOfficial
      @VISIONElectronicsOfficial  6 років тому +2

      ধন্যবাদ আপনার মূল্যবান কমেন্ট এর জন্য।
      আরো বেশি ভিডিও দেখতে VISION Electronics চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন।

    • @mdalaminhossain601
      @mdalaminhossain601 5 років тому +4

      right vai

    • @user-vd3cs5yh8s
      @user-vd3cs5yh8s 2 роки тому +1

      সবচেয়ে খারাপ জীবন যাপন করে নাটকের নায়ক নায়িকারা তাদের থেকে মানুষের কি শেখার আছে।

    • @debasishganguly9891
      @debasishganguly9891 2 роки тому +1

      মেসেজ দেন কাহিনীকার । পরিচালক তার উপস্হাপনার গুণে মানুষের মনে ছেপে দেন । অভিনেতা - অভিনেত্রী নির্বাচনের কাজটিও করেন পরিচালক ।

    • @user-vd3cs5yh8s
      @user-vd3cs5yh8s 2 роки тому +1

      নাটক সিনেমার কারণে সমাজ থেকে লজ্জা উঠে গেছে।
      পোশাক খুলে পড়েছে।

  • @s7edge982
    @s7edge982 Рік тому +15

    অনেক বছর পর এমন একটি নাটক দেখলাম যে নাটক চার বছর আগে বাহির হয়েছে আমি দেখেছি চার বছর পরে কিন্তু পুরা নিস্তব্ধ হয়ে গেলাম অসাধারণ ছিল নাটকটি

  • @ahamedrifat2001
    @ahamedrifat2001 Рік тому +19

    আফরান নিশো তার অভিনয়কে সে অন্য লেভেলে নিয়ে যায় প্রতিটি নাটকেই আর এই নাটকেও ব্যাতিক্রম কিছু ঘটেনি এবং যেকোনো চরিত্রে সে কিভাবে যেনো নিজেকে মানিয়ে নেয় খুব সহজেই। 😮👌🏻

  • @yousufshimul1967
    @yousufshimul1967 6 років тому +230

    1000 times better than বুকের বাঁ পাশে or বড় ছেলে। অনেক সুন্দর ও গুছানো একটি গল্পের মাধ্যমে সমাজের মানুষ রূপী পশুদের তুলে ধরা হচ্ছে।তাছাড়া চিত্রনাট্যটি দেখার সময় একটিবারের জন্যে ও মনে হয়নি এইখানে অভিনয় হচ্ছে,এত সাবলীল।😍👌

  • @hbsuperstudio
    @hbsuperstudio 2 роки тому +4

    আমার পছন্দের দুইজনকে দেখে
    নাটক দেখা শুরু করে দিলাম
    দেখতে দেখতে শেষের এক মিনিট এ
    কেমন জেনো লাগলো ,
    এই রানীবালার মতো আরো যে কতো রানীবালা আছে আমরা দেখেও দেখি না,
    পাট টু হলে ভালো হতো,,,

  • @raifulislam194
    @raifulislam194 Рік тому +15

    সত্যি নাটক টা দেখার সময় এক মিনিট এর জন্য এদিক সেদিক করি নাই।যত দেখি ততই মুগ্ধ হয়। একদম বাস্তব চরিত্র তুলে ধরা হয়েছে। অসংখ্য ধন্যবাদ নাটকের সাথে সম্পৃক্ত সকলকে

    • @bdsevenboyteam6065
      @bdsevenboyteam6065 Рік тому

      ভাইয়া ২য় পার্ট কি দেখছেন।

    • @raifulislam194
      @raifulislam194 Рік тому

      ​@@bdsevenboyteam6065 না ভাইয়া

  • @masudhasan4274
    @masudhasan4274 Рік тому +8

    কী এক নাটক দেখলাম! এখনো মুগ্ধতা রয়ে গেছে।

  • @shakibmahmud4275
    @shakibmahmud4275 6 років тому +14

    নিশু বস বাংলা নটকের ইতিহাসে তুই আজিবন বেচে থাকবি কারন সুন্দর চেহারা থাকা সত্তেও যে কমেডি করা যায় তার প্রমান তুই আজ একটি স্মাট অবিনয় করছ তুমি সব ধরনের অভিনয়ের জন্য পারফেক্ট I love u BOSS💜💜💜

  • @mb4164
    @mb4164 2 роки тому +9

    OMG. Nisho র অভিনয় টা সত্যিই ঈশ্বরের দান। ভীষণ জীবন্ত অভিনয়। সত্যিই জীবন এ এমন মানুষ খুঁজে পাওয়া খুব দুষ্কর।।।।।।

    • @shahadatshahadat5830
      @shahadatshahadat5830 2 роки тому

      আপনি বিয়ের প্রসতাব দিন না কেন?

  • @AlMamun-sh4ws
    @AlMamun-sh4ws Рік тому +3

    বস নিশোর নাটক মানেই যেনো দারুন কিছু।
    বাংলা নাটক এর কিং।
    সত্যিই মুগ্ধ হয়ে যাই তোমার অভিনয়ে। তোমার মাধ্যমেই আমাদের আরেক কিংবদন্তি স্যার হুমায়ূন ফরিদী কে নতুন ভাবে চেনা ও জানার আগ্রহ তৈরি হয়।
    আমাদের অভিনয় জগতের দুই কিং।

  • @ritabarman6887
    @ritabarman6887 Рік тому +2

    Sotty samajer bastob dik .......koto satyo j evabe chapa pore Jay.... Osadharon🙏🙏

  • @s.m.akkasali3562
    @s.m.akkasali3562 6 років тому +46

    নাটক টাতে বড়লোকদের অাসল পরিচয় তুলে ধরেছে।অসাধারণ নিশো ভাইয়ের অভিনয়।

  • @AbdurRazzak431
    @AbdurRazzak431 6 років тому +6

    দারুন একটা ম্যাসেজ ছিল.... নিশু সব চরিত্রের জন্য পারফেক্ট অভিনেতা 😍😍

  • @funfactsbangla4912
    @funfactsbangla4912 9 місяців тому +4

    এত বছর পর, টিকটক দেখে নাটক দেখতে আসলাম।😕

  • @amidhasan4043
    @amidhasan4043 Рік тому +2

    অসাধারণ একটা নাটক

  • @pranitamandal3242
    @pranitamandal3242 3 роки тому +6

    ভারত থেকে ।
    অসাধারণ একটা নাটক । অভিনয় চমৎকার। আফরান ভীষণ ভালো । মৌসুমিও ।

  • @sunandamukherjee2997
    @sunandamukherjee2997 3 роки тому +7

    অসাধারণ গল্প। এবং সাথে আফরান নিশোর অসাধারণ অভিনয়। খুবই ভালো লাগলো। এইরকম ভালো ভালো নাটক পশ্চিম বাংলা কে উপহার দেবেন। আমরা খুব খুশি হব। অনেক ধন্যবাদ।

    • @antaraanikapiya
      @antaraanikapiya 2 роки тому

      BD er kono channel India te telecast korte dey na apnader policy maker ra whereas India er channel diye amader desh vorti kore felse. apnader common people der uchit policy maker der eirokom unfair decision er against e kotha bola.

  • @ahamedrifat2001
    @ahamedrifat2001 Рік тому +6

    প্রায় ৫ বছর আগের এই নাটক আজ আমি দেখলাম। 😐
    তাও আবার নিশো বসের। ❤

  • @KamrulIslam-br7dj
    @KamrulIslam-br7dj Рік тому +7

    পৃথিবীটা ততদিন সুন্দর ছিল, যখন মানুষ সভ্য হযে উঠেনি।।
    ডাইলকটা অনেক ভাল ছিল

  • @Oahid420
    @Oahid420 6 років тому +7

    এই নাটকটি শুধু একটি নাটকই না,কয়েকটি জীবনের গল্প, দেখে খুবই ভালো লেগেছে।
    আর সব চেয়ে বড় কথা হলে ১ ঘন্টা ১০ মিনিট দেখে মন ভরলো না,আরও দেখতে ইচ্ছে করছে...
    আমার মনে হয় অনেক কিছু শেখার এবং বুঝার আছে এই নাটকটিতে....😊

  • @MdIsmail-oe3ok
    @MdIsmail-oe3ok 3 роки тому +11

    সত্যি অসাধারণ নাটক সত্যি অসাধারণ গল্প। আসলে মানুষের বাস্তব জীবনে অনেক সময় এমন কিছু ঘটনা সত্যি ঘটে যায়। ধন্যবাদ সবাইকে

    • @VISIONElectronicsOfficial
      @VISIONElectronicsOfficial  3 роки тому

      ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। আরো বেশি ভিডিও দেখতে VISION Electronics চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন।
      Subscribe Now: ua-cam.com/users/VisionElectronicsOfficial

  • @omarsani9871
    @omarsani9871 Рік тому +11

    নাটকের ১২ মিনিটে যে সাংবাদিকগন ছিলেন তারা সবাই হাতে মাইক নিয়ে ছিলেন বাট ক্যামেরা একজনেরও হাতে ছিলো না 😂

  • @almamun4821
    @almamun4821 Рік тому +3

    ভাই রাণীবালা দ্বিতীয়টা চাই

  • @shathyslife7434
    @shathyslife7434 5 років тому +6

    নাটকটি এক কথায় অসাধারণ, বাস্তবের সাথে খুব বেশী মিল আছে, কিন্তু অমিল হচ্ছে বাস্তবে আফরান বস এর মতো কেউ নেই ।

    • @VISIONElectronicsOfficial
      @VISIONElectronicsOfficial  5 років тому

      আপনার মতামতের জন্য ধন্যবাদ। আরো নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে Vision Electronics এর সাথেই থাকুন।
      SUBSCRIBE HERE: ua-cam.com/users/VISIONElectronicsOfficial

  • @mosharofhossain5111
    @mosharofhossain5111 Рік тому +7

    এক কথায় অসাধারণ,এই সমাজে যে বড়লোকদের বিচার হয় না,আর গরিবের নেয় বিচার পাওয়াও সম্ভব না সেটাই স্বাভাবিক

  • @ariyanmarufayan
    @ariyanmarufayan Рік тому +4

    এতো সুন্দর নাটক তাও আবার নিশু'র কিভাবে যে মিস করে ফেললাম 🙃

  • @asadurrahman8835
    @asadurrahman8835 Рік тому +1

    "পৃথিবী ততদিন সুন্দর ছিল যতদিন মানুষ সভ্য হয়ে ওঠেনি"
    কত সুন্দর একটা বাণী। গুরু জাতি মুগ্ধ তোমার অভিনয়ে, তুমিই তো সঠিক পরিপূর্ণ অভিনেতা।
    ভালোবাসি গুরু তোমায় অনেক অনেক অনেক বেশিই।
    তুমি হুমায়ুন ফরিদী হয়েই বেঁচে থাকবে ইনশাআল্লাহ

  • @bplablu8529
    @bplablu8529 4 роки тому +8

    অসাধারণ, সত্যি-সত্যিই যদি আমরা যে যায় পজিশন থেকে সমাজের অবহেলিত সুবিধাবঞ্চিত মানুষদের পাশে এসে দাঁড়াই তাহলে সত্যি আমাদের ছোট্ট দেশটি সোনার দেশে পরিনত হবে।

  • @fakhrulalam4346
    @fakhrulalam4346 6 років тому +146

    আমার মতে বাংলাদেশের সেরা নাট্য অভিনেতা নিশো । তার নাটক গুলো অনেক জটিল

    • @user-vd3cs5yh8s
      @user-vd3cs5yh8s 3 роки тому +3

      যার অন্তরে কুরআন নেই তার অন্তর উজাড় গৃহবৎ। আল হাদীস।

    • @sssislam6303
      @sssislam6303 3 роки тому +2

      Right sir

    • @ahmedsafiabdullah5938
      @ahmedsafiabdullah5938 3 роки тому

      I can't appociate that...mossarraf karim is the boss

    • @user-vd3cs5yh8s
      @user-vd3cs5yh8s 3 роки тому +1

      @@ahmedsafiabdullah5938 যে যুবক যৌবনকালে আল্লাহর এবাদত করে আল্লাহ তাঁর প্রিয় ফেরেশতাদের ডেকে বলেন এ-ই তো আমার প্রকৃতবান্দা। আল হাদীস।

    • @bhimvakta9800
      @bhimvakta9800 3 роки тому +1

      Good

  • @ASIKSARKAR
    @ASIKSARKAR Рік тому +3

    অসাধারণ একটি গল্পঃ অসাধারণ অভিনয় যেটা 2023 এ এসেও দেখলাম🖤

  • @sashabuj
    @sashabuj Рік тому +5

    অসাধারণ নাটক❤️❤️
    এই সমজটার দৃশ্য ফুটিয়ে তুলা হয়েছে এই নাটকে,😔

  • @BiswajitDas-xo2vh
    @BiswajitDas-xo2vh 2 роки тому +4

    অসাধারণ গল্প...শেষ দৃশ্যে একটা দারুন টুইস্ট মনে হলো, ভবিষ্যতে পরবর্তী অংশ বেরোলে অবাক হবো না। কতো মানুষ চরম অপরাধ করেও মাথা উঁচু করে ঘুরে বেড়ায়... এভাবে।

  • @armanchy272
    @armanchy272 6 років тому +5

    সত্যি এই নাটক টা দেখে অনেক কিছু শেখার আছে,খুব ভাল লাগলো নাটক টা দেখে।

    • @VISIONElectronicsOfficial
      @VISIONElectronicsOfficial  6 років тому +1

      ধন্যবাদ আপনার মূল্যবান কমেন্ট এর জন্য।
      আরো বেশি ভিডিও দেখতে VISION Electronics চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন।

  • @sajukhan867
    @sajukhan867 Рік тому +1

    Onek sundor akta natok❤❤

  • @mijanahmedshaikat5914
    @mijanahmedshaikat5914 Рік тому +2

    আহা জীবন এতো অদ্ভুদ..
    তবে পরিচালককে ধন্যবাদ এতো চমৎকার ভাবে মানুষরূপি অমানুষের পরিচয় প্রদানের জন্য.. মনে রাখার মতোই একটা নাটক.. মুন্সীগব্জ (বিক্রমপুর) থেকে বলছি

  • @rkal-amin5061
    @rkal-amin5061 6 років тому +7

    বিশেষ ধন্যবাদ
    বর্তমান অবস্হা কে নিয়ে সুন্দর
    এই নাটকটা উপহার দেওয়ার জন্য
    নিশো ভাই এক কথায় অসাধারন

    • @VISIONElectronicsOfficial
      @VISIONElectronicsOfficial  6 років тому

      ধন্যবাদ আপনার মূল্যবান কমেন্ট এর জন্য।
      আরো বেশি ভিডিও দেখতে VISION Electronics চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন।

  • @noormohammad467
    @noormohammad467 6 років тому +7

    কিছু মানুষরূপী জানোয়ার দের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেওয়া হইছে যে মানুষের মন মানসিকতা পরিবর্তন করা কেন ধরকার।
    তা না হলে আমাদের সমাজ তথা দেশ কোনদিন ও পরিবর্তন সম্ভব না। শিক্ষনীয় একটা নাটক !!!! অনেক সুন্দর অভিনয় করছে নিশো ভাই এবং মোসুমী হামিদ । ধন্যবাদ পরিচালক এবং নাটকের লেখক কে এত সুন্দর একটা নাটক উপহার দেওয়ার জন্য।

    • @VISIONElectronicsOfficial
      @VISIONElectronicsOfficial  6 років тому

      ধন্যবাদ আপনার মূল্যবান কমেন্ট এর জন্য।
      আরো বেশি ভিডিও দেখতে VISION Electronics চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন।

  • @SujonA
    @SujonA Рік тому +3

    ধন্যবাদ আপনাদের এত সুন্দর একটা নাটক উপহার দেওয়ার জন্য
    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ritchilprince4249
    @ritchilprince4249 6 місяців тому +1

    আমি গর্বিত বাংলাদেশি হয়ে কারণ আমি বাংলাদেশের নাটক বাংলা ভাষায় দেখতে ও বুজতে পারছি। এই ৫ বছরে এই নাটকটি কিভাবে চোখে পড়লো না তা ভেবে আফসোস হচ্ছে।

  • @arifullislam3580
    @arifullislam3580 6 років тому +44

    নাটক টি অসাধারণ,,, আসুন এই নাটকের শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজের কালপিটদের সব অপকর্ম বিনাশ করি,,, ভাই আমাদেরেই তো সমাজ আমরা যুবসমাজ যদি এগিয়ে না আসি তা হলে কে দূর করবে এই সব সমস্যা,,,, আসুন সকলে হাতে হাত মিলিয়ে অন্যায় আপকরম এর বিরুদ্ধে রুখে দাড়াই,,, চিন্তা করুন এই ভুক্তভোগী জদি আমার বা আপনার পরিবারের কেউ হতো,,, তাই চলুন অন্যায় দেখলে রুখে দাড়াই,🙌🙌

    • @mollamumin6059
      @mollamumin6059 4 роки тому

      সভ্য মানুষগুলো যখন পোশাকের আড়ালে অসভ্য হয়ে যায় তখন পৃথিবী টা আর সুন্দর থাকে না।
      চিরসত্য কথা।
      নগ্ন হয়ে থাকাটা অসভ্যতা নয় । নগ্নতা একটা স্বাভাবিক বিষয় ।
      নগ্ন দেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারাটাই হল অসভ্যতা ।।
      নবী মুহাম্মদের সুন্নত পালন করলে খাঁটি মুমিন মুসলমান ধর্ষক হওয়া থেকে বিরত থাকবে। বহু রকম সুন্নতের অন্যতম একটা সুন্নতি কাজ হলো , রাস্তায় যে কোন বয়সী নারী দেখার পর প্রচন্ড উত্তেজিত হয়ে পড়তে হবে এবং সাথে সাথে ইমানদন্ড হাতের মুঠোয় ধরে স্ত্রীর কাছে দৌড়ে গিয়ে দ্রুততার সাথে যৌনসঙ্গম করে ঠান্ডা হওয়া। নিচের হাদিস থেকে আমরা উক্ত সুন্নতি কাজের দলিল পাই ---।
      নিকাহ (বিয়ে-শাদী) অধ্যায় ::সহিহ মুসলিম :: খন্ড ৮ :: হাদিস ৩২৪০
      আমর ইবন আলী (র)......জাবির (রাঃ) থেকে বর্ণিত । রাসুলুল্লাহ (সা) এক মহিলাকে দেখলেন ও উত্তেজিত হয়ে পড়লেন । তখন তিনি তার স্ত্রী যায়নাব (রাঃ)-এর নিকট আসলেন । তিনি তখন তার একটি চাড়মা পাকা করায় ব্যস্ত ছিলেন এবং রাসুলুল্লাহ (সা) তার সাথে যৌনকাজ করে ঠান্ডা হলেন । তারপর বের হয়ে সাহাবীদের নিকট এসে তিনি বললেনঃ স্ত্রীলোক সামনে আসে শয়তানের বেশে এবং ফিরে যায় শয়তানের বেশে । অতএব তোমাদের কেউ কোন স্ত্রীলোক দেখতে পেলে সে যেন তার স্ত্রীর নিকট আসে । কারণ তা তার মনের ভেতর যা রয়েছে তা দূর করে দেয় ।
      কেমন অসভ্য phyco লোক হলে নিজের অসভ্য লুইচ্চা মানসিকতাকে ঢাকার জন্য নারীদের উপর দুষ চাপিয়ে দেয় ।
      অপর দিকে ইউরোপীয় দেশে যেখানে মহিলারা মুক্ত ভাবে চলাফেরা করে স্বাধীন ভাবে তাদের জীবন যাপন মেয়েরা যেখানে ছুট পেন্ট পরে বিকনি পরে ঘুরে সেখানের মানুষ কত সভ্য। এই দেশে একটা সার্ভে করা হল... একটি সুন্দর মেয়ে 100 জন পুরুষকে তার সাথে সেক্স করার জন্য ওপেন ভাবে বলছে তার মধ্যে 70 জন পুরুষ মেয়েটির প্রস্তাবকে Reject করে দিল... কিন্তু মোহাম্মদ যদি এমন সুন্দর একটি মেয়ের কাছ থেকে Offer পেত তাহলে মোহাম্মদের ঈমান দন্ড সুজা খাড়া হয়ে কি করত মুমিন দর্শক বৃন্দ আপনারা অবশ্যই বুঝতে পারছেন বা জানেন এখন প্রশ্ন হল শয়তান কোন জায়গাতে এবং কার মধ্যে বিরাজ করে দেখে বিচার বিবেচনা করে নিন। ঐখানের মানুষ শয়তানকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে কিন্তু আফসোস আমাদের চির আদর্শ আল্লার প্রিয় নবী মহাম্মদ সেই শয়তানের কাছে পরাজিত, সেই শয়তানকে নবী মোহাম্মদ জয় করতে পারল না এবং তার উন্মদদের শিখাল না শয়তানকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় কারন মোহাম্মদই নিজে শয়তানের কাছে পরাজিত শয়তান ছিল সুতরাং প্রমাণিত হয় মোহাম্মদ আসলে শয়তানের নবী।
      ভিডিওটি দেখার জন্য নীচের লিঙ্কে গিয়ে দেখে নিন।
      ua-cam.com/video/QBtF3I7fDfU/v-deo.html

    • @raqbiulislam3943
      @raqbiulislam3943 4 роки тому

      ভাই তার জন্য তো সমাজটাকে বদলাতে হবে । শোষক ও বুর্জোয়া পুজিপতিরা ,মানুষকে শুধু পন্যই বানায় না , নারীদেরকে শুধু পতিতা বানিয়েই ক্ষান্ত হয়না, তাদের বেচে থাকার শেষ অবলম্বনটুকুও কেড়ে নেয় । মুনাফা আর লোভ সব কিছুকে ধ্বংস করে, পচিয়ে গলিয়ে দিতে চাচ্ছে, গন্ধ বের করে ছাড়ছে, মুনাফা ধ্বংস করছে প্রকৃতি, মানুষকে বেচাকেনার মাল বানাচ্ছে, মূল্যবোধ মনুষ্যত্ব , মানবিক সম্পর্ক, পরিবার সব কিছুকে সে ধ্বংস করতে উদ্যত ।

  • @chandanasengupta6934
    @chandanasengupta6934 2 роки тому +6

    অনবদ্য । এই জুটির আঙুরবালা দেখেছি। অভিনয়, ক্যামেরার কাজ , গল্প অসাধারণ । এত সাবলীল মন ছুঁয়ে যায় । বাবা মায়ের জন্মস্থানের ঘ্রাণ পাই যেন । কলকাতা থেকে ।

  • @kadirmdabdul8388
    @kadirmdabdul8388 4 місяці тому +1

    পাঁচ বছর পরে দেখে আমি অবাক হয়ে গেলাম। এক কথায় অসাধারণ ❤

  • @alifahasan6502
    @alifahasan6502 4 місяці тому +2

    শেষ দৃশ্যটার জন্য প্রস্তুত ছিলাম না,
    বড়লোকের স্বার্থের জন্য গরিবের জীবন শেষ,
    এটাই হচ্ছে তোমার আমার সোনার বাংলাদেশ😂😂😂

  • @RuposhiBangla360
    @RuposhiBangla360 5 років тому +483

    💝কোরআন তেলাওয়াত শুনতে কার কার ভাল💝 লাগে লাইক দিন💝🌹🇧🇩

    • @mdriyajul10
      @mdriyajul10 4 роки тому +8

      Like pabar jonno Vai Koran-sorif k o Caren na

    • @khanjahan9448
      @khanjahan9448 4 роки тому +1

      @@mdriyajul10 "

    • @mohammadafrojhossain3079
      @mohammadafrojhossain3079 4 роки тому +2

      Vai reh..... Tora kothai theke asos.....
      Kon kotha kothai boltehoi ta o janos nah.....
      Tora dhormo niya attu barabari koris ken ?
      Toder moto bokader jonne Islam er upor dosarop kore bedhormirah......

    • @mohammedabdulawalfarves922
      @mohammedabdulawalfarves922 4 роки тому +5

      তোগো মতো কিছু লাইক ভিক্ষুক বেয়াদবের কারণে ইসলাম কলুষিত হচ্ছে

    • @raselbepari2763
      @raselbepari2763 4 роки тому

      নাটক দেখতে দেখতে কোরান পড়চ না বদমাশ!

  • @baburipon2964
    @baburipon2964 4 роки тому +9

    Tnq u,,,,সুন্দর একটা নাটক উপহার দেয়ার জন্য,,,,, যেখানে বোঝার মতো অনেক কিছুই ছিলো,,,,এভাবে যদি সমাজের সব মানুষ পাল্টে যেতে তাহলে দেশে আর এই problem থাকতো না,,, মানুষ মানুষের জন্য,,,, All the best Afran Nisho

  • @mdsoful6033
    @mdsoful6033 Рік тому +1

    Natok ta sotti onek balo cilo....
    Onek kico sikhar ace ai natok theke...

  • @ffhridoyyt...8221
    @ffhridoyyt...8221 Рік тому +3

    দ্বিতীয় পাঠ চাই ❤

  • @m.rsujonkhalifa7673
    @m.rsujonkhalifa7673 5 років тому +5

    পছন্দের মানুষ যদি খুব ভালো কিছু ক্যারেক্টার করে তাহলে এমনি ভালো লাগে অসম্ভব সুন্দর হয়েছে নাটকটা নিশো মানেই তো অসাধারন।

    • @VISIONElectronicsOfficial
      @VISIONElectronicsOfficial  5 років тому

      ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। আরো বেশি ভিডিও দেখতে VISION Electronics চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। Subscribe Now: ua-cam.com/users/VisionElectronicsOfficial

  • @sugarboo9544
    @sugarboo9544 4 роки тому +4

    এত সুন্দর একটা নাটক। নিশোর সেরা নাটক , আর মৌসুমীর অভিনয় এত ভালো লেগেছে । গতানুগতিক কাহিনীর নাটকগুলো থেকে একটু ভিন্ন টাইপের নাটক । অনেকদিন এই নাটকটা মনে থাকবে।

    • @VISIONElectronicsOfficial
      @VISIONElectronicsOfficial  4 роки тому

      ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। আরো বেশি ভিডিও দেখতে VISION Electronics চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। Subscribe Now: ua-cam.com/users/VisionElectronicsOfficial

  • @ranamajumdar8030
    @ranamajumdar8030 Рік тому +2

    Really outstanding mind-blowing unparallel incredible excellent brilliant drama from Kolkata 💖💕💓

  • @MDSOHELRANA-wx1mb
    @MDSOHELRANA-wx1mb 4 місяці тому +1

    নাটকটি আসলেই খুব সুন্দর আর আফরান নিশোর অভিনয় তো অসাধারণ

  • @rafsanahmed2884
    @rafsanahmed2884 3 роки тому +8

    নিশো ভাইয়ের ঠান্ডা ও গরম মিশ্র অভিনয়ও বেশ ভালোই লাগছে। ❤

  • @saifulislam-id8ke
    @saifulislam-id8ke 5 років тому +8

    নিশো ভাইয়ের নাটকের মত এত সুন্দর নাটক আর দেখিনা অসাধারণ অভিনয় করে ছেলেটা👌👌

    • @VISIONElectronicsOfficial
      @VISIONElectronicsOfficial  5 років тому

      ধন্যবাদ আপনার মূল্যবান কমেন্ট এর জন্য।
      আরো বেশি ভিডিও দেখতে VISION Electronics চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন।

  • @Jack-zd3ej
    @Jack-zd3ej 10 місяців тому +1

    এই টা ১০০℅ সত্য বাস্তবতা ঠিক একই..... বাংলাদেশের চিএ এটাই....শুধু Businessman রা ই না, অনেক সরকারী কর্মকর্তা ও। বিচারকই যদি বক্ষক হয় কি আর বলার....

  • @KakuExpress
    @KakuExpress Рік тому +2

    পার্ট ২ হইলে ভালো হইতো

  • @asadnurrahman872
    @asadnurrahman872 2 роки тому +3

    অসাধারণ, অসাধারণ গল্প নির্বাচন। আর নিশোর অভিনয় সত্যি অসাধারণ লেগেছে। শেষটা আসলেই হৃদয় বিদারক। এই ধরনের ঘটনা আমাদের সমাজে ঘটে, সেটি আপনারা দারুণভাবে উপস্থিত করার চেষ্টা করেছেন।

  • @viral-shorts461
    @viral-shorts461 6 років тому +54

    শেষটা অন্য রকম ছিল। তবে এর আরেকটি পার্ট হওয়া উচিত সুন্দর সমাপ্তির জন্য

    • @mahatabmamun110
      @mahatabmamun110 5 років тому +2

      সহমত

    • @afsanamimi1149
      @afsanamimi1149 4 роки тому

      thik bolsen

    • @jayitabosu9422
      @jayitabosu9422 4 роки тому

      একদমই। খুব ইনকমপ্লিট লাগলো। মন খারাপ হলো।

    • @BukuMa
      @BukuMa 3 роки тому

      Ekdom!

    • @md.Riaz_Hossain
      @md.Riaz_Hossain 3 роки тому

      অসাধারণ একটা অভিনয় নিশো ভাই। nice both of you

  • @shimulrahman6892
    @shimulrahman6892 Рік тому +1

    দ্বিতীয় পার্ট দেখতে চাই রানিবালার

  • @sukdebsarker9515
    @sukdebsarker9515 Рік тому +1

    সেরা নাটকগুলোর মধ্যে এটি একটি।

  • @mishusarker779
    @mishusarker779 6 років тому +12

    অসাধারন অভিনয় আফরান নিসু।।অনেক টা বাস্তব কাহিনি বর্তমান বাংলাদেশ এর ্‌

    • @VISIONElectronicsOfficial
      @VISIONElectronicsOfficial  6 років тому

      ধন্যবাদ আপনার মূল্যবান কমেন্ট এর জন্য।
      আরো বেশি ভিডিও দেখতে VISION Electronics চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন।

  • @samratsalauddin7972
    @samratsalauddin7972 6 років тому +20

    নিশো ভাই অসাধারণ বললে হয়তো ভুল হবে, আমার মনে হয় অসাধারণের উপরে যদি কিছু থাকে সেটা এই নাটক😍 নিখুঁত অভিনয় 👌👌👌সমাজ সংস্করণের প্রচেষ্টা 👍

  • @ITSRAFIK
    @ITSRAFIK Рік тому +8

    *আজকে নিয়ে ৭ বার নাটক টা দেখা হলো খুব ভালো লাগে নাটকের মধ্যে কিছু বাস্তব বিষয় তুলে ধরা হয়েছে*

  • @debmodak8292
    @debmodak8292 10 місяців тому

    খুবই ভাল একটি নাটক। নাটকের শেষ দৃশ্যের জন্য প্রস্তুত ছিলাম না।রানীবালা নাটকের পার্ট2 চাই। India থেকে

  • @mosharofmahmud1312
    @mosharofmahmud1312 5 років тому +61

    পুরো নাটক না দেখেই লাইক দিয়ে দিলাম, নিশো ভাই বলে কথা 👌❤

    • @VISIONElectronicsOfficial
      @VISIONElectronicsOfficial  5 років тому

      ধন্যবাদ আপনার মূল্যবান কমেন্ট এর জন্য।
      আরো বেশি ভিডিও দেখতে VISION Electronics চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন।

  • @riajulriju732
    @riajulriju732 6 років тому +286

    সভ্যতাকে আমরা বিচার করি, পোশাক, সংস্কৃতি আর আধুনিকতার উপর। আসলে কি এটাই সভ্যতা? আমি সভ্য হতে চাইনা,,,, আমি মানুষ হতে চাই। আসুন মানুষ হই।

    • @VISIONElectronicsOfficial
      @VISIONElectronicsOfficial  6 років тому +2

      ধন্যবাদ আপনার মূল্যবান কমেন্ট এর জন্য।
      আরো বেশি ভিডিও দেখতে VISION Electronics চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন।

    • @ASHIKJH
      @ASHIKJH 5 років тому

      @@VISIONElectronicsOfficial uu

    • @milonbalkoysoislam2625
      @milonbalkoysoislam2625 4 роки тому

      সব সাংবাদিক মানুস না বাজে

    • @mahbuburrahman9661
      @mahbuburrahman9661 3 роки тому +1

      তোরা কত পূরুষ থেকে কমজাত তারছিড়া?

    • @mahbuburrahman9661
      @mahbuburrahman9661 3 роки тому +3

      @@mollamumin6059 -কোন পতিতালিয়ে তোর জন্ম?বে-জন্মা শুয়রের বাচ্চা।

  • @mintominto5166
    @mintominto5166 4 місяці тому +1

    ৬ বছর পর নাটকটা চোখে পড়ল ১৮ সালে নাটকটা আসলো 24 সালে দেখলাম অনেক ভালো লাগলো
    রানিবালা২....?দেখতে চাই

  • @mdabdurroshid3501
    @mdabdurroshid3501 Місяць тому

    আহা: কি সুন্দর নাটক। নিশু ভাইয়ের এতো সুন্দর নাটক আগে খুবই কম দেখেছিলাম। সবার অভিনয় গুলো চমৎকার হয়েছে। This is very beautiful drama. I cannot believe this.🌷🌹🥀🇧🇩🇧🇩🇧🇩🤞✌👌

  • @fazlehrabby5259
    @fazlehrabby5259 3 роки тому +4

    অসাধারণ অভিনয় করেছে নিশো.... অসংখ্য ধন্যবাদ নিশোকে

  • @karimrejaul3580
    @karimrejaul3580 6 років тому +16

    নাটকের মধ্যে অনেক কিছু বুঝিয়ে দেয়া হয়েছে।।।
    নিশু 💜💜

    • @mollamumin6059
      @mollamumin6059 4 роки тому

      সভ্য মানুষগুলো যখন পোশাকের আড়ালে অসভ্য হয়ে যায় তখন পৃথিবী টা আর সুন্দর থাকে না।
      চিরসত্য কথা।
      নগ্ন হয়ে থাকাটা অসভ্যতা নয় । নগ্নতা একটা স্বাভাবিক বিষয় ।
      নগ্ন দেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারাটাই হল অসভ্যতা ।।
      নবী মুহাম্মদের সুন্নত পালন করলে খাঁটি মুমিন মুসলমান ধর্ষক হওয়া থেকে বিরত থাকবে। বহু রকম সুন্নতের অন্যতম একটা সুন্নতি কাজ হলো , রাস্তায় যে কোন বয়সী নারী দেখার পর প্রচন্ড উত্তেজিত হয়ে পড়তে হবে এবং সাথে সাথে ইমানদন্ড হাতের মুঠোয় ধরে স্ত্রীর কাছে দৌড়ে গিয়ে দ্রুততার সাথে যৌনসঙ্গম করে ঠান্ডা হওয়া। নিচের হাদিস থেকে আমরা উক্ত সুন্নতি কাজের দলিল পাই ---।
      নিকাহ (বিয়ে-শাদী) অধ্যায় ::সহিহ মুসলিম :: খন্ড ৮ :: হাদিস ৩২৪০
      আমর ইবন আলী (র)......জাবির (রাঃ) থেকে বর্ণিত । রাসুলুল্লাহ (সা) এক মহিলাকে দেখলেন ও উত্তেজিত হয়ে পড়লেন । তখন তিনি তার স্ত্রী যায়নাব (রাঃ)-এর নিকট আসলেন । তিনি তখন তার একটি চাড়মা পাকা করায় ব্যস্ত ছিলেন এবং রাসুলুল্লাহ (সা) তার সাথে যৌনকাজ করে ঠান্ডা হলেন । তারপর বের হয়ে সাহাবীদের নিকট এসে তিনি বললেনঃ স্ত্রীলোক সামনে আসে শয়তানের বেশে এবং ফিরে যায় শয়তানের বেশে । অতএব তোমাদের কেউ কোন স্ত্রীলোক দেখতে পেলে সে যেন তার স্ত্রীর নিকট আসে । কারণ তা তার মনের ভেতর যা রয়েছে তা দূর করে দেয় ।
      কেমন অসভ্য phyco লোক হলে নিজের অসভ্য লুইচ্চা মানসিকতাকে ঢাকার জন্য নারীদের উপর দুষ চাপিয়ে দেয় ।
      অপর দিকে ইউরোপীয় দেশে যেখানে মহিলারা মুক্ত ভাবে চলাফেরা করে স্বাধীন ভাবে তাদের জীবন যাপন মেয়েরা যেখানে ছুট পেন্ট পরে বিকনি পরে ঘুরে সেখানের মানুষ কত সভ্য। এই দেশে একটা সার্ভে করা হল... একটি সুন্দর মেয়ে 100 জন পুরুষকে তার সাথে সেক্স করার জন্য ওপেন ভাবে বলছে তার মধ্যে 70 জন পুরুষ মেয়েটির প্রস্তাবকে Reject করে দিল... কিন্তু মোহাম্মদ যদি এমন সুন্দর একটি মেয়ের কাছ থেকে Offer পেত তাহলে মোহাম্মদের ঈমান দন্ড সুজা খাড়া হয়ে কি করত মুমিন দর্শক বৃন্দ আপনারা অবশ্যই বুঝতে পারছেন বা জানেন এখন প্রশ্ন হল শয়তান কোন জায়গাতে এবং কার মধ্যে বিরাজ করে দেখে বিচার বিবেচনা করে নিন। ঐখানের মানুষ শয়তানকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে কিন্তু আফসোস আমাদের চির আদর্শ আল্লার প্রিয় নবী মহাম্মদ সেই শয়তানের কাছে পরাজিত, সেই শয়তানকে নবী মোহাম্মদ জয় করতে পারল না এবং তার উন্মদদের শিখাল না শয়তানকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় কারন মোহাম্মদই নিজে শয়তানের কাছে পরাজিত শয়তান ছিল সুতরাং প্রমাণিত হয় মোহাম্মদ আসলে শয়তানের নবী।
      ভিডিওটি দেখার জন্য নীচের লিঙ্কে গিয়ে দেখে নিন।
      ua-cam.com/video/QBtF3I7fDfU/v-deo.html

  • @jaydeepchatterjee6471
    @jaydeepchatterjee6471 Рік тому +2

    SPEECHLESS ❤ OUTSTANDING ❤ AFRAN NISHO & MOUSUMI HAMID both are Amazing Beautiful Fabulous Excellent Brilliant Performances ❤👍✨✨✨✨