10 Lakhs Jobs | Career Opportunity in Semiconductor Industry | Technology and Career

Поділитися
Вставка
  • Опубліковано 29 лис 2024

КОМЕНТАРІ • 58

  • @YourCareerLife
    @YourCareerLife  6 місяців тому +1

    ডেসক্রিপশন বক্স এ নতুন যে সকল আপডেট আসছে সেগুলি দিয়ে দেবো। দর্শকের কাছে অনুরোধ ডেসক্রিপশন এর লেখা গুলি একবার চেক করবেন।

  • @tuhinkumarnath6511
    @tuhinkumarnath6511 6 місяців тому +3

    স্যার আমি IIT (ISM) Dhanbad থেকে Physics এ MSc করেছি, আমার specialization ছিল Quantum Mechanics এই, তাছাড়া Optoelectronics এর উপর স্পেশাল পেপার ছিল আমার, আমার কি সুযোগ থাকবে এই Industry তে ??? একটু জানাবেন স্যার । 🙏🙏🙏

    • @YourCareerLife
      @YourCareerLife  6 місяців тому +2

      ফিজিক্স নিয়ে পড়লে সুযোগ পেতে পারেন। তবে আপনি IIT এর মতো জায়গা থেকে MSc করেছেন মানে নিশ্চয় আপনার নিজের কোন উদ্দেশ্যে বা ইচ্ছা আছে ফিজিক্স নিয়ে কিছু করবার , আমার মনে হয় সেক্ষেত্রে আপনার নিজের ইচ্ছাকে আগে গুরুত্ব দেয়া। অর্থাৎ যেটা আপনার যে লক্ষ্য সেটাকে আগে গুরুত্ব দেয়া।

  • @ashoksen2857
    @ashoksen2857 6 місяців тому

    খুব সুন্দর পরিবেশ 👌

  • @paowansaha2496
    @paowansaha2496 6 місяців тому +2

    Good video

  • @paritoshbiswas3827
    @paritoshbiswas3827 6 місяців тому +3

    ভারতে ও সেমি কন্ডাক্টর তৈরী শুরু হবে তাইওয়ান কোম্পানি এসেছে।❤

  • @khukubala9319
    @khukubala9319 6 місяців тому

    bsc it korechi akhon product designer kono course korte chaiba it related design course kore banglore service korte chai ,ami bombayte thaki

  • @deepdey9284
    @deepdey9284 6 місяців тому

    Hello sir,Ami currently Central University of Karnataka theke Msc korchi Physics niye....specialization ami hoyto spintronics nebo in the upcoming sem.....amar ki ki scope ba possibility acche ei industry te job grab korar?..kindly guide me

    • @YourCareerLife
      @YourCareerLife  6 місяців тому

      ডেসক্রিপশন এ একটা লিঙ্ক দিয়েছি একবার ওটা দেখুন।

  • @soumighosh6726
    @soumighosh6726 6 місяців тому

    Sir, amar meye IIT or NID theke B.Design korte interested, eibar(2024) class 10 board exam pass koreche..or ki semiconductor field e kono scope achey after completing B.Design (B.Des)?Janale bhalo hoy.

    • @YourCareerLife
      @YourCareerLife  6 місяців тому

      B Design এর নিজের ফিল্ড ভাল। যা জানি মোট ৫ টা IIT তে এই কোর্স করানো হয়। কোর্স এ কী পড়ানো হয় আপনার প্রশ্ন দেখে সেটা একটু দেখলাম, এই বিষয়গুলির নিজের ফিল্ড আছে আর সেখানে শুরুর বেতনও খুবই ভাল (প্রায় ১৭-১৯ লাখ CTC)। ফলে নিজের ফিল্ড এ থাকলে ভাল বলে আমার মনে হয়। তবে সেমিকন্ডাক্টর এ ইন্টারেস্ট থাকলে ইলেট্রনিক্স নিয়েই পড়াশোনা করতে পারে।

  • @bodhanpanja5840
    @bodhanpanja5840 6 місяців тому

    Semiconductor industry te join korte gale kon branch ta better hobe cse or ece.

  • @sdatta123
    @sdatta123 6 місяців тому

    Sir, If the current Govt loses in the LS election then all these new industries will be closed very soon. So wait till 4th June & pray for the best.

    • @YourCareerLife
      @YourCareerLife  6 місяців тому

      সেটা হয়? রাজীব গান্ধীর সময়ে টেলিকম এর সিদ্ধান্তে বদল হয় যার ফলে IT ইন্ডাস্ট্রি গড়ে ওঠে। পরে কংগ্রেস সরকার পড়ে গেলে কী IT ইন্ডাস্ট্রি থেমে গিয়েছে?
      রাজনীতির কথাই যখন বললেন তবে আমার মনে হয় এই সরকার না থাকলে ইন্ডাস্ট্রি আরও ভাল হবে। কারণ এই সরকার তার বন্ধু কয়েক জনকে সব সুবিধা দিতে গিয়ে বাকিদের অসুবিধা করছে। অথচ সামগ্রিক উন্নতির জন্য সকলকে সমান সুবিধা দিতে হয়। তারপর এদের জিএসটি নীতির ফলে অনেক কোম্পানি আসছে না বা এলেও চলে গিয়েছে পরে। যেমন স্যামসাং এর টিভি কোম্পানি। প্রথমে আসলেও পরে ট্যাক্স বাড়িয়ে দেবার জন্য তারা আবার চলে গিয়েছে। কভিড এর পরে আন্টি চিন এর সময়ে ভারতের একটা বড় সুযোগ এসেছিল অনেক কিছু করবার। কারণ তখন গোটা পৃথিবী চিনের বদলে অন্য দেশ চাইছিল অথচ এই সরকার তার মিনিমাম সুযোগ নিতে ব্যর্থ তার কারণ সরকারি নীতি , সিদ্ধান্তে বারবার বদল ও বন্ধুদের জন্য কাজ করা।
      ভারতের সব সরকার কিছু না কিছু করছে দেশের জন্য তার মধ্যে তুলনামূলক ভাবে এই সরকার এর কাজ কম বিশেষ করে কর্মসংস্থান এর ক্ষেত্রে। এই জন্যই বর্তমানে বেকার স্বাধীনতার পর থেকে সর্বোচ্চ।

  • @sghosh1464
    @sghosh1464 6 місяців тому

    NIT bhopal theke information security Mtech er final year e achi.
    Ami data analytics e ekta 10 to 12 lpa job korte chai. Kichu advice dite parben?

    • @sghosh1464
      @sghosh1464 6 місяців тому

      Actually data science bolte chaichi

    • @YourCareerLife
      @YourCareerLife  6 місяців тому

      information security খুবই ভাল একটা বিষয়। m tech যখন এই বিষয়ে তবে এখানেই থাকা উচিত বলে আমি মনে করি। এই সেক্টর এ আগামীতে আরও scope বাড়বে। salary মোটের ওপর বেশ বেশি। আপনি যেটা বলছেন যদি শুরুতে এমন পান খুবই ভাল। তবে আগামীতে আরও অনেক বেশি পাবেন। আমার জানা যারা এই area তে কাজ করে তাদের experience ১০+ years স্যালারি কম করেও ৩০+ করো করো ৫০+ lpa

    • @sghosh1464
      @sghosh1464 6 місяців тому

      @technologyandcareer actually ami joto skills sikhechi sob machine learning, data analytics, power BI, R programming etc. Ar mtech e mostly theoretically sikhechi security niye. Amar data analytics ba security duto tei kono problem nei kintu data science tai prefer korchi .

  • @mgnetwark
    @mgnetwark 6 місяців тому

    Sir Ami Mechanical Engineer Btech degree niyechi .. chaichi kichu skills nite.. ki niye egiye jauya uchid

    • @YourCareerLife
      @YourCareerLife  6 місяців тому

      আপনি হয়ত খেয়াল করেছেন আমাদের দেশে বেশ কিছু গাড়ি কোম্পানি তাদের ব্যবসা শুরু করছে , আশাকরি এর জন্য কিছুটা চাকরির পরিমাণ বাড়বে। তাছাড়া মেকানিকাল এর নিজের ক্ষেত্র আগেই আছে তবে ডিমান্ড একটু একই ভাবে চলছে খুব একটা বেশি হচ্ছে না নয়। কিন্তু যে মার্কেট আছে সেটাতেও বেশ কাজ থাকে। ভবিষ্যতে এই বিষয়ে ভিডিও করলে আরও ভাল তথ্য দিতে পারব।

  • @polashdhar9934
    @polashdhar9934 6 місяців тому

    আপনার সাথে দেখা হয়েছিল,কিন্তু আপনার পরিবারের সবাই ছিল বলে পরিচয় দিতে পারি নাই।
    ব্যাঙ্গালোরে থেকে ট্রেনে কলকাতা আসার সময় হাওরা এক্সপ্রেসে।

    • @YourCareerLife
      @YourCareerLife  6 місяців тому

      ঠিক করেননি। পরিবার ছিল তো কী কথা বলতেই পারতেন। আগামী বার দেখা হলে অবশ্যই কথা বলবেন। মানুষের সাথে কথা বলতে ভালোই লাগে।

  • @bodhanpanja5840
    @bodhanpanja5840 6 місяців тому

    Amr chele ekhan 1st year btech cse porche. Side by side online paid mentorship nite chai. Emon kono bhalo website e advice dite paren jekhan theke o mentor nite pare cse jonne. Please 🙏

    • @YourCareerLife
      @YourCareerLife  6 місяців тому +1

      মেন্টরশিপ এর প্রয়োজন কেন বুঝছি না। CSC কোর্স যা আছে সেটা ভাল ভাবে জানলে চাকরি পাওয়া অসুবিধা হবার কথা নয়। যদি কোনো এক্সট্রা বিষয় শিখতে চায় তবে অনলাইন এ শিখতে পারে। youtube এ অনেক কনটেন্ট পাবে আর পয়সা দিয়ে করতে চাইলে আমি Udemy ওয়েবসাইট বা app follow করি সেটা দেখতে পারে। এখানে অফারে কম বেশি ৫০০ টাকায় কোর্স পাওয়া যায়।

  • @sajal6443
    @sajal6443 6 місяців тому +1

    Thank you sir

  • @mousumibhowmick8786
    @mousumibhowmick8786 6 місяців тому

    Digital marketing e scope kato ta pl. Bolben

    • @YourCareerLife
      @YourCareerLife  6 місяців тому

      সবই বলব ধীরে ধীরে। তবে মার্কেটিং এমন জিনিস যা সব জায়গায় লাগে। যে কোনো ইন্ডাস্ট্রি তে।

  • @anindadas1085
    @anindadas1085 6 місяців тому

    CAR. BUS TRUCK, TRAIN sob tei lage, COMPUTER, MOBILE, CAMERA, MEDICAL instrument

  • @jaminibarman1242
    @jaminibarman1242 6 місяців тому +1

    Very nice just now

  • @champachowdhury5051
    @champachowdhury5051 6 місяців тому

    H R নিয়ে কোনো চাকরীর খোজ দিতে পারেন?

    • @YourCareerLife
      @YourCareerLife  6 місяців тому +1

      চাকরির খোঁজ আমার কাছে নেই। আমি শুধু কীভাবে চাকরি খুঁজতে হয় সেটাই বলি। কোথায় চাকরি আছে সেটা আমার বলা পদ্ধতিতে নিজেই খুঁজে নিতে পারবেন।

  • @goutamchowdhury5158
    @goutamchowdhury5158 6 місяців тому

    Sir, ami iit roorkee with Intellipath conduct data analytics course korte interested, future e job er opportunity kemon ache janaben pl

    • @YourCareerLife
      @YourCareerLife  6 місяців тому

      কী কোর্স সেটা আমার জানা নেই। তবে data analytics এর কর্মীর খুবই ভাল ডিমান্ড আছে ইন্ডাস্ট্রিতে।আর IIT এর নাম থাকলে সেটা অব্যশই সুবিধার।

    • @goutamchowdhury5158
      @goutamchowdhury5158 6 місяців тому

      Thanku

  • @mykel6710
    @mykel6710 6 місяців тому

    Dada ekta video banao course koriye job erokom institute.❤

    • @YourCareerLife
      @YourCareerLife  6 місяців тому

      বিষয় নির্বাচন না করে এভাবে কোনো সাধারণ কোর্স হয় না। এক একটা বিষয়ের পরে কোর্স হয়। সেমিকন্ডাক্টর এর ক্ষেত্রে দেখুন একটা কোর্স শুরু হচ্ছে সেই খবরটা এই ভিডিও ডেসক্রিপশন এ দিয়েছি।

  • @mahuyaghosh3522
    @mahuyaghosh3522 6 місяців тому

    আপনি একটা ডায়েটিশিয়ানের চাকরির খোঁজ দিন plz. আমার মেয়ের জন্য।

    • @YourCareerLife
      @YourCareerLife  6 місяців тому

      সকল বিষয়ের ভিডিও করব একে একে। আপনার মেয়ে কোন হসপিটাল এ যোগাযোগ করতে পারে কারণ ওখানে ডায়েটিশিয়ান প্রয়োজন হয়।

    • @mahuyaghosh3522
      @mahuyaghosh3522 6 місяців тому

      আমার মেয়ে বিবাহ সূত্রে এই বছর ব্যাঙ্গালোরে গেছে। ও কলকাতায় কে পি সি মেডিকেল কলেজে চাকরি করত। ইগনুর নিউট্রিশনের শিক্ষিকা ও পরীক্ষক ছিল। শুধুমাত্র তামিল ও কর্নাটক ভাষা জানেনা বলে সবকিছু ফাইনাল হয়েও ফোর্টিস নিল না।

    • @YourCareerLife
      @YourCareerLife  6 місяців тому +1

      @@mahuyaghosh3522 এই ভাষার সমস্যা আছে এখানে। লোকাল ভাষা না জানলে অনেক জায়গায় অসুবিধা হয়। এর কারণ রোগী বেশিরভাগ লোকাল তাদের সাথে কথা না বলতে পারলে চিকিৎসায় সমস্যা হবে এই জন্য।

    • @goutamchowdhury5158
      @goutamchowdhury5158 6 місяців тому

      Sir, Iit roorkee with Intellipath data analytic course kemon hobe janaben pl

  • @partharoychoudhury7154
    @partharoychoudhury7154 6 місяців тому

    Fox comm ke liye Maharastra theke Modi nijerr rajye niye geche . Gujrater janya amader PM

  • @partharoychoudhury7154
    @partharoychoudhury7154 6 місяців тому

    Why there is no Semiconductor Industry in Bengal ? But at Gujrat it is in multiple number . Why our PM doing every thing for Gujrat even EV of Elan Musk . PM of Gujrat! indeed!

    • @snehashisbhattacharjee1822
      @snehashisbhattacharjee1822 6 місяців тому +1

      Vote diye alam Bjp ke.. Bangla theke tmc tariye shilpo ana hobe

    • @YourCareerLife
      @YourCareerLife  6 місяців тому

      এই ভোটে তো বাংলা থেকে টিএমসি যাবে না , এটা কেন্দ্রের ভোট। আর বিজেপি এলেই যে শিল্প আসবে না সেটা যদি বিজেপি ক্ষমতায় আসে তবে কিছু দিনেই বুঝবেন। কারণ ত্রিপুরা, মধ্যপ্রদেশ , হরিয়ানা এসব জায়গায় বিজেপি ক্ষমতায় কিন্তু এসব জায়গায় কিছু হয়েছে? বাংলা এত খারাপ অবস্থায় তবু দেশের বেকারত্ব এ এক নম্বরে হরিয়ানা যা বিজেপি শাসিত রাজ্য। এটা বলায় আমায় আবার টিএমসি ভাববেন না। আমি জাস্ট একটা বাস্তব আপনায় জানাচ্ছি।

    • @YourCareerLife
      @YourCareerLife  6 місяців тому

      দেশে গুজরাট মডেল দেখিয়ে ভোট হচ্ছে ফলে শিল্প তো গুজরাটেই হবে। গুজরাটি রা ব্যবসায়ী বাঙালিরা চাকরি খোঁজে। মালিক তো তার সুবিধামতো জায়গায় শিল্প করবে , কর্মচারীর সুবিধার জায়গায় নিশ্চই নয়। ফলে গুজরাট মডেল হলে গুজরাটে উন্নতি হবে বাঙালিকে উন্নতি করতে হলে ব্যবসা করতে হবে চাকরি নয়।

    • @snehashisbhattacharjee1822
      @snehashisbhattacharjee1822 6 місяців тому +1

      @@YourCareerLife assam, mp, up, uttarakhand, guzrat aie state gulor unemployment rate wb er theke kom due 2 bjp governance. ' Bjp wb power a ele industry hobe No '- apni janlen kivabe ???? Don't mind but apni politically immature

    • @snehashisbhattacharjee1822
      @snehashisbhattacharjee1822 6 місяців тому +1

      @@YourCareerLife Guzrat model 2014 a applied but akhon India become super power under Modi government , so present condition improve korte hole bjp kei vote dite hobe