ভূমি সচিব | ভূমি রেকর্ড ও জরিপ

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2024

КОМЕНТАРІ • 60

  • @smaliashraf6377
    @smaliashraf6377 Рік тому +1

    অভিনন্দন জানাই ডিজিটাল ভুমি ব্যবস্থাপনাকে। ডিজিটাল ভুমি ব্যবস্থাপনা ও ডিজিটাল মনিটরিং ব্যবস্থাপনা নিরীহ ভুমি মালিক ও জনগনের জন্য আজীবন কল্যান বয়ে আনবে। দেশের মানাুষ সোনার বাংলার সুফল ভোগ করবে। জয়বাংলা জয়বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবি হউক।

  • @MDALAMIN-pr5cr
    @MDALAMIN-pr5cr Рік тому +1

    ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা
    ধন্যবাদ সর্বশ্রেষ্ঠ ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী
    ধন্যবাদ ভূমি সচিব মোস্তাফিজুর রহমান পিএএ
    দলিল যার ভূমি তার আইনটি পাশ হলে সরকারের প্রতি মানুষের আস্থা ও ভালবাসা আরো বেশি বেড়ে যাবে।

  • @mdalauddin-jh4nb
    @mdalauddin-jh4nb Рік тому

    মাননীয় মন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ

  • @মোঃরুবেলমিয়া-শ১থ

    মাননীয় মন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mdsiraj2431
    @mdsiraj2431 2 роки тому +1

    এইটা ও সম্ভব খতিয়ান টু খতিয়ান লিংক।। আলহামদুলিল্লাহ

  • @Anupambiswes
    @Anupambiswes Рік тому

    আমার জন্ম ওই বাংলাদেশের মাটিতে তার জন্য প্রথমেই জানাই নমস্কার
    তার পর আমার খুবই ভাল লাগল এমনই এক ধরনের অপরাধ দমন করার জন্য প্রথম জিবনে প্রথম সূনেছি খুবই ভাল লাগল লাগল আমি33বছর নিজের জমির থেকেই বঞ্চিত মানুষ হওয়ার বড়ই ইচ্ছা ছিলো সবই শেষ করে দিয়েছে আমি ভালোভাবেই বাছবার জন্য করছিশেষ চেষ্টা জানিনা বাংলাদেশ শরকার এই জিবনের প্রতিপাতায় কি লিখবেন নমস্কার

  • @md.arafatrahmanmd.arafatra7446
    @md.arafatrahmanmd.arafatra7446 2 роки тому

    ধন্যবাদ, সচিব স্যারকে

  • @mdhridoyislam4799
    @mdhridoyislam4799 2 роки тому +5

    জমিজমার মামলা দ্রুত হওয়া জরুরি। এসব মামলার মামলার কারনে অনেক ছেলে মেয়ে সরকারি চাকরির যোগ্যতা হারায়

  • @md.arafatrahmanmd.arafatra7446
    @md.arafatrahmanmd.arafatra7446 2 роки тому +2

    আসসালামু আলাইকুম। অনেক ভুক্তভোগী খুশি হবেন এই আইন টি পাশ হইলে।

  • @monjurulkader2772
    @monjurulkader2772 Рік тому

    প্রতিটি ভূমি অফিসে CC camera স্থাপন করা জরুরি প্রয়োজন। সকল পদ্ধতিটা অনলাইনে করা জরুরি প্রয়োজন।
    App গঠন করা।
    অবধ ভাবে দখল মুক্ত করার জন্য র‍্যাব এর মত একটা বাহিনী গঠন করা জরুরি প্রয়োজন।
    ভূমি অফিসে CID নিয়োগ করা জরুরি প্রয়োজন।
    ধন্যবাদ।

  • @MdIsraeliBoss
    @MdIsraeliBoss 8 місяців тому

    আমিন

  • @hilariroy3796
    @hilariroy3796 Рік тому

    মাননীয় সচিব মহোদয়, রংপুর জোনাল সেটেল্টমেন্ট অফিসে আমার ২২১/২২ মিসকেস চলমান। আমি এখানে ন্যায় বিচারের আশায় বহুদিন থেকে ঘুরছি। আপনার সুদৃষ্টি কামনা করছি।

  • @mdbipulmai-rc6pu
    @mdbipulmai-rc6pu Рік тому

    ধন্যবাদ 🙋🤗

  • @ihbnetwork7996
    @ihbnetwork7996 Рік тому +1

    স্যার,
    স্বেচ্ছাসেবক হিসাবে আমরা যারা সামান্য পারিশ্রমিক এ হোল্ডিং এন্ট্রি ও খারিজ খতিয়ান এন্ট্রি করে আসছি, তাদেরকে স্থায়ী করনের অনুরোধ করছি। এতে দক্ষ জনবল নিয়োগ সুনিশ্চিত হয়।

  • @shahdiulislam7700
    @shahdiulislam7700 2 роки тому +5

    দ্রুত ভূৃমি আইনটি সংসদে পাশ হলে মামলার জট কমে যাবে।ধন্যবাদ সচিব মহোদয় কে

    • @সাদাবিড়াল-ঢ৪ণ
      @সাদাবিড়াল-ঢ৪ণ Рік тому

      Oneke powerful lok mati fele dokhol er try korche vhumi montri esob kothae Tara theme nai .eder ki sotti sasti Hobe?

    • @KrishnaRoy-s1f
      @KrishnaRoy-s1f Рік тому

      ৷ ভূমি জরিপ করার আগে৷৷৷৷
      দলিল পাবলিক অনলাইন করা দরকার সার

  • @rafijulislam8996
    @rafijulislam8996 2 роки тому

    ইনামদারি আবেদন প্রাথমিকভাবে ৭০টাকা দেয়ার পর আার ১১০০ টাকা দেয়ার জন্য কোন তারিখ পড়ে না। আবার তারিখ পড়লেও সেই আগের খরচই লাগে ৬০০০ থেকে ৭০০০ টাকা।মাননীয় ভূমিমন্ত্রীকে অনেক ধন্যবাদ। আর যেন কোন টাকা নিতে না পারে সে জন্য বিষয়টিকে খতিয়ে দেখা উচিত।

  • @MdIsraeliBoss
    @MdIsraeliBoss 8 місяців тому

    ধন্যবাদ স্যার গরিব মানুষের বাড়ির জায়গা নাই

  • @shakilalam1558
    @shakilalam1558 Рік тому

    আমাদের গাজীপুরের শ্রীপুরে bds জরিপ চলমান । দূর্নীতি চরম পর্যায়ে ,টাকা দিলে কোন কাগজ লাগেনা। সেটেলমেন্ট অফিসারদের অনেক টাকা দরকার।

  • @uzzalkumarpall9920
    @uzzalkumarpall9920 Рік тому

    Assalamu Alaikum Wa Rahmatullah Wa Barkatuhu, From, Sah Sufi Hazrat Khawaja Muhammad Jewel Mondall Ibn,a Sabed Ali naqshband mujaddid Jamalpuri (m:j:a) Bangladesh.
    Char, Khawaja Jewel Mondall.
    Addahtik Sikkha kandro.
    Char Pakshimari.
    Sherpur.
    Bangladesh.

  • @mithuahmed7793
    @mithuahmed7793 2 роки тому +1

    কাগজ যার জমি তার এই আইন টি আগে পাস করেন।
    তাহইলে আওয়ামী লীগ সরকারকে হাজার সালাম জানামু

  • @nitaisarker62
    @nitaisarker62 Рік тому +1

    স্যার বোনাফাইড মিসটেক বুঝলাম।কিন্তু প্রশ্ন হল আমার বিক্রি করা জমি যদি গ্রহিতার নামে রেকর্ড না হয়ে আবার আমার নামেই বি এস রেকর্ড হয়ে থাকে এবং আমি যডি ভুমি অফিসে যেতে রাজি না থাকি তখন কিভাবে রেকর্ড সংশোধন করা হবে।নিশ্চয়ই আদালত।

  • @neepakhaled1459
    @neepakhaled1459 Рік тому

    Joriper somoy amra janbo kivabe? Karon amader jomi pore ache deleporer er hate okhane lokaloi nai.

  • @abdulsalamabdulsalam6943
    @abdulsalamabdulsalam6943 Рік тому

    আসসালামুয়ালাইকুম, আপনার সাথে সরাসরি মোবাইল ফোনে যোগাযোগ করা যাবে কি

  • @mdmonjurulislam4931
    @mdmonjurulislam4931 2 роки тому

    Thanks

  • @mdfirojmia8635
    @mdfirojmia8635 2 роки тому

    Tnx you everybody

  • @lalonkha895
    @lalonkha895 Рік тому

    স্যার আসসালামু ওয়া আলাইকুম , ৮নং ফতেপুর ইউনিয়ন, হাসনপুর পরিষদ ভূমি অফিসে, একটু বেশি করে খেয়াল রাখবেন উপজেলা মদন, জেলা নেত্রকোনা, বিভাগ ময়মনসিংহ,,, ধন্যবাদ জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন

  • @mmll5848
    @mmll5848 Рік тому

    স্যার আপনাদের কাছে অনুরোধ যেই কারনে লাহো কোটি মানুষের হয়রানি আমি আপনাদের গুনি জনদের সকল বিডিও দেখেচি ও ফলু করতেছি একটা বিষয়ের জন্য আমি অনুরোধ করছি যে আমি বা অন্য কেউ রেকট বা জরিপ সকল কাগজ প্রএ ঠিক আছে তবে আমি নিরহা বলে আমার জায়গা শিম শিমানা ঠিক নাই বা কোন সময় দেখা গেছে আমার কোন লাঠি বা কলমের জুর নাই এখন আমি সঠিক সিমানাটা জরিপের লোকেরা ঠিক করে দিবে নাকি সরকারি কোন টিমের মাধমে আমি সঠিকটা পাব এখন সিমানা নিয়ে দেশে কত মায়ের বুক খালি হইছে কত ভাই হারাছে কত আপন জন হারাছে এখন বড় সমস্যা হল সিমানা এইটা যদি একটু নজর দিতেন আমার মনেহ শত কোটি মানুষের উপকার হত এবং এই দুখি মানুষের দোয়ায় আপনাদের দির্গ হায়াত দান করুন আমিন আমাদের জননেএি শেক হাসিনা অনেক দুখি মানুষের পাসে দারাছেন ও অনেক উন্নয়ন করতেছেন মাননীয় ভুমি সচিব ও জননেত্রী থেকে শুরুকরে ইউনিয়ন নায়েব সকলে যদি এই কাজটা করতেন আমার মনেহ শত কোটি মানুষের দোয়া ও সালাম কেয়ামত নাগাত পাইতেন এখন সব চেয়ে বড় বিপদ হইছে সিমানা সবাইকে আললাহ নেক হায়াত দান করুন আমিন 🤲🤲☝️☝️🌹💖🙋‍♂️

  • @nozrulislam1300
    @nozrulislam1300 Рік тому

    স‍্যার নতুন রেকর্ড দলিল মুলে দেওয়া হক। ওয়ারিশ সম্পত্তি ধারাবাহিকতা ভাবে দেওয়া হক,,, এস এ তে পিতার নামে রেকর্ড,,, আর এস এ বোন এর নাম নেই সব জমি ভাই এর নামে রেকর্ড।এই নতুন রেকর্ড আর এস যার নতুন রেকর্ড আর এস মুলে হয়,,

  • @vishnuchandra8830
    @vishnuchandra8830 Рік тому

    ami Dubai theke vishnu bolce Dewayne mamla 1 bosore ses dete parle tobe

  • @rafijulislam8996
    @rafijulislam8996 2 роки тому

    প্রত্যেকটা অফিসে নাম জারি পিছনে গোয়েন্দা দিলে দুর্নীতি আর থাকবে না।

  • @sampakhatun9224
    @sampakhatun9224 Рік тому +1

    আছাদআমিআমারজমিচাচি১২০১১২০৩১২০৫১১৮৯৷ পরিমাণ৫০৷

  • @abulhossain3294
    @abulhossain3294 2 роки тому

    ৩০ ধারা আপত্তি জানাতে গিয়েছিলাম বরিশালে, অফিসার কথা বলতে চায় নাই, বলেছে আপনাদের এলাকার লোক ভালো না। বাবার জমির উত্তরাধিকার অংশের চেয়ে বেশি বিক্রয় করে বড়ো ভাই আবার নিজের নামে ভাগের অংশের সমান নতুন রেকর্ড করেছে , জরিপের সময় এলাকায় যেতে পারি নাই। এখন কি করতে পারি ? pls.

    • @driamabdullah
      @driamabdullah 2 роки тому

      Bengol revenue, then bengoll collector & survey College , --- topography maps --- nos & khotian etc. These r technical & admini. Work. But employees involved to this work sometimes make mistake then what r the remidiul process?

  • @uttomghosh1746
    @uttomghosh1746 Рік тому

    আমি উওম ঘোষ মামা ৰাডিৱ জমি পাৰোঁ কি না

  • @banglalandknowledge296
    @banglalandknowledge296 2 роки тому

    মাননিয় সচিব মহাদয়,খুলনা বিভাগের সাতক্ষীরা জেলায় ঝাউডাংগা মৌজায় এস খতিয়ান নম্বর ২২০ মাতাবেক।রেকডিও মালিক শতকত মন্ডল ১একর ৫৮শতক জমির ভিতরে ১০গন্ডা অংশের মালিক অথাৎ তার জমি হয় ৪৯৩.৬২৫ পয়েন্ট।কিন্তু brs জরিপ ঝাউডাংগা মৌজায় ৩৫২ খতিয়ানে আইনের ফাক ফোকর দিয়ে ২৭৭১পয়েন্ট জমি রেকর্ড ভুক্ত করেন।জমির কাগজ পত্র দেখতে চাইলে সে কিছুই দেখাতে চাই না।মাননীয় ভুমি মন্ত্রী মহাদয় বি আর এস ৩৫২ খতিয়ান সে কি মুলে করলেন এই বিষয়ে এই তদন্ত করার জন্যে আাপনার কাছে আহ্বান জানারছি।

  • @dolasarkar9676
    @dolasarkar9676 2 роки тому

    আমাদের চার ভাই নামে সি এস,এস এ, আর এস, আছে । বি আর এস দুই ভাইয়ে নামে করিয়ে নিয়ে তারা তারাহুরো করে বিক্রি করে দিলো পরে দুই ভাই আর কী তাদের নামে বি ডি এস রেকড করতে পারবে

  • @jalilvuya4964
    @jalilvuya4964 2 роки тому +1

    আসছালামুআলাইকুম
    ছাড় আমি জানতে চাই মামলা চলমান
    কালিন ভুমি জরিপ ও চলমান আমাদের
    পটুয়াখালীতে এখন এই মামলা বিচার
    সেস না হলে রেকর্ড ও সংসধন করতে
    পারি না এই বিষয় জানাতে পারী কি হবে এই বিষয় আদালতে জালিয়াতি পোথারনা মামলা রযেছে বি পক্ষ
    সঠিক কাগজপত্র আদালতে পেষকরে না
    মামলা ও তাংরিক ভাই তাংরিক চলতেই
    আছে এপেয়ার হযেছে দুই তিন বছর বশে এখন ও সঠিকভাবে কাগজপত্র
    কোডে হাজির করেনাই মামলা হলো
    ভাগ বন্ডক আরিশী ভুমি নিয়ে বিরত
    সিএছ=140 ও এসে খতিয়ান ওই মৌজায়
    নেই হযছে আরেচ খতিয়ান আমার দাদা এবং দাদার ভোনের নামে এবং দাদার
    চাচর নামে আটানি দাদার চাচার কোনো ছেলে মেয়ে নেই এই সু বাদে
    দাদার বোনের জামাই দাদাকে
    নাবালক ভানিয়ে সাই সাক্ষর
    করে দলিলপত্র ভানিয়ে একটি
    হালনাগাদ রেকর্ড তৈরী করছে
    পটুয়াখালী সদর জেলা
    জেল নং 70 মৌজা নং 7
    হোল্ডিং নং 233
    মোবাইল 01777322907
    01304418256
    মোঃজলিল ভুইয়া

    • @mdkofiluddin8593
      @mdkofiluddin8593 Рік тому

      Sir দলিল যার জমি তার আইনটি পাশ করার জন্য অনুরোধ করিতেছি ।

  • @sarkarpharmacy4919
    @sarkarpharmacy4919 2 роки тому

    যাহারা টাকা খেয়ে একজনের জমি অন্যজনের নামে দিয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

  • @podipdutto3481
    @podipdutto3481 Рік тому

    হিন্দু উত্তর অধিকার আইন পাশ করার জোর দাবী জানাচ্ছি
    বাবার সম্পত্তিতে মেয়ের অধিকার চায়

  • @polashpolash2931
    @polashpolash2931 2 роки тому +1

    ছার আপনি জে ভাবে বলছেন গরীব মানুষ এই ভাবে বুজে কেনো অফিসে লেখা আছে আপনার এই বিবারন

    • @shafiulalam6014
      @shafiulalam6014 2 роки тому +1

      আমি মো শফিউল আলম দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা তৈয়ব পুর মৌজা এস এ ১৩ দাগে ১ একর ২৭ শতক মধ্যে ৮০ শতকজমির দলিল আছে মো আবুসাইদ নামে

  • @alineoazhossain9698
    @alineoazhossain9698 Рік тому +1

    ধন্যবাদ, সচিব স্যারকে