আপনাকে আবারও স্যালুট জানাই। অবশ্যই কোটি জনতার প্রিয় মানুষ কে নিয়ে কথা বলার জন্য। রাজনৈতিক বক্তব্য ছাড়া ও আমাদের দেশে অন্য গুরুত্বপূর্ণ বিষয় আছে। স্যার আবার ও শ্রদ্ধা জানাই।
খুব আফসোস হয় 😢, সত্যিই যদি আমরা সবাই জাহেদ ভাইয়ের মতো চিন্তা করতে পারতাম,সেদিনই হয়তো আমরা সবাই নিজেদেরকে সুস্থ্য মানুষিকতার দাবি করতে পারতাম, সৃষ্টিকর্তা সবার সহায় হউন, আমীন।
অপরাধীদের বেনিফিশিয়ারি যদি তার পরিবার হয়, তার চুরি-ডাকাতির সম্পদের উত্তরাধিকার যদি তার পরিবার হয়, তার হিউমিলিয়েশন ও তার পরিবারকে ভোগ করতে হবে। এটা কোন সমাজ ব্যবস্থাতেই এড়ানো সম্ভব না। সকল বিচার বহির্ভূত হত্যার তীব্র প্রতিবাদ জানাই, কিন্তু যে অপরাধী সে অপরাধীই, তাকে ক্ষমা করার কিছু নাই।
@@ziaurrahman1849 বুঝছি, আগাগোড়াই বুঝছি। বিদ্রুপের কাজ করলে বিদ্রুপ করবে। তার পক্ষে সাফাই গাওয়ার কিছু নাই। এই লোকটা এখন পুরো ফালতু হয়ে গেছে। যদিও একটা সময় তার ভক্ত ছিলাম।
Sir,you are not derailed at all. I feel very sad for the comments. In fact, people who have made bad comments are derailed and brainwashed. Stick to your path as long as you think that is the right way.
স্যার, তাহসান হয়তো ব্যক্তিগতভাবে বা তার ক্যারিয়ারে সফল। সে কিন্তু হাসিনা প্রেমে ছিল। বাংলাদেশের জন্য তার কোন অবধান নেই। এমনকি এত বড় বিপ্লবে ও তার কোন অবদান নেই। তাকে নিয়েও আপনার ভিডিও করতে হলো স্যার ?? আপনি তো নিজেকে খুব সত্যবাদী মনে করেন। তো তাহসান যে হাসিনার চর আওয়ামী লীগের চর সেটা কেন বললেন না ??
খুব খারাপ লাগছে যে রাষ্ট্রীয় খুনের মত একটা বিষয় নিয়ে কথা বলাটা মানুষের কাছে গুরুত্ব পাচ্ছে না। মানুষ বরং সমালোচনা করছে। কিন্তু এই সাধারণ মানুষ রাষ্ট্রের দ্বারা নির্যাতিত হয়। সাধারণ মানুষ যতদিন না সচেতন হবে রাষ্ট্রের জুলুম থামবে না।
ডঃ জাহেদ উর রহমান স্যার, প্রশ্ন হলো আপনার জনপ্রিয়তা এতটা নিচে নেমে গেল কিভাবে? দেশে অনেক বড় বড় ঘটনা ঘটে যাচ্ছে সেগুলো নিয়ে বিস্তারিত কথা বলুন, না হয় চুপ করে থাকুন। নিজের অবস্থানকে আর নিচে নামাইয়েন না। অর্জন খুব কষ্টের, ধরে রাখাটাও কষ্টের কিন্তু নষ্ট করাটা অতি সহজ। সকলে যে আপনাকে উপেক্ষা করছে এটা আপনি খেয়াল করেছেন?
ভিডিওটির টাইটেল দেখেই বোঝা উচিৎ কেন বিষয়টি গুরুত্বপূর্ণ। ভিডিওটি পুরো দেখার পরও যদি না বোঝেন কেন বিষয়টি গুরুত্বপূর্ণ তাহলে বিষয়টি আপনার মস্তিষ্কে ঢুকবে না।
স্যার আপনি মেজর ডালিম এর সম্পর্কে কোন ভিডিও দিলেন না 😔। উনি আমাদের সূর্য সন্তান ❤।আর নায়ক নায়িকার সম্পর্কে ভিডিও করলেন।এটা আশা করি নাই আপনার কাছ থেকে 😢😢।
যখন থেকে আপনি ইউটিউবে ভিডিও বানান শুরু থেকেই আমি আপনার প্রতিদিনের ভিডিও গুলো দেখি আপনি সম সাময়িকী সব বিষয় গুলো নিয়ে কথা বলার চেষ্টা করেন..কিন্তুু ইদানিং মাওলানা আজহারী সাহেব দেশে আসলেন এবং কয়েকটা মাহফিল করলেন..এই বিষয় নিয়ে আপনাকে কোনো ভিডিও করতে দেখলাম না..আজ দেখলাম আপনি তাহছান এর শশুরকে নিয়েও ভিডিও বানিয়ে ফেললেন..আজ থেকে আপনার মতলব ভালোটা করেই বুজে ফেললাম...আপনি একজন ইসলাম বিদ্ধেষী মানুষ...আপনার মুখোশের আড়ালে মুসলিম ফোবিয়া রয়েছে
তাহসান কাকে বিয়ে করবে বা করলো ,এটা কোনভাবেই অন্য কারো বা আমাদের আলোচনার বা সমালোচনার কোন টপিকস কখনোই হতে পারে না। আর তাহসানের স্ত্রীর বাবা কি ছিলেন, সেটা নিয়ে কথা বলার কোন অধিকার কারো আছে বলে আমি মনেই করি। কে কাকে বিয়ে করবে, তার বাবা কি হতে হবে?, পাত্রী যদি রাস্তার মেয়েও হয়ে থাকে, সেটা তাহসানের ব্যক্তিগত ব্যাপার এবং সেটা নিয়ে কারো কোন ধরনের কথা বলার কোন সুযোগই নেই। আমরা বরং সর্বোচ্চ যেটা করতে পারি , সেটা হচ্ছে এই দম্পতিকে শুভেচ্ছা জানানো। আমরা কেন যেন শুধু মানুষের বাহিরের পরিচয়টাই দেখি, কিন্তু অন্য একজনের ইমোশনাল অ্যাটাচমেন্ট অনুধাবন করার ক্ষমতার অন্য মানুষের নেই। বাংলাদেশ ক্রসফায়ার নিয়ে আলোচনার সুযোগ আছে বলে আমি মনে করি। তবে এটা খুবই সত্যি যে , রাষ্ট্র যখন নাগরিকের ওপর অন্যায় করে, সেটা ওই নাগরিকদের জন্য অনেক বেশি ওজনের হয়ে যায়। প্রসঙ্গে, 2020 সালের করোনা কালে আমার এক আত্মীয় কে বা বলতে পারেন উপার্জন একমাত্র উপার্জনক্ষম আত্মীয়কে রাতে মোটরসাইকেলে বাড়িতে ফেরার সময় , জমিজমা নিয়ে মামলার কারণে অন্ধকারে দেশীয় অস্ত্র নিয়ে লুকিয়ে থাকা সন্ত্রাসীরা নির্মমভাবে কুপিয়ে এবং জবাই করে হত্যা করে। এই পরিবারের তিন ভাই ছিল , দুই ভাই আগেই মারা গেছে এবং একমাত্র পরিবারের উপার্জনক্ষম ছিলেন এবং সাথে সাথে ওনার বাবার আমলে দখল করে নিয়ে যাওয়া জমি ফেরত পাওয়ার জন্য আইনি লড়াইও করছিলেন । এবং প্রতিপক্ষ দখলকৃত জমি হাতছাড়া হয়ে যাবে এ জন্য তারা একটা মানুষকে মেরে ফেললো নৃশংসভাবে, যেটা আসলে দেখার মতো ছিল না। গত 5 বছর এই মামলা চলছে, এখনো আসামিরা সবাই জামিনে, প্রত্যক্ষ সাক্ষী আছে ,পুলিশ চার্জশিট ও দিয়েছে। কিন্তু একবার চিন্তা করেন তো জীব পরিবারের থাকা খাওয়ার খরচ যোগাতে কষ্ট হয়ে যায়, তারা গত 5 বছর মামলা চালাচ্ছে !! অন্যদিকে পরিবারের দুটি সন্তান খুবই ভালো ছাত্র, কিন্তু তাদের পড়ালেখা ও প্রায় বন্ধ হওয়ার পথে। একজন আত্মীয় গত 5 বছর এবং এখন পর্যন্ত সংসারটি চালাচ্ছে, কবে এদের রায় হবে, শাস্তি হবে, আদৌ শাস্তি হবে কিনা, সেটাও অনিশ্চিত। কিন্তু এই পরিবারটি টোটাল শেষ হয়ে গেল!! সুতরাং ক্রসফায়ার নিয়েআলোচনার সুযোগ আছে , অন্তত বাংলাদেশের পরিপ্রেক্ষিতে। না হলে ক্রসফায়ার এত জনপ্রিয়তা পেত না এদেশে। তবে এটাও সত্যি যে অনেকগুলি ক্রসফায়ারের ভুলবশত অন্যায়ভাবে নিরীহ বা লোগো অপরাধের মানুষকেও হত্যা করা হয়েছে, সেটা নিশ্চয়ই অনেক বেশি দুঃখজনক। অনেকের এই যুক্তির সঙ্গেও মাঝে মাঝে আমি একমত হয়ে যাই যে, আদালত যদি রায় দিয়ে বিচার করে ফাঁসি বা জেল দিতে পারে, যদিও এখানে তার যুক্তিতর্ক উপস্থাপনের সুযোগ আছে, কিন্তু দিন শেষে আদালত ও রাষ্ট্রের, আর বাহিনীও রাষ্ট্রের। সুতরাং অবশ্যই আলোচনা সমালোচনার সুযোগ আছে অন্ততপক্ষে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে।
ভাই, এই মেয়ে সুবিধার নাহ, আগে খোঁজ নেন। এই মেয়েকে এই পজিশনে আনতে যে ছেলেটা কষ্ট করেছে তার সাথে বেইমানী করে তাহসান কে বিয়ে করেছে। আর তাহসান কেমন আমরা সেটা জানি একজন আওয়ামী লীগের দালাল।
Very correctly pointed the dirty behavioural sides of our society. The irony is more than 80% of our total population is suffering from this syndrome. Thanks for pointing it out 👍.
আপনার থেকে যখন এই ধরনের ভিডিও আসে তখন খুবই লজ্জা লাগে। ইলিয়াস ভাই কে অপছন্দ করেন ভাল কথা তাই বলে কী তার ভাল দিক বা সাফল্য নিয়ে কথা বলা যাবে না? কথা বলবেন না তাও ভালো তাই বলে এতটা নিচে নামতে হবে আপনার এইসব বাল ছাল নিয়ে কথা বলতে হবে? এই সব লেম বিষয় নিয়ে আপনার মূল্যবান সময় নষ্ট করতে হবে?
স্যার এঁদের কে নিয়ে ভিডিও না করাই উত্তম ছিলো মনে করি, গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য অপেক্ষায় থাকি, যে-মন সাংবাদিক ইলিয়াস ভাই মেজর ডালিম কে নিয়ে আলোচনা হলো সে-ই লাইভ ভিডিওর বিশ্লেষণ চাইছিলাম আপনার কাছে।
ড. জাহিদ আপনার রুচির প্রশংসা করতে হয়।রাজনৈতিক বিশ্লেষক এখন সিনেমা জগতের নায়ক নায়িকাদের বিয়ে সাদি নিয়েও বিশ্লেষণ শুরু করেছেন।কয়েকদিন পর দেখা যাবে স্বামী - স্ত্রীর বিবাহ বিচ্ছেদ কেন হলো সেটারও বিশ্লেষণ করবেন কেননা ইউটিউব থেকে ইনকাম তো বাড়াতে হবে।
জাহিদ ধন্যবাদ । ভাই বাহিরে খেলে দেখতে পাই , ঘড়ে খেলে দেখতে পাই না । বাহিরে একটি রুটি কলা চা ভিতরে কাচ্চি আরো কতকিছু। যাক যার যেমন সুযোগ সাধ্য খওয়া কিন্তু বাদ নাই ।
মেজর ডালিম গতকালকে লাইভে এসে যে তথ্যগুলো দিয়েছে মুক্তিযুদ্ধ সম্পর্কে বিশেষ করে ৩ লক্ষ শহীদ কে ৩০ লক্ষ বানানো এছাড়া দুই লক্ষ মা-বোনদের ইজ্জতহানির ঘটনাকে তিনি সমর্থন করেননি এ বিষয়ে আপনার মূল্যায়ন খুব দ্রুত আশা করছি
আপনার যুক্তি আর শয়তানের যুক্তি খুব কাছাকাছি কেন বললাম একথা, সে যাদেরকে হত্যা করছিল সে কি ন্যায় বিচার করে হত্যা করছিল?? আদালতের মাধ্যমে বিচার হলে তাকে আবার জামিন দিবে সে আবার হত্যা করবে এ দায়ভার কে নিবে বিচারক না আপনি??
Very well said. Tahsaan should not be criticized for his new marriage but he must be criticized for supporting BAL and asking vote for that fascist regime.
আপনাকে আবারও স্যালুট জানাই। অবশ্যই কোটি জনতার প্রিয় মানুষ কে নিয়ে কথা বলার জন্য। রাজনৈতিক বক্তব্য ছাড়া ও আমাদের দেশে অন্য গুরুত্বপূর্ণ বিষয় আছে। স্যার আবার ও শ্রদ্ধা জানাই।
গুজব এবং মিথ্যা রটনাতে ভারত প্রথম এবং আওয়ামী লীগ দ্বিতীয়। মাইক্রোসফটের গবেষণা।
মেজর ডালিমের টকশো নিয়ে ভিডিও না করে তাহসানের বিয়ে নিয়ে ভিডিও বানানো হয়। বাংলাদেশের সাংবাদিক বলে কথা।
মেজর ডালিম কী??
রাজাকারদের বাপ??
Nh, major dalim tomar bap eta ke bollo?@@mdshawonakon-xj6xn
সে বাকশালীদের বাপ।।
রাজাকারদের নতুন আব্বা ডালিম
এটা আগে রেকোডিং করে রেখেছিল মেজর ডালিম কে নিয়ে কথ বলবে সম্ভবত পরে কোন ভিডিও তে
Sorry to say. আপনার এই বিষয় নিয়ে ভিডিও বানানো খুব হতাশাজনক
❤ আপনার প্রতি ভালোবাসা রইলো ।
আমাদের নীতির অভক্ষয় হয়েছে । আপনার আলোচনা দূর্দান্❤ত
তাহসান নিজেই যে হাসিনার পা চাটতেন, নির্বাচনী প্রচারণা চালিয়েছেন, সেটা কেনো সবাই এড়িয়ে যাচ্ছি?
এখানে জাহেদ জাস্ট বিচার বহির্রভুত হত্যার বিপক্ষে কথা বলছেন। এবং এটা ক্রমাগত বলা উচিৎ।
খুব আফসোস হয় 😢,
সত্যিই যদি আমরা সবাই জাহেদ ভাইয়ের মতো চিন্তা করতে পারতাম,সেদিনই হয়তো আমরা সবাই নিজেদেরকে সুস্থ্য মানুষিকতার দাবি করতে পারতাম, সৃষ্টিকর্তা সবার সহায় হউন, আমীন।
যাহিদুর রহমান সাহেব আলাপ করার মত আরো অনেক বিষয় ছিল কিন্তু আপনি কেন এই ফালতু বিষয় নিয়ে আলোচনা করেন বুঝতে পারলাম না ।
অপরাধীদের বেনিফিশিয়ারি যদি তার পরিবার হয়, তার চুরি-ডাকাতির সম্পদের উত্তরাধিকার যদি তার পরিবার হয়, তার হিউমিলিয়েশন ও তার পরিবারকে ভোগ করতে হবে। এটা কোন সমাজ ব্যবস্থাতেই এড়ানো সম্ভব না।
সকল বিচার বহির্ভূত হত্যার তীব্র প্রতিবাদ জানাই, কিন্তু যে অপরাধী সে অপরাধীই, তাকে ক্ষমা করার কিছু নাই।
জাহেদ ভাই আপনি আগের মতো গঠনমূলক আলোচনা করুন,কি নায়ক নায়িকা দিয়ে ভিডিও শুরু করলেন।
আপনি আলোচনার মুল বিষয়টিই বুঝতে পারেননি।
ময়লা রনির মতো ভীমরতি ধরছে
@@ziaurrahman1849 বুঝছি, আগাগোড়াই বুঝছি। বিদ্রুপের কাজ করলে বিদ্রুপ করবে। তার পক্ষে সাফাই গাওয়ার কিছু নাই। এই লোকটা এখন পুরো ফালতু হয়ে গেছে। যদিও একটা সময় তার ভক্ত ছিলাম।
চর্চায় থাকতে হবে, 😂😂😂
@@ahmedkawsar7128আপনি কোন জায়গার কোন বাল
অসাধারণ আপনার বিশ্লেষণ। কিছু পাগল ছাগল দেখছি উল্টাপাল্টা কমেন্ট করছে। মন খারাপ করবেন না ভাই। ওরা চিনে কচু।
চমৎকার বিশ্লেষণ। সকলের দৃষ্টিভঙ্গী যদি এমন পজিটিভ হত!?
দুঃখ লাগলো কমেন্টসগুলো পড়ে। এই ভিডিওর অন্তর্নিহিত কথা বা উদ্দেশ্যই কেউ বুঝছে না
Agree
দেশের মানুষ এখন আর স্বাভাবিক নেই। 😢
Sir,you are not derailed at all. I feel very sad for the comments. In fact, people who have made bad comments are derailed and brainwashed. Stick to your path as long as you think that is the right way.
তাহসান এই মেয়েকে বিয়ে করে দোষ করেনি, সে দোষ করেছে আওয়ামী লীগের পা ছেঁটে। আর আমরা বাঙালি খুব তাড়াতাড়ি ভুলে যাই😢
আপনাকে ভালোবাসি তাই গালি দিতে পারলাম না
যে লাইভ লক্ষ লক্ষ মানুষ দেখেছে সে বিষয় নিয়ে কথা না বলে ফালতু মানুষ এর মতো কন্টেইট বানাচ্চেন
স্যার, তাহসান হয়তো ব্যক্তিগতভাবে বা তার ক্যারিয়ারে সফল। সে কিন্তু হাসিনা প্রেমে ছিল। বাংলাদেশের জন্য তার কোন অবধান নেই। এমনকি এত বড় বিপ্লবে ও তার কোন অবদান নেই। তাকে নিয়েও আপনার ভিডিও করতে হলো স্যার ?? আপনি তো নিজেকে খুব সত্যবাদী মনে করেন। তো তাহসান যে হাসিনার চর আওয়ামী লীগের চর সেটা কেন বললেন না ??
আপনি যে সুশীল তা আরও স্পষ্ট হলো। আপনাদের কারণেই দেশের এই অবস্থা।
You want failed nation bruh, i dont
খালি সুসিল না পগতিশিল ও 😁😁😁
you want a moger mulluk, we dont. thats the difference. its people like you who support extrajudicial killing like crossfire
আপনার আজকের বিশ্লেষণে সাথে আমি পুরোপুরি একমত।
জাস্ট কিছু বলার ভাষা নেই!! এতো লেইম টপিক নিয়ে আলোচনা!!
মেজর ডালিমের বক্তব্য ঢাকতে এই নাটক করতেছে
খুব খারাপ লাগছে যে রাষ্ট্রীয় খুনের মত একটা বিষয় নিয়ে কথা বলাটা মানুষের কাছে গুরুত্ব পাচ্ছে না। মানুষ বরং সমালোচনা করছে। কিন্তু এই সাধারণ মানুষ রাষ্ট্রের দ্বারা নির্যাতিত হয়। সাধারণ মানুষ যতদিন না সচেতন হবে রাষ্ট্রের জুলুম থামবে না।
মেজর ডালিম জিল্লুর রহমান সংগে একটি ইনটারভিউ দিয়েছিলেন সেই ইনটারভিউটি ছিলো অনেক বেশী মান সম্মত এবং পরিপূর্ন ।
কর্নেল আবদুল রশিদ ছিলো এটা মেজর ডালিম না। মেজর ডালিম এই প্রথম কোনো পাবলিক ইন্টারভিউ ছিলো। উনার আসল অবস্থান এখন ও জানা যায়
Who wanna unsubscribe this person? Thumbs up guys.
Akdom shothik bolechen Sir ,I salute you ..
চলমান সামাজিক ঘটনার আলোকে রাষ্ট্রীয় সন্ত্রাসের চমৎকার বিশ্লেষণ ।
পিতার পাপের বোঝা পুএ বহন করবে না এবং পুএের পাপের বোঝা পিতা বহন করবে না। ইসলাম তাই বলে।
ডঃ জাহেদ উর রহমান স্যার, প্রশ্ন হলো আপনার জনপ্রিয়তা এতটা নিচে নেমে গেল কিভাবে? দেশে অনেক বড় বড় ঘটনা ঘটে যাচ্ছে সেগুলো নিয়ে বিস্তারিত কথা বলুন, না হয় চুপ করে থাকুন। নিজের অবস্থানকে আর নিচে নামাইয়েন না। অর্জন খুব কষ্টের, ধরে রাখাটাও কষ্টের কিন্তু নষ্ট করাটা অতি সহজ। সকলে যে আপনাকে উপেক্ষা করছে এটা আপনি খেয়াল করেছেন?
You are absolutely right Bro 💯👌
rendian bot comment
ভিডিওটির টাইটেল দেখেই বোঝা উচিৎ কেন বিষয়টি গুরুত্বপূর্ণ। ভিডিওটি পুরো দেখার পরও যদি না বোঝেন কেন বিষয়টি গুরুত্বপূর্ণ তাহলে বিষয়টি আপনার মস্তিষ্কে ঢুকবে না।
😂
স্যার আপনি মেজর ডালিম এর সম্পর্কে কোন ভিডিও দিলেন না 😔। উনি আমাদের সূর্য সন্তান ❤।আর নায়ক নায়িকার সম্পর্কে ভিডিও করলেন।এটা আশা করি নাই আপনার কাছ থেকে 😢😢।
বিবর্ণ সময়ের
বীভৎস মানসিকতা !!!
আমাদের সভ্যতা কি
বিলীন হতে চলেছে !!!
মানুষের বোধোদয়
আর কবে হবে !!!
যখন থেকে আপনি ইউটিউবে ভিডিও বানান শুরু থেকেই আমি আপনার প্রতিদিনের ভিডিও গুলো দেখি আপনি সম সাময়িকী সব বিষয় গুলো নিয়ে কথা বলার চেষ্টা করেন..কিন্তুু ইদানিং মাওলানা আজহারী সাহেব দেশে আসলেন এবং কয়েকটা মাহফিল করলেন..এই বিষয় নিয়ে আপনাকে কোনো ভিডিও করতে দেখলাম না..আজ দেখলাম আপনি তাহছান এর শশুরকে নিয়েও ভিডিও বানিয়ে ফেললেন..আজ থেকে আপনার মতলব ভালোটা করেই বুজে ফেললাম...আপনি একজন ইসলাম বিদ্ধেষী মানুষ...আপনার মুখোশের আড়ালে মুসলিম ফোবিয়া রয়েছে
আর তোমার আছে খানকিগিরি
চমৎকার বিশ্লেষণ ভাই আসলে আমরা সবাই মনুষ্যত্বহীন হয়ে গেছি
তাহসান কাকে বিয়ে করবে বা করলো ,এটা কোনভাবেই অন্য কারো বা আমাদের আলোচনার বা সমালোচনার কোন টপিকস কখনোই হতে পারে না।
আর তাহসানের স্ত্রীর বাবা কি ছিলেন, সেটা নিয়ে কথা বলার কোন অধিকার কারো আছে বলে আমি মনেই করি।
কে কাকে বিয়ে করবে, তার বাবা কি হতে হবে?, পাত্রী যদি রাস্তার মেয়েও হয়ে থাকে, সেটা তাহসানের ব্যক্তিগত ব্যাপার এবং সেটা নিয়ে কারো কোন ধরনের কথা বলার কোন সুযোগই নেই।
আমরা বরং সর্বোচ্চ যেটা করতে পারি , সেটা হচ্ছে এই দম্পতিকে শুভেচ্ছা জানানো। আমরা কেন যেন শুধু মানুষের বাহিরের পরিচয়টাই দেখি, কিন্তু অন্য একজনের ইমোশনাল অ্যাটাচমেন্ট অনুধাবন করার ক্ষমতার অন্য মানুষের নেই।
বাংলাদেশ ক্রসফায়ার নিয়ে আলোচনার সুযোগ আছে বলে আমি মনে করি। তবে এটা খুবই সত্যি যে , রাষ্ট্র যখন নাগরিকের ওপর অন্যায় করে, সেটা ওই নাগরিকদের জন্য অনেক বেশি ওজনের হয়ে যায়।
প্রসঙ্গে, 2020 সালের করোনা কালে আমার এক আত্মীয় কে বা বলতে পারেন উপার্জন একমাত্র উপার্জনক্ষম আত্মীয়কে রাতে মোটরসাইকেলে বাড়িতে ফেরার সময় , জমিজমা নিয়ে মামলার কারণে অন্ধকারে দেশীয় অস্ত্র নিয়ে লুকিয়ে থাকা সন্ত্রাসীরা নির্মমভাবে কুপিয়ে এবং জবাই করে হত্যা করে।
এই পরিবারের তিন ভাই ছিল , দুই ভাই আগেই মারা গেছে এবং একমাত্র পরিবারের উপার্জনক্ষম ছিলেন এবং সাথে সাথে ওনার বাবার আমলে দখল করে নিয়ে যাওয়া জমি ফেরত পাওয়ার জন্য আইনি লড়াইও করছিলেন ।
এবং প্রতিপক্ষ দখলকৃত জমি হাতছাড়া হয়ে যাবে এ জন্য তারা একটা মানুষকে মেরে ফেললো নৃশংসভাবে, যেটা আসলে দেখার মতো ছিল না।
গত 5 বছর এই মামলা চলছে, এখনো আসামিরা সবাই জামিনে, প্রত্যক্ষ সাক্ষী আছে ,পুলিশ চার্জশিট ও দিয়েছে।
কিন্তু একবার চিন্তা করেন তো জীব পরিবারের থাকা খাওয়ার খরচ যোগাতে কষ্ট হয়ে যায়, তারা গত 5 বছর মামলা চালাচ্ছে !! অন্যদিকে পরিবারের দুটি সন্তান খুবই ভালো ছাত্র, কিন্তু তাদের পড়ালেখা ও প্রায় বন্ধ হওয়ার পথে।
একজন আত্মীয় গত 5 বছর এবং এখন পর্যন্ত সংসারটি চালাচ্ছে, কবে এদের রায় হবে, শাস্তি হবে, আদৌ শাস্তি হবে কিনা, সেটাও অনিশ্চিত। কিন্তু এই পরিবারটি টোটাল শেষ হয়ে গেল!!
সুতরাং ক্রসফায়ার নিয়েআলোচনার সুযোগ আছে , অন্তত বাংলাদেশের পরিপ্রেক্ষিতে।
না হলে ক্রসফায়ার এত জনপ্রিয়তা পেত না এদেশে।
তবে এটাও সত্যি যে অনেকগুলি ক্রসফায়ারের ভুলবশত অন্যায়ভাবে নিরীহ বা লোগো অপরাধের মানুষকেও হত্যা করা হয়েছে, সেটা নিশ্চয়ই অনেক বেশি দুঃখজনক।
অনেকের এই যুক্তির সঙ্গেও মাঝে মাঝে আমি একমত হয়ে যাই যে, আদালত যদি রায় দিয়ে বিচার করে ফাঁসি বা জেল দিতে পারে, যদিও এখানে তার যুক্তিতর্ক উপস্থাপনের সুযোগ আছে, কিন্তু দিন শেষে আদালত ও রাষ্ট্রের, আর বাহিনীও রাষ্ট্রের।
সুতরাং অবশ্যই আলোচনা সমালোচনার সুযোগ আছে অন্ততপক্ষে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে।
সারাদেশ এখন কথা বলতেছে মেজর ডালিম আর ইলিয়াস ভাই কে নিয়া আপনি আছে তাসিন রে নিয়া। অবশ্য প্রথম আলু নিয়ে কথা।
বালিয়াস আর বালিম কে নিয়ে এত কথা বলার কি আছে🤡🙄
প্রত্যেকটা দেশপ্রেমী বাংলাদেশের উচিত মেজর ডালিমের 2 ঘন্টা 9 মিনিটের সাক্ষাৎকারটা দেখা উচিত সত্তিকার ইতিহাস জানার জন্য
জাহেদ ভাই, টপিক ট্রেন্ড কাল রাতে চেঞ্জ হয়ে গেছে 😅
জিল্লুর রহমান এর বজলুর রশিদ এবং গতকালকের ডালিম সাহেব এর সাক্ষাৎকারে নিয়ে একটি ম্যাশ - আপ টেক ভিডিও বানান
মেজর ডালিম সাহেবের টক শো নিয়ে একটি গঠনমূলক আলোচনা চাই।
বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিপক্ষে সবসময় কথা বলে যেতে হবে।।
আমাদের মানসিকতা অনেক খারাপ,, বাবা যেমন হোক মেয়ে তার পরিচয়ে বড় হয়েছে।। নিজেকে এক বড় পার্যায়ে নিয়ে গেছে।। তার বাবা র পরিচয়ে নিয়ে যাইনি
ভাই, এই মেয়ে সুবিধার নাহ, আগে খোঁজ নেন। এই মেয়েকে এই পজিশনে আনতে যে ছেলেটা কষ্ট করেছে তার সাথে বেইমানী করে তাহসান কে বিয়ে করেছে। আর তাহসান কেমন আমরা সেটা জানি একজন আওয়ামী লীগের দালাল।
চোরকে চোর বলবেই মানুষ
Very correctly pointed the dirty behavioural sides of our society. The irony is more than 80% of our total population is suffering from this syndrome. Thanks for pointing it out 👍.
তাহসান কে নিয়ে এত মাতামাতির কি আছে বুঝলাম না। ফালতু বিষয় নিয়ে কথা না বললেও তো পারতেন।
মেজর ডালিম বীরউত্তম স্যারের ভিডিও না বানিয়ে তাহসানের ভিডিও বানাচ্ছেন,এতেই ইলিয়াস ভাই আর আপনার সাংবাদিকতা এবং বিশ্লেষণের আকাশ পাতাল তপাৎ বোঝা যায়।
আর তুমি নডি গিরি ছেড়ে বেশ
ভাই কি নারী ও শিশু হত্যাকারীর পক্ষের লোক নাকি?
আপনার থেকে যখন এই ধরনের ভিডিও আসে তখন খুবই লজ্জা লাগে। ইলিয়াস ভাই কে অপছন্দ করেন ভাল কথা তাই বলে কী তার ভাল দিক বা সাফল্য নিয়ে কথা বলা যাবে না? কথা বলবেন না তাও ভালো তাই বলে এতটা নিচে নামতে হবে আপনার এইসব বাল ছাল নিয়ে কথা বলতে হবে? এই সব লেম বিষয় নিয়ে আপনার মূল্যবান সময় নষ্ট করতে হবে?
সঠিক কথা বলেছেন ভাই। ধন্যবাদ আপনাকে।
সাংবাদিক ইলিয়াস,পিনাকী ভট্টাচার্য ও তারেক ভাইয়ার প্রতি ভালোবাসা অবিরাম ❤❤
বাবার জন্য মেয়েকে কেন সমাজে দুর্ভোগ পোহাবে ? মেয়ে তো দোষ করেনি !
চমৎকার বিশ্লেষণ। Ignore your detractors.
ভাই আপনাকে দিয়ে এটা আসা করি নাই।মেজর দালিম কে নিয়ে কথা বলা উচিৎ
আপনি এমন একটা ভিডিও করবেন আশা করি নি।আসলেই আপনারা ইউটিউব ভিউ ব্যবসায়ী।
❤❤সহমত। এই বর্তমান সমাজে এধরণের কথা বলতে গাটস লাগে যেটা আপনার আছে।❤❤
ইতিহাস হয়ে থাকবে এই লাইভ।
লাল সালাম বীর উত্তম মেজর ডালিম।
ধন্যবাদ ইলিয়াস ভাই।
সম্পূর্ন কথা শুনে, বুঝে কমেন্ট করুন।
মেজর ডালিমের লাইভ উইথ সাংবাদিক ইলিয়াস হোসেন এইটার ব্যাপারে আপনার থেকে একটা ভিডিও আবার সবাই আশা করছি।
একজন বীর মুক্তিযোদ্ধা, একজন বীর উত্তম কিছু জানেনা, কিছু বুঝেনা!
সব কিছু শুধু বুঝে আমার ছাত্রলীগের বন্ধু কাশেম।
কাশেম হলো সবচেয়ে বড় দেশপ্রেমিক:3
আমি একটা কথা বুঝলাম না! তাহসান সংসার করবে নাকি জনগণ করবে?তারা বিয়ে করেছে সংসার করুক সুখী হোক।
ভাল বলেছেন, আমরা কাজ করার চেয়ে পরচরচা করি বেশী
আপনি রাজনৈতিক বিষয়ে কথা বলবেন তাহসানের বিষয়ে কথা বলে আপনার মান-সম্মান নষ্ট করলেন কারণ ওটা আপনার বিষয় না
তাহসান বিয়ে করছে এটা নিয়ে বিডিও করা লাগে আপনি ও একটা করেন
😂😅
ডা. জাহেদ কথা বলার জন্য আর কোনো টপিক পাননি। সেলুকাস! 3:03
ফাউল জিনিস নিয়ে সুশীলতা না দেখিয়ে মেজর ডালিম এর বিষয় নিয়ে কথা বলুন । নাকি তাকে নিয়ে কথা বলতে সমস্যা?
অল্প বিদ্যা ভয়ংকর। কতটা ভয়ংকর, এই ভিডিওর কমেন্ট গুলো পড়ে বোঝা যাচ্ছে।
জাহিদ ভাই তাহসিন কে নিয়ে আলোচনা সমালোচনা গুলো নিয়ে আপনার আলোচনা করা এতো জরুরি কি?
স্যার এঁদের কে নিয়ে ভিডিও না করাই উত্তম ছিলো মনে করি, গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য অপেক্ষায় থাকি, যে-মন সাংবাদিক ইলিয়াস ভাই মেজর ডালিম কে নিয়ে আলোচনা হলো সে-ই লাইভ ভিডিওর বিশ্লেষণ চাইছিলাম আপনার কাছে।
মেজর ডালিম সাহেবকে নিয়ে কথা না বলে তাহসানকে নিয়ে ভিডিও হাস্যকর।
আপনার কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ।
চমৎকার বিশ্লেষণ। ধন্যবাদ।♥️♥️♥️।
তবে বিএনপিট চাঁদাবাজি নিয়ে একটা বিশ্লেষণ করলে আপনার নিরপেক্ষতার প্রমান পেতাম।
তাহসানকে নিয়েও আপনার কথা বলতে হবে
হটাৎ আপনি নভো জগৎ থেকে নেমে এসে মর্ত্য লোকের শো বিজনিসের লোকের কথা বলছেন ! !! ব্যাপার কি ?
এই টপিক নিয়ে কথা বলা আপনার থেকে আশা করি নি! মেজর ডালিম লাইভ নিয়ে কথা বলতে পারতেন!
Jatir monojug onnodike ghuranor chestaa
জাহেদ ভাই আপনি যেই ধরনের রাষ্ট্র চান. সেই রাষ্ট্র বানানোর জন্য আল্লাহ্র আইন লাগবে. কিন্ত আল্লাহ্র আইনের শাসনে আপনার চুলকানি হবে আপনিত আবার চাননা.
ড. জাহিদ আপনার রুচির প্রশংসা করতে হয়।রাজনৈতিক বিশ্লেষক এখন সিনেমা জগতের নায়ক নায়িকাদের বিয়ে সাদি নিয়েও বিশ্লেষণ শুরু করেছেন।কয়েকদিন পর দেখা যাবে স্বামী - স্ত্রীর বিবাহ বিচ্ছেদ কেন হলো সেটারও বিশ্লেষণ করবেন কেননা ইউটিউব থেকে ইনকাম তো বাড়াতে হবে।
মেজর ডালিম কে নিয়ে নিয়ে কিছু বলছেন না কেনো?
উনি তো ভারতের ইন্ডাইরেক্টলি দালাল সুতরাং মেজর ডালিমকে নিয়ে কিছু বলবে না
বাবার অপরাধে মেয়েকে অপরাধী হিসেবে বিবেচনা করা ঠিক না।
আর কোনো বিষয় পাইলা না।??
উনি তো বিয়ে নিয়ে কিছু বলেন নি, রাষ্ট্রের অপরাধ নিয়ে খুব যুক্তি সম্পন্ন কথা বলেছেন, যেটা গ্রহণযোগ্য,,🙏
আপনার মত মানুষের এ নিয়ে কেন কথা...?
একটি ভিন্ন আঙ্গিকে কথা বলেন ভালো লেগেছে।।
বিবেক ও ন্যায়ের কথা বলেছেন।
ধন্যবাদ আপনাকে।।
এইগুলোও আপনার আলোচনার বিষয়? ভিউ বানিজ্য ছাড়া কিছুই না
আপনার কথা বলার উচিৎ ছিল মেজর ডালিম নিয়ে।নাকি ইলিয়াসের কারণে এটা করেননি?
বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিমকে নিয়ে ভিডিও বানান।নাকি ইলিয়াসের সফলতা বলে ভালো লাগছে না।
কন্টেন্ট না থাকলে ভিডিও না বানানোই বেটার। এসব বিষয়ের ভিডিও শুধুই ভিউর জন্য বলে মনে হয়
জাহিদ ধন্যবাদ ।
ভাই বাহিরে খেলে দেখতে পাই , ঘড়ে খেলে দেখতে পাই না । বাহিরে একটি রুটি কলা চা ভিতরে কাচ্চি আরো কতকিছু।
যাক যার যেমন সুযোগ সাধ্য খওয়া কিন্তু বাদ নাই ।
এইসব আলতু ফালতু ভিডিও না বানিয়ে মেজর জামিনকে নিয়ে ভিডিও বানাতে পারতেন
lack of courage.... every youtuber is careful........
কাঠের চশমা যে পড়ে আছে তা বোঝায় যাচ্ছে,,, সচিবালয়ে আগুন লাগার ঘটনা উনার চোখেই পরছেনা।সবি চশমার দোষ 😂😂😂😂
সবই গান্ডুগিরির ফলাফল 😂
😂😅
আমি আগেও একবার বলেছিলাম আপনি দিন দিন ভিউ ব্যবসায়ী হয়ে যাচ্ছেন, আর আজকের এই ভিডিওটি দেখার পর এই ব্যাপারে আর কোন সন্দেহ রইল না !!
মেয়াটার তো কোনো অপরাধ নেই, তাহসান ভাই একটা ভাল কাজ করেছে,,,
মেজর ডালিম কে নিয়ে ভিডিও বানান
যারা সমালোচনা করছে, তাদের বিচার বহির্ভূত হত্যার পক্ষে,!আর তাদের বংশধর এর মধ্যে কেউ অপরাধি হলে, সবাইকে বিচার করতে হবে
বয়কট জাহিদ
সব্যসাচী জাহেদ বিরাট বুদ্ধিমান মানুষ তার আলোচনা মনযোগ সহকারে সবার শোনা প্রয়োজন তাতে বুদ্ধিমান হবার সম্ভাবনা থাকে।
এখানে আমি কোন অপরাধ দেখতে পাচ্ছি না
আর এটা নিয়ে মাতামাতি করা বাঙ্গালীদের স্বভাব😂😂😂
মেজর ডালিম গতকালকে লাইভে এসে যে তথ্যগুলো দিয়েছে মুক্তিযুদ্ধ সম্পর্কে বিশেষ করে ৩ লক্ষ শহীদ কে ৩০ লক্ষ বানানো এছাড়া দুই লক্ষ মা-বোনদের ইজ্জতহানির ঘটনাকে তিনি সমর্থন করেননি এ বিষয়ে আপনার মূল্যায়ন খুব দ্রুত আশা করছি
৩ লক্ষ টাও অনুমান ছিল, অনুসন্ধানের রিপোর্ট নয়।
আপনার যুক্তি আর শয়তানের যুক্তি খুব কাছাকাছি কেন বললাম একথা, সে যাদেরকে হত্যা করছিল সে কি ন্যায় বিচার করে হত্যা করছিল??
আদালতের মাধ্যমে বিচার হলে তাকে আবার জামিন দিবে সে আবার হত্যা করবে এ দায়ভার কে নিবে বিচারক না আপনি??
Very well said. Tahsaan should not be criticized for his new marriage but he must be criticized for supporting BAL and asking vote for that fascist regime.
আমি আপনার ভিডিও এখন আর দেখিনা,, আপনি ফালতু হয়ে গিয়েছেন।
তুরে দেখতে কইছে কে ছাগল। তুই ইলিয়াস পিনাকীর ভিডিও দেখ!
জাহেদ ভাই আমরা আগামিতে মেজর ডালিম ও সাংবাদিক ইলিয়াসের লাইভ
টকশো নিয়ে আপনার বিশ্লেষণ দেখতে পাব। ধন্যবাদ আপনাকে
মেজর ডালিমের ভিডিও নিয়ে একটি বিশ্লেষণ করা হোক
এই ভিডিও প্রত্যাশা করিনি; আরো গুরুত্বপূর্ণ সাবজেক্ট ছিলো।
ভাইজান ডালিম নিয়ে এপিসোড করতে আপনার দ্বিধা কেনো?
অবাক লাগছে আপনার হেডলাইনটা একজন টপ টেরোরিস্টের ও সেই সাথে শাহবাগীর পক্ষে যারা যারা মানুষকে কষ্ট দিয়েছে
ইলিয়াছ হোসেন ও মেজর ডালিমের সাক্ষাৎকার সম্পর্কে জাহিদ ভাই আপনার মন্তব্য জানতে চাই।