পঞ্চায়েতে চুরি রুখতে কেন্দ্রের নয়া উদ্যোগ! মাথায় হাত রাজ্যের। দেখুন

Поділитися
Вставка
  • Опубліковано 26 вер 2024
  • #savedoctors #dofaekdabiekmamatarpadotyag #quotamovement #rgkar #avaya #tilottama #westbengaltopnews #savehindus #wewantjustice #nachiketa #mamatabanerjee #nationalmedical #ipgmer #sskm #nrs #suvenduadhikari #bjpwestbengal #abhishekbanerjee #jouthamancha #damoovment #bangladeshihindus #protest #nabannachalo #vinitgoyel #kolkatanews #kolkatapolice #dofaek #mamatashouldresign #hasinarpadotyag #bicharchai #cbienquiry #kanksa #bardhamannews #meyeraraatdakholkaro #thenightisours #savewestbengal #savegirls #justiceforrgkar #rgkarcallrecord #attackonrgkar #sexracketin medical #stepdownmamata। #opisituicholeja #bjpwestbengal #bjpsongs #wbgovernor #independenceday #viralvideo #boycottmamata #mamataboycott #vinitgoyel #reginemamata #pujodonation #kolkatadoctormurder #justiceformoumita #Pakistanmedicalassociation #ima #calcuttamedicalcollege #doctorstransfer #derby #durandcup24 #eastbengal #mohunbagan #threat #nabannachalo #uttarbangosambad #uttarbangosangbad #supremecourtlive# #capitalpunishment #themesong #nabannachalo #damoovment #ssc #tet #cbiraid #nabannachalo #justiceganguli #abhijitgangopadhyay #flood #sumandey #ghantakhanek #abpanandalive
    পঞ্চায়েত ব্যবস্থা নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারে কেন্দ্র। মোদি সরকারের নতুন উদ্যোগ। স্পিকার সম্মেলনে ঘুরে এসে বললেন বাংলার বিমান বন্দ্যোপাধ্যায়।
    Biman Bandopadhyay on Panchayat Raj

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @GautamChakraborty-yv5ry
    @GautamChakraborty-yv5ry 6 годин тому +430

    যদি হয় তাহলে খুউব ভালো হবে

    • @puresoul504
      @puresoul504 6 годин тому

      এটা ও একটা আই ওয়াস।
      এই রাজ্যে বিজেপি ক্রমশ আস্থা হারাচ্ছে। তাই বামপন্থী দের আটকে রাখতে এই খেলা।এখানে বাম এবং ডান আকচা আকচি করছে। ওদিকে নেপোয় মারছে দৈ।😅

    • @suchandradas2728
      @suchandradas2728 5 годин тому +5

      Aamra khub Khushi

    • @nirmalendubiswas1271
      @nirmalendubiswas1271 5 годин тому +8

      এবার চুরি করতে পারবে না, তাই ভীষন বিপদ

    • @akshaychandra6424
      @akshaychandra6424 2 години тому +1

      Ekdom

    • @sushantosarkar2258
      @sushantosarkar2258 24 хвилини тому

      কেনদরোই গুআটা মেরেছে বা্্লার।

  • @dipakshome8965
    @dipakshome8965 6 годин тому +68

    এব্যাপারে সুপ্রিম কোর্টে যাবেনা , এদের অবস্থা ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি , বিমান বন্দ্যোপাধ্যায় সব থেকে বাজে অধ্যোক্য।

    • @champaroychowdhury2827
      @champaroychowdhury2827 21 хвилина тому

      কি রকম স্বচ্ছতা তা রাজ্যবাসী হাড়ে হাড়ে টের পাচ্ছে ।

  • @bimalkumarpanda8018
    @bimalkumarpanda8018 6 годин тому +353

    খুবই ভাল চিন্তা। কারণ করে কম্মে খাওয়া বন্ধ হবে।সব ফুটানি শেষ হবে ছটফটানি শুরু হবেই।

    • @himansuchakraborty4481
      @himansuchakraborty4481 6 годин тому +16

      কোটি কোটি টাকা গ্রামে আসে কিন্তু সেই উন্নতি দেখা যায় না

    • @jaybhavanijay2653
      @jaybhavanijay2653 5 годин тому +6

      Right

    • @BiswajitDutta-oe5gp
      @BiswajitDutta-oe5gp 5 годин тому +1

      ✅️

    • @lakshmimaity3976
      @lakshmimaity3976 5 годин тому +13

      সমস্যা তো একটাই,চুরি করবে কি করে।

    • @nirmalendubiswas1271
      @nirmalendubiswas1271 5 годин тому +2

      ​@@himansuchakraborty4481ভূল হলো, উন্নয়ন হয় বিশেষ গোষ্ঠীর

  • @r1344-p5c
    @r1344-p5c 5 годин тому +52

    কেন্দ্র যদি এটা করে খুবই ভালো হবে। চটি চাটা গুলো বড্ড বার বেরেছে।

  • @bhairabmandal3872
    @bhairabmandal3872 6 годин тому +299

    এরকম হলে নীচুতলার অনেকেই পার্টি করা ছেড়ে দেবে

    • @janatghoshjanatghosh831
      @janatghoshjanatghosh831 5 годин тому +8

      এক দম ঠিক বলেছেন

    • @monoj4467
      @monoj4467 4 години тому

      Dhandabaj lokera konodin party chare na, ek party theke anno party te join kare.

    • @debdashmondal8429
      @debdashmondal8429 4 години тому +2

      তোলা তুলতেতো কোন অসুবিধা নেই। কেন পারটি করবেনা? সিন্ডিকেট, দালালী এই সব থাকলেই হবে।

    • @krishnachaudhuri2002
      @krishnachaudhuri2002 3 години тому

      Future tense কিছূ না বলাই ভাল। কারণ পরে আর হয না। যেমন চুরি তেমন চলবে। এ মমতার রাজ্য ও লোকেরা যারা চুরিতে হাত পাচিযেছে ।

  • @tapasghosh3584
    @tapasghosh3584 5 годин тому +36

    শুধু পঞ্চায়েত নয় রেশন টাও হাতে নিতে হবে।

    • @untrainednewbirds
      @untrainednewbirds 5 годин тому

      Ration er koyek ta maatha jail e giye aar koyek lokkho bhuyo card chole giye ektu tight kheyeche

  • @purnimamaity7879
    @purnimamaity7879 6 годин тому +344

    এটাই পুজোর বোনাস হোক তোলা মূলের জন্য😂😂😂

  • @AKD870
    @AKD870 5 годин тому +29

    ১৫% ব্যবস্থা খুব সুন্দর । নতুন পাকা রাস্তা গুলোতে পিচ খুঁজতে অনুবিক্ষন যন্ত্রের প্রয়োজন হয়।

  • @firozshahnawaz9922
    @firozshahnawaz9922 6 годин тому +199

    খুবই ভালো সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র

  • @amalkumardas411
    @amalkumardas411 5 годин тому +16

    একজন বিধানসভার স্পিকার হয়ে T.M.C এর ক্যাডারের মতো কথা বলাটা বাঞ্ছনীয় নয় ।

  • @shibanibhattasali9796
    @shibanibhattasali9796 6 годин тому +504

    সফিকুল ভাই, কেন্দ্র যদি এটা করে তবে খুব ভালো হবে।

    • @aparnamandal5073
      @aparnamandal5073 5 годин тому +6

      ঠিক হবে, কেন্দ্রর হাতেই যাক্

    • @aparnamandal5073
      @aparnamandal5073 5 годин тому +11

      ঠিক হবে

    • @SamitaLama-qj4cf
      @SamitaLama-qj4cf 4 години тому +3

      Rationing (PDS) o jeno Kendra nik.

    • @subhojitghosh6851
      @subhojitghosh6851 4 години тому

      Centre esob kichhu korbe na.. Mamata-r saathe setting achhe oder.. egulo just bolar jonno bolchhe...sort of an eyewash.

    • @satyabratamaiti2848
      @satyabratamaiti2848 4 години тому

      I appreciate your analysis.

  • @mamonisamanta6779
    @mamonisamanta6779 5 годин тому +16

    এটা হলে খুব ভালো হবে,যে ভালো মানুষ গুলো ওখানে কাজ করে তারা শান্তি তে কাজ করতে পারবে, তার বাড়ির মানুষ গুলো চিন্তা হীন ভাবে থাকবে।

  • @pradeepchatterjee8397
    @pradeepchatterjee8397 6 годин тому +181

    যদি হয়, কেন্দ্রীয় সরকারের একটি সময়োচিত ও ভালো পদক্ষেপ।

  • @PRIMITIVEWORLD-fm3ir
    @PRIMITIVEWORLD-fm3ir 5 годин тому +15

    এক দেশ এক নির্বাচন এর পর
    এক দেশ এক আইন ...অবশ্যই লাগু হওয়া উচিত...

  • @subratamitra7433
    @subratamitra7433 6 годин тому +183

    এই রাজ্যের জনগণের স্বার্থে ও জনগণের জীবন রক্ষার্থে গোটা রাজ্যের নিয়ন্ত্রণ কেন্দ্রীয় সরকার নিক এইটাই করজোড়ে আবেদন।

  • @anupmistry6117
    @anupmistry6117 5 годин тому +12

    কেন্দ্র যেন সঠিক লোক দিয়ে মনিটরিং করে । সততাই শ্রেষ্ঠ । 😅

  • @bhaskarbose9856
    @bhaskarbose9856 6 годин тому +169

    চোর গুলোর হাত থেকে মুক্তি পাওয়ার এই উপায়। কেন্দ্রের হাতে এই ক্ষমতা এখুনি নেয়া দরকার। চোরদের আবার কথা কি?

  • @sujitroy8934
    @sujitroy8934 5 годин тому +11

    দেরি না করে ভালো কাজ তাড়াতাড়ি শুরু করা উচিত।

  • @DiptiRoySarkar1210
    @DiptiRoySarkar1210 6 годин тому +145

    অবশ্যই হাতে নেয়া উচিত না হলে বাংলার আইন ব্যবস্থার উপর সাধারণ মানুষ ভরসা পায় না

    • @josephdezusa
      @josephdezusa 5 годин тому

      আমাদের প্রধানের কলকাতায় একটা ফ্ল্যাট, লোকালয় দুটি বড় বাড়ি, আগাগোড়া ইটালিয়ান মার্বেলের মোরা, এবং কয়েকশো বিঘা সম্পত্তি গুপ্তভাবে লুকানো আছে l চোখের সামনে দেখেছি আগে তার কিছুই ছিল না। এবং কাউন্সিলর মেম্বাররা তারা নাকি খুবই দরিদ্র জনতার সেবায় তারা নাকি জীবন দিতে প্রস্তুতl এই হচ্ছে আমাদের পঞ্চায়েতের হাল l ১০ বছর আগে যে রাস্তা হয়েছিল, ব্যবহৃত একমাত্র প্রধান রাস্তা, যাতায়াত করা প্রায় দুর্বিষহ হয়ে উঠেছে l কেন্দ্রীয় সরকারের এই নীতিতে সম্পূর্ণ সহমত রাখি l

  • @ashiranjandhara4009
    @ashiranjandhara4009 5 годин тому +11

    বাংলা কে কেন্দ্র শাসিত সরকার করা দরকার

    • @bijonsana4174
      @bijonsana4174 2 години тому +1

      bijon.kumar.sana.hapania.nagarukhra.nadia

  • @amitavaganguly9782
    @amitavaganguly9782 6 годин тому +192

    সঠিক পদক্ষেপ। কেন্দ্রের উচিত এখনই এই নিয়ম বলবৎ করা।

  • @babulbanerjee5680
    @babulbanerjee5680 6 годин тому +5

    Very good work we are happy for this good news Thanks to P.M. of India

  • @moumitadey9928
    @moumitadey9928 6 годин тому +98

    রাজ্য টা যেভাবে চলছে তাতে করে কেন্দ্র সরকারের উচিত হস্তক্ষেপ নেওয়া

  • @somenathmajumdar1991
    @somenathmajumdar1991 5 годин тому +5

    একটা ভোট থেকে আর একটা ভোটে কোন দলবদল করতে পারবে না।

  • @bishnupatra4829
    @bishnupatra4829 6 годин тому +85

    কেন্দ্র ইডি সিবিআই কে চাপ দিয়ে সমস্ত তদন্তের নিষ্পত্তি করে আসল অপরাধীদের চিহ্নিত করুক এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক।

    • @AISHRONSQUAD
      @AISHRONSQUAD 5 годин тому +1

      পঞ্চায়েত তো একটা কামধেনু ,দুইয়ে ক্ষীর খাও ।পঞ্চায়েতের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের ১২/১৩ বছরের ব্যাক্তিগত সম্পত্তির এবং সমস্ত প্রজেক্টের একটা অডিট হোক । দুদ পানি আলাদা বোঝা যাবে ।

    • @brajalalnath8911
      @brajalalnath8911 3 години тому

      করবে না। ভাই ভাই ব্যাপার।

  • @ranitroy_3984
    @ranitroy_3984 3 години тому +3

    কেন্দ্রীয় সরকার যদি এই পদক্ষেপ নেয় খুব ভালো হবে কেন যত পঞ্চায়েতে 11 বছরে যাদের বিড়ি খাওয়ার পয়সা ছিল না তারা আজকে হাজার হাজার কোটি টাকার মালিক দুর্নীতি এমন একটা পর্যায় পৌঁছে গেছে পশ্চিমবাংলায় তাতে তৃণমূল কংগ্রেসের প্রতিটি ছোট বড় লিডার হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে

  • @PradipDas-bz2ds
    @PradipDas-bz2ds 6 годин тому +73

    ভালোইতো হবে । আপনারা এত সৎ । আপনারা মনিটরিং করবেন । কেন্দ্ৰ কোনো খামতি রাখলে কেন্দ্ৰের দোষ ধরতে পারবেন ।

  • @pulakdas4594
    @pulakdas4594 5 годин тому +2

    যেমন রাজ্য তেমন ব্যবস্থা নেওয়া উচিত...লোক দেখে ঘর দেওয়া,জব কার্ড, বার্ধ্যক ভাতা,এলাকা দেখে জল দেওয়া.....এসব তো চলে রাজ্যে....তবে কেন্দ্র সরকার কিছু করতে পারবে তাতেও বিশেষ আসা নেই....

  • @SrimantaKumir-uu6gj
    @SrimantaKumir-uu6gj 6 годин тому +86

    দারুন প্রতিবেদন

  • @subratamitra7433
    @subratamitra7433 6 годин тому +65

    এই রাজ্যের জনগণের স্বার্থে ও জনগণের জীবন রক্ষার্থে গোটা রাজ্যের নিয়ন্ত্রণ কেন্দ্রীয় সরকার নিক এইটাই করজোড়ে আবেদন।

    • @TheBabinkarmakar
      @TheBabinkarmakar 6 годин тому +2

      ভোটটা ঠিক জায়গায় দিন না চিল্লিয়ে।

    • @utpalmukherjee9835
      @utpalmukherjee9835 5 годин тому +2

      করজোড়ে বলে হবে না এর জন্য ও কড়া আন্দোলন করা না হলে এরা কিস্যু করবে না।

    • @puresoul504
      @puresoul504 5 годин тому

      @@TheBabinkarmakar ভোট তো সবাই তাদের মতে ঠিক জায়গায় দিচ্ছে। তাই তো হিন্দু ভোট ভাগের সুবাদে নেপোয় দৈ মেরে দিচ্ছে।

  • @princeoflove4911
    @princeoflove4911 4 години тому +2

    স্ত্রীর পঞ্চায়েত চালায় স্বামী, কাউন্সিলার হয়ে কোটি টাকার গাড়ি চাপে,এদের বাড়ি-ঘর দেখলে আম্বানি হা হয়ে যাবে, ভুয়ো যব কার্ড বের হলো কেন, এতে টাকার মূল্য থাকবে তা না হলে টাকা জলে চলে যাবে। ঠিকই হচ্ছে।

  • @suvasischatterjee8556
    @suvasischatterjee8556 6 годин тому +143

    এটা হলে সবার রস বেরিয়ে যাবে

  • @kananbhattacharjee4285
    @kananbhattacharjee4285 5 годин тому +2

    এটা যদি স্পিকার সন্মেলনে আলোচনা হয়ে থাকে,এবং বিষয়টি যদি আপত্তিকর হয়, তাহলে অন্য রাজ্য গুলি মেনে নিতো না। কোনো রাজ্য তো বিরোধ করেনি? শুধু প: বঙ্গই বিরোধিতা করলো কেন?

  • @prabirpanjal8761
    @prabirpanjal8761 6 годин тому +61

    একদম ঠিক ভেবেছে কেন্দ্র।
    যে রাজ্য নিজের উন্নতির শীর্ষে তাদের তো আপত্তি থাকবেই।

  • @dipakkumarghosh2501
    @dipakkumarghosh2501 6 годин тому +2

    সফিকুল ভাই, তোমার একাউন্টের কি হাল ,জানতে আগ্রহী।

  • @mausumibhattacharya2079
    @mausumibhattacharya2079 6 годин тому +85

    বেশ হবে। এই লোকটাকে ‌দেখলে মনে হয় আমাশায় ভুগছে।

    • @debasisdhara3894
      @debasisdhara3894 6 годин тому +3

      😂😂😂😂

    • @prasenjitmandal7356
      @prasenjitmandal7356 6 годин тому +6

      কোষ্ঠকাঠিন্য

    • @ruplalgupta7172
      @ruplalgupta7172 5 годин тому +3

      মাত্রা অতিরিক্ত খেয়ে ফেলেছে!😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @ruplalgupta7172
      @ruplalgupta7172 5 годин тому +1

      মাত্রা অতিরিক্ত খেয়ে ফেলেছে 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @Pra-p3s
      @Pra-p3s 5 годин тому +3

      ​@@ruplalgupta7172POTI 🫢🥱 atke gachhe 😂😂😂

  • @rabindranathparia775
    @rabindranathparia775 6 годин тому +50

    চুরি ও দুর্নীতি রোধে আইন পরিবর্তন করা দরকার।‌ সবকিছুর দায়িত্ব কেন্দ্রের থাকলে চুরি ও দুর্নীতি কম হবে।

  • @J.C.Ganguly
    @J.C.Ganguly 6 годин тому +50

    সবার আগে পুলিশ হাতে নেওয়ার দরকার ছিল কেন্দ্রের।

  • @byasdebghosh5801
    @byasdebghosh5801 5 годин тому +2

    Good decision tahole Member ra r 3 tola bari korte parbe na r GARIB taka pabe

  • @subratamitra7433
    @subratamitra7433 6 годин тому +97

    এই রাজ্যের জনগণের স্বার্থে ও জনগণের জীবন রক্ষার্থে গোটা রাজ্যের নিয়ন্ত্রণ কেন্দ্রীয় সরকার নিক এইটাই করজোড়ে আবেদন।

  • @sumcoroy3655
    @sumcoroy3655 4 години тому +2

    চুরি করবে বলে তৃনমূলের বুদ কর্মীর মত কথা বলছে ?

  • @subratamitra7433
    @subratamitra7433 6 годин тому +85

    এই রাজ্যকে সঠিক পথে চালনা করতে রাজ্যের নিয়ন্ত্রণ হাতে নিন ওইসব টুকটাক নিয়ন্ত্রণ হাতে নিয়ে কোন লাভ নেই।

    • @sujoyghosh1197
      @sujoyghosh1197 6 годин тому +6

      পঞ্চায়েত হাতে নিয়ে নেওয়া মানে রাজ্যটা হাতে।।

    • @purbasharoy1141
      @purbasharoy1141 5 годин тому +1

      Vote ta din nahole constitutional rights upekkha kore kibhabe korbe?

    • @asitkumarmahata4226
      @asitkumarmahata4226 5 годин тому

      কিছুই হবেনা 😢😢

    • @purbasharoy1141
      @purbasharoy1141 5 годин тому

      @@asitkumarmahata4226 apnara please jodi mone kore thaken kichui hobe na tahole ei negativity ta nijeder modhyei rakhun. Ekdin e kono kichui change hoi na. Somoi lage. Ar shei somoi ta te lorai chaliye jete hoi. Je jebhabe pare. Shekhane apnar hotasha thaktei pare sheta ke cancer er moto bajare na choriye kichu protibaadi korun. Change apna apni hoi na. Change korte hoi.

    • @untrainednewbirds
      @untrainednewbirds 5 годин тому

      Ota tuktak noy. Sob badmashir asol uddeshyo holo taka. Tai taka churi nichu tola theke rukhe dile onek suraha hobe

  • @premanandadas1476
    @premanandadas1476 5 годин тому +1

    পশ্চিমবঙ্গের জন্য সুখবর এই যে মাননীয় প্রধানমন্ত্রী কলকাতাতে সেমিকন্ডাক্টর হাফ তৈরি করবে।❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @alexzenders3089
    @alexzenders3089 6 годин тому +43

    Modi JINDABAD BJP Modi

    • @ruplalgupta7172
      @ruplalgupta7172 6 годин тому +2

      আনতে হবে ডাবল ইঞ্জিন সরকার!

    • @ruplalgupta7172
      @ruplalgupta7172 6 годин тому +3

      আনতে হবে ডাবল ইঞ্জিন সরকার!বিজেপি জিন্দাবাদ!

  • @manjudebi4745
    @manjudebi4745 6 годин тому +31

    চোরের রাজ্যে কেন্দ্র ঠিক ব্যবস্থা নিয়েছেন।

  • @ramalasarkar2915
    @ramalasarkar2915 5 годин тому +8

    হাসি পেয়ে গেল।কেন্দ্র নিলে অন্তত এর চেয়ে ভালো চলবে।

  • @prasenjitmandal7356
    @prasenjitmandal7356 6 годин тому +34

    বিমান বাবু যেন খুব কষ্ট পাচ্ছেন মুখ দেখে তাই মনে হচ্ছে😮

    • @ruplalgupta7172
      @ruplalgupta7172 5 годин тому +3

      চোর চোর দেখতে লাগছে!😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @ruplalgupta7172
      @ruplalgupta7172 5 годин тому +3

      চোর চোর দেখতে লাগছে!😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @kshirodprasadde128
      @kshirodprasadde128 4 години тому +3

      Biman choredr bamal samal dei.

  • @kalyandas281
    @kalyandas281 Годину тому +1

    আমাদের পঞ্চায়েত প্রধান একদম অশিক্ষিত। ওর husband ponchyet চালাই। এই ভাবে চলছে।

  • @Dristanta100
    @Dristanta100 6 годин тому +27

    খুবই জরুরী কাজ। এটা হলে সাধারণ মানুষ বেঁচে যাবে।

  • @AKD870
    @AKD870 5 годин тому +1

    পঞ্চায়েত ব্যবস্থা সুন্দর !!! নিশ্চয়ই সুন্দর , পঞ্চায়েত সদস্যরা নিজেরা কোটিপতি হচ্ছে , এটাতো সুন্দর ব্যবস্থা !!

  • @SamirKumar-jz7re
    @SamirKumar-jz7re 6 годин тому +23

    এটা বামফ্রন্টের কথা বলছে, স্পিকার মহাশয় কোন সিপিএম নেতা ইনাকে বলে দিয়েছেন

  • @somnathmukhopadhyay2630
    @somnathmukhopadhyay2630 Годину тому +1

    পঞ্চায়েত তো এখানে মাল কামাবার জায়গা হয়ে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের ভাবনাচিন্তাকে স্বাগত জানাই।

  • @tanmoyjana5119
    @tanmoyjana5119 6 годин тому +37

    এটা হলে tmc শেষ। ওটাই আসল জায়গা

    • @ruplalgupta7172
      @ruplalgupta7172 5 годин тому +1

      বাংলা ফিরে পাবে সুন্দর পরিবেশ!

    • @ruplalgupta7172
      @ruplalgupta7172 5 годин тому

      বাংলা ফিরে পাবে সুন্দর পরিবেশ!

    • @MaxWilson-mr3td
      @MaxWilson-mr3td 5 годин тому

      করে কম্মে, চুরি করে করে খাওয়ার দিন শেষ। অনেকে পার্টি করা ছেড়ে দেবে।

  • @SkAkash-td9ln
    @SkAkash-td9ln 4 години тому +3

    Akdom/thik

  • @labanga580
    @labanga580 6 годин тому +29

    সফিকুল বাবু একদম ঠিক বলেছেন👍👍👍

  • @HM19879
    @HM19879 5 годин тому +1

    ঠিক বলেছেন sir, এই দেশে যেরকম রাজনীতি চলছে এটা একধরণের agenda মূলক রাজনীতি চলছে.... কেন্দ্র বনাম রাজ্য রাজনীতি, একটা অদ্ভুত culture চলছে এই রাজ্য তথা দেশজুড়ে

  • @prabirmajilya1835
    @prabirmajilya1835 6 годин тому +20

    কিছু জিনিসের প্রতিবাদ করায় আমার স্ত্রী পঞ্চায়েত সদস্য হয়েও কোন কিছু মিটিং এর খবর দেয়া হয় না পঞ্চায়েত চলে-5 জনের মতামতের উপর কমিশন নিতে কোন অসুবিধা না হয়

  • @rajdasgupta2940
    @rajdasgupta2940 5 годин тому +1

    আমি চাই - 1 nation 1 education হোক। কোন আলাদা আলাদা বোর্ড, সিলেবাস, মিডিয়াম, আলাদা বই, আলাদা শিক্ষা পদ্ধতি, আলাদা মান থাকবে না।

  • @asutoshbarman367
    @asutoshbarman367 6 годин тому +26

    কেন্দ্র সরকার ভালোই সিদ্ধান্ত নিয়েছে

    • @ruplalgupta7172
      @ruplalgupta7172 5 годин тому +1

      দীর্ঘ দিনের প্রতীক্ষার অবসান ঘটবে!

  • @tusharkantimondal1034
    @tusharkantimondal1034 2 години тому +1

    পিথিবীর কোথাও এমন ব্যবস্থা পাওয়া যাবেনা, ঠিকই বলেছেন। এত দূর্নীতি আর কোথাও হয় না।

  • @malamajumder6972
    @malamajumder6972 6 годин тому +13

    Good afternoon sir Excellent video mind blowing কেন জানেন গরিব মানুষরা খুশি হবেন তাদের জন্য বরাদ্দ সব পাবে এই জদি আইন হয় আকাশে বাতাসে খুশির হাওয়া বইবে শাসক সমাজের দালাল গুলোর মজা দেখা যাবে খুব ভালো খবর ভালো খবর দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই ভালো থাকবেন 😂😂😂

  • @abhijitghatak8657
    @abhijitghatak8657 2 години тому +1

    খুব ভাল সিদ্ধান্ত কেন্দ্রের, শুুনে খুব খুশি হলাম । পুুুরো রাজ্যে যা দুর্নীতি চলছে এটা হয়াই উচিত।

  • @srikantajana9081
    @srikantajana9081 6 годин тому +28

    কিশোর পুর 1 নম্বর পঞ্চায়েত এর 5 বিজেপি মেম্বার কে টএমসি প্রধান কোনো পাত্তাই দেয় না।khanakuler ভয়াবহ বন্যায় একটা ট্রিপল ও দেয়নি।

  • @asokmandal7409
    @asokmandal7409 3 години тому +1

    কেন্দ্রীয় সরকার যদি পঞ্চায়েত কার্যকলাপ সরাসরি তদারকি করে তাহলে খুব ভালো হবে কারণ সারা ভারতবর্ষে যতো পঞ্চায়েত, সমিতি আছে সেগুলির সামগ্রিক উন্নয়ন করতে গেলে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ভীষণ ভাব প্রয়োজন আছে। বিভিন্ন প্রকল্পের টাকা বিভিন্ন হেড এ আসে তা অন্য খাতে খরচ করতে গেলে অনুমতি নিতে হবে। জালাটা এখানেই।

  • @ShankariSatpati-rh3mt
    @ShankariSatpati-rh3mt 6 годин тому +10

    খুব ভাল হয় তাহলে নৈরাজ্যের কিছুটা হলেও অবসান ঘটবে

  • @my.puch.puch.comedy
    @my.puch.puch.comedy 3 години тому +1

    কেন্দ্র পঞ্চায়েতের সমস্ত দায়িত্ব নিলে ভালো হবে। স্বচ্ছতার সঙ্গে কাজ করলে আপত্তি থাকবেনা।তানাহলে আপত্তি থাকবে।

  • @gourroy4403
    @gourroy4403 6 годин тому +37

    Khub valo hobe

  • @kuntalchoudhury5160
    @kuntalchoudhury5160 Годину тому +1

    Rule তো ভগবান বানায় নি আপনারাই বানিয়েছেন, rule change হবে অসুবিধা কি আছে

  • @dipachakraborty5228
    @dipachakraborty5228 6 годин тому +10

    সব বাজে খবরের মধ্যে এটাই একটু ভাল খবর।

  • @surajitsardar7177
    @surajitsardar7177 Годину тому +2

    স্বপ্ন ঘুমিয়ে দেখতেই ভালো লাগে বাস্তবে মাত্র কতটা সফল হবে তা বলা খুব মুশকিল😢😢😢

  • @surajitdutta2221
    @surajitdutta2221 3 години тому +1

    পঞ্চায়েত কেমন কাজ করেছে দেখাবো!?
    দু মাসের মধ্যে একবারে নতুন রাস্তা
    ভেঙে ফাঁকা,
    এলাকার সবার বাড়ি বাড়ি জল।
    কতো টাকা খাওয়া হয়েছে হিসাব দিক।

  • @SUMANROY-ix1gs
    @SUMANROY-ix1gs 6 годин тому +10

    খুবই ভাল সংবাদ ❤❤❤❤❤...................জয় শ্রীরাম

  • @arunkumarsamanta5585
    @arunkumarsamanta5585 6 годин тому +1

    সুষ্ঠু ভাবে কাজ এখানে?
    শুধু শাসক দলের নেতাদের,মন্ত্রীদের প্রভুত উন্নতি হয়েছে। সাধারন মানুষের অবস্থা এখানে শোচনীয়।

  • @TapanBiswas-f4w
    @TapanBiswas-f4w 6 годин тому +10

    Good idea for center

  • @AbdurRahman-g7y4l
    @AbdurRahman-g7y4l 5 годин тому +1

    One side বিমান বন্দোপাধ্যায়ের কথায় বোঝা যাচ্ছে চুরি বন্ধ হয়ে যাবে বলে আতঙ্কে ভুগছে তাই এই মন্তব্য করেছেন কেন্দ্রীয় সরকার সিদ্ধান্তের বিরুদ্ধে।

  • @dipakpradhan4089
    @dipakpradhan4089 5 годин тому +2

    আমি মনেপ্রাণে চাই কেন্দ্রশাসিত পঞ্চায়েত হোক

  • @siddheshwarpradhan293
    @siddheshwarpradhan293 4 години тому +1

    সফিকুল দা একটা কথা আপনাকে জানতে চাই, একশো দিনের কাজের টাকা বন্ধ হয়ে যাওয়ার ফলে বিগত দিনে পঞ্চায়েতের যে সমস্ত অন্যান্য কাজগুলো হচ্ছিল সব বন্ধ হয়ে গেছে।

  • @UjalKanrar
    @UjalKanrar 6 годин тому +8

    চিনি। অন্ধকারে। খেলেও। মিষ্টি লাগে

  • @dilipbachhar7423
    @dilipbachhar7423 4 години тому +1

    পঞ্চায়েত পরিচালনায কেন্দ্রের হসতখেপ এর উদ্যোগকে সততিই সুন্দর পদখেপ এই পদ্ধতি কে সাধুবাদ জানাই খুব ভালো উদদোগ

  • @SubrataMondal-se4ur
    @SubrataMondal-se4ur 6 годин тому +8

    সঠিক কাজ হবে সত্যি যদি এটা হয়

  • @jayantisarkar7372
    @jayantisarkar7372 4 години тому +1

    কপাল অভূতপূর্ব গ্রামে।কোনো কাজ হয়না আমদের গ্রামের ড্রেন নেই মিউনিসিপালিটি থেকে পাঁচ মিনিটের দূরত্ব আমদের গ্রাম

  • @subratamitra6633
    @subratamitra6633 6 годин тому +5

    কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন যদি নিতেই হয় রাজ্যের নিয়ন্ত্রণ কেন্দ্রের হাতে নিন না হলে কিছুই নিতে হবে না।

  • @supriyarakshit8813
    @supriyarakshit8813 5 годин тому +1

    মুখ দেখে বাড়ি দেয়, প্রকৃত গরীব রা পায় না, আমার নিজের ভাই এর মাটির বাড়ি, সাইকেলে করে গ্ৰামে গ্ৰামে বিড়ি বেচে খায়। অথচ পায় না,আগাম কুড়ি হাজার টাকা লাগবে,ভাই এর দেওয়ার ক্ষমতা নেই।

  • @chiranjanbagchi7779
    @chiranjanbagchi7779 3 години тому +2

    ছব্বনাশ তবে তো হাতের ঘটি হারাবে ছিন্নমুল ।। পেট কি করে চলবে তাইলে ??।

  • @prosun0071
    @prosun0071 6 годин тому +5

    Eto rajjo sarkar thakar kono mane nei desh ta bharot to decision making centrally hoa uchit.

  • @sailendranathadhikary5526
    @sailendranathadhikary5526 3 години тому +1

    কলকাতার কাছে আমাদের এখানে রাস্তা এখনো মাটির কাদা। আবার আর একটা রাস্তা পুকুরে ধ্বসে গিয়ে একজনের বাড়ি পুকুরে পড়ে যাবে। রাস্তাটা তৈরি করে বাড়িটা রক্ষা করা সরকারের দায়িত্ব। দিদিকে বলোতো জানিয়েও কাজ হয়নি। এছাড়া এলাকায় সব রাস্তাই ভাঙা।

  • @sanjusk4481
    @sanjusk4481 6 годин тому +8

    খুব ভালো সেদ্বান্ত নিয়ে ছে

  • @TAPASGARAI-ym5fl
    @TAPASGARAI-ym5fl 5 годин тому +1

    পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন লাগু কেন হচ্ছে না?? R G Kar তিলোত্তমা বিচার কি পাবে না??

  • @subratachakraborty8513
    @subratachakraborty8513 6 годин тому +6

    এটা যদি হয় তাহলে খুবই ভালো হয়

  • @RanendranathBiswas-t3h
    @RanendranathBiswas-t3h 4 години тому +1

    কেবল মাত্র পঞ্চায়েত ব্যবস্থাই নয, দেশের আর্থিক দুর্নীতি দমন করতে এবং দেশে সুশাসনের জন্য প্রয়োজন কেবল মাত্র কেন্দ্রিয়্ শাসন ব্যবস্থা।

  • @AmalkumarHaldar
    @AmalkumarHaldar 6 годин тому +7

    সত্যি কি হবে ??

  • @pravatghosh2961
    @pravatghosh2961 5 годин тому +1

    কে এই ভদ্রলোক পঞ্চায়েত নিয়ে
    মায়ের কাছে মাসির গল্প করছে এখানে তো আথিক দুর্নীতির অভিযোগে সবাই অভিযুক্ত করা হয়েছে।

  • @SouravDas-hs7ow
    @SouravDas-hs7ow 6 годин тому +6

    HA HA HA DIDI আপনি জলুন

  • @chandanroy4940
    @chandanroy4940 5 годин тому +1

    এটা যদি হয় তাহলে খুব ভালো হয় কোটি কোটি সাধারণ মানুষ উপকৃত হয়

  • @subratadas5686
    @subratadas5686 6 годин тому +6

    চোরের সব সময়ে ভয়!!!

  • @mahanandabyapari4068
    @mahanandabyapari4068 5 годин тому +1

    অনেকদিন পরে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে পঞ্চায়েত ব্যবস্থা ভালো চলবে এবং পরিষেবা ঠিক পাবে এবার

  • @NityapadaMahali
    @NityapadaMahali 6 годин тому +5

    ধন্যবাদ সফিকুল ভাই

  • @amalendudas8032
    @amalendudas8032 4 години тому +1

    এক দেশ এক ভোট আইন করে পঞ্চায়েত ও পৌরসভা ভোট নিয়ন্ত্রণ করা উচিত। কিন্তু করবে না।

  • @krishnadasmondal6620
    @krishnadasmondal6620 6 годин тому +6

    খুব ই ভালো হয় 🌹

  • @anupbarai2419
    @anupbarai2419 6 годин тому +1

    দেশটা গণতান্ত্রিক, কিন্তু সংবিধান বলে তো কিছু আছে! সমস্ত কাজ সংবিধান বীরোধী করলেও বাধা দেওয়ার , মনিটর করার কেউ নেই কেন ? শপথ / ওথ ভাঙার শাস্তি নয় কেন ? কেন্দ্র নির্বিকার কেন ? টাকার ভাগিদার নয় তো ?