পিশাচ সিদ্ধ ডাকাত কালীকিঙ্কর।। চাটুজ্জ্যে ঠাকুরের আষাঢ়ে চাষারে গল্প।। সিদ্ধার্থ চট্টোপাধ্যায়

Поділитися
Вставка
  • Опубліковано 11 жов 2024
  • পিশাচ সিদ্ধ ডাকাত কালীকিঙ্কর।। চাটুজ্জ্যে ঠাকুরের আষাঢ়ে চাষারে গল্প।ডাকাত! রবিনহুডের মতো গরিব দরদী আর জমিদারদের যম। নাম কালীকিঙ্কর বাঁড়ুজ্জ্যে। সে ছিল বামুন এবং পিশাচ সিদ্ধ কালী ভক্ত। ডাকাতি করতে যাবার আগে নরবলি দিতো অন্যান্য ডাকাতদের মতোই ,তবে তার ডাকাতির পদ্ধতি ছিল অন্যান্য ডাকাতদের থেকে ভিন্ন। সে ছিল যেমন নিষ্ঠুর তেমনটা বোধহয় আর কোনো ডাকাত ছিল না। সে শুধু ডাকাতি করেই যেত না, বাড়ির সবাইকে নিষ্ঠুর ভাবে হত্যা করতো। এ হেনো পিশাচ সিদ্ধ ডাকাত কালীকিঙ্কর ডাকাতি করবার সময় তার পোষা পিশাচের সাহায্য নিতো। সে যে কি ভয়ঙ্কর বলে বোঝাতে পারবো না। খালি হাতে বুকে ঘুষি মেরে ভেতর থেকে কলজে ছিঁড়ে আনার মতো শক্তি তার ছিল এবং সেই কলজে সে তার পোষা পিশাচ কে খেতে দিতো। কিন্তু এই কালীকিঙ্কর পিশাচ নিয়ে খেলতে খেলতে একদিন এক ভয়ংকর কাণ্ড ঘটে গেলো।
    প্রতিটি ডাকাতের জীবনে থাকে কেন সে ডাকাত হয় তার কাহিনী। গল্পের প্রেক্ষাপটে ব্যবহৃত হয়েছে স্বাধীন নবাবিতন্ত্রের শেষ আর ব্রিটিশ শক্তির উত্থানের সন্ধিলগ্ন।কালীকিঙ্করের বাবা ছিলেন একজন সাত্ত্বিক ব্রাহ্মণ। স্ত্রী গৌরী আর পাঁচ বছরের শিশু কালীকিঙ্করকে নিয়ে তাঁর সুখের সংসার।একদিন গৌরী পুকুর ঘাটে স্নান করছিল এমন সময় এক মদ্যপ গোরা সৈন্য তাকে অপহরণ করে বলাৎকার করে। গ্রামের জমিদার সমাজপতিরা তাকে স্থান দেয় না।লজ্জায় ঘৃণায় গৌরী আত্মহত্যা করে।কালীকিঙ্করকে নিয়ে তার বাবা দস্যুদলের কাছে আশ্রয় নেয়।মৃত্যুর আগে পুত্রকে মায়ের অপমানের প্রতিশোধ নিতে বলে যায়।কালীকিঙ্কর ভয়ংকর ডাকাত হয়ে ওঠে।হয়ে ওঠে পিশাচ সিদ্ধ।যেখানেই ডাকাতি করতে যায় সঙ্গে যায় সেই পিশাচ। সে নিমিষে মৃতদেহ ভক্ষণ করে।প্রতিশোধের পালা শেষ হলে একসময় সেই পিশাচ ডাকাতকে শেষপর্যন্ত খেয়ে ফেলে।
    রচনা চিত্রাঙ্কন--সিদ্ধার্থ চট্টোপাধ্যায়
    বিন্যাস --শুভঙ্কর সিনহা উদয়ন মজুমদার
    গল্পপাঠ অভিনয়ে- স্বপন ঠাকুর
    ওয়েবসাইট-bengali.koulal...
    ফেসবুক পেজ- / thekoulal
    Disclaimer - video is for educational purpose only.Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

КОМЕНТАРІ • 26