পাহাড়ি জীবন ও বৈচিত্র্য | Diverse Life of Ethnic Community | 2022 | Hill Biodiversity of Bangladesh

Поділитися
Вставка
  • Опубліковано 19 вер 2024
  • পাহাড়ি জীবন ও বৈচিত্র্য | Diverse Life of Ethnic Community | 2022 | **Hill biodiversity of Bangladesh**
    পাহাড়ি জীবন ও বৈচিত্র্য
    প্রকৃতির ঐশ্বর্য আর জীবনধারার বৈচিত্র্যে ভরপুর এ দেশের পাহাড়গুলো। কোথাও উঁচু-নিচু পাহাড়ের গায়ে চলেছে আঁকা-বাঁকা রাস্তা, আবার কোথাও দুর্গম অরণ্য। আর এ দুয়ের মাঝে মায়াবী মিতালি পাতিয়েছে ছোট বড় অসংখ্য ঝরণা ও ছড়া। ঝিরি ঝিরি শব্দ তুলে পাহাড়ের বুক হতে নেমে আসা এসব ঝরণা ও ছড়ার জল প্রাণের সুধা হয়ে রসদ জোগায় পাহাড়ী জনজীবনেও।
    প্রকৃতির মতোই ওরা সহজ-সরল। পাহাড়ের ভাঁজে ভাঁজে দেখা মেলে তাদের সবুজে নিকোনো এক রত্তি গ্রাম। পুরুষের পাশাপাশি সেখানে নারীরও রয়েছে কর্মিষ্ঠ পদচারণা। প্রকৃতির কোলে বেড়ে ওঠা এসব ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা প্রকৃত অর্থেই প্রকৃতির সন্তান। পাহাড়ের পরিবেশের সাথে মিলেমিশে গড়ে উঠছে তাদের জীবন ব্যবস্থা। এমনকি তাদের পোষাক-আশাক, দৈনন্দিন জীবন যাপন, খাদ্যাভ্যাসের ধরণসহ প্রায় সবই সমতল অঞ্চল থেকে ভিন্নতর। প্রকৃতি থেকেই সরাসরি সংগ্রহ করা রসদ দিয়ে ওরা মেটায় জীবন ও জীবিকার বেশিরভাগ চাহিদা। এদের রয়েছে নিজস্ব রীতিনীতি, ভাষা, সংস্কৃতি ও ধর্ম।
    ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের এই ভিন্ন সংস্কৃতি ও ভাষা আমাদের দেশীয় সংস্কৃতিকে করেছে সমৃদ্ধ ও বৈচিত্র্যময়। ধর্ম ও সংস্কৃতি অনুযায়ী তারা বিভিন্ন উৎসব পালন করে। তাদের এই উৎসবগুলোতে প্রকৃতির প্রভাবটা বেশ লক্ষনীয়। প্রকৃতির উপর নির্ভর করে বলে প্রকৃতির গুরত্ব তাদের কাছে অনেক বেশী। নিজেদের প্রয়োজন মেটাতে বা প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে বনাঞ্চল রক্ষা করাও তাদের ঐতিহ্যগত বৈশিষ্ট্য।
    ঐতিহ্যে ভরপুর তাদের পোষাক ও গহনা এমনকি বাড়ীঘরও। প্রতিটি গ্রাম বা সমাজে একজন হেডম্যান বা কারবারী থাকেন। যিনি মূলত গোত্র প্রধান। সমাজের সবাই তার কথা মেনে চলেন এবং তিনি সমাজের ভলো-মন্দ সব ব্যাপারেই খেয়াল রাখেন। তাই, যেমন কঠোর আর পরিশ্রমী তাদের জীবনধারা, তেমনই দৃঢ় তাদের সামাজিক বন্ধনও।
    পাহাড়ী ক্ষুদ্র নৃগোষ্ঠীরা আমাদের দেশের সর্বজনীন সংস্কৃতি ও প্রকৃতির বৈচিত্র্যময়তা টিকিয়ে রাখার কাজটি অনেকাংশে করছেন। যুগ যুগ ধরে প্রকৃতি থেকে প্রাপ্ত জ্ঞান দিয়েই তারা পরিবেশ ও জীববৈচিত্র্যকে যেভাবে রক্ষা করে এসেছে তা জনসংখ্যা বৃদ্ধি ও অন্যান্য পারিপার্শ্বিক কারণে আজ হুমকির মুখে। হুমকীর মুখে সেখানকার পরিবেশ ও প্রাণ-বৈচিত্র্য। তাই পাহাড়ি জীবন, ঐতিহ্য ও জীববৈচিত্র্য রক্ষায় প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে প্রকৃতি ও জীবনের মধ্যে মেল বন্ধন ঘটানো এখন অত্যন্ত জরুরী।
    To reach us:
    Web: www.pojf.org
    Phone: (+88 02) 9830376-80
    E-mail: www.info@pojf.org
    Facebook: / pojfoundation
    Twitter: / prokritiojibon
    #Ethnic_Community #Prokriti_O_Jibon #Prokriti_Kotha

КОМЕНТАРІ • 70