🙏 Village ক্ষীরগ্রাম: অলৌকিক যোগাদ্যা পিঠের অভিমুখে আমরা | 👨‍👧‍👧 Story of Yogadya Satipeeth

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • 🙏 Village ক্ষীরগ্রাম: অলৌকিক যোগাদ্যা পিঠের অভিমুখে আমরা | 👨‍👧‍👧 Story of Yogadya Satipeeth | Jogadya Temple
    👉 Other Video Links:-
    • 🦢 Bandel হংসেশ্বরী মন্...
    • 📸 Shooting আকালের সন্ধ...
    • 👅 Kankalitala সতীপীঠের...
    • 🐍 Ancient রহস্যময় জনপ...
    • 💥 Miraculous ফুল্লোরা ...
    • ✡️ Own সমাধি তিনি নিজে...
    👉 শোনা যায় একদা হরিদত্ত নামে এক রাজা ছিলেন, তিনিই প্রথম দেবীর দর্শন পান, শুরু করেন পূজা অর্চনা। সেকালে এখানে নরবলি দেওয়ার প্রথা ছিল, পরবর্তীকালে সময়ের সঙ্গে সঙ্গে নরবলির পরিবর্তে, এখানে প্রচলিত হয় মহিষ বলি। দেবী তারপর থেকে মহিষাসুর মর্দিনী হিসাবে, পূজিত হয়ে আসছেন। বর্তমান দশভুজা মূর্তিটি বেশি দিনের নয়, দায় হাটের নবীনচন্দ্র ভাস্কর মহাশয় এটিকে তৈরি করেছেন।
    👉 ভবিষ্যৎ কালের গহ্বরে, কত কিছুই না লুকিয়ে থাকে সুদূর অতীতের। এখানে ক্ষীরদিঘী সংস্কার কালে, মাটির তলা থেকে হঠাৎ করেই পাওয়া যায়- আদি দেবী মূর্তি যোগাদ্যা মাকে। এলাকার জনসাধারণের উৎসাহে, সেই জলাশয়ের মধ্যেই নতুন আরেকটি মন্দির স্থাপন করা হয়। সারা বছর এই মন্দির বন্ধ থাকে, জলের মধ্যেই ডুবিয়ে রাখা হয় আদি দেবী মূর্তি যোগাদ্যাকে।
    👉 কেবলমাত্র বৈশাখ সংক্রান্তির আগের দিন, প্রতি জৈষ্ঠ্য মাসের ৪ তারিখ, আষাঢ় নবমী, বিজয়া দশমী, পৌষ মাসের ১৫ তারিখ, এবং মাঘ মাসের মকর সপ্তমীতে, জল থেকে তুলে মায়ের পূজা করা হয়। বছরের অন্যান্য দিনগুলিতে মূল শক্তি পিঠের গর্ভগৃহে, নিরাকার ভদ্রকালীর মূর্তিহীন পূজা, অনুষ্ঠিত হয়। প্রতিবার জল থেকে তোলার সময়, স্থানীয় ডম প্রজাতির কোন একজন নিজের বুক চিরে মাকে রক্ত প্রদান করেন।
    👉 শিরগ্রাম মূলত পূর্ব বর্ধমান জেলার, মঙ্গলকোট ব্লকের একটি প্রত্যন্ত গ্রামাঞ্চল। সরল সাদাসিধে মানুষের বসবাস, এবং যান্ত্রিক জীবন থেকে অনেক দূরে, এই এলাকাটি অবস্থান করছে। ছোট ছোট কয়েকটি দোকান, চাষাবাদী জীবন যাপন, এবং মাটির কিছু দোতলা বাড়ি, এখানকার বাড়তি আকর্ষণ হিসাবে চিহ্নিত হয়েছে। গ্রামের মধ্যে রয়েছে একটি শিব মন্দির, সিঁড়ি ভেঙে বেশ কিছুটা উপরে গিয়ে, ভগবানকে দর্শন করে আসতে পারেন। আঁকাবাঁকা রাস্তা, শান্ত পরিবেশ, বিস্তীর্ণ জলাশয়, আপনাকে মুগ্ধ করবেই।
    👉 কবি কৃত্তিবাস ওঝার মতে, রামায়ণ কালে মহিরাবন বধের পর, দেবীর ইচ্ছা অনুসারে তার পূজিত ভদ্রকালী বা যোগাদ্যা মাকে, স্বয়ং রামচন্দ্র এই এলাকায় এনে প্রতিষ্ঠা করেন, সঙ্গে ছিলেন ভক্ত রাজ বীর হনুমান। স্থানীয় মানুষের বিশ্বাস, এই ক্ষীরগ্রাম এলাকা নাকি পৃথিবীর মধ্যস্থল। দেবী ভদ্রকালী আজও নানা রূপে দেখা দিয়ে, ভক্তদেরকে আশীর্বাদ করেন, এই গুঞ্জন ছড়িয়ে আছে ক্ষীরগ্রাম এর আকাশে বাতাসে। যোগাদ্যা দেবীর ভৈরব ক্ষীর কণ্ঠ শিবের নাম অনুসারে, গ্রামটির নাম হয়েছে- ক্ষীরগ্রাম। তন্ত্র মতে এটি ৫১ পিঠের একপিঠ, এখানে সতী মায়ের ডান পায়ের আঙুল পতিত হয়েছিল বলে জানা যায়।
    👉 মন্দির আর ক্ষীর দিঘী থেকে খানিকটা দূরে রয়েছে- ধামাল দিঘী নামে আরেকটি জলাশয়, পুরাণে আছে এই দীঘির ঘাটেই নাকি, যুবতী বেশে শাঁখা পড়েছিলেন শিবের অর্ধাঙ্গিনী স্বয়ং উমা। প্রতি বছর বৈশাখ সংক্রান্তির পূর্ণ তিথিতে, এখানে ১৫ দিনব্যাপী মেলা বসে, দূর দূরান্ত থেকে বহু ভক্তের সমাগম হয়। যোগাদ্যা পিঠের পক্ষ থেকে ভক্তদের জন্য সাধারণ লজের ব্যবস্থা রাখা আছে, দুপুরবেলায় মাত্র ২৫ টাকার বিনিময়ে সাধারণ অন্য ভোগ পাওয়া যাবে, মূল মন্দির থেকে কিছুটা দূরে রয়েছে- বিলাসবহুল লজের ব্যবস্থা।
    📈 লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন! 📈 Stay with us like comment share and subscribe.
    Business Email: 😍
    ranadipdaspro@gmail.com
    Follow us: 💦
    Website: ranadipdasvlog...
    UA-cam: / @ranadipdasvlog
    UA-cam: / @ranadipdaspoetry
    Facebook: / ranadipdasvlog
    Instagram: / ranadipdasvlog
    Twitter: www.x.com/rana...
    LinkedIn: / ranadipdasvlog
    Pinterest: / ranadipdasvlog
    Your queries - যোগাদ্যা মা,যোগাদ্যা বন্দনা,দেবী যোগাদ্যা,jogadya temple khirgram,jogadya maa,jogadya shakti peeth,jogadya maa darshan,jogadya,jogadya bandana,jogadya mandir,jogada song,devi jogadya,kshirgram maa jogadya temple,kshirgram sri jogadya banipith,kshirgram,kshirgram dance academy,kshirgram maa jogadya,সতীপীঠ,সতীপীঠ ক্ষীরগ্রাম যোগাদ্যা,সতীপীঠের অলৌকিক কাহিনী,রামায়ণ কালের নরবলি গ্রাম,যোগাদ্যা সতীপীঠের অলৌকিক কাহিনী,The Miracle Story of Yogadya Satipeeth,Jogadya Temple Khirgram,Ranadip Das Vlog,ranadip das vlog,ranadip das,ranadip das blog,ranadip,ranadipdasvlog
    Ranadip Das Vlog, ranadip das, bengali travel vlog, travel and events, what, why, where, how to
    #Barddhaman #Jogadyatemple #যোগাদ্যামা #যোগাদ্যাবন্দনা #jogadyatemplekhirgram #jogadyamaa
    #jogadyashaktipeeth #kshirgrammaajogadya temple #kshirgramsrijogadyabanipith #Kshirgram
    #সতীপীঠ #সতীপীঠক্ষীরগ্রামযোগাদ্যা
    #RanadipDasVlog #ranadipdas #bengalitravelvlog #travelandevents #what #why #where #howto

КОМЕНТАРІ • 4

  • @RinaSaha-pd4cc
    @RinaSaha-pd4cc 9 місяців тому +1

    Very very nice

  • @qkayel662
    @qkayel662 9 місяців тому +1

    ১৯৯৭সালে এক বার মাল কাছে গিয়েছিলাম বাসে করে অভিনয় করতে গণবআনী অপেরার হয়ে তখন এই নতুন মন্দির ছিল না জয় মা খীরদা প্রনাম

    • @ranadipdasvlog
      @ranadipdasvlog  9 місяців тому

      তার মানে আপনি শিল্পী মানুষ, সঙ্গে মায়ের ভক্ত বটে, ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ!