পোল্যান্ডের ভিসা করতে কতো টাকা লাগে? How much is Poland visa fees?

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • পোল্যান্ডের ভিসা করতে কতো টাকা লাগে? How much is Poland visa fees?
    #Poland_visa_processing_cost
    #total_cost_of_poland_work_visa
    #poland_visa_requirements_and_cost
    #Poland_Visa_Application_Cost
    #euro_life_bd
    This video is also covering the following topics
    How can I get Poland visa from Bangladesh?
    Does Poland have Embassy in Bangladesh?
    How can I apply for Poland visa?
    poland work visa application form online
    poland visa types
    poland tourist visa fees
    how much is poland visa fee in nigeria
    poland visa processing time
    poland visa requirements
    poland visa application form online
    poland schengen visa cost
    পোল্যান্ড আসতে কত টাকা লাগবে
    পোল্যান্ড আসতে কত খরচ হয়
    পোল্যান্ডের ভিসার দাম কত
    পোল্যান্ডের ওয়ার্ক পারমিট বের করতে কত টাকা লাগবে
    জব ভিসা কত টাকা লাগবে পোল্যান্ড যেতে
    পোল্যান্ড ওয়ার্ক পারমিট প্রসেসিং খরচ কত
    পোল্যান্ড ওয়ার্ক পারমিট এর দাম কত
    পোল্যান্ডে যেতে কত টাকা লাগবে ?
    পোল্যান্ডে যাওয়ার সহজ উপায়
    পোল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা বেতন কত
    পোল্যান্ডের মিনিমাম ইনকাম কত
    পোল্যান্ড যেতে কত টাকা খরচ হয়
    বর্তমানে পোল্যান্ড যেতে কতো টাকা লাগে?
    পোল্যান্ডে ওয়ার্ক পারমিট কত প্রকার
    আমাদের সাথে যোগাযোগ
    👇👇👇
    www.facebook.c...

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @shamimhossain7801
    @shamimhossain7801 Рік тому +4

    অনেক অনেক ধন্যবাদ। কুয়েত থেকে মোঃ শামীম হোসেন।

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому

      আপনাকে ও ধন্যবাদ শামীম ভাই।

  • @murshibaakter4024
    @murshibaakter4024 Місяць тому +1

    আমার ভাই কাতার থেকে পোল্যান্ড যাওয়ার জন্য এপ্লাই করেছে,৪ লাখ টাকা দেওয়া হয়েছে এখনো ওয়াক ফরমেট পায় নাই, কিছুদিন পরে দেবে বলেছে দোয়া করবেন আমার ভাইয়ের কাজটা যেন সুন্দর ভাবে হয়,

    • @eurolifebd
      @eurolifebd  Місяць тому

      আপনার জন্য শুভকামনা রইল।।

    • @MdRipon-dv5wf
      @MdRipon-dv5wf 19 днів тому

      আলহামদুলিল্লাহ

  • @mdkadirahmed9653
    @mdkadirahmed9653 Рік тому +10

    আল্লাহ সবার মনের আশা পুরন করুক আমিন,,

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому

      আমিন। আপনাকে ধন্যবাদ।

  • @cutestory7329
    @cutestory7329 Рік тому +7

    ভাই অনেক ধন্যবাদ আপনাকে,,,আপনি যে ভাবে বুঝিয়ে বলছেন সবাই এভাবে বলে না,,,,,ভাইয়া এগিয়ে যান দোয়া রইলো।

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому +1

      আপনাকে ধন্যবাদ ভাই আমাদের সাথে থাকার জন্য।

  • @YousufPatwary-rc9xg
    @YousufPatwary-rc9xg Рік тому +7

    ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ 🤚👍
    আপনাকে ভালোবাসি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য 🧡❤️।

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому

      আপনাকে ধন্যবাদ ভাই আমাদের সাথে থাকার জন্য।

    • @delwarhossain2599
      @delwarhossain2599 Рік тому

      ভাইহান আপনি কি ভিসা করেন?

  • @apelmahmud2809
    @apelmahmud2809 Рік тому +60

    আলহামদুলিল্লাহ পারমিট হাতে পেয়েছি দোয়া করবেন

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому +6

      আলহামদুলিল্লাহ। আপনার জন্য শুভকামনা রইল।

    • @smartmarketer7206
      @smartmarketer7206 Рік тому +1

      workpermet neyar jonno ki informetion dite hoi?

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому +3

      শুধু পাসপোর্টের কপি হলেই হয়।

    • @yusufjihan4900
      @yusufjihan4900 Рік тому +1

      কোন দেশ থেকে এপ্লাই করছেন ভাই?

    • @uzzalhussain
      @uzzalhussain Рік тому +1

      👍

  • @mdchowdhury7970
    @mdchowdhury7970 Рік тому +5

    এই ভিডিও দ্বারা অনেকের উপকার হবে❤

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому

      আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।

  • @bacchumia9177
    @bacchumia9177 Рік тому +4

    মাশাআল্লাহ অসাধারণ ভিডিও চেম কেডায় করি এশিয়া মতন ভাই দোয়া রইলো আপনার জন্য

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому +1

      ভাই আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।

    • @sunnojibon3459
      @sunnojibon3459 Рік тому

      ​@@eurolifebd ভাই আপনি কোন দেশে থাকেন??

    • @mdmokhlesurrahmanarman4116
      @mdmokhlesurrahmanarman4116 Рік тому

      ভাই আমাকে একটু ওয়ার্ক পারমিট দিতে পারবেন প্লিজ

  • @rabbychowdhury288
    @rabbychowdhury288 Рік тому +1

    ভাইজান আপনার কথা খুব ভালো লাগে। খুব কাজের কথা বলেন আপনি। ভাইজান একটা কথা ছিলো আমাদের এখানে পরিচিত লোক আছে খুব কাছে । সে পোল্যান্ডের কথা বলতাছে ভাইজান তিনি বলছে প্রথমে ১ লাখ টাকা জমা দিতে হবে ৬ মাস সময় নিবে তারা + যদি না হয় কাজ তাহলে টাকা ফেরত দিবে। bat ৪০ হাজার টাকা বলে ওনাদের দিতে হবে যদি কাজ নাও হয় তাহলে । আর ভাই যারা ইংলিশ পারে না বা ও দেশের ভাষা পারে না তাদের জন্য কি ভালো কাজ আছে?

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому

      ভাই যেহেতু আপনার পরিচিত লোক তাই তাদের সাথে ভালো করে আলোচনা করে নিনি। যারা ভিসার বিজনেস করে সবাই কিছু টাকা লাভ চাইবে এটা স্বাভাবিক। কাজের জন্য ভাষা যতো তারাতাড়ি শিখতে পারবেন ততো ভালো।

  • @rextanvir8546
    @rextanvir8546 Рік тому +3

    ধন্যবাদ ভাই আপনার কে সঠিক তথ্য দেওয়া জন্য।

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому

      আপনাকে ও ধন্যবাদ ভাই।

    • @MustafizurRahman-u6r
      @MustafizurRahman-u6r Місяць тому

      Vai apnr fb idr link ta ki ta ki dewa jabe

  • @hafejsaidul3082
    @hafejsaidul3082 5 місяців тому +1

    আল্লাহ আপনার হায়াতের মদ্দ্য বরক্ত ধান করুন আমিন। আমার ছেলে কে পাটাইতে ছাই। যদিউ আল্লাহ রিজক রাখেন ইনশাল্লাহ।

    • @eurolifebd
      @eurolifebd  5 місяців тому

      আপনাকে ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। আপনার এবং আপনার ছেলের জন্য শুভকামনা রইল।

  • @MSMOFAZZUL
    @MSMOFAZZUL Рік тому +10

    ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে বুঝানুর জন্য

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому

      আপনাকে ও ধন্যবাদ ভাই আমাদের সাথে থাকার জন্য।

  • @Muhammad-rcb
    @Muhammad-rcb Рік тому +2

    আসসালামু আলাইকুম ভাই। এই প্রথম কোনো ইউটিউবার কে দেখলাম প্রতিটা কমেন্ট এর এনসার দিতে।
    তার জন্য অনেক ভালোবাসা ভাই দোয়া রইল এগিয়ে যান। সত্য সব কিছু বলার চেষ্টা করেন। কারন আপনার কথার উপর ভিত্তি করে মানুষ ভরসা পায় 💝
    আমার একটা প্রস্ন = আমি ইন্ডিয়া গেছি ৩ বার এখনো ৫ মাস এর মেয়াদ আছে - আমি কিভাবে যেতে পারি / আমার জন্য কিভাবে ভালো হয় । আপনার জানা মতে কোনো ভালো এজেন্সি আছে কি?
    যদি সময় হয় এনসার টা দিবেন ভাইয়া 🥰

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому +1

      অলাইকুম আসসালাম ভাই। আপনাকে ধন্যবাদ। ভাই আমার ভিডিও যদি দেখে থাকেন তাহলে হয়তো এটা শুনেছেন যে সবসময়ই আমরা বলি যে আমরা কোনো কোম্পানি বা এজেন্সি না। আমাদের সাথে কোনো এজেন্সির পরিচয় নাই। এটাই সত্যি। আর আমি সবসময়ই বলি যদি নিজের আত্মীয় সজন কেউ থাকে তবে সবচেয়ে সহজ হয়। এজেন্সির কোনো নিশ্চয়তা নাই।

    • @MahinAhmed-vp1ur
      @MahinAhmed-vp1ur Рік тому

      @@eurolifebd ভাইয়া যদি বলেন একটু উপকৃত হব, আপনি কোন এজেন্সি মাধ্যমে যাচ্ছেন এবং এবং কি কি লাগে একটু পরামর্শ দিলে ভালো হবে

  • @user-jo1vd8ny7o
    @user-jo1vd8ny7o Рік тому +9

    ধন্যবাদ ভাই ভালোভাবে বুঝিয়ে দেয়ার জন্য❤

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому +1

      আপনাকে ও ধন্যবাদ ভাই আমাদের সাথে থাকার জন্য।

    • @sohininayak6332
      @sohininayak6332 2 місяці тому

      ​@@eurolifebdEkta idea dichi sob bangladesi chelder k boli Poland e permanent hoyar jno Poland r meye biye korun tarpor permanent job kortepareben

  • @aktarhossen4488
    @aktarhossen4488 Рік тому +1

    ধন্যবাদ ভাই জান। খুব ভালো লাগলো। আমার জন্য দোয়া করবেন যেন পোল্যান্ড যেতে পারি।

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому

      আপনাকে ও ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

  • @fatemasultana5578
    @fatemasultana5578 Рік тому +6

    Alhamdulillah khub valo EKTA video ❤️❤️ Thanks vaia

  • @user-zy6ug2wb2l
    @user-zy6ug2wb2l Рік тому +2

    আলহামদুলিল্লাহ পারমিট হাতে পাবো কিছু দিনের মধ্য

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому

      আপনার জন্য শুভকামনা রইল।

    • @user-zy6ug2wb2l
      @user-zy6ug2wb2l Рік тому

      ভাই আপনার সাথে কথা বলতে চাই আপনার নাম্বার টা কি পাবো

    • @mdyakin3550
      @mdyakin3550 7 місяців тому

      Vi apnar num ta jodi dan

  • @ruhulhassan514
    @ruhulhassan514 10 днів тому +1

    ভালোবাসা নিবেন ভাই দুবাই থেকে বলছি ❤❤❤❤ আপনি অনেক ভালো। আপনি আমার কমেন্টের উত্তর দিলে ইঅনেক খুশি হব। আর কিছু না

    • @eurolifebd
      @eurolifebd  10 днів тому

      আপনাকে ধন্যবাদ ভাই। আমাদের ভিডিও দেখার জন্য।।

  • @PrinceNiloy-mk4bl
    @PrinceNiloy-mk4bl Рік тому +6

    সবার কাছ থেইকা, দোয়া চাই, লাইন দিয়ে রাখছি,, পোল্যান্ড,,, 💘💘🙏🙏🙏

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому

      আপনার জন্য শুভকামনা রইল।

    • @PrinceNiloy-mk4bl
      @PrinceNiloy-mk4bl Рік тому

      Tnx vaiya

    • @arnobraj2900
      @arnobraj2900 Рік тому

      Koto porby?

    • @user-jt8pi3xm4p
      @user-jt8pi3xm4p Рік тому

      আমিও যেতে চাচ্ছিলাম ভাইয়া...আমাকে একটু হেল্প করবেন?

    • @sagorgps1952
      @sagorgps1952 Рік тому

      Agent konta?

  • @mdsohidhowladar5048
    @mdsohidhowladar5048 10 місяців тому +1

    আমার ছোট ভাইয়ের লাইগা ভিসা দরছি কিভাবে বুজবো ভিসা পারমেট হয়ছেকিনা, জানাবেন

    • @eurolifebd
      @eurolifebd  10 місяців тому

      ভিসা আবেদন করার ১ মাসের মধ্যে পাসপোর্ট ফেরত দেয়। ভিসা হোক বা নয় হোক।

  • @mohammadjakir7292
    @mohammadjakir7292 Рік тому +18

    এম্বাসি ডেটের অফেক্ষায় আছি,
    দোয়া চাই সবার কাছে 🤲 🌺🌼

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому +2

      আপনার জন্য শুভকামনা রইল ভাই।

    • @mohammadjakir7292
      @mohammadjakir7292 Рік тому +1

      @@eurolifebd যাযাকাল্লাহু খাইরান।

    • @farokhassan467
      @farokhassan467 Рік тому +3

      আপনি কি ভিসা পেয়ে পোল্যান্ডে এসেছি তিনদিন হয়েছে ভাই আপনার সাথে যোগাযোগ করতে চাই

    • @farokhassan467
      @farokhassan467 Рік тому

      আমি কুয়েত থেকে পোল্যান্ডে এসেছি তিনদিন হয়েছে ভাই আমি আপনার সাথে যোগাযোগ করতে চাই

    • @mohammadjakir7292
      @mohammadjakir7292 Рік тому +1

      @@farokhassan467 আমি ও কুয়েত থাকি।

  • @md.minhajollabedinminhaj717
    @md.minhajollabedinminhaj717 Рік тому +1

    1viewer vai❤.
    Take love and thank you for information

  • @SmamanulKhan
    @SmamanulKhan 29 днів тому +1

    ধন্যবাদ ভাই।।

    • @eurolifebd
      @eurolifebd  28 днів тому

      আপনাকে ও ধন্যবাদ ভাই।

  • @Aminulislam-rt8po
    @Aminulislam-rt8po Рік тому +7

    ভাই দোয়া করবেন আমি সৌদি আরব থেকে ফাইল জমা দিয়ে দিছি ইনশাল্লাহ আসলে আপনার সাথে দেখা হবে

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому +2

      অবশ্যই, আপনার জন্য শুভকামনা রইল।

    • @Aminulislam-rt8po
      @Aminulislam-rt8po Рік тому +2

      @@eurolifebd আমি আপনার সপ ভিডিও ফুটেজ দেখি অনেক ভালো লাগে

    • @mohammadparvez5172
      @mohammadparvez5172 Рік тому

      কোন আফিসে দিয়েছেন জমা বলবেন কি?

    • @user-hs2mv4um8d
      @user-hs2mv4um8d Рік тому

      আমি ও স্যাম জমা দিচি
      জব লেটার আসচে
      ওয়ারক পারমিটের জন্য অপেক্ষা চলের
      দোয়া করবেন

    • @arifuzzamanrana5440
      @arifuzzamanrana5440 Рік тому

      ভাই আমি ও সৌদি আছি..সৌদি থেকে পোল্যান্ড যাওয়ার জন্য যোগাযোগ করছি।আপনি সৌদির কোন ইজেন্ট অফিস থেকে করছেন

  • @mhdvlogs634
    @mhdvlogs634 5 місяців тому

    একদিন আমিও পোল্যান্ড যাবো ইনশাআল্লাহ ❤😊

    • @eurolifebd
      @eurolifebd  5 місяців тому

      আপনার জন্য শুভকামনা রইল ভাই

  • @parvezmd8614
    @parvezmd8614 Рік тому +6

    আলহামদুলিল্লাহ পারমিট হাতে পেলাম
    সবার কাছে দোয়া চাই

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому

      আপনার জন্য শুভকামনা রইল।

    • @parvezmd8614
      @parvezmd8614 Рік тому

      @@eurolifebd দোয়া কইরেন ভাই
      আল্লাহ জেন কবুল করে

    • @fahadalamkhan454
      @fahadalamkhan454 Рік тому

      koto din lagse bai parmit paite.....

    • @shahinsheikh4363
      @shahinsheikh4363 Рік тому

      কোন দেশের থেকে এপ্লাই করছে বাংলাদেশের মানুষের ভিসা হয় ?

    • @parvezmd8614
      @parvezmd8614 Рік тому

      @@fahadalamkhan454 2 মাস

  • @gobindadas9019
    @gobindadas9019 Рік тому +2

    ভাই ইন্ডিয়া যাওয়ার পর হোটেলে থাকার কি খুব জরুরী আত্মীয়স্বজনের কাছে থাকি তার আমাকে তারা আমাকে রুমের ব্যাবস্থা করে এটা হলে কি কোন সমস্যা হবে ভাই

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому +1

      ভাই আপনি যেখানে খুশি সেখানে থাকতে পারবেন। তাতে সমস্যা হবে কেনো।

  • @enayetrahman
    @enayetrahman Рік тому +5

    ভাইয়া নিজে নিজে কিভাবে ওয়ার্ক পারমিট কিভাবে বের করা যায় ঐই বিষয়ে ভিডিও দিয়েন।❤

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому +2

      ভাই এই বিষয় ভিডিও দেয়া আছে আপনি একটু চ্যানেলে গিয়ে দেখে নিন। আপনাকে ধন্যবাদ ভাই।

    • @enayetrahman
      @enayetrahman Рік тому +1

      @@eurolifebd কস্ট করে লিংক টা দেন।

  • @abubakarsidique8295
    @abubakarsidique8295 5 місяців тому

    খুবই সুন্দর ভিডিও আমি আমেরিকা থেকে

    • @eurolifebd
      @eurolifebd  5 місяців тому

      আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

  • @barista_sayed_Qatar
    @barista_sayed_Qatar Рік тому +5

    আসালামুআলাইকুম 35 দিন পর আজকের অফার লেটার হাতে পেলাম..দোয়া করবেন❤

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому +1

      অলাইকুম আসসালাম ভাই। আপনার জন্য শুভকামনা রইল।

    • @barista_sayed_Qatar
      @barista_sayed_Qatar Рік тому

      ধন্যবাদ ভাই🎉❤

    • @swpnakhatun6181
      @swpnakhatun6181 Рік тому

      viay contac plz

    • @MDMAINUDDIN-lw7kd
      @MDMAINUDDIN-lw7kd Рік тому +1

      ভাই কোন দেশে থেকে এপ্লাই করছেন জানা বেন

    • @barista_sayed_Qatar
      @barista_sayed_Qatar Рік тому

      @@MDMAINUDDIN-lw7kd কাতার থেকে

  • @user-wl2zq6dw8x
    @user-wl2zq6dw8x 6 місяців тому +1

    ভিডিওটা খুব ভালো লাগলো ধন্যবাদ

    • @eurolifebd
      @eurolifebd  6 місяців тому

      আপনাকে ও ধন্যবাদ ভাই।

  • @monsurvlogs5849
    @monsurvlogs5849 Рік тому +3

    আমি যাইতে রাজি আছি ভাইয়া।

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому +2

      আপনি চেষ্টা করেন, আপনার জন্য শুভকামনা রইল।

    • @alamin1280
      @alamin1280 2 місяці тому

      ভাইয়া মনে করেন আমার আপন কেউ নাই দালাল এর মধ্যে দিয়ে আসতে চাই না কিভাবে ওই দেশের ওয়ার্ক পারমিট ভিসা পাব আমি সেইটা একটু বলবেন??

  • @RLRakib-cx7kn
    @RLRakib-cx7kn Рік тому +1

    ভাই আমার কাছে ১৭ লাখ টাকা চেয়েছে
    আপনার ভিডিও দেখে তো আমি পুরায় অবাক

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому

      হা অনেকেই এমন চেয়ে থাকে।

    • @RLRakib-cx7kn
      @RLRakib-cx7kn Рік тому

      Ha vi

  • @AbrarAdiba
    @AbrarAdiba Місяць тому

    Thank you fore information

  • @skshain7803
    @skshain7803 Рік тому +1

    পোলেন্ড কোম্পানি থেকে আমাকে মোট ১২ টি ডকুমেন্টস দিয়েছে,আশা করি ঠিক আছে।

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому

      আপনার জন্য শুভকামনা রইল।

  • @shahadotzzamantara1278
    @shahadotzzamantara1278 Рік тому +1

    আপনার কথাগুলো অনেক ভালো লাগলো। ধন্যবাদ

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому

      আপনাকে ও ধন্যবাদ ভাই।

    • @shahadotzzamantara1278
      @shahadotzzamantara1278 Рік тому

      পোল্যান্ড এ কোন সহযোগিতা লাগলে করতে পারবেন ?

  • @tarekhasan824
    @tarekhasan824 Рік тому +1

    ভাই আপনাকে অনেক ধন্যবাদ
    কষ্ট করে আপনার মাধ্যমে আমাকে একটা ওয়ার্ক ফরমেট বের করে দিবেন আমার পোল্যান্ডে কেউ নেই আমি জানি আপনি এই সম্পর্কে অনেক ভাল বোঝেন ছোট ভাই হিসেবে কষ্ট করে একটা ওয়ার্ক পারমিট এর ব্যবস্থা করে দিবেন?

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому

      আপনাকে ধন্যবাদ। ভাই আমরা কোনো এজেন্সি বা কোম্পানি না। আমরা ওয়ার্ক পারমিট বা ভিসা সংক্রান্ত কোনো কাজ করিনা। এটা করতে হলে আপনাকে কোনো এজেন্সির সাথে যোগাযোগ করতে হবে। আমাদের পরিচিত কোনো এজেন্সি নাই।

  • @songcast6057
    @songcast6057 Рік тому +1

    vaiya apni kub sundor kore bujeye bollen ❤❤❤ tnx vaiya

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому

      আপনাকে ধন্যবাদ ভাই।

  • @MDRakib-je2go
    @MDRakib-je2go Рік тому +2

    ভাই আপনারা তো অনেক ভিডিও দেখি ইন্ডিয়ান এম্বাসিতে কিভাবে ইন্টারভিউ দিতে হয় তার একটা ভিডিও বানান বাই

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому +1

      ভাই ভি এফ এস গ্লোবাল এর মাধ্যমে জমা দিলে ইন্টারভিউ হয়না৷ তবুও আমরা ভিডিও দিয়েছি আমাদের চ্যানেল ভিজিট করে দেখতে পারেন। আপনাকে ধন্যবাদ ভাই।

    • @Shyamal-bf4jd
      @Shyamal-bf4jd 8 місяців тому

      Vai ans diben poland direct company te deliget selection oye asle ki india jawa lagbe total cost) 10lac blchen kto tuku right​@@eurolifebd

  • @tv-jh5tl
    @tv-jh5tl Рік тому +1

    পোল্যান্ডের জন্য 7 মাস হয়ে গেল এজেন্সির মাধ্যমে টাকা জমা দিলাম এখনো পোল্যান্ডের ভিসা হয় না কেন যে পোল্যান্ডের ভিসা জমা দিতে গেলাম
    বহুৎ টেনশনে আছি বাই

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому +1

      ভাই ভিসার আবেদন করলে তো সর্বোচ্চ ১ মাসের মধ্যেই পাসপোর্ট ফেরত দেয়। আপনি কোন এম্বাসিতে এপ্লাই করছেন।? তাদের ইমেইল করেন।

  • @toufiqeuddinantu3717
    @toufiqeuddinantu3717 Рік тому +2

    কোন কোম্পানি থেকে অনলাইন আবেদন এর মাধ্যেমে ওয়ার্ক পারমিট বাহির করা যায়?
    করা গেলেও প্রসেসিং টা কি একটু জানাবেন ভাইজান❤

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому

      এধরনের ভিডিও আমরা দিয়েছি আপনি সেটা দেখে নিন।

  • @shamimahammed2157
    @shamimahammed2157 Рік тому +1

    Thank you so much 💞 vai message answer korar Jonno .

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому

      আপনাকে ও ধন্যবাদ ভাই।

  • @user-wu4gn5fe2f
    @user-wu4gn5fe2f Рік тому +1

    ভাই আমার ওয়ার্ক পারমিট বের হইছে এক্সপেরিমেন্ট সার্টিফিকেট লাগেনি এখন না দিলে কিছু হইবে আমার রিলেটেড দারা পারমিট বের করছি ❤❤❤❤❤

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому

      আপনার জব রিকয়ারমেন্ট যদি সার্টিফিকেট থাকে তবে দিতে হবে। না হলে লাগবেনা।

  • @mdmamun-bv3ju
    @mdmamun-bv3ju 6 місяців тому

    আসসালামুয়ালাইকুম ভাই কেমন আছেন
    ভাই আমার শব কাগজ আমার হাতে এসেছে শুধু এমবেছি ডেট পাচ্ছিনা অনেক দিন হয়ে গেলো সৌদি থেকে

    • @eurolifebd
      @eurolifebd  6 місяців тому

      অলাইকুম আসসালাম ভাই। এপয়েনমেন্ট ডেট পাওয়া খুবই কঠিন।। আপনার জন্য শুভকামনা রইল।

  • @user-gl3dv7my7t
    @user-gl3dv7my7t 5 місяців тому +1

    জাযাকাল্লাহু খায়রান

    • @eurolifebd
      @eurolifebd  5 місяців тому

      আপনাকে ধন্যবাদ।

  • @juelrana5664
    @juelrana5664 Рік тому +1

    Vaia apnar jonno onk onk suvokamona o valobasa roilo.
    Thanks vaia.

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому +1

      আপনাকে অনেক ধন্যবাদ ভাই আমাদের সাথে থাকার জন্য।

    • @juelrana5664
      @juelrana5664 Рік тому

      @@eurolifebd Obossoi vaia aci pase thakbo,InsaAllah.

  • @mdnurmia3980
    @mdnurmia3980 Рік тому +1

    ভাই আপনার ভিডিও টা ভাল লাগলো সৌদি থেকে ভাল এজেন্সির কোন সন্ধান দিতে পারবেন🙏

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому +1

      আপনাকে ধন্যবাদ ভাই। আপাতত আমাদের সাথে কোনো এজেন্সির পরিচয় নাই।

  • @mstruhiruhi990
    @mstruhiruhi990 Рік тому +2

    Vaia Diploma +bsc complete korar por job kemon hobe r salary koto hote pare ektu janaben.
    EEE te porashona korce

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому

      ভাই আপনি যদি এই সাবজেক্টে বাংলাদেশে কোনো কোম্পানির জব করেন এবং সেখান থেকে অনলাইন ইন্টারভিউ এর মাধ্যমে পোল্যান্ডে জব চেঞ্জ করেন তবে ২ লাখ টাকার উপরে স্যালারি পাবেন। তবে হাইলি এক্সপেরিয়েন্সট হতে হবে।

    • @masumbhuiya4845
      @masumbhuiya4845 Рік тому

      আমিও এই কেটাগরিতে পোলান্ড যাওয়ার ট্রাই করছি।

  • @djmamunvlogs58646
    @djmamunvlogs58646 26 днів тому

    ভাই আমি কুয়েত থেকে বলছি কিন্তু আমার অনেক স্বপ্ন ছিল ইউরোপ এ ঢুকার জন্যে

    • @eurolifebd
      @eurolifebd  25 днів тому

      আপনার জন্য শুভকামনা রইল ভাই।।

  • @applehasan9294
    @applehasan9294 Рік тому +2

    ভাই ইনশাআল্লাহ সর্বশেষ ইন্ডিয়ান ভিসার জন্য এপ্লাই করলাম বাংলাদেশ থেকে বলছি আমি

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому +1

      আপনাকে ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

  • @user-cr2jr1wi9o
    @user-cr2jr1wi9o 8 місяців тому +1

    ভাই আমি পোল্যান্ড ওরকার ভিসায় কত টাকা বেতন ধরবে আমি দালাল ধরে যাইতে চাই তাতে কত দিন সময় লাগতে পারে বলবেন প্লিজ

    • @eurolifebd
      @eurolifebd  8 місяців тому +1

      ভাই পোল্যান্ডের সর্বনিম্ন বেতন ৪২৪২ জ্লতি।
      আর আপনার ভাগ্য ভালো হলে ৬ মাসের মধ্যে আসতে পারেন।

  • @MdHujaifaHossain-vh8nq
    @MdHujaifaHossain-vh8nq 2 місяці тому

    আপনাকে ধন্যবাদ ভাই বুঝানোর জন্য

    • @eurolifebd
      @eurolifebd  2 місяці тому

      আপনাকে ও ধন্যবাদ ভাই।।

  • @afsarbd9111
    @afsarbd9111 Рік тому +2

    ধন্যবাদ ভাই আপনাকে

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому +1

      আপনাকে ও ধন্যবাদ।

  • @shamimahammed2157
    @shamimahammed2157 Рік тому +2

    Thank you vai shamim malysia theka.vai, Malaysia ambassador visa dei na koto ta sothik?

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому +1

      আপনাকে ধন্যবাদ আমাদের। ভাই ডকুমেন্টস জেনুইন হলে ভিসা হয় আমরা এটা জানি।

  • @tarekhasan824
    @tarekhasan824 Рік тому +1

    ভাই আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে ❤️❤️❤️

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому

      আপনাকে ধন্যবাদ ভাই আমাদের ভিডিও দেখার জন্য।

  • @salmanhusen4000
    @salmanhusen4000 Рік тому +2

    বর্তমানে পোল্যান্ড ভিসা হতে কতদিন সময় লাগে। এম্বাসিতে ভিসার জন্য উপস্থিত হওয়া লাগে কি ভাইয়া..?

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому +1

      হা ভিসার জন্য এম্বাসি তে অথবা ভি এফ এস গ্লোবাল এ নিজের যেতে হবে। টোটাল প্রক্রিয়া শেষ হতে ৩/৬ মাস লাগতে পারে।

    • @salmanhusen4000
      @salmanhusen4000 Рік тому

      @@eurolifebd ধন্যবাদ ভাইয়া।

  • @websoftecho8086
    @websoftecho8086 Рік тому +1

    নাগ‌রিকতা পে‌তে কত বছর লা‌গে? ফ‌্যা‌মিলী নেয়া যায় কত বছর প‌রে? বেতন কত দেয়? কাজ কি?

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому +1

      ভাষা শিখতে পারলে ৫ বছর পর পার্মানেন্ট এপ্লাই করা যায়। দুই বছর পর ফেমিলির জন্য এপ্লাই করা যায়৷। বেতন এবং কাজ নিয়ে আমরা ভিডিও দিয়েছি সেগুলো দেখে নিন।

  • @user-bt7yh8vj3r
    @user-bt7yh8vj3r Рік тому +1

    ভাই আলহামদুলিল্লাহ আমি ওয়ার্ক পারমিট পাইছি, ভাই পোলেন্ডের এম্বাসিতে কত টাকা এম্বাসি ফি লাগবে?

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому

      অলাইকুম আসসালাম ভাই। ৭/৮ হার রুপি লাগতে পারে।

    • @user-bt7yh8vj3r
      @user-bt7yh8vj3r Рік тому

      এম্বাসি ফি, থাকা, খাবার, ইন্সোরেন্স ফি এগুলো ছাড়া আর কোনো খরচ আছে ভাই?

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому

      না।

  • @WazedAli-kr3nj
    @WazedAli-kr3nj Рік тому

    আমি পোল্যান্ডে যেতে আগ্রহী, আমাকে নিয়ে যাওয়ার জন্য আপনি ব্যবস্থা করে দিন।

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому

      ভাই আমরা কোনো এজেন্সি বা কোম্পানি না। ভিসা বা ওয়ার্ক পারমিট সংক্রান্ত কোনো কাজ আমরা করিনা৷

  • @mdmannan771
    @mdmannan771 Рік тому +1

    আছসালামুআলাইকুম ভাই। ওয়াক পারমিট করতে কি কি লাগে আমাকে একটু বলবেন

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому +1

      অলাইকুম আসসালাম ভাই। ওয়ার্ক পারমিট বের করতে শুধু পাসপোর্ট এর কপি লাগে।

    • @mdmannan771
      @mdmannan771 Рік тому

      এপ্লাই করবো কি ভাবে ভাই যদি একটু নিয়ম টা বলতেন আল্লাহর ইচ্ছাতে উপকৃত হতাম

  • @shiponkhan676
    @shiponkhan676 Рік тому +2

    আসসালামু আলাইকুম কাকন ভাই কেমন আছেন.ভাই পোল্যান্ডের ভিসা আপনি কি দিতে পারবেন.আপনার মাধ্যমে যদি পোল্যান্ড যাইতে চাই তাহলে আপনি আমাদের কাছ থেকে কত টাকা নিবেন

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому

      অলাইকুম আসসালাম ভাই। না আমরা পোল্যান্ডের ভিসা দিতে পারিনা। আমরা কোনো কোম্পানি বা এজেন্সি না। আমরা ভিসা বা ওয়ার্ক পারমিট সংক্রান্ত কোনো কাজ করিনা। আপনাকে ধন্যবাদ।

  • @sarup6725
    @sarup6725 Рік тому +1

    দাদা আমি 6 মাস হচ্ছে এক এজেন্সির কাছে আমার পাসপোর্ট দিয়েছি এখনো পর্যন্ত আমার ওয়ার্ক পারমিট এলো না

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому

      হয়তো তিনি এখনো এপ্লাই করতে পারেন নি। ওয়ার্ক পারমিট এপ্লাই করা হলে ১/২ মাসের মধ্যে সেটা বের হয়।

  • @saifuddinislam7243
    @saifuddinislam7243 Рік тому +1

    ভাইয়া পোল্যান্ডে মার্কেটিং বা সেলস রিলেটেড কাজের সুবিধা কেমন..? দেশে প্রায় ৮ বছরের অভিজ্ঞতা আছে এসব ক্ষেত্রে।

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому

      ভাই এধরনের কাজ খুব একটা নাই।

  • @RockyBhai-dj3rs
    @RockyBhai-dj3rs Рік тому +1

    im helpfull for your advice

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому

      thank you somuch for watching the video...

  • @user-ed8gb4zj7x
    @user-ed8gb4zj7x 9 місяців тому +1

    ভাই একটা প্রশ্ন প্লিজ আনসার মি ভাই ইউরুফ কান্ট্রির জন্য এক নামে কি কোনো সমস্যা হয় ভিসার জন্য

    • @eurolifebd
      @eurolifebd  9 місяців тому

      ভাই সাধারণত পাসপোর্টে দুটি নাম থাকে, পৃথিবীর সমস্ত দেশের একই নিয়ম। তবে এক নামে ভিসা হয়নি বা ভিসা হয়েছে এমন কোনো তথ্য আমরা পাইনি। পেলে অবশ্যই জানাবো।

  • @randommoviechannel2121
    @randommoviechannel2121 Рік тому +1

    ভাইয়া আত্বাীয় স্বজন কেউ নাই।কিভাবে একটা ওয়াকপারমিট পাবো প্লিজ জানাবেন।খুবি বিপদে আছি বাংলাদেশে না কিছু করতে পারতেছি নিজের জন্য।না পরিবারের জন্য।

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому

      ভাই আত্মীয় স্বজন না থাকলে আপনাকে কোনো এজেন্সির সাথে যোগাযোগ করতে হবে। আমাদের সাথে কোনো এজেন্সির পরিচয় নাই। আপনাকে ধন্যবাদ।

    • @mintumia4407
      @mintumia4407 Рік тому

      কেন পারছেন না। আমার তো দ্রোত হল

  • @PlayStore-wx5vn
    @PlayStore-wx5vn Рік тому +1

    ভাই আমার একটা বিষয় জানার ছিলো। আমার ওয়ার্ক পারমিট ১ বৎসর এর। এরমাঝে ৬ মাস চলে গিয়েছে, আর মাএ ৬ মাস মেয়াদ আছে ওয়ার্ক পারমিট এর। এখন আমি যদি এম্বাসী এপোয়েন্টমেন্ট পাই তাহলে ৫-৬ মাস মেয়াদ থাকা ওয়ার্ক পারমিট দিয়ে কি ভিসা পাওয়া যাবে। মানে নিন্ম কতদিন ওয়ার্ক পারমিট মেয়াদ থাকলে ভিসা পাওয়া যায়।

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому +1

      ভিসা পাওয়ার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে ৬ মাস মেয়াদ থাকতে আপনি এপ্লাই করতে পারবেন এতে কোনো অসুবিধা নাই।

  • @MdAlamin-tm1lx
    @MdAlamin-tm1lx Рік тому +1

    ভাইয়া,USA থেকে কোন বন্ধু আমার জন্য invitation লেটার না জব offer লেটার কোনটা পাঠালে ভিসা উত্তোলন করতে সহজ হবে

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому

      ভাই USA সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই। তবে জব অপরচুনিটি থাকলে সেটা ভালো হবে।

  • @mdrubelhosen2448
    @mdrubelhosen2448 Рік тому +1

    আমি একটা ওয়ার্ক পারমিট পাইছি। কিন্তু অরিজিনাল কিনা বুঝতে পারছি না। একটু সাহায্য করবেন কি?? ভাইজান

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому

      আপনি এই ভিডিও টা ভালো করে দেখলে ক্লিয়ার ধারণা পাবেন।
      ua-cam.com/video/2csp1w8f7Qs/v-deo.html

  • @user-xs2pg1nj7t
    @user-xs2pg1nj7t Рік тому +1

    আমি কুয়েত থেকে পোল্যান্ড এম্বাসি এপারমেন্ট এ মাসের 15 তারিখে পেয়েছি কিন্তু এপোয়েটমেন্ট পেতে পাঁচ মাস সময় লেগেছে কিন্তু এখন টেনশনে আছি এপারমেন্ট জমা দেবো কিনা ভিসা হওয়ার সম্ভাবনা কতটুকু বুঝতে পারতেছিনা

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому

      ভাই যদি সকল ডকুমেন্টস জেনুইন হয় তবে অবশ্যই চেষ্টা করতে পারেন।

    • @user-xs2pg1nj7t
      @user-xs2pg1nj7t Рік тому

      প্রথমত অসংখ্য ধন্যবাদ রিপ্লাই দেওয়ার জন্য আমার দিক থেকে ডকুমেন্ট ১০০% কিন্তু কোম্পানি কে ইমেইল করে সেখানে রিপ্লাই পাইনি তাই একটু চিন্তিত এখন জমা দিব কিনা বুঝতে পারতেছি না

  • @MdKhokon-gt6qb
    @MdKhokon-gt6qb Рік тому +1

    আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আমি আপনার সব ভিডিও দেখি বুঝতে পারছে আমি পোল্যান্ডের ওয়ার্ক পারমিটের দিতে পারবেন একটু জানাবেন সালামালাইকুম

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому

      অলাইকুম আসসালাম ভাই। আমরা কোনো প্রকার ওয়ার্ক পারমিট বা ভিসা সংক্রান্ত কোনো কাজ করিনা। আপনাকে ধন্যবাদ।

    • @MdKhokon-gt6qb
      @MdKhokon-gt6qb Рік тому

      @@eurolifebd সালামু আলাইকুম ইমরান ভাই আমি সেটা বলি নাই বলছি আমাকে একটু হেল্প জন্য সালামুআলাইকুম

  • @shoayebjobaiedullah8193
    @shoayebjobaiedullah8193 Рік тому +1

    বিশ্বস্ত কোনো ট্রাবল এজেন্সি যদি থেকে থাকে, তাহলে তাদের নাম ঠিকানা সহ বিস্তারিত জানাবেন কি.?

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому

      ভাই আমাদের সাথে এখনো এমন কোনো এজেন্সির পরিচয় হয়নি। হলে অবশ্যই জানাবো ইনশাআল্লাহ।

    • @shoayebjobaiedullah8193
      @shoayebjobaiedullah8193 Рік тому

      @@eurolifebd ধন্যবাদ ভাই।

  • @mohib1009
    @mohib1009 2 місяці тому +1

    valo lagche vaiya ❤❤

    • @eurolifebd
      @eurolifebd  2 місяці тому

      আপনাকে ধন্যবাদ ভাই।।

  • @skshain7803
    @skshain7803 Рік тому +1

    এপার্টমেন্ট ডেট নেওয়ার অপেক্ষায় আছি, দোয়া করবেন।

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому +2

      আপনার জন্য শুভকামনা রইল।

    • @mohammadripn-wn4jg
      @mohammadripn-wn4jg Рік тому

      এপার্টমেন্ট ডেট বলতে কি বুঝায়..?

    • @skshain7803
      @skshain7803 Рік тому

      ​@@eurolifebd অসংখ্য ধন্যবাদ ভাই আপনি সকল কমেন্টে রিপ্লাই দেন এজন্যই আপনার চ্যানেল অনেক ভালো লাগে।

  • @billalbillal24all31
    @billalbillal24all31 Рік тому +1

    ভাই জডান থেকে এপ‍্যারমেন্ট নেওয়ার পরে রিফুজ করে দিছে দুই জনকে এবং চার জন এখন ওয়াইটিংএ আছে।

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому

      আপনাদের জন্য শুভকামনা রইল। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।

  • @mdzahid3638
    @mdzahid3638 Рік тому +1

    ভাই পোল্যান্ডের বীমা খরচ কত লাগবে দয়া করে দ্রুত জানান।

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому

      ইন্ডিয়া থেকে করলে ৫/৬ হাজার রুপি লাগবে।

    • @mdzahid3638
      @mdzahid3638 Рік тому

      @@eurolifebd ধন্যবাদ ভাই

  • @RuhulAmin-yr5xy
    @RuhulAmin-yr5xy Рік тому +1

    আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আমি প্রল্যান্ডে আসতে চাচ্ছি আপনার কাছে কিছু তথ্য জানার ছিলো দয়া করে একটু জানতেন

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому

      অলাইকুম আসসালাম ভাই। আপনি কি জানতে চান বলেন ।

    • @RuhulAmin-yr5xy
      @RuhulAmin-yr5xy Рік тому

      @@eurolifebd আসসালামু আলাইকুম ভাই আমি একজন সৌদি প্রবাসী আমি সৌদি থাকি এখানে একটা এজেন্সি পোল্যান্ডে ভিসা দিতে যাচ্ছে সে বলছে ১০০০ ইউরো সালরি দেবে এটা কতোটা সঠিক একটু জানাবেন পোল্যান্ডে কিরকম সুবিধা অসুবিধা কেমন হবে আমি একজন ড্রাইভার গাড়ি চালায় সৌদিতে

  • @niloyfaruk3228
    @niloyfaruk3228 Рік тому +1

    ভাই আমার সব ডকুমেন্ট ঠিক আছে কিন্তুু বার্থ সার্টিফিকেট একটু সমস্যা এটা না দিলে কোন সমস্যা হবে.. ইন্ডিয়াতে
    প্লিজ ভাই একটু জানাবেন

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому

      ভাই বার্থ সার্টিফিকেট যদি দিতে হয়। তবে অবশ্যই পাসপোর্টের সাথে মিল থাকতে হবে।

    • @niloyfaruk3228
      @niloyfaruk3228 Рік тому

      ভাই বার্থ সার্টিফিকেট না দিলে হবে না

    • @niloyfaruk3228
      @niloyfaruk3228 Рік тому

      ভাই আমার কিন্তুু পাসপোর্ট এর সাথে এনআইডি মিল আছে
      বার্থ সার্টিফিকেটটা নামে একটু প্রবলেম আছে তার জন্য বলতাছি না দিলে চলবে না

  • @user-qq7bm6lh6m
    @user-qq7bm6lh6m Рік тому +1

    আমার লোক নাই তাহলে আমি কিভাবে পারমিট পাবো বা মাধ্যম কি?
    যানাবেন প্লিজ 😊

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому

      পরিচিত কেউ না থাকলে কোনো কোনো সাথে যোগাযোগ করে দেখতে পারেন, যদি তাদের সাথে আপনার মতের মিল হয় তবে কাজ করতে পারেন।

    • @user-qq7bm6lh6m
      @user-qq7bm6lh6m Рік тому

      @@eurolifebd বুঝতে পারিনাই কোনো কোনো কি বললেন ভাই?

  • @mohiuddinbhuiyan9344
    @mohiuddinbhuiyan9344 Рік тому +1

    ভাই ওয়ার্ক পারমিট আজকে ৫ মাস + হয়ে গেলো এখনো বের করতে পারে নাই।বললে বলে শুধু সামনে সপ্তা পেয়ে যামু এইভাবে ২ মাস ধরে ঘুরাচ্ছে।এখন আমার করণীয় কি

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому

      এরা না পারলে অন্য কোথাও চেষ্টা করুন।

    • @mohiuddinbhuiyan9344
      @mohiuddinbhuiyan9344 Рік тому

      ভালো একজন লোকের সন্ধান দিতে পারবেন যার মাধ্যমে যাইতে পারবো

  • @user-ke1lm7be2m
    @user-ke1lm7be2m Рік тому

    এজেন্সি মাধ্যমে গেলে কি সুবিধা পাব আর কোন সুবিধা থেকে বঞ্চিত হবে, কি ভাবে গেলে আমি সুবিধা পাব,কমেন্ট আমাকে একটু জানাবেন প্লিজ

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому

      ভাই এজেন্সির মাধ্যমে গেলে কিকি সুবিধা পাবেন সেটা এজেন্সিই ভালো বলতে পারবে। কারোন এক এক এজেন্সি এক এক রকম কাজ করে। আত্মীয় সজনের মাধ্যমে চেষ্টা করলে অবশ্যই ভালো হয়।

  • @NazimKhan-lv9ep
    @NazimKhan-lv9ep Рік тому +2

    Onak vlo laglo vaiya

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому

      আপনাকে ধন্যবাদ ভাই।

  • @nazmulhossainraju2754
    @nazmulhossainraju2754 Рік тому +1

    কুয়েত থেকে পোল্যান্ডের জন্য জমা দিলাম, বাংলাদেশের ব্যাংক স্টেটমেন্ট এ হবে কিনা

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому

      ওয়ার্ক পারমিট ভিসার জন্য ব্যাংক স্টেটমেন্ট খুব একটা জরুরি না। আপনি চাইলে স্যালারি স্টেটমেন্ট ও দিতে পারেন।

  • @arifsikdar2339
    @arifsikdar2339 Рік тому +1

    আর কি কোন মাধ্যম আছে যেখান থেকে আমি ওয়ার্ক পারমিট পেতে পারি?

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому

      ভাই আমাদের কাছে কোনো মাধ্যম নাই।

  • @masumbhuiya4845
    @masumbhuiya4845 Рік тому +1

    Ami Poland jawar try korchi, kew ki sohoj kono way bolte parben

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому

      সবচেয়ে সহজ এবং নিরাপদ মাধ্যম হলো আত্মীয় স্বজন। এদের মাধ্যমে করলে সঠিক ইনফরমেশন এবং জেনুইন ডকুমেন্টস পাওয়া যায়। এজেন্সির কোনো নিশ্চয়তা নাই।
      আপনার জন্য শুভকামনা রইল।

  • @painhub3893
    @painhub3893 Рік тому +1

    ভাই আমার জন্য একটা ওয়ার্ক পারমিট দিতে পারবেন🙂 অনেক উপকার হবে❤

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому

      ভাই আমরা কোনো এজেন্সি বা কোম্পানি না। আমরা কাউকে ওয়ার্ক পারমিট দিতে পারিনা।

  • @user-fj3gi1ml4q
    @user-fj3gi1ml4q Рік тому +1

    যেই পাসপোর্ট দিয়ে ফাইল জমা দিছি ঐ পাসপোর্ট হারিয়ে গেছে, এখন করনীয় কি ভাই? পারমিট যদি বের হয় এই পারমিট দিয়ে কি ভিসা হবে?

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому +1

      যে পাসপোর্ট দিয়ে ওয়ার্ক পারমিট বের হবে ভিসার জন্য সেই পাসপোর্টই লাগবে। নাহয় নতুন করে আবার ওয়ার্ক পারমিট বের করতে হবে।

  • @shymolmondal6555
    @shymolmondal6555 Рік тому +1

    Kub sundor dada
    Ami dubai teka

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому +1

      ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য।

  • @millathossain8955
    @millathossain8955 Рік тому +1

    আমি ভিসার জন্য এপ্লিকেশন করতে চাই আমাকে একটু সাহায্য করেন.

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому

      ভাই আমরা কোনো এজেন্সি বা কোম্পানি না। আমরা ভিসার জন্য কোনো হেল্প করতে পারি না।

  • @user-kz7om8sv2w
    @user-kz7om8sv2w Рік тому +1

    আসসালামু আলাইকুম.. ভাই, বাংলাদেশে কী আপনার পরিচিত কোনো এজেন্সি আছে যাদের সাথে যোগাযোগ করে আমরা যারা নতুন পোল্যান্ড যেতে চাচ্ছি তাদের জন্য সুবিধা হবে??আপনি যদি কাইন্ডলি জানাতেন খুব উপকার হতো..অগ্রিম ধন্যবাদ..

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому

      অলাইকুম আসসালাম ভাই। না ভাই আমাদের পরিচিত কোনো এজেন্সি নাই।।

  • @hellobangladesh7202
    @hellobangladesh7202 Рік тому +2

    Ami dubai thke joma dici Bhai agency bolce company sathe contract ace tara duto date niye dibe dubai theke eta ki sombob..

  • @opmong666ff3
    @opmong666ff3 Рік тому +1

    এক ভাই আমাকে পোল্যান্ডে সিজনাল ভিসায় ওয়ার্ক পারমিট বের করে দিবে,কিন্তু খরচটা বেশি চাইছে আপনার হিসেব অনুযায়ী। ওনি আমার থেকে ১.৬লাখের মতোন টাকা চেয়েছেন,১-২মাসের মধ্যে নাকি ওয়ার্ক পারমিট দিতে পারবেন ওনি। এইটা কতোটুকু বিশ্বাসযোগ্যে একটু বলতেন?

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому

      যে ভাই আপনার জন্য এই কাজ করে দিবে তার সাথে আপনার সম্পর্কের উপর নির্ভর করে এটা কতটুকু বিশ্বাস যোগ্য

  • @mdfahadislamofficial6645
    @mdfahadislamofficial6645 Рік тому +1

    ভাই,, পোলান্ডের স্টুডেন্ট ভিসা বাংলাদেশ থেকে কি হয়? নাকি ইন্ডিয়া যেতে হবে ???

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому

      ইন্ডিয়া যেতে হয়।

  • @herahera9874
    @herahera9874 Рік тому +1

    ভাই আমার তো কেউ নাই কোন পরিচিত লোক নাই তো আমি কিভাবে যাব এজেন্স ছাড়া বলেন

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому

      পরিচিত কেউ না থাকলে, আর কোনো উপায় নাই।

    • @herahera9874
      @herahera9874 Рік тому

      @@eurolifebd ভাই whatsapp নাম্বারটা দেন whatsapp নাম্বারটা দেন

  • @babulmk4832
    @babulmk4832 Рік тому +1

    বাই ছালাম নিবেন বাই কুয়েত হয়ইতে আসতে কত খরচ হবে জানা বেন কিন্তু আমার কাসে টুটেল ৪ লক্র টাকা চায় কি বলেন জানান

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому

      অলাইকুম আসসালাম ভাই।
      খরচের সঠিক কোনো রেট নাই। ৪/৬/৮ /১০ যার কাছে যা পারে এজেন্সি গুলো তাই নিচ্ছে।

  • @mkadhikari2020
    @mkadhikari2020 Рік тому +1

    ভাই আমার পরিচিত বা কোন আত্মীয় পোল্যান্ড থাকে না তাহলে আমি সরাসরি পোল্যান্ড থেকে কিভাবে একটা ওয়ার্ক পারমিট পেতে পারি, বা পোল্যান্ডে এরকম কোন সংস্থা আছে কিনা যারা ওয়ার্ক পারমিট পাওয়ার ব্যাপারে সাহায্য করে থাকে?

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому

      ভাই আত্মীয় স্বজন না থাকলে এটা কঠিন কাজ। আমাদের সাথে এমন কোনো এজেন্সির সাথে পরিচয় নাই।

  • @mdjubai3947
    @mdjubai3947 Рік тому +1

    Vaia Singapore to poland ke vaba jai plz plz plz... ❤❤❤❤❤❤❤

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому +1

      পোল্যান্ডের কোনো কোম্পানির ওয়ার্ক পারমিট নিয়ে এম্বাসি ফেজ করতে হবে। কোম্পানির সাথে যোগাযোগ করতে নিজের আত্মীয় স্বজন অথবা ভালো কোনো এজেন্সির সাথে যোগাযোগ করে দেখতে পারেন। আমাদের পরিচিত কোনো এজেন্সি নাই।

    • @mdjubai3947
      @mdjubai3947 Рік тому

      @@eurolifebd ohh good vai

  • @SahidulIslam-vb1rn
    @SahidulIslam-vb1rn Рік тому +1

    ভাই আমি দুবাই থাকি এখানে গাড়ি চালাই 11 বছর ধরে এখন আমি কি ভাবে ইউরোপ এর জন্য আবেদন করতে হবে

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому

      ইউরোপর কোনো কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে এবং পারমিট বের করে সেটা নিয়ে এম্বাসি ফেজ করতে হবে ভিসার জন্য। কোম্পানি সাথে যোগাযোগের মাধ্যম হলো আত্মীয় স্বজন, অথবা ভালো কোনো এজেন্সি। আমাদের সাথে কোনো এজেন্সির পরিচয় নাই যাদেরকে আমরা আপনাদের জন্য রিকমেন্ড করবো। আপনাকে ধন্যবাদ।

    • @SahidulIslam-vb1rn
      @SahidulIslam-vb1rn Рік тому

      @@eurolifebd ভাই কষ্ট করে যদি কোনো কোম্পানির লিংক শেয়ার করতেন অনেক উপকার হতো ভাই

  • @omarfaroque9310
    @omarfaroque9310 Рік тому +1

    আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন। ভাই সৌদি আরব থেকে পোল্যান্ড এমবাসি কনটাক্ট কে ভিসা হয়। একটু জানাবেন

    • @eurolifebd
      @eurolifebd  Рік тому

      ভাই আমি এই বিষয় অনেকের কাছে শুনেছি কিন্তু আমার বাস্তব কোনো আইডিয়া নাই।

  • @sumina5409
    @sumina5409 5 місяців тому

    Asslamulaikum vaiyaa ,,Ami amr hasband niya jate cai, recently got Ami IELTS exam diya overall 5 ,but puland a amr kunu relatives nai so ami kibabe jabo

    • @eurolifebd
      @eurolifebd  5 місяців тому

      অলাইকুম আসসালাম। একসাথে হাজবেন্ড ওয়াইফ আসার মতো তেমন কোনো সিস্টেম নাই। যেকোনো একজন ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আসতে পারলে ২ বছর পর সে ফেমিলির জন্য আবেদন করতে পারবে। ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য মাধ্যম হলো আত্মীয় সজন অথবা ভালো কোনো এজেন্সি। এছাড়া আর কোনো উপায় নাই।।