চান্স পেতে চাইলে প্রথমেই যা করতে হবে! ঢাবি বি ইউনিট প্রিপারেশন। Admission journey। DU b unit

Поділитися
Вставка
  • Опубліковано 2 гру 2024

КОМЕНТАРІ • 57

  • @Tasniajahan-e1e
    @Tasniajahan-e1e 5 днів тому +1

    আপু তুমি ২০২৩-২০২৪ সেশনে ছিলে মনে হয়, তুমি তো তোমার প্রিপারেশনের সময় প্রশ্ন ব্যাংক অনেক এনালাইসিস করেছো,তোমার আইডিয়া ও নিশ্চই ব্রড হয়েছে অনেক,কিভাবে প্রশ্ন আসে? কোন কোন টপিক বেশি আসে ইত্যাদি।
    আপু তুমি যদি ইক্টু টপিক গুলো হাইলাইট করে দিতে সাবজেক্ট ওয়াজ তাহলে জুনিয়র হিসেবে অনেক উপকৃত হবো🙂

    • @FatemasBrainwave7488
      @FatemasBrainwave7488  5 днів тому +1

      @@Tasniajahan-e1e হ্যা, আপু। আমি ২০২৩- ২৪ সেশনের। আপু, আমি এ নিয়ে একটি ভিডিওতে বিস্তারিত বলব। কমেন্টে এত কিছু বলে বোঝানো সম্ভব না, ভিডিও দেখলে সহজেই বুঝতে পারবে💚। আগামী সপ্তাহের ভেতর ভিডিও আপ্লোড করে দেব। আপাতত তুমি ইংরেজি টেক্সট বইটা ভালোভাবে পড়ো, টেক্সটবুকের ভেতরের অনেক টপিক্স থেকে প্যারাগ্রাফ চলে আসে( বিগত বছরগুলোতে কয়েকবার এসেছে) + ভোকাবুলারি দক্ষতা বাড়াও। বাংলার ক্ষেত্রে মেইন টেক্সট বুকটা ভালোভাবে পড়ো।

    • @JinatAnika-t5s
      @JinatAnika-t5s 5 днів тому

      ​@@FatemasBrainwave7488আপু তাড়াতাড়ি ভিডিওটা দিলে খুবই উপকৃত হতাম আমরা, সব বিষয়ে চাই প্লিজ আপু 💗 আর সিরিয়াল ওয়াইজ করে টপিক গুলা ভিডিওতে দিলে ভালো হয় তাহলে আমরা নোট করে রেখে ওই টপিক গুলা শেষ করতাম।

    • @Tasniajahan-e1e
      @Tasniajahan-e1e 5 днів тому

      ধন্যবাদ,আপু

  • @youtubeety123
    @youtubeety123 4 дні тому

    আপু
    ইংরেজি ফ্রী হ্যান্ড রাইটিং এ খুব দুর্বল আপু । লিখতে গেলে অনেক গ্রামারটিকাল ভুল হয় 😭 । আমার কি হবে 😫🥺 এই অবস্থা থেকে কি এই কম সময়ে ভালো করতে পারবো 😫😫

    • @FatemasBrainwave7488
      @FatemasBrainwave7488  4 дні тому +1

      নিজের প্রতি বিশ্বাস রাখো।
      প্রতিদিন প্রাক্টিস করো। ভুলগুলো শুধরিয়ে নেয়ার জন্য চ্যাট জিপিটি ইউজ করো। এভাবে আস্তে আস্তে ভুল কমে আসবে।

    • @youtubeety123
      @youtubeety123 4 дні тому

      Thank you apu
      আচ্ছা আপু বাংলা ২য় এর জন্য কি নবম-দশম শ্রেণির বইটা পড়ার দরকার নাকি বাংলা বিচিত্রা বইয়ে ব্যাকরণ যা যা আছে তা পড়বো??

  • @SttXjx
    @SttXjx 5 днів тому +1

    Apu snynoym r antonym kivabe porbo ai topic onek problem

    • @FatemasBrainwave7488
      @FatemasBrainwave7488  5 днів тому +1

      যেসব word এর সিনোনিম অনেকগুলো দেয়া, সেগুলোর মধ্যে থেকে Imp. গুলো আগে শেষ করবে।
      সিনোনিম- এন্টোনিম বারবার করে না পড়লে মনে থাকবে না। তাই দিনে কয়েকটা করে মুখস্ত করবে, স্টিকি নোট প্যাডে লিখে দেয়ালে লাগিয়ে রাখবে। আর সময় করে বারবার দেখবে। MCQ আকারে পড়ার চেষ্টা করবে, তাহলে ভালো মনে থাকবে। এছাড়াও যে কয়েকটা সবচেয়ে বেশি টাফ লাগবে, সেগুলো দিয়ে বাক্য তৈরি করে ব্যবহারের চেষ্টা করবে। আশাকরি এই পদ্ধতিগুলো কাজে দেবে।

    • @SttXjx
      @SttXjx 3 дні тому

      @@FatemasBrainwave7488 thanks apu

    • @SttXjx
      @SttXjx 3 дні тому

      @@FatemasBrainwave7488 phrase ta kmn hard lagce skip korle ki problem hobe

    • @FatemasBrainwave7488
      @FatemasBrainwave7488  3 дні тому +1

      @SttXjx না, স্কিপ করোনা। এখনো সময় আছে, প্রতিদিন কিছু কিছু করে মুখস্ত করো।
      ফ্রেইজ মুখস্ত করার সহজ উপায় আছে।
      'ঢাবির স্বপ্ন পূরণের পথে...' এই ভিডিওটায় বিস্তারিত বলেছি। দেখতে পারো।

  • @Abidhasan-d7l
    @Abidhasan-d7l 4 дні тому

    আপু, আমি পড়তে বসলে ঘুম ধরে।
    আবার ঘুমোতে গেলে ঘুম আসে না।
    প্লীজ একটা সমাধান দেন

    • @FatemasBrainwave7488
      @FatemasBrainwave7488  4 дні тому +1

      কফি বা চা খেলে ঘুম চলে যায় না?
      বেশিক্ষণ পড়াশুনায় মনোযোগ ধরে রাখতে না পারলে ছোট্ট একটা ন্যাপ নিবা টেবিলে মাথা রেখেই। Alarm দিয়ে রাখবা।
      দেখবা রিফ্রেশ লাগবে। অথবা ইউটিউব থেকে এমন কিছু শুনতে পারো, যা তোমার মাইন্ড রিফ্রেশ করবে। আর কোনোভাবেই বিছানায় পড়তে বসবা না।

  • @momotazbegum1260
    @momotazbegum1260 5 днів тому

    Apu ami tasfiyah,ami ebar xm dibo,amar jonno dowa koriyen jeno valo vabe chance peye jai

    • @FatemasBrainwave7488
      @FatemasBrainwave7488  5 днів тому +1

      @@momotazbegum1260 ফি আমানিল্লাহ, আপু💚।

  • @BashiraAnjum-zm9yi
    @BashiraAnjum-zm9yi 5 днів тому

    আপু,,, শুধু কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিপি এ এর উপর মার্ক থাকে নাকি সকল বিশ্ববিদ্যালয়ে?

    • @FatemasBrainwave7488
      @FatemasBrainwave7488  5 днів тому +1

      বেশিরভাগ বিশ্ববিদ্যালয়েই জিপিএ এর উপর মার্ক্স থাকে।

    • @BashiraAnjum-zm9yi
      @BashiraAnjum-zm9yi 5 днів тому

      @@FatemasBrainwave7488 রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি আছে?

    • @FatemasBrainwave7488
      @FatemasBrainwave7488  5 днів тому

      @BashiraAnjum-zm9yi না। সিলেকশন ছাড়া জিপিএ এর জন্য কোনো মার্ক্স নেই।

    • @BashiraAnjum-zm9yi
      @BashiraAnjum-zm9yi 5 днів тому

      @@FatemasBrainwave7488 😢

  • @nadianowshin
    @nadianowshin 5 днів тому

    আপু আমি বিজ্ঞান বিভাগের ছাত্রী। কিন্তু ঢাবি বি ইউনিট এ ও পরীক্ষা দিবো। জিকে পড়ার জন্য অতো বেশী সময় বার করতে পারছি না যেহেতু A ইউনিট এর প্রেপ ও নিচ্ছি। তাই জিকে শুধু জোবায়েরস্ জিকের ক্যাপ্সুল, All in one (final suggestion), প্রশ্নব্যাংক সলভ্ আর Boss বইটার সব মডেল টেস্ট শেষ করলে আমার কি জিকে কাভার হবে? প্লিজ জানাবেন!

    • @FatemasBrainwave7488
      @FatemasBrainwave7488  5 днів тому

      আপু, তুমি বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ পার্ট স্কিপ করলেও, আন্তর্জাতিক পার্ট স্কিপ করোনা। একটু কষ্ট করে হলেও কোনো একটি জিকে বই থেকে অল্প অল্প করে পড়ার চেষ্টা করো। বেশি চাপ নিওনা।
      যেগুলোর কথা বললে, সেগুলো কম্পলিট করলে ভালো প্রাক্টিস হবে, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ইনফো মিস হয়ে যাবে।

    • @nadianowshin
      @nadianowshin 5 днів тому +2

      @FatemasBrainwave7488 আচ্ছা আপু। চেষ্টা করবো ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ 💝

    • @nadianowshin
      @nadianowshin День тому

      @@FatemasBrainwave7488 আপু, প্রিভিউ ভার্সিটি সলুশন বইটাই বিগত বছর ঢাবি তে যে যে টপিক থেকে কুয়েশ্চন আসছে ওগুলো সব গুছিয়ে দেয়া আছে। আমি এই টপিক গুলোর বাইরে আর কোনো টপিক না পড়লে কি সমস্যা হবে!?

  • @suzanakazi8273
    @suzanakazi8273 4 дні тому

    Apu amio apnar moto biggan bivag theke manobik exam dite chacchi In Sha Allah, apu top 200 er moddhe thakte hole without gpa koto anumanik uthano lagte pare? R jodi apnar problem na thake apnar point ta jodi bolten taholeo ektu dharona hoto

    • @FatemasBrainwave7488
      @FatemasBrainwave7488  4 дні тому

      আপু, আমার পয়েন্ট ছিল (৫.০০+ ৪.৭৫)
      টপ ২০০ এর মধ্যে থাকলে হলে Without gpa ৬৩-৬৫ এর উপরে উঠানো লাগতে পারে (বিগত বছরগুলোর cut marks অনুযায়ী)। তবে এবার যেহেতু আলাদা পাশ নেই, তাই এ ব্যাপারে নিশ্চয়তা দেয়া যাচ্ছেনা।

    • @suzanakazi8273
      @suzanakazi8273 4 дні тому

      @FatemasBrainwave7488 accha Apu Shukriya, Doa korben Apu

    • @FatemasBrainwave7488
      @FatemasBrainwave7488  4 дні тому +1

      @suzanakazi8273 ফি আমানিল্লাহ।

  • @anoyhasan7653
    @anoyhasan7653 4 дні тому

    আপু মানবিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটের জন্য বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞানের কি কি বই পড়লে চান্স পাবো ?

    • @FatemasBrainwave7488
      @FatemasBrainwave7488  4 дні тому

      বাংলা: মূল বই+ সহপাঠ + অভিযাত্রী
      ইংরেজি : মূল বই + English Text Hacks + Master
      জিকে : জোবায়ের'স জিকে + সাম্প্রতিক ক্যাপ্সুল
      এছাড়াও আরো অনেক বই আছে, যেমন রিটেনের জন্য স্পেশালি রিটেন সামিট, সাম্প্রতিক জিকে প্রাক্টিসের জন্য সালতামামি ইত্যাদি।

    • @anoyhasan7653
      @anoyhasan7653 4 дні тому

      ​@@FatemasBrainwave7488thank you

    • @anoyhasan7653
      @anoyhasan7653 4 дні тому

      @@FatemasBrainwave7488 আপনি প্রতিদিন কত ঘন্টা পড়েছেন ? ভর্তি প্রস্তুতির জন্য আপনি কি কি বই পড়েছেন ? কোথায় ভর্তি কোচিং করেছে একটু বলবেন প্লিজ।☺️

    • @FatemasBrainwave7488
      @FatemasBrainwave7488  4 дні тому

      @@anoyhasan7653 ভাইয়া, আমি কোনো কোচিং করিনি। দিনে স্পেসিফফিকভাবে সময় হিসাব করে পড়াও হয়নি।
      আর বইয়ের কথা যদি বলি, বাংলা ব্যকরণের জন্য MP3, জিকের জন্যও MP3+ সাম্প্রতিক ক্যাপ্সুল, ইংরেজির জন্য মাস্টার এবং মূলবইগুলো ফলো করেছিলাম। তবে যে বইগুলো সাজেস্ট করেছি, সেগুলোও অনেক ভালো।

    • @anoyhasan7653
      @anoyhasan7653 4 дні тому

      Thank you so much Apu

  • @LizaMoni-m3u
    @LizaMoni-m3u 3 дні тому

    Apu B unit ar jonno kon prosnobank vlo hobe

  • @RiFat-vz7mo
    @RiFat-vz7mo День тому

    আপু, আপনার মার্ক কত ছিলো?

  • @sdswapno3428
    @sdswapno3428 12 годин тому

    Apu kon subject a achen?

  • @sohankalam2293
    @sohankalam2293 4 дні тому

    apu apni ki arts theke exam disilen ? naki commerce theke b unit

  • @Sadia-i6p
    @Sadia-i6p 5 днів тому

    Tank you apu❤

  • @LabibLeader
    @LabibLeader 5 днів тому

    Khub e depressed apu.
    Kisu mone thake na🙂

    • @FatemasBrainwave7488
      @FatemasBrainwave7488  5 днів тому +1

      এই সময়টা এরকম ই।ডিপ্রেশন আসবে, যাবে। তবে লেগে থাকো। পড়া মনে রাখার জন্য কি কি করতে পারো, এ নিয়ে একটি ভিডিও আপ্লোড করব। আশাকরি উপকৃত হবে।

    • @LabibLeader
      @LabibLeader 5 днів тому

      @FatemasBrainwave7488 inshaa Allah ei Channel er sate thkbo.joto gula video ase sobai gular effect e realise kortesi day after say💐👤

  • @jubaidul-x3b
    @jubaidul-x3b 4 дні тому

    আপু আপনি কি মানবিকের ছিলেন?

    • @FatemasBrainwave7488
      @FatemasBrainwave7488  4 дні тому +1

      না, ভাইয়া। বিজ্ঞান বিভাগের।

  • @LabibLeader
    @LabibLeader 5 днів тому

    💐💗

  • @mdtamimhossen4223
    @mdtamimhossen4223 5 днів тому

    Assalamualaikum 🙂
    আপনার ভয়েস খুব সুন্দর তো মাশাআল্লাহ 😢
    আপনাকে বিয়ে করার যোগ্যতা?

    • @Abidhasan-d7l
      @Abidhasan-d7l 4 дні тому +1

      সোনামণি... উঁহু উঁহু
      ভালো হয়ে যাও মাসুদ।

    • @mdtamimhossen4223
      @mdtamimhossen4223 4 дні тому

      @Linna453 আপনি আওয়ামী লীগ,,,,
      ওবাইদুল কাদেরের কথা নকল করছেন আপনাকে ধরিয়ে দেয়া উচিৎ।
      যাই হোক ইনশাআল্লাহ খুব শিঘ্রই দেখা হচ্ছে আপনাদের সাথে 🖤

    • @mdtamimhossen4223
      @mdtamimhossen4223 3 дні тому

      @Linna453 বলেন না প্লীজ...