Tumi Onek Jotnu.... Manna Dey

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2011
  • Manna Dey Night ... live performance

КОМЕНТАРІ • 292

  • @chandidas7377
    @chandidas7377 2 роки тому +4

    এতো বড়মাপের শিল্পী তার মৃত্যু কাল একটা দুঃখ জনক ঘটনা। এক কথায়, নিজের সঙ্গিনী ভাল মানের মেয়ে ছিলনা তাই-এই- দুঃখ নিয়ে অনেক কষ্ট নিয়ে 93 বছর বয়সে পৃথিবী ছেড়েছিলেন। যার এ-তো নাম, তার নাম তার বাড়ির পরিবার রা নেয়নি।তবে এ-টা বাংলা তে যদি হত, অনেক টা শান্তি তে তার শেষ জীবন কেটে যেত।লখনৌ তে থাকার জন্য তাকে অনেক কষ্ট পেতে হয়েছে।যাই হোক 'উনার উচিত ছিল কোলকাতায় চলে আসা, অর্থাত্ জন্ম ভূমি যে-কিন্তু অনাকে তার পরিবার আসতে দেয়নি । বৃদ্ধ বয়সে একটা মানুষ কে-একাকি শূন্য ঘরের মধ্যে আটকে রাখতেন ।কারোর কাছে একটা ফোন পর্যন্ত করতে দেয়া হয়নি, এতো নিষ্ঠুর তার পরিবারের লোক জন।এক কথায় কারা বাস করতে-করতে জীবনাবসান হয়, এর থেকে দুঃখ পৃথিবীতে আর হয় না ।আমি নিঃসনেদহে তার পরিবার লোক জন কে তীব্র নিন্দা ও ঘৃণা করি?

  • @pratyayp
    @pratyayp 5 років тому +97

    মানুষটি এত বৃদ্ধ বয়সে অনেক চোখের জল নিয়েই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। এর থেকে দুঃখের কিছু হয়? 93 বছর বয়সে এসে স্ত্রীকে হারিয়ে কী ভেঙে পড়লেন শ্রদ্ধেয় শিল্পী তা আমরা দেখেছি, জেনেছি। তাই তিনিও বেশি দিন আর রইলেন না আমাদের কাছে। ভালোবাসার রাজপ্রাসাদে এখন শুধু মুকুট পড়ে আছে, রাজাই শুধু নেই।

  • @apurbabanik4000
    @apurbabanik4000 2 роки тому +13

    গান যে শুধু গলা দিয়ে গাওয়ার নয় মান্না দে বাবু কে শুনলে বোঝা যায়, সারা গায়ের রোম খাড়া হয়ে যায়।

  • @user-ip4wb2uw5u

    এই অনুষ্ঠানটি আমরা সপরিবারে দেখেছি , আমি সার্থক , অনার সঙ্গে কথা বলতে পেরে। ওনাকে একটা গানের রিকোয়েস্ট করেছিলাম, উনি বললেন এই গানের অডিয়েন্স এখানে নেই । ছবি তুললাম, atugraph নিলাম । অনুষ্ঠান শুনলাম । স্মৃতি এখন ।

  • @abdurrazzaque3958
    @abdurrazzaque3958 4 роки тому +38

    গানটি শুধু ব্যর্থ প্রেমিক প্রেমিকাকেই কাঁদায় না,ব্যর্থ মানুষকেও কাঁদায় যারা স্রোষ্টার প্রেমে মত্ত !!!

  • @fahrukhakash1323
    @fahrukhakash1323 5 років тому +35

    দিন শেষে সবাইই হেরে যায়, কেউ জিতে না।কারো হার চোখে জ্বল আনে,আর কারো হার বুক ভেঙ্গে দেয়।স্বপ্ন গুড়িয়ে দেয়।

  • @humayunkabir6891
    @humayunkabir6891 Рік тому +2

    এই জলসায় আমি ছিলাম আয়োজকদের একটা অংশে। মাএ ৩ দিনে টিকেট বিক্রি করেছিলাম প্রায় সাড়ে তিন লাখ টাকা,এই গানটার একটা সুন্দর ইতিহাস আছে।

  • @surjit2881
    @surjit2881 4 роки тому +11

    জীবনের সবথেকে বড় আক্ষেপ, ভগবানের পা ছোঁয়ার একবার ইচ্ছে ছিল

  • @fazlurrahman5281
    @fazlurrahman5281 Рік тому +3

    স্রষ্টার হার আর গীতিকারের হার মান্না দে' র জীবনেও হয়ত ঘটেছিল। হয়তো অসময়ে কাউকে চীতায় জ্বলতে হয়েছে। কিন্তু স্রষ্টা তাদের অতীতের স্মৃতি কেড়ে নেয় নি!

  • @Alamgir_kabir_Talukder
    @Alamgir_kabir_Talukder 2 роки тому +8

    ^_^সব শেষের শেষ আছে, শুধু মান্নাদের গানের শেষ নেই ...............

  • @shaidulislam1022
    @shaidulislam1022 Рік тому +5

    অসাধারণ!! এমন মায়া দিয়ে এই গান আর কারো দ্বারা অসম্ভব!

  • @sanjitghosh3765
    @sanjitghosh3765 3 роки тому +9

    নিজ জীবনের সাথে বড়োই মিল রয়ে গিয়েছে।তাসে মান্না বাবুরই হউক না কেন।

  • @habiburrahman-vd7mn
    @habiburrahman-vd7mn 4 роки тому +7

    শুধু কি জল আপনার চোখে এসেছে?😢

  • @vipulde
    @vipulde 2 роки тому +3

    আপনি আমাদের কাছে ঈশ্বর..... আমাদের জীবনের প্রতিটি অনুভূতিতে আপনি..... আপনার গান শুনে আমরা হাসি আমরা কাঁদি আমরা ভালোবাসি আমরা অভিমান করি.... আপনি যেদিন চলে গেলেন মনে হল সব কিছু ফাঁকা হয়ে গেল..... তারপর আবার একটা একটা করে আপনার গান শোনা...... বুঝলাম যা দিয়ে গেছেন যা রেখে গেছেন আমাদের জন্য তা অমূল্য সম্পদ.... আমার জীবনের বাকি কটা দিন কাটিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।

  • @subhasischakraborty2098
    @subhasischakraborty2098 Рік тому +7

    এই মহান শিল্পীর কন্ঠ কথা ও সুর তথা সম্পূর্ণ সঙ্গীত পরিবেশনের কাছে মাথা নত করে সহস্র কোটি প্রণাম ও শ্রদ্ধা নিবেদন করি। উনি সঙ্গীতের মহাদেব।

  • @kabitaypremhok912

    এ যেন গানে গানে তোমাকে বুঝিয়ে দেওয়া হলো

  • @milankantidebmilandeb6477
    @milankantidebmilandeb6477 Рік тому +12

    মহান শিল্পী মান্না দের গানগুলো মানুষের মনে চিরদিনের মত ঠাঁই করে নিয়েছে। তিনি অমর, তিনি অবিনশ্বর।

  • @milankantidebmilandeb6477
    @milankantidebmilandeb6477 2 роки тому +14

    কী চমৎকার পরিবেশনা ! আবার ফিরে এসো হে মহান শিল্পী।

  • @shyamalkumarghosh5700
    @shyamalkumarghosh5700 2 роки тому +2

    কয়েক হাজার বছর পর ও এরকম শিল্পী আর জন্মাবে না।

  • @ojithdassree2766
    @ojithdassree2766 2 роки тому +4

    অপূর্ব সুন্দর এক গুরুত্বপূর্ণ ভজন উপহার দিলেন আপনাকে অনেক অনেক শুভেচ্ছা রইল ভগবান আপনার আত্মা শান্তিতে রাখুন যেন এই টুকু আমার পাথনা