আমেরিকায় বাংলাদেশি কৃষকদের সাথে দেশী মুরগি ডিনার।Bangladeshi Farmers in New York, America Goshen# 3

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • বাংলাদেশের সোনার ছেলেরা সুদূর আমেরিকায় এসেও দেশ প্রেমকে বুকে বেঁধে আমেরিকার মাটিতে দেশী ফসল ফলাচ্ছে। আমরা তাদের দাওয়াত পেয়ে যাচ্ছি সেই ফার্মে। রাতে থাকব খোলা আকাশের নিচে তাবুতে। রান্না, খাওয়া দাওয়া ও হবে সেখানেই। চার পর্বের এটি হল তৃতীয়। Part # 3
    Link for part # 1 • আমেরিকায় বাংলাদেশি কৃষ...
    Link for part # 2 • আমেরিকায় বাংলাদেশি কৃষ...
    My other video playlists:
    কিভাবে আমেরিকা যাবেনঃ
    • কিভাবে আমেরিকা যাবেন। ...
    ফ্লোরিডা, আরেক বাংলাদেশঃ
    • ফ্লোরিডা, আরেক বাংলাদে...
    আমেরিকার দিনরাত্রিঃ
    • আমেরিকার দিন রাত্রি ||...
    কানাডা অ্যাডভেনচারঃ
    • কানাডা অ্যাডভেঞ্চার ||...
    ভূস্বর্গ বাংলাদেশ || Beautiful Bangladesh Tour
    • ভূস্বর্গ বাংলাদেশ || B...
    রান্নার রেসিপিঃ Recipe playlist:
    • রান্নার রেসিপি || RECIPE
    Mohammed Al-Farook
    Jamai Bou Production
    AdventureTube21@gmail.com
    #jamaibou #adventureTube #American_Farm_life

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @superservice1595
    @superservice1595 4 роки тому +16

    আমি ইন্ডিয়া থেকে বলছি। আমি সেক সিরাজ ভায়ের ভিডিও দেখি খুব ভালো লাগে। আর তার পরে আপনি আমেরিকা থেকে কৃষি বিভাগের এমন ভিডিও দেখান আপনার জবাব নাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
    আমি আপনার ডেলি ভিডিও দেখি খুব ভালো লাগে।
    আমার নাম সাকিল আনসার

  • @rafsanjani3341
    @rafsanjani3341 4 роки тому

    আপনার রুচিবোধ, ভাষা শৈলী অত্যন্ত চমৎকার এবং সমৃদ্ধ শব্দভান্ডার মুগ্ধতায় আচ্ছন্নকর। সহস্র ধন্যবাদ দিয়েও মিটবার নয়। প্রায়শই অবাক হই। অতোটা দূরে থেকে বাংলাকে এতো গভীরে লালন করা যায়! যা এখানে বসে থেকেও অধিকাংশই পারি না। আসলে, নিজের পুরো ছাদটা ভালোভাবে দেখার জন্য অন্যের ছাদেই দাঁড়ানো উচিৎ । সুস্থতায় থাকুন, মঙ্গলময় হোক আপনার সারাবেলা।

  • @ashrafulislamroni2058
    @ashrafulislamroni2058 4 роки тому +15

    অবশেষে ৩য় পর্বের দেখা,
    ভালোবাসা,কৃতজ্ঞতায় কবিতা লেখা।
    নির্মল,ঝকঝকে সুন্দর দিনে
    ফার্ম থেকে অানা হলো,মুরগী কিনে।
    সিসিলিয়ার মুখে শুনে বাংলা বুলি,
    অদ্ভুত ভালোলাগা,কিভাবে যে ভুলি!
    সিসিলিয়ার গোছানো ফার্ম হলো দেখা,
    সব যেন শিল্পীর তুলি দিয়ে অাঁকা।
    ভিডিওর ফাঁকে ফাঁকে অাঙ্কেলের কথা,
    মনোযোগ দিয়ে শুনি,বাড়ায় মুগ্ধতা।
    দেশের অাবেশ পাই সবখানে খুঁজে,
    ঝাঁলমুড়ির স্বাদ নেই যেন চোখ বুজে!
    ট্রাক্টর চালিয়ে মিটালেন স্বাদ,
    সন্ধ্যায় শোনা হলো ঝিঁঝির ডাক।
    ত্রি রত্নের স্বপ্ন পূরণ যে হোক।
    দূর থেকে অাবেগে ভিজলো যে চোখ।
    দেশী মুরগী,করল্লা,লালশাক ভাজি
    ধোয়াওঠা সাদা ভাতে রাতের কারসাজি!
    অসীম অাঙ্কেলের রান্না থাকুক বেঁচে,
    দূর অাকাশে তারা উঠলো যে নেচে!
    নতুন ভিডিওর অপেক্ষায় থাকা,
    কবিতায় হয়তো ফের হবে দেখা.....

  • @mdjashim4386
    @mdjashim4386 3 роки тому +1

    অসাধারণ অসাধারণ চমত্কার একটি দৃশ্য আসলে আপনার সাথে আমিও সরিক পারি নি বটে। কিন্তু কাল্পনিক অনুভবে মজা করেছিলাম।এবং ফার্মের ঐ বাংলাদেশি বন্ধু রাও অনেক অনেক কিউট এবং অথিতি পরায়ন।ধন্যবাদ আপনাকে

  • @pratimabandyopadhyay2018
    @pratimabandyopadhyay2018 4 роки тому +7

    খুব আনন্দদায়ক দৃশ্যপট ,আপনার উপস্থাপনা আর মানুষ সবাই । প্রানভরে উপভোগ করলাম । ভালো থাকবেন সবাই ।

  • @mukulkarmakarwb153
    @mukulkarmakarwb153 4 роки тому +22

    এই সিরিজটা আমার বেস্ট মনে হয়েছে.
    দাদার ভ্লগ নিয়ে কিছু কথা কিছু ভাবনা :
    ১ ) টেকনিক্যাল প্রেজেন্টেশন খুব ভালো. ফোটোগ্রাফি অসাধারণ, সাথে দামী ক্যামেরা বা আনুসাঙ্গিক উপকরণের ব্যবহার খুবই ম্যাচিওর্ড.
    ২) কথা বার্তা খুবই আত্মিক - সহজেই দর্শকের সাথে কানেক্ট করে
    ৩) এডিটিং ভালো, সাথে যথার্থ ভয়েস ওভার
    ৪) পার্সোনাল মোমেন্ট গুলো অনেক সময় নীরবে এড়িয়ে যাওয়া - সব কিছুতো শেয়ার করার নয়, কিছু তো শুধুই আপন
    ৫) ফ্যামিলিকে বা নিজেকে অযথা হাইলাইট করা নয়. বরং সেদিনের সাবজেক্ট এ ফোকাস. নিজেদের চেহেরা বা কীর্তি দেখানো তো আর উদ্দেশ্য নয়. বরং একটা জার্নিতে আশেপাশে কি ঘটছে সেটাই দ্রষ্টব্য
    ৬) ফ্যামিলির সবাই অযথা ভীড় করে না বা অকারণে নিজেদের জাহির করেন না.
    ওভারঅল :: এক অসাধারন পরিবেশনা. আমি তো এতো ভালো ভ্লগ কমই দেখেছি.

    • @AdventureTube21
      @AdventureTube21  4 роки тому +2

      Thank you dear. Appreciate your kind words & continuing support. 💕🥰

  • @balipurstartv
    @balipurstartv 4 роки тому +33

    খুব সুন্দর লাগছে 🇮🇳🌹🇮🇳, কলকাতা
    আমি আপনার সবগুলো ভিডিও দেখেছি
    সেখ, আমিরুল হক

  • @hasanuzzaman4500
    @hasanuzzaman4500 4 роки тому

    গত তিন চারদিন আপনার অনেক ভিডিও দেখছি। ব্যাক্তিগত জীবন যাপন নিয়েও যে কিছু করা যায় তা দেখলাম । সত্যিই অসাধারন।

  • @vloggerhalftime9544
    @vloggerhalftime9544 4 роки тому +3

    এক কথায় অপুর্ব দৃশ্য।
    ধন্যবাদ বিদেশের মাটিতে দেশি ফসল ওয়াও।

  • @shahidulislam7104
    @shahidulislam7104 3 роки тому +1

    আপনার এই ভিডিওটি আমার কাছে স্মরনীয় হয়ে থাকবে। ধন্যবাদ ফারুক ভাই।

  • @mdrafiqulislam1895
    @mdrafiqulislam1895 4 роки тому +3

    আমার দেশের ফসলাদি দেশে-বিদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে আমার দেশ বাংলাদেশ মা মাটি আমার দেশের মাটি সোনার চেয়েও খাঁটি বাংলাদেশ বাংলাদেশ। মাশাল্লাহ খুব ভালো লাগলো আংকেল ভালো থাকবেন ধন্যবাদ।

  • @humanman1592
    @humanman1592 3 роки тому +1

    অসাধারণ সত্য আমাদের মনের মধ্যে এতোটা শান্তি পাইলাম জে ভাবিদের হাতের কাজ দেখতে পায়ে সব বাংলাদেশের এক সাথে দেখে সত্য মনের শান্তি পায়লাম আর দাদার সুন্দর পাক কারার জন্য অনেক অনেক ধন্যবাদ সবার জন্য দোয়া রহিলো,,,,

  • @mdmirazulislam7357
    @mdmirazulislam7357 3 роки тому +7

    Uncle এর ভিডিও দেখে ৩৪ জনকে সাবস্ক্রাইব করিয়েছি।এই ভিডিও ৪ বার দেখা হলো।যত দেখি ততই ভালোবাসা বৃদ্ধি পায়।আপনার দীর্ঘ জীবন কামনা করছি।ইতি আপনার পাবনার পাগল।

    • @AdventureTube21
      @AdventureTube21  3 роки тому

      অনেক ধন্যবাদ আংকেল। Appreciate your kind words & continuing support. 🥰💕

  • @soyedabeauty8731
    @soyedabeauty8731 4 роки тому +1

    আপনার সব ভিডিও দেখি কিন্তু সময়ের স্বল্পতার কারণে comment করা হয় না। এই ভিডিও গুলোর কমেন্ট করতে পেরে ভাল লাগছে। আবার ও বলছি এক কথায় অসাধারণ। প্রবাস জীবনের কষ্ট তুলে ধরার জন্য ধন্যবাদ।লটকন টা খুব মিস করি। ভালো থাকবেন।

  • @sylhetking.2419
    @sylhetking.2419 4 роки тому +25

    সিলেট বাসির পক্ষ থেকে আপ্নাকে অনেক অনেক অভিনন্দন জানাই, বুজাইতাম ফারতাম নায় uncle খুভ ভালা লাগে আফনার সভ ভিডিও। Love You uncle😍😍😍

  • @binanarzary1570
    @binanarzary1570 3 роки тому +1

    Khub sundor video. Amar khub bhalo lagche. Thanks dekhabar jonyo. All the best.

  • @aa-gp6jq
    @aa-gp6jq 4 роки тому +11

    You are a genuine Bengali. Even if he goes out of the world, he will make the Bengal of that simple and authentic Bengali nation flourish.

  • @fatemashathi6049
    @fatemashathi6049 4 роки тому +1

    Bidesh er mati te desher khabar deshiyoo amez sottti sundor ... Thanku for showing us uncle

  • @mdjahangir-ox6lr
    @mdjahangir-ox6lr 4 роки тому +3

    চাচাকে দেখলেই কেমন জানি একটা ভাললাগা কাজ করে😍😍😍সব সময় হাসি থাকে মুখে,,, আর দেশের প্রতি যে টান সেটা আসলে অসাধারন,,, আমি প্রবাসে আসছি 13মাস হইছে ,,, খুব মিস করি গ্রামটাকে😪😪😪

  • @shohelahmed1258
    @shohelahmed1258 4 роки тому

    বাংলাদেশে বসে আমেরিকার কৃষির দৃশ্য দেখে খুবই ভাল লাগছে। চমৎকার একটি ভিডিও হয়েছে।

  • @dbhhattac
    @dbhhattac 4 роки тому +4

    Wonderful venture. Really proud to see how these hard working bangladeshi friends are producing bangldeshi vegetables in a foreign soil. Wish I could have visited the place. Good luck. I regularly eat banglaeshi / Indian vegetables.

  • @ripansarker7883
    @ripansarker7883 3 роки тому +1

    ধন্যবাদ আপনাকে।
    সুদূর আমেরিকা দেখতে পেলাম আপনার কারণে।

  • @amitbiswas1505
    @amitbiswas1505 3 роки тому +3

    Amazing thing is he said 'roads in Bandarban can be improved' instead of saying 'is bad'. Reflection of a genuine positive attitude of mentality. 👍

  • @Ratul12340
    @Ratul12340 4 роки тому

    আপনার সব ভিডিও আমি দেখি তার মধ্যে আপনার এই তিনটি পর্ব আমি দেখিছি।তার মধ্যে শ্রেষ্ট ভিডিও এগুলো। ১০০ তে ১০০ দিলাম।

  • @exclusivetuhin4284
    @exclusivetuhin4284 4 роки тому +3

    ধন্যবাদ ভাই,,,দেশে বসে আমেরিকার গ্রামের দৃশ্য অনেক সুন্দর,, আমি চাই আপনি এমন ভিডিও আরও বেশি বেশি করে করবেন """

  • @mithumukherjee126
    @mithumukherjee126 4 роки тому +2

    Dada kub valo laglo lal shak er khet dekhe apni to allrounder massi ki sundor lunge pore tractor chalalen darun video sabuz khet aro video shere korben plz 👌👍💚

  • @shariarislam847
    @shariarislam847 4 роки тому +17

    Sir Allah র দুনিয়া এত সুন্দর sir তাহলে Allah র বেহেসত কত সুন্দর ।

    • @Arslanbey-ny2gq
      @Arslanbey-ny2gq Рік тому

      লক্ষ কোটি গুণ বেশি সুন্দর হবে❤

  • @ronzinaislam3682
    @ronzinaislam3682 4 роки тому

    তিনটি এপিসোড ই দেখলাম খুব ভালো লাগলো, মন প্রান জুড়িয়ে গেল,। আর আপনাকে তো খুবই সুন্দর লাগছিলো, লুংগী সু মোজা পরা গ্রামের সেই জামাইদের মতো। ধন্যবাদ আপনাকে।

  • @nishatara4770
    @nishatara4770 4 роки тому +23

    মনটা ভীষন খারাপ ছিলো,আপনার ব্লগ দেখে মনটা ভালো হয়ে গেলো...👍🏻👍👍🏻👍👍🏻👍👍🏻👍

  • @manjughosh4524
    @manjughosh4524 3 роки тому +2

    আমেরিকা এর এই দিকটা সম্পর্কে আমার ভীষন জানার ইচ্ছা ছিল ।আপনার ভিডিও গুলি দেখে সেটা পূর্ণ হলো ।

    • @manjughosh4524
      @manjughosh4524 3 роки тому +2

      আপনাকে অনেক ধন্যবাদ ভাই।আপনি ও আপনার সঙ্গে র অন্য কৃষক ভাই দের অ অ নেক সালাম ও ধন্যবাদ ।

    • @AdventureTube21
      @AdventureTube21  3 роки тому

      Walaikum assalam. Thank you dear.

  • @fosh.men4957
    @fosh.men4957 4 роки тому +63

    বিদেশে দেশী মুরগী!! জীবন কতই না সুন্দর 😍

  • @shamimshumon5033
    @shamimshumon5033 3 роки тому +1

    সত্যিই উন্নত দেশের মানুষের চিন্তা ভাবনা গুলি ও অনেক উন্নত, ধন্যবাদ সবাইকে

  • @md.ashrafulislam2157
    @md.ashrafulislam2157 4 роки тому +15

    23:31 সত্যিই অসাধারণ মানুষ এনারা। মেহমানদারি আর ফার্মের কাজ একই সঙ্গে চলছে। কোনোটায় কোনো কমতি হচ্ছে না।

  • @mdmitu9333
    @mdmitu9333 4 роки тому

    চারিদিকে সবুজ আর সবুজ কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখে মনে হচ্ছে বাংলাদেশ

  • @mdmoheuddin439
    @mdmoheuddin439 4 роки тому +7

    মাশাআল্লাহ সব কিছু মিলিয়ে অসাধারণ সুন্দর লাগলো আংকেল 👌👌👌💚💚💚

    • @AdventureTube21
      @AdventureTube21  4 роки тому +1

      Thank you 😊

    • @ShakibMahboob
      @ShakibMahboob 4 роки тому

      @@AdventureTube21 farook bhaiyer, kachu muchu hasi bohudin por deklam,

  • @hanifhossaingazi4742
    @hanifhossaingazi4742 4 роки тому +1

    এসব খামারে ফসল ফলানো,হাঁস মুরগী,গবাদিপশু পালন,এসবের রক্ষণাবেক্ষণ, পরিচর্যা করতে অনেক শ্রমিক প্রয়োজন,এরা যদি সবাই বাংলাদেশী হয় তবে তা খুবই আনন্দের। ভাল লাগার এরকম ভিডিও দেয়ার জন্য ধন্যবাদ। এ প্রয়াস অব্যহত থাকুক।

    • @hanifhossaingazi4742
      @hanifhossaingazi4742 4 роки тому

      বাংলায় কথা বলার জন্য সিসিলিয়া কে আন্তরিক ধন্যবাদ।

    • @AdventureTube21
      @AdventureTube21  4 роки тому

      Thank you.

  • @ganeswardas2909
    @ganeswardas2909 4 роки тому +6

    Hi sir
    How r u
    I am from India🇮🇳🇮🇳🇮🇳
    Ame apnar sob video dekhe thake.....

  • @solaimanali8368
    @solaimanali8368 4 роки тому

    প্রকৃতির মাঝে আপনার চমৎকার ভিডিও ধারন আর মার্জিত উপাস্থাপন আরো প্রানবন্ত করে তুলেছে। wish you always best of luck.

  • @mohammedshahid7715
    @mohammedshahid7715 4 роки тому +9

    Really enjoyed watching these series of videos. Your hosts were amazing, so friendly and hospitable. It is so nice to see these people so close to Bangladesh despite being so far away from home. Your presentation was very lively and it was a pleasure to watch.

  • @farukbhaisr9994
    @farukbhaisr9994 4 роки тому +1

    সত্যিই অসাধারণ ,খুবই সুন্দর লেগেছে !

  • @nilprojapoti563
    @nilprojapoti563 4 роки тому +3

    আপনি যেভাবে সব কিছু ডিটেইলস তুলে ধরেন এরকম আর কোন ভ্লগে দেখি না।
    ❤❤ from 🇧🇩🇧🇩

  • @hossainreza1199
    @hossainreza1199 3 роки тому +1

    Onk dhannobad apnake...ei Sundar village er image dekhanor jonno.

  • @waliullahmd7341
    @waliullahmd7341 4 роки тому +5

    আমেরিকায় বসে দেশি খাবারের এমন আয়োজন জিবে পানি এনে দিয়েছে, আপনার ভিডিওগুলো বেশ লম্বা, তবে বিরক্তিকর নয়, তাই অনবরত দেখে যাই,

  • @bdstanisworld4708
    @bdstanisworld4708 3 роки тому +1

    আমেরিকান ফার্ম দেখার খুব ইচ্ছা ছিল ধন্যবাদ ভাইয়া আপনাকে।

  • @siddiqurrahman3262
    @siddiqurrahman3262 4 роки тому +6

    Thank you uncle আপনার ভিডিও দেখার জন্য অপেক্ষা করি সব সময়।

  • @sobujiqbal4439
    @sobujiqbal4439 4 роки тому

    সত্যিই অনেক সুন্দর,, কোন কোন দৃস্য দেখে মনে হয়েচে যে বাংলাদেশের কোন একটা গ্রাম,, সত্যিই বলতে আমার দেশের মতো এতো সুন্দর দেশ আমি কোথাও দেখিনি,, অনেক দেশই গোরা হলো,, সত্যিই I am proud of my country

  • @Lifeunscripted2017-l3b
    @Lifeunscripted2017-l3b 4 роки тому +3

    Thank you bhaiya and the bhaiya's who own this farm and are doing such hard work and effort for the greater good of the community I hope they will open the farm to the public Insha Allah I will visit from the UK just to see it , Bhaiya you had such fun at the same time shared so much with us and looks like they were great hosts

  • @narayanbiswas7283
    @narayanbiswas7283 4 роки тому

    আপনাকে হাজার প্রনাম ভাইজান। দেখানোর জন্য অশেষ ধন্যবাদ।

  • @hrasel5911
    @hrasel5911 4 роки тому +3

    Oh my God! What a beautiful this farm! Just amazing 💚

  • @nazmabegum9872
    @nazmabegum9872 4 роки тому +1

    সিসিলিয়ার বাড়ি টা / ফার্ম খুব সুন্দর। আমার মনে হচ্ছে আমিও ঘুরছি আপনার সাথে এবং বাংলাদেশের কোন এক এলাকায়। সত্যি সত্যিই অসাধারণ।পৃথিবীতে স্বর্গ।ভূস্বর্গ বলে শেষ করা যাবে না।

  • @britbongali
    @britbongali 4 роки тому +3

    Amazing place brother, looks like you having great time there.

  • @polashkumarroy8042
    @polashkumarroy8042 2 роки тому +1

    নওগাঁর কাকাকে ও অনেক দন্যবাদ কাকাও তাদের সাথে সুন্দর কাজ করছে

  • @mdmijanur182
    @mdmijanur182 4 роки тому +4

    After all the hard day finally in my bed 🛌 watching the video in sound n relax mood ❤️❤️

  • @travelerssky1544
    @travelerssky1544 4 роки тому

    ভিনদেশে বাংলার আরেক অপরুপ ছবি।প্রকৃতি এখানে বাংলার রঙে রঙ্গিন।কতদিন হলো এমন সবুজ দেখিনা।ছুঁয়ে দেবার বড় শখ জাগে।
    অসম্ভব সুন্দর ভিডিও হয়েছে,জনাব।

  • @MH...Saimon___2796
    @MH...Saimon___2796 4 роки тому +3

    Assalamu Alaikum uncle, amar bolar moto vasha hariye fellam, just awesome 😍😘😍😘. Apnar pokkhei shomvob sob kichu sunipun vabe futiye tula 👍👌. Valo thakben r amader ke adventure sob video upohar diben 💖💞💝💓💗💕

  • @farhadhossain482
    @farhadhossain482 3 роки тому +1

    আমি মোঃ ফরহাদ হোসেন বাংলাদেশ থেকে বলছি। ভাই আপনার আমেরিকার কৃষির বিভিন্ন ভিডিও গুলো আমি সব সময় দেখি এবং খুব ভালো লাগে আমার কাছে।

  • @imsujonvideofront.banglade4445
    @imsujonvideofront.banglade4445 4 роки тому +5

    নয়শো নামবার কমেট করলাম অনেক সুন্দর লাগছে আক্কেল ভালো থাকবেন সব সময় ধরে দোয়া রইলো আমাদের ময়মনসিংহের

    • @AdventureTube21
      @AdventureTube21  4 роки тому

      Thank you uncle.

    • @hilalahmed8427
      @hilalahmed8427 3 роки тому

      আক্কেল না সকোল

    • @mdhamja8779
      @mdhamja8779 3 роки тому

      @@AdventureTube21 amar akta bhai asy khobe goreb atim jodi paren ore help korben plz plz plz, Bangladesh.

  • @DailyBeautyTipsYT
    @DailyBeautyTipsYT 4 роки тому

    Nice video onek valo laglo. Ato sundor poribes.onek valo lagce.

  • @tareqmahmud7750
    @tareqmahmud7750 4 роки тому +4

    well, I have been waiting for this episod. Finally got it. ❤

  • @mdjibon8335
    @mdjibon8335 4 роки тому

    আমি আপনার সব ভিডিও দেখি খুব ভালো লাগে। সুস্থ বিনোদন দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, ভালো থাকেন।

  • @kaiserhossain5675
    @kaiserhossain5675 4 роки тому +3

    Uncle this video was truly amazing, I can imagine how good you felt being there karon amar dekhei onek beshi bhalo lagtese 😍 😍 😍 and apni toh physically shekhanei chilen 😊😊

  • @santwanachaudhuri3051
    @santwanachaudhuri3051 4 роки тому +1

    অসংখ্য ধন্যবাদ আপনাকে এই অনিন্দ্যসুন্দর পরিবেশে ভ্রমণ করানোর জন্য।

  • @fatemasultana1188
    @fatemasultana1188 4 роки тому +3

    Mashaallah❤❤ monta vore gelo ato shundor fosholer jomi, aro beshi valo legeche amader bangladeshi vaiara koto jotno shohokare kaj korche❤❤ choto boro shokol vai k allah valo rakhuk❤❤ vaia onek thanks very nice video😊😊❤❤

  • @mohammadaminulislam1802
    @mohammadaminulislam1802 4 роки тому

    দারুণ ভাইয়া খাওয়ার সময় যে হাসি দেন সেই রকম আপনার সাথে আমারও খুব মজা পাইলাম

  • @sanjivroy9091
    @sanjivroy9091 4 роки тому +6

    Sir your trip was memorable indeed, beyond your expectation & we too enjoyed thoroughly

  • @nowavvai1557
    @nowavvai1557 4 роки тому +1

    হৃদয়ে আমার বাংলাদেশ আজকের ব্লক টা অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ সবাইকে

  • @JoyHind123
    @JoyHind123 4 роки тому +3

    Nice program

  • @shadathossain9584
    @shadathossain9584 4 роки тому

    দুর্দান্ত একটা পর্ব দেখলাম, আপনার কাছে কৃতজ্ঞ এই কারনে যে আপনার মাধ্যমে নতুন নতুন অনেক কিছুই দেখার সুযোগ হচ্ছে। আপনার জন্য এক সমুদ্র ভালোবাসা রইলো। আল্লাহপাক আপনাকে সুস্থ ও সবল রাখুক। আমীন ।

  • @shamsdew9627
    @shamsdew9627 4 роки тому +5

    খামারের মালিকরা অনেক ভদ্র, নম্র। তাদের জন্য অনেক শুভ কামনা।

  • @shahidulislam7104
    @shahidulislam7104 3 роки тому +1

    অনেক সুন্দর ভিডিও। আপনাকে ধন্যবাদ।

  • @ekhlasurrahman4289
    @ekhlasurrahman4289 4 роки тому +3

    একটুও বোরিং লাগে নাই অনেক পুরোটাই ইনজয় করার মত ছিল।আপনাকে ধন্যবাদ এত লং সময়ের ভিডিও মেক করার জন্য❤️❤️

  • @soumyendukar5027
    @soumyendukar5027 3 роки тому +1

    এই ভিডিওর সব কুশীলবকেই ধন্যবাদ ।কৃষি ওখানে সম্পূর্ণভাবে যন্ত্র নির্ভর ।আমাদের দুই বাংলার বেশিরভাগ কৃষকদেরই হাতে একলপ্তে বেশি জমি থাকে না ।এট সমস্যা ।

  • @HelpAgroBangla
    @HelpAgroBangla 4 роки тому +3

    স্যার আমেরিকায় পেঁপে চাষ করুন সবচাইতে বেশি লাভবান হবেন

  • @mostain4389
    @mostain4389 4 роки тому +1

    খুবই সুন্দর লাগলো,,, এমন সুন্দর সুন্দর যায়গায় ঘুরতে মন চায়।

  • @pradipraychaudhuri7252
    @pradipraychaudhuri7252 3 роки тому +3

    ব্যবসার মূল সম্পদ হলো সততা যা বড় হতে সাহায্য করে তার সঙ্গে আছে কঠোর পরিশ্রম। ও দেশে ভেজাল বা রঙ করা করলা অপরাধ।

  • @mdshihabuddin4910
    @mdshihabuddin4910 3 роки тому +1

    কতো সুন্দর আকাশের রঙ রাস্তাঘাট, কতো
    সুন্দর বাড়িঘর, এলাকায় কেনো যানি মানুষ জন নাই,,,
    স্যার আপনার ভিডিও গুলা দেখতে অনেক ভালো লাগে,,

  • @nazninnahar3442
    @nazninnahar3442 4 роки тому +5

    আসসালামু আলাইকুম আঙ্কেল।কিছু মনে না করলে আমাকে কষ্ট করে এড্রেস টা দিতে পারবেন?🥰🥰

  • @md.shahjahanmiah427
    @md.shahjahanmiah427 4 роки тому

    অসাধারন একটা ভিডিও ,উপস্থাপনা এবং আন্তরিকতা ।মহান আল্লাহ সবাইকে সুস্থ ,সুন্দর এবংভালো রাখুন ।

  • @tanvirpbt2872
    @tanvirpbt2872 4 роки тому +4

    আঙ্কেল, শীতকালে যখন চারিদিকে তুষারে ঢেকে যায় তখন তারা কিভাবে মাঠ ফসল গুলো চাষাবাদ করে?

    • @AdventureTube21
      @AdventureTube21  4 роки тому

      তখন চাষ হয় না।

    • @rabeyabegum6203
      @rabeyabegum6203 4 роки тому

      মহান আল্লাহর সৃষ্টি এতো সুন্দর, উপস্থাপনা ভালো লেগেছে দোয়া করি ভালো থাকুন। নাগরপুর,টাঙ্গাইল,ঢাকা, বাংলাদেশ।

  • @onikkhan4377
    @onikkhan4377 4 роки тому +1

    খুব সুন্দর অনেক ভালো লাগলো

  • @rakeshjilani6066
    @rakeshjilani6066 4 роки тому +6

    Uncle wait korchilam 😍😍😍

  • @BDFriendsLTD
    @BDFriendsLTD 4 роки тому

    দেশি মুরগি টা অনেক মিস করি । সিংগাপুর থেকে দেখি সব সময় ,আসলে দেশি খাবার এর মজা ই আলাদা ।এটা শুদু তারা ই উপলব্ধি করতে পারে জারা দেশের বাহিরে থাকে।

  • @abdulalim1807
    @abdulalim1807 4 роки тому +4

    আমি বোঝাতে পারবো না আমার কত ভালো লেগেছে। ফার্মে যারা কাজ করছে এদের কত ডলার বেতন।

    • @AdventureTube21
      @AdventureTube21  4 роки тому

      I will try to find out. Thank you.

    • @abdulalim1807
      @abdulalim1807 4 роки тому

      অনেক অনেক ধন্যবাদ, নিজের খেয়াল রাখবেন।

    • @shaikhmohammadrobiul
      @shaikhmohammadrobiul 4 роки тому

      কেন ভাই বেতন Ask করা ঠিক না

  • @বাবুবাবু-খ১ছ

    ভাই আপনার ভিডিও গুলো খুব ভালো লাগে।
    আপনি সাধারণ মানুষের কাছে অনুপ্রেরণা ।

  • @kamalgazi3064
    @kamalgazi3064 4 роки тому +3

    এতো দেরি করেন ভিডিও গুলো দিতে

  • @hajeraaktar5953
    @hajeraaktar5953 4 роки тому

    মাস আল্লাহ অপুর্ব দৃশ্য। আপনার ভিডিও র মাধ্যমে আমাদের কে আল্লাহ দেখার সুযোগ করে দিয়েছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ !!!

  • @mdohid3323
    @mdohid3323 4 роки тому +23

    মহিলা যে ফলটা দিয়েছে আপনাকে এটা আরবিরা ত্বীন ফল বলে।
    এর কথা কোরআনে ও লেখা আছে

    • @mdmijanur182
      @mdmijanur182 4 роки тому +3

      Tin in Bangla we call it Domor

    • @binitapaul8452
      @binitapaul8452 4 роки тому

      @@mdmijanur182 q

    • @faltudhadaarabi637
      @faltudhadaarabi637 4 роки тому

      @@mdmijanur182 no tin in not dumur dumur is wild tin is from mishor

    • @mdmijanur182
      @mdmijanur182 4 роки тому +1

      faltu dhada Arabi bro it’s called domor there is variety of them u can check the scientific name for it and compare with domor what is the scientific name for it u will get that,plants or animals have there scientific name😊😊😊😊

    • @faltudhadaarabi637
      @faltudhadaarabi637 4 роки тому +1

      @@mdmijanur182 you are right

  • @polashkumarroy8042
    @polashkumarroy8042 2 роки тому +1

    ভাবি ও দেখলাম শাক কাটছে রসুন কাটছে সত্যি অনেক সুন্দর অনেক সুন্দর

  • @rohanboss6826
    @rohanboss6826 4 роки тому

    এই ৩ টা episode অনেক ভালো লেগেছে।আমার মাকেও দেখালাম মারও অনেক ভালো লেগেছে।এতো সুন্দর করে আমাদের সবাই কে দেখানোর জন্য আঙ্কল আপনাকে ধন্যবাদ।

  • @salimmiah5581
    @salimmiah5581 4 роки тому

    সত্যি অসাধারণ,মনটা ভরে গেছে।

  • @naimislam4918
    @naimislam4918 4 роки тому

    অসাধারন দেশ, অসাধারন প্রকৃতিক সৌন্দর্য আর অসাধারন ভাল মানুষ আপনি একজন।
    আল্লাহ্ যেন সবসময় আপনাকে এরুকম হাসিখুশি রাখে।

  • @sanimsamim1803
    @sanimsamim1803 4 роки тому +1

    Kub sundor Ami Bangladesh Khulna take bolsi kub kub vlo lagse

  • @lalshorif9261
    @lalshorif9261 4 роки тому

    অাংকেল বলার ভাষা নেই এত ভালো লেগেছে। মন চায় অামি ঐই খানে গিয়ে অাধনিক ভাবে কৃষি কাজ করি।ধন্যবাদ অাংকেল।

  • @asmasarowar7819
    @asmasarowar7819 4 роки тому +1

    Kub valo laglo. Pls continue....amra jara jete parina tafer jonno duder sadh ghole metano

  • @shahinparvin5987
    @shahinparvin5987 3 роки тому +1

    আপনাদের দেখে আমার ও যেতে ইচ্ছে লাগছে অনেক ছোট বেলা থেকে আমার ইচ্ছে ছিল এভাবে বাহিরের দেশে যাওয়ার

  • @suigeneris36
    @suigeneris36 4 роки тому +1

    অসাধারণ, মনে হচ্ছে নিজেই হেঁটে বেড়াচ্ছি

  • @moonkook735
    @moonkook735 11 місяців тому +1

    Apnar ai viedo gular modde apnake onek hand Sam dekhai ❤

  • @sharifkhan4782
    @sharifkhan4782 4 роки тому +1

    অনেক কিছু দেখা যায় আপনার ভিডিও গুলোতে,অনেক অজানা কে জানা যায়। ধন্যবাদ।

  • @aeyshashiddiqua9280
    @aeyshashiddiqua9280 4 роки тому

    আরেকটা অসাধারণ ভিডিও দেখলাম। সিসিলিয়ার বাড়ি আর ফার্ম খুবই সুন্দর ছিলো। আমেরিকার মতো জায়গায় এমন একসাথে খোলা মাঠে গরু, মুরগী, হাস আর শাকসবজি ফলমুল দেখতে পাবো। তা ভাবনাতেই ছিলনা। এমন বিরল দৃশ্য বাংলাদেশেও খুব একটা দেখা যাবেনা।
    পাট আর লালশাক এর মাঠগুলো একদম হাতে আকা ছবির মতো মনে হচ্ছিল। অসাধারণ দৃশ্য দেখলাম। রান্নাগুলো অনেক মজাদার ছিল।
    পরের ভিডিও র অপেক্ষায় আছি।
    সুন্দর ভিডিও র জন্য ধন্যবাদ।

  • @chittaranjanbiswas9842
    @chittaranjanbiswas9842 3 роки тому +1

    ফারুকী ভাই আপনার প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করি। ঘরে বসে আমেরিকা দেখি। ধন্যবাদ