ঢাকা টু নিউ জলপাইগুড়ি | Mitali Express Train | (NORT SIKKIM EP-01)

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 19

  • @afnan1avee92
    @afnan1avee92 Рік тому

    Very informative 🎉
    Nice

  • @abdurrohmanripon7330
    @abdurrohmanripon7330 Рік тому

    Enjoying your video ❤

  • @opsaifulgamers9821
    @opsaifulgamers9821 Рік тому +1

    op ভাই

  • @mahbubalambhuiyan3693
    @mahbubalambhuiyan3693 Рік тому +1

    Enjoying your video 📸 😊

  • @ummehumayra9411
    @ummehumayra9411 Рік тому +1

    Nice video

  • @UTTAMKUMAR-bl8es
    @UTTAMKUMAR-bl8es Рік тому +1

    Enjoy your video ❤️

  • @jannatuladza9738
    @jannatuladza9738 Рік тому

    INTERESTED. Full Details please.

  • @akibali7860
    @akibali7860 Рік тому

    Eita kon month er video

  • @UmmeRubaiyatChowdhury
    @UmmeRubaiyatChowdhury Рік тому

    Train ticket price?

  • @nahidaabid6579
    @nahidaabid6579 Рік тому

    Mitali Express train e shokal e ki kono nasta dey? Ami amr baby niye jabo

  • @mdnajim-f8r
    @mdnajim-f8r Рік тому

    ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি ট্রেন ভাড়া কত নিয়েছে?

  • @Sudip-Acharjee
    @Sudip-Acharjee Рік тому +1

    আচ্ছা কিছু তথ্য এখানে দিয়ে দিই যদি কিছু সুবিধা হয়। প্রথমত ট্রেনের স্টেশনের নাম নিউ জলপাইগুড়ি হলেও এই স্টেশন শিলিগুড়ি শহরেই যদি আরো ভালো করে বুঝতে চান তাহলে SNT থেকে এই স্টেশনের দুরত্ব মাত্র সাড়ে 4 থেকে 5 কিলোমিটার। যারা বাই রোড চ্যাংরাবান্ধা বর্ডার দিয়ে ভারতে ঢোকেন তাদের বর্ডার থেকে এই শিলিগুড়ি তে ঢুকতে আরো 76 কিলোমিটার গাড়ি তে যেতে হবে। আর এই ট্রেনে গেলে সোজা শিলিগুড়ি তেই নিউ জলপাইগুড়ি স্টেশনে নামবেন। এবার আসি ট্রেনের সময় প্রসঙ্গে। বাংলাদেশের ভেতর যখন এই ট্রেন থাকে তার সম্পূর্ণ পরিচালনার দাইত্ব বাংলাদেশ রেলের থাকে ভারতের বর্ডারে ঢোকার আগে পর্যন্ত এবং ঢাকা থেকে চিলাহাটি সিঙ্গেল লাইন হওয়ার জন্য এই ট্রেন কে ক্রসিংয়ে দারাতে হয় যার জন্য টাইম নষ্ট হয় তাই বাংলাদেশ পার করে হলদিবাড়ি তে যখন ট্রেন ভারতীয় রেলের কন্ট্রোলে যায় তখন প্রায় 2ঘন্টা লেট তবে ভারতে হলদিবাড়ি থেকে শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি পর্যন্ত ডবল লাইন হবার কারনে ওখানে ট্রেন ভালই যায়। নিউ জলপাইগুড়ি স্টেশনেই মিতালি এক্সেপ্রসের টিকিট কাউন্টার আছে যেখান থেকে চাইলে ঢাকা ফেরার টিকিট কেটে নিতে পারবেন যদি কেউ আগেই কমলাপুর থেকে অগ্রিম ফেরার টিকিট না কেটে থাকেন তো। এ ছারা ঐ টিকিট কাউন্টারের পাশেই মানি এক্সচেঞ্জ কাউন্টার ও আছে যদি কোনো কারনে ওটা বন্ধ থাকে তো শিলিগুড়িতেই আপনি মানি এক্সচেঞ্জ পেয়ে যাবেন আপনাকে অন্য কোথাও যেতে হবে না। টিকিটে খাওয়ার এর দাম ধরা থাকে না কিন্তু ট্রাভেল ট্যাক্স এর দাম ধরা থাকে তাই আলাদাভাবে ট্রাভেল ট্যাক্স দিতে হয় না। ট্রেনের ভেতর আপনারা খাওয়ার পেয়ে যাবেন(অব্যশই টাকা দিয়ে কিনতে হবে) এবং চাইলে বাড়ি থেকে খাওয়ার নিয়ে এসেও ট্রেনে উঠতে পারবেন কাস্টমস বা ইমিগ্রেশনে এর জন্য কোন সমস্যা হয় না। ভিসা তে আপনার (BY RAIL NEW JALPAIGURI) এই লেখাটি থাকতে হবে।তবেই আপনি টিকিট পাবেন এই ট্রেনের। ট্রেনের টাইম নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছানোর সকাল 7টা 15তে যদি না ট্রেন বাংলাদেশের ভেতর লেট করে তো ভারতে ঢুকে যাওয়ার পর এই ট্রেনের লেট হয় না কিন্তু যেই ট্রেন ভারতের বর্ডারেই ঢুকতে 2ঘন্টা লেট করে ফেলে সে আর কতো সময় কমাতে পারবে তবুও যদি লেট ও হয় আপনারা 9টার মধ্য নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌছে যাবেন। মনে রাখবেন ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ট্রেন পথে নিউ জলপাইগুড়ি স্টেশনের দুরত্ব 501কিলোমিটার যার মধ্যে বাংলাদেশের অধীনে 441 কিলোমিটার এবং ভারতের অধীনে মাত্র 60 কিলোমিটার পরে। এই 441 কিলোমিটার যাত্রাপথে ট্রেনের সমস্ত কিছুর পরিষেবার দায়ভার থাকে বাংলাদেশ রেলের এবং বাকি 60 কিলোমিটার যাত্রার সমস্ত দায়ভার থাকে ভারতীয় রেলের যেই ট্রেন বাংলাদেশ রেলের পরিচালনায় 441 কিমির যাত্রায় টাইমের থেকে বেশি 2 থেকে 3ঘন্টা লেট করে সেটা মাত্র 60 কিমির রাস্তায় মেকাপ করা সম্ভব নয় ভারতীয় রেলের পক্ষে এবং হলদিবাড়ি থেকে নিউ জলপাইগুড়ি সম্পূর্ণ ডাবল লাইন তাই ক্রশিং এর ঝামেলা এখানে নেই। এবং আমি এটাও বুঝতে পারছি না রাতের বেলায় ট্রেনের লাইট গুলো কেন বন্ধ করে না বাংলাদেশ রেলের পক্ষ থেকে এই ট্রেনটি পরিচালনার দায়িত্বে যেই সকল বেক্তিরা থাকেন ট্রেনে তাদের এই গুলো করা উচিত ট্রেনের গেটের কাছের লাইট ছারা বাকি লাইট বন্ধ করে দেয়া উচিত এতে মানুষ ঘুমাতে পারে জানি না কেন তারা করেন না ভারতীয় রেলে কিন্তু রাতের ট্রেন জার্নিতে এই গুলো করা হয়। ট্রেনের গেটের কাছে থাকা লাইট বাদ দিয়ে সমস্ত লাইট অফ করে দেয়া হয়।

    • @adnansday9903
      @adnansday9903  Рік тому

      Thank you so much. Ami ai information description box a share kore dicci. ❤️

    • @Sudip-Acharjee
      @Sudip-Acharjee Рік тому +1

      @@adnansday9903 ok vai .I hope manush er subidha hobe kichu ta bujte.

    • @akibali7860
      @akibali7860 Рік тому

      Siliguri te money exchange kothai Korte parbo

    • @Sudip-Acharjee
      @Sudip-Acharjee Рік тому

      @@akibali7860 শিলিগুড়ি হিলকার্ট রোডে পাবেন যেটা গ্যাংটক যাওয়ার SNT থেকে কিছুটা আগে পরবে। মানে আপনি নিউ জলপাইগুড়ি থেকে SNT পৌঁছানোর আগেই আপনার মানি এক্সচেঞ্জ এর দোকান গুলো পরবে। এছাড়া নিউ জলপাইগুড়ি স্টেশনের যেখানে ঢাকা গামী মিতালি এক্সপ্রেসের টিকিট কাটা হয় তার পাশেই মানি এক্সচেঞ্জ কাউন্টার করা আছে।