কানাডার বাঙালি এলাকা ॥ টরন্টোর বাংলা টাউন ॥ ডেনফোর্থের বাঙালী এলাকা ॥Toronto Bangla Town

Поділитися
Вставка
  • Опубліковано 4 вер 2024
  • কানাডার বাঙালি এলাকা ॥ টরন্টোর বাংলা টাউন ॥ ডেনফোর্থের বাঙালী এলাকা ॥Toronto Bangla Town
    আয়তনের বিচারে কানাডা বিশ্বের ২য় বৃহত্তম রাষ্ট্র। এটি উত্তর আমেরিকা মহাদেশের প্রায় ৪১% নিয়ে গঠিত বৃহত্তর টরন্টোর মধ্যে দক্ষিন এশিয় বিভিন্ন জাতি অধ্যুষিত এলাকা আছে স্কারবোরো এবং ড্যানফোর্থ। স্কারবোরো এবং ড্যানফোর্থ উভয়ই টরন্টো শহর থেকে পূর্বে অবস্থিত। এর মধ্যে আপাতদৃষ্টিতে ড্যানফোর্থেই বাঙ্গালিদের অস্তিত্ব বেশি চোখে পড়ে। সেখানে কয়েকটা দোকান-পাটে বাংলা সাইনবোর্ড থেকে শুরু করে বিভিন্ন বাঙালি উৎসব যেমন পহেলা বৈশাখের র‍্যালি সবই দেখা যায়। এছাড়াও কানাডার অন্যান্য প্রদেশে এবং প্রধান শহর বা শহরতলীর দিকে বাঙ্গালি অধ্যুষিত এলাকা থাকতে পারে, যা আমার জানা নাই।
    ওয়ার্ডেন অ্যাভিনিউ থেকে ড্যানফোর্থে ঢুকে কিছু দূর এগোলেই লাল ইটের একটা সাদামাটা ঘর। ইংরেজি ও বাংলায় ‘বায়তুল মোকাররম মসজিদ’ লেখা না থাকলে বোঝার কোনো উপায় নেই যে এটি মসজিদ। বাইরে থেকে দেখা কলকাতার পাতালরেলের স্টেশনের মতো বৈশিষ্ট্যহীন একটা বড় বাক্সের মতো ঘর। কেবল জানালার মতো নকশাগুলোর ধনুকাকৃতি দেখে ইসলামি স্থাপত্যের চিহ্ন পাওয়া যায়। আসরের নামাজের সময় কখনো ওদিক দিয়ে গেলে দেখা যায় সাদা জোব্বা পরা দু-একজন কিশোর দরজা খুলে ঢুকে পড়ছে মসজিদের ভেতর। তার পাশেই ওয়ানস্টিড ইউনাইটেড চার্চ। বায়তুল মোকাররম মসজিদ ছাড়িয়ে আরও এগিয়ে গেলে আধা কিলোমিটারের মধ্যে রয়েছে সেন্ট ডানস্টান ক্যাথলিক গির্জা। তার পরই বায়তুল আমান মসজিদ এবং সান্ধ্য ও সাপ্তাহিক ইসলামি শিক্ষা কেন্দ্র। এটি পেরিয়ে গেলে বাংলা টাউন। ড্যানফোর্থ অ্যাভিনিউর একপাশ জুড়ে পর পর প্রায় সবগুলো বাংলাদেশিদের দোকানপাট, রেস্তোরাঁ, ব্যবসায়িক অফিস। ইংরেজির পাশাপাশি বাংলা সাইনবোর্ড এবং চারপাশে বাংলাদেশি চেহারার মানুষজন দেখে বিদেশ বলে মনে হয় না।
    অভিবাসনপ্রত্যাশী মানুষ দীর্ঘদিনের অভিবাসীদের যন্ত্রণা উপলব্ধি করতে অক্ষম। দেশের অনেক কিছু ছেড়ে আসা মানুষ ভাবে, টরন্টোতে কোনোভাবে গিয়ে পৌঁছাতে পারলেই যেকোনো ধরনের কাজ জুটে যাবে। অথচ বাংলাদেশের কোনো শিক্ষাগত যোগ্যতা এখানে কাজে লাগে না। দেশ থেকে ডাক্তারি পাস করে আসা কেউ ট্যাক্সি চালাচ্ছেন, কেউ গ্রোসারি শপে মাংস কাটছেন, আবার কেউ কেউ নার্সিংয়ে নিচ্ছেন স্থানীয় ডিপ্লোমা।
    বাংলাদেশে থাকতে যে কাজ এবং কাজের মানুষগুলোকে তারা কোনদিন গণ্য করেননি, নিচু চােখে দেখেছেন, সেই একই কাজ কিন্তু তারা টরন্টো এসে করছেন! যদিও অনেকেই বলেন, কোন জবকেই ছোট করে দেখার কিছু নেই, সব জব সমান। কিন্তু রিয়েলিটিটা ভিন্ন। বাংলাদেশের স্কিলড পপুলেশন কানাডায় আসার পর তাদের স্ব স্ব ক্ষেতে প্রফেশনাল জব পাবে কিনা, সেটা নিয়ে কানাডা সরকারের তথ্য এবং সহযোগীতা থাকলেও চরম সত্যিটি হলো বাংলাদেশের এই স্কিলড পপুলেশন এখানে এসে লেবার পপুলেশনে পরিণত হচ্ছে দিন দিন।
    বাংলাদেশীদের খুবই ক্ষুদ্র একটি অংশই কেবল পারছে এই লেবার কাজ থেকে বের হয়ে প্রফেশনাল জব ম্যানেজ করতে। সেটিও তাদের ক্ষেত্রে রাতারাতি হয়নি, ক্ষেত্র বিশেষে ৫-৭ বছর তো লেগেই গিয়েছে। ডাক্তারদের অবস্থা এখানে আরও খারাপ। কানাডায় ডাক্তারির লাইসেন্স পাবার চাইতে খালি পায়ে অক্সিজেন ছাড়া হিমালয়ে ওঠাও আমার ধারণা অনেক সহজ কাজ। কানাডা’র কঠিন জীবনযাত্রা এবং প্রফেশনাল জব পাবার অনিশ্চয়তার কারণেই আমি অনেক বাংলাদেশিকে দেখেছি এখানে আসার পর এই কঠিন জীবন দেখে বাংলাদেশে ফিরে গিয়েছেন।
    বাংলাদেশীদের সর্ববৃহৎ মিলন মেলা ‘দি টেস্ট অব বাংলাদেশ’ ফেস্টিভাল। ইতিপূর্বে প্রবাসী বাংলাদেশীদের এতবড় গণসমাবেশ কানাডার আর কোথাও হয়নি। ফেস্টিভাল উপলক্ষে প্রায় দশ সহস্রাধিক বাঙ্গালীর পদভারে প্রকম্পিত হয়ে উঠেছিল বাঙ্গালী অধ্যুষিত ড্যানফোর্থ এ্যাভিনিউর বাংলা টাউন এলাকাটি। ড্যানফোর্থ এভিনিউর শিবলি রোড থেকে শুরু করে পূর্বদিকে ভিক্টোরিয়া পার্ক এভিনিউ পর্যন্ত প্রায় কোয়ার্টার মাইল এলাকা জুড়ে বসেছিল প্রবাসী বাঙ্গালীদের এই মিলন মেলা। মাত্র দুই সপ্তাহের প্রস্তুতিতে এতবড় আয়োজন ছিল অভাবনীয়।
    #কানাডার_বাঙালি_এলাকা # টরন্টোর_বাংলা_টাউন #ডেনফোর্থের_বাঙালী_এলাকা #Toronto_Bangla_Town #arifurrahman #bangladeshi_vlogger #study_in_canada #কানাডা

КОМЕНТАРІ • 27

  • @mdferdous4463
    @mdferdous4463 Рік тому +1

    অনেক ধন্যবাদ

  • @salimreza9148
    @salimreza9148 Рік тому +1

    vaiya apnar video dekhar jonno
    waiting a thaki ,,,
    onek onke shundor video

  • @SadiaAfrin-su5ig
    @SadiaAfrin-su5ig Рік тому +1

    Vai upner sob vidio very nice.. Thank you vai..

  • @travelnewsbd84
    @travelnewsbd84 Рік тому +1

    অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে কানাডার অনেক কিছু জানতে পারলাম এবং দেখতে পারলাম ভালো থাকবেন সব সময় যেন এত সুন্দর সুন্দর ভিডিও আপনার মাধ্যমে পেতে পারি ইনশাল্লাহ

  • @yusufharun7071
    @yusufharun7071 Рік тому +1

    Thanks from Ottawa for the video!

  • @khajababa5677
    @khajababa5677 Рік тому +1

    আসসালামু আলাইকুম
    আরিফ ভাই কেমন আছে ন
    আপনার ভিডিও অনেক ভালো লাগে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা রহিল সেলিম ঢাকা থেকে

  • @user-iy7qq8vq5m
    @user-iy7qq8vq5m Рік тому +1

    অনেক ভালো লাগলো🎉❤

  • @t.k.umeshrao3799
    @t.k.umeshrao3799 Рік тому +1

    Very informative video Dada...

  • @mdmim573
    @mdmim573 Рік тому +1

    Vai video editing and motion graphics ar job niye akta video diyen plz.

  • @faridakhatun7824
    @faridakhatun7824 Рік тому +1

    আসসালামু আলাইকুম, স্যার আপনার সব ভিডিও আমি দেখার অপেক্ষা করতে থাকি। কখন আপনার ভিডিও পাবো। ভিডিওতে সাস্থানীয় সময় দিলে আরো ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ।

  • @syedabedin2141
    @syedabedin2141 Рік тому

    ভাই, দয়া করে কানাডার কঠোর, কঠিন, কর্কশ ও নিষ্ঠুর বাস্তবতার কথাও একটু বলেন। ছবির সৌন্দর্যের কথা বললেন, তাঁর ভেতরে লুকানো তীব্র বেদনার কথাও বলেন।

  • @Sunny-cu2yp
    @Sunny-cu2yp Рік тому +1

    স্যার আন্ডারগ্র্যাডের ভিসায় যাওয়ার প্রয়োজনীয় পদক্ষেপের‌ বিষয় একটু জানালে উপকৃত হই

  • @SayedAnowar123
    @SayedAnowar123 Рік тому +1

    ভাই, কত কিছুই তো দেখান ভালো লাগে,কিন্তু usa/কানাডা এর মাদ্রাসা বা ধর্মীয় শিক্ষা নিয়ে কিছুই তো দেখান / বলেন না,দাওরায়ে হাদীস মাদ্রাসা বা হেফজখানা নিয়ে একটি তথ্য বহুল ভিডিও বানাবেন আশা করছি ধন্যবাদ।

  • @bangladeshcybersecurity.71
    @bangladeshcybersecurity.71 Рік тому

    আচ্ছা ভাই আমাদের সাড়ে তিন কোটি টাকা আছে আমরা কিভাবে আমেরিকাতে আসতে পারি