Historic judgement on use of AADHAR CARD || আধার কার্ড ব্যবহার নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়।

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • Since the judgement came use of aadhar card is not mandatory for the admission of children in schools, cbse,ugc and net. Also not mandatory in banks, non government organisations,telecom companies etc.
    your queries
    supreme court judgement on aadhaar card,
    supreme court judgement on aadhaar card and pan card link,
    aadhaar judgement,
    aadhar card judgement,
    aadhar card recent news,
    aadhar card law,
    historic judgement on use of aadhar card,
    can anyone misuse aadhar card,
    news on aadhaar card,
    question mark in aadhar card,
    aadhar card latest update,
    supreme court judgement on aadhaar card 2023,
    aadhar card full update#aadharcard #aadhar

КОМЕНТАРІ • 535

  • @tapaschakraborty6240
    @tapaschakraborty6240 11 місяців тому +32

    এই রায় নতুন কিছু না। সুপ্রিম কোর্ট অনেকবার বলছে আধার ঐচ্ছিক, বাধ্যতামূলক নয় । তবুও সরকার জোর করে এটা করে যাচ্ছে।

    • @sksir2329
      @sksir2329 11 місяців тому

      Tahole ki Suprem court ke Buro angul dakhano holo? Suprem court Kora babastha nik,Manusher Aadhar card Biometrik Hak kore taka tule nawa hoicche,ar day ke nebe? Day sarkar Kai nete hobe,Aadhar card er sanghe Pan card,Ration card,I'd voter carder sanghe Link karar jonno baddhota kora hoiche,1000/ taka fine charge kore Pan card link korano hoiche,so day sarkarer,Jay India,Jay Bangla.

    • @ratnachakraborty2876
      @ratnachakraborty2876 11 місяців тому

      অনেকে তো অনেকদিন আগেই জমা দিয়ে দিয়েছে বা link করেছে।তারা কি করবে? সেটা বলুন।

    • @safalghosh
      @safalghosh 11 місяців тому

      ​@@ratnachakraborty2876সেই লিঙ্ক নষ্ট করতে হবে।

  • @sujitsarkar4360
    @sujitsarkar4360 11 місяців тому +34

    খুব ভালো এই রায়। কিন্তু রেশন তুলতে গেলে টিপ দেওয়ার প্রথা বন্ধ করার কোন নির্দেশ বলা নাই।এই পদ্ধতি এখনই বন্ধ করা উচিৎ।

    • @sudiptabachhar4426
      @sudiptabachhar4426 11 місяців тому

      ua-cam.com/video/YgJmc7qDd7g/v-deo.htmlsi=UE3YE1FgT21AAo2N

  • @bimalroy3161
    @bimalroy3161 11 місяців тому +9

    সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি দের কোটি কোটি সালাম আপনারা খুব ভালো সহজগিতা করেছেন সাধারণ মানুষের জন্য আপনারই পারেন কতগুলো অমানুষের হাত থেকে সাধারণ মানুষ কে রক্ষা করতে একটা টার পর একটা নিজেদের ইচ্ছামত যা ইচ্ছা তাই করেছে

    • @arupsarkar3345
      @arupsarkar3345 11 місяців тому +1

      Salam 😂😂😂😂fake i d naki

    • @shyamalsengupta2663
      @shyamalsengupta2663 11 місяців тому

      আরে ভাই এরা সব WhatsApp University র ছাত্র। এদের কথা বিশ্বাস করবেন না। সত‍্য হোলে রায়ের Copy সবার সামনে প্রকাশ কোরতো।
      Unles you see yourself or "Fact Check" the subject, don't believe all these You Tubers. They sometimes write all Bullshits only to earn money from You Tube through our "Subscribe- Like- Share.

  • @KakaliNath-zz1ox
    @KakaliNath-zz1ox 11 місяців тому +4

    খুব ভালো হলো। দেশের মানুষ খুব অসুবিধা য় পড়েছিল। এবার একটু সুবিধা হবে দেশের মানুষ এর । অনেক মানুষের টাকা অন্যায় ভাবে চুরি করছে একদল অসৎ ব্যাক্তিরা। মানুষ হয়রান হয়ে গেছে।এই সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে নিয়ম পরিবর্তন হলো। এটা র জন্য অনেক ধন্যবাদ এতে জনসাধারণের হয়রানি কম হবে।

  • @somnathsarkar-md9tf
    @somnathsarkar-md9tf 11 місяців тому +10

    Everyone should withdraw their Aadhar number from Bank , telecom service provider etc etc.

  • @avijitkumardas8928
    @avijitkumardas8928 11 місяців тому +6

    ,কোটি কোটি প্রণাম মহামান্য আদালত এবং মহামান্য জজ সাহেবদের সারা ভারতের মানুষ আপনাদের চিরকাল সেবায মগ্ন থাকবেন এই আশা ভরসা রাখি.

  • @user-er3jl8eg7w
    @user-er3jl8eg7w 11 місяців тому +13

    রায় দিলেই তো হবেনা। সেটা মানছে কিনা কে দেখবে। তার চেয়ে আধার বাতিল করলেই ভাল হোত। অন্ততপক্ষে এটা বললেই ভাল হোত যে প্যান কার্ড তৈরি ও ট্যাক্স রিটার্ণ জমা দেওয়া ছাড়া অন্য সব কিছুতে আধার অবৈধ।

  • @pradipdhar3580
    @pradipdhar3580 11 місяців тому +15

    Details of Hon'ble Supreme court's order must be circulated to Main stream media,Bank, social media.

  • @ranjanroy4892
    @ranjanroy4892 11 місяців тому +16

    এই রায় নিয়ে আমার যথেষ্ঠ সন্দেহ আছে

  • @biprodasbhattacharya6504
    @biprodasbhattacharya6504 11 місяців тому +5

    এটি নতুন রায় তবে যারা আধার কার্ড দিয়ে দিল , আঙ্গুলের ছাপ দিয়ে দিল তাদের তো সর্বনাশ হয়ে গেল। যারা নাম্বার এবং ফিঙ্গার
    প্রিন্ট দিয়ে দিল তাদের কি হবে। ক্রিমিনাল রা তো এই তথ্য গুলি পেয়ে গেল।
    তবে সুপ্রিম কোর্টকে এই রায়ের জন্য ধন্যবাদ জানাই।

  • @dipakkarmakar6046
    @dipakkarmakar6046 11 місяців тому +16

    জনসাধারণের যা সর্বনাশ হবার হয়ে গেছে। 15 বছর আগে এই রায় হলে জনগণের ক্ষতি হতো না।

  • @barundatta3126
    @barundatta3126 11 місяців тому +8

    ভালো লাগলো। কিন্তু সুপ্রীম কোর্টের নির্দেশাবলি সমস্ত জায়গায় পৌছালো কিনা সেই ব্যপারে আলোকপাত করলে ভালো হতো ।

  • @AjitDas-hy8un
    @AjitDas-hy8un 11 місяців тому

    মুল্যবান তথ্য প্রকাশ্যে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে ❤❤❤
    বিদেশিদের আঁধার বাতিল করলে দেশের পক্ষে সেটা ভীষন ভালো হবে।

  • @SasankaSekharChakraborty-pl2xh
    @SasankaSekharChakraborty-pl2xh 11 місяців тому +7

    I appreciate and we'll come this historic judgement of our honourable decision of Supreme Court.

  • @panchananjana3819
    @panchananjana3819 11 місяців тому +6

    ঐতিহাসিক, ভৌগোলিক এই হোক, আর জনগনের ফাটুক। যত নুতন সিস্টেম, তত ঝাড়েশ্বর বাবুদের লাভ।

  • @birenroy1128
    @birenroy1128 11 місяців тому +6

    সুপ্রিম কোর্টের এই রায়ের প্রতিলিপি প্রকাশ করতে অনুরোধ করি। এই তথ্যটি সঠিক ভাবে যাচাই করে যে সকল প্রতিষ্ঠান আধার চাইছে, তাদের মোকাবেলা করা যায়,বা কোন Reference নম্বর শেয়ার করতে অনুরোধ করি। নতুবা ভুল প্রতিপন্ন হতেই পারে।

  • @swapankumarroy2329
    @swapankumarroy2329 11 місяців тому +7

    এই সমস্ত তথ্য সব মানুষের সামনে আনা উচিত! এবং সমস্ত আধার link বন্ধ করে দেওয়া দরকার! তানহলে এই খতিপুরন সরকারের দিতে হবে ।সরকার জনগণের এই ভাবেই খতি করতে পারেন না।

  • @arabindasutradhar1032
    @arabindasutradhar1032 11 місяців тому +4

    তাহলে অতি শীঘ্র সমস্ত ব্যাংক একাউন্ট থেকে আঁধার লিংক deactivate করে দেওয়ার আদেশ দেওয়া উচিত আদালতকে ।

  • @samitadutta5730
    @samitadutta5730 11 місяців тому +1

    Another thing honorable Supreme Court circulate this in all social media, newspaper, all media school collage banks everywhere so it will very helpful for all Indian citizens

  • @biswajitpatra8616
    @biswajitpatra8616 11 місяців тому

    এই ব্যবস্থাটা বহুদিন আগেই করা উচিত ছিল জলখাবার থেকে পরিষ্কার জল খাওয়াটাই উচিত

    • @biswajitpatra8616
      @biswajitpatra8616 11 місяців тому

      শুধু আধার কে নিয়ে সাপোর্ট করলেই হবে না তবে বড় বড় অফিসিয়াল গুলো স্বপ্না চৌধুরী বিডিও অফিস এসব গুলো কি আপনাদের খেয়াল করতে হবে

  • @saktiprasadchakrabarti8983
    @saktiprasadchakrabarti8983 11 місяців тому

    এই রায় জানানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাই।ভালো ও সুস্থ থাকবেন ।।

  • @khokansarkar554
    @khokansarkar554 11 місяців тому +11

    সুপ্রিম কোর্টে র রায়ে লিং দিন।

    • @patriotism-e9k
      @patriotism-e9k 11 місяців тому +1

      ঠিক বলেছেন। খবরটা ঠিক হলে লিংক দিতে হবে। লিংক কেন দিচ্ছে না। কাউকেই লিংক দিচ্ছে না

  • @subirbose2527
    @subirbose2527 11 місяців тому +2

    যারা এই দেশে এসে বসে যাচ্ছে আর দলগুলো এদের আধার কার্ড বানাতে সাহায্য করছে তাদের কেন শাস্তির কথা বলা নেই এই রায় ? বিচার তো পুরো হল না।

  • @asishthakur4614
    @asishthakur4614 11 місяців тому +2

    AEPS system should be withdrawn immediately. In ration drawing system finger print is necessary, it should be stopped immediately.

  • @nillroy4943
    @nillroy4943 11 місяців тому +37

    এর রায়ের কপির লিংক টা শেয়ার করলে খুব ভালো হয়। আমরা প্রিন্ট করে রেখে দেবো।

  • @PDas-xp4si
    @PDas-xp4si 11 місяців тому +23

    আঁধার কার্ড দিয়ে টাকা তোলার ব্যাবস্থা বন্ধ করে দিলেই এই সমস্যার সমাধান হবে।

  • @abirbaranmukherjee3443
    @abirbaranmukherjee3443 11 місяців тому +10

    যে যেখানে আধার এর কপি দিয়ে রেখেছে তাদের কি সেই কপি উইথড্র করে নেয়ার নির্দেশ জারি করতে পারবে দেশের সরকার ? তবেই বুঝব এব্যাপারে সরকারের সদিচ্ছা আছে ।

  • @debashisagasty3666
    @debashisagasty3666 11 місяців тому +1

    এই রায় অসম্পূর্ণ ।ব্যাঙ্ক, মোবাইল কম্পানি বা অন্য যেখানে আর লাগবে না তাদের পরিষ্কার order দেওয়া উচিত ছিল যাতে তারা আর demand না করে। আর একটা জিনিস, already যেগুলো হয়ে আছে সেগুলো immediately delink করার order দেওয়া উচিত ছিল। কারন আধার এখন সব জায়গায় সে ব্যাঙ্ক বলুন আর মোবাইল বলুন link করা আছে।

  • @documentmukherjee4267
    @documentmukherjee4267 11 місяців тому +8

    আধারের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত করার প্রয়োজন নেই বলে মহামান্য সুপ্রিম কোর্ট জানিয়েছেন। যাদের সংযুক্ত হয়েগেছে...... তাদের ক্ষেত্রে কি করতে হবে জানতে পারলাম না।
    যারা ইনকাম ট্যাক্সে্ রিটার্ন জমা দেন। তারা আধার কার্ডের নম্বর দেবেন। তাদের সেফটির জন্য কোন ব্যাখ্যা পেলাম না। ্।

  • @bimanghosh8460
    @bimanghosh8460 11 місяців тому +1

    আধার ব্যবস্থা তুলে দিন। প্যান আধার লিংকের জন্য নেওয়া টাকা ফেরত দেওয়া হোক।

  • @PrantikDey-cp6uv
    @PrantikDey-cp6uv 11 місяців тому +48

    এই রায় নিয়ে মিডিয়ায় এখনও কোন প্রচার করা হয় নি।

    • @nirmaldebnath2716
      @nirmaldebnath2716 11 місяців тому +2

      তাই বিষয়টি নিয়ে নিশ্চিত হতে পারিনি

  • @rahamatalimondal4796
    @rahamatalimondal4796 11 місяців тому +2

    রায় যদি, কার্যকর না হয়। তাহলে এই সুপ্রিম কোর্টের রায় কতটা মূল্যবান?

  • @mdsabbirhassan2893
    @mdsabbirhassan2893 11 місяців тому +2

    order copy টা post করলে খুব ভালো হতো !

  • @Suhana_Sabrin
    @Suhana_Sabrin 11 місяців тому

    স্যার ,আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সামনে এত সুন্দর তথ্য তুলে ধরার জন্য ।ভিডিওটি খুবই ভালো লাগলো। Please give more videos for us💝💝💝

  • @SurajitDas-or5ts
    @SurajitDas-or5ts 11 місяців тому +2

    এতোদিনে পোঁদ যা মারা যাওয়ার তা গেছে। মানুষের আধার চতুর্দিকে ছড়িয়ে গেছে। যার ফলে মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যাচ্ছে। যাতে এগুলো আর না হয় তার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে???? এগুলোর দায় কে নেবে???? কে মেটাবে তাদের পয়সা????

  • @farhaj256
    @farhaj256 11 місяців тому +99

    রায় আপনি বললে তো হবে না... রায় এর কোর্ট কপি টা দেখান..

    • @debranjanchakraborty4146
      @debranjanchakraborty4146 11 місяців тому

      এতদিন প্রচুর লোক আধার কার্ড দিয়ে দিয়েছে ও pan আঁধার যোগ করা হয়ে গেছে। যেখানে যেখানে যোগ হয়েছে তারা হ্যাকার দের পয়সার বিনিময়ে বিক্রি করেছে ও আরো করবে। তারজন্য বহু লোকের টাকা লোপাট হয়েছে ও আরো হবে। এর জন্য মোদী দায়ী। আমার SBI থেকে 21 হাজার fraud হয়েছে। ওটা মোদী কে ফেরত দিতে বলুন। কোন দিন দেবে? উল্টে আরো নেবার চেষ্টা করবে ও দেশদ্রোহী নাম দিয়ে ধরে নিয়ে গিয়ে মেরে দেবে নযতো 8 বছর জেল মে ভেজ দেঙগে। ছিঃ ।

    • @susmitabiratikolkata5162
      @susmitabiratikolkata5162 11 місяців тому +6

      একদম ঠিক বলেছেন ... রায় এর কপিটা দেখান ।

    • @tapaskumargoswami1688
      @tapaskumargoswami1688 11 місяців тому

      এই রায়ের কপি না পেলে কি করে আপনার কথা মানতে পারব। কপি টা প্লীজ শেয়ার করুন।

    • @krishnasarkar9858
      @krishnasarkar9858 11 місяців тому +1

      When media published this bews no need are you ex empoyess of uidai or run cyber cafe

    • @ramapaul9371
      @ramapaul9371 11 місяців тому

      Your comments absolutely right

  • @bluesky2620
    @bluesky2620 11 місяців тому +13

    অনেক অনেক ধন্যবাদ আমাদের সামনে এই তথ্য দেওয়ার জন্য❤❤❤❤

  • @animeshhalder9486
    @animeshhalder9486 11 місяців тому +1

    UIDAI কে অনুরোধ করুন by default AEPS টাকে stop বা তুলে দিতে। যার প্রযোজন সে OTP এর মাধ‍্যমে On করে নেবে।

  • @PaychandPradhan-ve3wr
    @PaychandPradhan-ve3wr 11 місяців тому +6

    ধন্যবাদ মাননীয় স্যার বিচার পতি ম,হাশয়দের।

  • @mitrabanaj5716
    @mitrabanaj5716 11 місяців тому +54

    এই রায় ভালো, কিন্তু অলরেডি প্রায় সবাই তো যত্রতত্র আধার এর তথ্য দিয়েছেন তার সমাধান কি হবে

  • @sanjayroy4334
    @sanjayroy4334 11 місяців тому +16

    ঐই রায়টা এখন বলে কি হবে ,অলেডি আধার এবং মোবাইল লিংক অনেক লোক করে ফেলেছে।

  • @abdulhaque4432
    @abdulhaque4432 11 місяців тому +4

    এখনও ব্যাংকের সাথে যাদের আধার লিংক আছে ডিজলিংক করে দিলে প্রতারকদের হাত থেকে রক্ষা পাওয়া যেতে পারে আমার মনে হয়।

  • @taranibasak3283
    @taranibasak3283 11 місяців тому +11

    2018 সালের এই রায় নিয়ে সোশ্যাল মিডিয়া গবেষণা করে চলছে ,কিন্তু কেস নম্বর , রায়ের তারিখ কিছুই মিডিয়া দিতে ব্যর্থ, তবুও গবেষণা চলছে।

  • @mayabatimondal7406
    @mayabatimondal7406 11 місяців тому +1

    রেশন ও আঁধার বন্ধ হোক.......

  • @dharam2009
    @dharam2009 11 місяців тому +15

    এই রায় মিডিয়া কেন প্রচার করেন নি?

  • @subratasengupta7153
    @subratasengupta7153 11 місяців тому

    অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন জানালাম

  • @bishawjitadhikary3068
    @bishawjitadhikary3068 11 місяців тому +10

    মানোনীয় বিচারকদের প্রণাম ও ধন্যবাদ, সুসঠিক বিচার ও রায়।

    • @sknuralim4335
      @sknuralim4335 11 місяців тому

      🤣🤣🤣

    • @sknuralim4335
      @sknuralim4335 11 місяців тому

      হাস্যকর । সরকারি সুবিধা পেতে আঁধার দিতে হবে , এর বিকল্প নেই । আবার আপনি না চাইলে দিতে নাও পারেন । আঁধার দিতে না পারলে সুবিধাভোগী থেকে বঞ্ছিত হবেন। আইন থাকবে কাগজে কলমে, বাট কর্ম ক্ষেত্রে সেটা কেউ গ্রহণ করবে না। একদম হাসজারু । সত্যি কি বিচিত্র এই দেশ !!! আসুন আমরা সবাই মিলে হাতে হাত ধরে- তা থা থই থই... করি আর থালা বাজায়ি খুশি থাকি ।

  • @nazmulislam813
    @nazmulislam813 6 місяців тому

    We want our aadhar card which are locked by government.

  • @tusharbarua4320
    @tusharbarua4320 11 місяців тому +2

    হ্যাঁ আমরা সাধারণরা আধার কার্ড নিয়ে ছোটাছুটি করি আর নেতারা বিদেশে ছোটাছুটি করে

    • @sknuralim4335
      @sknuralim4335 11 місяців тому

      সরকারি সুবিধা পেতে আঁধার দিতে হবে , এর বিকল্প নেই । আবার আপনি না চাইলে দিতে নাও পারেন । আঁধার দিতে না পারলে সুবিধাভোগী থেকে বঞ্ছিত হবেন। আইন থাকবে কাগজে কলমে, বাট কর্ম ক্ষেত্রে সেটা কেউ গ্রহণ করবে না। একদম হাসজারু । সত্যি কি বিচিত্র এই দেশ !!! আসুন আমরা সবাই মিলে হাতে হাত ধরে- তা থা থই থই... করি আর থালা বাজায়ি খুশি থাকি ।

  • @shovonsen4870
    @shovonsen4870 11 місяців тому +27

    বর্তমানে আধার কার্ড বেশিরভাগ জায়গায় সাবমিট করা হয়েছে তাহলে সেখান থেকেও তো টাকা চুরি হতে পারে

    • @bijoydey6099
      @bijoydey6099 11 місяців тому +1

      জমি কেনা বেচার সময় আঙ্গুলের ছাপ দিতে হয়। ওখান থেকেই ক্লোন করে টাকা তোলার কাজে ব্যবহার করা হয়। আধারে বায়োমেট্রিক লক করতে হবে।

    • @apaul8321
      @apaul8321 11 місяців тому

      পারেই তো। জেরক্স এর দোকানে ব্যাঙ্কে ,অন ্য কোথাও যেখান থেকে হোক আপনার আঁধার কার্ড এর নম্বর চুরি করতে পারে। আর আঙুলের ছাপ তো নানাভভবে নেওয়া যায়। আঙুলের ছাপ পড়ে যাবে বলে তো সারাক্ষণ আর হাত থলের ভেতর ঢুকিয়ে রাখতে পারবেনা। আর ঐ সব লক ফক জটিল প্রক্রিয়া ।বেশিভাগ লোক ওসব বুজবেওনা ,করতে পারবেওনা। তাই সবথেকে ভাল হল আঁধার নামক আপদ কে বিদেয় করা।

  • @tapaskumarghosh9957
    @tapaskumarghosh9957 11 місяців тому +4

    ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বা বিভিন্ন সরকারি প্রকল্পের আবেদনের জন্য যে আধার কার্ড দেওয়া হয়ে গেছে বা এখনও জমি/বাড়ী কেনা/বেচার নিবন্ধীকরণের জন্য আধার নেওয়া হয়, এইসব ক্ষেত্রে কি হবে? এবং সুপ্রিম কোর্টের ওই নির্দেশের পর আধার চাওয়া হলে, আর সেজন্যে যদি কোন বিশেষ কাজ না হয়, তা হলে কি করনিয়?

  • @somardhasaha2907
    @somardhasaha2907 11 місяців тому

    আধার কার্ডটা বাতিল করে দিলেই ভাল হোত।যেদিন থেকে চালু হয়েছে সেদিন থেকে অশান্তি শুরু হচ্ছে।

  • @somenbasu7777
    @somenbasu7777 11 місяців тому +3

    Submitted already exiisting AadharCard in various places like Bank and sim card which is immediately be returned

  • @soumitriranjanchoudhury666
    @soumitriranjanchoudhury666 11 місяців тому +13

    Please share the Supreme-court-order so that we can print and have for ourselves.

  • @ghoshbk12
    @ghoshbk12 11 місяців тому

    কিন্তু এই সব নির্দেশ সব জায়গায় না পৌঁছালে সব পূর্বাবৎ চলছে চলবে।

  • @opworld927
    @opworld927 11 місяців тому +7

    কোনো ভাবেই হবে না সরকারী সুবিধা পাওয়ার জন্য সরকারি এবং বেসরকারি দুটো স্কুলে বাচ্চাদের ভর্ত্তি করে ।

  • @Rumadas2418
    @Rumadas2418 11 місяців тому

    কিন্তু এখন আঁধার কার্ড এই আমাদের জীবন সংকটে পড়েছে ।
    বিনীত নিবেদন আঁধার কার্ড যত তাড়াতাড়ি হয় বন্ধ করা হোক ।
    সবারেই খুবেই পরিশ্রমের টাকা ।
    🙏🙏

  • @barinkumarde6278
    @barinkumarde6278 11 місяців тому +1

    Media are requested to make disclosure of this issue to save themselves as a media.

  • @mssupportfriend1563
    @mssupportfriend1563 11 місяців тому

    দীর্ঘ প্রতীক্ষার অবসান। Good luck to you. মনিটাইজ চালু হয়ে গেল।

  • @user-yh8qo5mm9j
    @user-yh8qo5mm9j 11 місяців тому +2

    Who will.obey the order?.as off now aadhaar is mandatory in all.cases.the Nain need us to ban AEPS immediately

  • @ChandanDas-xx1ru
    @ChandanDas-xx1ru 11 місяців тому +1

    আধার কার্ড বাতিল করা হলে ভালো হয়।

  • @ssbanerjee2516
    @ssbanerjee2516 11 місяців тому +36

    এত কষ্ট করে এই রায় দেবার কোনো মানেই নেই।
    তার চেয়ে পূরো আধার তুলে দিলেই ভালো হত।

    • @ServoMotorRepairing
      @ServoMotorRepairing 11 місяців тому

      ❤❤❤❤❤😂😂❤

    • @priyobratadas5296
      @priyobratadas5296 11 місяців тому +2

      বেশ বলেছেন।👍

    • @dipalidas7691
      @dipalidas7691 11 місяців тому +1

      সর্বনাশ হয়ে যাওয়ার আর কি কিছু বাকী আছে?

    • @abdulalimmondal322
      @abdulalimmondal322 11 місяців тому

      Right

    • @user-in5fw3zv4i
      @user-in5fw3zv4i 11 місяців тому

      একমত। এবারে কি ব্যাংক অ্যাকাউন্ট থেকে আধার dilink করিয়ে নেবো

  • @uttammaitra9919
    @uttammaitra9919 11 місяців тому +6

    On Loosing of hard-earned money how apply to Govt. for quick compensation in every case without showing any "Bahana".For various wrong decisions taken by Govt. in these matters time to time in present,past,future.

  • @DulalBera-iz1mq
    @DulalBera-iz1mq 11 місяців тому +2

    তিন বছরের বেশী বয়সী জনগণের সর্বনাশ হওয়ার পর সচেতন বার্তা।যারা দিয়েছেন তাঁদের সর্বনাশের সুরাহা কী হতে পারে।

  • @dipalihalder1392
    @dipalihalder1392 11 місяців тому +2

    যাদের আধার কার্ড দেওয়া হয়েছে তাদের কি হবে?তার ব্যবস্থা আগে করুন।

  • @abirbaranmukherjee3443
    @abirbaranmukherjee3443 11 місяців тому +8

    আধার মোবাইল লিংক করানোর ব্যবস্থা করে কোটি কোটি টাকা কামিয়ে নিয়েছে দেশের সরকার। রীতিমতো হুমকি দিয়ে এই লিংক করাতে বাধ্য করেছে দেশের সরকার । এর কোনো প্রতিবিধান হবে কি ?

  • @erikai2317
    @erikai2317 11 місяців тому +1

    এটা মাইকিং করে গ্রামে গ্রামে প্রচার করা প্রশাসনের প্রয়োজন।

  • @sarojbharati5321
    @sarojbharati5321 11 місяців тому +6

    খুব ভালো 🙏🙏🙏👍🌻🌻👌

    • @sknuralim4335
      @sknuralim4335 11 місяців тому

      😀😀😀

    • @sknuralim4335
      @sknuralim4335 11 місяців тому

      হাস্যকর । সরকারি সুবিধা পেতে আঁধার দিতে হবে , এর বিকল্প নেই । আবার আপনি না চাইলে দিতে নাও পারেন । আঁধার দিতে না পারলে সুবিধাভোগী থেকে বঞ্ছিত হবেন। আইন থাকবে কাগজে কলমে, বাট কর্ম ক্ষেত্রে সেটা কেউ গ্রহণ করবে না। একদম হাসজারু । সত্যি কি বিচিত্র এই দেশ !!! আসুন আমরা সবাই মিলে হাতে হাত ধরে- তা থা থই থই... করি আর থালা বাজায়ি খুশি থাকি ।

  • @santoshchakravarty1852
    @santoshchakravarty1852 11 місяців тому +13

    মোবাইল বা ব্যাঙ্কে রে linking করা হয়েছে , সেগুলি কি এই রায়ের প্রেক্ষিতে delink করা যায় । আর একটি বিষয় হল , কাগজে এই খবর পাওয়া যাচ্ছে না কেন ?

  • @gopalbhakat6891
    @gopalbhakat6891 11 місяців тому +4

    সুপ্রিম কোর্টের এই রায় যে কেস এর মধ্যে দেওয়া হয়েছে সেই কেসের টাইটেল নং ইত্যাদি কোথাই?সেই তথ্য টা দিন।

  • @jamjahanali703
    @jamjahanali703 11 місяців тому

    আধার কার্ড ব্যবহার করে টাকা তোলার পদ্দতি বাতিল করতে হবে । আধার কার্ডের কপি সর্বত্র জমা দিলেই কোনো অসুবিধা নেই ।

  • @debkumarsarkar3502
    @debkumarsarkar3502 11 місяців тому +5

    আধার কার্ড লিঙ্কের পরিণতি কি হবে সেটা তাহলে আধার কার্ড চালু কর্তারা জানতেন না।

  • @sisirnaskar1642
    @sisirnaskar1642 11 місяців тому

    যাদের আধার কার্ড দেওয়া আছে তাদের কি হবে? ব্যঙ্ক এ আধার কার্ড বন্ধ করে দেওয়া হোক তবে সাধারণ মানুষ পতরনার হাত থেকে বাচবে

  • @anthonyrozario3767
    @anthonyrozario3767 11 місяців тому +4

    Sorry to say bank already took aadhar card number from each an every one why now this program now people are already 🐂 money is gone now why this rule .

  • @samirdas-ih9lp
    @samirdas-ih9lp 11 місяців тому

    Adhar card should be discarded.

  • @subratakumarhore-pw6cb
    @subratakumarhore-pw6cb 11 місяців тому +2

    ইতিপূর্বেই যে সব ক্ষেত্রে আমরা সবাই আধার কপি দিয়েছি তার জন্য কি হবে?
    সেগুলো ব্যবহার করেও তো অপরাধ করা যাবে তার jonnyo কিছু করুন ।

  • @DPattanaik59
    @DPattanaik59 11 місяців тому +2

    But the Government will not abide by the order. It will make a way out tactfully.

  • @atanumukherjee225
    @atanumukherjee225 11 місяців тому

    এই প্রতিবেন যদি সত্যি হয় তবে তো খুবই উপকৃত হবে সাধারণ জনগণ ! তবে খবর হাওয়াই ভাসিয়ে লাভ নেই যত্তখন না সরকারি বিজ্ঞপ্তি হচ্ছে ! সত্যতা যাচাই no করে মানুষকে ভূল খবর পরিবেশন করবেন না !

  • @manjuladeb6461
    @manjuladeb6461 11 місяців тому

    Bhalo laglo pratibedanti,

  • @muktiprasaddey9187
    @muktiprasaddey9187 11 місяців тому

    সরকারি -বেসরকারি চিকিৎসালয় গুলোতে আধার কার্ড বাধ্যতামূলক।
    এর জন্য বহু মানুষ কে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হতে হচ্ছে, হেনস্থার সন্মুখীন হতে হয়।

  • @azizurrahman-tt7yk
    @azizurrahman-tt7yk 11 місяців тому +6

    Tahole bank Account theke AADHAAR CARD Delink (Link kora thakle) kora hok.
    Ei raay er copy ta show korun.

  • @9002Fullkumar
    @9002Fullkumar 11 місяців тому +1

    তাহলে আপনি যদি আধারের লিৎ টি বাদ দ্যাওয়ার ব্যাবস্থা করেন ❤❤

  • @tanimadutta1697
    @tanimadutta1697 11 місяців тому

    এখন আর এসব করে কি হবে,সব জায়গায় দেওয়া হয়ে গেছে, তবে এটা notification দিতে হবে, নাহলে কেউ মানবে না

  • @sudiptasurai7808
    @sudiptasurai7808 11 місяців тому +1

    স্কুলে ভর্তি হতে এখন থেকে জন্ম সার্টিফিকেট লাগবে, ড্রাইভিং লাইসেন্স এর ক্ষেত্রেও, সাথে অনেক ক্ষেত্রেই এখন থেকে জন্ম সার্টিফিকেট লাগবেই।

  • @user-im7om3ch4r
    @user-im7om3ch4r 11 місяців тому +4

    🇮🇳...BHARAT MATA KIJOY...🇮🇳

  • @Suhana_Sabrin
    @Suhana_Sabrin 11 місяців тому

    I'm the biggest fan of you Sir 💝💝

  • @dinabandhumanna4485
    @dinabandhumanna4485 11 місяців тому +1

    India Government fully guilty for aadhar card incident. Government misguide to the general public.

  • @Rijuroy7908
    @Rijuroy7908 11 місяців тому

    যারা আবশ্যিক করতে চাইছে তাদের কেলানি দরকার

    • @nurzaman01
      @nurzaman01  10 місяців тому

      dekhben somoy joto jabe adhar er babohar kome jabe.....karon er babohar khub bipojjonok

  • @sknuralim4335
    @sknuralim4335 11 місяців тому

    আসুন আমরা এই আনন্দে সবাই মিলে হাতে হাত ধরে- তা থা থই থই... করি আর থালা বাজায়ি খুশি থাকি ।😎

  • @appmail8147
    @appmail8147 11 місяців тому

    যারা ইতিমধ্যে আঁধার কার্ড জমা ব্যাংকে দিয়েছেন তাদের ব্যাপারে কোনো সু নির্দিষ্ট মহামান্য আদালত নির্দেশ দেন নি।

  • @biswarupsarkar4520
    @biswarupsarkar4520 11 місяців тому +1

    Good information !

  • @manajitmajumder7092
    @manajitmajumder7092 11 місяців тому +11

    Details of SCI order or at least relevant excerpts should have been displayed, to avoid confusion. Kindly do so in another video on UIDAIcADHAAR card. Incidentally, UIDAI haven't published any public notice yet

  • @samirulhoque00786
    @samirulhoque00786 11 місяців тому +4

    সেটা তো বুঝলাম কিন্ত আগের গুলোর কি হবে জে গুলো আগেই জেখানে সেখানে জমা দেওয়া রয়েছে এবং সোশাল মিডিয়ার দারা তো এই খবর প্রচার হয়নি

  • @truepresentation37
    @truepresentation37 11 місяців тому +12

    বক্তব্য বিশ্বাস যোগ্য মনে হচ্ছে না। কাজে না লাগলে করে কি লাভ।

  • @jiyauddinchoudhury7390
    @jiyauddinchoudhury7390 11 місяців тому +1

    আপনাদের অনেক অনেক ধন্যবাদ

  • @Rijuroy7908
    @Rijuroy7908 11 місяців тому +3

    যদি ব্যাঙ্ক বলে তবে তাদের কেলানি কি করে দেওয়া হবে সেই নিয়ম বলে দিন

  • @somamondal7699
    @somamondal7699 11 місяців тому +4

    অনেক ধন্যবাদ আপনাকে.... কিন্তু যে সমস্ত জায়গায় দেয়া হয়েছে...সেই সম্পর্কে কিছু জানান...please

  • @rabinroy8733
    @rabinroy8733 11 місяців тому

    Ei Judgement jodi aro kichu age diten Mahamanya Supreme Court tahole janagoner khub upokar hoto hoyranir jonya tobe Adalat parjabekhan deri holeo valo

  • @piyalichakraborti8308
    @piyalichakraborti8308 11 місяців тому +28

    রায়ের কপি টা send করুন please. নাহলে কেউ মানবেনা

    • @RajSikdar-yg6ug
      @RajSikdar-yg6ug 11 місяців тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ har mahadev har har mahadev har har mahadev har har mahadev Bharat mata ki Jay Bharat mata ki Jay Jay Hind Jay Hind Jay Hind vande❤❤❤❤

  • @nirmaldebnath2716
    @nirmaldebnath2716 11 місяців тому +1

    Need press notification (all news paper)