সুলতান সালাহউদ্দিনের দুর্গে একদিন || মিসরের ডায়েরি || CITADEL OF SALADIN || EGYPT
Вставка
- Опубліковано 24 лис 2024
- সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর নাম তো শুনেছেন, পশ্চিমারা যাকে ডাকতো 'সালাদিন' বলে। কায়রোতে সালাহউদ্দিনের দুর্গ আছে জানার পর সেটা হয়ে দাঁড়ায় আমাদের প্রথম আইটেম। মানে, মিসরের কায়রোতে বিমান অবতরণের পর হোটেলে চেকইন করে পিরামিড দেখার আগেই আমরা "Citadel of Saladin" দেখতে রওনা দিলাম।
ভেতরে ঢুকে দেখি- বিয়ের পোশাক পরে সদ্য বিবাহিত মিসরীয় এক যুগলকে ফটোশুট করছে। জানলাম, এখানে প্রায়ই এমনটি হয়ে থাকে।
ভেতরে কিছু মসজিদ আছে। মুহাম্মাদ আলী পাশা-র মসজিদ (যেটা ভিডিওর ইনট্রোতে দেখছেন) দেখেই সন্দেহ হতে লাগলো, এ তো তুর্কি আয়াসোফিয়া (হাগিয়া সোফিয়া)-র মতো লাগে, পরে শুনতে পারলাম- ডিজাইনার একই। আর সবশেষে দুর্গের চূড়া থেকে কায়রোর স্কাইলাইন অবলোকন করলাম, সহজেই বোঝা গেল, কেন ঠিক এ জায়গায় সুলতান সালাহউদ্দিন তার দুর্গ বানিয়েছিলেন। পুরো শহরের ওপর চোখ রাখা যায় যে!
ফুল রেজুলেশনে দেখতে ইউটিউব লিংকে দেখতে পারেন। (কমেন্টে)
#মিসরের_ডায়েরি
মাশাআল্লাহ। দেখতে অনেক সুন্দর।
অশেষ ধন্যবাদ আবদুল্লাহ ভাইকে , আশাকরি মিশরের ডায়রিতে ভিন্নধর্মী আরো ভিডিও পাবো দ্য প্রপেট এর মতো।
ভাই যেকোন প্রতিষ্ঠানের স্টুডেন্ট আইডি থাকলে ২০ পাউন্ড লাগতো।
আমার তো নেই
ব্যাপার-টা প্রথমে কনফিউইং মনে হইছিলো। মনে হইছিলো আয়া সোফিয়া আর সবুজ মিনার-টা মদিনা...
বলেন কী!