এইডস কি ? এইডস হওয়ার লক্ষণগুলো কি কি? | অধ্যাপক ডা. রাশেদ মোহাম্মদ খান | Medivoice Health

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • যৌন সহিংসতা বা জোরপূর্বক যৌন আচরণে এইচআইভি ছড়ানোর ঝুঁকি বেড়ে যায়
    শুধুমাত্র 'খারাপ জায়গায়' 'খারাপ' কাজ করলেই এইচআইভি/এইডস হয়। যাদের এই রোগ হয় তারা সবাই খারাপ মানুষ। সনাতন এই ভ্রান্ত ধারণা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে মানুষ।
    মানুষ এখন জানে এইচআইভি/এইডস নানা কারণেই হতে পারে। একই সুই-সিরিঞ্জ ব্যবহার করলে, অপরীক্ষিত রক্ত ব্যবহারে, এইডস আক্রান্ত গর্ভধারিণী মায়ের থেকে, মায়ের বুকের দুধ থেকে, যৌন রোগ থেকে ইত্যাদি।
    এই কারণগুলোর প্রচার-প্রচারণা আছে। মানুষ জানতে পারছে। সচেতন হচ্ছে। সাবধানতা অবলম্বন করছে। কিন্তু আরও কারণ আছে। যার সত্যতা এবং প্রমাণ আছে কিন্তু প্রচারণা নেই।
    এই যেমন, যৌন সহিংসতা বা জোরপূর্বক যৌন আচরণে এইচআইভি ছড়ানোর ঝুঁকি বেড়ে যায়।
    কিছুটা বিস্ময়, কিছুটা আত্মদহন এবং কিছুটা বিবেকের তাড়না থেকে এই লেখা। দায়িত্ববোধও বলা যায়। ন্যূনতম আলোচনা হলেও চলতো। কিন্তু না, কোথাও এই নিয়ে টুঁ'শব্দটি নেই।
    কেউ কথা বলে না। হয়তো মনে নেই। কিংবা জানা নেই। জানা থাকলেও গুরুত্ব নেই। কেউ দেখছেনা, জানছেও না। অথচ জানা প্রয়োজন। জানানো প্রয়োজন। প্রসঙ্গটা এইচআইভি এইডস এবং যৌন সহিংসতা নিয়ে।
    জোরপূর্বক যৌনাঙ্গে অনুপ্রবেশের ফলে যে ক্ষত সৃষ্টি হয় তা শরীরে এইচআইভি জীবাণু প্রবেশে সহায়তা করে। বিষয়টি বয়:সন্ধিকালীন মেয়েদের জন্য বিশেষ ভাবে প্রযোজ্য, যেহেতু কিশোরীদের যৌনাঙ্গের মিউকাস মেমব্রেন পুরোপুরি তৈরি হয় না।
    বিভিন্ন গবেষণালব্ধ পর্যালোচনায় প্রমাণিত যে, ঘনিষ্ঠ সঙ্গীর দ্বারা সংঘটিত শারীরিক ও যৌন সহিংসতা এবং শৈশবে সংঘটিত যৌন নির্যাতন প্রত্যক্ষভাবে ভাইরাস সংক্রমণ এবং পরোক্ষভাবে ঝুঁকিপূর্ণ যৌন আচরণের প্রবণতা বাড়িয়ে দেয়। ফলশ্রুতিতে বেড়ে যায় এইচআইভি সংক্রমণের ঝুঁকি।
    শৈশব বা কৈশোরে জোরপূর্বক যৌনমিলনের শিকার হলে পরবর্তীতে তাদের মধ্যে বহুগামিতা, অনিরাপদ যৌন মিলন, যৌনকর্মী হিসেবে জীবন অতিবাহিত করার প্রবণতা তৈরি হয়।
    কিশোর বয়সে যৌন সহিংসতা আত্মবিশ্বাসে আঘাত হানে এবং মানসিকভাবে হতাশা তৈরি করে- এগুলোও এইচআইভি সংক্রমণের ক্ষেত্রে ঝুঁকি বাড়ানোর আচরণ হিসেবে গণ্য।
    সহিংস যৌন আচরণ কিংবা ধর্ষণের ফলে ছিঁড়ে যাওয়া টিস্যু অথবা শারীরিক আঘাতের ফলে সৃষ্ট ক্ষত নারীর জৈবিকভাবে সংক্রমণের হার বাড়িয়ে দিতে পারে। পায়ুপথে ধর্ষণের সম্মুখীন নারী এক্ষেত্রে আরও বেশি ঝুঁকিতে থাকে কারণ পায়ুপথের টিস্যু বেশি সংবেদনশীল থাকে, যার ফলে সহজেই টিস্যু ছিঁড়ে দেহে ভাইরাস প্রবেশের সম্ভাবনা বেশি থাকে।
    স্বাস্থ্যখাতের ঘটনাগুলোর নিরপেক্ষ বর্ণনা ও সত্যটা জানতে মেডিভয়েসের সঙ্গে থাকুন।
    Welcome to our website: medivoicebd.com/
    our Facebook page: / medivoicebd
    official email: medivoice2014@gmail.com

КОМЕНТАРІ • 26

  • @sultanaakter9768
    @sultanaakter9768 Рік тому +3

    ধন্যবাদ

  • @kkhalifa642
    @kkhalifa642 2 роки тому +1

    স্যার খুব সুন্দর করে বুঝিয়েয়েছেন আপনি

  • @sumanexplore
    @sumanexplore 4 місяці тому +2

    Hiv টেস্ট করতে হলে ডায়গনটিক সেন্টারে গিয়ে কি টেস্ট করার কথা বলতে হবে?

  • @poribeshbondhughach
    @poribeshbondhughach Рік тому +1

    স্যার খুব সুন্দর ভাবে বুঝিয়েছেন

  • @ST-rx8zg
    @ST-rx8zg 2 роки тому +15

    Sir আমি বিদেশে যাওয়ার জন্যে মেডিকেল করছি তখন বলছে আমার নাকি HIV পজেটিভ কিন্তু আমি একটা ডায়গনটিক সেন্টারে পরিক্ষা করছি ওখানে নেগেটিভ আসছে এখন আমার কি করতে হবে আর sir please আপনার নাম্বার টা দিলে আপনার সাথে একটু জোগাযোগ করতাম

    • @MdHasan-qj3xe
      @MdHasan-qj3xe 6 місяців тому

      apni ki r test korcen

    • @somabarman8943
      @somabarman8943 Місяць тому +2

      Apni PCR test korle sab confirm hoye jabe

  • @emtiazemu9694
    @emtiazemu9694 2 роки тому +11

    স‍্যার আমার বোন বর্তমানে h i b রোগে আকরান্ত সাথে করোনা সমস‍্যা বর্তমানে ১ মাস থেকে করোনা চিকিৎসা চলতেছে
    তবে কোন উন্নতি নেই
    এখন আমি কি করবো করোনা হাসপাতালে থাকবো নাকি h i b রোগের চিকিৎসা আগে করবো আমি সটিক পরামর্শ পাচ্ছি না।
    আমার বাসা সিলেট।
    সটিক পরামর্শ দিলে আমি অনেক কৃতজ্ঞ থাকবো।

    • @hasitv5112
      @hasitv5112 Рік тому +1

      ভাই এখন কি অবস্থা উনার

    • @sunjidaafrin400
      @sunjidaafrin400 Рік тому +1

      উনি কিভাবে HIV তে আক্রান্ত হলেন??

    • @AbdurRahman-nz5ou
      @AbdurRahman-nz5ou 6 місяців тому

      sir amar dhurghotona bosot onorapod jouno milon hoiselo.........but tar 10 din por test koraisilam.....report positive asse......report ta ki asolei sotik silo......
      Ans ta janalen pls

    • @hussanhus1229
      @hussanhus1229 4 місяці тому

      ​@@AbdurRahman-nz5ou 10 din por ki test korecen?

    • @syedmr4773
      @syedmr4773 17 днів тому

      ​@@AbdurRahman-nz5ouapnar number ta den

  • @munnaahammed4875
    @munnaahammed4875 3 роки тому +7

    স্যার আমি একটা খারাপ মেয়ের কাছে একবার গেয়ে ছিলাম আমার কি এইচ হবে কনঢম ছাড়া হলে আমি কি করনিয়ো দয়া করে জানাবেন

    • @user-zt1qy7tu3q
      @user-zt1qy7tu3q Рік тому

      আপনি আর বেসি বেসি ওই মেয়েটির কাছে জাবেন রাম ছাগল

    • @rajuahmmed1356
      @rajuahmmed1356 3 місяці тому

      Apnar akhon ki obostha?

    • @mintumintu-hw8bx
      @mintumintu-hw8bx Місяць тому

      রিপ্লাই দেন

  • @souravpramanik4295
    @souravpramanik4295 2 роки тому +5

    Hiv positive medicins khasse tar sathe sex korle ki hiv habe

  • @tithibiswas5921
    @tithibiswas5921 4 місяці тому +1

    সিগারেট কেউ যদি share এ খাই তাহলে কি aids হতে পারে।।অন্য জন যদি এটা বহন করে