বাইকারের ফ্লাইং কিস করার সময় যা ঘটল। Bike Stunt flying kiss | NirmalBangla

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • বাইকারের ফ্লাইং কিস করার সময় যা ঘটল। #Bike Stunt flying #kiss
    সিনেমার অ্যাকশন দৃশ্যগুলোতে প্রায়ই হিরোকে বাইক স্টান্ট করতে দেখা যায়। বিশেষ করে হলিউড ও বলিউড সিনেমার দৃশ্যে বাইক স্টান্টের মাধ্যমে হিরোর বীর ও সাহসীসুলভ ব্যক্তিত্ব তুলে ধরা হয়। বলিউড সিনেমা 'ধুম-২' বা হলিউডের 'মিশন ইম্পসিবল' সিনেমায় দেখানো বাইক স্টান্ট দৃশ্যের সাথে কমবেশি আমাদের সকলের পরিচয় আছে। কিন্তু তরুণ প্রজন্মের বাইকারদের কাছে স্টান্ট কেবল সিনেমার দৃশ্যপটে আটকে নেই। তরুণরা মিলে নিজেদের মধ্যে গ্রুপ করে, নিত্য কঠোর অনুশীলনের মধ্য দিয়ে রপ্ত করে নিচ্ছে স্টান্ট করার কৌশল। বাংলাদেশে কয়েক বছর আগেও এই ধরনের স্টান্ট খুব বেশি দেখা যেত না। বর্তমান বাইকপ্রেমী তরুণ প্রজন্মের কাছে স্টান্ট খুবই জনপ্রিয়। ঢাকার মিরপুর, হাতিরঝিল, গুলশান, বনানী, উত্তরার দিয়াবাড়ি, বসুন্ধরা আবাসিক এলাকার ৩০০ ফিটে যখন মানুষের আনাগোনা কম থাকে তেমন সময়ে বাইকারদের স্টান্টবাজি করতে দেখা যায়। বিশেষ করে বিকেলবেলা সাধারণ মানুষের ভিড় জমে স্টান্টবাজি দেখার জন্যে, যদিও উঠতি বয়সের তরুণদের আগ্রহ থাকে তুঙ্গে। স্টান্ট করার দৃশ্য দেখলে সাধারণ যে কারও চোখ ছানাবড়া ও ভয়ে গলা শুকিয়ে যাওয়ার উপক্রম হয়। এখানে রাইডারস দল চলন্ত বাইক নিয়ে নানারকম দুঃসাহসিক খেলা দেখিয়ে যান। বাইক চালানো অবস্থায় পেছনের চাকা শূন্যে তুলে দেন, যেটাকে স্টান্টের ভাষায় 'হুইলি' বলে। কেউ আবার চলন্ত বাইক থেকে লাফিয়ে নেমে একহাতে বাইকের হ্যান্ডলবার ধরে চক্রাকারে ঘুরাতে থাকেন, এটাকে বলে 'হিউম্যান কম্পাস'। স্টান্টের মধ্যে আরও আছে- সার্কেল হুইলি, স্টোপি, ক্রাইস্ট ইত্যাদি। চলন্ত বাইকের ওপর দু'হাত মেলে দাঁড়িয়ে থাকা হয় বলে এর নামকরণ করা হয়েছে যীশু খ্রিস্টের নামে। তবে স্টান্ট করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনুশীলন; যথাযথ সেফটি গার্ড ছাড়া স্টান্ট করতে গেলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। স্টান্ট করতে সার্টিফায়েড হেলমেট, সেফটি নী গার্ড, স্নিকারস জুতা, হ্যান্ড গ্লাভস, ১৫০ সিসি ডাবল ডেকার বাইক ও বাইককে স্টান্ট মোডে রাখতে হয়। ২০১৬ সালে মোটরসাইকেল কোম্পানি ইয়ামাহার হাত ধরে প্রথমবারের মতো বাংলাদেশে বাইক স্টান্ট প্রতিষ্ঠিত হয়। তার পূর্বে ফ্রিল্যান্সিং স্টান্ট বাইকাররা নিজেদের মধ্যে টুকটাক স্টান্ট করতো। ইয়ামাহা স্টান্ট বাইকারদের সহায়তা দেওয়ার মাধ্যমে বড় বড় স্টান্ট শো আয়োজনের ব্যবস্থা করে দেয়। বাইকার জেনিথ কে বি আর ও তার গ্রুপের সদস্যদের স্টান্ট করার জন্যে ইয়ামাহা থেকে সেসময় ৭টা দামী বাইক উপহার দেওয়া হয়, যেগুলোর তৎকালীন বাজারমূল্য ছিল ১৭ লাখ টাকা। জেনিথ জানান, "সেসময় ইয়ামাহার এই উদ্যোগ স্টান্ট বাইকারদের জন্যে খরা মাঠে বৃষ্টির মতো আশীর্বাদ বলা চলে"। #nirmalbangla

КОМЕНТАРІ •