গ্রন্থঃ ফির্কাহ নাজিয়া অধ্যায়ঃ আল্লাহ ও তাঁর রসূলকে ভালোবাসার ধরন আল্লাহ ও তাঁর রসূলকে ভালোবাসার ধরন ১। আল্লাহ তাআলা বলেন, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ۗ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ অর্থাৎ-বল, তোমরা যদি আল্লাহকে ভালোবাস তবে আমার অনুসরণ কর তাহলেই আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করবেন। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু। (সূরা আলে ইরান ৩ আয়াত) ২। প্রিয় নবী (সা.) বলেন, “তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি তার নিকট তার পিতা, সন্তান এবং সকল মানুষ অপেক্ষা প্রিয়তম হয়েছি।” (বুখারী) ৩৷ উক্ত আয়াত বিবৃত করে যে, রসূল (সা.)-এর আনীত বিষয়ের অনুসরণ করে এবং তিনি মানুষের জন্য যা বর্ণনা করে গেছেন সেই সহীহ হাদীসসমূহে উল্লেখিত তার আদেশের আনুগত্য করে ও নিষিদ্ধ বর্জন করেই আল্লাহর মহব্বত ও ভালোবাসা লাভ হয়। অন্যথা তার পথ-নির্দেশের অনুগামী না হয়ে এবং তাঁর আদেশ ও আদর্শের অনুবর্তী না হয়ে কেবল টানা-টানা ও ভঙ্গিমাপূর্ণ কথায় (বুলিতে) তার মহব্বত লাভ হয় না। ৪ আর উক্ত সহীহ হাদীস বর্ণনা করে যে, মুসলিমের ঈমান ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত না সে রসূল (সা.)-কে এমন ভালোবেসেছে, যা তার পিতা সন্তান ও সমস্ত মানুষ, এমনকি নিজেকে যেমন ভালোবাসে তার চেয়েও অধিক গাঢ় ও দৃঢ় হয়; যেমন অন্য এক হাদীসে এর নির্দেশ এসেছে। ভালোবাসার প্রভাব তখনই অভিব্যক্ত হয় যখন রসূল (সা.)-এর আদেশ ও নিষেধ এবং মনের ইচ্ছা ও প্রবৃত্তি, স্ত্রী, সন্তান-সন্ততি ও তার পরিবেশের সমস্ত মানুষের ইচ্ছা ও আকাঙ্খা পরম্পর-বিরোধী ও ভিন্নমুখী হয়। সুতরাং সে যদি সত্য প্রকৃত রসূল-প্রেমিক হয়, তাহলে তাঁর আদেশ-পালনকে প্রাধান্য দেয় এবং তার নিজ মন, স্ত্রী-পরিজন, খেয়ালখুশী ও সকল মানুষের বিরোধিতা করে। আর যদি সে কপট ও ভন্ড প্রেমিক হয়, তাহলে আল্লাহ ও তাঁর রসূলের অবাধ্যাচরণ করে এবং তার শয়তান ও মন-প্রবৃত্তির বাধ্য ও অনুগত দাস হয়। ৫। যদি আপনি কোন মুসলিমকে প্রশ্ন করেন যে, তুমি কি তোমার রসূলকে ভালোবাস? তখন চট করে হয়তো সে আপনাকে বলবে, 'অবশ্যই। আমার জান ও মাল তার জন্য কুরবান (উৎসর্গ) হোক। অতঃপর যদি তাকে প্রশ্ন করেন, তাহলে তুমি তোমার দাড়ি চাছ কেন? আর অমুক অমুক বিষয়ে তুমি তার বাহ্যিক বেশভূষা, চরিত্র, তওহীদ প্রভৃতিতে তার সাদৃশ্য অবলম্বন কর না কেন?” তখন চট করে সে এই বলে আপনাকে উত্তর দেবে, ভালোবাসা তো অন্তরে হয়। আমার অন্তর ভালো। আলহামদু লিল্লাহ!!” কিন্তু আমরা তাকে বলব, তোমার অন্তর যদি ভালো হত, তাহলে তার প্রভাব ও প্রতিকৃতি তোমার দেহে পরিস্ফুট হত। যেহেতু আল্লাহর রসূল (সা.) বলেন, “জেনে রাখ, দেহের মধ্যে এমন এক মাংস-পিন্ড আছে যা ভালো হলে সারা দেহ ভালো হবে। আর তা খারাপ হলে সারা দেহ খারাপ হবে। শোন! তাহল হৃৎপিন্ড (অন্তর)।” (বুখারী ও মুসলিম)* ৬। এক মুসলিম ডাক্তারের ডিপেনসারীতে প্রবেশ করে দেখলাম, দেওয়ালে বহু নারী-পুরুষের ছবি টাঙ্গানো আছে। আমি তাঁকে উপদেশ দিয়ে বললাম যে, আল্লাহর রসূল ধ্র ছবি টাঙ্গাতে নিষেধ করেছেন। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করে বললেন, 'ওরা আমার ইউনিভার্সিটির সহপাঠী ও সহপাঠিনী! অথচ তাদের অধিকাংশই কাফের। বিশেষ করে যুবতীরা যারা তাদের কেশদাম ও সৌন্দর্যকে ছবিতে প্রকাশ করে রেখেছে - আবার তারা সকলেই কমিউনিষ্ট দেশের! এই ডাক্তার দাড়িও চাছতেন। আমি তাকে পুনরায় নসীহত শুরু করলাম। কিন্তু তার আত্মাভিমান তাকে পাপাচরণেই অবিচলিত রাখল। বললেন, তিনি। দাড়ি চেঁছেই মরবেন! অথচ আশ্চর্যের বিষয় যে, রসূলের নির্দেশ-বিরোধী এই ডাক্তার তাঁর মিথ্যা ভালোবাসার দাবী করেন। আমাকে বললেন, 'বলুন, ইয়া রাসূলাল্লাহ আমি আপনার হিফাযতে!” আমি মনে মনেই বললাম, আপনি তার কথার খেলাফ করে তার হিফাযতে ঢুকতে চাচ্ছেন?! রসূল (সা.) কি এই শির্কে। সম্মত হবেন? যেহেতু আমরা এবং রসূল সকলেই একমাত্র আল্লাহর। হিফাযতে ও রক্ষণায়। ৭ রসূল-এর মহব্বত অনুষ্ঠান উদ্যাপনের মাধ্যমে, সৌন্দর্য-বহুল মঞ্চ নির্মাণ করে, অসঙ্গত নাত ও গজল পাঠ করে এবং এ ছাড়া অন্যান্য ভিত্তিহীন বিদআতী আড়ম্বর প্রদর্শন করে অভিব্যক্ত হয় না। বরং তার মহব্বত অভিব্যক্ত হয় তার পথ-নির্দেশ অনুসরণ করে, তার আদর্শ ও সুন্নাহর অনুকরণ করে এবং তাঁর সমূদয় নির্দেশাবলীকে কার্যকর করে। কবি কি সুন্দরই না বলেছেন, ‘তোমার প্রেম যদি সত্য হত, তাহলে অবশ্যই তুমি তার আনুগত্য করতে। কারণ প্রেমিক তো প্রেমাস্পদের অনুগত হয়।” * আর আল্লাহ বলেন, “উৎকৃষ্ট ভুমির ফসল তার প্রতিপালকের আদেশে উৎপন্ন হয় এবং যা নিকৃষ্ট তাতে কঠিন পরিশ্রম ব্যতীত কিছুই জম্মায় না।” (সূরা আরাফ ৫৮ আয়াত)
@@JABBARKHANOFFICAL9 সূরা আল মায়িদাহ (المآئدة), আয়াত: ৫৬ وَمَن يَتَوَلَّ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَٱلَّذِينَ ءَامَنُوا۟ فَإِنَّ حِزْبَ ٱللَّهِ هُمُ ٱلْغَٰلِبُونَ উচ্চারণঃ ওয়া মাইঁ ইয়াতাওয়াল্লাল্লা-হা ওয়া রাছূলাহূওয়াল্লাযীনা আ-মানূফাইন্না হিঝবাল্লা-হি হুমুল গা-লিবূন। অর্থঃ আর যারা আল্লাহ তাঁর রসূল এবং বিশ্বাসীদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, তারাই আল্লাহর দল এবং তারাই বিজয়ী।
@@JABBARKHANOFFICAL9 ★ ওয়াজ না সুনে বাজে কমমেন্টস করেন কেন?? ★ আপনে কি এজিদের দলের??? ★ হযরত ওমর কে বলছিলো সবথেকে বেসি ভালোবাসতে মহাম্মাদ (সা:) কে নয়তো ইমানদার হওয়া যাবে না। ★ রাসুল (সা:) প্রসংসা ভালোলাগে না?? ★ ইমান আছে তো???? ★ নুরুল ইসলাম ফারুকিকে হত্যা কে করছে??? ★ তোদের মত এজিদ মুসলিম রা
হেআল্লাহ আমি অধম, দেলের গলায় গামছা বেধে,মিসকিনের ন্যায় আবেদন করছি দয়াল নবিজি সঃ এর শান মান কুটি কুটি গুন বৃদ্ধি করে দিন। সকল মানুষকে সঠিক বুঝ খুলে দিন আমিন।
হুজুরের কথা মনে হলে খুব কষ্ট লাগ হুজুর যত গুলো কথা বলে গিয়েছিলেন প্রত্যেকটা কথা বাস্তবায়ন হচ্ছে আমরা কোন দিন নুরুল ইসলাম ফারুকী হুজুর কে বুলতে পার না আল্লাহ জেন হুজুর কে বেহেস্তের উচ্চ মাকাম দান করেন আমিন
আল্লাহ শহীদ ফারুকী সাহেবকে জান্নাতবাসী করুন, আমিন।
'আলিম ভাই সঊ
'আলিম ভাইকে সূরা নিসার ৫৯ 'আয়াত পড়ার অনুরোধ কয়ছি
Marhaba
Amin
Umar r.a ke shohid koreche abu lulu majoosi itihash poren🙄
দুঃখ পেলে কান্না আসে। সুখ পেলে হাসি।নিজের জিবনের থেকে। আমার নবিজির ভালো বাসি
0aewewdpys
আল্লাহ হুজুর কে জান্নাতুল ফেরদাউস যেন দান করেন
আমিন
জাযাকাল্লাহ খাইরান। আল্লাহ পাক হুজুরকে জান্নাতুল ফেরদৌস দান করুন।আমিন।
আহ কথাগুলো যেন চুম্বকের মত টানে এক একটা কথা বর্তমান জামায় কোটি টাকা দিয়েও খুঁজে পাবো না 😢😢
আল্লাহু হুজুরের নেক আমলের পুরস্কার যেন জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন,,,,
মাশাআল্লাহ খুব সুন্দর বয়ান আল্লাহ জান্নাতুন ফেরদৌসের উচ্চ মাকাম নচিব কোর আমিন
ভালোবাসার মানুষ ছিলেন।আল্লাহ আপনাকে নবিজীর রওজায় জায়গা দান করুক
আমিন
নবীজির রওজায় জায়গা হবে কেনো???
আমিন
ছুম্মা আমিন
আল্লাহ্
ফারুকী হুজুরকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন।
আপনার কে ভুলার মতো নয়,, আল্লাহ পাক আপনার কে জান্নাতুল ফেরদৌসের করুন,, আমিন
আমিন
আমিন
We
Thanks again
Thanks so m
ভারতের কলকাতা নিউটাউন থেকে শুনছি খুব খুব খুব মূল্যবান ওয়াজ নসিহত করছে শুনে আমি মুগ্ধ হলাম আল্লাহ্ রব্বুল আলামীন যেন আপনাকে জান্নাতুল ফিরদাউস নসিব করে
মাশাআল্লাহ,,, আপনাকে আল্লাহ্ পাক শহীদি দরজা নছিব করুক সুম্মাআমিন 💐
ভালো বাসার আরেক নাম শহিদ নুরুল ইসলাম ফারুকি
Oooo
।
ঠিক
ভাল ভাসার আরেক নাম শহিদ নুরুল ইসলাম ফারুকি হজুর৷ ❤❤❤❤❤
3³🎉@@mdshamimahmed3921
আল্লাহু আকবার সল্লু আলাল হাবীব সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসাধারণ আলোচনা। ইয়া আল্লাহ আমাদের সকলকে ওনার মতো হওয়ার তাওফিক দান করুন আমিন,। ইয়া আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম দান করুন। ইয়া আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন এবং মুনাফেকি থেকে হিফাজত করুন আমিন সল্লু আলাল হাবিব সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ যেনো হুজুর কে জান্নাতের উচ্ছ মাকাম দান করেন আমিন।
আমিন
আমিন
আল্লাহ আপনি হুজুরকে জান্নাতুল পেরদাউছ নছিব করুন।
@@JABBARKHANOFFICAL9 তুইও জাহান্নামে যা
গ্রন্থঃ ফির্কাহ নাজিয়া
অধ্যায়ঃ আল্লাহ ও তাঁর রসূলকে ভালোবাসার ধরন
আল্লাহ ও তাঁর রসূলকে ভালোবাসার ধরন
১। আল্লাহ তাআলা বলেন,
قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ۗ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ
অর্থাৎ-বল, তোমরা যদি আল্লাহকে ভালোবাস তবে আমার অনুসরণ কর তাহলেই আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করবেন। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু। (সূরা আলে ইরান ৩ আয়াত)
২। প্রিয় নবী (সা.) বলেন, “তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি তার নিকট তার পিতা, সন্তান এবং সকল মানুষ অপেক্ষা প্রিয়তম হয়েছি।” (বুখারী)
৩৷ উক্ত আয়াত বিবৃত করে যে, রসূল (সা.)-এর আনীত বিষয়ের অনুসরণ করে এবং তিনি মানুষের জন্য যা বর্ণনা করে গেছেন সেই সহীহ হাদীসসমূহে উল্লেখিত তার আদেশের আনুগত্য করে ও নিষিদ্ধ বর্জন করেই আল্লাহর মহব্বত ও ভালোবাসা লাভ হয়। অন্যথা তার পথ-নির্দেশের অনুগামী না হয়ে এবং তাঁর আদেশ ও আদর্শের অনুবর্তী না হয়ে কেবল টানা-টানা ও ভঙ্গিমাপূর্ণ কথায় (বুলিতে) তার মহব্বত লাভ হয় না।
৪ আর উক্ত সহীহ হাদীস বর্ণনা করে যে, মুসলিমের ঈমান ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত না সে রসূল (সা.)-কে এমন ভালোবেসেছে, যা তার পিতা সন্তান ও সমস্ত মানুষ, এমনকি নিজেকে যেমন ভালোবাসে তার চেয়েও অধিক গাঢ় ও দৃঢ় হয়; যেমন অন্য এক হাদীসে এর নির্দেশ এসেছে। ভালোবাসার প্রভাব তখনই অভিব্যক্ত হয় যখন রসূল (সা.)-এর আদেশ ও নিষেধ এবং মনের ইচ্ছা ও প্রবৃত্তি, স্ত্রী, সন্তান-সন্ততি ও তার পরিবেশের সমস্ত মানুষের ইচ্ছা ও আকাঙ্খা পরম্পর-বিরোধী ও ভিন্নমুখী হয়। সুতরাং সে যদি সত্য প্রকৃত রসূল-প্রেমিক হয়, তাহলে তাঁর আদেশ-পালনকে প্রাধান্য দেয় এবং তার নিজ মন, স্ত্রী-পরিজন, খেয়ালখুশী ও সকল মানুষের বিরোধিতা করে। আর যদি সে কপট ও ভন্ড প্রেমিক হয়, তাহলে আল্লাহ ও তাঁর রসূলের অবাধ্যাচরণ করে এবং তার শয়তান ও মন-প্রবৃত্তির বাধ্য ও অনুগত দাস হয়।
৫। যদি আপনি কোন মুসলিমকে প্রশ্ন করেন যে, তুমি কি তোমার রসূলকে ভালোবাস? তখন চট করে হয়তো সে আপনাকে বলবে, 'অবশ্যই। আমার জান ও মাল তার জন্য কুরবান (উৎসর্গ) হোক। অতঃপর যদি তাকে প্রশ্ন করেন, তাহলে তুমি তোমার দাড়ি চাছ কেন? আর অমুক অমুক বিষয়ে তুমি তার বাহ্যিক বেশভূষা, চরিত্র, তওহীদ প্রভৃতিতে তার সাদৃশ্য অবলম্বন কর না কেন?” তখন চট করে সে এই বলে আপনাকে উত্তর দেবে, ভালোবাসা তো অন্তরে হয়। আমার অন্তর ভালো। আলহামদু লিল্লাহ!!” কিন্তু আমরা তাকে বলব, তোমার অন্তর যদি ভালো হত, তাহলে তার প্রভাব ও প্রতিকৃতি তোমার দেহে পরিস্ফুট হত। যেহেতু আল্লাহর রসূল (সা.) বলেন, “জেনে রাখ, দেহের মধ্যে এমন এক মাংস-পিন্ড আছে যা ভালো হলে সারা দেহ ভালো হবে। আর তা খারাপ হলে সারা দেহ খারাপ হবে। শোন! তাহল হৃৎপিন্ড (অন্তর)।” (বুখারী ও মুসলিম)*
৬। এক মুসলিম ডাক্তারের ডিপেনসারীতে প্রবেশ করে দেখলাম, দেওয়ালে বহু নারী-পুরুষের ছবি টাঙ্গানো আছে। আমি তাঁকে উপদেশ দিয়ে বললাম যে, আল্লাহর রসূল ধ্র ছবি টাঙ্গাতে নিষেধ করেছেন। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করে বললেন, 'ওরা আমার ইউনিভার্সিটির সহপাঠী ও সহপাঠিনী! অথচ তাদের অধিকাংশই কাফের। বিশেষ করে যুবতীরা যারা তাদের কেশদাম ও সৌন্দর্যকে ছবিতে প্রকাশ করে রেখেছে - আবার তারা সকলেই কমিউনিষ্ট দেশের! এই ডাক্তার দাড়িও চাছতেন। আমি তাকে পুনরায় নসীহত শুরু করলাম। কিন্তু তার আত্মাভিমান তাকে পাপাচরণেই অবিচলিত রাখল। বললেন, তিনি। দাড়ি চেঁছেই মরবেন! অথচ আশ্চর্যের বিষয় যে, রসূলের নির্দেশ-বিরোধী এই ডাক্তার তাঁর মিথ্যা ভালোবাসার দাবী করেন। আমাকে বললেন, 'বলুন, ইয়া রাসূলাল্লাহ আমি আপনার হিফাযতে!” আমি মনে মনেই বললাম, আপনি তার কথার খেলাফ করে তার হিফাযতে ঢুকতে চাচ্ছেন?! রসূল (সা.) কি এই শির্কে। সম্মত হবেন? যেহেতু আমরা এবং রসূল সকলেই একমাত্র আল্লাহর। হিফাযতে ও রক্ষণায়। ৭ রসূল-এর মহব্বত অনুষ্ঠান উদ্যাপনের মাধ্যমে, সৌন্দর্য-বহুল মঞ্চ নির্মাণ করে, অসঙ্গত নাত ও গজল পাঠ করে এবং এ ছাড়া অন্যান্য ভিত্তিহীন বিদআতী আড়ম্বর প্রদর্শন করে অভিব্যক্ত হয় না। বরং তার মহব্বত অভিব্যক্ত হয় তার পথ-নির্দেশ অনুসরণ করে, তার আদর্শ ও সুন্নাহর অনুকরণ করে এবং তাঁর সমূদয় নির্দেশাবলীকে কার্যকর করে। কবি কি সুন্দরই না বলেছেন,
‘তোমার প্রেম যদি সত্য হত, তাহলে অবশ্যই তুমি তার আনুগত্য করতে।
কারণ প্রেমিক তো প্রেমাস্পদের অনুগত হয়।”
* আর আল্লাহ বলেন, “উৎকৃষ্ট ভুমির ফসল তার প্রতিপালকের আদেশে উৎপন্ন হয় এবং যা নিকৃষ্ট তাতে কঠিন পরিশ্রম ব্যতীত কিছুই জম্মায় না।” (সূরা আরাফ ৫৮ আয়াত)
@@JABBARKHANOFFICAL9
সূরা আল মায়িদাহ (المآئدة), আয়াত: ৫৬
وَمَن يَتَوَلَّ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَٱلَّذِينَ ءَامَنُوا۟ فَإِنَّ حِزْبَ ٱللَّهِ هُمُ ٱلْغَٰلِبُونَ
উচ্চারণঃ ওয়া মাইঁ ইয়াতাওয়াল্লাল্লা-হা ওয়া রাছূলাহূওয়াল্লাযীনা আ-মানূফাইন্না হিঝবাল্লা-হি হুমুল গা-লিবূন।
অর্থঃ আর যারা আল্লাহ তাঁর রসূল এবং বিশ্বাসীদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, তারাই আল্লাহর দল এবং তারাই বিজয়ী।
@@JABBARKHANOFFICAL9
★ ওয়াজ না সুনে বাজে কমমেন্টস করেন কেন??
★ আপনে কি এজিদের দলের???
★ হযরত ওমর কে বলছিলো সবথেকে বেসি ভালোবাসতে মহাম্মাদ (সা:) কে নয়তো ইমানদার হওয়া যাবে না।
★ রাসুল (সা:) প্রসংসা ভালোলাগে না??
★ ইমান আছে তো????
★ নুরুল ইসলাম ফারুকিকে হত্যা কে করছে???
★ তোদের মত এজিদ মুসলিম রা
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সবাই দোয়া করি আল্লাহ যেন উনার জান্নাতুল ফেরদৌস দান করে আমিন
Allah tumi sorboggo sorboshokiman! Amader ke shirk r bedat mukto akidar upor kayem rakhun!
Bedat dorug theke mukto rakhun!
মোহাম্মদী ইসলাম জিন্দাবাদ ❤
হে আল্লাহ্ শহীদ নরুল ইসলাম করূকী কেজন্নাতে সবচেয়ে উচচ মযদা দাান করূন আমীন
মাশাআল্লাহ অসাধারণ বায়ান আল্লাহ তায়ালা যেন আপনার কে জান্নাতের ফেরদৌস দান করেন আমিন
আমার প্রিয় আলেম ফারুকী, ভূলবনা ভূলতে পারবনা,কোন দিন।
গুড
হুজুরকে মিস করি... অাল্লাহ হুজুরকে জান্নাতুল ফেরদৌস দান করুন
আল্লাহ আপনাকে জাননাতের উচ্চ মাকাম দান করুক ।
*আল্লাহর প্রিয় বান্দার সুন্দর* *আলোচনা*
হুজুরের ওয়াজ খুব ভালো লাগলো
মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ,
শতকোটি দরুদ ও সালাম আমীন,
হুজুর আপনি শহিদ হয়েচেন আমরাও নবীর জন্য শহিদ হতে রাজি আছি❤❤❤
Amin
নাবি প্রেম হল শ্রেস্ঠ প্রেম
আল্লাহ তুমি হুজুরকে জান্নাতুল ফেরদৌস নছিব করেন
আল্লাহ তুমি হুজুরকে জান্নাতুল ফেরদৌস নছিব করেন আমিন
নবী পেম মানে শূধু জিলাপি খাওয়া ভন্ড এর দল
@@jabbarkhan-he8hq jilapi to khabo naki tor ma ke khabo
@@jabbarkhan-he8hq
সূরা আল আহ্যাব (الْأحزاب), আয়াত: ৫৬
إِنَّ ٱللَّهَ وَمَلَٰٓئِكَتَهُۥ يُصَلُّونَ عَلَى ٱلنَّبِىِّ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ صَلُّوا۟ عَلَيْهِ وَسَلِّمُوا۟ تَسْلِيمًا
উচ্চারণঃ ইন্নাল্লা-হা ওয়া-মালাইকাতাহূইউসাললূনা ‘আলান নাবিইয়ি ইয়াআইয়ুহাল্লাযীনা আমানূসাললূ‘আলাইহি ওয়া ছালিলমূতাছলীমা-।
অর্থঃ আল্লাহ ও তাঁর ফেরেশতাগণ নবীর প্রতি রহমত প্রেরণ করেন। হে মুমিনগণ! তোমরা নবীর জন্যে রহমতের তরে দোয়া কর এবং তাঁর প্রতি সালাম প্রেরণ কর।
*****★★★★★★★★★★★★★★*****
সূরা আল আহ্যাব (الْأحزاب), আয়াত: ৫৭
إِنَّ ٱلَّذِينَ يُؤْذُونَ ٱللَّهَ وَرَسُولَهُۥ لَعَنَهُمُ ٱللَّهُ فِى ٱلدُّنْيَا وَٱلْءَاخِرَةِ وَأَعَدَّ لَهُمْ عَذَابًا مُّهِينًا
উচ্চারণঃ ইন্নাল্লাযীনা ইউ’যূ নাল্লা-হা ওয়া রাছূলাহূলা‘আনাহুমল্লা-হুফিদ্দুনইয়া-ওয়াল আ-খিরাতি ওয়া আ‘আদ্দা লাহুম ‘আযা-বাম মুহীনা-।
অর্থঃ যারা আল্লাহ ও তাঁর রসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদের প্রতি ইহকালে ও পরকালে অভিসম্পাত করেন এবং তাদের জন্যে প্রস্তুত রেখেছেন অবমাননাকর শাস্তি।
এক মাত্র শুধু মাত্র আল্লাহ্ রব্বুল আলামীন ও রাসূল সাঃ এর জন্য আপনাকে অনেক অনেক ভালো বাসি
হে আল্লাহ এই নবীর প্রেমিকে জান্নাতের আলা মাকামদান করেন। আমিন।।।
যুগের শ্রেষ্ঠ পথ পদর্শক,,সুন্নীয়তের এক বীর যোদ্ধা
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক হুজুর কে কবুল করুন আমিন।
নুরুল ইসলাম ফারুককে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ তার সাথে আমি এক 🌷🌷🌷🌷🌷
সত্য পথের পথকরা আল্লার রাস্তায় নবী রাস্তায় সহি হলেন আল্লাাহতাদের জান্নাতুল ফেরদৌসে আসয় দিন তাদের সাথে সাথি আমাদের কে করুন আমিন🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
আল্লাহ পাক হুজুর সাহেব কে জন্নাত দান করুন
আললাহ হুজুরকে জান্নাত বাসি করুন আমিন। খুব শানতী লাগে হুজুরকে দেখলে। ভালোবাসার আরেকনাম নুরুল ইসলাম ফারুকী রাঃ
একজন খাজ সুন্নিজামাতের হুজুর।আল্লাহ শহীদ ফারুকী হুজুর কে জান্নাত দান করুক।আমিন
মাশাআল্লাহ,,,
জান্নাতি মেহমান।
মাশাআল্লাহ আল্লাহ ফারুকী হুজুরকে জান্নাতুল ফেরদৌস দান করুক ❤❤😢
মুনাফিককে কোথায় রাখা হয় আল্লাহ্ ভাল জানেন।
@@ShahidulIslam-sq7lb তুই হারাম খোরের বাচ্চা হারাম খোর
আমিন❤❤❤
হুজুরকে দেখলে আমার শুধু কান্না আাসে হোসানী মোজাহিদ আললাহ আকবর
ভালোবাসি নুরুল ইসলামকে ফারুকি রঃ কে অনেক অনেক অনেক
আল্লাহ তায়ালা ব্যস্ত নসিব করুক আমিন
সত্যি কারের আশেকে রাসূল ছিলেন
আমার সম্মানিত প্রানের চেয়ে প্রিয় নুরুল ইসলাম ফারুকী হুজুরজান জিন্দাবাদ ইসলাম জিন্দাবাদ
ইসলামের সেবক কে আল্লাহ তায়ালা জান্নাতুল ফেরদৌস দান করুন।।
মাশাল্লা সুন্দর আলোচনা
এক দিন আমাদের জয় হবে ইসা আললাহ
আমিন মারহাবা আপনাকে হাজার সালাম
মহা বীর ❤
মাশাআল্লাহ খুবই সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা আল্লাহ যেন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন এবং আল্লাহ যেন হুজুরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন আমিন আমিন
আল্লাহ তায়ালা ফারুকী (রঃ) কে জান্নতের উচু মাকাম দান করুন আমীন।
❤❤❤❤❤ আপনার মনে যে আশা ছিল আল্লাহর রহমতে সে আশা পুরন হবে একদিন ইনশাল্লাহ
সালাম,,,মাশাআললাহ
আমার প্রিয় হুজুর
পৃথিবীর সবচেয়ে অন্যতম একজন জ্ঞানী ব্যাক্তি এবং একজন আশেকে রসূলকে আমরা হারালাম।আল্লাহ আমার ফারুকী হুজুরকে জান্নাতুল ফেদাউস নসিব করুন।আমিন
খুনিদের কঠোর বিচার চাই
@@mdniamol7446qà
😂😂😂
মাজারপূজারীদের কোন জান্নাতে দেওয়া হবে??? 🤣
দোয়া করি আল্লাহ পাক যেন হুজুরকে জান্নাতুল ফেরদৌস দান করেন আমিন
ভালোবাসার অবিরাম হুজুকে আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দানকরে
আমরা কনোদিন আপনার মতো বীর যোদ্ধা জিহাদী সাহেবব কে ভুলতে পারবো না
আমার প্রিয় হুজুর আল্লাম ফারুকি হুজুর,,সারা জিবন মানুষের মনে রয়ে যাবে,,,,আল্লাহ হুজুরকে,,,জান্নাত বাসি করুক,,,আমিন,,
❤️
মারহাবা মারহাবা ইয়া সকল সুন্নি পীর সাহেব
আল্লাহ হুজুরকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করুন আমীন ।
শেখ মুফতি আল্লামা নুরুল ইসলাম ফারুকি সাহেবের অমূল্য বয়ান আজও কাঁদায় কোটি লাখ লাখ আশেকানদের।যতদিন দুনিয়া থাকবে শহিদ নুরুল ইসলাম ফারুকি সাহেব রাসুল সাঃ এর প্রেমিকের অন্তরে বেঁচে থাকবেন।
Beshi beshi share kore nobijike khushi korar onurodh roilo.
ensaallah
আপনাকে জানাই অন্তরের ভালো বাসা,আচছালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহে ওয়া বারকাতুহু
নুর ইসলাম ফারুকী কে তুমি জান্নাতুল ফেরদৌসের দিন আমিন
হেআল্লাহ আমি অধম, দেলের গলায় গামছা বেধে,মিসকিনের ন্যায় আবেদন করছি দয়াল নবিজি সঃ এর শান মান কুটি কুটি গুন বৃদ্ধি করে দিন। সকল মানুষকে সঠিক বুঝ খুলে দিন আমিন।
ওনাকে যখন চিনতেচি তখন ওনাকে শহিদ করা হল।আমিন।
মারহাবা মারহাবা শহিদ নুরুল ইসলাম ফারুকী
আল্লাহ হুজুর কে জান্নাতের আলা মাকাম নছিব করুক
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর
হুজুরের কথা মনে হলে খুব কষ্ট লাগ হুজুর যত গুলো কথা বলে গিয়েছিলেন প্রত্যেকটা কথা বাস্তবায়ন হচ্ছে আমরা কোন দিন নুরুল ইসলাম ফারুকী হুজুর কে বুলতে পার না আল্লাহ জেন হুজুর কে বেহেস্তের উচ্চ মাকাম দান করেন আমিন
মারহাবা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো কথা বলেছেন আমিন
ইয়া আল্লাহ আপনি উনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। উনি ভাল মানুষ ছিলেন। উনি আপনার পেয়ারা হাবীবের এক জন প্রেমিক। উনার ওয়াজ আমাদের ভাল লাগে।
পবিত্র রমজান মাসে হুজুরকে খুব বেশি মিস করি।
শহীদ নুরুল ইসলাম ফারুকী হুজুর কে আল্লাহ্ জান্নাতুল ফেরদৌস দান করুন আমিন
আমীন ইয়া রব্বী
হে আল্লাহ নুরুল ইসলাম ফারুকী হুজুরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। উনার সাথে আমাদের কেও কবুল করুন।
0
5
❤❤ আসসালামু আলাইকুম ❤❤
আলহামদুলিল্লাহ
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
আলহামদুলিল্লাহ্। আল্লাহ্ ওনাকে জান্নাত দান করুন।
মহান আল্লাহ তাআলা হুজুরকে জান্নাতুল ফেরদাউস দান করুন
বিনম্র শ্রদ্ধা ও সালাম
ইসলামের এই যোদ্ধা শহীদ ফারুকী দাদাজিকে 😭🙏🙏
Behead bravo of Nurul Islam Faruqi hojur.
আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী (রহঃ) জিন্দাবাদ।
হুজুর ওপারে ভালো থাকবেন😭
প্রিয় একজন মানুষ ছিলেন
এতো যুক্তিপূৰ্ণ আলোচনা । অমূল্য ধন।
ফারুকী সাহেব কুরআন, সুন্নাহর সঠিক ব্যখ্যা দিয়েছেন।
মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ অনেক অনেক মোবারক জানায় আপনাকে প্রিয় হুজুর নূরুল ইসলাম ফারুকী সাহেব।
আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের দান করেন,,,, আমিন
আমিন
আল্লাহ যেন ওনাকে বেহশত সম্মানিত স্থান দান করেন, আমিন।
আলহামদুলিল্লাহ্
আল্লাহ তুমি আশেক্বে রাসুলকে জান্নাত দান করো।
রাখি না যদি কোনো মানুষের থাকে তাহলে সে অবশ্যই জাহান্নামে যাবে
আমার ভালোবাসার মানুষ জিন্দাবাদ
সুবাহানআললাহ আলহামদুলিল্লাহ্ আলহামদুলিল্লাহ্ আলহামদুলিল্লাহ্ আমিন আমিন আমিন
পীর জার জার সুননীয়ত সবার আল্লামা নুরুল ইসলাম ফারুকি হুজুরের কথা সকল সুননী এক হও
Subhanallah Masaallah Alhamdulillah Allahhu Akbar
শহীদ আল্লামা মাওলানা নূরুল ইসলাম ফারুকী সাহেবের মহান আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহপাক
নবিজি (সাঃ) উসিলায় জান্নাতুল ফেরদৌস নসিব করুন আমিন।
হে আল্লাহ তোমার পথে চলে ছে জারা হক কথা বলে মৃত্যু হয় ওই কাফেদের কে ধ্বংস করুন আমিন
হক কথা বলে তুমি বিলিয়ে দিলে প্রান,
তোমায় ভাল বাসেন প্রিয় নবী দু জাহান।
রাইট বলেছো ভাই
❤❤❤❤❤❤
আল্লাহ্ পাক যেন হুজুর কে নবী পাক স: উছিলায় জান্নাতের উচু মকাম দান করেন আমিন ❤❤❤❤❤