Epitaph(এপিটাফ)| Anindya, Sutirtha

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • Spotify- open.spotify.c...
    Jiosaavn- www.jiosaavn.c...
    কথা- অনিন্দ্য ভট্টাচার্য্য
    মাঝে মধ্যে গলায় দলা পাকায় যেন,
    সুখ নাকি তা দুঃখ যে, তার হদিশ পাই না কেন?
    কান্না চেনা বড্ড কঠিন, অভিমানী ভয়,
    নিরুদ্দেশের প্রহরগুলো অজ্ঞাতপরিচয়।
    বাড়তি বয়স বুঝতে শেখায় কাঁদতে সাহস লাগে।
    একলা হাওয়ার অন্ত্যমিলে নিশুতি রাত জাগে।
    এখন কাঁদি ইচ্ছে হলেই, ব্যথার আদর খুঁজি।
    কখনও বা ঘনিয়ে ওঠে সহজ সুখের পুঁজি।
    এমনি করেই কান্না সবই খরচ করে ফেলে,
    কাঁদবে সবাই... হাসতে হাসতে আমিও চলে গেলে!!!
    সুর, স্বর, পরিবেশনা- সুতীর্থ
    এলবাম আর্ট- ডাঃ বিশ্বজিৎ দাস

КОМЕНТАРІ • 37