স্বামী কথায় কথায় বলে তোমাকে ছেড়ে দেবো তালাক দেবো এ কথা বললে কি তালাক হয়ে যাবে

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • জুম্মার বয়ান ইমাম মো বাবলু হুসাইন
    আধারদিঘী কেন্দ্রীয় জামে মসজিদ, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও।
    মুসলিম স্বামী কতৃক তালাকের ঘোষণা দেয়ার নিয়ম:
    একজন মুসলিম স্বামী তার স্ত্রীকে মৌখিক কিংবা লিখিত তালাক দিতে পারে। মৌখিকভাবে তালাক দেয়ার ক্ষেত্রে মুখে তালাক উচ্চারণ করলে তালাক হয়ে যাবে আবার লিখিতভাবে দিলেও তালাক হয়ে যাবে। স্বামীর মুখে 'আমি তোমাকে তালাক দিলাম' বাক্যটি তালাক দেয়ার জন্য যথেষ্ট। শুধুমাত্র মৌখিকভাবে ঘোষণা দিলেই তালাক হয়ে যাবে। আবার কেউ যদি লিখিতভাবে তালাক দিতে চাই অর্থাৎ মৌখিক উচ্চারণ না করে লিখিতভাবে ঘোষণা দিতে চাই তাহলে যেকোন কাগজে বা পৃষ্ঠায় তালাক দেয়ার ঘোষণা দিলেই তালাক হয়ে যাবে।
    তালাক দেয়ার জন্য নির্দিষ্ট কোন বাক্য/কলেমা/দোয়া নাই যে তালাক দেয়ার জন্য এই শব্দ কিংবা এই বাক্য উচ্চারণ করতেই হবে। যার যেভাবে ইচ্ছা সেভাবে মৌখিকভাবে বলে তালাক দিতে পারে। তালাক দেয়ার সময় স্বামী স্ত্রীর নাম, পিতার নাম উচ্চারণ করে তালাক দিলেও হবে আবার স্ত্রীর নাম ধরে তার সম্মুখে আমি তালাক দিলাম বললেও তালাক হয়ে যাবে। অর্থাৎ তালাক মস্কারি কোন জিনিস নয়। তালাক দেয়ার সময় সাক্ষী থাকার প্রয়োজন নেই। বিবাহ পড়ানোর সময় সাক্ষীর প্রয়োজন হলেও, তালাকের সময় সাক্ষী থাকার প্রয়োজন নাই। তালাক দেয়ার জন্য কাজী অফিসে যেতে হবে কিনা অনেকেই প্রশ্ন করে থাকেন। আসলে তালাক দেয়ার জন্য নির্দিষ্ট কোন স্থান বা সময় নেই। যেকোন জায়গায় যেকোন সময় তালাক দেয়া যায়, এজন্য কাজী অফিসে গিয়ে তালাক দিতে হবে না। কাজী অফিসে বিবাহ রেজিস্ট্রি করা আইনে বাধ্যতামূলক বিধায় বিবাহের সময় কাজী অফিসে গিয়ে বিবাহ রেজিস্ট্রি করতে হয়। কিন্তু কাজী অফিসে তালাক রেজিস্ট্রি করা আইনে বাধ্যতামূলক করা হইনি। তালাক দিলে কাজী অফিসে গিয়ে দেয়ার প্রয়োজন নেই। তবে কেউ চাইলে তালাক দেয়ার পর কাজী অফিসে গিয়ে তালাক রেজিস্ট্রি করতে পারবে। সেক্ষত্রে কাজী অবশ্যই নিশ্চিত হবেন যে তালাকটি সত্যি সত্যি সিদ্ধ হয়েছে কিনা পরীক্ষা করবেন। তারপর কাজী তালাকটি রেজিস্ট্রি করতে পারবেন। তবে আইনে কাজী অফিসে তালাক রেজিস্ট্রি বাধ্যতামূলক নয় অর্থাৎ ঐচ্ছিক। কেউ চাইলে তালাক রেজিস্ট্রি করতেও পারে আবার না করলেও কোন অসুবিধা নাই।
    সংক্ষিপ্ত..

КОМЕНТАРІ • 1