পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ পূর্ব বাংলার শ্যামলিমায়, পঞ্চনদীর তীরে অরুণিমায় ধূসর সিন্ধুর মরু সাহারায়, ঝাণ্ডা জাগে যে আজাদ পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ সীমান্তের হিম গিরির চূড়ায়, বিজয় নিশান তার আকাশে উড়ায় ঝিলাম বিপাশা প্রতিচ্ছায়ায়, পেল আজাদীর স্বাদ পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ সাম্য মৈত্রীর বন্ধন হার, তৌহীদী দীক্ষা কণ্ঠে যাহার তিস্তা বিতস্তা আজো মােছে তার, গ্লানি দুঃখ বিষাদ পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ খাইবার দ্বারে তার পতাকাবাহী, মেঘনার কূলে যত বীর সিপাহী প্রাচ্য প্রতীচ্যের মিলন গাহি, দুনিয়া করে যে আবাদ পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ
এটি পূর্ব পাকিস্তানের জাতীয় সংগীত, আর এটি লিখেছেন কবি গোলাম মোস্তফা, কবিগুরু রবীন্দ্রনাথ লিখেছেন স্বাধীন বাংলাদেশের জাতীয় সংগীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ভালোবাসি।
১৯০৫ সালে, পুর্ব বাঙলার উন্নয়ন ও ঢাকাকে রাজধানী করার ঘোষনা দেয় ব্রিটিশ সরকার ,। এতে, আমার পুর্ব বাঙলার অন্যতম শ্রেষ্ঠ শোষক ও বাঙলার স্বাধীনতার স্বঘোষিত আজন্ম শত্রু, শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর সহ সকল বাঙালি বাবু গংরা খেপে ফুঁসে ওঠে। এবং তারা চরম জঙ্গি ও সন্ত্রাসী ও সাম্প্রদায়িকতা সৃষ্টি করলে, ব্রিটিশ সরকার, ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়। ফলে, পুর্ব বাঙলার উন্নয়ন থেমে যায়, এবং, ঢাকার রাজধানীর মর্যাদাও হারিয়ে যায়! এতে খুশি হয়ে, এই মুসলিম বিদ্বেষি কবি ১৯১১ সালে মনের উল্লাসে মেতে, -- রচনা করেন "আমার সোনার বাংলা আমি তো..... ভালবাসি। এই গানটি লেখায় ও মুসলিম প্রধান পুর্ব বাঙলার উন্নয়ন বন্ধ হওয়ায়, সকল বাঙালি বাবুরা কবির খুব প্রসংশা বা তারিফ করে! কিন্তু আমার পুর্ব বাঙলার মুসলমানরা এতে চরম ক্ষুব্ধ হয়! অর্থাৎ সে সময় থেকে আমাদের পুর্ব পুরুষেরা, তথা আমাদের বাপ-দাদারা এই ঘৃণিত গানটি গায় নি! অথচ আমাদের দেশের কতিপয় আরবী নামধারী নব্য বাঙালি বাবু গংরা, বেহুদা বেকুব ও বেহায়ার মত , নিজেদের পুর্বপুরুষ তথা আমাদের বাপ-দাদাদের মুখে জুতো মেরে সেই ঘৃনিত, ও পুর্ব বাঙলার উন্নতির বাঁধা সৃষ্টিকারি গানটিকেই জাতীয় সঙ্গিত বানিয়েছে! তাও আবার পুরো রবীন্দ্রসঙ্গিতটির মা দূর্গার বন্দনা করা অংশ টুকু বাদ দিয়ে! এমন বেহায়া জাতি পৃথিবীর বুকে আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না! আমাদের দেশের সাবেক প্রধান বিচারপতি ও রবীন্দ্র গবেষক এবং প্রেমিক মরহুম মহাম্মদ হাবিবুর রহমান তাঁর, " একজন ভারতীয় বাঙালির আত্মসমালোচনা, " নামক বইয়ে লিখেছেন --" নিজেকে বাংলাজাতি বলে উল্লেখ করলেও রবীন্দ্রনাথ কখোনো কল্পনাতেও ভারত হতে বিচ্ছিন্ন স্বতন্ত্র স্বাধীন ও সার্বভৌম বাংলা জাতি বা রাষ্ট্রের কথা চিন্তা করেননি। ' মহাজাতি সদনে ' রবীন্দ্রনাথ বলেন বাংলার যে জাগ্রত হৃদয় মন আপন বুদ্ধির ও বিদ্যার সমস্ত সম্পদ ভারতবর্ষের মহাবেদীতলে উৎসর্গ করবে বলেই ইতিহাসবিধাতার কাছে দীক্ষিত হয়েছে ; আত্মগৌরবে সমস্ত ভারতের সঙ্গে বাংলার সম্বন্ধ অচ্ছেদ্য থাকুক, আত্মাভিমানের ভেদবুদ্ধি তাকে পৃথক না করুক। ' মহাজাতি সদনে ' রবীন্দ্রনাথ এই আশা করেন যে, বাঙালির বাণী ভারতের বাণীকে সত্য করুক, বাঙালির বাহু ভারতের বাহুকে বল দিক ; ভারতের মুক্তিসাধনায় বাঙালি স্বৈরবুদ্ধিতে বিচ্ছিন্ন হয়ে কোনো কারনেই নিজেকেই অকৃতার্থ যেন না করে। আর ও অনেক কথার মাঝ থেকে একটি কথা মনে এলো! আর সেটি হচ্ছে -এই মুসলিম বিদ্বেষি কবির মনের লুকানো কথা ; যা তিনি চিঠির মাধ্যমে প্রকাশ করেন। ১৯৩৭ সালের, ২৯ শে মার্চে তিনি তিনার প্রিয় সেক্রেটারি শ্রী অমিয় চক্রবর্তী কে যে চিঠি লেখেন, তার দুটি লাইন তুলে দিলাম।... " বাংলাদেশে মুসলমান আধিপত্য পাকা হয়েচে ---খুশি হয়েছেন কর্তারা, কিন্তু একদিন সময় আসবে যখন মোটা অঙ্কে বিল চুকোতে হবে। " এর পরেও কিছু বেজন্মা তাঁকে বাঙলার মুসলমানদের,নবী মনে করাতে চাই! এবং আমাদের স্বাধীনতার সৈনিক জ্ঞান করে! ধিক এই নেড়ে মুচী মুসলমান জাতির!
এই গান টা রবিন্দ্রনাথের লেখা নয়,,, এই গানটি গোলাম মোস্তফা কর্তৃক ১৯৫৬ সালে লিখিত তারানা-ই-পাকিস্তান নামক একটি কবিতা থেকে গৃহীত হয়েছিল।[১][২] গানটির সুর করেন নাজির আহমেদ।[৩] পূর্ব পাকিস্তানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রাত্যহিক সমাবেশে জাতীয় সংগীত পাক সার জামিন সাদ বাদের পাশাপাশি এই গানটিও গাওয়া হত।[৪]
পাকিস্তান জিন্দাবাদ ছিল পাকিস্তানের একটি বিকল্প জাতীয় সংগীত। ১৯৭১ সাল পর্যন্ত বর্তমান বাংলাদেশ পূর্ব পাকিস্তান হিসেবে পাকিস্তানের অংশ থাকা অবস্থায় পূর্ব পাকিস্তানে এই গানটি গাওয়া হত। বাংলা ভাষায় রচিত এই গানটি গোলাম মোস্তফা কর্তৃক ১৯৫৬ সালে লিখিত তারানা-ই-পাকিস্তান নামক একটি কবিতা থেকে গৃহীত হয়েছিল। গানটির সুর করেন নাজির আহমেদ। পূর্ব পাকিস্তানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রাত্যহিক সমাবেশে জাতীয় সংগীত পাক সার জামিন সাদ বাদের পাশাপাশি এই গানটিও গাওয়া হত।
We used to sang this anthem in school till early 1971 then after the liberation we switched to “Amar Sonar Bangla.” I used to attend Muhammadpur Govt School’s primary section till 1970.
@@ruksanasiddiki6790 দেখুন এই ভিডিওটা জাতীয় সংগীত পরিবর্তন করার জন্য করা হয় নাই। উনি ষাটের দশকের মানুষ তাদের সময় অভিন্ন পূর্ব পাকিস্তানের সংগীত কেমন ছিল এ বিষয়ে তিনি জানতে চাইলে তিনি তার স্মৃতিচারণ করেন। এটাই এই ভিডিওর মূল উদ্দেশ্য।
পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ পূর্ব বাংলার শ্যামলিমায়, পঞ্চনদীর তীরে অরুণিমায় ধূসর সিন্ধুর মরু সাহারায়, ঝাণ্ডা জাগে যে আজাদ পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। সীমান্তের হিম গিরির চূড়ায়, বিজয় নিশান তার আকাশে উড়ায় ঝিলাম বিপাশা প্রতিচ্ছায়ায়, পেল আজাদীর স্বাদ পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। সাম্য মৈত্রীর বন্ধন হার, তৌহীদী দীক্ষা কণ্ঠে যাহার তিস্তা বিতস্তা আজও মােছে তার, গ্লানি দুঃখ বিষাদ পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। খাইবার দ্বারে তার পতাকাবাহী, মেঘনার কূলে যত বীর সিপাহী প্রাচ্য প্রতীচ্যের মিলন গাহি, দুনিয়া করে যে আবাদ পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। _____________ পাকিস্তানের জয়গানকে সমর্থন করে যে শেয়ার করা হলো তা অবশ্যই নয়। এটা একটা সাহিত্য, লেখাটা ভালোও লাগলো। শুধুমাত্র তাই জন্য শেয়ার করা হলো। কারণ ভারতীয় শিক্ষায় গুনের এবং গুণীর সমাদর করতে শেখানো হয়। ঠিক যেমন ভারতীয়রা বঙ্গবন্ধু তথা মহামান্য হাসিনাকে সম্মানের চোখে দেখে, পিনাকী ভট্টাচার্যকে নয়।
গানটার লিরিক পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ পূর্ব বাংলার শ্যামলিমায়, পঞ্চনদীর তীরে অরুণিমায় ধূসর সিন্ধুর মরু সাহারায়, ঝাণ্ডা জাগে যে আজাদ পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ সীমান্তের হিম গিরির চূড়ায়, বিজয় নিশান তার আকাশে উড়ায় ঝিলাম বিপাশা প্রতিচ্ছায়ায়, পেল আজাদীর স্বাদ পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ সাম্য মৈত্রীর বন্ধন হার, তৌহীদী দীক্ষা কণ্ঠে যাহার তিস্তা বিতস্তা আজো মোছে তার, গ্লানি দুঃখ বিষাদ পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ খাইবার দ্বারে তার পতাকাবাহী, মেঘনার কূলে যত বীর সিপাহী প্রাচ্য প্রতীচ্যের মিলন গাহি, দুনিয়া করে যে আবাদ পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ
মিথ্যা কথা। এটা জাতীয় সংগীত নয়। জাতীয় সংগীত ছিল ঊর্দুতে। বাংলায় নয়। এটা ছিল: পাকছার জমিন সাদবাদ কি সাওয়ারে হাসিন সাদবাদ ইত্যাদি। হাইস্কুলে প্রত্যহ ক্লাস শুরুর আগে মাঠে লাইন ধরে দাড়িয়ে পতাকা উত্তোলন করে এই জাতীয় সংগীত একত্রে আবৃত্তি করতাম।
এই সঙ্গীত আমরাও গেয়েছি কিন্তু তা যে রবীন্দ্র নাথের লেখা এ কতা মানতে পারছি না। আমাদের আরও গভীরে যাওয়া দরকার। আর পাকিস্তানের বর্তমান জাতীয় সঙ্গীতটি জে. আইউবের আমলেই চালু হয় কিন্তু পূর্বে কি ছিল তা জানা নাই।
@@wasifreza2210পূর্ব বাংলা বিরোধী কলকাতার অত্যাচারি মৌলবাদি হিন্দুর গানকে কেন বাংলাদেশের জাতীয় সংগীত করা হল? বাংলাদেশ কখনই স্বাধীন ছিল না। বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য।
No, my dear. The song implies progressive nationalism of pakistan. Amar shonar bangla implies the rightish and leftish extreemism of bangladesh. From 1947- 1971 east bengali culture was progressive one. Long live united pakistan!
মুখের ভাষা এমন কেন??আপনার কাছে এগুলো শিখতে হবে আমায়।রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল মঙ্গলবার, ৭ মে ১৮৬১ ইংরেজি, সোমবার ২৫শে বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ ভোর রাত ২টা ৩০মিঃ থেকে ৩টার মধ্যে কলকাতার জোড়াসাঁকোস্থ ৬, দ্বারকানাথ ঠাকুর লাইনের তাঁর পৈত্রিক বাড়িতে। অন্যদিকে বৃহস্পতিবার ৭ আগস্ট ১৯৪১ ইংরেজি, ২২শে শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দে দুপুর ১২টার কিছু পরে কলকাতার জোড়াসাঁকোতেই তিনি ৮০ বছর ৩ মাস বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর মাত্র দুই সপ্তাহ আগে ২৫ জুলাই ১৯৪১ ইংরেজিতে তাঁকে শান্তিনিকেতন থেকে চিকিৎসার সুবিধার্থে কলকাতাতে নিয়ে আসা হয় এবং এখানেই ৩০শে জুলাই তিনি তাঁর শেষ কবিতাটি বর্ণনা করেন।
এই গানটি কবি গোলাম মোস্তফা সাহেবের লিখা!আর পাকিস্তানের রাষ্ট্রভাষা ছিল তিনটি যথা উরদু বাংলা উ ইংরেজি!এছাড়া প্রতিটি প্রদেশে নিজ নিজ সংখ্যাগরিষ্ঠ ভাষার চরচা ছিল এবং আজউ প্রাদেশিক জাতীয় সংগীত আছে!আর এই গানটি পাকিস্তানের দ্বিতীয় জাতীয় সংগীত হিসেবে মনোনীত হয় ১৯৬৫ সালে ঐতিহাসিক পাক ভারত যুদ্ধে ইস্ট বেংগল রেজিমেন্টের সৈন্যদের হাতে ভারতীয় সেনাদের লজ্জাজনক পরাজয়ের কারনে!সেই সময়ে পাক আরমিতে সবচেয়ে দুরবল অস্ত্রশস্ত্রে সজ্জিত এই লাইট ইনফেন্ট্রি পাকিস্তানের লাহোর সেক্টরের চাবিন্ডাতে ভারতীয় সেনাবাহিনীর ছয়শ ট্যাংক নিয়ে আক্রমণরত দুই ডিভিশনের একটা দলকে বুকে বোমা বেধে ট্যাংকের নিচে শুয়ে পড়ে উদের প্রায় ৬০ থেকে ৭০ টি ট্যাংক যুদ্ধক্ষেত্রেই ধ্বংস্প্রাপ্ত হয়!আর বাকি ট্যাংকগুলি ফেলে ভারতীয় আগ্রাসনকারী হিন্দু হানাদার সেনারা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়!এছাড়া লাহোরের পাশে শিয়ালকোট সেক্টরেউ ভারতের অনুরুপ বিপর্যয় ঘটেছিল বীরশ্রেষ্ঠ মেজর আজিজ ভাট্টির নেতৃত্বাধীন পাঞ্জাব উ ইস্ট বেংগল রেজিমেন্টের সেনাদের কাছে!আর শিয়ালকোটের যুদ্ধে পাকিস্তানের অপ্প্র দুই রেজিমেন্ট যথা বালুচ রেজিমেন্ট উ ফ্রন্টিয়ার ফোর্স রেজিমেন্টের সদস্যছিল একেবারেই কম!আর লাহোরের চাবিন্ডাতে প্রায় সকল সদস্যি ছিল ইস্ট বেংগল রেজিমেন্টের!আর পাকিস্তানের বেশিরভাগ শক্তিশালী রেজিমেন্ট উ ইউনিয়গুলি ভারতের সীমান্তসংলগ্ন আজাদ জম্মু কাশ্মির উ ভারতীয় জম্মু কাশ্মিরে আক্রমনরত ছিল!অইযুদ্ধে ইস্ট বেংগল রেজিমেন্টের জুতে শুধু লাহোরি রক্ষা পায় না বরং হারা যুদ্ধে পাকিস্তানের নিরংকুশ বিজয় ঘটে! ভারতের প্রায় ত্রিশ হাজার থেকে পঞ্চাশ হাজার সদস্য নিহত আর অনুরুপ সংখ্যক আহত হয়!এবাদে দেড় লালহ ভারতীয় হানাদার সেনা ইস্ট বেংগল রেজিমেন্টের হতে গ্রেফতার হয়!আর পাকিস্তানের সেনাদের মৃত্যুর সংখ্যা একহাজার জনউ নয়!তবে প্রায় দশ থেকে ত্রিশ হাজার পাক সেনা ভারতীয় সেনাদের হাতে বন্দি হয়!,আর লাহোরে যুদ্ধে কমান্ড করেছিলেন লেফটেন্যান্ট কর্নেল ওসমানী উ তরুন ক্যাপ্টেন জিয়াউর রহমান সাহেব আই মিন বিএনপির প্রতিষ্ঠাতা উ রাষ্ট্রপতি উ সাবেক সেনাবাহিনীর প্রধান বাংলাদেশ!, ১৯৬৫ সালের যুদ্ধের আগে বাংগালীদ্দ্রকে সামরিক কাজে অযোগ্য বলা হত আর বাংগালীদের কুন দাম ছিল না!
পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ
পূর্ব বাংলার শ্যামলিমায়, পঞ্চনদীর তীরে অরুণিমায়
ধূসর সিন্ধুর মরু সাহারায়, ঝাণ্ডা জাগে যে আজাদ
পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ
সীমান্তের হিম গিরির চূড়ায়, বিজয় নিশান তার আকাশে উড়ায়
ঝিলাম বিপাশা প্রতিচ্ছায়ায়, পেল আজাদীর স্বাদ
পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ
সাম্য মৈত্রীর বন্ধন হার, তৌহীদী দীক্ষা কণ্ঠে যাহার
তিস্তা বিতস্তা আজো মােছে তার, গ্লানি দুঃখ বিষাদ
পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ
খাইবার দ্বারে তার পতাকাবাহী, মেঘনার কূলে যত বীর সিপাহী
প্রাচ্য প্রতীচ্যের মিলন গাহি, দুনিয়া করে যে আবাদ
পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ
Thanks for lyric
🎉🎉🎉অখন্ড পাকিস্তান জিন্দাবাদ❤❤❤❤❤
আমিও এই জাতীয় সংগীত পড়েছি কিন্তু তখন প্রথম শ্রেনীতে পড়তাম তখন বুঝতাম না এটি পাকিস্তানের জাতীয় সংগীত
ধন্যবাদ
গোলাম মোস্তফা
সঙ্গীতটি ১৯৫৬ সালে কবি গোলাম মোস্তফার দ্বারা রচিত
No my dear. The anthem has been written by the famous bengali poet qader newaz which was published in 1950.
আমরাও গেয়েছি, স্কুলের অ্যাসেম্বলি তে।
আরেকটা ছিলো, ' উড়াও উড়াও আজি কওমি নিশান, চাঁদ তারা সাদা তার,সবুজো নিশান।
রবীন্দ্রনাথ না। কবি মোস্তফা।
জ্বী ধন্যবাদ
Egulu official na
Love From East Pakistan 😊
love from Bangladesh ❤️
এটি পূর্ব পাকিস্তানের জাতীয় সংগীত, আর এটি লিখেছেন কবি গোলাম মোস্তফা, কবিগুরু রবীন্দ্রনাথ লিখেছেন স্বাধীন বাংলাদেশের জাতীয় সংগীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ভালোবাসি।
ধন্যবাদ
বাংলাদেশের জন্য কি তিনি জাতীয় সংগীত লিখেছিলেন কি
রাইট আপনি ঠিকই বলেছেন আমারও মনে পড়ছে তখন ছোট ছিলাম মাত্র প্রথম শ্রেনী পড়া শেষ করেছে
১৯০৫ সালে, পুর্ব বাঙলার উন্নয়ন ও ঢাকাকে রাজধানী করার ঘোষনা দেয় ব্রিটিশ সরকার ,। এতে, আমার পুর্ব বাঙলার অন্যতম শ্রেষ্ঠ শোষক ও বাঙলার স্বাধীনতার স্বঘোষিত আজন্ম শত্রু, শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর সহ সকল বাঙালি বাবু গংরা খেপে ফুঁসে ওঠে। এবং তারা চরম জঙ্গি ও সন্ত্রাসী ও সাম্প্রদায়িকতা সৃষ্টি করলে, ব্রিটিশ সরকার, ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়। ফলে, পুর্ব বাঙলার উন্নয়ন থেমে যায়, এবং, ঢাকার রাজধানীর মর্যাদাও হারিয়ে যায়! এতে খুশি হয়ে, এই মুসলিম বিদ্বেষি কবি ১৯১১ সালে মনের উল্লাসে মেতে, -- রচনা করেন "আমার সোনার বাংলা আমি তো..... ভালবাসি। এই গানটি লেখায় ও মুসলিম প্রধান পুর্ব বাঙলার উন্নয়ন বন্ধ হওয়ায়, সকল বাঙালি বাবুরা কবির খুব প্রসংশা বা তারিফ করে! কিন্তু আমার পুর্ব বাঙলার মুসলমানরা এতে চরম ক্ষুব্ধ হয়! অর্থাৎ সে সময় থেকে আমাদের পুর্ব পুরুষেরা, তথা আমাদের বাপ-দাদারা এই ঘৃণিত গানটি গায় নি!
অথচ আমাদের দেশের কতিপয় আরবী নামধারী নব্য বাঙালি বাবু গংরা, বেহুদা বেকুব ও বেহায়ার মত , নিজেদের পুর্বপুরুষ তথা আমাদের বাপ-দাদাদের মুখে জুতো মেরে সেই ঘৃনিত, ও পুর্ব বাঙলার উন্নতির বাঁধা সৃষ্টিকারি গানটিকেই জাতীয় সঙ্গিত বানিয়েছে! তাও আবার পুরো রবীন্দ্রসঙ্গিতটির মা দূর্গার বন্দনা করা অংশ টুকু বাদ দিয়ে! এমন বেহায়া জাতি পৃথিবীর বুকে আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না!
আমাদের দেশের সাবেক প্রধান বিচারপতি ও রবীন্দ্র গবেষক এবং প্রেমিক মরহুম মহাম্মদ হাবিবুর রহমান তাঁর, " একজন ভারতীয় বাঙালির আত্মসমালোচনা, " নামক বইয়ে লিখেছেন --" নিজেকে বাংলাজাতি বলে উল্লেখ করলেও রবীন্দ্রনাথ কখোনো কল্পনাতেও ভারত হতে বিচ্ছিন্ন স্বতন্ত্র স্বাধীন ও সার্বভৌম বাংলা জাতি বা রাষ্ট্রের কথা চিন্তা করেননি। ' মহাজাতি সদনে ' রবীন্দ্রনাথ বলেন বাংলার যে জাগ্রত হৃদয় মন আপন বুদ্ধির ও বিদ্যার সমস্ত সম্পদ ভারতবর্ষের মহাবেদীতলে উৎসর্গ করবে বলেই ইতিহাসবিধাতার কাছে দীক্ষিত হয়েছে ; আত্মগৌরবে সমস্ত ভারতের সঙ্গে বাংলার সম্বন্ধ অচ্ছেদ্য থাকুক, আত্মাভিমানের ভেদবুদ্ধি তাকে পৃথক না করুক। ' মহাজাতি সদনে ' রবীন্দ্রনাথ এই আশা করেন যে, বাঙালির বাণী ভারতের বাণীকে সত্য করুক, বাঙালির বাহু ভারতের বাহুকে বল দিক ; ভারতের মুক্তিসাধনায় বাঙালি স্বৈরবুদ্ধিতে বিচ্ছিন্ন হয়ে কোনো কারনেই নিজেকেই অকৃতার্থ যেন না করে।
আর ও অনেক কথার মাঝ থেকে একটি কথা মনে এলো! আর সেটি হচ্ছে -এই মুসলিম বিদ্বেষি কবির মনের লুকানো কথা ; যা তিনি চিঠির মাধ্যমে প্রকাশ করেন।
১৯৩৭ সালের, ২৯ শে মার্চে তিনি তিনার প্রিয় সেক্রেটারি শ্রী অমিয় চক্রবর্তী কে যে চিঠি লেখেন, তার দুটি লাইন তুলে দিলাম।... " বাংলাদেশে মুসলমান আধিপত্য পাকা হয়েচে ---খুশি হয়েছেন কর্তারা, কিন্তু একদিন সময় আসবে যখন মোটা অঙ্কে বিল চুকোতে হবে। " এর পরেও কিছু বেজন্মা তাঁকে বাঙলার মুসলমানদের,নবী মনে করাতে চাই! এবং আমাদের স্বাধীনতার সৈনিক জ্ঞান করে! ধিক এই নেড়ে মুচী মুসলমান জাতির!
কবি গরু রবি ঠাকুর
এই সংগীত আমার মায়ের মুখে অনেক বার শুনছি
@@MdHasmotullah-kr7kg ধন্যবাদ
এটি ১৯৬০ এর আগের পর্ব পাকিস্তানের বাংলা জাতীয় সংগীত, লেখক কবি গোলাম মোস্তফা
ধন্যবাদ
No. The writer of the anthem was the famous bengali poet qader newaz which was publish in 1950.
খুব সুন্দর জাতীয় সঙ্গীত ছিল। বার বার শুনতে মন চায়।
ধন্যবাদ
অনেক সুন্দর জাতীয় সংগীত ❤❤❤
ধন্যবাদ
পর্ব পাকিস্তান জিনন্দাবাদ
বাংলাদেশ জিন্দাবাদ
আমার বাবার কাছ থেকে ছোট বেলা শিখেছি😊
@@AkmHsn অনেক সুন্দর একটি সৃষ্টি
কন্ঠেটা দারুন ❤
ধন্যবাদ
আমার দাদীর মুখে শুনেছিলাম অনেকবার।
ধন্যবাদ
সুর এখনো মাশাআল্লাহ
জ্বী
Music scored by Music Director Abdul Ahad.
এটা আমিও পড়েছি। অনেক খুঁজেছি পাই নাই। ফেসবুকের মাধ্যমে পেয়ে গেলাম। ধন্যবাদ ভাইকে।ধন্যবাদ ফেসবুকে। রবীন্দ্রনাথ এটা লিখেন নাই।
জ্বী এটি পল্লিকবি জসিম উদ্দিন লিখেছেন
Rabindra nath Thakur 1941 ei chiraniidray shayeta hoyechen. Unar soubhagya je unar Sonar Bangla ke dharmer bhitti te dui bhage bhag hote dekhe jete hoy nai.
@@jmbaulmedia2835গোলাম মোস্তফা লিখেছেন 1956 সালে
অসাধারণ
ধন্যবাদ
Excellent mind blowing
Thanks 😊
ঙ্গীতটি ১৯৫৬ সালে কবি গোলাম মোস্তফার দ্বারা রচিত
এই গান টা রবিন্দ্রনাথের লেখা নয়,,, এই গানটি গোলাম মোস্তফা কর্তৃক ১৯৫৬ সালে লিখিত তারানা-ই-পাকিস্তান নামক একটি কবিতা থেকে গৃহীত হয়েছিল।[১][২] গানটির সুর করেন নাজির আহমেদ।[৩] পূর্ব পাকিস্তানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রাত্যহিক সমাবেশে জাতীয় সংগীত পাক সার জামিন সাদ বাদের পাশাপাশি এই গানটিও গাওয়া হত।[৪]
সঠিক বলেছেন
মায়ের কাছে অনেক শুনেছি। এই মুরুব্বি সুর ঠিক মতো হয়নি। আর এই গানের লিখেছেন কবি গোলাম মোস্তফা , রবীন্দ্রনাথ ঠাকুর নয়।
জ্বী
সঠিক
4536
His
Voice
Is
Right
You
Don't
How
To
Song
পাকিস্তান জিন্দাবাদ ছিল পাকিস্তানের একটি বিকল্প জাতীয় সংগীত। ১৯৭১ সাল পর্যন্ত বর্তমান বাংলাদেশ পূর্ব পাকিস্তান হিসেবে পাকিস্তানের অংশ থাকা অবস্থায় পূর্ব পাকিস্তানে এই গানটি গাওয়া হত। বাংলা ভাষায় রচিত এই গানটি গোলাম মোস্তফা কর্তৃক ১৯৫৬ সালে লিখিত তারানা-ই-পাকিস্তান নামক একটি কবিতা থেকে গৃহীত হয়েছিল। গানটির সুর করেন নাজির আহমেদ। পূর্ব পাকিস্তানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রাত্যহিক সমাবেশে জাতীয় সংগীত পাক সার জামিন সাদ বাদের পাশাপাশি এই গানটিও গাওয়া হত।
ধন্যবাদ
Pakistan ❤Bangladesh.. Chirojibi hok❤❤❤
পাকিস্তান বাংলাদেশ জিন্দাবাদ
১৯৭০ সালে হলিক্রস স্কুলে ৪র্থ শ্রেণীতে পড়তাম। ৩ দিন গাইতাম এটি আর ৩ দিন 'পাক স্যার যমীন '।
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য
আর একটা আছে ১৯৬৮সালে পড়াইচে৷ পাকস্যার জমি কানিযম ওকুযাতে কাউকেমুলকে সুলতানাত আর যে পাকিস্তান
@@BHmiah 😂 😂 ভূল। এটা পাক সরজমিনেরই অংশ। কথাগুলি হবে এমন, "পাক সরজমিনকা নিজাম, কুয়তে উখুয়তে আওয়াম, কওম মুলুক সালতানাত, পায়েন্দা তাবেন্দাবাদ, শাদবাদ মঞ্জীলে মুরাদ"
সুনতেই ইচ্ছে করে
@@shahriarkhan9373 ধন্যবাদ
এটি লিখেছেন কবি গোলাম মোস্তফা। তিরানা-ই-পাকিস্তান
ধন্যবাদ
We used to sang this anthem in school till early 1971 then after the liberation we switched to “Amar Sonar Bangla.” I used to attend Muhammadpur Govt School’s primary section till 1970.
Thanks
আবার এই টাকেই জাতীয় সংগীত করা হবে বুঝতে পারছি
আমাদের নিরবেই সহ্য করে নিতে হবে
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি 😭
@@ruksanasiddiki6790 দেখুন এই ভিডিওটা জাতীয় সংগীত পরিবর্তন করার জন্য করা হয় নাই। উনি ষাটের দশকের মানুষ তাদের সময় অভিন্ন পূর্ব পাকিস্তানের সংগীত কেমন ছিল এ বিষয়ে তিনি জানতে চাইলে তিনি তার স্মৃতিচারণ করেন। এটাই এই ভিডিওর মূল উদ্দেশ্য।
নিশ্চিন্ত থাকুন আবার এটাকেই জাতীয় সংগীত করা হবে না। তবে আমার সোনার বাংলা থাকবে না। কারণ বাংলাদেশ এখন আর যুক্ত বাংলার অংশ নয়
😂😂😂😂 নাটক কম করো পিয়
যে জাতীয় সংগীত গাইছে আমার নানী মুখে শুনেছি সবসময় তবে বাংলাদেশ হবার পর রবীন্দ্রনাথের সংগীতটি চালিয়ে দেওয়া হয়।
সঠিক বলেছেন
Both the Bengali and the Urdu were the national languages of the then Pakistan.
এটি অভিন্ন পূর্ব পাকিস্তানের জাতীয় সংগীত
Masha Allah
শুকরিয়া
ভাষাগুলো কঠিন মনে হয়
@@travelersujonibrahim8921 ভাষাগুলো কঠিন মনে হলেও এর তাৎপর্যটা সহজ ও সাবলীল
😢 কতো সুন্দর ই না ছিলো জাতীয় সঙ্গীত টি 😢
ধন্যবাদ
এত প্রেম থাকলে পাকিস্তানে চলে যান।
Er theke present anthem hajar gun balo,ki hisebe oita eto balo mone hoy?
But Pakistan r original song aro bali
Marhaba Masha Allah chacha
Thanks 😊
পূর্ব পাকিস্তান জিন্দাবাদ
বৃহত্তর পাকিস্তান যিন্দাবাদ, প্রগতিশীল ইসলাম যিন্দাবাদ।
পূর্ব পাকিস্তান ফিরে কখনো পাবিনা
অনেক, অনেক, অনেক সুন্দর গান
ধন্যবাদ
চাচা অস্থির গাইছেন
তারপরেও এ বয়সে ভালই গেয়েছেন।
সুন্দর
ধন্যবাদ
সেহারায় না সাহারায়। গানটা আমি অনেক দিন হয় খুঁজছিলাম। শুদ্ধ গানটা পাওয়া গেলে ভালো হত।
"National Anthem of East Pakistan" লিখে সার্চ দেন
মাশাল্লাহ্
@@MDJahidulIslamMDJhahidul-iv3nm ধন্যবাদ
Eta ki pawa jabe?
পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ
পূর্ব বাংলার শ্যামলিমায়,
পঞ্চনদীর তীরে অরুণিমায়
ধূসর সিন্ধুর মরু সাহারায়,
ঝাণ্ডা জাগে যে আজাদ
পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ।
সীমান্তের হিম গিরির চূড়ায়,
বিজয় নিশান তার আকাশে উড়ায়
ঝিলাম বিপাশা প্রতিচ্ছায়ায়,
পেল আজাদীর স্বাদ
পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ।
সাম্য মৈত্রীর বন্ধন হার,
তৌহীদী দীক্ষা কণ্ঠে যাহার
তিস্তা বিতস্তা আজও মােছে তার,
গ্লানি দুঃখ বিষাদ
পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ।
খাইবার দ্বারে তার পতাকাবাহী,
মেঘনার কূলে যত বীর সিপাহী
প্রাচ্য প্রতীচ্যের মিলন গাহি,
দুনিয়া করে যে আবাদ
পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ।
_____________
পাকিস্তানের জয়গানকে সমর্থন করে যে শেয়ার করা হলো তা অবশ্যই নয়। এটা একটা সাহিত্য, লেখাটা ভালোও লাগলো। শুধুমাত্র তাই জন্য শেয়ার করা হলো। কারণ ভারতীয় শিক্ষায় গুনের এবং গুণীর সমাদর করতে শেখানো হয়। ঠিক যেমন ভারতীয়রা বঙ্গবন্ধু তথা মহামান্য হাসিনাকে সম্মানের চোখে দেখে, পিনাকী ভট্টাচার্যকে নয়।
গানটার লিরিক
পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ
পূর্ব বাংলার শ্যামলিমায়, পঞ্চনদীর তীরে অরুণিমায় ধূসর সিন্ধুর মরু সাহারায়, ঝাণ্ডা জাগে যে আজাদ পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ
সীমান্তের হিম গিরির চূড়ায়, বিজয় নিশান তার
আকাশে উড়ায়
ঝিলাম বিপাশা প্রতিচ্ছায়ায়, পেল আজাদীর স্বাদ পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ
সাম্য মৈত্রীর বন্ধন হার, তৌহীদী দীক্ষা কণ্ঠে যাহার
তিস্তা বিতস্তা আজো মোছে তার, গ্লানি দুঃখ বিষাদ পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ
খাইবার দ্বারে তার পতাকাবাহী, মেঘনার কূলে যত বীর সিপাহী
প্রাচ্য প্রতীচ্যের মিলন গাহি, দুনিয়া করে যে আবাদ পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ
ধন্যবাদ
❤
তিনি গেয়েছেন ভালো কিন্ত সুর বার বার কেটে গেছে ।
উনি সে সময় পান খাচ্ছিলেন তাই বারবার সুরটা কেটে যাচ্ছিল
মিথ্যা কথা। এটা জাতীয় সংগীত নয়। জাতীয় সংগীত ছিল ঊর্দুতে। বাংলায় নয়। এটা ছিল:
পাকছার জমিন সাদবাদ
কি সাওয়ারে হাসিন সাদবাদ
ইত্যাদি।
হাইস্কুলে প্রত্যহ ক্লাস শুরুর আগে মাঠে লাইন ধরে দাড়িয়ে পতাকা উত্তোলন করে এই জাতীয় সংগীত একত্রে আবৃত্তি করতাম।
কবি গোলাম মোস্তফা ১১৯৫৬ সালে লিখেছেন
Thik
এই সঙ্গীত আমরাও গেয়েছি কিন্তু তা যে রবীন্দ্র নাথের লেখা এ কতা মানতে পারছি না। আমাদের আরও গভীরে যাওয়া দরকার। আর পাকিস্তানের বর্তমান জাতীয় সঙ্গীতটি জে. আইউবের আমলেই চালু হয় কিন্তু পূর্বে কি ছিল তা জানা নাই।
উনি ভুল ক্রমিকভাবে রবীন্দ্রনাথের নাম বলেছিলে এটি লিখেছিলেন কবি মোস্তফা কামাল
80 years ago there was no Pakistan
😅
Yeah Bharat borsho chilo,,,toder jonno vag hoice ugro hindu der jonno
@RobiulIslam-yz4f
Autistic
He
Is
Right
Pakistan
Made
In
1947
So
77
Years
Ago
Thats
Why
80
Years
No
Pakistan
Was
There
Why
Ami jokon primary school portam tokon ai jatio songit silo.
🥰🥰🥰
পাক সার জমিন সাদবাদ,
এটা কোন সময়ের জাতীয় সঙ্গীত?
১৯৫২ সালে পাকিস্তানি উর্দু কবি হাফিজ জলন্ধরি "পাক সার জমিন সাদ বাদ' লিখেন।
Eta ami amar babar mukhe shune chhilam chhuto belay amar baba ekjon sena muktijodda chhilo
Respect for every freedom fighters
হা বাই আমি জানতামনা❤
Okay
গোলাম মোস্তফা লিখছিলেন এটা
ধন্যবাদ
❤❤❤❤❤
🥰🥰❤️❤️
Not Rabindranath. Around 1960
thanks
পাকিস্তানের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ লিখেনি
জ্বী ধন্যবাদ
এটা লিখছেন কবি গোলাম মোস্তফা
জ্বী উনি ভুল ক্রমিক রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন
পুরো লিরিক্স কেও লিখে দিতে পারবেন কমেন্টে
@@shahriarkhan9373 পিন কমেন্টে দেখে নিতে পারেন
No no Not Robindranath , a Muslim poet wrote this song .
true
রবীন্দ্রনাথ ঠাকুর কেন পূর্ব পাকিস্তানের জাতীয় সঙ্গীত লিখবে? আর পাকিস্তান সরকারইবা কেন সেটা গ্রহণ করতে যাবে? আমাদের দেশে কি কবি বা লেখকের অভাব আছে?
পাকিস্তান জিন্দাবাদ কেনইবা স্বাধীন বাংলাদেশের জাতীয় সংগীত হবে?
এটি অখন্ড পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানের সংগীত ছিল
রবি ঠাকুর জিনাদাবাদ পাকি জিন্দাবাদ
@@wasifreza2210পূর্ব বাংলা বিরোধী কলকাতার অত্যাচারি মৌলবাদি হিন্দুর গানকে কেন বাংলাদেশের জাতীয় সংগীত করা হল? বাংলাদেশ কখনই স্বাধীন ছিল না। বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য।
@@aponkhan9938তুই বাংলাদেশকে মুর্দাবাদ কোন সাহসে বললি?
এটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখতে পারে না। আর এতে পূর্ব পাকিস্তানের তেমন কোন উল্লেখ নাই। পঞ্চ নদী পাঞ্জাবে ---/
@@saifulanaholy8163 এটি লিখেছেন কবি গোলাম মোস্তফা
স্বাধীন বাংলাদেশে এখন পাকিস্তানের জাতীয় সংগীত শুনতে হচ্ছে হায়রে কপাল।
এটা অভিন্ন পূর্ব পাকিস্তানের জাতীয় সংগীত ছিল আজ থেকে প্রায় ৬০ বছর আগের।
স্বাধীন বাংলাদেশ ইসলামবিরোধী নাস্তিক আর ভারতের দালালদের না। যা ভাগ এখান থেকা।
alhamdurilla ay boyosheo akono tar mone ace ay biddo boyoshe tar brain ato sharp
তিনি অত্যন্ত মেধাবী একজন মানুষ
@@jmbaulmedia2835 kintu Pakistan jatiyo shongit pak sar zameen sadbad kishware haseen Shahd bad ay jatiyo songit kokono suninai
এটা পূর্ব পাকিস্তানের সংগীত ছিল
আজ থেকে ৮০ বছর আগে সমগ্র পাকিস্তানে বাংলায় কথাবর্তা হতো?
টাইটেলটা পড়ুন সামনেইলে বিষয়টা ভুল আছে। এটা হবে ৬০ বছর।
এটা তো সুন্দর। এটাকে আবার জাতীয় সংগিত | শুরু পাকিস্তানের নাম বাদে বাংলাদেশ করা ৷
কখনো হবে না
No, my dear. The song implies progressive nationalism of pakistan. Amar shonar bangla implies the rightish and leftish extreemism of bangladesh. From 1947- 1971 east bengali culture was progressive one. Long live united pakistan!
But Pakistan r original national anthem toh onnota
জ্বী
Eta pakistan er jatio songeet na. .
এটা অভিন্ন পূর্ব পাকিস্তানের বাংলা ভাষাভাষী মানুষের জাতীয় সংগীত ছিল
Pakistan Zindabad 🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰
Are.augha.1200.bangla.sale.25.se.baish ak.rabindra.nather.janma.hoise.bujli.
মুখের ভাষা এমন কেন??আপনার কাছে এগুলো শিখতে হবে আমায়।রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল মঙ্গলবার, ৭ মে ১৮৬১ ইংরেজি, সোমবার ২৫শে বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ ভোর রাত ২টা ৩০মিঃ থেকে ৩টার মধ্যে কলকাতার জোড়াসাঁকোস্থ ৬, দ্বারকানাথ ঠাকুর লাইনের তাঁর পৈত্রিক বাড়িতে। অন্যদিকে বৃহস্পতিবার ৭ আগস্ট ১৯৪১ ইংরেজি, ২২শে শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দে দুপুর ১২টার কিছু পরে কলকাতার জোড়াসাঁকোতেই তিনি ৮০ বছর ৩ মাস বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর মাত্র দুই সপ্তাহ আগে ২৫ জুলাই ১৯৪১ ইংরেজিতে তাঁকে শান্তিনিকেতন থেকে চিকিৎসার সুবিধার্থে কলকাতাতে নিয়ে আসা হয় এবং এখানেই ৩০শে জুলাই তিনি তাঁর শেষ কবিতাটি বর্ণনা করেন।
@@jmbaulmedia2835পাকিস্তান জিন্নার বাপ পাকিস্তান জিন্নার বাপ জিন্নার বাপ জিন্নার বাপ জিন্নার বাপ
এই গানটি কবি গোলাম মোস্তফা সাহেবের লিখা!আর পাকিস্তানের রাষ্ট্রভাষা ছিল তিনটি যথা উরদু বাংলা উ ইংরেজি!এছাড়া প্রতিটি প্রদেশে নিজ নিজ সংখ্যাগরিষ্ঠ ভাষার চরচা ছিল এবং আজউ প্রাদেশিক জাতীয় সংগীত আছে!আর এই গানটি পাকিস্তানের দ্বিতীয় জাতীয় সংগীত হিসেবে মনোনীত হয় ১৯৬৫ সালে ঐতিহাসিক পাক ভারত যুদ্ধে ইস্ট বেংগল রেজিমেন্টের সৈন্যদের হাতে ভারতীয় সেনাদের লজ্জাজনক পরাজয়ের কারনে!সেই সময়ে পাক আরমিতে সবচেয়ে দুরবল অস্ত্রশস্ত্রে সজ্জিত এই লাইট ইনফেন্ট্রি পাকিস্তানের লাহোর সেক্টরের চাবিন্ডাতে ভারতীয় সেনাবাহিনীর ছয়শ ট্যাংক নিয়ে আক্রমণরত দুই ডিভিশনের একটা দলকে বুকে বোমা বেধে ট্যাংকের নিচে শুয়ে পড়ে উদের প্রায় ৬০ থেকে ৭০ টি ট্যাংক যুদ্ধক্ষেত্রেই ধ্বংস্প্রাপ্ত হয়!আর বাকি ট্যাংকগুলি ফেলে ভারতীয় আগ্রাসনকারী হিন্দু হানাদার সেনারা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়!এছাড়া লাহোরের পাশে শিয়ালকোট সেক্টরেউ ভারতের অনুরুপ বিপর্যয় ঘটেছিল বীরশ্রেষ্ঠ মেজর আজিজ ভাট্টির নেতৃত্বাধীন পাঞ্জাব উ ইস্ট বেংগল রেজিমেন্টের সেনাদের কাছে!আর শিয়ালকোটের যুদ্ধে পাকিস্তানের অপ্প্র দুই রেজিমেন্ট যথা বালুচ রেজিমেন্ট উ ফ্রন্টিয়ার ফোর্স রেজিমেন্টের সদস্যছিল একেবারেই কম!আর লাহোরের চাবিন্ডাতে প্রায় সকল সদস্যি ছিল ইস্ট বেংগল রেজিমেন্টের!আর পাকিস্তানের বেশিরভাগ শক্তিশালী রেজিমেন্ট উ ইউনিয়গুলি ভারতের সীমান্তসংলগ্ন আজাদ জম্মু কাশ্মির উ ভারতীয় জম্মু কাশ্মিরে আক্রমনরত ছিল!অইযুদ্ধে ইস্ট বেংগল রেজিমেন্টের জুতে শুধু লাহোরি রক্ষা পায় না বরং হারা যুদ্ধে পাকিস্তানের নিরংকুশ বিজয় ঘটে! ভারতের প্রায় ত্রিশ হাজার থেকে পঞ্চাশ হাজার সদস্য নিহত আর অনুরুপ সংখ্যক আহত হয়!এবাদে দেড় লালহ ভারতীয় হানাদার সেনা ইস্ট বেংগল রেজিমেন্টের হতে গ্রেফতার হয়!আর পাকিস্তানের সেনাদের মৃত্যুর সংখ্যা একহাজার জনউ নয়!তবে প্রায় দশ থেকে ত্রিশ হাজার পাক সেনা ভারতীয় সেনাদের হাতে বন্দি হয়!,আর লাহোরে যুদ্ধে কমান্ড করেছিলেন লেফটেন্যান্ট কর্নেল ওসমানী উ তরুন ক্যাপ্টেন জিয়াউর রহমান সাহেব আই মিন বিএনপির প্রতিষ্ঠাতা উ রাষ্ট্রপতি উ সাবেক সেনাবাহিনীর প্রধান বাংলাদেশ!, ১৯৬৫ সালের যুদ্ধের আগে বাংগালীদ্দ্রকে সামরিক কাজে অযোগ্য বলা হত আর বাংগালীদের কুন দাম ছিল না!
অসংখ্য ধন্যবাদ সঠিক তথ্য
পকিস্তান জিন্দাবাদ রবিন্দ্রনাথ জিন্দাবাদ
রবীন্দ্রনাথ জিন্দাবাদ মানে বাংলাদেশ মুর্দাবাদ
কবি গোলাম মোস্তফা এটি রচনা করেন। দয়া করে ঠিক করে প্রচার করবেন।
জি উনি ভুলক্রমিকভাবে বলেছিলেন। এটার রচয়িতা কবি গোলাম মোস্তফা
এখন এটাকে আবার নিয়ে আসবে নাকি?
Na
হ্যাঁ। তোর চুলকানি কেন? আমরা বাংলাদেশীরা এটাকেই আবার জাতীয় সংগীত বানাবো। তোর কি?
৮০ বছর আগে পাকিস্তান রাষ্ট্রই ছিলোনা, পাকিস্তান রাষ্ট্র গঠন হয়েছে ৭৬ বছর আগে। কোনো তথ্য দিলে তা জেনে শুনে দিবেন, মানুষকে বিভ্রান্ত করবেন না।
বৃদ্ধ লোকটি একটি ভুল তথ্য দিয়েছে... সেটা অবশ্য অনিচ্ছাকৃতভাবে। পাকিস্তানের জাতীয় সংগীত বাংলায় লিখেছেন কবি গোলাম মোস্তফা
উনি ভুল ক্রমিক ভাবে বলেছিলেন