জমি বিক্রির মূলধনী আয় আয়কর রিটার্নে কিভাবে দেখাবেন? Capital gain from land sale on Income tax return

Поділитися
Вставка
  • Опубліковано 7 жов 2022
  • জমি বিক্রির মূলধনী আয় আয়কর রিটার্নে কিভাবে দেখাবেন? Capital gain from land sale on Income tax return Bank Para
    প্রথম রিটার্নে কত টাকা দেখানো নিরাপদ? উৎস কিভাবে দেখাবেন? Source of Fund for First Return।Bank Para
    ব্যক্তিগত গাড়ীর অগ্রিম কর সমন্বয়ের নিয়ম। Advance Tax Adjustment for motor car on Tax Return BD
    প্রথম রিটার্ন দাখিল কি অনলাইনে নাকি অফলাইনে? কোনটা ভালো? Online Return Vs Offline Return।Bank Para
    এখন থেকে TIN না থাকলেও দিতে হবে আয়কর রিটার্ন। Income Tax Return must be submitted from 2022-23
    আয়কর রিটার্ন জমা দিতে কি কি কাগজপত্র জরুরী। List of required documents for Income Tax Return BD
    সঞ্চয়পত্রের কর পরিগণনার সঠিক নিয়ম। Income Tax Calculation for Shanchaypatra। Bank Para
    সঞ্চয়পত্রের আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক । Income tax return for Shanchaypatra। Bank Para
    ঘরে বসে নিয়ে নিন সঞ্চয়পত্রের উৎসেকর কর্তনের সার্টিফিকেট। Source Tax Certificate of Shanchaypatra
    পাঁচ লক্ষ টাকার বেশি সঞ্চয়পত্র ক্রয়ে লাগবে না টিন সার্টিফিকেট। No eTIN Certificate for Shanchaypatra
    আয়কর রিটার্নে সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত প্রদর্শন করার সঠিক নিয়ম। How to show shanchaypatra and Balance on Income Tax Return। Bank Para
    এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ।
    আয়করের eTIN ভীতি দূর করুন এক নিমিষেই। Income Tax Return 2022-23। Bank Para এই ভিডিও থেকে আপনারা এতটুকু জানতে পারবেন যে,TIN নেয়া কোন অপরাধ নয় বা ভয়ের কিছুই নাই। অনেকেই সঞ্চয়পত্র ক্রয়ের জন্য, ব্যাংক হিসাব খোলার জন্য, লোন নেয়ার জন্য, এফডিআর করার জন্য, ইউটিউবের জন্য বা বিভিন্ন কাজে TIN টিন সার্টিফিকেট নিয়ে থাকেন, কিন্তু নেয়ার পরে প্রচন্ড ভয়ে থাকেন এবং অনেক সময়ই তারা আয়কর রিটার্ন দাখিল করেন না। তাদের জন্য বলছি আপনার কখনোই এটাকে ভয়ের মত কিছু ভাববেন না। জাস্ট প্রতি বছর নিয়মিত আয়কর রিটার্ন দাখিল করে দিবেন। Income Tax Return dakhil না করার কারণে আপনারা জরিমানার সম্মুখীন হতে পারেন।
    FB Link: bankparaa
    জিরো ট্যাক্স রিটার্ন জমার ভিডিও লিংক- • A to Z জিরো ট্যাক্স রি...
    যেকোন প্রয়োজনে যোগাযোগ- 01722-628475
    ধন্যবাদ সাথে থাকার জন্য।
    #OnlineTaxReturn
    #অনলাইনেট্যাক্সরিটার্ন
    #BankPara

КОМЕНТАРІ • 105

  • @bashirurrahman6188
    @bashirurrahman6188 Рік тому +1

    আসসালামু আলাইকুম
    ভাই অনেক ধন্যবাদ একটু সমস্যার সমাধান করার জন্য ।জাযাকাল্লাহ

  • @uniqueunicorn1377
    @uniqueunicorn1377 9 місяців тому

    Thanks for discussion about capital gain

  • @mdkamruzzaman6696
    @mdkamruzzaman6696 Рік тому +1

    Very good thanks a lot for this lecture.

  • @abulbayes7550
    @abulbayes7550 Рік тому +1

    সুন্দর ও সাবলীল ভাষায় আপনার উপস্থাপনা সংশ্লিষ্টদের উপকারে আসবেই।

    • @ezitax
      @ezitax  Рік тому

      Thank You So Much

  • @Dushtur_maa
    @Dushtur_maa Рік тому +1

    Nice presentation

  • @RabiulIslam-ug9qt
    @RabiulIslam-ug9qt Рік тому

    Very informative

  • @sksand9609
    @sksand9609 Рік тому +4

    এই আয় (মূলধনী আয়) (টাকা) পুত্রকে দান করলে সার্বজনীন স্বনির্ধারনী পুরাতন ফরমের কোন ঘরে দেখাব ? প্লিজ জানাবেন।

  • @bhaibhaidepartmentalstore3722
    @bhaibhaidepartmentalstore3722 Рік тому +1

    বাহ্ !!!সঠিক সময়ে সঠিক ভিডিও !

    • @ezitax
      @ezitax  Рік тому

      ধন্যবাদ প্রিয় ভাই ❣️❣️

  • @amdadulhoque5759
    @amdadulhoque5759 Рік тому

    Thanks bhai

  • @user-zn1ql2nf3p
    @user-zn1ql2nf3p Рік тому

    জমি কেনার সময় তো দলিল মূল্যর ১% কিংবা ক্ষেত্র বিশেষ ২%,৩% উৎস কর দেয়া হয়, রিটার্ন এ কি ঐ স্লিপ দিলেই হবে?

  • @kawsarsikder9572
    @kawsarsikder9572 Рік тому +1

    যারা জমি ক্রয় করে তাদের আয়কর থেকে কি পে অর্ডারের একটি অংশ রিটারনে দেখানো যাবে কিনা।

  • @ekramahmad9691
    @ekramahmad9691 Рік тому

    Vai Ami 2019 er December e tic certificate to kori vul bosoto.. income na thakai return dyea hoi ni .ekn Jody ager return dite chy tahole amk ki jorimana kora Hobe or koto kora hote pare?

  • @kamalchy545
    @kamalchy545 Рік тому +1

    Thanks....

    • @ezitax
      @ezitax  Рік тому

      Welcome Dear ❣️❣️❣️

  • @sayanshil8986
    @sayanshil8986 Рік тому

    ভাই এ বছর সঞ্চয় পএের রির্টান কিভাবে দেব এর একটা ভিডিও দেন?

  • @hasinabegum5183
    @hasinabegum5183 9 місяців тому

    আমি 2023এর জুলাই মাসে উওর অধিকার সুএ জমি পআইয়আছই এবং 2023 বিক্রি করেছি ‌এখন গেইন tax ছাড়া আর কোন tax দেওয়া লাগবে কিনা

  • @SuperTakib
    @SuperTakib Рік тому

    ভাই IT UMA তে কিভাবে প্রদর্শন করতে পারি ? এতদিন IT UMA ফর্মে রিটার্ন জমা দিয়েছি ।

  • @sheikhmohammadeaqub7278
    @sheikhmohammadeaqub7278 Рік тому

    ভাই আমার বাবার পুরান বাড়ি ভেঙে দোকানের পজেশন সেলামি নিয়ে নতুন বাড়ি তৈরি করেছি ।শুধু পজেশন মাসিক ভাড়ায় । 300/টাকার স্ট্যাম্পে চুক্তিপত্র করা আছে । এখন পজেশন বিক্রির টাকার উপর কি কর দিতে হবে ।

  • @md.faisalhusain5986
    @md.faisalhusain5986 8 місяців тому

    টাকার পরিমান, উৎস কর কোথায় কিভাবে লিখতে হবে, এরকম একটা নমুনা ফাইল কমেন্টে দেয়া থাকলে ভাল হত। ধন্যবাদ

  • @jiemon0000
    @jiemon0000 Рік тому

    Vhaiya AMR ammur name a Sonali Bank a 7 lakh tk 5 year ER jnno paribarik sonchoypotra kina Ase .. 3 year Hobe December mase..3 year por Jodi tk uthate chai tahole koto tk kete rakhte pare .... Reply pabo asa kori...

  • @md.golamrabbi8509
    @md.golamrabbi8509 Рік тому

    Vai return jodi 1 year gap jay ar sei gap jawya return na diye porobori year er return joma diye dei ta hole ki kono problem hobe

  • @farukhosan7070
    @farukhosan7070 4 місяці тому

    ব্যাংক একাউন্টে এক সাথে ১০ লাখ টাকার বেশি জমা হলে বাৎসরিক চার্জ ৩০০০ টাকা কেটে রাখে এটা কি কর হিসাবে দেখানো যাবে।

  • @digantasaha2302
    @digantasaha2302 Рік тому

    আমি ডাকঘর সঞ্চয় পত্র কেনার জন্য ২০২০ সালে ই-টিন সার্টিফিকেট করেছি এবং সঞ্চয় পত্র কিনেছি। আমার বাবা বাহিরে থাকে সম্পূর্ণ সেই টাকা দিয়ে সঞ্চয় পত্র কেনা, আমার একটি ছোট ব্যবসা আছে ট্রেড লাইসেন্স আছে সেটা দেখিয়ে ২১-২২ রিটার্ন দাখিল করেছি।এখন মেন কথা হচ্ছে রিটার্নে সঞ্চয় পত্র প্রদর্শন করিনি কোনো সমস্যা হবে?সঠিক উওর দিয়ে সহযোগিতা করবেন ধন্যবাদ।

  • @sam-lr7su
    @sam-lr7su Рік тому

    Land sell korle source tax receipt original or photocopy lagbe?

  • @iftekharkhan8908
    @iftekharkhan8908 8 місяців тому

    আসসালামু আলাইকুম, জমি বিক্রির রসিদ বা উৎসে কর কর্তনের স্লিপের কপি সংগ্রহ করা হয়নি। এখন, বিকল্প হিসাবে রিটার্ন ফর্মের সাথে বিক্রয় দলিলের ফটোকপি এনক্লোজ করে দিলে কি কাজ হবে? উত্তর দিয়ে কৃতজ্ঞ করবেন ভাই।

  • @nurjahanchowdhury1771
    @nurjahanchowdhury1771 Рік тому

    Vi share bikri kore kono income hole setar kono income rax nai tobe sorto ase apni jodi dividends pan sei dividend er share ba takar upor apnat tax hobe tao koto dividends paisen ba bikroy krito devidend share er upor valo kore ai share bepar ta niye ghete bolben.

  • @Nowk567
    @Nowk567 7 місяців тому

    নতুন টেক্স রিটার্ন করতে ক্রয়কৃতজমি দুই দাগের জমি যাহার দাম ১৫লক্ষ এর কম তাহতে আমাকে কত টাকা রিটার্ন জমাকরতে হবে।

  • @drsabbirhossain8627
    @drsabbirhossain8627 9 місяців тому

    জমি রেজিস্ট্রি করার সময় যেই টাকাটা দেওয়া হয় অফিসে এর পর কি আর তাহলে কর দেওয়া লাগবে না?

  • @shafiuzzaman1956
    @shafiuzzaman1956 7 днів тому +1

    ভাই,গত অক্টোবর ২০২৩ এ পৈতৃক জমি বিক্রির উপর গেইন ট্যাক্স দিতে হবে না মর্মে একটা আইন জারি হবার কথা ছিল।২০২৪ এ পৈতৃক জমি বিক্রি করলে গেইন ট্যাক্স দিতে হবে?

    • @ezitax
      @ezitax  7 днів тому

      দিতে হবে নাহ

  • @limonhossain9224
    @limonhossain9224 11 місяців тому

    স্যার যদি বাবার দান কৃত সম্পত্তি ছেলে পাওয়ার পর সে সম্পত্তি থেকে কিছু অংশ বিক্রি করা হয় তাহলে কিভাবে রিটার্নে দেখাতে হবে?

  • @Rana-ju7hc
    @Rana-ju7hc 5 днів тому

    উৎসো কর এর প্রমান পএ কি ফটো কপি চলবে,

  • @fazlerab5530
    @fazlerab5530 Рік тому +1

    আপনার ভিডিও খুব ভালো লেগেছে, একটা জিনিস জানতে চাই, রেজিষ্ট্রেশন এর সময় যে কর প্রদান করা হবে সেটা রিটার্ন এ কোথায় দেখাতে হবে?

    • @ezitax
      @ezitax  Рік тому

      মোট প্রদেয় করের সাথে যোগ করে দেখাবেন

    • @fazlerab5530
      @fazlerab5530 Рік тому +2

      মুলধনী আয় কি ট্যাক্স ইনকাম এর সাথে যোগ করে দেখাতে হবে?

    • @ezitax
      @ezitax  Рік тому

      @@fazlerab5530 আলাদা করে ক্যালকুলেশন দিয়ে দিবেন

  • @farukhosan7070
    @farukhosan7070 5 місяців тому

    জমি বিক্রির টাকা দিয়ে সন্চয় পত্র ক্রয় করলে কি কর দিতে হবে

  • @shahriarahmad9984
    @shahriarahmad9984 Рік тому +1

    কত % কর দিতে হবে বলেন নাই তো ভাই!

  • @sahisnudutta4610
    @sahisnudutta4610 8 місяців тому

    doliler sathe ke 20 lakh takar gap seta banking channel e receive kora thakle seta kivabe seattle kora jay seta jodi bolten

  • @mamunrashid6783
    @mamunrashid6783 Рік тому

    মাহফুজ ভাই আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এতো সুন্দর করে শিক্ষামূলক ভিডিও দেওয়ার জন্য যা থেকে আমরা অনেকেই উপকৃত হচ্ছি।
    আমার প্রশ্ন হলো শেয়ার/স্টক মার্কেটে capital gain(মূলধনী লাভ) এবং realized gain (লাভ উপলব্ধি) এই ২ টা শব্দ কি একই। শেয়ারে আমার অনেক লস কিন্তু তাদের কাছ থেকে বিনিয়োগ সংক্রান্ত সার্টিফিকেট নিয়েছি এবং সেখানে নিচে লেখা আছে realized gain 35,013.03. এমতাবস্থায় শেয়ারে আমার অনেক টাকা লস থাকা সত্ত্বেও কি এই realized gain এর সামনে দেখানো টাকা কি আমার রিটার্নে capital gain হিসাবে দেখাতে হবে ?? আমি বুঝতে পারছি না তাই আপনার স্মরণাপন্ন হলাম। উত্তর দিয়ে বাধিত করবেন প্লিজ।

    • @alibaba-mn7yz
      @alibaba-mn7yz 10 місяців тому

      রিয়ালাইজ গেইন টাকেই ক্যাপিটাল গেইন হিসেবে দেখাতে হবে। এই ইনকামের উপর কোন ট্যাকস নাই। রিয়েলাইজ গেইনটা যদি ব্রাকেটের মধ্যে লেখা থাকে তবে সেটা নেগেটিভ ফিগার অর্থাৎ রিয়ালাইজড লস।

  • @monirmolla6323
    @monirmolla6323 9 місяців тому +1

    টিন সার্টিফিকেট করার সময় আমার জমির দলিল এর ফটোকপি লাগছে এখন আমি জখন ইনকাম করবো না তখন কি আমি ০ রিটার্ন জমা দিতে পারবো

  • @pulokashraf4866
    @pulokashraf4866 Рік тому

    গেইন ট্যাক্স আর উৎস কর কি একই?

  • @jiemon0000
    @jiemon0000 Рік тому

    ভাইয়া আমার আম্মুর নামে সোনালী ব্যাংকে একটি 7 লাখ টাকর 5 বছর মেয়াদী পরিবারিক সোনাচয়পোত্র কিনা আছে.. 3 বছর হবে ডিসেম্বর মাসে..3 বছর পর যদি টাকা টা উঠতে চাই. কত টাকা কেটে রাখবে মূল টাকা থেকে ? আশা করি রিপ্লাই পাবো ..

  • @mixtuber5518
    @mixtuber5518 Рік тому

    ৬ ভাই বোন জমি বিক্রি করবে,
    NID Card er ভুল হওয়ায়
    ২বোন এর জন্ম ব্যবধান ৩ মাস
    উধাঃ জমিলা ০১/০১/১৯৮০
    শাহিদা ০১/০৪/১৯৮০
    এমন,
    জমি বিক্রির সময়ে এইটা কি সমস্যা হতে পারে?
    (জমি নাম জারি করা আছে ৬ জন এর নামে, Birth certificate দিয়ে এর আগে বয়স ঠিক ছিল তখন নাম জারি করেছিল)

  • @chapolsarkar5422
    @chapolsarkar5422 9 місяців тому

    আমার আয়কর দেওয়ার মতো ইনকাম নেই। জমি বিক্রি করার জন্য টিন নাম্বার নিয়েছি । বিক্রি করার পড়ে কি টিন নম্বার বন্ধ করা যাবে ?

  • @sksand9609
    @sksand9609 Рік тому +2

    উৎসে কর কর্তনের slip হারিয়ে গেলে জমির বিক্রয় দলিলের ফটোকপি দিলে কি হবে ?

  • @srikantobiswas6302
    @srikantobiswas6302 Рік тому +3

    ভাই, পৈতৃকসূত্রে প্রাপ্ত জমি পূর্বের রিটার্নে মূল্য শুন্য দেখানো আছে। পরবর্তীতে জমিটি ১ লক্ষ টাকায় বিক্রি করা হয়েছে। এই ১ লক্ষ টাকা কি মূলধনী আয় হবে নাকি অন্যান্য উৎস হতে আয় দেখানো যাবে?

    • @ezitax
      @ezitax  Рік тому

      মুলধনি আয়

    • @srikantobiswas6302
      @srikantobiswas6302 Рік тому +1

      এখানে তো লাভের কোন ঘটনা ঘটেনি। জাস্ট পিতার জমি বিক্রয় করা হয়েছে। তাহলে মূলধনী আয় হবে কেন?

  • @jasimuddin78
    @jasimuddin78 9 місяців тому

    অ‌ফেরত‌যোগ‌্য পাওয়ার অব এ‌্যার্টনী দি‌লে কিভা‌বে দেখা‌বো ?

  • @SaidurRahman-py9ll
    @SaidurRahman-py9ll Рік тому +1

    Capital gain 5 year r modha capital gain holaa, shai calculation ta kon khetraa hobaa?

    • @ezitax
      @ezitax  Рік тому

      ভাইয়া রেজিষ্ট্রেশন এর সময়ে যে উৎসে কর দেয়া হয় সেটা চূড়ান্ত।

  • @sabrinrahmanhafsa8631
    @sabrinrahmanhafsa8631 8 місяців тому

    ভাই যদি মূল্য অজানা দেখানো হয়েছে পূর্বে। এখন জমি বিক্রি করা হয়েছে ১৩৫০০০০/- এখন এটা আমি কিভাবে দেখাবো? অনুগ্রহ করে জানালে উপকার হতো।

    • @rose99.
      @rose99. 8 місяців тому

      আমিও জানতে চাই।
      আপু আপনি কি জানতে পেরেছেন? প্লিজ একটু বলবেন....🙏

  • @Ashucb-uy1wp
    @Ashucb-uy1wp Рік тому

    ওয়ারিশ বা গিফট হিসেবে স্বর্ণ পেয়েছিলাম। রিটার্ন ফরমে শুধু ৫ ভরি স্বর্ণ উল্লেখ আছে। এই স্বর্ণ বিক্রি করেছি ৩ লক্ষ টাকা। এবার রিটার্ণে কিভাবে দেখাব।

  • @mohammodsojibrohoman6251
    @mohammodsojibrohoman6251 Рік тому +1

    বিদেশ থেকে আমার ভাই আমাকে গিফট হিসেবে কিছু টাকা দিয়েছে
    সেই টাকা রিটার্ন এ কিভাবে দেখাবো?

    • @ezitax
      @ezitax  Рік тому

      অন্যান্য প্রাপ্তি হিসেবে দেখাতে হবে

  • @mdsanaullah5441
    @mdsanaullah5441 Рік тому +1

    আসসালামুয়ালাইকুম আপনার কাছে একটা প্রশ্ন হল ভাড়া ইনকামের সরকারকে কত পার্সেন্ট ট্যাক্স দিতে হয়।পৌরসভা কিসের ভিত্তিতে বিল্ডিংয়ের ইনকাম ট্যাক্স নির্ধারিত করে জাজাকাল্লাহ খাইরান

  • @oruprahi8074
    @oruprahi8074 7 місяців тому

    ২০২৩/২০২৪ সালে কি এই আইন আছে না পরিবর্তন হয়েছে

  • @ibrahimparowar3338
    @ibrahimparowar3338 Рік тому +1

    আমার মায়ের বাপের বাড়ীর জমি বিক্রি করেছেন 20 লক্ষ টাকা সেই টাকার সাত লক্ষ আমাকে দিয়েছেন। এখন এই টাকা আমি আয়কর রিটার্নে দেখাতে গেলে এই টাকার উপারে ভ‍্যাট দিতে হবে কি?? আমি দ্বিতীয় বার আয়কর দিতে যাচ্ছি দয়াকরে জানাবেন

    • @ezitax
      @ezitax  Рік тому

      ব্যাংকিং চ্যানেল মেইনটেইন করে টাকা নিলে কোন কর দিতে হবে না ভাইয়া

  • @hasanimam6893
    @hasanimam6893 9 місяців тому +1

    এ্যাডভোকেট এর সস্মানী যদি আনুয়াল ১৫০০০০/- হয়, তাহলে কোন docoment দিতে হবে, যদি না দেই তাতে ক্ষতি হবে? উত্তর দিলে খুশি হবো।

    • @ezitax
      @ezitax  9 місяців тому

      ডকুমেন্টস না হলেও চলবে

    • @hasanimam6893
      @hasanimam6893 9 місяців тому

      @@ezitax অনেক অনেক ধন্যবাদ।

  • @mozibarrahman1099
    @mozibarrahman1099 Рік тому +2

    বিক্রয়কালে জমির ক্রয়মূল্যের সাথে রেজিস্ট্রেশন খরচ কীভাবে দেখাতে হবে?

    • @ezitax
      @ezitax  Рік тому +1

      যেটা কর দিলেন সেটা IT10BB তে দেখাতে হবে খরচ হিসেবে।

    • @mozibarrahman1099
      @mozibarrahman1099 Рік тому

      ক্রয়ের সময় রেজিস্ট্রেশন খরচ দিতে হয়েছে।
      এক্ষেত্রে জমির ক্রয়মূল্য কি রেজিস্ট্রেশনসহ হবে না?
      এখন বিক্রয়ের ক্ষেত্রে জমির ক্রয়মূল্য কোনটি হবে?

    • @mozibarrahman1099
      @mozibarrahman1099 Рік тому

      ক্রয়ের সময় রেজিস্ট্রেশন খরচ দিয়েছি।
      বিক্রয়ের সময় ক্রয়মূল‍্যে রেজিস্ট্রেশন খরচ কীভাবে প্রদর্শিত হবে?

  • @rafikulislam3193
    @rafikulislam3193 Рік тому +1

    স্যার ৫০ লাখ টাকা সঞ্চয় পএ করা আছে টি আই এন লাগে নাই মেয়াদ শেষ হওয়ার পথে টাকা উঠাতে কোন সমস্যা হবে প্লিজ উত্তর দিবেন

    • @ezitax
      @ezitax  Рік тому

      সমস্যা হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে

    • @rafikulislam3193
      @rafikulislam3193 Рік тому

      @@ezitax কেমন সমস্যা বুঝিয়ে বলবেন প্লিজ

  • @mohammadziadulhasan1987
    @mohammadziadulhasan1987 10 місяців тому

    এই আইনটি কি ২০২৩ সালের আইনে বাহাল আছে?

  • @hasbullah1314
    @hasbullah1314 11 місяців тому +1

    আমার টিন সার্টিফিকেট নাই। আমি যদি কোনো জমি বিক্রি করতে চাই তাহলে কি আমার টিন এবং ট্যাক্স রিটার্ন দেখাতে হবে?

    • @ezitax
      @ezitax  11 місяців тому

      পৌর এলাকার মধ্যে হলে রিটার্ন দাখিল করতে হবে।

  • @achinkumarbiswas7950
    @achinkumarbiswas7950 10 місяців тому +1

    দান করা জমি বিক্রির উপর কি ট্যাক্স হবে।

    • @ezitax
      @ezitax  10 місяців тому

      Obosshoi hobe

  • @mdamiruzzaman1316
    @mdamiruzzaman1316 Рік тому +1

    Cash e sell kora jabe jomi

    • @ezitax
      @ezitax  Рік тому

      5 লাখ ঠাকার বেশি লেনদেন ব্যাংকিং চ্যানেলে হতে হবে ভাইয়া।

  • @swapanonlineshopping
    @swapanonlineshopping Рік тому +1

    ৫০ লাখ টাকা আমি কোন বিনিয়োগ করবোনা, তাহলে কোথায় বসাব এটা?

    • @ezitax
      @ezitax  Рік тому

      Taka diye ja korben, tai dekhaben

  • @AngkanSarker-zm4eu
    @AngkanSarker-zm4eu 11 місяців тому +1

    ভাইয়া ৫ শতক জমির gain tax কত হবে?

    • @ezitax
      @ezitax  11 місяців тому

      vdo te answer diyesi vaiya

  • @omikik4487
    @omikik4487 Рік тому

    Manus ke hoyrani r ghus khawar AR ek DHAN der na aykor return

  • @musabali8760
    @musabali8760 9 місяців тому

    দলিল তো করেন ক্রেতার ইচ্ছায় তাহলে বিক্রেতার দোষ কোথায় ?

  • @ramhorimozumder708
    @ramhorimozumder708 Рік тому +2

    ভাই দলিলের কপি দেখালে কি হবে ৷

    • @ezitax
      @ezitax  Рік тому +1

      জি দাদা দলিলের কপি দিবেন সাথে। আইন হলো সাথে পে অর্ডারের কপি জমা দেয়া। শুধু দলিল জমা দিলেও অনেক সময় কিছু বলেনা তারা।

    • @hedayetullah3029
      @hedayetullah3029 Рік тому +1

      দলিলে সীল দিয়ে সব কর/ সরকারি ফি আলাদা আলাদাভাবে লিখা আছে।

  • @raisuddin6582
    @raisuddin6582 Рік тому

    মোবাইল নম্বর পিলিজ।

  • @mdabdulalmamun3633
    @mdabdulalmamun3633 11 місяців тому +1

    আপনার ফোন নাম্বার টা জদি দিতেন ভালো হতো

    • @ezitax
      @ezitax  11 місяців тому

      ০১৭২২৬২৮৪৭৫

  • @user-eg2by5xo2u
    @user-eg2by5xo2u 11 місяців тому +1

    আপনার মোবাইল নাম্বার দিবেন

    • @ezitax
      @ezitax  11 місяців тому

      ০১৭২২৬২৮৪৭৫

  • @user-qq3pk1cs5z
    @user-qq3pk1cs5z Рік тому

    Apnar mobile number deven