Shadhin Mastercard Card | Freelancer Card | স্বাধীন (Shadhin Card) মাষ্টারকার্ড | Bank Asia | A to Z

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • Shadhin Mastercard Card | Freelancer Card | স্বাধীন (Shadhin Card) মাষ্টারকার্ড | Bank Asia | A to Z
    স্বাধীন (Shadhin Card) মাষ্টারকার্ড link
    www.bankasia-bd...
    স্বাধীন কার্ডটি পেতে হলে কি কি প্রয়োজন হবে?
    কার্ড টি পেতে প্রথমেই আপনাকে ব্যাংক এশিয়ার নিকটস্থ কোনো ব্রাঞ্চের কার্ড ডিভিশনে যোগাযোগ করতে হবে। এরপর:
    * ০২কপি পাসপোর্ট সাইজের ছবি
    * ন্যাশনাল আইডি কার্ড (অরিজিনাল কপি এবং ১টা ফটোকপি)
    পাসপোর্ট
    * চার্জ ৫০০টাকা (ভ্যাট ৭৫টাকা) মোট ৫৭৫টাকা।
    এগুলো নিয়ে ব্যাংক এশিয়ার আপনার কাছের কোনো ব্রাঞ্চে চলে যান। বাকি কাজ কার্ড ডিভিশনে দায়িত্বে থাকা অফিসার ই আপনাকে করে দিবে।
    স্বাধীন কার্ডটিতে কি কি সুবিধা পাওয়া যাবে?
    ব্যাংক এশিয়া “স্বাধীন” মাস্টারকার্ড একটি ডুয়েল কারেন্সি কার্ড। আপনি বাংলাদেশি “টাকা” এবং ইন্টারন্যাশনাল “USD” কারেন্সী তে লেনদেন করতে পারবেন।
    এখানে একটা ব্যাপার উল্লেখ করা যায় যে আপনি ফরেন কারেন্সীতে কোনো লেনদেন করতে চাইলে প্রথমে আপনার পাসপোর্ট থাকা আবশ্যক এবং সেটা ব্যাংক থেকে এন্ডোর্সমেন্ট করিয়ে তারপর ই আপনি “USD” কারেন্সী তে লেনদেন করতে পারবেন এর আগে না।
    মাস্টারকার্ড লোগো সম্বলিত যেকোনো মার্কেটপ্লেস থেকে আপনার ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আয় করা অর্থ এই কার্ডের মাধ্যমে দেশে আনতে পারবেন।
    আপনার আয়কৃত অর্থের ৭০% আপনি ফরেন পার্টে খরচ করতে পারবেন। যেমন- আপনি ফাইভারে কাজ করেন। সেখান থেকে আপনার আয় ১০০ ডলার। আপনি এই ১০০ডলার ব্যাংক এশিয়া “স্বাধীন” মাস্টারকার্ড এর মাধ্যমে বাংলাদেশে আনলেন। এখান থেকে আপনি সর্বোচ্চ ৭০ডলার USD পার্টে খরচ করতে পারবেন একং ৩০ডলার সমমূল্যের টাকা ১ ডলার = ৮০টাকা হিসেব করলে ২৪০০টাকা। যদিও এখন ডলার রেট ৮৩-৮৫টাকা) বাংলাদেশ থেকে তুলতে পারবেন।
    তবে আপনি চাইলে পুরো টাকাই বাংলাদেশ থেকে তুলতে পারবেন। এ ব্যাপারে কোনো বিধি নিষেধ নেই। কিন্ত USD কারেন্সী থেকে কেনাকাট করলে তা আযকৃত অর্থের ৭০% এর বেশি করা যাবে না।
    সব ধরনের ATM মেশিন থেকে টাকা উত্তোলন করা যাবে।
    দেশে এবং দেশের বাইরে ATM এবং POS মেশিনের মাধ্যমে টাকা উত্তোলন এবং পেমেন্ট দেয়া যাবে।
    ই-কর্মার্স এবং অনলাইনে সব ধরনের কেনাকাটা (বাংলাদেশ এবং আন্তর্জাতিক)
    কার্ডে মাইক্রোচিপ সংযুক্ত থাকবে যা, ডাটা এবং সিকিউরি এনশিওর করবে।
    টাকা জমা, পেমেন্ট আসা এবং টাকা উত্তোলন সহ প্রতিবার ট্রানজেকশনে SMS এলার্ট আসবো মেবাইলে।
    ইন্টারনের ব্যাংকিং সুবিধা।
    ২৪ঘন্টা কল সেন্টার সার্ভিস।
    Thank you so much for watching this video. Please don't forget to thumbs up, give your feedback and share it with your friends and family.
    Disclaimer :- This Channel does not promote any illegal content, Does not encourage any kind of illegal activities. All contents provided by this channel is meant for EDUCATIONAL purpose only.
    Please Subscribe to my channel » / realtechmaster
    - it’s free
    - you don’t miss any future video
    RealTech Master Helpline Number is Created for The Subscribers ( Contact Us )
    goo.gl/FWwCQS
    See you soon. Take care,
    Mahafuj Alam
    Social -
    Facebook: / realtechmaster24
    Facebook Group: / realtechmaster24
    Twitter: / mahafuj360
    Instagram: / mahafuj360
    G+ : plus.google.co...
    tag
    Shadhin Card,Freelancer Card,Shadhin Mastercard Card,Bank Asia,dual currency card,freelancer debit card fees,shadhin card fees,debit card charge,bank asia debit card charge,bank asia bd,স্বাধীন কার্ড,স্বাধীন মাস্টারকার্ড,ডুয়েল কারেন্সি কার্ড,চার্জ,charge,Schedule of Fees & Charges,Fees & Charges,limit,RealTech Master,Freelancer Card bd,Bank Asia Limited

КОМЕНТАРІ • 478

  • @md.saddamhossen
    @md.saddamhossen 5 років тому +8

    ভাই skrill এ USD load করা যাবে এবং স্ক্রিল থেকে সরাসরি কার্ডে টাকা পাঠানো যাবে এমন মাষ্টার কার্ড কোনটা? ভাই একটু জানাবেন প্লিজ

  • @jahangirkabir9600
    @jahangirkabir9600 6 років тому +2

    বিদেশ থেকে দেশে রেমিটেন্স পাঠানোর কোন মাধ্যম কেমন এর উপর কিছু ভিডিও করার অনুরোধ করছি।
    ব্যাংক এশিয়ার স্বাধীন মাষ্টার কার্ডের অনুরুপ অন্য ব্যাংকের অ্যাকাউন্ট এর বিপরীত ডেবিট মাষ্টার বা ভিসা কার্ড যে ব্যাংকগুলো দিয়ে থাকে তার মধ্যের কয়েকটার উপর রিভিউ দেয়ার অনুরোধ করছি?
    আউট সোর্সিং এ ডলার রিসিভ করা এবং বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স এর ডলার রিসিভ করার জন্যে কোন কার্ড ভালো হবে এবং সেগুলোর চার্জ কেমন হবে?

  • @mdobaydullah7735
    @mdobaydullah7735 6 років тому +59

    মানুষ যখন পাপ করে তখন সে ব্যাংক এশিয়ায় যায় , যখন পাপ কিছুটা বেশি হয় সে ব্যাংক এশিয়া থেকে কার্ড নেয়। যখন পাপের পরিমান মাত্রা ছাড়ায়া যায় তখন সে ব্যাংক এশিয়ার স্বাধীন কার্ড নেয় ।

    • @nagorik24
      @nagorik24 6 років тому +2

      hahaha

    • @anamulbinburhan8973
      @anamulbinburhan8973 6 років тому +4

      কেনরে ভাই এত অনিহা ব্যাংক এশিয়ার প্রতি,
      যদি আসল এক্সপিরিয়েন্স টা শেয়ার করতেন তাহলে হয়তো অনেকেই সাবধান হতো।

    • @armymedicalcollegebogura6505
      @armymedicalcollegebogura6505 5 років тому +3

      Yes, you are cent per cent right. The behaviour of their officer and staffs is damn. Their service is horrible. Many of us are victim. We hate Bank Asia and love DBBL.

    • @soliemanprodhanb-9520
      @soliemanprodhanb-9520 5 років тому +1

      Keno vai Ey card eto jukipunno... Ektu bolven

    • @mizanulhasan6588
      @mizanulhasan6588 5 років тому +2

      কথা সত্য। ওদের বিহেইভিয়ার দেখে মনে হয় ভিয়াইপি কাস্টমার ছাড়া বাকি সবাই ফকির। কোন ভ্যালু নাই

  • @sal-400
    @sal-400 6 років тому +1

    Payment request client কে পাঠালে কি ব্যাংক ডিপোজিট করবে নাকি client এর ডেবিট/ক্রেডিট কার্ড দিয়েও পেমেন্ট করতে পারবে? পেয়নিয়ার সাধারণত লিংক তৈরি করে দেয় যাতে অই লিঙ্কে ক্লিক করে buyer তার কার্ড এর মাদ্ধমে seller কে পেমেন্ট দিয়ে থাকে। এই সুবিধা না থাকলে এটা নেয়ার কুনো মানেই নেই। আর আরেকটি প্রশ্ন প্রত্যেকটি বিদেশী লেনদেনের ক্ষেত্রে কি ওদের অনুমতি নিতে হয় ?

  • @nazmulhoda4067
    @nazmulhoda4067 6 років тому +1

    Vai gogle add scenes jinish ta ki abhong aita niye Jodi akta video banaten mne ad scene kore kivave earn korbo ei niye jodi akta video banaten tahole onek opokar hoto

  • @SAbanglatipsBD
    @SAbanglatipsBD 5 років тому +6

    ভাই আমি একটা বিষয় জানতে চাচ্ছি আমি কোন ওয়েব সাইটে কাজ করে যে টাকা পাব তার সেভেন্টি পার্সেন্ট ডলারে থাকবে আর 25 শতাংশ বাংলা তে কনভার্ট হয়ে যাবে কিন্তু আমি চাইলে কি 100% টাকা উড্রো করতে পারব বাংলা টাকা তে

  • @onnosomoy4564
    @onnosomoy4564 6 років тому +5

    ধন্যবাদ ভাইয়া আপনার অসাধারণ ভিডিও আপলোড করার জন্য...আমি যাত্রাবাড়ী তে থাকি. যাইহোক সেটা বিষয় না.. এই কার্ড এর সবচাইতে বড় সমস্যা হচ্ছে, ক্যাশ withdraw করা যাবে না, কারণ অনেক টাকা কেটে নিবে তারা সার্ভিস চার্জ এর নাম এ.. প্রতি ব্যবহার এ ৩% চার্জ, plus ১৫% ভ্যাট ... আসলেই হাস্যকর বেপার. তবে বাঙালি আমরা, আমাদের মাথায় নিজেদের উন্নয়ন এর জন্য বুদ্ধি সবসময় বেশিই থাকে.আমরা চাইলে এই কার্ড স্ক্রিল,নেটলার, আরো অনেক মাদ্ধমে কার্ড এ টাকা বাংলাদেশ থেকেই লোড করতে পারবো.. তবে এই কার্ড দিয়ে সুবিধা হচ্ছেই আমাজোনে, অথবা আলিবাবা এর মতো ওয়েব সাইট গুলো তে শপিং করলেই সব চাইতে বেশি ভালো.. কিন্তু একটা বিষয় কিছুতেই বুঝলাম না যে, একজন freelancer এর টিন সার্টিফিকেট কিভাবে থাকবে ??? এটা কেমন ডিমান্ড ব্যাংক এর ?? ফ্রিলেন্সের রা কোনো দিন ইনকাম ট্যাক্স দিয়ে থাকে বলে আমার মনে হয় না.. যাইহোক আরো একটি ভিডিও আপলোড করার জন্য আপনাকে অনুরোধ করবো, সেটা হচ্ছে, কিভাবে ইউটিউব এ, মানে আমি বোঝাতে চাচ্ছি গুগল এডসেন্স একাউন্ট কিভাবে ওপেন করবো ?? তার কারণ আপনি খুব সুন্দর ভাবে বিষয় গুলো বুঝিয়ে বলতে পারেন যেটা, অন্যান্য ইউটিউবেরস রা পারে না ..... যাইহোক পারলে গুগল এডসেন্স নিয়ে একটা ভিডিও upload করবেন... আবার ও ধন্যবাদ একটা সুন্দর ভিডিও সবার সাথে শেয়ার করার জন্য ||

  • @mdemon9647
    @mdemon9647 5 років тому +1

    আসসালামু আলাইকুম।
    ভাইয়া ব্যাংক এশিয়ার ভার্চুয়াল কার্ড সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন প্লিজ।
    এটা দিয়ে কি আলীএক্সপ্রেস বা অন্যান্ন ফরেন সাইট থেকে কেনাকাটা করা যাবে কিনা।।

  • @mrjuwel39
    @mrjuwel39 4 роки тому +1

    ভাই, ইন্টারন্যাশনাল পেমেন্ট এর ক্ষেত্রে কি পাসপোর্ট বাধ্যতামূলক? আর বাধ্যতামূলক হলে সেক্ষেত্রে কিভাবে কি করতে হবে?

  • @kstardurjoy5317
    @kstardurjoy5317 5 років тому +2

    Shadin MasterCard Theke Bet365 Deposit Kora jabe R Bet365 Theke Money Withdraw kore Shadin Card Ana jabe.

  • @shemulkumar55
    @shemulkumar55 3 роки тому +1

    user id & password হারিয়ে গেলে কিভাবে বের করতে হবে। নতুন করে Apply নিচ্ছে না।।।

  • @Ramzan_Sheikh_
    @Ramzan_Sheikh_ 6 років тому +2

    ভাই বিমানের টিকিট কি করে কাটবো এবং এর মূল্য বিষয়ে ভিডিও দিলে খুশি হবো

  • @saifronybd
    @saifronybd 4 роки тому +1

    *Shadin & EBL এই দুইটার মধ্যে ডুয়েল কারেন্সির জন্য কোনটা ভালো হবে*

  • @kawsarahmed6847
    @kawsarahmed6847 5 років тому +2

    vai payoneer thake shadin card a tk transfer a koto lage ex. ami jodi payoneer thake $50 doller send kri sadhine taile ki $50 e pabo

  • @tusherkhan2670
    @tusherkhan2670 5 років тому +1

    Bank Asia r dabid card balo hobe nake credit card balo hobe...konta bese thake( r arokom kono system ace j internet banking theke bkash take me o have)

  • @mdkashemkashem9163
    @mdkashemkashem9163 4 роки тому +1

    ভাইয়া স্বাধিন মাষ্টার কার্ড দিয়ে forex market ডিপোজিট করা যাবে কি যানাবেন প্লিজ

  • @D-WeElSpinNeR
    @D-WeElSpinNeR 5 років тому +7

    Vaia,salam.
    I would like to know some helpful suggestions from u.
    Is it possible for u 2 help me plz?
    But how can i ask or send u the messages?
    Plz let me know.
    Thnx

  • @sultanmahmud9776
    @sultanmahmud9776 5 років тому

    এই কার্ডে কি টাকা দিয়ে ডলার হিসাবে বিদেশের কোন কিছু কেনা যাবে কি না? জানালে উপকৃত হতাম।

  • @nahinakbar3842
    @nahinakbar3842 5 років тому +1

    Why is the camera auto-focusing constantly?

  • @alorpoth4624
    @alorpoth4624 3 роки тому

    আমি যদি স্বাধীন মাস্টার কার্ড নেই তাহলে স্বাধীন মাস্টার কার্ড গুগল এডসেন্স থেকে কি ডলার একসেপ্ট করবে ? গুগল এডসেন্স এর জন্য কি আলাদা করে ব্যাংক এশিয়া তে একাউন্ট করতে হবে?? ফেসবুক প্রোমোশন এর সময় দেখেছি বাংলাদেশী টাকা লেখা থাকে i mean BDT 500 minimum per 5 days এই ক্ষেত্রে কি স্বাধীন মাস্টার কার্ড এর ডলার কেটে নেওয়া হবে নাকি বাংলাদেশী টাকা কেটে নিবে ? অন্য কোনো মাস্টার কার্ড আছে কি যেটাতে ভ্যাট অথবা চার্জ কম নিবে?

  • @Abdullah-dm8sb
    @Abdullah-dm8sb 6 років тому +5

    ধন্যবাদ ভিডিওটির জন্য, ভাইয়া আমার দুটো প্রশ্ন
    ১ , প্রতিবার ট্রানজেকশন ফি কত টাকা এটা আপনার ভিডিওর অডিও রেকর্ড শুনে ঠিক বুঝিনি। অর্থাৎ লেনদেনের চার্জ কত কাটবে,
    ২ , আমার ইউটিউবের যে মনিটাইজেশন চালু আছে এই তথ্য দিয়ে কি আমি নিজেকে ফ্রিল্যান্সার প্রমান করে কার্ডটা তুলতে পারবো কিনা। ধন্যবাদ, এর বাইরে আমার অন্য কোন অনলাইনের ইনকাম সোর্স আপাতত নেই

  • @tuhinhossain960
    @tuhinhossain960 5 років тому

    Ami jodi bank asia app er moddhe payoneer account link kori, tokhon ki payoneer er sob dollar automatically sadhin master card a load hobe, naki ami caile amar icca moto payoneer theke jekono poriman dollar sadhin card a load korte parbo?

  • @kamrulislamnannu0
    @kamrulislamnannu0 5 років тому

    vaiya ai card diye ki linkedin premium kora possible.

  • @raiyanszone
    @raiyanszone 5 років тому

    ধন্যবাদ, সুন্দর তথ্যবহুল ভিডিও। আমি নিতে চেয়েছিলাম। কিন্তু আর নেওয়ার ইচ্ছা নাই।

  • @CHANNELSR
    @CHANNELSR Рік тому

    UCB United Commercial Bank e Freelancing Account Kivhabe khulte Hoi atar Upor Akta VDO Banan.

  • @acryliclive3933
    @acryliclive3933 6 років тому +1

    স্বাধীন (Shadhin Card) মাষ্টারকার্ডে PayPal থেকে সরাসরি পেমেন্ট কিংবা মানি ট্রান্সফার করা যাবে কি?

  • @MdKawsar-jl8ps
    @MdKawsar-jl8ps 3 роки тому +1

    Vaiya freelancer fivarr ar Jonno Konta bast bank best bolban plz plz

  • @Serialshubs
    @Serialshubs 5 років тому +3

    Datch bangla bank কি adsense এর টাকা নেয়া যাবে কি

  • @kayesmohammadabdullah4664
    @kayesmohammadabdullah4664 4 роки тому +1

    এই কার্ডের USD দিয়ে skrill এ USD load করা যাবে ?একটু জানাবেন প্লিজ

  • @AllTutorialVideoProfile
    @AllTutorialVideoProfile 6 років тому +11

    *ধন্যবাদ এতো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য*

    • @m.shahadathhossainsadat5732
      @m.shahadathhossainsadat5732 6 років тому +1

      ভাই, ডিপিডিসি খিলগাও জোনের নোয়াখাইল্লা আনোয়ার সব বাড়িওয়ালাকে প্রিপেইড মিটারে চুরি করার অফার দিচ্ছে, সাবধান এতে কিন্তু হিতে বিপরীত হতে পারে। এই আনোয়ার পেশায় একজন মিটার রিডার। দয়া করে সকল ইউটিউব ইউসারগন এই আনোয়ারের নাম টা শেয়ার করে অন্যদের সতর্ক করুন। ধন্যবাদ

  • @himelahmed6589
    @himelahmed6589 5 років тому

    ami fiverr a kaj kori. ami fiverr theke payoneer a transfer kori then local bank or payoneer er card use kori. but ami shadhin master card korle ki payoneer charai direct fiverr to shadhin mastercard a usd transfer korte parbo ?

  • @MusaTravell
    @MusaTravell 5 років тому +2

    Ami oman teke ki card nite parbo

  • @heartlesssadman6233
    @heartlesssadman6233 6 років тому +5

    vai google adsense theke taka ki dutch bangla bank er normal account theke pawa zabe??

  • @kamrulhasanrohim5619
    @kamrulhasanrohim5619 5 років тому

    ভাই আমি একটা বিষয়ে জানতে চাই,,,, বাংলাদেশের বাহিরের কনো দেশের একাউন্টের বিসাকাড,,, বাংলাদেশের বিসাকাড সাপোর্টেট ATM বুধে, সাভিস চাজ কি ভাবে কাটবে বা কত টাকা,,,,,?? /

  • @qatarems2246
    @qatarems2246 5 років тому +1

    Vai Google play console account korar jonno konta support korbe ektu janaben

  • @ahnafswapnil275
    @ahnafswapnil275 5 років тому +1

    Hey, is it a prepaid card? Some of the google services like Google maps api don't accept prepaid cards. Would be a great help if you helped me out here!

  • @mostofakamal9107
    @mostofakamal9107 6 років тому +2

    Good video lots information for in getting a credit card.

  • @gaimingtipsandtricks1694
    @gaimingtipsandtricks1694 6 років тому +1

    play store a app/games kena jabe?android game ar vitor dollar dia gem kena jabe?.

  • @oheebabu8015
    @oheebabu8015 2 роки тому

    ভাইয়া এই কার্ড দিয়ে দিনে কতবার টাকা নিতে পারবো?মানে কতবার কোন ওয়েবসাইট থেকে টাকা নিতে পারবো?আর দিনে কত usd নিতে পারবো?

  • @shahinabdullah7293
    @shahinabdullah7293 5 років тому +1

    via,shadin master card je kono payment gatway theke ki payment accept korbe kina?exmlp paypal theke ki payment accecpt korbe kina??

  • @mahinahmed4649
    @mahinahmed4649 5 років тому +1

    Vaia Amr Toh Passport Nai..
    NID Ache Ami ki dual currency te Card Ta Nite parbo??✅
    Answer Diben Please😑🥰

  • @mychannel7033
    @mychannel7033 6 років тому +1

    Video Boost Korar Jonno Aqua Master Card Ta Kemon ?
    Adsence Theke Ki Aqua Master Card E $ Sent Kora Jabe?

  • @farihapuja6240
    @farihapuja6240 5 років тому +1

    Ata te naki takaলোড kora jai nah...tahole jara ali express thaka products buy korbe tadar toh card taka thaka lagbe plzzzzz janaben
    kora

  • @shameemhossain9905
    @shameemhossain9905 4 роки тому

    shadhin mastercard এ প্রবাস/ বাহিরের কান্ট্রি থেকে ঐ দেশের ইন্টারন্যাশনাল মাস্টারকার্ড থেকে প্রতি ট্রানজেকশন এ কত ডলার পাঠানো যাবে? অার পাঠানো গেলে ট্রানজেকশন ফি কত লাগে?

  • @newtechtunebd6963
    @newtechtunebd6963 6 років тому +1

    Skrill a kibhabe taka dhokabo...plz reply...any card

  • @nrfcollection7342
    @nrfcollection7342 6 років тому +4

    bro... sorbochho koto taka ami load korte parbo... aboard theke???
    jodi ata amar business partner load dei? tahole koto taka sorbochho load dite parbe??
    please let me know boss

    • @kmmohibulislam4915
      @kmmohibulislam4915 4 роки тому

      tp change korlei hobe....lenden ay bujhe bank e apply korle baraiya dibe

  • @almamunsha
    @almamunsha 6 років тому

    bank asia,southest bank or ebl bank .kon master card নিলে ফেসবুক,অনলাইন পেমেন্ট,বাহিরের দেশে সকল সুবিধা পাব?

  • @arifaziz3943
    @arifaziz3943 5 років тому +1

    আমি online tutor platform " preple" তে কাজ করতে চাচ্ছি । তারা Visa/Mastercard allow kore. এখন আমি কোন কার্ড ব্যবহার করে বাংলাদেশ থেকে ডলারে পেমেন্ট রিসিভ করতে পারবো? প্লিজ জানাবেন ।

  • @bdguruagriculture4725
    @bdguruagriculture4725 2 роки тому

    youtube এর জন্য কোন কার্ট লাগে, সেভিংস, কারেন্ট,মাস্টার, বলবেন প্লীল

  • @hossainahamed3738
    @hossainahamed3738 6 років тому +7

    সময়োপযোগী ভিডিও! অসাধারণ।

    • @hossainahamed3738
      @hossainahamed3738 6 років тому

      পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় রইলাম ^_^

  • @somoynewsonline9206
    @somoynewsonline9206 5 років тому

    ভাইয়া ফ্রিল্যান্সার দোর জন্য কোন কার্ড। বা মাধ্যম ভালো বলবেন কী?বললে খুব উপকৃত হবো।

  • @mustafiz5863
    @mustafiz5863 5 років тому +1

    Play Store Concol account khula jabe ki bhai shadin master card diya.. Please janan amake bhai

  • @99COMREDTEAM
    @99COMREDTEAM 5 років тому +1

    dur ato carge ki dorker?

  • @bdsolutions4395
    @bdsolutions4395 5 років тому +1

    Via eta dia ki facebook advertising kora jabe?

  • @HaiderAli-vh6so
    @HaiderAli-vh6so 5 років тому

    স্বাধীন মাষ্টার কার্ড সম্পর্কে একটি প্রশ্ন। যদি কোন ক্লাইন্ট আমাকে তার মাষ্টার কার্ড এর মাধ্যমে আমার স্বাধীন মাষ্টার কার্ডে পেমেন্ট করতে চায়, বা আমি যদি ওন্য কাউকে পেমেন্ট করতে চাই তাহলে কি কোন সমস্যা হতে পারে বা আছে?

  • @iTSchoolOfficial
    @iTSchoolOfficial 6 років тому +3

    ebl কার্ড দিয়ে কি ইউটিউব ও ফেসবুক বুস্ট করা যায়?

    • @topbangla-id4uj
      @topbangla-id4uj 6 років тому

      ki babe kora jay atar 1ta video then vai

  • @AhmedRizawanShams
    @AhmedRizawanShams 6 років тому +1

    Thanks for uploading this informative video. I searched everywhere, but coudn't find this answer : "How can i ask my US clients to send payment to this card?", i can ask my clients to load my Payoneer card but how can i use this card to do the same thing? Thanks

  • @user-ui9uk7nv1m
    @user-ui9uk7nv1m 5 років тому +2

    ভাই এই কার্ড দিয়ে কি আমি ফেসবুক পেজ প্রমোট বুস্ট করতে পারব কি?

  • @mdrifathassan6886
    @mdrifathassan6886 3 роки тому +1

    Eita diye Netflix, amazon prime er subscription neya jabe?

  • @tanmoyrobi7790
    @tanmoyrobi7790 5 років тому

    Vaiya, recently dekhtesi Payoneer and Bank Asia app diye Shadhin MasterCard a money transfer add dise. Please ata niye details akta video banan. I mean charges and fees.

  • @hasibulhasansourov2547
    @hasibulhasansourov2547 6 років тому +1

    tnq vaia..tahole only frelencer der jnno kon card ta better hbe vaya ??? ans dien plz

  • @AnimalHealthBD
    @AnimalHealthBD 6 років тому +3

    মাস্টার কার্ড EBL / SHADHIN ???????
    কোনটা ভালো ?
    সবার মতামত আশা করছি...............

  • @googlebaaz3942
    @googlebaaz3942 5 років тому +3

    Bro, Thanks for creating this type of great videos. My question is:( Shadhin vs Aqua vs Insta ) Which prepaid mastercard is best for dual currency?

  • @akashbanik5114
    @akashbanik5114 6 років тому +6

    অনেক ইনফরমেশন ছিলো ভিডিও তে।

  • @emselimahmed
    @emselimahmed 5 років тому +2

    Thank you so much

  • @nayeemislam5012
    @nayeemislam5012 4 роки тому

    ভাই সম্প্রতি আমি freelancer এ একজন ক্লায়েন্ট এর কাজ পেয়েছি।কাজ টি হলো গিয়ে ডাটা টাইপিং এর কাজ । ক্লাইন্ট আমাকে বলল যে প্রতি আওয়ারস 65 ডলার এবং প্রতি শুক্রবার তারা পেমেন্ট করবে। কিন্তু কাজটি পেতে হলে আমাকে তারা 25 ডলারের তিনটি গুগল প্লে কার্ড দিতে বলছে ? এখন আমার কি গুগল প্লের কার্ডটি দেওয়া উচিত?

  • @nizhumsaad311
    @nizhumsaad311 5 років тому

    Vaiya ali express theke order kora jabe??

  • @HonestFan.
    @HonestFan. 5 років тому +2

    ভাই এই কাড দিয়ে bet365 deposit করতে পারবো

  • @MehediHasan-ew7ls
    @MehediHasan-ew7ls 6 років тому

    vai akta question selo ame ke skrill er dollar ai card a nea taka ta convert korta parbo pls answer dean plssssss

  • @ImranHossain-iy3vj
    @ImranHossain-iy3vj 6 років тому +2

    Can I use this card to integrate with the Paypal ID from a foreign country?

  • @Sojib1993
    @Sojib1993 5 років тому +2

    ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং নিয়ে একটা ভিডিও দেন

  • @tuhinhossain960
    @tuhinhossain960 5 років тому

    Vaia ami jante cai j, ami sadhin mastercard hate pabar por, card a jodi 100 dollar load kori, tokhon ki card 575 taka kete nebe? Jeta yearly fee seta ki prothome dollar load korar sathe sathei kete nebe, naki 1 year por 575 tk charge korbe?

  • @siamkhan209
    @siamkhan209 5 років тому

    ভারতের এটিএম বুথে কী স্বাধীন মাষ্টার কার্ড ব্যবহার করা যাবে? ব্যবহার করা গেলে এটিএম বুথ থেকে কোন কার্টেন্সি টাকা উত্তলন করা যাবে? মানে ইন্ডিয়ান রুপি না ডলার?

  • @kmmohibulislam4915
    @kmmohibulislam4915 4 роки тому

    bank aaia er booth theke kono charge katbe nah...ekhane onara bolche...jehutu electric card se khetre bank er booth bujhe.... like npsb/visa network booth hole...charge asbe jeta bank asia er electric card e o same....onno booth e uthale charge katbe

  • @jannatulferdaousjan6717
    @jannatulferdaousjan6717 5 років тому

    শুধুমাত্র ফেসবুকে ভিডিও /পোস্ট বুস্ট করার জন্য আমি কি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে মাস্টার কার্ড পেতে পারি

  • @gisrsinstitute
    @gisrsinstitute 5 років тому +1

    ভাইয়া NID এর বদলে জন্ম নিবন্ধন দিয়ে করা যাবে নাহ।

  • @arfatulislam5313
    @arfatulislam5313 4 роки тому +1

    ভাইয়ের সাথে আছি সবসময়

  • @istiakhahmed7418
    @istiakhahmed7418 4 роки тому +1

    Ami jode yearly 40 times transaction Kore Tobe ki yearly fee exempted Hobe ?

  • @jaymahmud5679
    @jaymahmud5679 5 років тому

    ভাই আমি অনেক দেশে ঘুরতে যাই বা ব্যাবসার কাজে যাই, তাই বলছি কোন ব্যাংক এর কাড আমার জন্য ভাল হবে একটু জানাবেন,

  • @faisaluddin4509
    @faisaluddin4509 5 років тому

    help vaia..
    amr fiverr a amr vaiyar name dia id khula cz ami nid pai ni ekhon o.. nd ami payoneer khuli abbur name a
    nd amer payoneer a kicu tk o ace
    sadhin mastercard order dita hola ki payoneer a jai address ta dita hobe? naki fiverr er nid address dita hobe... plz janabne

  • @MehediHasan-zr1wt
    @MehediHasan-zr1wt 5 років тому

    ভাই আমাজনে অনলাইনে বই পড়তে মাস্টার কার্ড প্রয়োজন হয় কিছু পেমেন্ট দেওয়ার জন্য। আমাজনে পেমেন্ট দেওয়ার জন্য এই কার্ড ব্যবহার করতে পারবো কি? প্লিজ ভাই বলবেন

  • @aklashsujon6348
    @aklashsujon6348 6 років тому +1

    vai amr akta plastic visa card nibo ata naw r moto ki kono option asce bd teke help vai

  • @marupazad8613
    @marupazad8613 6 років тому +1

    bai ai card diya ki netellet,skrill a dollar deposit karta parbo

  • @jubayarbappy5965
    @jubayarbappy5965 6 років тому

    ভাই আপনার video দেখে Bank Asia tea giyea cilam but ওরা বলল Facebook boost হবে না এই কাডে... কি করব?????????????????????????

  • @samirchandrabarman5813
    @samirchandrabarman5813 6 років тому +2

    Vai ekta kotha boli rag korben na. Apnar ki sordhi lagse?? Nak ta ekto clear kore kotha bolle valo lagto shonte.

  • @classicaltechnology3532
    @classicaltechnology3532 6 років тому +1

    vai tahole adword e video bost korte kn card lagbe??

    • @classicaltechnology3532
      @classicaltechnology3532 6 років тому

      RealTech Master thnx vai reply er jonno......vai tahole ki ebl master card cholbe????😕😕😕

  • @shahriaralaminbijoy2013
    @shahriaralaminbijoy2013 5 років тому +3

    ভাইয়া আই নিড হেল্প, আমি বিদেশি ক্লায়েন্ট দের সাথে কাজ করেছি, তারা আমাকে পার্সোনালি পেয়মেন্ট করেছে।মানে কোনো প্ল্যাটফর্ম থেকে পেয় করেনি।সেক্ষেত্রে কী করনিয়?
    প্লিজ ইগ্নোর না করে রিপ্লাই টা দিবেন ভাইয়া।🖐

  • @bpborsha3494
    @bpborsha3494 6 років тому

    Vaiya card tk dukabo kibave....

  • @sakibkhandaker5484
    @sakibkhandaker5484 5 років тому +1

    ভাইয়া জানালে খুব উপকৃত হব☺

  • @itsbangladesh6359
    @itsbangladesh6359 6 років тому +1

    ভাই এই নিয়ে আপনি অনেক গুলা ডুয়াল কারেন্সি এর কার্ড নিয়ে ভিডিও বানাইসেন
    কিন্তু ভাই ১৮ বছরের নিচে NID কার্ড ও নাই পাসপোর্ট ও নাই তাদের জন্য কি কোন ডুয়াল কারেন্সি কার্ড নাই?

  • @Banglades735
    @Banglades735 6 років тому

    netler বা skrill এ কি ডলার লোড দেয়া যাবে।যদি কেউ যানেন দয়া করে উত্তর দেন

  • @shuvoroy9585
    @shuvoroy9585 5 років тому

    ভাই এই card দিয়ে কি Google Play Console Account কেনা যাবে??

  • @mdnannu2561
    @mdnannu2561 6 років тому +5

    ভাই আপনার ভিডিও গুলু অনেক সুন্দর লাগে দারুন……

  • @smasad1787
    @smasad1787 5 років тому

    আমি কি পাসপোর্ট ছারা এই এই কার্ড নিতে পারবো??এবং ডলার আনতে পারবো

  • @user-tahidul
    @user-tahidul 5 років тому

    Vaiya ludu king games okhane je cade lagbe ki cade. Ar bank asia te ki ai cade pabo bolben plz.

  • @wazidullahmurad3644
    @wazidullahmurad3644 5 років тому

    AliExpress theke product delivery unsuccessfull hole AliExpress refund korte chaile Shadhin card e refund possible brother?

  • @LifeandTree-ri7ln
    @LifeandTree-ri7ln Рік тому

    শুধু ফেসবুক বুস্ট এরজন্য এশিয়ার,কার্ড কেমন হবে

  • @sakibkhandaker5484
    @sakibkhandaker5484 5 років тому +1

    আসসালামু আলাইকুম,, ভাইয়া,, আমি পাসপোর্ট ছাড়া কার্ড টি নিলে এটাতে কী ফ্রীল্যন্সার.কম/ ফাইভার.কম হতে ডলার পেমেন্ট নিতে পারব?

  • @viralnewstoday5647
    @viralnewstoday5647 6 років тому

    ai card thake kono site a usd deposit kora jabe...........

  • @asifasad3213
    @asifasad3213 5 років тому

    Which is the best way to convert freelancing money from USD into BDT as you said that shadin is not the best option to do that. Please reply my question.

    • @asifasad3213
      @asifasad3213 5 років тому

      Which is the best bank for that?