পাল্টাপাল্টি সমাবেশের ডাক ঢাবিতে, থমথমে ক্যাম্পাস | Quota Andolon | Quota News | NTV News

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024

КОМЕНТАРІ • 68

  • @MD.MONIRULISLAM-zk3ct
    @MD.MONIRULISLAM-zk3ct Місяць тому

    সাবাস তোমারা বাংলা সাহাসি সান্তান

  • @kamari008
    @kamari008 Місяць тому

    কোটা সংস্কারের লক্ষ্যে একটি ‘কোটা সংস্কার কমিশন’ গঠনের জন্য সরকারের কাছে দাবি জানাই।

  • @priyankarani-uu1mv
    @priyankarani-uu1mv Місяць тому

    ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি করে জনগনকে আর কষ্ট না দিতে ছাত্র-ছাত্রীদের অনুরোধ করছি।

  • @NarendraHajarika
    @NarendraHajarika Місяць тому

    দেশটাকে অস্থিতিশীল করার জন্য কিছু চক্র উঠে পড়ে লেগেছে। আল্লাহ এদের হাত থেকে আমাদের হিফাজত করুক।

  • @chittagongviking7105
    @chittagongviking7105 Місяць тому +2

    কাশিপুর ৪ ঘন্টা পরযন্ত গাড়ি রাস্তায় দাড়ানো আছে

  • @rafiqshikhder
    @rafiqshikhder Місяць тому +1

    যেকোন বিষয়ে মত, ভিন্ন মত থাকতেই পারে। আলাপ-আলোচনা ও শান্তিপূর্ণ পন্থায় দাবি আদায়ের জন্য আন্দোলন করার প্রত্যেক নাগরিকের গণতান্ত্রিক অধিকার রয়েছে। কিন্তু আন্দোলনের নামে মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে অসম্মানজনক বক্তব্য দেয়া, কটাক্ষ করা একেবারেই অগ্রহণযোগ্য ও ঔদ্ধত্যের শামিল।

  • @KashifaIslam
    @KashifaIslam Місяць тому

    সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কোটা ইস্যুতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের যৌক্তিকতা থাকলেও আদালতে বিচারাধীন বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের অপেক্ষা করা প্রয়োজন।

  • @LabibaNoor-lp8fn
    @LabibaNoor-lp8fn Місяць тому

    যারা কোটাবিরোধী আন্দোলনের নামে সড়ক অবরোধ করছে, তারা কি দেশের সর্বোচ্চ আদালতের ওপর চাপ সৃষ্টি করে, তাকে প্রভাবিত করার উদ্দেশ্যেই এটি করছে?

  • @JariaTasnim-uy4oq
    @JariaTasnim-uy4oq Місяць тому

    ভাই মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল বলে আজকে আপনারা আন্দোলন করতে পারতেছেন। সরকার তাদের মুক্তিযোদ্ধাদের সম্মানে সব সময়ই আন্তরিক ছিল।

  • @monoj0089
    @monoj0089 Місяць тому

    কোটা বিষয় টি এখনো আদালতে আছে। আমাদের সকলের উচিত অপেক্ষা করা।

  • @ZahidGafur-bz5lg
    @ZahidGafur-bz5lg Місяць тому

    আদালতে বিচারাধীন বিষয় নিয়ে রাজপথে আন্দোলন করে জনদুর্ভোগ সৃষ্টি করার পেছনে কোনো উদ্দেশ্য থাকতে পারে। আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের আগে এ আন্দোলন অযৌক্তিক। আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন স্থগিত রাখা হোক।

  • @BarshaRifah
    @BarshaRifah Місяць тому

    দুঃখ লাগে যখন শুনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ছাত্রীরাও নিজেদের রাজাকার দাবি করে স্লোগান দেয়।

  • @SujonGanguly-ov6sn
    @SujonGanguly-ov6sn Місяць тому

    বিসিএস ৩৫ থেকে ৩৮ ব্যাচের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, সব মিলিয়ে মুক্তিযোদ্ধা পরিবার চাকরি পেয়েছে ৮ শতাংশের নিচে। তাদের চেয়ে জেলা কোটায় চাকরি হয়েছে অনেক বেশি। কোটা পূরণ না হলে মেধার ভিত্তিতে চাকরি হয়। কারও জন্য কোনো কিছু থামিয়ে রাখা হয় না।

  • @AshikAhmed-in2ci
    @AshikAhmed-in2ci Місяць тому

    প্রতিদিন রাজধানীর বিভিন্ন পয়েন্টে ও দেশের বিভিন্ন জায়গায় রাস্তায় শিক্ষার্থীদের মিছিল ও অবস্থানের কারণে জনদুর্ভোগ হচ্ছে।

  • @NijamUddin-br9bc
    @NijamUddin-br9bc Місяць тому

    রাস্তা বন্ধ করে জনগনকে কষ্ট দিয়ে জনগনকে আপনাদের বিপক্ষে নিবেন না।

  • @SadiaSayed-vn3fb
    @SadiaSayed-vn3fb Місяць тому

    কোটা আন্দোলন কি ছাত্র-শিবিরের নতুন অধ্যায়?

  • @RupaAhmed-fh3df
    @RupaAhmed-fh3df Місяць тому

    আদালতের নিস্পত্তির পর, আদালত সরকার কে যেভাবে নিস্পত্তি করতে আদেশ দিবে সেভাবে নিস্পত্তি করতে হবে।

  • @DibyaPaul-yg6xt
    @DibyaPaul-yg6xt Місяць тому

    বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগে অনুচ্ছেদ ২৯(৩)(ক) তে বলা হয়েছে, ‘নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশ যাতে প্রজাতন্ত্রের কর্মে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করতে পারে, সেই উদ্দেশ্যে তাদের অনুকূলে বিশেষ বিধান প্রণয়ন করতে রাষ্ট্রকে নিবৃত্ত করবে না।’ সংবিধানের আলোকে কোটা ব্যবস্থা পর্যালোচনা করে নারী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধীসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীগুলি এবং মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য যৌক্তিক পরিমাণ কোটা সংরক্ষণ করে কোটা ব্যবস্থা যৌক্তিক করতে হবে।

  • @SujonGanguly-ov6sn
    @SujonGanguly-ov6sn Місяць тому

    ২০১৮ সালে সরকার সাধারন শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল হয়ে কোটা বাতি করেছিল, কিন্তু সেটা এখন আদালতে। সুতরাং বিষয়টি আদালতের মাধ্যমে সমাধান হতে হবে। আদালতের বাইরে গিয়ে আদালত কে উপেক্ষা করে সরকার কোন সিদ্ধান্ত নিতে পারে না যখন বিষয়টি আদালতে বিচারাধীন।

  • @user-cp5yc3kk9z
    @user-cp5yc3kk9z Місяць тому

    এ দেশের মাটিতে রাজাকারের ঠাই নেই, প্রধানমন্ত্রীর বক্তব্য যথার্থ ছিল।

  • @user-wd3rh3ko8k
    @user-wd3rh3ko8k Місяць тому

    ছাত্রলীগ এতো সাহস পায় কীভাবে??? এই নাকি স্বাধীন বাংলাদেশ😅😏😔

  • @JaneAlam-tf3cq
    @JaneAlam-tf3cq Місяць тому

    কোটায় নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা সকলেই মেধাবী, কেউ অমেধাবী নয়। সাধারণ প্রার্থীদের সাথে একই প্রশ্নপত্রে পরীক্ষায় অংশগ্রহণ করে প্রিলি, লিখিত ও ভাইভায় উত্তীর্ণ হওয়ার পর কোটা প্রয়োগ হয়ে থাকে।

  • @LiniaHaq
    @LiniaHaq Місяць тому

    কোটায় নিয়োগপ্রাপ্তরা মেধাবী নয়, কিন্তু পিএসসির ড্রাইভার আবেদ আলীর নিয়োগ বানিজ্য এ ক্যাডাররা মেধাবী- আমি কি ভুল বলছি?

  • @DebashishBiswas-qo4ck
    @DebashishBiswas-qo4ck Місяць тому

    যারা আন্দোলন করছে তাদের বাবা-মা অসুস্থ হয়ে রাস্তায় মারা গেলে এর পর বোঝা যেত আন্দোলন কেমনে হয়।

  • @AzgarAli-cr2vt
    @AzgarAli-cr2vt Місяць тому

    রাতে টেলিভিশন যখন দেখি, টকশোতে অনেক রকমের কথা হয়। মনে হয়, যারা কথা বলছেন সমস্ত জ্ঞান তাদেরই। ত কথা বলে উসকানি দেওয়ার তো কোনো মানে হয় না।

  • @neel-uronchondi9339
    @neel-uronchondi9339 Місяць тому

    after they slogan ‘Ami Rajakar’ I don’t support them anymore! This is not about anti-quota protest anymore it becoming anti freedom fighter protest! There is a third parties try to taking advantages!

  • @user-vf5nx1lq4o
    @user-vf5nx1lq4o Місяць тому +3

    সারা বাংলায় খবর দে ছাত্রলীগের কবর দে ছাত্রলীগের কবর দিয়ে সারা বাংলায় খবর দে

  • @jannatira-wk6ri
    @jannatira-wk6ri Місяць тому

    very surprised and angry to hear the slogans 'Who are you, who am I, Razakars' and 'We are all Razakars' from the procession of the students demanding the cancellation of the quota system in several universities

  • @yasinshajahan5147
    @yasinshajahan5147 Місяць тому +1

    😂😂😂😂জয় কোটা

    • @EL14840
      @EL14840 Місяць тому

      @@yasinshajahan5147 তোর শেষ দিন ঘনিয়ে আসছে

    • @EL14840
      @EL14840 Місяць тому

      @@yasinshajahan5147 তোদের শেষ দিন ঘনিয়ে আসছে

  • @LiraMahbub
    @LiraMahbub Місяць тому

    কোটা সংস্কার আন্দোলনকারীদের জবাব দিতে স্বাধীনতার সপক্ষের সবাই প্রস্তুত।