কেন এত মানুষ Green Friends কে এত ভালবাসে চলুন খুঁজে দেখি

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 343

  • @gourichoudhury4495
    @gourichoudhury4495 2 роки тому +1

    তোমার সাথে আছি ভাই। তোমার ছাদ বাগান আমার অনেক উপকারে এসছে। যতোদিন বেঁচে আছি তোমার সাথে থাকব।

  • @moumitasarkar568
    @moumitasarkar568 2 роки тому +1

    Somor da...sob badha oticrom kore egiye jao...pashe achhi...👍

  • @itimajumder5181
    @itimajumder5181 2 роки тому +4

    সমর দা আপনার ভিডিও গুলো দেখে অনেক কিছু শেখা যায়। আপনি কারো কথায় কান না দিয়ে চালিয়ে জান 👍👍👌👌❤️❤️

  • @kabitaghosh2972
    @kabitaghosh2972 2 роки тому +2

    আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সাথে পথ চলে অনেক গাছ এবং গাছের যত্ন ,মানে গাছ কি পছন্দ করে আর করেনা শিখতে পারলাম। আপনার ভিডিও গুলো রাতে শোবার সময় দেখি রোজ। তবে ফলগাছ লাগানোর জায়গা নেই বলে ওগুলো দেখিনা। এভাবেই চলুন। ভালো থাকুন। অনেক শুভেচ্ছা রইল।

  • @bandanakanjilal4787
    @bandanakanjilal4787 Рік тому +1

    ভাই মন খারাপ কোরো না। তোমার সততা,নিষ্ঠা, ভালোবাসা ই তোমাকে এত দূর পৌঁছে ছে।

  • @Anrita..d
    @Anrita..d 2 роки тому +1

    তুমি তোমার এই সুন্দর সবুজ অভিযানের পথে এগিয়ে চলো ভাই ।
    বাড়ির কাজ , বাচ্চাদের পড়াশোনার জন্য হয়তো সবসময় ভিডিও টা যে সময়ে দিচ্ছ দেখা হয়না কিন্তু রাত জেগে বা যেদিন একটু সময় থাকে সেদিন সেইসব না দেখা Green friends (video)গুলো অবশ্যই দেখি । অভিজ্ঞতা নিয়েই এখনো পর্যন্ত জানছি, শিখছি ।

  • @jebunnesajoba8335
    @jebunnesajoba8335 2 роки тому +1

    দাদা আমি বাংলাদেশ থেকে আমিও প্রতি দিন green friends দেখি খুব ভালো লাগে

  • @chandannaskar8348
    @chandannaskar8348 2 роки тому

    Samarbabu deserves it what he is getting. What I like most about you is that you are very down to earth and you are propagating numerous new ideas of gardening through your channel. Long live Green Friends

  • @swapnasarkar6041
    @swapnasarkar6041 2 роки тому +1

    ❤️❤️❤️❤️❤️গ্রীন ফ্রেন্ডস ❤️❤️❤️❤️❤️

  • @manashibairagi2950
    @manashibairagi2950 2 роки тому +2

    লাইভ ভি ডি ও খুব ভাল লেগেছে সমরদা ভাল থাকুন ।ধন‍্যবাদ ধন‍্যবাদ ।যে যা বলুক আপনি এগিয়ে যান ।

  • @pritikanasardar3385
    @pritikanasardar3385 2 роки тому +1

    Tumi je khothagulo bolechho.Ekdom thik bolechho. Khub valo laglo

  • @gourikarmakar6795
    @gourikarmakar6795 2 роки тому

    সমর তুমি এখন আমাদের গাছের সাথে সাথে আমাদের ভালো বাসা হয়ে উঠেছে তোমার জন্য এখন সকলের সময় খুব ভালো সময় কাটছে। অনেক ধন্যবাদ তোমাকে। আমি ও তোমাকে একদিন বাড়িতে আনতে চেষ্টা করবো।

  • @mousumibasu8475
    @mousumibasu8475 2 роки тому +1

    Great job SAMAR.
    TUMI KAAJ KORE JAO.

  • @chhandadas4657
    @chhandadas4657 Рік тому

    সমর, ভালো কাজে পিছনে তাকাতে নেই।
    এগিয়ে যাওয়ার শুভেচ্ছা ও শুভকামনা রইলো।

  • @sagarikadash2382
    @sagarikadash2382 2 роки тому +1

    Samar dada.Aapnar natun bagan setup darun lagche .Peachcolour khub sunder .tar majhe aapnar plants gulo khub sunder.Bandhu milan utsabte aapnar gachgulo ke bhenge ja nosto koche dekhe khub kharab laglo .Gach gulo to aamar bacha moton .take nosto korle dukho to hobe .good going dada Aami Rourkela Odisha thekeo aapnar milan uttsav dekghe khub bhalo lage .

  • @hakimurrashid782
    @hakimurrashid782 2 роки тому +1

    ভাই সমর আমাদের আলাপ ঢাকুরিয়া মিট আপে । তারপর ২০১৯ সালে সম্ভবত সেপ্টেম্বরের শেষ সপ্তাহে আমি আপনার সঙ্গী হয়ে বসিরহাটে আপনার ভিডিও করার দেখার জন্যে গিয়েছিলাম । তখন আপনার উদ্যম ও প্রচেষ্টা দেখে মুগ্ধ হয়েছিলাম । আপনি ট্রেনে ফেরার পথে আগের ভিডিও র কমেন্টের উত্তর দিচ্ছিলেন । আপনার এই নিরলস প‌্রয়াস‌ই আপনার সাফল্যের চাবিকাঠি ।আমরা তো আপনার সাথে আছি।আর নিন্দুকেরা আছে থাকবে তাদের কথায় কর্ণপাত না করে এগিয়ে চলুন । আপনি আরও বড় সাফল্য অর্জন করবেন । ভালো ও সুস্থ থাকুন ।

  • @sujaysarkar7557
    @sujaysarkar7557 2 роки тому +1

    দাদা, you tube অনেকে video করে,কিন্তু youtube খুলে আগে তোমার vidieo দেখা চাই।সবার ছাদের বাগান থেকে অনেক নতুন idea আমিতো পাই।তোমার কাছ থেকে spray machine নিয়ে আমার বাগান করা অনেক সহজ হয়ে গেছে।এ রকম অনেক কিছু জানানোর জন্য তোমাকে ধন্যবাদ জানাই।মানুষের বিশ্বাস অর্জন করাটাই আসল ব্যাপার।

  • @Pushpak_love
    @Pushpak_love 2 роки тому +1

    Onk kichu sikhechi ..bises kore golap er nesha apnar janno eseche ...
    Thnk u . stay blessed dada

  • @archanasom1606
    @archanasom1606 2 роки тому +1

    আমি বিশেষ কাজে ব্যস্তছিলাম সমর'দা ঐ সময়টা তাই এই ভালোবাসা যাচাইএর ভিডিওটি কাল দেখা হয়নি, এখন দেখছি।
    চায়ের আড্ডায় অনুপস্থিত থেকেও আনন্দ
    পেয়েছি।আমার অনেক‌ শেখা বাকী ছিলো।আমার গাছের জন্য অনেক জানা
    গ্ৰীণ ফ্রেন্ডস্ এর কাছ থেকে।প্রয়োজনে আমি আপনার কোন কোন ভিডিও দশবার দেখি।
    ঈর্ষা করেন দূর্বলরা। যারা জ্বলছে জ্বলুক।এনিয়ে অহেতুক ভাবনায় কষ্ট পাবেননা।ভালো থাকুন। নমস্কার।

  • @sashankosen8975
    @sashankosen8975 2 роки тому +1

    Somor da thank you your advice god bless you

  • @mayapal3821
    @mayapal3821 2 роки тому +1

    Ha khub bholo sona gache. Honost msn ke sobay bholobase

  • @tarunmondal2053
    @tarunmondal2053 2 роки тому

    অনেক অনেক ভালোবাসা থাকলো সমর্থন দা আমি আপনার লাইভ ভিডিও দেখতে সময় পাইনি তাই এখন দেখলাম ভালোথাবেন ধন্যবাদ ।

  • @sohomshaw5172
    @sohomshaw5172 2 роки тому +1

    Onner hinsha tomar joy dada.tumi egie jao

  • @minatisaha5940n
    @minatisaha5940n 2 роки тому +1

    Ha dada

  • @deepadhara1586
    @deepadhara1586 2 роки тому

    ভাই আপনার তো আনন্দ করা উচিৎ আপনার সফলতায় অপরের গা জলে আর একটা কথা যারা চা য়ের আড্ডা য় গিয়ে গাছের ডাল ভাঙে তারা আদৌ গাছকে ভালো বাসে সেটা সন্দেহ আছে যাই হয়ে যাক এ রকম সুন্দর মনে র থাকুন

  • @sujit9440
    @sujit9440 2 роки тому +1

    I like you and your activities.

  • @shilpighoshofficial564
    @shilpighoshofficial564 2 роки тому +4

    "অপপ্রচার " এই শব্দটার মদ্ধেও "প্রচার " আছে ভাই, তুমি রাগ করোনা , উত্তেজনা শরীর খারাপ করে । নিন্দুক দের ধন্যবাদ দাও, ওরাও আখেরে তোমার প্রচার করছে ।
    বদনামে ও নাম আছে ভাই । তুমি চালিয়ে যাও , আমরা সবাই তোমার সাথে আছি। green friends জিন্দাবাদ .....

  • @manikbera9111
    @manikbera9111 2 роки тому

    খুবই সুন্দর লাগছে ভালো থাকবেন স্যার

  • @kuhelichakraborty3093
    @kuhelichakraborty3093 2 роки тому +1

    Khub bhalo laglo Bhai Tomar kotha gulo.onek boro hok tomar bagan.

  • @shankaragarwal5369
    @shankaragarwal5369 2 роки тому

    সমর দা , আপনার কাজ অনেক ভালো তা সবায় জানে, কিন্তূ কয় এক জন যদি হিংসা করে কিছু বলছে বলুক ,ওরা আপনার মনোবল ভাঙতে চায়, কিন্তু ওরা জানেনা এতে আপনার আরো ভালই করছে , ১০০ ভিতরে যদি ২ বা ৪ জন অসন্তুষ্ট হয় হউক,আপনে বাকি ৯৬ জনের কথা ভাবেন ,ওরা কতো রেসপেক্ট করে আপনাকে, কিছু লোক তো ভোগোওয়ান কেও ভালো বাসেনা ,তাই বাজে চিন্তা বাদ দিন , আমরা সবাই জানি আমরা কি ছিলাম আর কি বানিয়েছেন আপনে ,আমরা আগে একটা ফুল গাছ করতে পারতাম না ,আজ ফল ফুল সবজির মাস্টার হয়ে গেছি, এসব এক মাত্র আপনার প্রচেষ্টায় ,আমরা আজ সবাই গাছ পাগল হয়ে গেছি এক মাত্র আপনার জন্য, আমি আজ অবদি আপনাকে দেখি নাই , ফোনেও কথা বলি নাই কিন্তু আপনাকে আমি অনেক অনেক অনেক বেশি রেসপেক্ট করি, শুধু আমি না সবাই বাগানিরা আপনাকে অনেক ভালো বাসে ,pls আপনে মন খারাব করবেন না ,আপনার এক ডাকে কতো লোক আসে এটা আপনে ভালো করেই জানেন , হে আর একটা কথা আপনার বাগান থেকে কোনো লোক কে নিজে কোনো গাছ নিতে দিবেননা pls

  • @anantasgarden6828
    @anantasgarden6828 2 роки тому +1

    তোমার ভিডিও ভালো লাগে। অনেক কিছুই শিখেছি।
    ধন্যবাদ ভাই।

  • @annikajain162
    @annikajain162 2 роки тому +1

    Khub bhalo laglo ajker video,jotodin bachbo Green Friends er video dekhbo

  • @jayasrikundu6346
    @jayasrikundu6346 2 роки тому

    জানি, খুব অভিমান হয়। দুঃখ হয় মানুষের হিংসা দেখে। তবুও বলবো, অন্যের অকৃতজ্ঞতা আর নেগেটিভিটি প্রমান করে "সমর ভালো আছে"!!
    তবে অনেকে না বুঝে ব্যক্তিগত ভুলের মাসুল গুনতে গিয়ে রেগে যান এবং অন্যকে দোষারোপ করেন। তাদের ভালো ভাবে বোঝাতে এই কথাগুলো ভীষণ দরকার। অনেক শ্রদ্ধা আর ভালোবাসা সমরদাকে 🙏

  • @sanjoybera2737
    @sanjoybera2737 2 роки тому

    সৎ ভাবে যেকোন মানুষ কিছু সম্পন্ন করতে পারলে,কিছু অসম্পূর্ণ কিছু মানুষ আছে যারা নিজেরা কিছু করতে পারেনা কাউকে কিছু সম্পূর্ণ করতেও জানে.এরা আলোচনা করার যোগ্য না. দাদা এভাবে চালিয়ে যাও খুব খুব ভালো থেকো সবাইকে নিয়ে. 💝💝💝💝

  • @chulbulithegoldenretriever3342
    @chulbulithegoldenretriever3342 2 роки тому +1

    আপনার চ্যানেল থেকে আমি অনেক কিছু শিখেছি।আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

  • @sneha13
    @sneha13 2 роки тому +2

    সমরদা আপনার আন্তরিকতা আপনাকে জনপ্রিয় করেছে, আপনি এগিয়ে যান,আর নিন্দুকেরা আছে বলেই আপনার কাজ ও সফলতার শিখরে পৌঁছে গিয়েছেন, সুস্থ থাকুন ভালো থাকুন, এগিয়ে যান দাদা

  • @DevanshiGarden
    @DevanshiGarden 2 роки тому +1

    best wishes for new garden setting s 4rm new friends

  • @malay2709
    @malay2709 2 роки тому +1

    Great,amar sada 9 o clock lagbe.amar kachhe lal 9 o clock achhe.

  • @newdestinationmygarden137
    @newdestinationmygarden137 2 роки тому +1

    Dada khub sundor dachan

  • @monikadutta6511
    @monikadutta6511 2 роки тому +1

    Baoooo ❤❤❤❤দাদা ভাই খুব সুন্দর লাগলো 🙏🙏🙏🌱🌱🌿🌿🌿🌿

  • @beautifulearth_pranabesh
    @beautifulearth_pranabesh 2 роки тому +2

    সমর আপনাকে আমরা সকলেই ভালবাসি। তাই দু-এক জনের খারাপ-বাসা কে মনে নেবেন না। পথ চলতে গেলে তো বাম্পার পেরোতেই হবে। তাই না? আর আপনি আমাদের অনুপ্রেরণা। আপনাকে দিয়ে আমরা নিত্য দিন শিখছি। তাই ভাল মানুষ দের মনে রাখুন, নিন্দুকদের ভুলে থাকুন। অসংখ্য ধন্যবাদ।

  • @sangeetadas5275
    @sangeetadas5275 2 роки тому +1

    সমর দা তোমার সততা তোমাকে জনপ্রিয় করেছে, এগিয়ে যাও, আমরা সাথে আছি আর থাকবো 😊😊, দাদা তুমি জনপ্রিয় হয়েছো এটাই এনারা প্রমান করে দেয় 🤗🤗

  • @ivydebbarma4202
    @ivydebbarma4202 2 роки тому

    Ami Durgapure thaki.apnar video dekhte khub bhalobashi. SEI dine 10_12ta video dekhar lokeder modhye Ami akjon.

  • @rumaroybangalorevlogs
    @rumaroybangalorevlogs 2 роки тому +1

    Valo kaj karar samoy anek badha ase agulo jhere fele dao , Ami toh sabgulo video dekhte pari na tai bole ki kharap chinta dhara korbo, seta thik noy. Ami bangalor theke dekhi

  • @queenmakeup1088
    @queenmakeup1088 2 роки тому +2

    Ami first time UA-cam challen theke khad order korlam New Delhi theke aapnar kothai Dom acche mone biswas hoye chhilo aapni faltu log gulor kotha Kane neben na green friends ar shathe aachi ar thakbo thanks Samar da 🙏

  • @sekhardas72
    @sekhardas72 2 роки тому +1

    kichu jinish ignore kora valo Bhai. Keep it up bhai. 👌👌👌 valo theko. Cool theke nijer kaj kore cholo. Eta kono advice noi. Eta Green friends ke bhalobasha.

  • @avoypattanayak6343
    @avoypattanayak6343 2 роки тому +1

    O Lovely dada. Ami khub taratari beriprayas aschi ,, aktu help korben please

  • @abusaid8080
    @abusaid8080 2 роки тому +1

    সমর দা Keep up.. Good work Always smileing face.

  • @taraknathkayal2116
    @taraknathkayal2116 2 роки тому +1

    আমিও তাই ভাবতাম এত সময় সমর দা পায় কখন!
    কিন্তু সফলতার পিছনে যে কঠোর পরিশ্রম নিন্দুকেরা কখনই দেখতে পায় না... শুধুমাত্র ঈর্ষা করতেই জানে।
    just ignore it

  • @dilipkumarroy3101
    @dilipkumarroy3101 2 роки тому

    সমর ভাই ভুমি এগিয়ে চলো বাংলার মানুষ তোমার সাথে আছে।আরো ভাল ও কিছু দেখতে চাই। ❤❤❤❤

  • @protapmondal8362
    @protapmondal8362 2 роки тому +1

    আমি উত্তর প্রদেশ, বানারস থেকে দেখছি
    আমি youtub খুলে গ্রীন ফ্রেন্ড হি দেখি

  • @dipaksarkar7100
    @dipaksarkar7100 2 роки тому +2

    সমর দা তুমি এই ভাবে এগিয়ে যাও কোনো কথায় কান দেবেনা তুমি ভালো কাজ করছো তাই তাদের ফাটছে .. শুভ রাত্রি দাদা

  • @sumitneogi1702
    @sumitneogi1702 2 роки тому

    Onek dhanyabad tomakey, amar 78bochhor tao tomar kotha roj shuni.bhalo theko.

  • @belibaral319
    @belibaral319 2 роки тому +1

    Ami green friends dekhei chade fol gach lagate utsahito hoi. Thanks dada.

  • @chhayasakar5570
    @chhayasakar5570 2 роки тому +1

    শুভ সন্ধ্যা সমর একটু দেরি হোয়ে গেলো কারন ডাঃ কাছে গিয়েছিলাম দেখছি তোমার ভিডিও 👍🏼❤❤💐

  • @rupaika6733
    @rupaika6733 2 роки тому +3

    আপনি যত দিন বাজবেন এই রকমেই থাকবেন ।কারন সত এবং ভালো মানুষের খুব অভাব।

  • @moonmoonbasu7775
    @moonmoonbasu7775 2 роки тому +1

    সত্যিই সমর ভাই অনেক সাহায্য করেন যখনি হোয়াটস্যাপ এ কিছু জানতে চেয়েছি সব সময় উত্তর দেন আমি অনেক উপকৃত 🙏

  • @rabindranathroy718
    @rabindranathroy718 2 роки тому +2

    ""💝kub sund0r somorda

  • @p.garden494
    @p.garden494 2 роки тому +1

    শুভ সন্ধ্যা দারুন দারুন একটা অনুষ্টান করছেন।এই তো একদম আসল জায়গায় ভিডিওটা দেখালেন। আপনার দোকানে যাবো ঠিক কখন গেলে আমার প্রীয় ভাইয়ের সাথে দেখা পাবো।যদি কিছু মনে না করেন। মনে করলেন না তো।থাক অনেকে অনেক কথা বলে। তুমি কিছু মনে করো না। সমর সমরই। আমার তো মনে হয় বাংলা কেনো সারা ভারতে একটা সমর ভাই পাওয়া যাবে না। মাথা গরম করবে না। আমরা সবাই তোমার পাশে আছি। চল এগিয়ে যাও।👍👍👍👍👍👍

  • @ramkrishnasarkar993
    @ramkrishnasarkar993 2 роки тому +1

    Dada apner kotha amar khub bhalo lage

  • @chhayasakar5570
    @chhayasakar5570 2 роки тому +6

    সমর তুমি ভাই বাজে কথায় কানদিয়ে তোমার মূল্যবান সময় নষ্ট না করে এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি ভালো থেকো সুস্থ থেকো👍🏼👌❤❤❤❤

  • @banyapalit6665
    @banyapalit6665 2 роки тому +1

    Tomar chanel khubi motivating!!
    Loker kothay ki aase jay

  • @nilatirthaghosh6765
    @nilatirthaghosh6765 2 роки тому +1

    ভালো কাজ করলেই শত্রু বাড়ে দাদা , কিচ্ছু করার নেই তাদের জন্য ,তাদের জন্য বড্ড করুণা হয় , ওদের উচিত হিংসা না করে ভালোবাসা অর্জন করে নিতে শিখতে জানতে হয় , তুমি সেই আশীর্বাদ পেয়েছো ,ভগবানের হাত তোমার মাথায় অতএব ওদের জ্বলবে এটাই স্বাভাবিক । নীলাতীর্থ গাছের কতটা বোঝে আমি জানিনা ও তোমার কথা শোনে, ইমপ্রেস হয়, ভিডিও দেখতে চায় সময় পেলেই । গুজবে কান দেবেন না , এগিয়ে চলুন দাদা 🌿👍 সাথে আছি আমরা 💚💚💚💚💚🌿

  • @biplabkarmakar1391
    @biplabkarmakar1391 2 роки тому +2

    সত্যি হিংসা করার কী আছে। নিশ্চয়ই ভালো লাগার ভালোবাসার কিছু আছে বলেই তো সবাই ভালো বাসে। 👍👍

  • @sabbirsk9344
    @sabbirsk9344 2 роки тому +1

    সমর দা আপনাকে যতটুকু দেখ ভে ততই লচুর মতোই ফুলবে দাদা ভালো থাকবেন

  • @mitamoitra2509
    @mitamoitra2509 2 роки тому +1

    samarda subha sandya

  • @krishnaray8514
    @krishnaray8514 2 роки тому +3

    তোমার সাথে আছি থাকবো, ভালো থেকো সুস্থ থেকো তুমি আরো বড় হয়

  • @bhaskarjoarder7258
    @bhaskarjoarder7258 2 роки тому +1

    দারুন দাদা দারুন, এগিয়ে চলো পাশে আছি, সারা জীবন ।

  • @ivydas5910
    @ivydas5910 2 роки тому +2

    শুভ সন্ধ্যা ভাই।তুমি তোমার কাজ করে যাও।যে যা বলার বলুক।যে সৎ পথে থেকে কাজ কে ভালো বেসে কাজ করে যায়, তাকে কেও আটকাতে পারে না।

  • @gourichoudhury4495
    @gourichoudhury4495 2 роки тому

    শোনা যাচ্ছে সুন্দর।

  • @sanjuktabagchi2404
    @sanjuktabagchi2404 2 роки тому

    পশ্চিমবঙ্গের একটাই চ্যানেল আছে তার নাম গ্ৰীন ফ্রেনডস এর কোন বিকল্প নেই লঙ লঙ লঙ লাইভ গ্ৰীন ফেনড্স খুব ভালো থেকো সুস্থ থেকো সমর ভাই।

  • @queenmakeup1088
    @queenmakeup1088 2 роки тому +1

    Thik bolechen aapni kono video te subscribe ar kotha bolen na ato sundor video age dekhini thanks Dada 🙏

  • @putuladhikari2003
    @putuladhikari2003 2 роки тому

    Aapnar kache onek kichu sikhechi 👍👍

  • @ranjandatta4134
    @ranjandatta4134 2 роки тому +1

    Darun Darun 👌 video

  • @minunandi6008
    @minunandi6008 2 роки тому +1

    Samar Bhai ajke tomar live ta dekchi tomar live dekhte khub valo lage amar

  • @jebunnesajoba8335
    @jebunnesajoba8335 2 роки тому +1

    দাদা আমার ও একটা ছাদ বাগান আছে

  • @pratimajana7036
    @pratimajana7036 2 роки тому +1

    Ami green friends anutan

  • @shampaswarnakar3041
    @shampaswarnakar3041 2 роки тому +1

    Dada upnar program dakhe khub valo laga

  • @protapmondal8362
    @protapmondal8362 2 роки тому +1

    খুব সুন্দর,

  • @jollybhattacharjee6600
    @jollybhattacharjee6600 2 роки тому +1

    Dada ami o tomar sathe aachi

  • @swapnaacharjee7692
    @swapnaacharjee7692 2 роки тому +1

    দাদা আপনাকে ভালবাসবে না তো কাকে ভালবাসবে যে আপনার বদনাম করে করুক আমরা আপনাকেই ভালোবাসবো আর সাথে থাকবো আর দারুন প্লানিং দিলেন এর জন্য অসংখ্য ধন্যবাদ দাদা। আপনার বাড়িতে গিয়ে ভীষণ আনন্দ পেয়েছি আর সত্যিই খুব খারাপ লাগছে আপনার বাগানের গাছ গুলোর জন্য।

  • @chumkisaha6413
    @chumkisaha6413 2 роки тому

    Apni sobar valo koren taii karo karo kharap lag6e.... Jara karo valo kore tader dekhe oneke hingsay mone jay.... Apnii khub valo tai apnake sabai khub valobase ❤❤❤❤❤

  • @madhurichakraborty2441
    @madhurichakraborty2441 2 роки тому +1

    Karo kathai kan diona tumi eagie jao 👍👍

  • @malabanerjee4537
    @malabanerjee4537 2 роки тому +1

    j jolche take jolte dio ।tumi tomar kaj kore jio, amra sobai tomar songe achi,

  • @swatimukherjee9493
    @swatimukherjee9493 Рік тому

    Swati Mukherjee apni amar khub fan

  • @arabindamandal4171
    @arabindamandal4171 2 роки тому +1

    🌹🌹সমর দা অপরাজেয় এগিয়ে যাও।🌹🌹

  • @saswatipradhan8996
    @saswatipradhan8996 2 роки тому

    আপনি এগিয়ে যান কে কী বলল কান দেওয়ার দরকার নেই আমরা সবাই ভালোবাসি

  • @tiasgreencorridor2139
    @tiasgreencorridor2139 2 роки тому +1

    Hello ….background e planters gulo khub sundor

  • @namitasarkar4250
    @namitasarkar4250 2 роки тому +1

    Manus manuser valo dekte parena. Baje loker kotha kan deben na. Amrakan daye na baje kothye. Valo thakun shomor da.. onk shuvo kamona❤️

  • @saberakarmakar7742
    @saberakarmakar7742 2 роки тому +1

    Dada jara karor bhalo dekhte parena tara esob kotha bole. Tai tader kothay Kan debar dorkar ney upni ebhabe egiye cholun amra upnar pase achi sob somay.

  • @rajashreemallick1879
    @rajashreemallick1879 2 роки тому

    আমরা সবাই তোমার সাথে আছি, তুমি এগিয়ে চলো, সবার ছাদে বাগান চাই।😊

  • @rabindranathroy718
    @rabindranathroy718 2 роки тому +2

    Rabindranath Roy rambagh

    • @rabindranathroy718
      @rabindranathroy718 2 роки тому +1

      Somorda mobile no daban

    • @rabindranathroy718
      @rabindranathroy718 2 роки тому +1

      Arambagh

    • @shibanibhattacharjee8936
      @shibanibhattacharjee8936 2 роки тому

      আজকালতো মেয়ের বিয়ের নিমন্ত্রণে wapp করেদেয় , আর আপনি তো FB তে বলেছেন আমি তো দেখেছি কিন্তু যেতে পারিনি দেখে খুব আনন্দো পেয়েছি । মানুষ কাকঁড়ার মত কাউকে ভালো দেখতে পারেনা একে অপরকে টেনে নাবানো চেস্টা করে আপনি ভালো থাকুন

  • @krishnagupta8435
    @krishnagupta8435 2 роки тому +1

    K,Gupta kaman achan 👍

  • @avisheksengupta1205
    @avisheksengupta1205 2 роки тому +1

    Erokom video khub dorkar chilo

  • @MyWorld-hp5bv
    @MyWorld-hp5bv 2 роки тому

    খুব খুব খুব ভালো থাকবেন ভাই আপনি

  • @enakshimajumder813
    @enakshimajumder813 2 роки тому +1

    Akdom sotti kotha vay

  • @surajitnath6329
    @surajitnath6329 2 роки тому

    Dada Tumi chinta koro sab samay amra tomar sate ache ka ki balo sei katha te Kan debe na da chale jao dada apner moto ami Samar ar apnara dakchen green friends ei katha ta kono youtuber der Boler kamotai ne to Tara to hongsa karbei. 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @kamalabhattacharya5347
    @kamalabhattacharya5347 2 роки тому +1

    খুব খুব খুব ভালো লাগছে ভাই, কিন্তু মন খারাপ 🥰💚💚💚💚💚💚💚

  • @animadas4419
    @animadas4419 2 роки тому +1

    Khub bhalo holo program

  • @sanjoymridha9619
    @sanjoymridha9619 2 роки тому +1

    Khub bhalo laglo