Mymensingh | ময়মনসিংহ ও মুক্তাগাছা | মুক্তাগাছার মন্ডা | Explorer Shibaji Mymensingh

Поділитися
Вставка
  • Опубліковано 29 жов 2024

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @deepabhattacharya546
    @deepabhattacharya546 Рік тому +27

    এই জায়গা আমার পৈতৃক পূর্বপুরুষগণের । আহা ,প্রাণ জুড়িয়ে গেলো আপনাদের ভ্লগে ঐতিহ্যমণ্ডিত এই ময়মনসিংহ জেলা কে দেখে। আমরা তো শুধু গল্প শুনেছি। নিজের মতো করে কল্পনার তুলিকায় ছবি একেছি ,বাপ -দাদার জন্মস্থানটির। আজ চাক্ষুষরূপে দেখলাম।‌।। 🙏👍🥰🤗💕

  • @jubairsayeed.linas.
    @jubairsayeed.linas. Рік тому +17

    বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বোটানিক্যাল গার্ডেনের সাথে দেখা হয়েছিল আপনাদের সাথে। অনেক গরম ও ব্যস্ততার মাঝেও আপনারা কথা বলেছেন এবং ছবি তুলছেন আমার সাথে। এত বড় ইউটিউবার হয়েও আপনাদের বিনয় আমাকে মুগ্ধ করেছে। আপনাদের ভিডিও অনেকদিন ধরেই দেখি। আশা করি বাংলাদেশে আবারও আসবেন, ময়মনসিংহে আবার আসবেন এই কামনাই রইল। আপনারা অনেক দূর যাবেন এই আশা রইল।
    আমার সাজেশনে সিএনজি নিয়ে মুক্তাগাছা দেখেন দেখে ভাল লাগল যে কিছু একটা সাহায্য করতে পেরেছি। ভাল থাকবেন সবসময়।

  • @nazmulahsannayem491
    @nazmulahsannayem491 Рік тому +28

    কোথাও ঘুরতে যাওয়ার পূর্বে আপনাদের রিসার্চ খুবই সুন্দর এবং খুবই সমৃদ্ধশালী । ।আপনাদের রিসার্চ আর সমৃদ্ধ ইতিহাস জ্ঞান দেখে খুবই মুগ্ধ হলাম । ।

  • @zeminternational
    @zeminternational Рік тому +10

    শিবাজি, সত্যিই মুগ্ধ হয়ে দেখলাম, প্রায় ২৬-২৭ বছর আগে ময়মনসিংহের সব দ্রষ্টব্য স্হান দেখে এসেছিলাম। আপনি আবার স্মৃতিটা উস্কে দিলেন! ধন্যবাদ

  • @nilamukherjee7895
    @nilamukherjee7895 Рік тому +21

    বাংলাদেশের সৌন্দর্য আপনাদের চোখে দেখছি আর মুগ্ধ হচ্ছি ...জানিনা কবে সত্যি হবে এই মানসভ্রমন ...চিরকালের প্রিয় এই দেশ .. শিবাজী বাবুর মামার বাড়ি বলে আরও ঝলমলে লাগছিলো বর্ণনা ...ভালো থাকবেন সুস্থ থাকবেন ..বিভিন্ন দেশ ঘুরে আমাদের এভাবে আরও আনন্দ দিন ...পরিশেষে বলি ,এই ব্লগটিতে পৃথ্বী জিৎ বাবু যে টিশার্ট পরেছেন সে টি আমার কন্যার the 13th sparrow র ডিজাইন করা দেখে খুব খুব ভালো লাগলো ...ভালো থাকবেন ❤

  • @aninditaghosh7507
    @aninditaghosh7507 Рік тому +22

    ভালোই লাগলো এই পর্বটিও। যতই বাংলাদেশ দেখছি ততই অবাক হচ্ছি।একই ভাষা,একই ইতিহাস, একই জীবনযাত্রা, একই মমত্ব ও ভালোবাসা জানানোর একই পদ্ধতি, যেন সব কিছুই একাকার হয়ে যায় ঐ অনাত্মীয় পরমাত্মীয়দের সাথে। পরের পর্বের অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন।

  • @pratikghosh2859
    @pratikghosh2859 Рік тому +8

    Aapnar video dekhe aamar o iccha aache next year Bangladesh visit korar. Thank you Sibaji da for the wonderful video.

  • @kaziferdousiparveenpolly5881
    @kaziferdousiparveenpolly5881 Рік тому +37

    অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই এত কষ্টকরে এত সুন্দর করে আমাদের দেশকে explore করার জন্য, বাংলাদেশী হয়েও এতকিছু দেখা তো দুর ... ৪০ বছর ঢাকায় থেকেও পুরো ঢাকা দেখা হয়ে উঠেনি যা আপনাদের video দেখে চোখ সর্থক করেছি আর আপনাদের বর্ননা খুবই মনোমুগ্ধকর thanks again ❤❤❤

    • @sudipkumardey4843
      @sudipkumardey4843 Рік тому

      আপনাদের অনেক বার আমন্ত্রণ করেছি, আপনি ময়মনসিংহ এলেন অথচ জামালপুর এলেন না এটা খুবই দূঃখ জনক বটে। ১ ঘন্টার জার্নি মাএ, আমাকে ফোন করলেই আমি গিয়ে নিয়ে আসতাম। নিয়ে যেতাম মেঘালয়ের পাদ দেশে - আরো কত ছিল আমাদের জামালপুরে বিশেষত শ্রী শ্রী দয়াময়ী মাতার মন্দির ৩৫০ বছরের পুরানো ও জাগরত মন্দীর,নিয়ে যেতাম ধানুয়া কামালপুর মুক্তি যুদ্ধে সব চেয়ে বড় যুদ্ধ যেখানে হয়ে ছিল, আরো কত কি দাদা, দূঃখ দাদা আমি পার্বত্য চট্টগ্রামে ছিলাম তা না হলে আমি চলে গিয়ে নিয়ে আসতাম। তদুপরিও আগামীতে আমন্ত্রণ রইল।

    • @sudipkumardey4843
      @sudipkumardey4843 Рік тому

      এডঃসুদীপ দে মিঠু +৮৮০১৭১২৬৮৩২৭৮

    • @sudipkumardey4843
      @sudipkumardey4843 Рік тому +2

      পার্বত্য চট্টগ্রামে নেট সমস্যা থাকায় ব্লগ গুলো সঠিক সময় দেখতে পারিনি।

    • @mdkamaluddin3944
      @mdkamaluddin3944 Рік тому +1

      Bangladesh government should be repair all of Zamindar Bari.
      From Canada
      Bangladeshi canadian belongs to Chittagong.

  • @sakl5369
    @sakl5369 Рік тому +5

    এতোটা সুন্দর এবং সমৃদ্ধ তথ্যসম্ভারে ময়মনসিংহকে আগে কেউ তুলে ধরেনি। ধন্যবাদ আপনাদের। আপনাদের এমন একটাও ভিডিও নেই যেটা আমি দেখিনি

  • @munnabanik267
    @munnabanik267 Рік тому +7

    আজকের ময়মনসিংহের ব্লগ সেরা হয়েছে , কারণ পৃথ্বিজিত দা অনেক কথা বলেছে। ভালো থাকবেন শিবাজী দা পৃথ্বিজিত দা ।

  • @nirihopothik4188
    @nirihopothik4188 Рік тому +30

    বাংলা দেশকে (সমগ্র বাংলা ) আপনি আরও explore করুন।ইতিহাসে আপনি স্মরণীয় হয়ে থাকবেন দাদা❤❤❤ ঢাকা থেকে।

  • @bananeemukherjee5850
    @bananeemukherjee5850 Рік тому +46

    ভাই শিবাজী ভাই পৃথ্বজীৎ তোমাদের জয় হোক। আমি 65 বছরের মহিলা। এতদিন ভ্রমণ চ্যানেল যা দেখেছি.... সেগুলো আমার মন রাতে পারেনি। কিন্তু শিবাজী ভাই.... তুমি এলে এবং আমাদের সকলের মন জয় করলে। আগে সেরকম আগ্রহ নিয়ে ঐ সব চ্যানেল দেখতাম না। সময় কাটানোর জন্য দেখতাম। কিন্তু বিশ্বাস করো.... এখন আকুল আগ্রহ নিয়ে বসে থাকি, কখন তোমার ভিডিও আসবে। তোমার সাথে আমার ও পৃথিবী ভ্রমণ হয়ে যাচ্ছে। এখন প্রায় প্রতিটি বাঙালি আকুল হয়ে তোমার ব্লগের জন্য বসে থাকে। আমার সব নিকট আত্মীয় রাই এই ব্লগের জন্য। সত্যিই তোমার ব্লগ ভাই অত্যন্ত আকর্ষণীয় সবার কাছে। খুব খুব ভালো থেকো তোমরা ।এই শুভ কামনা জানাই ।অধীর আগ্রহে আগামী ব্লগের অপেক্ষায় রইলাম। আমি ও বাংলাদেশের মেয়ে। মানে আমার পুর্ব পুরুষেরা বিরাট জমিদারি নিয়ে নিয়ে থাকতেন। আমার বাবু ও বাংলাদেশ থেকে ই ম্যাট্রিক পাশ করে 1948 সালে এদেশে চলে আসেন। এখনও কিছু আত্মীয় স্বজন আছেন। নিজের দেশের মাটি দেখার খুব ইচ্ছা ছিল। কিন্তু শারীরিক অসুস্থতার জন্যই হয়তো যেতে পারবোনা। তাই তোমার ব্লগের মাধ্যমে সেই ইচ্ছা পূরণ করছি। ❤❤❤❤❤

    • @MoinUddinSiddique-py2lc
      @MoinUddinSiddique-py2lc Рік тому +1

      আপনার বাসা বাংলাদেশের কোন জেলায়?

    • @MDNurulIslam-wy4ep
      @MDNurulIslam-wy4ep 6 місяців тому

      দিদি আপনার কথাগুলো শুনে মনে কষ্ট ও আনন্দ দুটোই পেলাম । আপনাকে অনুরোধ করবো একবার হলেও জন্মভূমি ঘুরে যাবার আমন্ত্রণ ও নিমন্ত্রণ রইল ধন্যবাদ । ❤️🇧🇩

  • @nilanjanchaudhuri2892
    @nilanjanchaudhuri2892 Рік тому +4

    প্রথমেই আপনাদের দুজনকে অজস্র ধন্যবাদ জানাই আমার ভিটে মাটির জায়গাটিকে দেখানোর জন্য। আমি ঐ আচার্য চৌধুরী বংশেরই বংশধর, নাম নীলাঞ্জন আচার্য চৌধুরী। খুব অল্প বয়সেই দেশ ছেড়ে আমরা কলকাতায় চলে এসেছিলাম তাই আমার মুক্তাগাছার জমিদার বাড়ীর স্মৃতি মানসপটে ধরা নেই। ঠাকুর দা এবং বাবা মা ও কাকার কাছে গল্প শুনেছি অনেক। যে revolving stage টি আপনারা দেখালেন ওটি তে আমার বাবা কাকা পিসিরা নাটক মঞ্চস্থ করতেন, রচনা ও পরিচালনা ছিল আমার বাবার।
    আপনাদের আবারও সাধুবাদ জানাই আমাদের জমিদার বাড়ীর দৃশ্যাবলী আমার চোখের সামনে তুলে ধরার জন্য।
    আমার এক কাকার পরিবার এখনও ওখানে আছেন।

  • @arundatta2423
    @arundatta2423 Рік тому +2

    প্রাকৃতিক সৌন্দর্য ও তার সাথে বিভিন্ন প্রাচীন স্থাপত্য (জমিদার বাড়ি) সব মিলে এক মোহময় নগর সভ্যতার সাক্ষী হলাম।
    মন্তব্য করার মত নতুন কোন ভাষা পেলাম না।আপনাদের সর্বাঙ্গীন কুশল কামণা করি।

  • @abuhenamustofakamal4260
    @abuhenamustofakamal4260 Рік тому +315

    দাদা, আপনাদের অবগতির জন্য বলছি। ব্রহ্মপুর নদ ব্রহ্মপুত্রই আছে। ভারতে যেই নদী ব্রহ্মপুত্র হিসেবে পরিচিত এটা সেই নদীই। এটা ভারত থেকে ব্রহ্মপুর নাম নিয়েই বাংলাদেশে প্রবেশ করেছে। প্রায় ২০০ বছর পূর্বে এক প্রলংয়করী ভুমিকম্পে এটা পুরাতন ব্রহ্মপুত্র যেখানে শুরু সেই বাহাদুরাবাদ ঘাটের কাছে দিক পরিবর্তন করে যমুনা নাম নিয়ে গোয়ালন্দ এর নিকট পদ্মা নদীর সাথে মিলিত হয়েছে। আর মূল ব্রহ্মপুত্র নদটি ছোট আকার ধারণ করে জামালপুর -ময়মনসিংহ হয়ে প্রবাহিত হচ্ছে।

    • @md.asadurrahman8548
      @md.asadurrahman8548 Рік тому +9

      Absolutely right

    • @MasudRana-dd6hz
      @MasudRana-dd6hz Рік тому +4

      এটাই ব্রক্ষপুত্রের মূল প্রবাহ।আর যমুনা হলো শাখা নদী।তবে মূল প্রবাহ টি মরে গেছে।তাই বাংলাদেশে বাহাদুরাবাদ ঘাটের পরে জামালপুর -ময়মনসিংহ হয়ে বয়ে চলা""" ব্রক্ষপুত্র""" কে """পুরাতন ব্রাক্ষপুত্র""" বলা হয়।আর ভূমিকম্পের কারনে উৎপন্ন নতুন প্রবাহ কে যমুনা নদী বলা হয়।

    • @omorfarukrial6573
      @omorfarukrial6573 Рік тому +4

      Ekdom thik ❤ From jamalpur 🤠

    • @jaydasg6
      @jaydasg6 Рік тому +1

      ভালো লাগল l

    • @sampadas7861
      @sampadas7861 Рік тому

      নদ পুংলিঙ্গ আর নদী স্ত্রী লিঙ্গ, এটা আমরা সবাই জানি। অরুণাচলের দিহং অসমে ব্রহ্মপুত্র নদ। বাংলাদেশে মেঘনা (নদী ) হয়েছে বোধহয় পদ্মা আ এর সাথে মিলিয়ে মেঘনার আ হয়েছে। তাই ছেলে নাম বদলে মেয়ে মানে নদী হয়েছে 😁

  • @ronychakrabarty6383
    @ronychakrabarty6383 Рік тому +8

    দাদা নমস্কার।
    আমি বাংলাদেশী, টাংগাইলের বাসিন্দা।
    আপনার ভিডিও গুলো দেখে আমি ব্যস্ত জীবন থেকেও রিফ্রেশমেন্ট বোধ করি।
    আর আপনার মুখে লেগে থাকা হাসিটা দারুণ, ভগবানের কাছে প্রার্থনা করি, আমৃত্যু কাল পর্যন্ত যেন আমার মুখে এমন সুন্দর হাসি টা লেগে থাকে।
    আরো ঘুরুন, আপনার ভ্রমণ নিরাপদ হোক।

  • @MHThe1
    @MHThe1 Рік тому +33

    This definitely is the best representation of Mymensingh I've ever seen. I feel like the sun and the heat may have made you miserable but it also made the footage incredibly beautiful.

  • @ashimchatterjee9436
    @ashimchatterjee9436 Місяць тому

    Darun. Mymensingh is so beautiful. Your Vlog is very informative

  • @mahmudhasan9390
    @mahmudhasan9390 Рік тому +30

    Very sad to see the present condition of Alexander Castle.😢. There was a school in this place - Experimental School. I was a student of this school from 1956 to 1959. In our days Alexander Castle was in good shape. Shoshi lodge or Rajbari became a teacher training college after partition as the landlord abandoned his properties and left for India.

  • @infiniteseries948
    @infiniteseries948 Рік тому +5

    best bengali vlog channel in current time..keep up good work Shibaji..from California..

  • @prazbhat
    @prazbhat Рік тому +29

    শিবাজীদা, আমাদের পূর্বপুরুষের বাড়ি মুক্তাগাছা রাজবাড়ী যাওয়ার জন্য ধন্যবাদ ! ❤

  • @ABCDEF26090
    @ABCDEF26090 Рік тому +7

    আমার ঠাকুমার দেশের বাড়ি ছিল মুক্তাগাছা। এতোদিন শুধু গল্পঃ শুনেছি।
    আপনার সৌজন্যে দেখতে পেলাম

  • @atanughosh2190
    @atanughosh2190 Рік тому +10

    একটা দেশ ভ্রমণ মানে তার সভ্যতার শিকড়ে পৌঁছানো..যেন শিকড়ের খোঁজে ফেরা..বেশ ভালো লাগছে.. ধন্যবাদ আপনাদের এত প্রানবন্ত উপস্থাপনার জন্য..🙏

  • @Aritro77
    @Aritro77 2 місяці тому

    Thanks so much for this. I'm a foreign-raised Bangladeshi trying to become more familiar with the country through UA-cam at the moment and your videos have been a Godsend. I could not have asked for a channel more perfect for my purposes. When Western travel UA-camrs visit Bangladesh, they react to everything as if it's new and wildly unfamiliar, which makes it quite hard to get into for a native Bangladeshi. However as Bengalis yourselves, you're able to show the place with the right mix of outsider curiosity and cultural familiarity and it's wonderful.

  • @lookafternumber1
    @lookafternumber1 Рік тому +12

    I enjoy watching your tour of Bangladesh and Learning a lot about Bangladeshi history and important places even though I am British/Bangladeshi living in UK but never knew about these amazing places. Bangladeshi Government Should protect amd save these historical places for future generation. ❤❤❤

  • @anitaroychowdhury2267
    @anitaroychowdhury2267 Рік тому

    Asadharon uposthapona. Meymonsingha bhison bhalo laglo.Anek information pawa galo.R khabar dekhe to jibe jol ase galo. Amader protibesi desh khub sobuj khub sundor landscape. Bhalo thakben.

  • @maitreyeesentgupta2248
    @maitreyeesentgupta2248 Рік тому +5

    ❤পিতৃ পুরুষ,মাতৃ ওশ্বশুড় কুলের আদি নিবাস আপনাদের সাথে ঘুরতে পেরে জীবনের শেষ সময় খুব আনন্দ পাচ্ছি।
    অনেক ধন্যবাদ।ভালো থাকবেন আর এইরকম সুন্দর ভাবে আমাদের খুশীতে রাখবেন ।

  • @bidesheghorebaire
    @bidesheghorebaire Рік тому +2

    খুব ভালো লাগলো। আমরা Canada থেকে দেখি আর খুব আনন্দ পাই। আমরা খুব ঘুরতে ভালবাসি। খুব ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। ❤

  • @kakalibanerjee9322
    @kakalibanerjee9322 Рік тому +8

    খুব ভালো লাগলো আজকের পর্ব,, Explorer Shibaji ar Pritthwijeet , 'নদীর পাড়ের ' "কাছে, নৌকা বাঁধা আছে", সেই নৌকায় ইচ্ছামত "চারটে, পাঁচটা, ছয়টা" , পাল তুলে দিয়ে আমাদের এগিয়ে নিয়ে গেলেন এক শান্ত, সুন্দর,প্রাণবন্ত শহর ভ্রমণের, 😊❤ ময়মনসিংহ ভ্রমণ কাহিনী খুব ভালো লাগলো 😊❤

  • @sadhanakhan6465
    @sadhanakhan6465 Рік тому +2

    ময়মনসিংহ ভালোই দেখলাম ।শিবাজী দা পৃথ্বী জিৎ দার কথা শুনতে ভালোই লাগে ।মাঝে মধ্যে রসিকতা শুনতে ভালোই লাগে ।মণ্ডা খাওয়া দেখে জীবে জল এসে গেল ।সুস্থ থাকবেন ।ভিডিও দেখতে দেখতে লিখছি ।ধন্যবাদ ।

  • @bipulnandi8917
    @bipulnandi8917 Рік тому +14

    দাদা আমাদের পুর্বপুরুষের বাস ভুমি ছিল এই ময়মনসিংহ । দারুন লাগছে ভিডিওগুলি দেখে।

    • @anubratabiswas970
      @anubratabiswas970 Рік тому +1

      Tapor lathi diye এপার পাঠিয়ে দিলো??

    • @indranilsharma1299
      @indranilsharma1299 Рік тому

      ​@@anubratabiswas970এই কথাটা বলতে আপনার লজ্জা করলো না ? আপনি এই দেশের আদি বাসিন্দা বলে আপনার খুব গর্ব তাইনা ? আপনি gurantee দিয়ে বলতে পারবেন আপনার চোদ্দ পুরুষ আগে আপনার পূর্বপুরুষের বাড়ি কোথায় ছিল ?
      আপনি জানেন না কেন সেইসময় অজস্র বাঙালি হিন্দুকে এদেশে নিজের ঘর বাড়ি ছেড়ে এদেশে চলে আসতে হয়েছিল ? আপনি জানলেও সেই কষ্ট অনুভব করতে পারবেন না । কারণ আপনার পূর্বপুরুষ সেই পরিস্থিতি তে পড়েননি । ঈশ্বর রের কাছে প্রার্থনা করি আপনাকে যেন ওই পরিস্থিতি তে না পড়তে হয় ।

    • @Universal69man
      @Universal69man Рік тому

      ​@@anubratabiswas970লাথি দিয়ে বের করবে কেন? ব্রিটিশরা যে দেশ ভাগ করে দিয়ে গেছে সেটা মনে নেই?

    • @parthadutta8539
      @parthadutta8539 Рік тому

      এই বাংলায় বসে বাংলাদেশের
      রচুর দেখবার মতো স্পট আমাকে মুগ্ধ করে। তবে খুব ভালো মিষ্টি, মাছ এসব খাওয়ার মধ্যে নিজেকে বড় দীন মনে হয় শিবাজী দা।

  • @pmam4241
    @pmam4241 Рік тому +1

    Ki je bolbo ak kothay oshadharon! Mymensingh oshadharon, tumader unique and Chomotkar presentation tao Mymensingh ke koreche oshadharon! Sure I will visit Mymensingh johon Bangladesh e asbo

  • @molycreation7996
    @molycreation7996 Рік тому +6

    কি যে ভালো লাগলো, আমার মামার বাড়ি। গত মার্চ মাসে ঘুরে এলাম। সেই প্রেস ক্লাব, সেই গোপাল দার দোকানের মন্ডা দেখে মনটা ভরে গেলো।

  • @mainakdattaray6212
    @mainakdattaray6212 Рік тому +1

    খুব ভাল হয়েছে !
    Very well researched ! এত জমিদারী দেখে আরো ভাল লাগল !

  • @MehediHasan-mg3zx
    @MehediHasan-mg3zx Рік тому +19

    দাদা বোটানিক্যাল গার্ডেনে পাখিদের জন্য গাছে হাড়ি বাধা, যাতে বৃষ্টির সময় পাখিরা নিরাপদ আশ্রয় নিতে পারে।

  • @imtiazrajon5828
    @imtiazrajon5828 Рік тому +1

    দারুণ ব্লগ করেন। খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলেন সবকিছু। অভিব্যক্তি, বাচনভঙ্গি কি চমৎকার। সেই সাথে যেখানে যান, সেখানটা নিয়ে জানাশোনা করেন এবং সেগুলো সুন্দরভাবে জানিয়েও দেন

  • @15chandrani
    @15chandrani Рік тому +15

    Very well presented details of Mymensingh, Shibaji and Prithwijit. To be honest, I don’t know how both of you manage to do such a good job in every single Vlog. Take care, and know that we remember you ❤

  • @mdkamaluddin3944
    @mdkamaluddin3944 Рік тому +1

    Masa Allah very nice.
    Great Bangladesh.
    From Canada.

  • @syedmizanurrahman588
    @syedmizanurrahman588 Рік тому +5

    Thank you Mr. Shibaji and Mr. Prithijit for exploring Bangladesh. Highly recommended to explore historical Murshidabad. Specially Nawab Sherajud Doula.

  • @abhisheksinha9375
    @abhisheksinha9375 Рік тому +1

    Khub valo laghlo.....Maimansingh ke eto sundar vabe tule dhorar janyo.....

  • @praloypaul1984
    @praloypaul1984 Рік тому +8

    দাদা, আজ মুক্তাগাছা দেখে খুব খুশি হলাম। কারণ আমি স্বর্গীয় গোপাল পালের বংশধর। উনি আমার ঠাকুরদার ঠাকুরদা। বাংলাদেশে বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ, মুক্তাগাছা তে এখনও আমার আত্মীয় রা রয়েছেন। যদিও খুব বেশি বার যাওয়া হয়নি। আপনাদের চোখে দেখে ভালো লাগলো।

  • @mohiuddinahmad1792
    @mohiuddinahmad1792 Рік тому +2

    চমতকার লাগল ভিডিও দাদা।আপনার ছোট মামার প্রতি রইল অনেক শ্রদ্ধা।অনেক কিছু দেখা হল জানা হল অনেক বিষয়।

  • @tathagatadasgupta
    @tathagatadasgupta Рік тому +4

    ১৯৭৭ - সাল আমার বয়স ৫ -বছর সেই সময় প্রথম ময়মনসিং এর নাম শুনি । আমার ছোট পিসেমশাই এর আদি বাড়ি ময়মনসিং - সদ্য বিবাহিত পিসেমশাই নানান গল্প বলতেন ময়মনসিং সম্পর্কে ।
    সেই পিসেমশাইয়ের কণ্ঠেই প্রথম শুনেছিলাম "একি দুগ্গি দেখলাম চাচা , এক বেটি সিংহের পরে, অসুরের টিকি ধরে গলাতে স্যাপ পেচাইয়া বুকে মার্চে খুচা " ....
    পরে অরিন্দম গাঙ্গুলী, কালিকাপ্রসাদ ও অন্যান্য অনেকের কণ্ঠে এই গানটি শুনেছি কিন্তু ১৯৭৭ সালে প্রথম শোনা সেই গানের কথা ছিল একটু অন্যরকম ।
    আজ এই প্রতিবেদনের মাধ্যমে সেই সব পুরোনো স্মৃতি রোমন্থন করতে পারলাম ।
    তার এত বছর বাদে এক্সপ্লোরার শিবাজী ও পৃথ্বিজীতের সাথে মানস ভ্রমণ করার সুযোগ হল ময়মনসিং এ । এর জন্য দুজনকেই আমার আন্তরিক ধন্যবাদ ।
    আজকে প্রতিটি মুহূর্ত ছিল অসামান্য । অসম্বব আনন্দ পেলাম এই পরিবেশনা দেখে ।

  • @AHN4F_T4HM1D7.ǢP
    @AHN4F_T4HM1D7.ǢP Рік тому +4

    আপনাদের যে কষ্ট, তা বুঝতে পারছি। কিন্তু আপনি আর পৃথ্বীজিত দা না থাকলে মনে হয় সুস্থই থাকতাম না। আমার সোনার বাংলাদেশের এমন সৌন্দর্য আগে কেউ কখনো তুলে ধরেনি।বাংলাদেশের হৃদয় হতে অফুরন্ত ভালোবাসা।

  • @monianupam1395
    @monianupam1395 Рік тому +4

    আসলে আপনাদের প্রতিটি এপিসোড তথ্য সমৃদ্ধ, শিক্ষামূলক ও আনন্দদায়ক।ভ্রমনে ভিন্নমাত্রা যোগ করেছেন আপনারা। আপনাদের দুজনকেই স্যালুট জানাই। শুভ কামনা।

  • @shamitkumarsarker5155
    @shamitkumarsarker5155 Рік тому +1

    Amar Shohor Mymensingh. Feeling nostalgic. Thanks Explorer Shibaji

  • @nirihopothik4188
    @nirihopothik4188 Рік тому +24

    বাংলা অপরূপা।এমন সবুজ এমন নদী এমন পাখি এমন গান এমন দরদ এমন আড্ডা আর কোথা বাংলা ছাড়া???❤❤❤

  • @dipakdutta5127
    @dipakdutta5127 Рік тому +8

    My ancestors have come to Kolkata from maimonsingha feels special to my ancestors land. Love from kolkata❤

  • @chitralekhachatterjeerail6714
    @chitralekhachatterjeerail6714 Рік тому +9

    মন্ডা টা মনে হলো আমরাই খেলাম। অসাধারণ মাণিকজোড় আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

  • @ujjaldas6821
    @ujjaldas6821 Рік тому +1

    Explorer শিবাজীর দুই বন্ধুর সৌজন্যে এই মুহূর্তে মহানন্দে আমাদের বাংলাদেশ ভ্রমণ চলছে। ট্রাভেল ব্লগার দের অসম্ভব পরিশ্রমের ফল আমরা গৃহকোণের নিশ্চিন্ত আশ্রয়ে বসে উপভোগ করি। তাই তাঁদের প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। প্রাক শরতের মনোরম প্রাকৃতিক আবহে খুব ভালো লাগলো ময়মনসিংহ, ব্রহ্মপুত্র নদ, বোটানিক্যাল গার্ডেন, মন্ডা সবই। উপস্থাপনা এবং মৃদু, সংযত আবহ সংগীতের অপূর্ব মূর্ছনা আপনাদের আগের অন্যান্য ভিডিওর মতো সুন্দর লাগলেও চিত্র গ্রহণ কেন আরও crystal clear হোলো না বুঝতে পারছিনা। নতুন ক্যামেরা অনেক সময় আত্মস্থ করতে অসুবিধা হয়। আশা করছি এই ব্যাপারটা অচিরেই ঠিক হয়ে যাবে। সৃষ্টির একটা যন্ত্রনা থাকে। কিন্তু তারপরের আনন্দ শিল্পীকে তৃপ্তি দেয় সারাজীবন। আপনাদের দুই বন্ধুর শিল্প সৃষ্টি সার্থক। যথারীতি আমার শুভেচ্ছা রইলো।
    👌👌🙏🙏🌹🌹

  • @Pritamchakrobarty77
    @Pritamchakrobarty77 Рік тому +5

    ময়মনসিংহ আমার কাছে আবেগ। আমার পূর্বপুরুষের ভিটেমাটি এই জেলায়। ভালো লাগলো খুব।

  • @ARNABCHANDA-yg4pg
    @ARNABCHANDA-yg4pg Рік тому

    দুর্দান্ত কিছু জায়গা দেখলাম। দেখে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে অনেক শুভেচ্ছা রইল।

  • @fuadahmed966
    @fuadahmed966 Рік тому +14

    Extremely amazing presentation!! Thanks for exploring the ancient city of Bangladesh " Mymensingh ". Best wishes from Sylhet.

  • @khurshidajahan6500
    @khurshidajahan6500 Рік тому +1

    Thank you Shibaji and your friend.Happy to see you guys always in smiling face . Best of luck. Be happy.Thank you.

  • @MdSalam-uv7mf
    @MdSalam-uv7mf Рік тому +5

    Dear Explorers,
    Though I am Bangladeshi by birth. Unfortunately I did not have the opportunity to travel to different cities of Bangladesh. I love to see your travel vlog especially when it is in Bangladesh. I see Bangladesh through your eyes and I enjoy every minute of it. For your information, I was in Kolkata during our liberation struggle in 1971 and spent several nights in Howra station near Kolkata. I hope to visit your city in future ; so far I remember my stay in your city was very enjoyable though my finances were not good.
    Salam
    Queens, NYC.

  • @aby6260
    @aby6260 Рік тому +2

    অনবদ্য প্রতিবেদন! খুব ভাল লাগল!
    চাইনিজ বাঁশ নিয়ে আপনার মন্তব্যটা কিন্ত দারুণ এবং নির্মম সত্য ! এর যথার্থতা টের পাচ্ছে পাকিস্তান ও শ্রীলঙ্কা !!

  • @gitasaha2249
    @gitasaha2249 Рік тому +3

    দাদা নমস্কার। দুই দাদাকেই বলছি,আপনারা এত কষ্ট করেই আমাদের অনেক অনেক আনন্দ দিয়ে থাকেন।আমি সব সময় নতুন ভিডিওর অপেক্ষা করি।আপনার ভিডিও প্রতিদিন না দেখলে ভালো লাগে না। আপনারা সুস্থ থাকবেন।শুভ কামনা।

  • @rimabhattacharjee1038
    @rimabhattacharjee1038 Рік тому

    Sabuj prakriti dekhe chokh jurie gelo,khub khuub valo laglo 👌👌👍

  • @bns6253
    @bns6253 Рік тому +8

    ময়মনসিং -য়ে আমার মামার বাড়ী ছিল । কোনো দিন যাই নি ।বাংলাদেশেই কোনোদিন যাই নি । আপনাদের চোখে বাংলাদেশ দেখে মন অনাবিল আনন্দে ভরে গেল । ভাল থাকবেন ।

  • @juthikabarua3599
    @juthikabarua3599 Рік тому +1

    ময়মনসিংহ দেখলাম । প্রতিটা স্থান ও নদী এবং অনান্য দর্শনীয় স্থানগুলো দেখা৷ হোলো । অনেক শুভকামনা ।

  • @IpsitChakrabarti
    @IpsitChakrabarti Рік тому +5

    আমার পূর্বপুরুষরাও মৈমনসিংহের মানুষ ছিলেন,তাই আপনাদের এই জার্নি টা খুব ভালো লাগছে,ধন্যবাদ আপনাদের দুজনকে। স্নেহানসু আচার্য্য আর দেবব্রত বিশ্বাস ও মৈমনসিংহের মানুষ ছিলেন। আরেকবার ধন্যবাদ আপনাদের।

  • @MirzaSharfuddin-g2e
    @MirzaSharfuddin-g2e Рік тому

    Wonderful narration,thanks both of you from the cores of my heart.

  • @gaffarabdur2739
    @gaffarabdur2739 Рік тому +2

    সত্যি আপনাদের এপিসোড দেখা মানেই অজানাকে আরো সুন্দর করে জানা,কারন আপনাদের প্রতিটা বাক্যই শিক্ষামূলক ।দুজনার জন্যই আর্শীবাদ রইলো ।

  • @remehait6481
    @remehait6481 Рік тому +2

    আমি অনেক দিন ধরে আপনার ভিডিও দেখছি এবং রোজ আপনার ভিডিও নটিফিকেশন এর জন্য অপেক্ষা করি। খুব ভালো লাগে আপনার ভিডিও দেখতে। আমরা ২ জন এবং আমাদের ৬ বছরের একটা ছেলে আছে। আমরা আপনার পরবর্তী গুরুপ টুর এ অংশ গ্রহণ করতে চাই।

  • @sugataghosal7998
    @sugataghosal7998 Рік тому +11

    এখনো পর্যন্ত আপনার চোখে বাংলাদেশ যা দেখেছি তারমধ্যে ময়মনসিংহ আমার সবচেয়ে ভালো লাগলো। ইতিহাসে ভরা এবং পরিকল্পিত শহর বলে মনে হল। রৌদ্রোজ্জ্বল ছিল বলে ভিডিও তাও খুব ভালো হয়েছে । আর কষ্ট হলেও এটা সব সময় মনে রাখবেন আপনারা খুব ভাগ্যবান তাই ঘুরতে পারছেন ,সবার কপালে কিন্তু থাকেনা 😅 ❤

    • @molycreation7996
      @molycreation7996 Рік тому

      সত্যিই তাই।

    • @rafibd9726
      @rafibd9726 Рік тому +2

      বাংলাদেশের সবচেয়ে সুন্দর শহর রাজশাহী , ময়মনসিংহ হলো ঐতিহাসিক শহর।

  • @alpanachoudhury4113
    @alpanachoudhury4113 Рік тому

    Pranbhore video ta upobhog korlam.Onek dhonnobad janai

  • @sonicverano
    @sonicverano Рік тому +5

    Thanks a lot for this wonderful vlog on my favorite town. Grew up in Mymensingh town in 70s and early 80s. Went to 'Experimental school' (Alexander castle was used as a library by Teacher's Training College for Men) and then to Mymensingh Zilla School. My close friend was living in the Teacher's quarter at 'Shashi Lodge', which was Teacher's Training College at that time - used to go there almost everyday. After watching your vlog, I am now swamped with memories. Thank you again and please keep up the nice work!

  • @BISWADIP-m
    @BISWADIP-m Рік тому +1

    VERY NICE PLACE JUST AWESOME AKEBARE SERA 👍

  • @Erh7579
    @Erh7579 Рік тому +3

    অসামান্য সুন্দর, আমার শহর আপনার মামাবাড়ি ভাবতেই খুব ভালো লাগছে। আপনাদের আতিথ্য দিতে পারলে ভালো লাগতো। সারাজীবন যেসব জায়গায় পদচারণা করলাম সেগুলো ঘুরে বেরিয়েছেন, ইশ, আমি যদি থাকতাম, আপনাদের সঙ্গ দিতাম। সুস্থ থাকুন, আবার আসবেন। ❤️❤️

  • @jayasreedas952
    @jayasreedas952 Рік тому

    অসাধারন লাগল ময়মনসিংহ কে‌‌ সুন্দর ‌ভিডিও।কত কিছু দেখলাম ‌জানলাম।সব কটা জায়গা সত্যি ‌খুব সুন্দর মনডার লোভ দেখালেন জিভে জল চলে‌ এলো।সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ ।

  • @sandipdas5815
    @sandipdas5815 Рік тому +5

    অপূর্ব, অসাধারণ। খুব ভাল লাগল। জিও পৃত্থিজিত দাদা । নদ সাধারণত ধঙস্বতবক আর নদী গঠনমূলক।

  • @sarmisthadas6340
    @sarmisthadas6340 9 місяців тому

    অসাধারণ আপনাদের উপস্থাপনা , দেখে মনটা ভরে উঠে , ভালো থাকবেন সবসময়

  • @ranendrakumarbose6469
    @ranendrakumarbose6469 Рік тому +4

    You have covered a lot
    Still you left some remarkable places Rani Bhabani's Natore Lodge, Ananda Mohan College,Bara andChoto Kalibari etc. Which bear a significant value in History of of Mymensingh.

  • @mitalighoshdastider5029
    @mitalighoshdastider5029 2 місяці тому

    আপনাদের ব্লগের একনিষ্ঠ দর্শক হয়ে উঠেছি। দারুন লাগে আপনাদের দুজনকে।আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন।

  • @tapashduttachoudhury4904
    @tapashduttachoudhury4904 Рік тому +6

    Thanks, Mr Shibaji & Mr Prithwejit. I saw my-Mymensingh by your eyes. I heard Hari-Kirton & I gave "anjali" to Durga Ma(Puja) on Durgabari from very childhood to 1985AD. I went to Shibbari daily after 5/6pm. The river Brahmaputra of Mymensingh is the Oldest/Original river that means "Adii-Brahmaputra". The river Jamuna is the branch of Brahmaputra. Bangladesh Agricultural University, Mymensingh(Not Mymensingh Agricultural University) is correct. 21/07/2023.

  • @subratachakraborty1990
    @subratachakraborty1990 Рік тому

    Apnader kasto sarthak,eto sundar ar bhalo laglo moymonsingha je mon pran bhare gelo

  • @GhoshBabuAdventures
    @GhoshBabuAdventures Рік тому +3

    প্রতিবারের মতো এটাও দারুন লাগলো, বেশ পুরোনো দিনে ফিরে গেলাম মনে হচ্ছে, ওরম একটা classy vibe। ❤
    তবে পরের কোনো জায়গায় বা কোনো ভিডিওতে মুড়ি দিয়ে মন্দা খাওয়াটা দেখতে চায়, বেশ unique মনে হলো।

  • @topurahman4521
    @topurahman4521 Рік тому +1

    শিবাজী খুব ভালো লাগলো আপনার এই পর্ব টা। আমি আপনাকে আর পৃথ্বীজিৎ কে খুবই পছন্দ করি। ঘুরে বেড়াতে পছন্দ করি। কিন্তু আপনাদের মত সুন্দর করে উপস্থাপন করতে পারি না। আপনাদের দুজনকে আমার নিমন্ত্রণ রইল আমার দিল্লির বাড়িতে এসে থাকার এবং একসাথে জমিয়ে আড্ডা দেয়ার

  • @mizanurrahman-nq1cj
    @mizanurrahman-nq1cj Рік тому +10

    দাদা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজা যেখান থেকে শুরু হয় সেই স্থান রাজশাহী জেলার বাগমারা উপজেলার তাহেরপুর নিয়ে ভিডিও করবেন কিন্তু।

  • @sandeepsaha6888
    @sandeepsaha6888 Рік тому

    Mon vore galo dada...r ses pate monda fatafati

  • @jayadasgupta1138
    @jayadasgupta1138 Рік тому +5

    খুব ভালো লাগলো ❤ মন্ডা মিঠাই লুট পরেছে, লুটেনে রে তোরা। আমার ছোটো বেলায় হরিলুট হতো মনে আছে তখন এই গান করতেন বড়ো রা। ❤❤

  • @pankajpoddar6515
    @pankajpoddar6515 Рік тому +1

    শিবাজী দা, ময়মনসিংহের ভিডিওটা ভীষন ভীষন ভালো লেগেছে। এত সুন্দর আপনাদের representation যে কি বলবো। আমি তো সাগ্রহে অপেক্ষায় থাকি যে কখন আপনি একটা নতুন ভিডিও দেবেন। যাই হোক আপনি ও পৃথ্বীজিৎ দা ভালো থাকবেন সুস্থ থাকবেন দাদা।

  • @amalchakrabarti4647
    @amalchakrabarti4647 Рік тому +4

    Very excited to refresh my memories of the child hood days of mymensing.Your vlog helped me a lot. Thank you. I used to live at a beautiful place named Nikli of the riverside. It was developed by a British merchandiser. My father was employed there.
    Regarding your efforts on making good vlogs, I understand it is not an easy task. You need to gather sufficient inputs-historical, geographical and cultural etc .If someone wants to do it professionally . Carry on making more vlogs. Good luck. 👍

  • @millionmoments99
    @millionmoments99 Рік тому +1

    দাদা আপনার সবকটি ভিডিও দেখেছি তার মধ্যে বাংলাদেশের গুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে।আপনার ব্যক্তিত্ব আমার খুবই দারুণ লাগে।❤

  • @anupk8973
    @anupk8973 Рік тому +8

    Why not explore Chattogram, the second city of Bangladesh? You will be more enriched regarding places of interest in Bangladesh.

  • @md.basheerhussain9281
    @md.basheerhussain9281 Рік тому +2

    Very nice presentation of old and famous district Mymensingh.Govt. should take care all heritage of this district
    Love ❤ from Raipur,Luxmipur

  • @explorewithganguly
    @explorewithganguly Рік тому +9

    আপনাদের vlog বর্তমানে documentary তে পরিণত হয়েছে।আমি আপনাদের দুজন কে দেখে উজ্জীবিত,প্রফুল্লিত এবং একই সঙ্গে আনন্দিত।একটা পুর্ণ দৈর্ঘের cinema দেখার চেয়ে ঢের ভালো লাগে এই 30-35 মিনিট এর হাসি মাখা উপস্থাপনা ।ভালো থাকুন এবং ভালো রাখুন।অনেক ধন্যবাদ আমাদের এই video উপহার দেওয়ার জন্য।শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই।

  • @Journeywithchandan
    @Journeywithchandan Рік тому

    apurbo vedio..mugdho hoye gelam..tomder dujoner jonno eto sundor dekte pachhi ei sundor gulo.. sathe explanation.❤❤❤❤

  • @mdbilalhossainakand5399
    @mdbilalhossainakand5399 Рік тому +8

    বাংগালী বাংলা আত্মার যে টান আপনাদের মধ্যে আছে ধর্মের বিবেধ দিয়ে কেউ দুরে রাখতে পারবে না শুভকামনা রইলো নারায়ানগনজ থেকে

    • @taticartoon7339
      @taticartoon7339 Рік тому +4

      ধর্মে বিভেদ হিন্দু সম্প্রদায়ের মধ্যে কম
      Amra school college a ek satha porasona Kori

  • @ishamukherjee2803
    @ishamukherjee2803 Рік тому +1

    Prithijit dar hasi ta khub misty.... apnader juti khub sundor. Erokom e sundor bondho thakben sarajibon.

  • @poulomighosh2525
    @poulomighosh2525 Рік тому +8

    চাঁদের পাহাড় দেখার জন্য অপেক্ষায় রইলাম ❤ ভালো থেকো ❤

  • @sbroy1977
    @sbroy1977 Рік тому

    darun laglo dada r ak bangla ke dekhanor jonno thanks

  • @chattindranil
    @chattindranil Рік тому +5

    এই সূর্যকান্ত আচার্য চৌধুরীর পরিবারের সন্তান আমাদের ভূতপূর্ব অ্যাডভোকেট জেনারেল স্নেহাংশু আচার্য। নদের উৎপত্তি হ্রদ থেকে আর নদীর উৎপত্তি পাহাড়ি ঝরনা বা হিমবাহ থেকে। অসাধারণ লাগল দেখতে ❤❤❤❤

  • @bijnande1726
    @bijnande1726 3 місяці тому

    Both of you were very energetic.It is my favourite thing

  • @md.saifulalam2943
    @md.saifulalam2943 Рік тому +5

    আপনারা অবশ্যই কৃষি বিশ্ববিদ্যালায় যাবেন কারণ এটা এশিয়া মহাদেশের সবচেয়ে বড়ো কৃষি বিশ্ববিদ্যালয়।

  • @maharshimukherjee9529
    @maharshimukherjee9529 Рік тому

    Presentation 👍🙏 is awesome. We are with explorer shibaji

  • @nilanjanakakati104
    @nilanjanakakati104 Рік тому +6

    Khub sundor hoye apnader description gulo. On your next visit can you please show more jamidar bari in other districts. Really looking forward for such descriptive videos. Our forefathers belongs from that land, so wanted to know more about the country specially the historical part in videos. Your descriptive traveling helps in our tour. Thank you for taking such extensive pain for us.

  • @sasaniaskusltd2766
    @sasaniaskusltd2766 Рік тому

    Aminur Rahaman/Extremely amazing presentation all video.

  • @subhajitbanerjee404
    @subhajitbanerjee404 Рік тому +11

    ভৌগোলিক পরিবেশ,ভাষা-সংস্কৃতি, খাদ্যাভাস, ইতিহাস,রীতিনীতি সমস্ত প্রায় একই হয়েও আজ আমরা দুই বাংলা 'এপার বাংলা -- ওপার বাংলা '

  • @shahjamal2877
    @shahjamal2877 11 місяців тому

    দাদাদের কথাগুলো খুবই মিষটি ও চিত্তাকর্ষক। অনেক ভালো লাগছে। সময় পেলাই আপনাদের ভিডিও গুলো দেখি। ধন্যবাদ।