বহু প্রতীক্ষিত পর্ব ,ভারতের এই অংশটি tourist destination হিসাবে ভীষণভাবে উপেক্ষিত। ভারতের প্রাচীন এবং ইতিহাস প্রসিদ্ধ এই স্থান নিয়ে ভিডিও র জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
"ভারতবর্ষ পুরোটা দেখতে পারলে, গোটা বিশ্বের অর্ধেক দেখা হয়ে যায়" - কথাটা একদম ঠিক । ইতিহাস সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের খুঁটিনাটি বিষয় গুলো আমাদের সামনে তুলে ধরার জন্য অক্লান্ত প্রচেষ্টা করে যাচ্ছেন আপনি, শিবাজীদা এবং কৌশিক । একজন ভিনদেশী হয়েও এতকিছু দেখতে ও জানতে পারার জন্য আমি ব্যক্তিগত ভাবে আপনাদের তিন জনের কাছেই কৃতজ্ঞ...🙏🏻 । অসম্ভব ভাল লাগল ভিডিও টা...👍❤️
দাদা, গয়াৱ এত সমৃদ্ধবহুল তথ্য পৱিবেশন কৱাৱ জন্য অনন্ত ধন্যযোগ ।গয়াৱ যে স্থানটি প্ৰশাসনেৱ পক্ষ থেকে বন্ধ কৱে দিয়েছে অৰ্থাৎ যেখানে জীবিত মানুষেৱ পিন্ড দান কৱা হয়,সেই স্থানটিৱ ইতিহাস সম্পৰ্কে জানালে খুবই কৃতজ্ঞ থাকিব ।
একেবারে শান্ত হয়ে বউদ্ধগয়আ দেখবো বলেই অনেক টা সময় নিয়ে ছি।আমার কিছু মাত্র দেখা হয়নি এই বুদ্ধ গয়া।এখানে যে এতো সম্পদ আছে,তা কেউ বলেননি।আজ দেখে মুগ্ধ, সমাহিত বৌদ্ধ মহিমায়।চলমান ইতিহাস। বলে গেছেন,আর আমরা ফিরেছি অশোকের যুগে,ধ্যানস্থ হয়েছি বৌদ্ধ যুগে। অপরিসীম ঐশ্বর্য এই বুদ্ধ গয়া।মুগ্ধ নয়ন।মুগ্ধ শ্রবণ।যেন ধ্বনিত হয়েছে বৌদ্ধ মন্ত্র ঐ প্রাচীন বৌদ্ধ সাধনার পাড় হয়ে আমাদের মননে।তাকে ভালো বলবো,না সমাহিত হবো চেতনায়!!! বুঝিনি। অসাধারণ ক্যামেরার চলন।মন্দির থেকে স্তূপ, প্রাচীরের গায়ে বুলিয়েছে স্পর্শ।একে তথ্য পূর্ণ ইতিহাস বলবো,না সঠিক গাইড বলবো জানিনা।নাকি আধ্যাত্মিক চেতনা সমৃদ্ধ বৌদ্ধ দর্শন!!সব ই এক ই সুতোয় গাঁথা।সত্যিই আমি মুগ্ধ। আফশোষ,তাকে দেখিনি কেন!যাইনি কেন বৌদ্ধ দর্শনের দ্বারে।🙏🙏🥰
বুদ্ধগয়ার ওপর এতো তথ্যনিষ্ট,এতো পরম যত্নে নিবেদিত ব্লগ ইতিপূর্বে আমি দেখিনি। বুদ্ধের জীবন,তাঁর যাপন আর মানবাত্মার উদ্দেশ্যে সমর্পিত আপনাদের এই উপহার স্মরনীয় হোক।
ভীষণ ভালো লেগেছে স্যার ।আপনার এই ভিডিও দেখে আমরা আজ বুদ্ধগয়া এসেছি । বাংলাদেশ মনস্ট্রিতে থাকছি। এই ভিডিও ফলো করেই ঘুরবো। রাজগীরের ক্ষেত্রেও তাই। খুব ভালো থাকবেন স্যার
এক অসাধারণ ঐতিহাসিক তথ্যসম্বলিত ভিডিও…. মন কানায় কানায় ভরে গেল আর বুদ্ধগয়া যাওয়ার ইচ্ছেও বেড়ে গেল❤ দাদাভাইয়ের অনবদ্য বাচনভঙ্গিতে অসাধারণ ইতিহাসের জ্ঞান ও পরিবেশনায় সমৃদ্ধ হলাম…❤ সঙ্গে বুদ্ধং শরণং গচ্ছামি - আবহসঙ্গীতে একধরণের রোমাঞ্চ সৃষ্টি হল❤… সবমিলিয়ে অনবদ্য ভিডিও পরিবেশনে দাদাভাই বৌদিভাইয়ের জন্য রইল শ্রদ্ধা, শুভেচ্ছা ও ভালোবাসা❤
শুধু একটা কথাই বলা যায় অসাধারন। ভাবছিলাম এই একটা ভ্লগ বানাতে প্রচন্ড পরিশ্রমের কথাটা ধরে নিয়েও বলতে পারি আপনাকে কত পড়াশুনা করতে হয়েছে। বুদ্ধগয়া সম্বন্ধে এতিকছু তো জানতামই না। অসংখ্য ধন্যবাদ।
Je sob baccha der history subject e oruchi ache tader sobaike ei episode ta dekhte recommend korbo.. puro chhobir moto kore explain korlen Anindya da.. khub valo 👌👌
আরেকটি অনবদ্য উপস্থাপনা।এত তথ্যসমৃদ্ধ প্রতিটা ভিডিও আর কোনও চ্যানেলে আছে কিনা আমার জানা নেই। আপনাদের অনেক পরিশ্রম এর ফসল এই ধরনের ভিডিওগুলো। অনেক ধন্যবাদ ভাল থাকবেন নমস্কার।
Dada 1985 te aami baba ma aar bon sobai Mile ei jaygay ghurte gechilam. Aabar notun kore aapnar chok diye phire pelam sei sriti. Excellent ki lucid way te aapni ekdom guider moto sob kichu bujhie dilen. Just like a teacher. Mon bhore gelo. Opekhha kori aapnar videor jonyo. Aapnar Ei aantorik baparta eto bhalo lage. Khub nijer manus mone hoy. Jodi kono din sombhob hoy aapnader songe ekbar dekha korar echhe aachhe. Pls carry on dada. ❤
খুব ভাল লাগল কোনও সন্দেহ নেই সবথেকে যেটা ভাল লাগে সেটা হোলো ভিডিও তে যাব দেখানো হয় তার ইতিহাস এতো সুন্দর করে বলন যার কোনও তুলনাই নেই কত নতুন তথ্য জানা যায় ,ভাল থাকবেন 🙏🙏
দাদা খুব সুন্দর করে ইতিহাসকে তুলে ধরেছেন, আপনার ভিডিও যখনই দেখি তখন মা কেও সঙ্গে নিয়ে নিই, ছোটোবেলায় ইতিহাস পড়তে খুব একটা ভালো লাগতো না কিন্ত চাকরীর পরীক্ষার জন্য এখন ইতিহাস পড়তে হয়, এখন খুবই ভাল লাগে, এরকমই তথ্য সমৃদ্ধ ভিডিও এর অপেক্ষায় থাকলাম দাদা ❤
Darun presentation. Apnader presentation er madhye jaygata tule dhorar byaparta vari sundar. Khub swavabik O akarsahnio. Khub valo lage. Anek dhanyabad.
বৌদ্ধ গয়া থেকে রাজগীর গাড়ি ভাড়া কত যদি একটু ধারণা দেন তাহলে উপকৃত হই। এরপর বারাণসী যেতে হলে কি আবার গয়া ফিরে ট্রেন ধরা সুবিধাজনক? আপনার উত্তরের অপেক্ষায় থাকবো। 🙏😊
এই ভিডিপ ও টি দেখতে দেখতে ২০০২ আমার এখানে আমার স্মৃতি মনে পড়ে গেল অনেক কিছু পালটে গেছে নতুনের ছোঁয়ায় | বুদ্ধং শরনম গচ্ছামি সংঘম শরনম গচ্ছামি ................
আমরা ২০০৯সালে এই জায়গাগুলো ঘুরেছি।আজ আবার নতুন করে সবকিছু দেখতে ভালোই লাগলো। তবে অনেক পরিবর্তন চোখে পড়লো, সেটাই স্বাভাবিক। vlog ভালো হয়েছে,এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
দাদা আপনার ইতিহাসের বর্ণনা অসাধারণ । আপনার vlog এর একটা নিজস্ব ঘরানা আছে। অন্য সকলের থেকে আপনার বর্ণনা অনেক স্বতন্ত্র। আপনার বর্ণনায় বুদ্ধ গয়া কে নতুন ভাবে চিনলাম।
অনেক বছর আগে বিদ্যালয়ের ছাত্রদের নিয়ে এই জায়গায় গিয়েছিলাম। আজ আপনার এই ভিডিও দেখে অভিভূত হলাম। কি সুন্দর করে বুদ্ধগয়া কে আমাদের সামনে তুলে ধরলেন। একরাশ ফুলেল শুভেচ্ছা রইলো আপনাদের জন্য।
বিহার ভ্রমণের অন্যান্য ভিডিওগুলির Playlist Link :ua-cam.com/play/PLKA_QKcJDDQi1WtIwnd3O_j6uxy9F4Ivg.html
%%%
❤ very nice
কি অদ্ভুত সুন্দর ঐতিহাসিক তথ্যগুলো । গায়ে কাঁটা দিচ্ছিল 'বুদ্ধং শরণং গচ্ছ্বামি' সুর । ভগবান বুদ্ধের চরণে জবা অর্পণ করলাম🌺🌺🙏
যেভাবে দেখালেন আর যেভাবে বিবরণ দিলেন তাতে নিজে যেতে না পারলেও আর কোন আক্ষেপ থাকবে না। মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ জানানোর ভাষা নেই।
অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏 সঙ্গে থাকবেন 😍
বিহার মানেই ঐতিহাসিক, বিহার মানেই শান্তি , বিহার মানেই জ্ঞান, বিহার মানেই শিক্ষা, সব শেষে বলবো ভারত আমার বিশ্বসেরা
🙏🙏
বহু প্রতীক্ষিত পর্ব ,ভারতের এই অংশটি tourist destination হিসাবে ভীষণভাবে উপেক্ষিত। ভারতের প্রাচীন এবং ইতিহাস প্রসিদ্ধ এই স্থান নিয়ে ভিডিও র জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপনার সাথে একমত। ধন্যবাদ।
"ভারতবর্ষ পুরোটা দেখতে পারলে, গোটা বিশ্বের অর্ধেক দেখা হয়ে যায়" - কথাটা একদম ঠিক । ইতিহাস সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের খুঁটিনাটি বিষয় গুলো আমাদের সামনে তুলে ধরার জন্য অক্লান্ত প্রচেষ্টা করে যাচ্ছেন আপনি, শিবাজীদা এবং কৌশিক । একজন ভিনদেশী হয়েও এতকিছু দেখতে ও জানতে পারার জন্য আমি ব্যক্তিগত ভাবে আপনাদের তিন জনের কাছেই কৃতজ্ঞ...🙏🏻 । অসম্ভব ভাল লাগল ভিডিও টা...👍❤️
অনেক ধন্যবাদ আপনাকে 😍 সঙ্গে থাকবেন ।
এই ভিডিও দেখে ভালোলাগলো।। সুন্দুর এর ইতিহাস বন্র্নাও ভালোলাগলো।। শুভেচ্ছা সহ শুভকামনা জানবেন।।।
ইতিহাস আজ যেন জীবন্ত মনে হচ্ছিল, ভিডিও দেখার পর বিহার সম্পর্ক অনেক নতুন ধারনার জন্ম হল
Well said
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊)llllllllllllll)0⁰⁰khub valo .
আমি একজন বৌদ্ধ ধর্মালম্বি বাংলাদেশ থেকে বলছি ❤❤
সাধু সাধু সাধু🙏🙏🙏
ধন্যবাদ....দাদা❤
অনেক ধন্যবাদ আপনাকে 🙏
ua-cam.com/video/elOYUMHbb-4/v-deo.htmlsi=DinoRuY38OrBi8DW
দাদা, গয়াৱ এত সমৃদ্ধবহুল তথ্য পৱিবেশন কৱাৱ জন্য অনন্ত ধন্যযোগ ।গয়াৱ যে স্থানটি প্ৰশাসনেৱ পক্ষ থেকে বন্ধ কৱে দিয়েছে অৰ্থাৎ যেখানে জীবিত মানুষেৱ পিন্ড দান কৱা হয়,সেই স্থানটিৱ ইতিহাস সম্পৰ্কে জানালে খুবই কৃতজ্ঞ থাকিব ।
একেবারে শান্ত হয়ে বউদ্ধগয়আ দেখবো বলেই অনেক টা সময় নিয়ে ছি।আমার কিছু মাত্র দেখা হয়নি এই বুদ্ধ গয়া।এখানে যে এতো সম্পদ আছে,তা কেউ বলেননি।আজ দেখে মুগ্ধ, সমাহিত বৌদ্ধ মহিমায়।চলমান ইতিহাস। বলে গেছেন,আর আমরা ফিরেছি অশোকের যুগে,ধ্যানস্থ হয়েছি বৌদ্ধ যুগে। অপরিসীম ঐশ্বর্য এই বুদ্ধ গয়া।মুগ্ধ নয়ন।মুগ্ধ শ্রবণ।যেন ধ্বনিত হয়েছে বৌদ্ধ মন্ত্র ঐ প্রাচীন বৌদ্ধ সাধনার পাড় হয়ে আমাদের মননে।তাকে ভালো বলবো,না সমাহিত হবো চেতনায়!!! বুঝিনি। অসাধারণ ক্যামেরার চলন।মন্দির থেকে স্তূপ, প্রাচীরের গায়ে বুলিয়েছে স্পর্শ।একে তথ্য পূর্ণ ইতিহাস বলবো,না সঠিক গাইড বলবো জানিনা।নাকি আধ্যাত্মিক চেতনা সমৃদ্ধ বৌদ্ধ দর্শন!!সব ই এক ই সুতোয় গাঁথা।সত্যিই আমি মুগ্ধ। আফশোষ,তাকে দেখিনি কেন!যাইনি কেন বৌদ্ধ দর্শনের দ্বারে।🙏🙏🥰
এত শান্ত সমাহিত শৃঙ্খলা পূর্ণ ধর্মস্থান সত্যিই খুব কম দেখা যায় । "শান্তি" শব্দটির প্রকৃত রূপ যেন খুঁজে পাওয়া যায় এখানে 🙏🙏
আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ এইভাবে ঘুরে দেখানোর জন্যে, দাদা ভালো থাকবেন, জয় হিন্দ
বুদ্ধগয়ার ওপর এতো তথ্যনিষ্ট,এতো পরম যত্নে নিবেদিত ব্লগ ইতিপূর্বে আমি দেখিনি। বুদ্ধের জীবন,তাঁর যাপন আর মানবাত্মার উদ্দেশ্যে সমর্পিত আপনাদের এই উপহার স্মরনীয় হোক।
অনেক ধন্যবাদ 🙏
Gadar 2 এখনো দেখা হয়নি দেখবো কিনা সেটা এখনো মনস্থির করে উঠতে পারিনি। কিন্তু এই ভিডিওটি এই নিয়ে তৃতীয় বার দেখলাম। অসাধারণ।
Gadar2 দেখবেন না, কারণ পয়সা নষ্ট হবে 😄
বেশ কয়েক বছর আগে বউদ্ধগয়আ গেছিলাম, ইতিহাস না জেনেই। আজ আপনার দৌলতে অনেক কিছুই জানলাম। অশেষ ধন্যবাদ। ভাল থাকবেন সুস্থ থাকবেন। প্রচুর ঘুরুন।
অনেক ধন্যবাদ 🙏
এক কথায় ভ্রমণ ও ইতিহাসের ক্লাস করলাম । দুর্দান্ত ।।।
অসাধারণ উপস্থাপনা । খুব ভাল লাগল ভিডিও টা । ভূগোলের সঙ্গে সঙ্গে ইতিহাসের উপরেও অসাধারণ দক্ষতা চোখে পড়ছে ।
🤗🤗🌹
অসাধারণ সুন্দর জায়গা, একবার যেতে হবে। সাথে আপনার এত সুন্দর বণর্না শুনতে শুনতে মন ভালো হয়ে যায়।
খুব ভালো লাগলো এত সুন্দর করে কত অজানা তথ্য আমাদের জানালেন r কত কিছু সুন্দর করে আমাদের দেখালেন অপূর্ব সুন্দর লাগলো
অসাধারণ লাগলো আপনার উপস্থাপনা। অনেক কিছু না জানা তথ্য জানতে পারলাম। খুব ভালো লাগল। ভালো থাকবেন।
অনেক ধন্যবাদ আপনাকে 🙏
খুব ভালো লাগলো।জায়গাগুলো দেখার পাশাপাশি তার ঐতিহাসিক গুরুত্ব বর্ণনা একটা অসাধারন প্রেক্ষাপট তৈরি করেছে🙏
অনেক ধন্যবাদ আপনাকে 🙏
খুব সুন্দর, তথ্য বহুল ভিডিও ❤❤❤
(Pranab Traveller's)
History jana apnar mukhe jibanta hoye uthechilo. Anabanta barnana saili dwara jano temple guli chokher jibanta hoye uthechilo Aponake asankha dhanyabad. Yug Yug jio. May God Budha bless you.
Thank you so much 😊
আপনার vlog দেখে এমনি হয়ে গেছে যে প্রতিদিন সকালে উঠে আপনার vlog দেখি ❤
খুব ভালো লাগলো।অনেক দিন পরে পেলাম বুদ্ধের ইতিহাস সমৃদ্ধ জায়গা সমূহ
ভীষণ ভালো লেগেছে স্যার ।আপনার এই ভিডিও দেখে আমরা আজ বুদ্ধগয়া এসেছি । বাংলাদেশ মনস্ট্রিতে থাকছি। এই ভিডিও ফলো করেই ঘুরবো। রাজগীরের ক্ষেত্রেও তাই।
খুব ভালো থাকবেন স্যার
ধন্যবাদ 🙏
খুব ই সুন্দর এবং প্রেরণা দায়ক। প্রণাম।
এক অসাধারণ ঐতিহাসিক তথ্যসম্বলিত ভিডিও…. মন কানায় কানায় ভরে গেল আর বুদ্ধগয়া যাওয়ার ইচ্ছেও বেড়ে গেল❤
দাদাভাইয়ের অনবদ্য বাচনভঙ্গিতে অসাধারণ ইতিহাসের জ্ঞান ও পরিবেশনায় সমৃদ্ধ হলাম…❤ সঙ্গে বুদ্ধং শরণং গচ্ছামি - আবহসঙ্গীতে একধরণের রোমাঞ্চ সৃষ্টি হল❤… সবমিলিয়ে অনবদ্য ভিডিও পরিবেশনে দাদাভাই বৌদিভাইয়ের জন্য রইল শ্রদ্ধা, শুভেচ্ছা ও ভালোবাসা❤
অসংখ্য ধন্যবাদ জানাই 🙏
চমৎকার উপস্থাপন। সাতাশি সালে গিয়েছিলাম, অনেক কিছুই ভুলে গিয়েছিলাম, অনেক নতুন দেখলাম, নতুন অথচ ঐতিহাসিক বুদ্ধগয়া মানুষের জীবনের লক্ষ্য নির্দেশ ক
করছে
অনিন্দ্যসুন্দর অনিন্দ্য দা
দারুন সব তথ্য জানলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই অনবদ্য উপস্থাপনার জন্য।
বহুদিন আগে ছোটবেলায় দেখা স্মৃতি আবার ফিরে পেলাম। খুব সুন্দর লাগল। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।
Sei shibaji ar prittijit gechilo Nepal er Lumbini, tarpor ai apnader buddha gaya. Sei aki shanti abar akbar phire pelam. 🤩🤩🤩🥰🥰🥰💮🌸🌺🏵️🌼🏵️🌺💮🌸🏵️💮🌸🌺🙏🙏🙏💖
বুদ্ধগয়াতে মানসভ্রমণ করলাম আপনাদের সঙ্গে। খুব ভালো লাগলো।
অসংখ্য ধন্যবাদ 🙏
Khub sundar dekhiyachen, boudha mandir gula.
দারুণ সুন্দর একটি ভ্লগ। অনবদ্য উপস্থাপনা। অনেক ঐতিহাসিক তথ্য জানতে পারলাম।
দাদা আমরা মার্চ মাসে বুদ্ধগয়ায় গিয়েছিলাম। আপনাদের এই পর্বটি দেখে আমাদের অনেক উপকার হয়েছে।love from Bangladesh ❤️
ভারতবর্ষের এই অংশটি এত সুন্দর ভাবে আমাদের সামনে তুলে ধরার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ৷
আপনাকে ও ধন্যবাদ 🙏
শুধু একটা কথাই বলা যায় অসাধারন। ভাবছিলাম এই একটা ভ্লগ বানাতে প্রচন্ড পরিশ্রমের কথাটা ধরে নিয়েও বলতে পারি আপনাকে কত পড়াশুনা করতে হয়েছে। বুদ্ধগয়া সম্বন্ধে এতিকছু তো জানতামই না। অসংখ্য ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ 🙏 সঙ্গে থাকবেন 🌹
Khub valo legeche dhanyabad ay videor jonno 🙏 namo buddhaya 🙏
দুর্দান্ত লাগছে দাদা এই বিহার সিরিজ ভিডিও আপনার ভিডিও দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি ভালো থাকবেন দাদা আপনি ও দিদি🙏🙏
Darun laglo ami Buddha Gaya giyechi khoobh sundar Jaiga
Sunaet er somoy bhidhogoya r mondir darun lagchilo photography ta darun hoyeche
খুব সুন্দর ভিডিও ,খুব সুন্দর উপস্থাপনা ।
ধন্যবাদ আপনাকে 🙏
খুব ভালো বর্ণনা করেন l জায়গা আর বর্ণনা দুটোই দারুন l
Apni je. Tatthya den ta excellent, ei bhave keu dei ni aj parjanta, salute apnake, bhalo thaben.
Je sob baccha der history subject e oruchi ache tader sobaike ei episode ta dekhte recommend korbo.. puro chhobir moto kore explain korlen Anindya da.. khub valo 👌👌
অনেক ধন্যবাদ আপনাকে 😍 ভালো থাকবেন 🌹
Darun explation...darun dakhalen😊🎉🎉🎉🎉
বুদ্ধং সংঘং ধম্মং শরনম গচ্ছামি | ২০০২ এর স্মৃতি চোখের সামনে ভেঁসে উঠে |
অসাধারন পরিবেশন, দারুন লাগলো,না গিয়েও আপনার পরিবেশন এর মাধ্যমে ঘুরলাম
Apnar sundor biboron e jaygagulor itihaas chokher samne fute uthlo..👌👌🙏🙏
Apner jonnoi abar purano smriti mone pore gelo.thank you so much.
Khub bhalo laglo.Amar 2 times Buddhagaya jawar soubhagya hoyechilo.Apnar vedio dekhe abar sob mone pore galo.Thank you.Apnara bhalo thakben.
ধন্যবাদ 🙏
আরেকটি অনবদ্য উপস্থাপনা।এত তথ্যসমৃদ্ধ প্রতিটা ভিডিও আর কোনও চ্যানেলে আছে কিনা আমার জানা নেই। আপনাদের অনেক পরিশ্রম এর ফসল এই ধরনের ভিডিওগুলো। অনেক ধন্যবাদ ভাল থাকবেন নমস্কার।
অনেক ধন্যবাদ আপনাকে 🙏
অনেক ধন্যবাদ আপনাকে 😍
Dada 1985 te aami baba ma aar bon sobai Mile ei jaygay ghurte gechilam. Aabar notun kore aapnar chok diye phire pelam sei sriti. Excellent ki lucid way te aapni ekdom guider moto sob kichu bujhie dilen. Just like a teacher. Mon bhore gelo. Opekhha kori aapnar videor jonyo. Aapnar Ei aantorik baparta eto bhalo lage. Khub nijer manus mone hoy. Jodi kono din sombhob hoy aapnader songe ekbar dekha korar echhe aachhe. Pls carry on dada. ❤
অনেক ধন্যবাদ আপনাকে 🙏। নিশ্চয়ই একদিন দেখা হবে।
খুব সুন্দর লাগলো আজকের ভিডিও , ধন্যবাদ আপনাকে।
দারুন সুন্দর তথ্য সমৃদ্ধ
অনবদ্য ভিডিও টা ইতিহাসের সমস্তটাই দেখতে পেলাম।
খুব ভাল লাগল কোনও সন্দেহ নেই সবথেকে যেটা ভাল লাগে সেটা হোলো ভিডিও তে যাব দেখানো হয় তার ইতিহাস এতো সুন্দর করে বলন যার কোনও তুলনাই নেই কত নতুন তথ্য জানা যায় ,ভাল থাকবেন 🙏🙏
অসংখ্য ধন্যবাদ 😍 এভাবেই সঙ্গে থাকবেন ।
দাদা খুব সুন্দর করে ইতিহাসকে তুলে ধরেছেন, আপনার ভিডিও যখনই দেখি তখন মা কেও সঙ্গে নিয়ে নিই, ছোটোবেলায় ইতিহাস পড়তে খুব একটা ভালো লাগতো না কিন্ত চাকরীর পরীক্ষার জন্য এখন ইতিহাস পড়তে হয়, এখন খুবই ভাল লাগে, এরকমই তথ্য সমৃদ্ধ ভিডিও এর অপেক্ষায় থাকলাম দাদা ❤
Khub sundor laglo dekhe. Hoyto konodin jete parbo.
Khubb bhalo laglo ei Blogti
Dekhte Dekhte Notun kore Itihas Smorne esegelo❤
Khub bhalo laglo koto kichu jante parlsm🙏🙏🙏
Daru kaku Darun video- Ami to bar bar dekhbo
Darun presentation. Apnader presentation er madhye jaygata tule dhorar byaparta vari sundar. Khub swavabik O akarsahnio. Khub valo lage. Anek dhanyabad.
অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏
অপূর্ব। ঐতিহাসিক তথ্য সহ খুব সুন্দর উপস্থাপনা।🙏🙏
বহুদিন আগে মা,বাবার সাথে গিয়েছিলাম। আজ আমার মধ্যবয়স।খুব সুন্দর ভিডিও।
আমার বুদ্ধ গয়া যাওয়ায় খুব ইচ্ছা, কিন্তু যাওয়া হয় নি.. আপনার ভিডিও দেখে সেই ইচ্ছা কিছুটা নিবারণ হলো.. অনেক ধন্যবাদ... ভালো থাকবেন
অনেক ধন্যবাদ 🙏
খুব ভালো লাগলো। ধন্যবাদ।
খুব ভালো লাগলো। অনেক পরিশ্রমের ফসল। ভালো থাকবেন।
বৌদ্ধ গয়া থেকে রাজগীর গাড়ি ভাড়া কত যদি একটু ধারণা দেন তাহলে উপকৃত হই। এরপর বারাণসী যেতে হলে কি আবার গয়া ফিরে ট্রেন ধরা সুবিধাজনক? আপনার উত্তরের অপেক্ষায় থাকবো। 🙏😊
খুব ভালো লাগলো। নালন্দা দেখার জন্য অপেক্ষায় রইলাম।
Khub bhalo laglo almost 51 yrs aga giachilum anek kichur tokhon chilona abar notun kore dekhlam bhalo thakben
ধন্যবাদ 🙏
খুব ভাল লাগল l অনেক আগে গেছিলাম অনেক পরিবর্তন হয়েছে আপনার বর্ননা খুব ভাল লাগল l ভালো থাকবেন আপনারাl❤️❤️
ধন্যবাদ আপনাকে 🙏
Khub sundor laglo video ta Dada 👍👍🙏🙏🙏
Khub valo laglo vlog ta. Onek kichu janlam
অসাধারণ একটা এপিসোড দেখলাম। ৩০ মিনিটের ভিডিওসহ একটা ইতিহাসের ক্লাস যেন উপহার দিলেন আমাদের!! Hatt's off👋
অনেক ধন্যবাদ আপনাকে 🙏
Asadharon laglo.....Bihar samporke anek kichhu jante parlam.....khub sundar....
অনেক ধন্যবাদ 🙏
খুব ভালো লেগেছে।
অসম্ভব ভালো লাগল। এত ইলাবরেট ডেসক্রিপশন, এত ভালো শটস্ নেওয়া হয়েছে তার সাথে apt মিউজিক ফাটাফাটি স্যার।
অনেক ধন্যবাদ আপনাকে 🙏
Excellent presentation. Thanks a lot. God bless.
Apnar vdo gulo dekhte khub bhalo lage.....khub informative.....apnar uposthaponao khuub sundor.....thanks dada
অনেক ধন্যবাদ 🙏
এই ভিডিপ ও টি দেখতে দেখতে ২০০২ আমার এখানে আমার স্মৃতি মনে পড়ে গেল অনেক কিছু পালটে গেছে নতুনের ছোঁয়ায় | বুদ্ধং শরনম গচ্ছামি সংঘম শরনম গচ্ছামি ................
বোধি (বট গাছ) সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারলাম, পরিক্রমা করাকালীন বৌদ্ধ স্তব অসাধারণ ভাবে পরিবেশন করলেন
আপনার ব্লগগুলো খুব তথ্যসমৃদ্ধ।
অনেক কিছু জানতে পারলাম 👍
Thank You🙏
As usual darun laglo, anek kichhu janlam. Apnar vdo r opekkhay thaki
অপূর্ব ঐতিহাসিক বর্ণনা আপনার উপস্থাপনায় অসাধারণ Annidoda।
অসাধারণ বিশ্লেষন।
অনিন্দ্যবাবু, আপনার রেফারেন্সে রাজগীরের রাজু যাদবের গাড়ীতে ট্যুর করছি। খুব ভালো ভদ্র মানুষ। পুরো ট্যুরে আপনিই আমাদের গাইড। অনেক অনেক ধন্যবাদ। আপনাদের বিজয়ার শুভেচ্ছা জানাই। ভালো থাকবেন। 🙏😊
অসংখ্য ধন্যবাদ 🙏
ধন্যবাদ আপনার প্রাপ্য। রাজগীরেও উঠলাম আপনার বলা নাগেশ্বর প্যালেস হোটেলে। 😊😊😊
অসাধারন লাগলো আপনার ব্লগ really awesome 💯
অসংখ্য ধন্যবাদ 🙏
আমরা ২০০৯সালে এই জায়গাগুলো ঘুরেছি।আজ আবার নতুন করে সবকিছু দেখতে ভালোই লাগলো। তবে অনেক পরিবর্তন চোখে পড়লো, সেটাই স্বাভাবিক। vlog ভালো হয়েছে,এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
ধন্যবাদ আপনাকে 🙏
অনেক ধন্যবাদ 🙏
Khub sundar. Next vlog er apekhay achi
খুব ভালো লাগলো। 🙏
Khub bhalo laglo
দাদা আপনার ইতিহাসের বর্ণনা অসাধারণ । আপনার vlog এর একটা নিজস্ব ঘরানা আছে। অন্য সকলের থেকে আপনার বর্ণনা অনেক স্বতন্ত্র। আপনার বর্ণনায় বুদ্ধ গয়া কে নতুন ভাবে চিনলাম।
অনেক ধন্যবাদ আপনাকে এইভাবেই সাথে থাকবেন 🙏
Visan valo laglo…..Daroon informative…presentation durdanto….mon vore gelo
অনেক ধন্যবাদ 🙏
অনেক বছর আগে বিদ্যালয়ের ছাত্রদের নিয়ে এই জায়গায় গিয়েছিলাম। আজ আপনার এই ভিডিও দেখে অভিভূত হলাম। কি সুন্দর করে বুদ্ধগয়া কে আমাদের সামনে তুলে ধরলেন। একরাশ ফুলেল শুভেচ্ছা রইলো আপনাদের জন্য।
অনেক ধন্যবাদ আপনাকে 🙏
Apurba laglo, excellent narration khub bhalo hoyeche.
খুব ভালো লাগলো ।
অসাধারণ একটা পরিবেশ সৃষ্টি করেন। সাধারণ কে অসাধারণ করে তোলেন। ধন্যবাদ।
মন ভালো হয়ে গেলো এই blog টা দেখে।❤❤❤ অনিন্দ্য sir