আমি সব সরকারির কথা বলি নাই। প্রাইমারির কথা বলছি। এখানে বাসা ভাড়া এক হাজার টাকা হলেও গ্রেড বেশি।১০ম গ্রেড। যা প্রাইমারির ৪৫% বাসা ভাড়া মিলিয়ে ১০ম গ্রেড এর সমান হয়। আর কই ৩য় শ্রেণির জব আর কই ২য় শ্রেণি
একদম সত্য,,, খুব সুন্দর করে বুঝিয়ে বলছেন,,,,,,আর একটা বিষয় জানার ছিল লাইব্রেরীয়ান,,,,শারীরিক শিক্ষা,,,, ICT,,,,,,,চারুকলা,,,,, এই ধরনের,,,, চার পাচটা কোর্স আছে,,,,,এই গুলো করে জয়েন করলে কি,,,, বি এড করা লাগে,,,,,,
ভাই ইউটিউবে কতো কিছু জানার জন্য কতো ইউটিউবার এর কতো কথা শুনলাম এখন সব কিছু ভালোভাবে জানতাম,,কেউই এতো ভালো ভাবে বুঝাতে পারেনি সবাই শুধু ভয়ই দেখায়,ধন্যবাদ ভাই আমি মাস্টার্স করছি অর্থনীতিতে শেষ হয়নি আমি কি এখন বিয়েট করতে পারবো।
আমার বন্ধু একটি বিষয়ে কনফিউজ আছে আমার বন্ধুর একাডেমিক পরীক্ষার রেজাল্ট হল এসএসসিতে পাইছে ২.৪৪ এসএসসি পরীক্ষায় পেয়েছে ১.৬৭ ডিগ্রি বিএসএস পরীক্ষায় পেয়েছে ২.৬০ মাস্টার্স পরীক্ষায় পেয়েছিল ২.৮৪ এখন কথা হচ্ছে তিনি কি বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন?
কিসের দ্বিতীয় শ্রেণি, বেসরকারি স্কুলের গ্রেড নিয়া লাফানোর কিছু নেই, একজন গার্মেন্টসের শ্রমিকও মাসে ৪০০০০+ ইনকাম করে তাই বলে সে ১ম শ্রেণির জব করেনা। আর ভিডিও যে বানিয়েছে সে তো নিজে জব করে বলে খুব ভালো তাইনা, স্কুলে যেবস শিক্ষকরা ইংরেজি, গনিত ছাড়া অন্য বিষয় পড়ায় তাদের ইনকামের সোর্স কি?? তাছাড়া স্কুলে জব হলে বেশির ভাগ দূরে স্কুল করতে হয়, বাসা ভাড়া অনেক টাকা যায়, আজিবন পেনশন পান না, স্কুল করে সারা দিন রাত টিউশনি করে ২০ হাজার টাকা ইনকাম করতেও সাবজেক্টের বিষয় আছে, রাজস্ব খাতের চাকরির সাথে বেসরকারি চাকরির তুলনা পাগলের প্রলাপ, আর বাচ্চাদের পড়াতে অনীহা😂😂, আমরাও বাচ্চা ছিলাম, আমাদেরও কোন একজন শিক্ষক পড়িয়েছিল।।@@rupaliafroz9300
ভাই আমার ও প্রাইমারির স্টুডেন্ট পড়াতে ভালো লাগে না, আমি স্কুল কোচিং এ প্রায় সময়ই নাইন টেন এর ইংরেজি পড়াতাম, আর ৬ মাস কলেজের ছাত্র পড়ানোর অভিজ্ঞতা আছে,,তাই হাইস্কুল আর কলেজ টাই আমার পছন্দ
এমপিওভূক্ত স্কুলগুলো যদি সরকারি হয় তবে সরকারি হাইস্কুলের সাথে এর প্রার্থক্য কি। সরকারি হাইস্কুলে বাসা ভাড়াসহ অন্যান্য ভাতা দেওয়া হয় কিন্তু এমপিওভূক্ত স্কুলে দেওয়া হয়না কেন???
সরকারি হাই স্কুল আর এমপিওভুক্ত হাই স্কুলের সাথে অবশ্যই পার্থক্য রয়েছে। সরকারি হাই স্কুলের জব ভালো কিন্তু আলোচনা করেছেন সরকারি প্রথমিক বিদ্যালয় আর এমপিওভুক্ত হাই স্কুল নিয়ে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চেয়ে অবশ্যই এমপিওভুক্ত হাই স্কুলের জব বেশি ভালো।
আসসালামুয়ালাইকুম ভাইয়া , এস. এস.সি পরীক্ষায় ৪.৩৯ ও এইচ.এস.সি পরীক্ষায় ৩.৩৩ রেজাল্ট থাকলে প্রাইমারি ও স্কুল দুই জায়গাতে কি নিবন্ধন পরীক্ষা দিতে পারব? আর এই রেজাল্টে নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হতে কোনো সমস্যা হবে কি? জানালে উপকৃত হতাম
monthly pay order মানে সরকারি বেতনভুক্ত কর্মচারী এমন ইংরেজি তোমারে কে শিখাইছে ভাই?যেখানে কাগজে কলমে বেসরকারি শিক্ষক সেখানে তুমি কিভাবে বলো যে সরকারি। যাহোক তোমাকে ধন্যবাদ কষ্ট করে ভিডিও টা বানানোর জন্য
আপনি যে কি মানের শিক্ষক আপনার মুখের ভাষায় বোঝা যায়। বেসরকারি কলেজের চাকরি করে তোমার থেকে ও অনেক ইনকাম করি। কিন্তু তাই বলে আমি সরকারি প্রাইমারি আর এমপিও ভুক্ত হাইস্কুলের শিক্ষকদের কাউকে ছোট ভাষায় কথা বলি না। সবাই শিক্ষক সবারই যোগ্যতা আছে।
এখন বেতন বা সুযোগ সুবিধা হয় গ্রেড অনুযায়ী। বেতন গ্রেড অনুযায়ী স্কুল পর্যায় -২ তে বেতন ৯৩০০। আর মাদ্রাসা থেকে ১-২ হাজার যদি দেয় তাহলে ১০-১১ হাজার টাকা বেতন পরবে সব মিলে
ভাই আমি ১৬ তমতে নিয়োগ পাইছি ব্যবসায় শিক্ষা সে ক্ষেত্রে ২ পর গ্রুপ থাকবে না। সে ক্ষেত্রে টিউশন সুযোগ নাই। আমি ১৩-১৬ তম জব জন্য চেস্টা করছি, আপনি একটা পরামর্শ দিবেন।
ভাই আমি স্কুল কলেজ দুটো apply করেছি।আমার sub রাষ্ট্রবিঙ্গান। স্কুলে সমাজবিঙ্গানে aplly করেছি।সমাজবিঙ্গানে অনেক গুলো subঅপশন আছে। অনেকে বলে আমার নাকি স্কুলে হবে না ঐ subএ।রাষ্ট্রবিঙ্গান তো সমাজবিঙ্গানের অংশ।ফুল প্রস্তুতি রয়েছে। স্কুলে কি আমার sub এ হবে?
আলোচনা ভালো করেছেন। কিন্তু আপনার কথা অনুযায়ী হাইস্কুল যখন সরকারি হবে প্রাইমারী শিক্ষকদের গ্রেড তখন দ্বিতীয়-প্রথম শ্রেনির হয়ে যাবে। সুতরাং যার যেখানে ভালো লাগে সেখানে যাওয়া ভালো....
Apni ektu beshi e bujhen...nijeke khuv boro mone koren...besorkari high school er theke sorkari 16 grade er job paow onek kothin.apni jokhon retired korben tokhon jodi besorkari thaken tokhon sorkari je kono grade er ekjon jokhon retired korben tokhon difference ta bujhben...amar baba mpo highschool head teacher..recent retired korsen...amra vabi abbu jodi high school er head teacher na hoe primary head teacher hoto abbu tahole retired korar pore bekar hoto na..tk ekhono paini.. Matro 40 lakh pabe...jekhane primary head teacher pabe 50 lakh ba tar o beshi.. Pension to achei..
ধন্যবাদ প্রিয় স্বজাতি স্যার।❤ আমি সহকারী শিক্ষক( ইংরেজি) মুক্তি নগর হাই স্কুল, গাইবান্ধা।
আপনার কথা গুলো অনেক যুক্তি আছে। আমি ও একজন এমপিওভুক্ত শিক্ষক। আপনার কথা গুলো যে ভাবে বুঝে দেন অনেক ভালো লাগে।
অনেক ধন্যবাদ ভাই,,অনেক সুন্দর ইনফরমেশন তুলে ধরার জন্য,, এটা নিয়ে যে কতটা ভ্রান্ত ধরনা আছে মানুষের
যদি সরকারিই হয় তাহলে আবার জাতীয় করনের জন্য এত আন্দোলন করেন কেন, আপনারে তো সরকারই বেতন দেয়।
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কথাগুলো শুনে খুব ভালো লাগলো আমার ভুল ধারণা গুলো ভেঙ্গে গেল।
অনেক ধন্যবাদ ভাই। খুব ভালো লাগলো।
Thank you,sir for providing this important information
ধন্যবাদ
অসংখ্য ধন্যবাদ ভাই নতুন কিছু জানতে পারলাম।।।❤️❤️❤️
U are so brilliant
আপনি ঠিক বলেছেন ভাই। ধন্যবাদ।
আমি MPO ভুক্ত উচ্চ বিদ্যালয়ে হিসাব বিজ্ঞানের শিক্ষকতা ছেড়ে প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেছি এবং খুবই ভালো আছি।
Salary koto pan vi
অবশ্যই সরকারি তো সরকারি ই।যাদের জব হয় না বয়স চলে যায় তারা যাবে নিবন্ধন এ
প্রাইমারি ছেড়ে এমপিও হাই স্কুলে জয়েন করা উচিৎ নয়। সবাই ব্যাচ পড়াতে পারে না। টিউশন চিন্তা করে পিউর সরকারি চাকুরী ছেড়ে হাই স্কুলে আসা বোকামি।
Apnar kothai mone hocche nibondhone gelei chakri exam charai@@jesminakter-wj1mz
ভিডিওটি দারুণ ভালো লাগলো তাই সাবস্ক্রাইব করলাম💖
মূল্যবান আলোচনা, অনেক উপকৃত হলাম,,,,,আল্লাহ পাক আপনাকে উত্তম প্রতিদান দান করুন।
Vaia, amar konta ucit hoby? Lecturer na primary school teacher
আপনি খুব সুন্দর করে বুঝিয়েছেন। ধন্যবাদ ভাইয়া
পিওন ও বেশি বেতন পায় হাইস্কুলের চেয়ে।
অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার কথা গুলো শুনে ভাল লাগলো!
ভাই সরকারিতে বাড়িভাড়া কিন্তু মূলবেতনের ৪৫%। আর এমপিওভুক্ত কিন্তু বাসাভাড়া এক হাজার টাকা। এবার সব মিলিয়ে যোগ দিন
আমি সব সরকারির কথা বলি নাই।
প্রাইমারির কথা বলছি।
এখানে বাসা ভাড়া এক হাজার টাকা হলেও গ্রেড বেশি।১০ম গ্রেড। যা প্রাইমারির ৪৫% বাসা ভাড়া মিলিয়ে ১০ম গ্রেড এর সমান হয়।
আর কই ৩য় শ্রেণির জব আর কই ২য় শ্রেণি
Thank you so much for your information
Thanks u for your good information.
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১২গ্রেডের জব।
১৩
@@ziaurziaur3773 12
Thank you.
চাকুরি করছি দুই বছর।সরকারি -বেসরকারি সবমিলিয়ে ২১৫০০ টাকা পাচ্ছি।প্রাইমারিত দুই বছর পর বেতন কত হয় প্রতি মাসে?কেউ জানলে জানাবেন দয়াকরে।
কোন সাব্জেট ভাই
একদম সত্য,,, খুব সুন্দর করে বুঝিয়ে বলছেন,,,,,,আর একটা বিষয় জানার ছিল
লাইব্রেরীয়ান,,,,শারীরিক শিক্ষা,,,, ICT,,,,,,,চারুকলা,,,,, এই ধরনের,,,, চার পাচটা কোর্স আছে,,,,,এই গুলো করে জয়েন করলে কি,,,, বি এড করা লাগে,,,,,,
না,এগুলোর ক্ষেত্রে বি.এড লাগে না।
@@Anamul.The.Go2 বি এড,, যারা করছে,,,,, তারা যেই রকম সেলারি পাবে,,,,,আর উপরের উল্লেখিত বিষয় নিয়ে জয়েন করলে,,, তারাও কি সেইম সেলারি পাবে
@@mdmonaf4964 জি।তারা বি.এড ছাড়াই ১০ম গ্রেড পাবে
@@Anamul.The.Go2 অনেক ধন্যবাদ
বি এড ছাড়া 10ম গ্রেট।কিন্তূ প্রধান শিক্ষক পদে যেতে চাইলে সমস্যা হতে পারে
ভাই ইউটিউবে কতো কিছু জানার জন্য কতো ইউটিউবার এর কতো কথা শুনলাম এখন সব কিছু ভালোভাবে জানতাম,,কেউই এতো ভালো ভাবে বুঝাতে পারেনি সবাই শুধু ভয়ই দেখায়,ধন্যবাদ ভাই আমি মাস্টার্স করছি অর্থনীতিতে শেষ হয়নি আমি কি এখন বিয়েট করতে পারবো।
ধন্যবাদ।
জি।অনার্স পাস করার পরেই বি.এড করা যায়।
আমার বন্ধু একটি বিষয়ে কনফিউজ আছে
আমার বন্ধুর একাডেমিক পরীক্ষার রেজাল্ট হল
এসএসসিতে পাইছে ২.৪৪
এসএসসি পরীক্ষায় পেয়েছে ১.৬৭
ডিগ্রি বিএসএস পরীক্ষায় পেয়েছে ২.৬০
মাস্টার্স পরীক্ষায় পেয়েছিল ২.৮৪
এখন কথা হচ্ছে তিনি কি বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন?
বাড়ি ভাড়া উৎসব ভাতা মেডিকেল ভাতা খুবই কম ভাই।পেনশন আজীবন নেই। কিছুই ঠিকঠাক নেই।
হুম
Thank you sir, Sealute you, valo kore bujanur jonno
ধন্যবাদ
আমি এমপিওভুক্ত হাই স্কুলের সহকারী শিক্ষক (১০ম গ্রেড)।আমার এবার সরকারি প্রাইমারিতে চাকরি হইছে কিন্তু আপনার লেকচার শুনে প্রাইমারিতে জয়েন করি নি।
প্রথমে কোন গ্রেড। হাইস্কুরের।এমপিভুক্ক
Apni primary te join na kore jiboner moto vol kore fellen. Akdin amar kotha apnar mone porbe.bad luck
কেনো ভাই?
এখানে গ্রেড /বেতন তো কম@@10.md.sharifulislam1stshif7
অনেক ভালো কাজ করেছেন কারণ তৃতীয় শ্রেণীর জবের জন্য দ্বিতীয় শ্রেণির জব ছেড়ে দেওয়া বোকামি ছাড়া কিছু নয়।
কিসের দ্বিতীয় শ্রেণি, বেসরকারি স্কুলের গ্রেড নিয়া লাফানোর কিছু নেই, একজন গার্মেন্টসের শ্রমিকও মাসে ৪০০০০+ ইনকাম করে তাই বলে সে ১ম শ্রেণির জব করেনা। আর ভিডিও যে বানিয়েছে সে তো নিজে জব করে বলে খুব ভালো তাইনা, স্কুলে যেবস শিক্ষকরা ইংরেজি, গনিত ছাড়া অন্য বিষয় পড়ায় তাদের ইনকামের সোর্স কি?? তাছাড়া স্কুলে জব হলে বেশির ভাগ দূরে স্কুল করতে হয়, বাসা ভাড়া অনেক টাকা যায়, আজিবন পেনশন পান না, স্কুল করে সারা দিন রাত টিউশনি করে ২০ হাজার টাকা ইনকাম করতেও সাবজেক্টের বিষয় আছে, রাজস্ব খাতের চাকরির সাথে বেসরকারি চাকরির তুলনা পাগলের প্রলাপ, আর বাচ্চাদের পড়াতে অনীহা😂😂, আমরাও বাচ্চা ছিলাম, আমাদেরও কোন একজন শিক্ষক পড়িয়েছিল।।@@rupaliafroz9300
Vai primary tar scale er double pai....r apanader je scale sei tar teke 2-3 hazar besi....matro
স্যার , নিবন্ধন পরীক্ষা দিয়ে পাশ করে স্কুলে জয়েন করার পর আবার নতুন করে নিবন্ধন পরিক্ষা দিয়ে পাশ করে আরো ভালো স্কুল গুলো তে জয়েন করা সম্ভব কিনা ?
Na
ভাই আমার ও প্রাইমারির স্টুডেন্ট পড়াতে ভালো লাগে না, আমি স্কুল কোচিং এ প্রায় সময়ই নাইন টেন এর ইংরেজি পড়াতাম, আর ৬ মাস কলেজের ছাত্র পড়ানোর অভিজ্ঞতা আছে,,তাই হাইস্কুল আর কলেজ টাই আমার পছন্দ
হুম,এটাই বাস্তবতা। কিন্ত যারা আবেগের বষে প্রাইমারিতে জয়েন করতেছে,কিন্তদিন পর হায় হায় করবে।
আপনার কথার সাথে আমি সম্পুর্ণ একমত।
খুব সুন্দর ভালো লাগলো
কোনটাকে ছোট করে দেখার সুযোগ নেই।
আর আপনার মনের মতো সব কিছু চলে না।
Thanks a lot
সব ভালো লাগলো কিন্তু একটা গ্রামে একটাই প্রাইমারি স্কুল থাকে আবার কোন গ্রামে নেই ওওও
Vaia onek valo laglo
Valo laglo.... Tnx...
হাই স্কুলের স্যারেরা ব্যাচ পড়িয়েই মাসে লাখ টাকা কামাতে পারে। মুল বেতন ধরেও দেখার দরকার নাই। বুঝলেন? শিক্ষকতা পেশায় কাচা টাকা ইনকামের সেরা সুযোগ আছে
গণবিজ্ঞপ্তি স্কুল ও কলেজ আবেদন করলে কি দুটোই আসবে না
যে কোনো একটি
আগে কলেজ দেখবে। যদি না হয় তাহলে সহকারী।
great lecture
Think you viya,
Bisoita bujanor jonno thanks sir....
ধন্যবাদ,,
Sundor alocona.
আপনি একজন হকারের মতো বেসরকারি হাই স্কুলের বিজ্ঞাপন করেছেন,তুলনা করেন নি।
ধন্যবাদ স্যার
এমপিওভূক্ত স্কুলগুলো যদি সরকারি হয় তবে সরকারি হাইস্কুলের সাথে এর প্রার্থক্য কি। সরকারি হাইস্কুলে বাসা ভাড়াসহ অন্যান্য ভাতা দেওয়া হয় কিন্তু এমপিওভূক্ত স্কুলে দেওয়া হয়না কেন???
সরকারি হাই স্কুল আর এমপিওভুক্ত হাই স্কুলের সাথে অবশ্যই পার্থক্য রয়েছে। সরকারি হাই স্কুলের জব ভালো কিন্তু আলোচনা করেছেন সরকারি প্রথমিক বিদ্যালয় আর এমপিওভুক্ত হাই স্কুল নিয়ে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চেয়ে অবশ্যই এমপিওভুক্ত হাই স্কুলের জব বেশি ভালো।
Assalamualaikum vai. Ami 17 tomo te home economics subject a pass korechi. B.ed a admit hoyechi aibar. Join korar age ki b ed ses hobe amr?
কথা সত্য।ভালো লাগছে চাই।ধন্যবাদ।
ধন্যবাদ
Electrical pore kon subject e nibondhon dea jabe plz bolben
স্যার NTRCA তে কাগজ জমা দেওয়ার পর যদি দেখি কোনো কাগজ বাদ পরেছে তাহলে কি কোনো সমস্যা হবে?
স্কুলে জয়েন করলে বিএড করা থাকলে দশম গ্রেড। দশ বছর পর নবম গ্রেড হবে বিষয়টি কি ঠিক?
হ্যাঁ
জি
Vai mp vukto high school ar office soyhak ar kaj and betone koto koy tomo gred returment ar somay kota tk pabe plz information me vai
পেনশন্
আসসালামু আলাইকুম প্রিয় স্যার।
১৮তম নিবন্ধনে লিখিত পরীক্ষার জন্য কি কি বই কিনবো স্যার।অনুগ্রহ করে জানাবেন।
ধন্যবাদ স্যার
Primarry kon portisthan niyog dey
R high school er teacher kon portisthan niyog dey
Ami bed koreci.2019 Tahole amo ki mpo time bed certificate add korte parbo.
ধন্যবাদ ভাই।আপনার কথাগুলো অনেক ভালো লাগলো।
Textile Theke honours kore ki nibondon exam diya jabe?
আসসালামুয়ালাইকুম ভাইয়া ,
এস. এস.সি পরীক্ষায় ৪.৩৯ ও এইচ.এস.সি পরীক্ষায় ৩.৩৩ রেজাল্ট থাকলে প্রাইমারি ও স্কুল দুই জায়গাতে কি নিবন্ধন পরীক্ষা দিতে পারব? আর এই রেজাল্টে নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হতে কোনো সমস্যা হবে কি? জানালে উপকৃত হতাম
Na
অনেক ধন্যবাদ ভাইয়া।❤️
এতদিন শুনে আসছি এটি অর্ধেক সরকারি অর্ধেক বেসরকারি 🙄🙄🙄
অহ,,ত এখন কি বুঝলেন?
Vul dharona venge gelo.
30tarikh xm die esheii written er prostuti newa shuru krbo.
Primary 59peyeo job hoyni.onk kosto paici.vbcilm life ses.
Akhon apnr vedio ta dekhe onuperona pelam😊❤️
@@jannatmistu8042 ধন্যবাদ
এখন কি নামে ডাকবো বলেন?
Thanks a lot vai❤❤
ব্যবস্থাপনা বিষয়ে সিট কেমন থাকে একটু জানাবেন।
Thanks
thank u sir
Sir, আমি ১৭ তম নিবন্ধনে উত্তীর্ণ। এখন আমার NID Card সংশোধন করা হয়ছে। এখন নতুন NID Number হয়ছে। NTRCA এর আবেদনপত্রে কি সংশোধন করতে হবে?
কেন সংশোধন করলেন? আপনার কি সার্টিফিকেট এর সাথে NID মিল ছিল না? ?
@@nihatnishat3613 না
Vi khub valo lagce
Ai video gulo Tara Kore jate Sarkari job Chara onno job a O gurotto bare ai karone ar beshi kichu na.....
প্রাইভেটে সিএস সি তে অনার্স পড়ে কোন সাবজেক্ট এ নিবন্ধন দিতে পারবে স্যার?
আইসিটির টিচার
ফার্মেসি সাবজেক্ট পরে কি শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেয়া যাবে?
monthly pay order মানে সরকারি বেতনভুক্ত কর্মচারী এমন ইংরেজি তোমারে কে শিখাইছে ভাই?যেখানে কাগজে কলমে বেসরকারি শিক্ষক সেখানে তুমি কিভাবে বলো যে সরকারি। যাহোক তোমাকে ধন্যবাদ কষ্ট করে ভিডিও টা বানানোর জন্য
বেতন কি সরকারে দেয় নাকি আপনি দেন?
বেতন সরকারে দিলে, সরকারি বেতনভুক্ত হয় নাকি বেসরকারি বেতনভুক্ত হয়?
আপনার মতো প্রাইমারির মাস্টারগন এটা না বোঝারই কথা।
Right bro 😌
এখানে মেইন কথা হচ্ছে সিনিয়র শিক্ষক কারা?
নিশ্চয়ই হাই স্কুল লেভেলের শিক্ষকগন৷
বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা!
@@Sanwar-22331 Right
আপনি যে কি মানের শিক্ষক আপনার মুখের ভাষায় বোঝা যায়। বেসরকারি কলেজের চাকরি করে তোমার থেকে ও অনেক ইনকাম করি। কিন্তু তাই বলে আমি সরকারি প্রাইমারি আর এমপিও ভুক্ত হাইস্কুলের শিক্ষকদের কাউকে ছোট ভাষায় কথা বলি না। সবাই শিক্ষক সবারই যোগ্যতা আছে।
thanks
Good
Taile teacher Ra pesclub a asiya amader school Sarkari korte Hobe ar Jonno aunddolon Koren kno vai.....
Thanks sir..
ধন্যবাদ ভাই
Primarry j sujog subida r High school job ek hobe jibone. Primarry best
কি সুবিধা, আমি নিজে প্রাইমারি চাকরি করি ৪ বছর ধরে, হাইস্কুল ও প্রাইমারি সমান বেতন, বরং হাইস্কুলে প্রতিস্টান হতে কিছু দেয় আবার প্রাইভেট টিউশন আছে। গ
আমার প্রাণিবিজ্ঞান বিষয়ে ৬১ মার্ক , ৪র্থ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছি। সম্ভাবনা কেমন?
স্যার ডিগ্রী পাস করে কি বিএড করা যায় একটু জানালে উপকৃত হতাম
Ji para zay
বর্তমানে প্রাইমারির একজন শিক্ষক যে যোগ্যতা দিয়ে জয়েন করে সে আপনার চৌদ্দ গুষ্টিকে পড়াতে পারবে।
আমি এমনও দেখছি।।।প্রাইমারি চাকরি বাদ দিয়ে নিবন্ধন এর মাধ্যমে কলেজ এর প্রভাষক চাকরি নিছে
কোথায় কলেজ আর কোথায় প্রাইমারি।কিসের সাথে কি মিলানেন।
স্যার ধন্যবাদ
School porjay 2 er trade instructor er job kemon? Kemon sujog subidha? Vai?
এখন বেতন বা সুযোগ সুবিধা হয় গ্রেড অনুযায়ী। বেতন গ্রেড অনুযায়ী স্কুল পর্যায় -২ তে বেতন ৯৩০০। আর মাদ্রাসা থেকে ১-২ হাজার যদি দেয় তাহলে ১০-১১ হাজার টাকা বেতন পরবে সব মিলে
Primary Best Job vaiya
❤ vai
ভাই আমি ১৬ তমতে নিয়োগ পাইছি ব্যবসায় শিক্ষা সে ক্ষেত্রে ২ পর গ্রুপ থাকবে না। সে ক্ষেত্রে টিউশন সুযোগ নাই। আমি ১৩-১৬ তম জব জন্য চেস্টা করছি, আপনি একটা পরামর্শ দিবেন।
বি.এড করে নেন দ্রুত। আর পাশাপাশি ব্যবসা ভা অন্য কিছু একটা করতে পারেন।
Ami apnar sathe ekmot, sir. Shudhu jdi amr baba bujhto🙄
Sir 43 marks niya college madrasa te niyog pauya ki jete pare
আপনার দেওয়া তথ্য সঠিক নয়। হাইস্কুল হতে প্রাইমারির বেতন বেশি।
তবে mpo স্কুলে রিলাক্স বেশি।
ভাই আমি স্কুল কলেজ দুটো apply করেছি।আমার sub রাষ্ট্রবিঙ্গান। স্কুলে সমাজবিঙ্গানে aplly করেছি।সমাজবিঙ্গানে অনেক গুলো subঅপশন আছে। অনেকে বলে আমার নাকি স্কুলে হবে না ঐ subএ।রাষ্ট্রবিঙ্গান তো সমাজবিঙ্গানের অংশ।ফুল প্রস্তুতি রয়েছে। স্কুলে কি আমার sub এ হবে?
স্কুলে আপনার সামাজিক বিজ্ঞান ই ঠিক আছে।জিনি বলছেন,তিনি না জেনে বলছে
ভাই হিসাববিজ্ঞানে শিক্ষক নিবন্ধন দিলে কেমন সুবিধা পাওয়া যাবে বা আদৌ কি চাকরি পাওয়া যায়?
সিট কেমন থাকে একটু জানিয়ে একটা ভিডিও দিবেন প্লিজ
কমার্স এর সাবজেক্ট খুব কমই থাকে।চাকরি পেতে হলে ১০০ সিরিয়ালের মধ্যে থাকতে হবে
কমিটির এক গুতায় চাকুরি নট
Right sir
ভাই স্কুল থেকে কত টাকা দিয়ে থাকে বলবেন
National teachers registration and certification authority.
বোনাস কত আপনাদের?
Right
আলোচনা ভালো করেছেন।
কিন্তু আপনার কথা অনুযায়ী
হাইস্কুল যখন সরকারি হবে
প্রাইমারী শিক্ষকদের গ্রেড
তখন দ্বিতীয়-প্রথম শ্রেনির হয়ে
যাবে। সুতরাং যার যেখানে ভালো
লাগে সেখানে যাওয়া ভালো....
হাইস্কুল আর প্রাইমারি গ্রেড এর ক্ষেত্রে পার্থক্য থাকবেই।প্রাইমারি ১০ম হলে হাইস্কুল ৯ম গ্রেড হবেই।
Apni ektu beshi e bujhen...nijeke khuv boro mone koren...besorkari high school er theke sorkari 16 grade er job paow onek kothin.apni jokhon retired korben tokhon jodi besorkari thaken tokhon sorkari je kono grade er ekjon jokhon retired korben tokhon difference ta bujhben...amar baba mpo highschool head teacher..recent retired korsen...amra vabi abbu jodi high school er head teacher na hoe primary head teacher hoto abbu tahole retired korar pore bekar hoto na..tk ekhono paini.. Matro 40 lakh pabe...jekhane primary head teacher pabe 50 lakh ba tar o beshi.. Pension to achei..
Thank u vai
ধন্যবাদ
প্রাইভেটে সি এস সি তে পড়ে কি ইংরেজিতে নিবন্ধন করা যায়
না।ইংরেজি সাবজেক্ট এ অনার্স হতে হবে।
@@Anamul.The.Go2 তো কোন সাবজেক্ট এ নিবন্ধন দিতে পারবে