Apu gan holo roher khorak. manus r 2prokar khodha ak roher, khodha, 2pater khodha. r gan boze zahara tara holo sorol mona manus....... Jay huk likhar jonno aponakey dhonno bad. Valo thakun Allah hafiz.
বাস্তব জীবনও আমরা অভিনয় দিয়ে চালাই,দিনে হাসি রাতে কাঁদি,আমাদের মত দুঃখি মানুষের আপন বলতে আছে শুধু চোখের জল,তাও সবার সামনে ঝরানো যায় না,এ জল ঝরাতে, মনকে হালকা করতে অপেক্ষা করতে হয় গভীর রাতের জন্য,খুব গোপনে কাঁদার জন্য😢😢😢
শ্রীকান্ত বাবুর প্রতিটি গানের কণ্ঠের স্বরে মধু মাখিয়ে গান করেন । যখন গান গুলি শুনতে হয় তখন খুব সুন্দর লাগে। তখন কষ্ট ও লাগে না , কান্না ও পাই না । তার পরে ঘুমাতে গেলে ঘুম আর আসে না চোখে । তখন ভাবতে ভাবতে বেরিয়ে আসে শুধু জ্বল, ঘুম কোথায় হারিয়ে যায় । আমার মনে হয় প্রতিটি মানুষের জীবনের সঙ্গে কিছু না কিছু মিলে যায় । হয়তো কষ্টটার সঙ্গে বেশি মিলে যায় । তার পরে ও খুব খুব সুন্দর লাগে শুনতে । শ্রী কান্ত বাবুর গানে শুরে ও চরণে প্রণাম করলাম ।
এমন গান আছে বলেই বুকের ভিতর ভালবাসার মানুষ থেকে পাওয়া কষ্টগুলো বিচ্ছিন্ন হতে পারে।গানের দরদ মাখা সুর প্রানকে শীতল করে।আর আমার মত যারা গানটা শুনে কলিজায় শান্তি পায়।তাদের কমেন্ট পরে অনূভুতিগুলো সান্তনা পায়।
জয় কুমার মালাহা ❣️ অনুরাধা রানি দেবী মঞ্জু চির অমর ভালোবাসা, এই কমেন্ট টি রেখে দিলাম 2050 সালের জন্য আমার ছেলে মেয়েরা যখন দেখবে তখন বুঝতে পারবে যে আমার বাবা মা এই গান গুলো শুনত,,,9/1/2022
আমরা সত্যিই দিন রাত অভিনয় করে যাচ্ছি হাসির মাঝে কান্না লুকিয়ে যাচ্ছি সত্যি কারের কান্নার জন্যে একটু অন্ধকার খুজি সেই অন্ধকার টাকে অবলম্বন করে কেঁদে মন হালকা করি কেউ জানতেও পারেনা
মনের ভেতরটা যদি কাউকে দেখানো যেত, তবে দেখতে পেত মনের ভেতরের কত ঢেউয়ের তরঙ্গ আছড়ে পড়ে, ভেতরটা ভেঙেচুরে দিয়ে যায়। এগুলো কোনোদিনও কাউকে বোঝানো সম্ভব নয়। 🥲🥲
শ্রীকান্ত আচার্য্য গানটাকে একেবারে আত্মস্মাৎ করে নিয়েছেন,রক্তে মিশিয়ে নিয়েছেন।অপূর্ব এক কষ্ট,আনন্দে পরিনত হয়ে যায়।
শ্রীকান্তের এই গানটি প্রত্যেকটি মানুষের মনের ভিতর একটু হলেও নাড়া দেয়,সেই মনের গোপন ব্যথা গোপনেই থেকে যায়!! অসাধারণ অপূর্ব অভিনন্দন জানাই!!
শ্রীকান্ত বাবুর কণ্ঠে এ গান বার বার শুনতে ইচ্ছা করে, এই গানটির এত নিখুঁত পরিবেশনা আমি পূর্বে শুনি নাই।💐💐💐
ঠিক বলেছেন
গানের মানে এবং গভীরতা এতসুন্দর
ভাবে ফুটিয়ে তুলেছেন।
অসম্ভবরকম পছন্দের গান। যতবার শুনি ততবারই নতুনকরে মুগ্ধ হই!
প্রেম যদি ভরে এত সুধা গো, তবে কেন হৃদয়ের ক্ষুধা গো💖
দুঃখের মাঝে শান্তনা পাবার একটাই পথ ,অসাধারণ🙏🙏🙏
অসাধারণ। সত্যি এসব শিল্পীর কন্ঠে এমন মধুর গান,এটা আমাদের বাঙ্গালীর জন্য গর্বের।
Apu gan holo roher khorak. manus r 2prokar khodha ak roher, khodha, 2pater khodha. r gan boze zahara tara holo sorol mona manus....... Jay huk likhar jonno aponakey dhonno bad. Valo thakun Allah hafiz.
অরিজিনাল গান তালাত মাহমুদের গাওয়া সেটা ও অসাধারণ! আবার শ্রীকান্তের গলায় এটি অপূর্ব কিন্তু হৃদয় বিদারক !! বার বার শোনা র মতো ।
আমার খুব প্রিয় গান...♥♪
বাংলাদেশ থেকে একরাশ ভালোবাসা।
শ্রীকান্ত আচার্যর মধুমাখা কন্ঠে এই গানটি বারবার শুনেও মন অতৃপ্ত রয়ে যায়।আমার মতে এ প্রজন্মের ঐত সুধা মাখা কন্ঠস্বর এখনও জন্মায়নি।
You have everything but one side un happy i know h m it's life
One of my favorite song.
Akdom sathik kotha bolechen. Srikanto apni jeno anekdin apnar kantho sailee diye amon sudha barsan korte paren tar janya prarthona kori.
দুঃখের মাঝে শান্তনা পাবার একটাই পথ,আপনার গান শুনা
অদ্ভূত শান্তি আছে গানটায়🖤
মন ভরে যায়, লাইফে বহুবার শুনছি বাট স্বাধ ফুরায় না। ❤❤❤
অসাধারণ, এই গান শুনলে যত বিচলিত মানুষ ই হোক স্তব্দ হয়ে যাবে।
Ekdom thik kotha dada 👍
Right
অসাধারণ কথা! অসাধারণ গান!! যতবার শুনি, তত ভালো লাগে
বাস্তব জীবনও আমরা অভিনয় দিয়ে চালাই,দিনে হাসি রাতে কাঁদি,আমাদের মত দুঃখি মানুষের আপন বলতে আছে শুধু চোখের জল,তাও সবার সামনে ঝরানো যায় না,এ জল ঝরাতে, মনকে হালকা করতে অপেক্ষা করতে হয় গভীর রাতের জন্য,খুব গোপনে কাঁদার জন্য😢😢😢
Tremendous
কপাল জুড়ে অবহেলার
রক্ত জমাট ক্ষত,
তোমার বুকেই কপাল ঠেকাই
কষ্ট দিবা কত??
সত্যি বলেছেন
নারী পুরুষ প্রায় সবারই একই অবস্থা জীবনভর এটাই দেখছি। তাহলে সুখী কে ধরণীর বুকে
আঁখিজল গোপনের ধন।
শ্রীকান্ত আচার্যর মধুমাখা কন্ঠে এই গানটি বারবার শুনেও মন vore jai
স্তব্দ রাতগুলো একসময় হাসিতে পূর্ণ
থাকতো, আজ নীরবতায় পূর্ণ থাকে।
আমার জীবনের এই একটি গান ,যে গান রাতদিন ২৪ ঘন্টা শুনলেও কখনো অরুচি আসে না।যতবার শুনি ততবার ভালো লাগে
অতুলনীয় ।অভিভূত ।💜💚💛💙👌👌🌹🌹💐💐
শ্রীকান্ত বাবুর প্রতিটি গানের কণ্ঠের স্বরে মধু মাখিয়ে গান করেন । যখন গান গুলি শুনতে হয় তখন খুব সুন্দর লাগে। তখন কষ্ট ও লাগে না , কান্না ও পাই না । তার পরে ঘুমাতে গেলে ঘুম আর আসে না চোখে । তখন ভাবতে ভাবতে বেরিয়ে আসে শুধু জ্বল, ঘুম কোথায় হারিয়ে যায় । আমার মনে হয় প্রতিটি মানুষের জীবনের সঙ্গে কিছু না কিছু মিলে যায় । হয়তো কষ্টটার সঙ্গে বেশি মিলে যায় । তার পরে ও খুব খুব সুন্দর লাগে শুনতে । শ্রী কান্ত বাবুর গানে শুরে ও চরণে প্রণাম করলাম ।
Ami srikanto da tomer ei gan ta roj rate ekbar dubar na sunle ghum asena ,eto modhur kontho tomer ।।।tomake pronam
এই গানটি শুনলে মনটা ভরে উঠলো ,হৃদয় জুড়ে রয়েছে ।এর অর্থ সবাই বুঝবে । মুখের হাসিটাই সবাই দেখতে পায় ।
সত্যি জীবনটা কেনো এমন হয়।সারাদিন সবার সামনে অভিনয় করতে হয় ভালো থাকার।অথচ প্রতি রাতে চোখের জল ফেলতে হয়
Doniatay akti ovinoy moncho.boze jahara ovinoy kore tahara pay Sorgoo r na boze zara lafa lafe kore tahader jonno noy sorgoo
Hmm
এ পৃথিবীতে যাঁর কস্ট আছে সেই বোঝে এমন গানের মানি কি
Setai...
অপূর্ব সুন্দর উপস্থাপনা ও অনুভূতি ।
হাজার বছর ধরে শুনে গেলেও বোধয় এর মধুরতা এতটুকু ম্লান হবে না।
একটাই কথা বলবো অসাধারণ স্যার 😘😘😘😘😘😘
বার বার শুনতে ইচ্ছে করে। যত শুনি ততই ভালো লাগে। অসাধারণ কথা এবং গায়কী।
If I mistake not the original of this was sung by Talat Mahmood - both that and this version are just unbeatable - superb - out of the world!
অধিকারী সাহেব আপনেরে অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা অসাধারণ গানটি 🙏🙏🙏
গানটা শুনে মনের ভিতর এক প্রকার শান্তি অনুভব করেছি ❤️🥰
শ্রীকান্ত আচার্য মহোদয় এর গাওয়া গান অপূর্ব !
চমৎকার উপস্থাপন !
অপূর্ব! অসাধারণ!!
খুব সুন্দর কণ্ঠস্বর শ্রী কানত আচার্যের। দারুণ
Apurbo...
তুমি আমাকে আরও কষ্ট দাও😣😣 😖😖😖
একদিন হয়তো তোমাকে ভুলেজাব ,,,,,,🤔🤔
কিন্তু তোমার দেয়া কষ্ট গুলো
কোনও দিন ভুলবো না 😭😭
খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ।
প্রেম যদি ভরে এত সুধা গো
তবু কেনো হ্রদয়ের ক্ষুধা গো...❤️❤️❤️
অসাধারণ তুমি
অপ্রুব খুবিই ভালো লাগলো আমি এ গানটি ২০০ বার শুনেছি
এ গানের সুর মুগ্ধতা অপার বলে হচ্ছে সবার --- চলবে অনিবার প্রতিবার, হয়ে মনোহর মনিহার !
এমন গান আছে বলেই বুকের ভিতর ভালবাসার মানুষ থেকে পাওয়া কষ্টগুলো বিচ্ছিন্ন হতে পারে।গানের দরদ মাখা সুর প্রানকে শীতল করে।আর আমার মত যারা গানটা শুনে কলিজায় শান্তি পায়।তাদের কমেন্ট পরে অনূভুতিগুলো সান্তনা পায়।
সবাই সুখী হতে চায়, কিন্তু জীবনের একটা সময় এসে দেখে তার চেয়ে দু:খী আর কেউ নেই
জয় কুমার মালাহা ❣️ অনুরাধা রানি দেবী মঞ্জু চির অমর ভালোবাসা,
এই কমেন্ট টি রেখে দিলাম 2050 সালের জন্য আমার ছেলে মেয়েরা যখন দেখবে তখন বুঝতে পারবে যে আমার বাবা মা এই গান গুলো শুনত,,,9/1/2022
এই গান গুলো ব্যাথিত মন কে ব্যাথায় ভরিয়ে তলে।
সুন্দর
শ্রী কান্ত আচার্য্য সত্যি কার দারুন
গায়ক। ওনার গাওয়া এক একটি গান শ্রুতি মধুর। ধন্যবাদ।
আমরা সত্যিই দিন রাত অভিনয় করে যাচ্ছি হাসির মাঝে কান্না লুকিয়ে যাচ্ছি সত্যি কারের কান্নার জন্যে একটু অন্ধকার খুজি সেই অন্ধকার টাকে অবলম্বন করে কেঁদে মন হালকা করি কেউ জানতেও পারেনা
Mon valo kora acta gan
যত বার শুনি মনে হয় আরো একবার শুনি। অসাধারণ।
Àloverder jonno perfect song khub valo Lage new srisy hoyeche kantho srikantodat kantho
এইগানটা আসলে একটা মধুর গান আসলে এই গানটি স্মৃতি
জীবন যুদ্ধে প্রতিনিয়ত হেরে যাচ্ছি, কবে যেন জীবনটাই হারিয়ে ফেলি।
Asadharon feelings
অন্তর থেকে ভাব আসে এই গানটি শোনার পর যা আমায় অন্তর্যামীর কথা মনে করায়।
অসাধারণ গানের কথা অসাধারণ গায়কী। বার বার শুনতে ইচ্ছে করে
চমৎকার একটি গান,বার বার শুনতে ইচ্ছে করে,
❤R❤
যত বার শুনি তত ভালো লাগে
আপনার গান আমাকে পাগল করে দেয়।
Sotti gaan ta sune mon mugdho hoye gelo❤️❤️❤️
আহা কতো মধুর ❤️
এই গান কোন দিন পুরানো হবে না
গানের কথা বা শব্দ গুলো আমার ভীষন ভালো লাগে!
প্রেম যদি ভরে এত সুধা গো, তবে কেন হৃদয়ের ক্ষুধা গো
Ei je chobi ta dewa hoyeche gaantar sange akdom👍👍👍👍👍👍👍👍👍👍👍
পৃথিবীতে সুখী হওয়া সম্ভব নয়।
হাসি কান্নাতে জীবন।
অনেক ভাল লাগে গান গুলো।
Best melody singer of west Bengal
Now a days.
Osadharon 🎉🎉🎉❤
Very very nice song excellent 👌👌👌💯👌💯💯💯👌👌👌👌💯
Shrikanta acharjee asadharon shilpi...onar gaan amar sabsomoy prio
সুন্দর হয়েছে গান টা। ধন্যবাদ।
অসাধারণ।
অসাধারণ 💞💞💞
দুঃখ একপ্রকার আনন্দ দিতে পারে। এই গান তার প্রমাণ। দুঃখ কে দেখে তাকে অতিক্রম করে গেলেই মুক্তি। তারপর এইসব গান তো আছেই ।
Oshadharon
ভালো গান, সুন্দর কণ্ঠ, হৃদয়স্পর্শী।
এতো গান নয় যেনো জীবনের খোরাক
গান টা আমার খুব প্রিয়
কতো বার যে শুনে ছি ঠিক নেই
যত শুনি ততো শুনতে মনে চায়
হৃদয়ের সাথে মেশানো শব্দ সুরের এমন গানগুলোর জন্য ই বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ এতো মধুর লাগে।
❤
Ato sundor lyrics,ar ato sundor sure ja amar kacha prasansar jonne sabdo nai
গানটা শুনলে মনটা খুব ভালো লাগে
প্রিয় গান ।প্রিয় শিল্পীর গলায়।
আনন্দের হাসি সবাই কে আনন্দ দেয়.কষ্টের হাসি মনটাকে পুরিয়ে মারে..!
অসাধারণ সুন্দর একটি গান🙏🙏🙏
তুমি অপরূপা❤❤
Jatobar suni mon vore na.ki asadharon sur r konthyo kothai j haria jai jani na.
Old is gold. Nice song
Apurbo geyecho koto abege diye ganta geyecho
Excellent song.♥️♥️♥️. I love his song
বাস্তবে দুঃখ পেলেও সুখের অভিনয় করে যেতে হয় ৷ হয়তো বা এটাই জীবন
এই গানটা আমি এখনো আগের মতই ভাল লাগে
osadharon
Onek sondor hoyese
অসাধারণ গান যেমন সুর তেমন কথা মন ভরিয়ে দেয়
Absolutely nice song
মনের ভেতরটা যদি কাউকে দেখানো যেত, তবে দেখতে পেত মনের ভেতরের কত ঢেউয়ের তরঙ্গ আছড়ে পড়ে, ভেতরটা ভেঙেচুরে দিয়ে যায়। এগুলো কোনোদিনও কাউকে বোঝানো সম্ভব নয়। 🥲🥲
অসাধারণ সুন্দর একটি গান❤️❤️
এই গানটি আমার জীবনের অংশ।
খুবই সুন্দর গেয়েছেন তবুও তালাতজী is তালাতজী । ঐ feel কোথায় ? এখনই তালাতজীরটা না শুনে পারছি না ।