অর্থাৎ, ওরা বলবে, হে আমাদের প্রতিপালক! তুমি আমাদের দু’বার মৃত্যু দিয়েছ এবং দু’বার আমাদেরকে জীবিত করেছ। আমরা আমাদের অপরাধ স্বীকার করলাম। এখন নিষ্কৃতির কোন পথ মিলবে কি?’ ওদেরকে বলা হবে, তোমাদের এ শাস্তি তো এ জন্যে যে, যখন এককভাবে আল্লাহকে আহবান করা হত, তখন তোমরা তাঁকে অস্বীকার করতে। আর তার শরীক স্থির করা হলে তোমরা বিশ্বাস করতে। সুতরাং সুউচ্চ, মহান আল্লাহরই সমস্ত কর্তৃত্ব।” (মু'মিনঃ ১১-১২)।
যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে অথবা তার নিকট হতে আগত সত্যকে মিথ্যাজ্ঞান করে, তার অপেক্ষা অধিক সীমালংঘনকারী আর কে? অবিশ্বাসীদের আশ্রয়স্থল কি জাহান্নামে নয়? (আনকাবুতঃ ৬৮)।
নিশ্চয় যারা কুফরী করেছে ও যুলুম করেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না এবং তাদেরকে কোন পথও দেখাবেন না, জাহান্নামের পথ ছাড়া, সেখানে তারা চিরস্থায়ী হবে এবং এটা আল্লাহর পক্ষে সহজ’ (সূরা আন-নিসা: ১৬৮-১৬৯)।
সালামুআলাইকুম জান্নাত যাওয়ার শর্ত দুটি সৎকর্ম ও ঈমান। তাহলে কি হালাল-হারাম মানতে হবে না যেটা কুরআনে দেওয়া আছে অন্য ধর্মের লোক এটি কিভাবে জানবে বা কিভাবে মানবে?? তারা ফরজ ইবাদত গুলো কিভাবে করবে? যেমন নামাজ রোজা হজ্ব যাকাত ইত্যাদি।
ভাই..... বাংলাদেশ.. যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ....দেশ.. মসজিদ -মাদ্রাসা ও অনেক (মোল্লা-মৌলভী ও অনেক)... সেক্ষেত্রে এদেশের মুসলমান রা কি অজুহাত দিতে পারবে...(বিচার দিবসে) আমাদের নিকট তোমার (আল্লাহর) আয়াত ও রাসুল পাঠানো হয়নি??এ বিষয়ে ভিডিও করে বাধিত করবেন...please
Ami jata bujachi ibrahimi ....dhormar anusari ...orthat jara ...akiswara ....belive rakha .......mon gora murti ....toyri kora amol kora na ..Tara ...kormar vittita jannnati hoba ...but ...mongora murti ...baniya .....nila to shirk ...Hoya galo
সালামুন আলাইকুম,, ভাই আপনি কি করে বললেন 45 এর 14 42 এর 48 72 21 থেকে 23 67 26 88 21 থেকে 23 10 এর 92 আপনি এতগুলো আয়াত পড়লেন আর আপনি বললেন বারবার হে মোহাম্মদ হে মোহাম্মদ হে মোহাম্মদ আল্লাহ বলেছেন আল্লাহতে কিতাবেই বলবেন নাকি ভাই? আপনি আয়াতগুলো একটু মূল আরবিতে আরাবিক টা দেখেন। বাড়ি গিয়ে কিছু না বলাই ভালো কিংবা কমিয়ে কিছু না বলা হলো।
আপনার কাজ কি শুধু প্রত্যেক ভিডিও তে খুটে খুটে ভুল ধরা? হে মোহাম্মদ বলা হ'য়ে ছে বোঝার সুবিধার্তে এটা একজন সাধারণ মানের মানুষ ও বুঝবে।যেহেতু আয়াত নাম্বার রেফারেন্স দেয়া হয়েছে।
ভাই সেই আয়াতগুলো খুঁজে খুঁজে তো দেখেছি যে সেখানে আপনি যে শব্দটা ব্যবহার করেন সেটি নেই। যাহা আছে আপনি তাই বলবেন নাকি আপনি আল্লার আয়াতকে পাল্টায় দিচ্ছেন কোনটা? রিজন ভাই রাগ করবেন না।
🧡💙💚 ভাই ,, আহলে হাদিসদের কে বোঝাবে !! আল্লাহ কোরআনে বলেছেন - ' যে রসুলের আনুগত্য করল সে আল্লাহরই আনুগত্য করল ' ... তাহলে তো বোঝায় যাচ্ছে রসুলের আনুগত্য ও আল্লাহর আনুগত্য একই জিনিস .... আহলে হাদিসেরা বলে থাকেন হাদিস মানা হল রসুলের আনুগত্য করা , সেই হিসাবে হাদিস মানলে তো আল্লাহরও আনুগত্য হয়ে যায় ...তাহলে কোরআন কি জন্য পাঠানো হয়েছে ??? ...আল্লাহ কোরআনে বলেছেন - রসুলের দায়িত্ব শুধুমাত্র আল্লাহর বাণী প্রচার করা এবং কোরআনের সাহায্যে মানুষকে উপদেশ দেওয়া ... তাহলে রাসুল কিভাবে কুরআন বাদ দিয়ে হাদিসের নামে মানুষদের আলাদা বিধান ও উপদেশ দিতে পারে ??? ... আল্লাহ রসুলের মুখ দিয়েই কোরআনের বাণী মানুষের মানুষের কাছে পৌঁছে দিয়েছেন তা মেনে চলার জন্য ... তাই , কোরআন মানা মানেই রসুলের আনুগত্য করা বা আল্লাহরই আনুগত্য করা । 💖💖 ..... আমরা এতটুকু বিশ্বাস করি নবী সাহেব কোরআন প্রচার করার জন্য যদি কোরআনের কোনো অতিরিক্ত ব্যাখ্যা হিসেবে হাদিস বা কথা বলে থাকেন তা অবশ্যই সত্য ... কিন্তু নবী সাহেব কুরআনের মতো কোনো হাদিসের গ্রন্থ রেখে যাননি ... বর্তমানে কোন্ হাদিস সহীহ , কোন্ হাদিস জইফ - তা কে ঠিক করবে ?? ... তাই মানুষের সংগ্রহ করা সত্য-মিথ্যা মিশ্রিত ৬০ লক্ষ হাদিস সম্বলিত হাদিসের গ্রন্থগুলি মানতে গিয়ে আমরা কুরআনের বিধানের সঙ্গে শরীক করতে পারব না । ☪️☪️
@@Quran.Research.Intelligenceসব কিছু কি কুরআনে থাকতে হবে???? এবং কুরআনে নাই মানে কি কথা মিথ্যা হবে?? পৃথিবীতে বহু নবীর রওজা আছে, এগুলি আল্লাহ উল্লেখ করেনি বিধায় মিথ্যা হবে সেটাকি কুরআন বলেছে??
ভাই সালাম। আমি বলতে চাচ্ছি আমাদের কাছেও তো বাংলা ভাষায় রসুল আসেননি। যদিও আমরা বাংলা ভাষায় নিজে নিজে কোরান পড়ে আমল করার চেষ্টা করছি যদিও অনুবাদে দুর্নীতি রয়েছে । অনুরূপ ভারতবর্ষেও তো কোরান পৌঁছেছে। তাই আরও একটু বিষয়টা নিয়ে ভাবার জন্য অনুরোধ করছি। সালামু আলাইকা। 22:46
ভারতবর্ষে কোরান পৌঁছেছে কিন্তু সেটা তো কোনো নবী রাসুলের মাধ্যমে পৌঁছেনি । আল্লাহ প্রত্যেক জাতির জন্য নবী রাসূল পাঠানোর কথা । যেমন ইহুদীদের জন্য মুসাহ নবীকে পাঠিয়েছে । এখন হিব্রু ভাষায় কোরানের বাণী ইহুদীদের কাছে পৌঁছে দিলে কি সেটা নবী রাসূলের দ্বারা পৌঁছে দেওয়া বুঝাবে ?
@@Quran.Research.Intelligenceআমাদের অজুহাতের সুযোগটা নেই -- আপনার এই কথাটা বুঝতে পারলাম না । কারণ আল্লাহর বাণী অবিভক্ত ভারতের বাঙালি জাতির জন্য কোনো নবী রাসুলের মাধ্যমে পৌঁছেনি ।
@@baharulislamsardar3166 ভাইজান রাসুল বলতে যদি আপনি শুধু নবী মুহাম্মদ বুঝে থাকেন তাহলে ভুল করবেন।ইভেন কুরআন কেও আল্লাহ ১২ জায়গায় রাসুল বলেছেন।এমনকি কুরআনের এপস কেও আপনি রাসুল ধরতে পারেন।( যদিও এই লেভেলে চিন্তা ভাবনা অনেক কঠিন)
مَا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِنْ رِجَالِكُمْ وَلَكِنْ رَسُولَ اللَّهِ وَخَاتَمَ النَّبِيِّينَ وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا ‘‘মুহাম্মাদ তোমাদের কোন পুরুষের পিতা নন; বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। আল্লাহ সব বিষয়ে জ্ঞাত’’। (সূরা আহযাবঃ ৪০) এটা কি ভুল? স্যার এই আয়াতের ব্যাখ্যা কি?
@@Quran.Research.Intelligence নবী ও রাসুল এর পার্থক্য জানার উত্তরটা ডিলেট কেন করলেন? একটু বলুনতো আমার বিশ্বাসের সাথে মিলিয়ে নেই আপনি ঠিক না আমি ঠিক। আপনার বেদ নিয়েই আমি কথা বলতে চাই।
সালামুআলাইকুম প্রত্যেক ভূখণ্ডে যদি একজন রাসুল আসে বা সেই ভাষার ভাষা অনুযায়ী তাহলে বাংলা ভাষা কি কোন রাসুল এসেছে???? আর মোহাম্মদ আমাদের বা বিশ্ববাসীর রাসুল কিভাবে হবে তার বাসা যেহেতু আরবি?????
যদি কোন ব্যক্তি/মানুষ তাদের ভাষায় তাদের নিকট কুরআন এর বাণী পৌছে দেয় তবে কী আল্লাহ’র বাণী পৌছে দেয়া হবে? যদি পৌছে দেয়া সম্পন্ন হয় তবে যে তা পৌছে দিল সেও কী কোন এক (বার্তাবাহক) রাসুল? (বিঃদ্রঃ আপনার এই আলোচনা ও শিরক এর বিষয়টা কী সাংঘর্ষিক?)
@@activebangladesh নবী জানিনা। তবে রাসুল না পাঠিয়ে আল্লাহ কারো শাস্তি দেন না। আপনি নিজেও রাসুল হতে পারেন। সুরা ইয়াসিন পড়ে দেখুন।একসাথে এট এ টাইম তিনজন রাসুল ছিলেন।শুধু কুরআন / আল্লাহর বাণী হুবহু প্রচার যে করে সেই রাসুল।হাদীস ইজমা কিয়াস তাফসীর মাথা থেকে ঝেড়ে ফেলে হুবহু আল্লাহর বাণী প্রচারই রাসুলের মূল দায়িত্ব। তবে নবীর দায়িত্ব অনেক বেশি। কুরআনে ১২ জায়গায় কুরআন কেই রাসুল বলা হয়েছে।
দাদা রসুল না ফাটিয়ে কোন কাউকে শাস্তি দেওয়া হয় না আল্লাহ পাক বলছে তাহলে রসূল বলতে কি আমি যেটা বলছি সেটা আমার ব্রেনে হয়েছে কোরআন পড়ে যে আল্লাহর বাণী যারা প্রচার করবে তাদের কি রাসূল বলা হবে এবং ভুল হলে আপনি একটু বলে দেবেন দাদা দয়া করে
@@Quran.Research.Intelligence তাহলে তো পৃথিবীর সকল প্রান্তেই কোনো না কোনো রাসুল আছেন , থাকবেন। সেক্ষেত্রে তাদের কি হবে? তারা তো মহান আল্লাহর বাণী প্রাচার অব্যাহত রেখেছেন, সতর্ক করছেন।সর্বপরি, কোরান মজিদ তো রয়েছে দিকনির্দেশনাকারী হিসাবে। তারপরও কি তারা বলতে পারবে আমরা রাসুল পাই নাই বা পথপ্রদর্শক/দিকনির্দেশনাকারী পাই নাই। আর যদি তাই হয় তবে তো ধরে নিতে হবে ইসলাম হলো শুধু আরবীয়দের ধর্ম।
আপনার ব্যাখ্যা অনুযায়ী বাংলাদেশের ভূখণ্ডে এবং বাংলা ভাষায় কোনো রাসুল পাঠানো হয় নি, বাংলাদেশে যেভাবে কোরআনের বাণী এসেছে সে ভাবে সারা পৃথিবীতে ই কোরআনের বাণী পৌঁছে গেছে, আপনার বক্তব্যের মধ্যে দ্বিমুখী কথা প্রকাশ পাচ্ছে, বাংলা ভাষায় যেহেতু রাসুল পাঠানো হয় নি তাহলে বাংলাদেশের মানুষের কেন শাস্তি হবে?
vai ami akta meye ami apnar boktobbo soni ar sei dolil gulu likhe quryan thekhi ar amader akta uktiya ache sekhane apnar moto kore ami amar Gramer loader mache allah dekhano qusole tader mache boli Kohn tara boleche akta meye ki allah kotha boleche the akhon ami ki bologna
[২১:৯৬] আল আম্বিয়া حَتّى إِذا فُتِحَت يَأجوجُ وَمَأجوجُ وَهُم مِن كُلِّ حَدَبٍ يَنسِلونَ মুজিবুর রহমান: যে পর্যন্ত না ইয়াজুজ ও মা’জুজকে বন্ধনমুক্ত করে দেয়া হবে এবং তারা প্রত্যক উঁচু ভূমি থেকে দ্রুত ছুটে আসবে। ★ প্রিয় ভাই ছালা-মুন 'আলাইকুম' আয়াত/সুরাটা একটু বুঝিয়ে দিলে উপকৃত হতাম।
@@tushikhan6129 কুরআন ঠিক,, কিন্তু ভুল বুঝতাচেন,,, সুধু আয়াতের বাংলা পড়ে গেলে হবে না,,, ঐ আয়াতের উদ্দেশ্য,,কারন,,,সময়,, বুঝা লাগবে,,আল কুরআন এ এত পরিমান জ্ঞান আছে,, আমদের সম্পূর্ণ ভাবে বুঝা অসম্ভব,,,
তাহলে কুরআন আমাদের জন্য প্রযোজ্য হবে কি?? আমরা তো বাংলাভাষী। জাতিতেও বাঙ্গালী। কুরআন আমাদের জন্য প্রেরিত কোনো ধর্ম গ্রন্থ নয়। তাহলে আমাদের রাসূল কে, কিভাবে স্রষ্টার সান্নিধ্য পাবো?? In a great confusion now...
@@Quran.Research.Intelligenceআর আমি অবশ্যই প্রত্যেক জাতিতে একজন রাসূল প্রেরণ করেছি যে, তোমরা আল্লাহর ইবাদাত কর এবং পরিহার কর তাগূতকে। অতঃপর তাদের মধ্য থেকে আল্লাহ কাউকে হিদায়াত দিয়েছেন এবং তাদের মধ্য থেকে কারো উপর পথভ্রষ্টতা সাব্যস্ত হয়েছে। সুতরাং তোমরা যমীনে ভ্রমণ কর অতঃপর দেখ, অস্বীকারকারীদের পরিণতি কীরূপ হয়েছে। (সূরাঃ আন-নাহাল আয়াত 36) তাহলে আপনি কিভাবে বললেন যে হিন্দু জাতির ভিতর কোন নবী রাসুল আসে নাই?
@@mdridoykhan3075 যার অন্যের কথা মনোযোগ দিয়ে শুনে ,তা থেকে ভালো গুলি আমল করে তারাই মাত্তাকি। তাদের জন্য আছে জান্নাত। আপনি বুঝেন নি কেন? আমি পানির মত ক্লিয়ার বুঝেছি। ক্লাসে দ্বিতীয়বার না শুনেই যা বুঝেছি ওনার বিডিও সেই রকম ক্লিয়ার স্পষ্ট বুঝেছি। ৭ লক্ষ বানোয়াট হাদিস হৃদয়ে থাকলে এসব জ্ঞানগর্ভ আলোচনা বুঝতে পারবেন না।
চমৎকার জবাব।এসব মগজহীন মুসলিম কেয়ামতের আগের দিন পর্যন্ত পরিবর্তীত হবে না। এসব নির্বোধ মুসলিমের জন্য বিশ্বজুড় এতো মারামারি, রক্তারক্তি চলছে। এদের জন্যই প্রকৃত মুসলিমরা আজ কোনঠাসা হয়ে পড়ছে। আপনাকে অনেক ধন্যবাদজানাচ্ছি এরকম যুক্তিনিষ্ঠ বিশ্লেষণ করার জন্য।অনেক দোয়া রইল।@@Quran.Research.Intelligence
আমি আপনার মূল্যবান আলোচনা শুনে খুবই উপকৃত হচ্ছি। কৃতজ্ঞতা মহান রাব্বুল আলামিনের প্রতি। আপনার জন্য অফুরন্ত শুভকামনা।
সালামুন আলাইকুম কেরানিগঞ্জে ভাই অনেকদিন পর সুন্দর একটা খুতবা দেওয়ার জন্য আপনার জন্য দোয়া করি
আসলামুআলাইকুম,
ভাই আপনি আপনার বক্তব্য চালিয়ে যান। নিশ্চয় আল্লাহ আপনাকে হেফাজত করবেন।
Bhia Salam, mind blowing alochona.🤲🤲
অসাধারণ পর্যালোচনা....bro
অর্থাৎ, ওরা বলবে, হে আমাদের প্রতিপালক! তুমি আমাদের দু’বার মৃত্যু দিয়েছ এবং দু’বার আমাদেরকে জীবিত করেছ। আমরা আমাদের অপরাধ স্বীকার করলাম। এখন নিষ্কৃতির কোন পথ মিলবে কি?’ ওদেরকে বলা হবে, তোমাদের এ শাস্তি তো এ জন্যে যে, যখন এককভাবে আল্লাহকে আহবান করা হত, তখন তোমরা তাঁকে অস্বীকার করতে। আর তার শরীক স্থির করা হলে তোমরা বিশ্বাস করতে। সুতরাং সুউচ্চ, মহান আল্লাহরই সমস্ত কর্তৃত্ব।” (মু'মিনঃ ১১-১২)।
সালামুন আলাইকা
মিরপুর ঢাকা।
যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে অথবা তার নিকট হতে আগত সত্যকে মিথ্যাজ্ঞান করে, তার অপেক্ষা অধিক সীমালংঘনকারী আর কে? অবিশ্বাসীদের আশ্রয়স্থল কি জাহান্নামে নয়? (আনকাবুতঃ ৬৮)।
Salamun alaikum vai
অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা । খুব সুন্দর ও প্রাঞ্জল ভাষায় আল্লাহর কিতাবে আয়াতগুলো দিয়ে বোঝানো হলো,, আলহামদুলিল্লাহ।
আললাহ আপনাকে সরল পথ দেখান
ধর্ম বানিজ্য বেড়েছে নি:সন্দেহে.....সকল মানব সন্তানের আল কোরআন অন্তত একটি বার বুঝে পড়া উচিৎ এখন ই
যার ঈমান নেই সে জাহান্নাম যাবে।
যে ঈমান আছে বলে কিন্তু ঈমানের সাথে জীবন যাপন করে না সেও জাহান্নামে যাবে।
নিশ্চয় যারা কুফরী করেছে ও যুলুম করেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না এবং তাদেরকে কোন পথও দেখাবেন না, জাহান্নামের পথ ছাড়া, সেখানে তারা চিরস্থায়ী হবে এবং এটা আল্লাহর পক্ষে সহজ’ (সূরা আন-নিসা: ১৬৮-১৬৯)।
আপনার কেন মনে হচ্ছে কুরআনে শুধু একটা আয়াতই আছে
@@Quran.Research.Intelligence তাহলে এই আয়াতগুলোকে কি অকার্যকর মনে করেন?
বাংলা ভাষায় তো কোনো রাসুল পাঠানো হয়নি, তাহলে বাংলা ভাষা ভাষি মানুষের বিচার হবে না?
হিন্দুদের কাছে রাসুল আসেনি এর প্রমাণ আপনার কাছে আছে কি ?
মহাজ্ঞানীর সুরে এমন অজ্ঞতার বাণী আমি কখনও শুনিনি🤢
সালামুন আলাইকুম ❤
ভাই আপনি যে অ্যাপস ব্যাবহার করে আল-কুরআন পরেন যেটায় শব্দের অর্থ, উচ্চারণ এবং অনুবাদ আছে ওই অ্যাপস এর লিঙ্কটা দেওয়া যাবে?
👌👌👌👌👏👏
❤❤❤❤❤
আমি কোরানের আয়াত দেখেছি। কে জাননাত পাবে কেউ বলতে পারবে না।
সালামুন আলাইকুম নোয়াখালী মাইজদী বলির দোকান
আমরা শুনি যে, আল্লাহ বলেছেন তোমরা কাফেরদের সাথে বন্ধুত্ব করবে না। এটার ব্যাখ্যা দিবেন।
এটার ব্যাখ্যা কাফের কারা
শ্রেষ্ঠ জাতি কারা ভিডিও দুটো তে দেয়া হয়েছে
সালামুআলাইকুম জান্নাত যাওয়ার শর্ত দুটি সৎকর্ম ও ঈমান। তাহলে কি হালাল-হারাম মানতে হবে না যেটা কুরআনে দেওয়া আছে অন্য ধর্মের লোক এটি কিভাবে জানবে বা কিভাবে মানবে?? তারা ফরজ ইবাদত গুলো কিভাবে করবে? যেমন নামাজ রোজা হজ্ব যাকাত ইত্যাদি।
ভাই..... বাংলাদেশ.. যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ....দেশ.. মসজিদ -মাদ্রাসা ও অনেক (মোল্লা-মৌলভী ও অনেক)... সেক্ষেত্রে এদেশের মুসলমান রা কি অজুহাত দিতে পারবে...(বিচার দিবসে) আমাদের নিকট তোমার (আল্লাহর) আয়াত ও রাসুল পাঠানো হয়নি??এ বিষয়ে ভিডিও করে বাধিত করবেন...please
কোরানে দেখা যায় রসুল ৩ প্রকার
১) মালাকার রসুল
২) বাসারাল রসুল ও
৩) যিকরাল রসুল
এই ৩ প্রকার রসুলের মধ্যে পার্থক্য কি ?
সালামুন আলাইকুম তিব্বতুম মোবারকাতান তয়িবা।
Ami jata bujachi ibrahimi ....dhormar anusari ...orthat jara ...akiswara ....belive rakha .......mon gora murti ....toyri kora amol kora na ..Tara ...kormar vittita jannnati hoba ...but ...mongora murti ...baniya .....nila to shirk ...Hoya galo
সালামুন আলাইকুম,, ভাই আপনি কি করে বললেন 45 এর 14 42 এর 48 72 21 থেকে 23 67 26 88 21 থেকে 23 10 এর 92 আপনি এতগুলো আয়াত পড়লেন আর আপনি বললেন বারবার হে মোহাম্মদ হে মোহাম্মদ হে মোহাম্মদ আল্লাহ বলেছেন আল্লাহতে কিতাবেই বলবেন নাকি ভাই? আপনি আয়াতগুলো একটু মূল আরবিতে আরাবিক টা দেখেন। বাড়ি গিয়ে কিছু না বলাই ভালো কিংবা কমিয়ে কিছু না বলা হলো।
আপনার কাজ কি শুধু প্রত্যেক ভিডিও তে খুটে খুটে ভুল ধরা?
হে মোহাম্মদ বলা হ'য়ে ছে বোঝার সুবিধার্তে এটা একজন সাধারণ মানের মানুষ ও বুঝবে।যেহেতু আয়াত নাম্বার রেফারেন্স দেয়া হয়েছে।
ভাই সেই আয়াতগুলো খুঁজে খুঁজে তো দেখেছি যে সেখানে আপনি যে শব্দটা ব্যবহার করেন সেটি নেই। যাহা আছে আপনি তাই বলবেন নাকি আপনি আল্লার আয়াতকে পাল্টায় দিচ্ছেন কোনটা? রিজন ভাই রাগ করবেন না।
ভাই আল্লাহ কোরআনে বলেছেন নবীকে মানতে নবীকে মানলে আল্লাহকে মানা হয় এটা কোরআনের আয়াত আর আপনার একটি ভিডিও দেখলাম শুধু আল্লাহ্কে মানতে হবে এটা কি ঠিক
আতিউল্লাহ আতিউন্নবী কোরানের কোথাও নাই।
আছে আতিউল্লাহ আতিউর রাসুল
ভাই নবী তো মারা গেছে এখন মরে যাওয়া মানুষ কিভাবে মান্নতা করবো
🧡💙💚 ভাই ,, আহলে হাদিসদের কে বোঝাবে !! আল্লাহ কোরআনে বলেছেন - ' যে রসুলের আনুগত্য করল সে আল্লাহরই আনুগত্য করল ' ... তাহলে তো বোঝায় যাচ্ছে রসুলের আনুগত্য ও আল্লাহর আনুগত্য একই জিনিস .... আহলে হাদিসেরা বলে থাকেন হাদিস মানা হল রসুলের আনুগত্য করা , সেই হিসাবে হাদিস মানলে তো আল্লাহরও আনুগত্য হয়ে যায় ...তাহলে কোরআন কি জন্য পাঠানো হয়েছে ??? ...আল্লাহ কোরআনে বলেছেন - রসুলের দায়িত্ব শুধুমাত্র আল্লাহর বাণী প্রচার করা এবং কোরআনের সাহায্যে মানুষকে উপদেশ দেওয়া ... তাহলে রাসুল কিভাবে কুরআন বাদ দিয়ে হাদিসের নামে মানুষদের আলাদা বিধান ও উপদেশ দিতে পারে ??? ... আল্লাহ রসুলের মুখ দিয়েই কোরআনের বাণী মানুষের মানুষের কাছে পৌঁছে দিয়েছেন তা মেনে চলার জন্য ... তাই , কোরআন মানা মানেই রসুলের আনুগত্য করা বা আল্লাহরই আনুগত্য করা । 💖💖 ..... আমরা এতটুকু বিশ্বাস করি নবী সাহেব কোরআন প্রচার করার জন্য যদি কোরআনের কোনো অতিরিক্ত ব্যাখ্যা হিসেবে হাদিস বা কথা বলে থাকেন তা অবশ্যই সত্য ... কিন্তু নবী সাহেব কুরআনের মতো কোনো হাদিসের গ্রন্থ রেখে যাননি ... বর্তমানে কোন্ হাদিস সহীহ , কোন্ হাদিস জইফ - তা কে ঠিক করবে ?? ... তাই মানুষের সংগ্রহ করা সত্য-মিথ্যা মিশ্রিত ৬০ লক্ষ হাদিস সম্বলিত হাদিসের গ্রন্থগুলি মানতে গিয়ে আমরা কুরআনের বিধানের সঙ্গে শরীক করতে পারব না । ☪️☪️
@@ataurrahamanshaikh2632❤
Wow❤
ভারতবযে হযরত আদম( আঃ) এসেছেন এবং উনার পুত্র শীয (আঃ) কবর ভারতের মাটিতেই আছে।
@@MdBabu-h2b8e কোন সুরায় আছে এই তথ্য?
@@Quran.Research.Intelligenceসব কিছু কি কুরআনে থাকতে হবে???? এবং কুরআনে নাই মানে কি কথা মিথ্যা হবে?? পৃথিবীতে বহু নবীর রওজা আছে, এগুলি আল্লাহ উল্লেখ করেনি বিধায় মিথ্যা হবে সেটাকি কুরআন বলেছে??
ভাই সালাম। আমি বলতে চাচ্ছি আমাদের কাছেও তো বাংলা ভাষায় রসুল আসেননি। যদিও আমরা বাংলা ভাষায় নিজে নিজে কোরান পড়ে আমল করার চেষ্টা করছি যদিও অনুবাদে দুর্নীতি রয়েছে । অনুরূপ ভারতবর্ষেও তো কোরান পৌঁছেছে। তাই আরও একটু বিষয়টা নিয়ে ভাবার জন্য অনুরোধ করছি। সালামু আলাইকা। 22:46
ভেবেই বলেছি।
বলেছি আমরা জানিনা হয়তো এসেছে।
তাদের হয়তো অজুহাত আছে আমাদের অজুহাতের সুযোগ ও নেই
ভারতবর্ষে কোরান পৌঁছেছে কিন্তু সেটা তো কোনো নবী রাসুলের মাধ্যমে পৌঁছেনি । আল্লাহ প্রত্যেক জাতির জন্য নবী রাসূল পাঠানোর কথা । যেমন ইহুদীদের জন্য মুসাহ নবীকে পাঠিয়েছে । এখন হিব্রু ভাষায় কোরানের বাণী ইহুদীদের কাছে পৌঁছে দিলে কি সেটা নবী রাসূলের দ্বারা পৌঁছে দেওয়া বুঝাবে ?
@@Quran.Research.Intelligenceআমাদের অজুহাতের সুযোগটা নেই -- আপনার এই কথাটা বুঝতে পারলাম না । কারণ আল্লাহর বাণী অবিভক্ত ভারতের বাঙালি জাতির জন্য কোনো নবী রাসুলের মাধ্যমে পৌঁছেনি ।
@@baharulislamsardar3166 ভাইজান রাসুল বলতে যদি আপনি শুধু নবী মুহাম্মদ বুঝে থাকেন তাহলে ভুল করবেন।ইভেন কুরআন কেও আল্লাহ ১২ জায়গায় রাসুল বলেছেন।এমনকি কুরআনের এপস কেও আপনি রাসুল ধরতে পারেন।( যদিও এই লেভেলে চিন্তা ভাবনা অনেক কঠিন)
হা হা হা 🤣🤣🤣 এটা কি বলে দাদা মজা পাইছি 🤣
মোল্লার ওয়াজ শোনা বাদ দিয়েছি প্রায় পাঁচ বছর যাবৎ।
❤
مَا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِنْ رِجَالِكُمْ وَلَكِنْ رَسُولَ اللَّهِ وَخَاتَمَ النَّبِيِّينَ وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا
‘‘মুহাম্মাদ তোমাদের কোন পুরুষের পিতা নন; বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। আল্লাহ সব বিষয়ে জ্ঞাত’’। (সূরা আহযাবঃ ৪০)
এটা কি ভুল? স্যার এই আয়াতের ব্যাখ্যা কি?
ua-cam.com/video/ag545Ysh6Iw/v-deo.htmlsi=DOMZLsH6ELk4LM-B
🧡💚 ভাই ,, বর্তমানে রসুল কে ???
আপনি নিজেও রাসুল হতে পারেন।
যদি আল্লাহর বাণী হুবহু অন্যের কাছে পৌঁছে দেন
@@Quran.Research.Intelligence নবী ও রাসুল এর পার্থক্য জানার উত্তরটা ডিলেট কেন করলেন? একটু বলুনতো আমার বিশ্বাসের সাথে মিলিয়ে নেই আপনি ঠিক না আমি ঠিক। আপনার বেদ নিয়েই আমি কথা বলতে চাই।
সালামুআলাইকুম প্রত্যেক ভূখণ্ডে যদি একজন রাসুল আসে বা সেই ভাষার ভাষা অনুযায়ী তাহলে বাংলা ভাষা কি কোন রাসুল এসেছে???? আর মোহাম্মদ আমাদের বা বিশ্ববাসীর রাসুল কিভাবে হবে তার বাসা যেহেতু আরবি?????
যদি কোন ব্যক্তি/মানুষ তাদের ভাষায় তাদের নিকট কুরআন এর বাণী পৌছে দেয় তবে কী আল্লাহ’র বাণী পৌছে দেয়া হবে? যদি পৌছে দেয়া সম্পন্ন হয় তবে যে তা পৌছে দিল সেও কী কোন এক (বার্তাবাহক) রাসুল? (বিঃদ্রঃ আপনার এই আলোচনা ও শিরক এর বিষয়টা কী সাংঘর্ষিক?)
@@activebangladesh এইখানে কুরআনের অজস্র আয়াত দলিল হিসেবে পেশ করা হয়েছে।
কুরআনের কোন আয়াত অস্বীকার করতে চাইলে নিজ দায়িত্বে করতে পারেন।
@@Quran.Research.Intelligence অস্বীকার এর প্রশ্ন আসছে কেন? বরং পরিস্কারভাবে বোঝার জন্যই আমার ঐ প্রশ্নগুলো . . . যেখানে উত্তর পাওয়াটাই মুখ্য উদ্দেশ্য।
@@Quran.Research.Intelligence জানার জন্য বলছি - “তাহলে কী নতুন কোন নবী/রাসুল আসবেন?”
@@activebangladesh নবী জানিনা।
তবে রাসুল না পাঠিয়ে আল্লাহ কারো শাস্তি দেন না।
আপনি নিজেও রাসুল হতে পারেন।
সুরা ইয়াসিন পড়ে দেখুন।একসাথে এট এ টাইম তিনজন রাসুল ছিলেন।শুধু কুরআন / আল্লাহর বাণী হুবহু প্রচার যে করে সেই রাসুল।হাদীস ইজমা কিয়াস তাফসীর মাথা থেকে ঝেড়ে ফেলে হুবহু আল্লাহর বাণী প্রচারই রাসুলের মূল দায়িত্ব।
তবে নবীর দায়িত্ব অনেক বেশি।
কুরআনে ১২ জায়গায় কুরআন কেই রাসুল বলা হয়েছে।
@@Quran.Research.Intelligence অসংখ্য ধন্যবাদ . . . বিষয়টা কী এমন- ‘পূর্বে নাজিলকৃত আল্লাহ’র বাণী কুরআন এর প্রচার/প্রসার বা পৌছে দেয়া মানেও কোন একপ্রকার বার্তাবাহক রাসুল। . . .
দাদা রসুল না ফাটিয়ে কোন কাউকে শাস্তি দেওয়া হয় না আল্লাহ পাক বলছে তাহলে রসূল বলতে কি আমি যেটা বলছি সেটা আমার ব্রেনে হয়েছে কোরআন পড়ে যে আল্লাহর বাণী যারা প্রচার করবে তাদের কি রাসূল বলা হবে এবং ভুল হলে আপনি একটু বলে দেবেন দাদা দয়া করে
you are absolutely right
আল্লাহ প্রত্যেক জাতিতে তার নিজ নিজ ভাষা রাসূল পাঠিয়েছেন। সুতরাং ফয়সালা নতুনভাবে হবে কি??
মোহাম্মদ স. এর পক্ষ থেকে যিনি যে ভাষায় আল্লাহর বানী পৌঁছে দিয়েছেন ; তাঁরাই সেই ভাষার রাসুল। আসলে রাসুল মানে সংবাদ বহনকারী।
সালামুন আলাইকা
তাহলে কি ধরে নিব আপনিসহ যাঁরা বাংলায় কোরআন নিয়ে আলোচনা করছেন তাঁরা সবাই রাসুল! আর যদি রাসুল একজন হন তাহলে তাঁকে আমরা চিনবো কেমন করে?
আমরা রাসুল শব্দটাকে অনর্থক হাইপ তুলি।
আপনি নিজেও রাসুল হতে পারেন যদি হুবহু আল্লাহর বাণী অন্যের কাছে পৌঁছে দেন।
@@Quran.Research.Intelligence তাহলে তো পৃথিবীর সকল প্রান্তেই কোনো না কোনো রাসুল আছেন , থাকবেন। সেক্ষেত্রে তাদের কি হবে? তারা তো মহান আল্লাহর বাণী প্রাচার অব্যাহত রেখেছেন, সতর্ক করছেন।সর্বপরি, কোরান মজিদ তো রয়েছে দিকনির্দেশনাকারী হিসাবে। তারপরও কি তারা বলতে পারবে আমরা রাসুল পাই নাই বা পথপ্রদর্শক/দিকনির্দেশনাকারী পাই নাই। আর যদি তাই হয় তবে তো ধরে নিতে হবে ইসলাম হলো শুধু আরবীয়দের ধর্ম।
@@Quran.Research.Intelligenceআল্লা 🤣🤣🤣 আল্লাহ 🤣🤣🤣🤣
@@Quran.Research.Intelligenceসালাম
আপনার কথা যুক্তীসংগত।
আপনার ব্যাখ্যা অনুযায়ী বাংলাদেশের ভূখণ্ডে এবং বাংলা ভাষায় কোনো রাসুল পাঠানো হয় নি, বাংলাদেশে যেভাবে কোরআনের বাণী এসেছে সে ভাবে সারা পৃথিবীতে ই কোরআনের বাণী পৌঁছে গেছে, আপনার বক্তব্যের মধ্যে দ্বিমুখী কথা প্রকাশ পাচ্ছে, বাংলা ভাষায় যেহেতু রাসুল পাঠানো হয় নি তাহলে বাংলাদেশের মানুষের কেন শাস্তি হবে?
সালামুন আলাইকুম
Apnar ai motamot mana nita parlam na ..vai ...ai video ta ....aro Akbar study koran ...
বহুদিন স্টাডি করা হয়েছে।
আপনি ভিডিও তে কোন কোন আয়াত এ আপত্তি জানাতে চান বলুন।
Bangali jatir jonno kon nobi asese???
No...
Rasul is for every ummah..
ছালামুন আলাইকুম. হাদিস অনুসারীরা রোকাইয়া করে .এই টা নিয়ে আলোচনা চাই
ভাওতাবাজি
vai ami akta meye ami apnar boktobbo soni ar sei dolil gulu likhe quryan thekhi ar amader akta uktiya ache sekhane apnar moto kore ami amar Gramer loader mache allah dekhano qusole tader mache boli Kohn tara boleche akta meye ki allah kotha boleche the akhon ami ki bologna
পরিবার ও আত্মীয়স্বজনের মাঝে কুরআন প্রচারের পদ্ধতি নিয়ে একটা ভিডিও আপলোড করা আছে। সেটা দেখে সেই অনুযায়ী প্রচার করুন।নইলে ঝামেলায় পড়তে পারেন
quran achana????????tor basha ki ??????toi banglay kos na,tor kacha ki rasul aichelo????????ai jonne toi MONAFIQ,,,,,,,,,
Right
[২১:৯৬] আল আম্বিয়া
حَتّى إِذا فُتِحَت يَأجوجُ وَمَأجوجُ وَهُم مِن كُلِّ حَدَبٍ يَنسِلونَ
মুজিবুর রহমান:
যে পর্যন্ত না ইয়াজুজ ও মা’জুজকে বন্ধনমুক্ত করে দেয়া হবে এবং তারা প্রত্যক উঁচু ভূমি থেকে দ্রুত ছুটে আসবে।
★ প্রিয় ভাই ছালা-মুন 'আলাইকুম'
আয়াত/সুরাটা একটু বুঝিয়ে দিলে উপকৃত হতাম।
এ বিষয়ে রিসার্চ নেই স্যার
নিশ্চয়ই ইসলাম ছাড়া হিন্দু বৌদ্ধ যত ধর্ম আছে সব জাহান্নামের ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম একমাত্র ইসলাম এটা কোরআন এ আছে
ইসলাম এর বাংলা অনুবাদ লিখুন।
কোরান শুধু আরবদের জন্য = সূরাহ : ইউসুফ
আজকের বক্তব্য আপনার সব ভুল।
আপনার মন্তব্যের জন্য অজস্র ধন্যবাদ
তবে তো পবিত্র কুরআন ভুল।
@@Quran.Research.Intelligence
সুরা আল কাসাস আয়াত ৪৭,,, ইয়াহুদীদের উদ্দেশে বলা,,, ভাই আয়াতের আগে পরে দেখেন আয়াত টার উদ্দেশ্য কি,,,
@@tushikhan6129
কুরআন ঠিক,, কিন্তু ভুল বুঝতাচেন,,, সুধু আয়াতের বাংলা পড়ে গেলে হবে না,,, ঐ আয়াতের উদ্দেশ্য,,কারন,,,সময়,, বুঝা লাগবে,,আল কুরআন এ এত পরিমান জ্ঞান আছে,, আমদের সম্পূর্ণ ভাবে বুঝা অসম্ভব,,,
তাহলে কুরআন আমাদের জন্য প্রযোজ্য হবে কি?? আমরা তো বাংলাভাষী। জাতিতেও বাঙ্গালী।
কুরআন আমাদের জন্য প্রেরিত কোনো ধর্ম গ্রন্থ নয়।
তাহলে আমাদের রাসূল কে, কিভাবে স্রষ্টার সান্নিধ্য পাবো??
In a great confusion now...
No...
If you got Quran
The messages of Allah
Its enough for you...
You just bring Eman & do Nek Amal you will get Jannat. Confirm
তাহলে যারা শিরক করল আল্লাহ আমার সাথে তারা কি জান্নাতে যাবে আপনি কি রকম দাবি করছেন?
ভাই আপনার জন্য এই চ্যানেল নয়।
আপনি দয়া করে অন্যত্র যান।
আপনার ভিডিওগুলো আমি দেখি কিন্তু আপনি আজ যে ভিডিওটা ব্যাখ্যা করলেন কিছুই বুঝতে পারলাম না@@Quran.Research.Intelligence
@@Quran.Research.Intelligenceআর আমি অবশ্যই প্রত্যেক জাতিতে একজন রাসূল প্রেরণ করেছি যে, তোমরা আল্লাহর ইবাদাত কর এবং পরিহার কর তাগূতকে। অতঃপর তাদের মধ্য থেকে আল্লাহ কাউকে হিদায়াত দিয়েছেন এবং তাদের মধ্য থেকে কারো উপর পথভ্রষ্টতা সাব্যস্ত হয়েছে। সুতরাং তোমরা যমীনে ভ্রমণ কর অতঃপর দেখ, অস্বীকারকারীদের পরিণতি কীরূপ হয়েছে। (সূরাঃ আন-নাহাল আয়াত 36)
তাহলে আপনি কিভাবে বললেন যে হিন্দু জাতির ভিতর কোন নবী রাসুল আসে নাই?
@@mdridoykhan3075 যার অন্যের কথা মনোযোগ দিয়ে শুনে ,তা থেকে ভালো গুলি আমল করে তারাই মাত্তাকি। তাদের জন্য আছে জান্নাত। আপনি বুঝেন নি কেন? আমি পানির মত ক্লিয়ার বুঝেছি। ক্লাসে দ্বিতীয়বার না শুনেই যা বুঝেছি ওনার বিডিও সেই রকম ক্লিয়ার স্পষ্ট বুঝেছি। ৭ লক্ষ বানোয়াট হাদিস হৃদয়ে থাকলে এসব জ্ঞানগর্ভ আলোচনা বুঝতে পারবেন না।
চমৎকার জবাব।এসব মগজহীন মুসলিম কেয়ামতের আগের দিন পর্যন্ত পরিবর্তীত হবে না। এসব নির্বোধ মুসলিমের জন্য বিশ্বজুড় এতো মারামারি, রক্তারক্তি চলছে। এদের জন্যই প্রকৃত মুসলিমরা আজ কোনঠাসা হয়ে পড়ছে। আপনাকে অনেক ধন্যবাদজানাচ্ছি এরকম যুক্তিনিষ্ঠ বিশ্লেষণ করার জন্য।অনেক দোয়া রইল।@@Quran.Research.Intelligence