সামসেল হক চিশতীর গান শুনে পরামর্শ দিয়ে ক্ষমা চেয়ে নিলেন শফি মন্ডল | Magic Bauliana 2022

Поділитися
Вставка
  • Опубліковано 1 січ 2025

КОМЕНТАРІ • 594

  • @omihossain9613
    @omihossain9613 Рік тому +29

    ফকির সাহা বুদ্দিন স্যার ঠিকি ওনার মূল্য টা বুজেন এবং সম্মানের সাথে সম্মানি ব্যাক্তিকে সম্মান পদর্শন করলেন👍
    স্যালুট স্যার আপনাকে🫡🫡

  • @iftekharulazim6673
    @iftekharulazim6673 Рік тому +67

    বাউল শামসুল হক চিশতী একজন অনবদ্য মানুষ। যদি থাকে নসিবে এই গানটি তার অনবদ্য অবদান। তিনি প্রতিযোগিতা কেন গেলেন? তিনি বিচারকদের থেকেও অনেক বড় মাপের শিল্পী

    • @KawserJorder
      @KawserJorder Місяць тому

      ভাই অপমান মনে করছেন কেনও উনি তো পরামর্শ দিয়েছেন মাত্র

  • @Toma_Lika123
    @Toma_Lika123 2 роки тому +83

    শামসেল হক চিশতীর প্রত্যেকটা গান সত্যিই অসাধারণ।

    • @fathergod4692
      @fathergod4692 2 роки тому +1

      প্রতিযোগিতার ভিতর বাউল গানের মৌলিকত্ব হয়না,,বাউল গান হয় মানুষের বসবাসে, মানুষের বাস্তবতা নিয়ে।
      আধ্যাত্মিকতা কোন মানুষের বাস্তবতা নয়,,এসব হলো ব্যক্তির একান্ত জগত,যেখানে স্বীয় বিচরণ ব্যতিত আর কিছুর আধিক্য চিন্তাও করা যায়না।।বাউল বেঁচে থাকবে লোক সমাজে, সংস্কৃতিতে।।বাউলদের জন্য মেলা,অনুষ্ঠানের আয়োজন করলে,তাদের অবাধ বিচরণের সুযোগ করে দিলে বাউলিয়ানা বেঁচে থাকবে। এইভাবে আধুনিকতার ভিতর নয়।

  • @ramenjoydhar2323
    @ramenjoydhar2323 Рік тому +7

    শফি বাউল অনেক বড় গান জগতের পন্ডিত। চিশতী জিকে অনেক ধন্যবাদ আপনি অনেক বড় মাপের একজন গুনী শিল্পী। প্রনাম নিবেন।

  • @prankishnachakrabarthy
    @prankishnachakrabarthy 2 роки тому +158

    যেখানে উনি বিচারক থাকার কথা সেখানে উনি নিজেই একজন প্রতিযোগী হয়ে আসলেন।।সত্যিই বিষয়টা দুঃখজনক।।আর উনাকে এরকম অপমান করা সত্যি হৃদয় বিদারক😧😧

  • @abosaddam9275
    @abosaddam9275 Рік тому +34

    কোটি কোটি গানের মধ্যে ওনার গানটাই সেরা ইনশাআল্লাহ

    • @badalhossain6108
      @badalhossain6108 Рік тому

      গানের মধ্যে ইনশাআল্লাহ্‌ 😂

  • @abosaddam9275
    @abosaddam9275 Рік тому +7

    আমি মনে করি সামসুল হক চিশতী একজন অসাধারণ শিল্পী মাশাআল্লাহ

  • @alaminsarkar2224
    @alaminsarkar2224 Рік тому +120

    স্মৃতি রেখে গেলাম, যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটি শুনতে আসবে,, তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি আবার শুনতে আসবো প্রিয় এই গানটি❤️04.03.2023

    • @rashedsikder9929
      @rashedsikder9929 Рік тому

      হাতি-ঘোড়া গেলো তল
      ভেড়া বলে কত জল?
      অপমান করে এখন নিজেই অপমানিত হচ্ছে🤣
      09-11-2023

    • @AkhiJahan-iy4ll
      @AkhiJahan-iy4ll 6 місяців тому

      Comotkar comend❤

  • @mdfijulislam1208
    @mdfijulislam1208 2 роки тому +354

    ডাইক্যা আইন্যা চিশতী বাউলকে আপমান করা ঠিক হয়নি। বাউল গানের উচ্চারণের ভিন্নতা থাকতেই পারে যে লিখেছে সুর করেছে তাকে জ্ঞ্যান দেয়া ঠিক হয়নি।

    • @taukirahmed6192
      @taukirahmed6192 2 роки тому +21

      জ্বি ভাই, খুব দৃষ্টিকটু লাগলো ব্যাপারটা...

    • @anamulhaque5155
      @anamulhaque5155 2 роки тому +12

      অন্যায় করা হয়েছে তার সাথে

    • @gmkibria9410
      @gmkibria9410 2 роки тому +8

      এখন অনেক সম্রাট হয়েছে! তাই

    • @md.antazulpkshohag9493
      @md.antazulpkshohag9493 2 роки тому

      Ĺĺ

    • @Mahmud_Shai
      @Mahmud_Shai 2 роки тому +6

      ক্ষমা চেয়ে নিয়েছে সেটা কি কানে সুনেন নি।

  • @litonbarua3074
    @litonbarua3074 Рік тому +53

    অপমান করা টা উচিত হয়নি,শফি মন্ডল স্যারের ছেয়েও অনেক বড় মানের শিল্পী হিসেবে স্রদ্ধা করি।

  • @mgmrcreations436
    @mgmrcreations436 Рік тому +1

    প্রতিটি বাউলের গানে নিজস্বতা থাকে... চিশতি বাউল বাংলার এক রত্ন।
    গানটি বাউল শফি মন্ডল তার নিজের মত করে ওনাকে দিয়ে গাওয়াতে চাইছেন, এটা খুবই অসম্মানজনক।

  • @mithubiswas1886
    @mithubiswas1886 2 роки тому +23

    শফি মন্ডল এই গান জীবনে কোন দিন গাইতে হাডান হবে না

  • @sapnerkhamar
    @sapnerkhamar 2 роки тому +25

    শামসুল হক সাহেবের গানের কথাই ঠিক আছে

  • @MdSobuj-ni2yq
    @MdSobuj-ni2yq 2 роки тому +9

    অনেক সুন্দর হইছে গান টা , অলদ্যা বেষ্ট ❤ ❤

  • @shobuj5558
    @shobuj5558 2 роки тому +137

    আসলে কেও বিচারক হলে আলাদা একটা পার্ট দেখায়, শফি মন্ডল আপনি ভালো শিল্পি কিন্তু সামসুল হকের গানের বিচার করা যোগ্যতায় এখনো পৌছান নি। মাথায় রাখবেন একটা

    • @tanharahman2154
      @tanharahman2154 2 роки тому +5

      আপনার মন্তব্য সঠিক ১০০%

    • @truthfalse9460
      @truthfalse9460 2 роки тому +3

      ভাই মনের মত কথাটা বললেন।

    • @sazzuislam4490
      @sazzuislam4490 2 роки тому +3

      right

    • @rabeyaemi
      @rabeyaemi 2 роки тому +1

      রাইট

    • @hossainmonsur3018
      @hossainmonsur3018 2 роки тому +4

      শফি মন্ডলও ভুল কিছু বলেন নি, তবে এটা তাকে আলাদা করে পরে একান্তে বলতে পারতেন।

  • @shakilpakhi6449
    @shakilpakhi6449 Рік тому +17

    যার গান তাকে অপমান ?
    সফি কিন্তু এতো বড় শিল্পি হয়ে যাইনি।

  • @fluthefajot9382
    @fluthefajot9382 2 роки тому +22

    জানিনা কেন জানি বারবার শামসুল হক এর প্রেমে পড়ে যাই গান গাওয়ার সত্যিই অসাধারণ

    • @mdabumusa3963
      @mdabumusa3963 2 роки тому

      আপনি গানের কচুটা বুঝেন

    • @fathergod4692
      @fathergod4692 2 роки тому

      আপনার আবেগ বেশী,,আবেগ হলো রোগ।

  • @RatnaBiswas-r9d
    @RatnaBiswas-r9d 6 місяців тому

    নেক হায়াত এবং দীর্ঘায়ু কামনা করছি অসাধারণ এই শিল্পীর প্রতি।বিনম্র শ্রদ্ধা

  • @mddjarad2826
    @mddjarad2826 2 роки тому +16

    শফি মন্ডলের চিন্তা ভাবনার সাথে আমি একমত হতে পারলাম না।
    শামসেল হক চিশতী যে ভাবে গান টা লিখেছে সেই টাই সঠিক,
    আমার মতো কে কে চিশতী বাউলের পক্ষে??

  • @sanyahmed3561
    @sanyahmed3561 Рік тому +34

    কেয়ামতের আগে অযোগ্য ব‍্যাক্তিরাঈ যোগ্য দেরকে অপমান করবে।শ্রদ্ধেয় চিশতী সাহেব আমরাই আপনার কাছে ক্ষমার অযোগ্য।🙏🙏🙏✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌💝

  • @md.rahaman4481
    @md.rahaman4481 Рік тому +14

    যতটুকু জেনেছি গানটির কথা ও সুর দুটোই চিস্তি সাহেবের অতএব তার লেখা তার সুর তার নিজের মতই হবে এবং সেটাই আমরা পছন্দ করি যিনি তাকে জ্ঞান দিচ্ছেন তার গান কখনো শুনেছি বলে আমি মনে করতে পারছিনা বাকি আর কিছু বললাম না

    • @ashishpallan598
      @ashishpallan598 7 місяців тому

      আপনার পছন্দের শিল্পীর দুইএকটা নাম বলবেন কি??

  • @samratdewan5527
    @samratdewan5527 13 днів тому

    সামসুলহক স্যার আপনার গান গুলা অনেক অনেক ভালো লাগে,,,সাহাবুদ্দিন স্যার এর কথা শুনে আরো ভালো লাগলো,,

  • @olioli4186
    @olioli4186 Рік тому +9

    এই বয়সে ওনার মতো গান গাওয়ার মতো মানুষ পাওয়া যায় না ❤❤❤ ,,,

  • @md.niazmorshed1896
    @md.niazmorshed1896 2 роки тому +36

    বাউল গানে আসলে আঞ্চলিক ভাষা ব্যাবহার হয়।যদি কেউ পুরাপুরি সুদ্ধ ভাষায় বাউল গান গায় তবে তাকে আমি বাউল গান বলবো না।
    আর উনার যে বয়স এই বয়সে তিনি যে উচ্চারন করতে পারতেছে এটাইতো কত বড় ব্যাপার।

    • @lndmultimedia3401
      @lndmultimedia3401 2 роки тому

      ঠিক

    • @kingscoolclub
      @kingscoolclub 2 роки тому +4

      শুদ্ধ ভাষায় গাইলে সেটাকে বাউল না বলে ফাউল বলা ভাল।

  • @ziaurrahman9721
    @ziaurrahman9721 2 роки тому +7

    শফি মন্ডল এতো ভালো গান যানে তয় বাংলার গায়েন থেকে বাদ গেলো কেনো।

  • @madhabhalder9429
    @madhabhalder9429 Рік тому +2

    বিচারক সব সময় সঠিক বিচার করতে পারে না। গান টা খুব সুন্দর গেয়েছে❤

  • @mdabdllah9821
    @mdabdllah9821 2 роки тому +25

    আমি একটা কথা বলি,,,রাগ কইরেন না শামসুল হক সাহেব,,,, আপনি কেন এই বয়সে এখানে এসে গান করবেন,,,আপনার যেই নাম হইছে তা এখানে হারাতে এসেছেন,,,,

    • @gulshanehalim8580
      @gulshanehalim8580 2 роки тому

      ঠিক বলেছেন, এই ছাগলটাকে এখোনো তা বুঝাতে পারলামনা। একটু আগেও বল্লাম পাগল কখনো ছাগলের মেলে যায়না, বদের হাড্ডি কান্দে।

    • @fathergod4692
      @fathergod4692 2 роки тому

      প্রতিযোগিতার ভিতর বাউল গানের মৌলিকত্ব হয়না,,বাউল গান হয় মানুষের বসবাসে, মানুষের বাস্তবতা নিয়ে।
      আধ্যাত্মিকতা কোন মানুষের বাস্তবতা নয়,,এসব হলো ব্যক্তির একান্ত জগত,যেখানে স্বীয় বিচরণ ব্যতিত আর কিছুর আধিক্য চিন্তাও করা যায়না।।বাউল বেঁচে থাকবে লোক সমাজে, সংস্কৃতিতে।।বাউলদের জন্য মেলা,অনুষ্ঠানের আয়োজন করলে,তাদের অবাধ বিচরণের সুযোগ করে দিলে বাউলিয়ানা বেঁচে থাকবে। এইভাবে আধুনিকতার ভিতর নয়।

  • @lookatme1835
    @lookatme1835 Рік тому +1

    শফি মন্ডল চন্ডল থেকে চিশতি বাউল অনেক এগিয়ে

  • @BLACKDREEM-s8b
    @BLACKDREEM-s8b 27 днів тому

    খুউব সুন্দর গাইছেন ❤❤❤❤❤ দাদু

  • @sheikhjuwelmusic2416
    @sheikhjuwelmusic2416 Рік тому +2

    শামসুল হক চিশতী, শফি মন্ডল থেকে আরও অনেক গুণী শিল্পী।

  • @harimohanroi
    @harimohanroi Рік тому +2

    ভারত থেকে শুনতেছি, এই গানটি আমি প্রায় ৫ বছর ধরে শুনতেছি।

  • @priyashil1929
    @priyashil1929 2 роки тому +7

    ❤️সুন্দর গেয়েছেন

  • @FKMusicAb
    @FKMusicAb Рік тому

    Very সুন্দৰ গান ভালো লাগছে বাই আরো চাই #@Shufibath

  • @chanmahmudshikdernoor1504
    @chanmahmudshikdernoor1504 Рік тому +5

    ভুল ধরিয়ে দেওয়াটা অন্যায় নয় তবে খেয়াল রাখতে হবে আপনার ভুল ধরিয়ে দেওয়ার প্রক্রিয়ায় জেনো কারো অসম্মান না হয়❤

    • @MdmerazuddinMir
      @MdmerazuddinMir Рік тому

      Gan ta uni lekse to onar vasha ar onar bola dyta dui bepar kintu shufi mondol Rong onarta hoy nai je likse she buijha likse

  • @pareshchandradas9142
    @pareshchandradas9142 2 роки тому +6

    আমার বিবেচনায়, শফি মণ্ডলের পরামর্শমত গাইলে গানটাই মাটি হয়ে যাবে।

  • @asrafularman3470
    @asrafularman3470 2 роки тому +20

    বিচারকের যাইগাই প্রতিযোগি 😭
    প্রতিযোগির যাইগাই বিচারক 🙃
    হলে এর থেকে বেশি কিছু আসা করা যাইনা 😡

  • @rallytone1189
    @rallytone1189 10 місяців тому

    শুফি মন্ডল কয়জন চিনে আর শামসুল হক বয়াতি কয়জন চিনে? তিনি অসংখ্য গান লিখেছেন আমার প্রিয় মানুষ চিশতি বয়াতি ❤️

  • @imaduddin6883
    @imaduddin6883 2 роки тому +5

    গানের অাসরে শফি মন্ডলের অবস্থান উঁচু অাসনে থাকতে পারে কিন্তু অাদবের জায়গায় শফি মন্ডলের অবস্থান খুবই নিচে৷

  • @anayetullahrifat9688
    @anayetullahrifat9688 Рік тому

    আরে যত শফি বাউল আর কফি বাউল.. চিশতি বাউলের গানের মধ্যে সুরের মধ্যে এক আবেগ লুকায় আছে। সেটা তার বুঝার ক্ষমতা নাই।
    চিশতি বাউল বেস্ট। হয়তো এখানে হেরে গেছে তাতে কি উনি জিতে গেছে তার ভক্ত অনুরাগী তাদের কাছে। ভালোবাসা অবিরাম। ❤❤❤❤❤

  • @hridaydas5866
    @hridaydas5866 Рік тому +2

    প্রথম বিচারকের কথা ভাল লাগল,,,

  • @redayanhossen4472
    @redayanhossen4472 Рік тому

    কি সুন্দর হয়েছে গান আহা ।

  • @sharifhossain9414
    @sharifhossain9414 Рік тому

    শফি মন্ডলের ভক্ত হয়েও মনটা খারাপ হয়ে গেলো।। উস্তাদ সেরা।

  • @SabbirHossain-yo3vm
    @SabbirHossain-yo3vm Рік тому +1

    হুম কথা টা তর লাইগা ভে এটাই ঠিক মজা লাগে ফিল টা ও ভালো লাগে 🎉🎉

  • @Rabbiwahid-iy6rp
    @Rabbiwahid-iy6rp Рік тому

    সফিমন্ডলের চেয়ে অনেক বড় মাপের একজন আধ্যাতিক জ্ঞান গর্ভ সাধক মানুষ তিনি।
    অনেক শ্রধ্যা বাউল কবি সাধক চিস্তি সাহেবের জন্য ❤

  • @ujjwalbiswas539
    @ujjwalbiswas539 5 місяців тому

    অসাধারণ গান । বাউলের উপর বিচারক গিরি করা ঠিক নয় । সেটা আমি শ্রদ্ধার সঙ্গে বলতে বাধ্য হলাম । বাউলদের সন্মান জানানো আমাদের সকলের দায়িত্ব ।।

  • @Awulbaulsong
    @Awulbaulsong Рік тому

    খুব সুন্দর হয়েছে তুমার গান

  • @সনাতনীঅগ্রযাত্রা

    চিশতী বাউল এখানের সকল বিচারকদের উর্ধ্বে।তার গাওয়া গান গুলা ৫০০ বছর এরও বেশি জীবিত থাকিবে।কিন্তু বিচারকদের খুঁজে পাওয়া যাবে না😌

  • @Ashikvlog-tk7tt
    @Ashikvlog-tk7tt 2 роки тому +5

    শামসুল হক কে বিচারক হিসেবে দেখতে চাই

  • @পল্লীবার্তাটিভি

    এখানে বিচারক যত জন আছে, তাদের গান কখনো শুনি নাই, কিন্তু চিশতি বাউলের অনেক গান আমি শুনেছি

  • @MilonMedia9
    @MilonMedia9 3 місяці тому

    ❤❤❤অনেক সুন্দর ❤❤❤

  • @stofficialmusicchannel2865
    @stofficialmusicchannel2865 2 роки тому +35

    বাউল গানের উচ্চারণে এরকম অনেক খানেই আছে, এভাবে অপমান করা ঠিক হয়নি , শফিমন্ডলে গাইলেও এর থেকে ভালো করতে পারবে না আমি নিঃসন্দেহে বলতে পারি।

  • @rezakhan7580
    @rezakhan7580 Рік тому +7

    যদি ভুল ধরার ইচ্ছে থাকে তাহলে বিশ্বমানের শিল্পীদেরকেও ভুল ধরা সম্ভব,,,,

  • @sheikhmohammedsharif7581
    @sheikhmohammedsharif7581 Рік тому +1

    চিশতী বাউল ভালো গান গায়।

  • @CrazyW4
    @CrazyW4 11 місяців тому

    যার গান তাকে অপমান
    সফি তুমি কিন্তু এতো বড় শিল্পী হও নাই

  • @RAJIBDAYS
    @RAJIBDAYS 2 роки тому +2

    অসাধারণ ছিল গান টা

  • @মানুষেরজন্যমানুষ-স৫ঞ

    ভালো ছিলো

  • @TwinsmomLifestyleVlog
    @TwinsmomLifestyleVlog 5 місяців тому

    শামসেল হকেরটাই বেস্ট। শফি মন্ডল আন্দাজে সুর করছে।

  • @m.rislammohammadrofikulisl2737

    এক কথায় অসাধারণ

  • @mhshopon
    @mhshopon 2 роки тому +32

    অপমান করা ঠিক হয়নি, অনেক হতাশা এবং দুঃখ ভরা মনে অপেক্ষায় রইলাম তার প্রাপ্তি পর্যন্ত

  • @muradhasan8981
    @muradhasan8981 2 роки тому

    Onek shundor hoise

  • @RaselPurnom
    @RaselPurnom Рік тому

    বাউল সাহাবুদ্দিন উনার কথা ঠিক আছে।উনি ইন্ডিরেক্টলি বুজাই দিসেন। I like it ❤❤

  • @sohagahmed9143
    @sohagahmed9143 Рік тому +4

    উনার গান বিচার করার সাধ্য কারো নেই❤️

  • @SOHAGDRZY
    @SOHAGDRZY Рік тому +1

    সফি মন্ডল একদম ঠিক কথা বলেছেন

  • @SAHINRAJJ
    @SAHINRAJJ 2 роки тому +1

    Nice boss big fan boss ❣️❣️❣️❣️❣️

  • @rajaulislamraja6062
    @rajaulislamraja6062 Рік тому

    অসাধারণ

  • @asmaaminmusic
    @asmaaminmusic Рік тому

    আমি অনেক সৌভাগ্যবান যে গুরু শফি মন্ডল উনার কাছে গান শেখার সুযোগ হয়েছে, ❤❤❤

    • @syedrashid9284
      @syedrashid9284 Рік тому

      Mondol can learn fm Mr chisti about song

    • @asmaaminmusic
      @asmaaminmusic Рік тому

      আমি এখানে গান ও গায়কীর কোন মন্তব্য করি নি, আর করবো ও না কারন এখানে সবাই যার যার জায়গা থেকে সয়ং সম্পূর্ণ, ধন্যবাদ

  • @mdmonowarhanif9390
    @mdmonowarhanif9390 2 роки тому +2

    চিশতি হইলো বাউল।শফি বাউল হইলো কবে থিকা?গানের মাস্টার সাজছে,চিশতির সমমান হইতে শফির বহুদ সময় লাগবে

  • @shahinalam3551
    @shahinalam3551 15 днів тому

    শফি মন্ডল উজবুক😂
    চিশতি বাউলের টা সবথেকে সেরা।

  • @সুতরাংমিউজিক

    সফি মন্ডল স্যার ছাড়া বাকি বিচারকদের অনেক অনেক ধন্যবাদ।

  • @mdhira9058
    @mdhira9058 2 місяці тому

    শফি মন্ডল কি বুজবে। আজকের পর থেকে শফি মন্ডল আমার অপছন্দ হয়ে গেলো

  • @mdsahabuddinhasan25
    @mdsahabuddinhasan25 2 роки тому +15

    যে লোকটা থাকার কথা বিচারকের জাইগায় আর সে লোকটাকে ভুল ধরতে আসছেন আবার তার লিখা গানেই হাই আপচোছ😠

  • @RumanaRahman-q5f
    @RumanaRahman-q5f Місяць тому

    Nice❤

  • @ahnafabdullah3406
    @ahnafabdullah3406 Рік тому +1

    বিচারক হওয়ার জায়গায় এসে প্রতিযোগী কিভাবে??

  • @m.f.tstation
    @m.f.tstation 2 роки тому +3

    বিচার দেখে হাসি ছাড়া আর কিছু আসেনা
    ফকির স্যা বিচারক হলে খুশি হতাম

  • @rubelmiah6084
    @rubelmiah6084 2 роки тому +1

    সত্যি অসাধারণ

  • @mohdfarukmiah3669
    @mohdfarukmiah3669 2 роки тому +5

    অশুদ্ধ টা অশুদ্ধ নয় গানে অন্য মাত্রা যোগ হয়েছে

  • @priyadas3741
    @priyadas3741 Рік тому +1

    শুভকামনা

  • @ruholamin7083
    @ruholamin7083 Рік тому

    Respected Boyati don't worry,,, you are the legend of Baul song,,

  • @fathergod4692
    @fathergod4692 2 роки тому +2

    প্রতিযোগিতার ভিতর বাউল গানের মৌলিকত্ব হয়না,,বাউল গান হয় মানুষের বসবাসে, মানুষের বাস্তবতা নিয়ে।
    আধ্যাত্মিকতা কোন মানুষের বাস্তবতা নয়,,এসব হলো ব্যক্তির একান্ত জগত,যেখানে স্বীয় বিচরণ ব্যতিত আর কিছুর আধিক্য চিন্তাও করা যায়না।।বাউল বেঁচে থাকবে লোক সমাজে, সংস্কৃতিতে।।বাউলদের জন্য মেলা,অনুষ্ঠানের আয়োজন করলে,তাদের অবাধ বিচরণের সুযোগ করে দিলে বাউলিয়ানা বেঁচে থাকবে। এইভাবে আধুনিকতার ভিতর নয়।
    উৎপাত শব্দটি প্রেমের ক্ষেএে হয়না,,বাউল গানের ক্ষেএেতো নয়,বাউল গান হলে সহজ সরল প্রান্তিক ভাষা।বেশ ধরলে বাউল হয়না,,বাউল তারাই যারা মানুষের সমস্যা ও সামাজিক সমস্যা নিয়ে গান লিখে, গেয়ে তা শুনিয়ে, সমাজ পরিবর্তন করে ও বিনোদন দেয়।
    না শফি মন্ডল না চিশতি না বিচারকরা।

  • @shaporansorkar1
    @shaporansorkar1 20 днів тому

    আমি আমার জিবনে লালনের গান টাকেই সবচাইতে মূল্যায়ন করেছি। বাউল শফি মন্ডল সাহেব আপনি শামসুল হক চিশতী সাহেবকে এভাবে অপমান টা না করলেও পারতেন আমি মনে করি উনি আপনার চাইতে সত্য গুনে গুণান্বিত আপনার এটা একেবারে উচিত হয় নাই উনার কাছে ক্ষমা চেয়ে নে ওটা আপনার জন্য উত্তম আপনি যে গরু কার যে বসেছেন আপনার মত হিংসুক একজন লোক এই গরু কার্যের জন্য উপযুক্ত না আর লালন সাঁইজির কথা অনুযায়ী আপনার এই বক্তব্যটা এখানে না দিলেও পারতেন মন থেকে উঠে গেছেন আপনি

  • @ranjitpaul6207
    @ranjitpaul6207 2 роки тому +2

    Good Songs 👍🇮🇳

  • @diptoroniofficial
    @diptoroniofficial Рік тому

    তাইতো প্রতিযোগিতা নামের প্লাটফর্মে যাই না।। যতটুকু পারছি নিজে নিজে,, আর একজন শিক্ষা গুরুর অনুকরণে।। সবাইকে দীপ্ত রনি র গান শোনার আমন্ত্রণ রইল
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @AtiqueIslamOfficial
    @AtiqueIslamOfficial 8 місяців тому

    সবার গান গাওয়ার ধারণ আলাদা হয় । তার মধ্যে নিজের লেখা গান যদি অন্য কেউ ভুল ধরে বড় আক্ষেপের কথা ।

  • @ফজলেরাব্বি-ষ৫ঠ
    @ফজলেরাব্বি-ষ৫ঠ 7 місяців тому

    জিনি তার বিচারক তিনি তার থেকে বড় শিল্প 😢

  • @bidhanbiswas8814
    @bidhanbiswas8814 Рік тому +5

    কারা কার বিচার করে? লোকো গান যে যার উচ্চারণে গায়, সেটা ই তার বৈশিষ্ট্য ,সবার উচ্চারণ ভিন্ন ভিন্ন, বিভিন্ন লোকজন তার মনের ভাব প্রকাশ করে তার মতো করে। এই সব গুণী জনের উচিৎ নয় সব জায়গায় গিয়ে নিজেকে প্রমান করার।

  • @jibonprodip9751
    @jibonprodip9751 2 роки тому +2

    শফিমন্ডল গানটা গেয়ে শুনাতে পারবেন কি???

  • @mdshadinhossain2828
    @mdshadinhossain2828 2 роки тому

    Osadaron

  • @nurhossain3825
    @nurhossain3825 2 роки тому +1

    চিশতি বাউলের গান বিচার করার মতো যোগ্যতা এখনো শফি মন্ডলের হয়নি।

  • @Daughters396
    @Daughters396 2 роки тому +1

    বাউল চিশতীর টায় ঠিক আছে

  • @AbdurRahman-yg1jd
    @AbdurRahman-yg1jd Рік тому

    শ্রদ্ধেয় সামসুল হক চিশতীকে বিচার করার জন্য আগে নিজে ঐই রকম যোগ্যতা অর্জন করতে হবে। উনার গান সাধারণভাবে বিচার করার গান নয়। আরিফ দেওয়ান সাহেবকে ধন্যবাদ। উনার কথাগুলা যথার্থ ছিল।

  • @snigdhoahmmed8302
    @snigdhoahmmed8302 Рік тому +1

    সত্যি ব্যাপারটা দুঃখজনক

  • @sapnerkhamar
    @sapnerkhamar 2 роки тому +2

    ঠিক এই গানটা শফি মন্ডলের কথা দিয়ে শফি মন্ডলকে গাওয়ার অনুরোধ করছি তাহলে বোঝা যাবে কার গানটা ভালো হয়

  • @mdmasudrana-sx8ct
    @mdmasudrana-sx8ct Рік тому +1

    শফি মন্ডল ঠিকই বলেছেন

  • @MdRajawolkorim-m3u
    @MdRajawolkorim-m3u 11 місяців тому

    শফি মন্ডল এত বেশি বেশি বুঝে তাহলে তার গানগুলো হিট করতে পারে না

  • @sapnerkhamar
    @sapnerkhamar 2 роки тому +2

    গানে যতগুলো ভিউ হয় যতগুলা লাইক হয় শফি মন্ডলের গানে কতগুলো ভিউ হয় না কতগুলো লাইক হয় না আর আমি শফি মন্ডলের গান শুনি না আপনার সার্চ দিয়ে দেখতে পারেন কার গানের ভিউ বেশি

  • @arifulislam-bz9hb
    @arifulislam-bz9hb Рік тому +1

    জ্ঞানী ❤

  • @mdakramsk1193
    @mdakramsk1193 Рік тому +3

    কাউকে সম্মান দিলে, নিজের সম্মান বাড়ে,,

  • @mdasrafulasraful1023
    @mdasrafulasraful1023 11 місяців тому

    আমি যে একাডেমিতে গান শিখি,
    ওখানে আমার গানের গুরু আহমেদ শাকিল, স্যারের গুরজী বাউল শফি মন্ডল গুরজী,আর ওখানে মাঝে মধ্যে বাউল সুকুমার আসেন উনাদের কথা
    শুনে মনে হয় খুবই ভালো মানুষ। এবার আসি গুরুজী চিশতী বাউল এর প্রসঙ্গে,
    উনি একজন জ্ঞান গম্ভীর মানুষ, উনি যেমন নিজে গান লেখেন সুর করেন
    তেমনি শাইজী শফি মন্ডল গুরুজী ও
    গান লেখেন এবং নিজে সুর করেন
    এবং উনার শীর্শ্য অর্থাৎ আমার ওস্তাদ আহমেদ শাকিল উনি ও কিন্তু নিজেই
    গান লেখেন এবং নিজে সুর করেন।
    এখানে কথা হলো বাউল চিশতী সাহেব
    কে এখানে ভুল ধরিয়ে দেওয়া এটা কত
    টুকু সঠিক আমি বুঝিনা তবে ওনাদের বুদ্ধিমত্তা উনাদের দুজনারই দেহতত্ত্ব গান গাওয়া আমার ভীষণ ভালো লাগে এবং উনারা কিন্তু দুজনই পূর্ব পরিচিত।
    যাইহোক গুরুজী শফি মন্ডল কিন্তু উনার
    কাছে ক্ষমা ও চেয়েছেন আাসলে ভাই ক্ষুদ ধরাটা খুবই সহজ, আসলে আমাদের নিজদের আগে নিক্ষুদ হতে হবে। আমাকে সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে
    দেখবেন অনেক কথা বলে ফেললাম। ধন্যবাদ সকলকেই সুস্থ থাকবেন ভালো থাকবেন।

  • @helalhowladar8747
    @helalhowladar8747 Рік тому

    চিশতি বাউল এর বিচার করার যোগ্যতা ঐ খানে কারো আছে বোলে আমার মোনে হয়না। আর শফি বাউলতো কিছু দিন আগে দেকলাম কৃষ্ণ আইলো ঐ গানটা বারোটা বাজাইয়া দিলো🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @khorshedalam2931
    @khorshedalam2931 Рік тому

    শফি মন্ডল,সামশুল হক চিশতি বাউলের মত একটা গান করে দেখাক না,খালি চেয়ারে বসলে হেড়াম দেখানো যায়,আর কোথাও না,