ভাইয়া উপস্থাপন টি ভালো ছিলো। আমি একজন ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ান আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। এই পদ্ধতিতে আর্থিং এর সঠিক পরিমাপ করা সম্ভব নয়। কারন আমাদের দেশে এমন অনেক টেকনিশিয়ান আছে যারা কিনা আর্থিং টানতে কষ্ট হবে বলে নিউট্রাল কে কমোন করে আর্থিং টার্মিনালে ধরিয়ে দেয়। আর এই অবস্থায় যদি আপনি পরিমাপ করেন তাহলেও একই ভোল্টেজ পাবেন। যেমন:- L to N = 230 V L to E = 230 V আমার মতে আপনার এই পদ্ধতির চেয়ে ভালো হয় যদি নিউট্রাল ও আর্থিং পরিমাপ করা হয়। যেমন:- N to E = 0.5 হয় বা তার আসে পাশে হয় তাহলে বুঝতে হবে এখানে আর্থিং ঠিক আছে। আমার মতামতে কোনো ভুল হলে জানাবেন। ধন্যবাদ ভাইয়া।
আপনি যেভাবে আর থিংক কথা বললেন আমরা যারা বিদেশে কাজ করি বিশেষ করে আমি কাজ করি ইলেকট্রিকের নিউটন আর্থিং যখন লাগে তখন অটোমেটিক সার্কিট বেকার অফ হয়ে যায় আর লাইন আর আর্থিং লাগে এইগুলো ফায়ার করে আপনি যেভাবে দেখাইছেন বিদেশের সাথে মিল নেই
আপনি ইলেকট্রিক্যাল কাজ করেন ঠিকই কিন্তু ব্যাপারটা আপনার মাথায় ঢুকে নাই আমিও সৌদি আরবে থাকি মোটামুটি কাজ করতে পারি যেমন লাইন লাইটে ঢুকে লাইফটা জ্বালানোর পরে নিউটল দিয়ে চলে যায় তেমনি লাইন এবং আর্থিং লাইট জ্বালাতে পারে লাইন এবং নিউটল একসাথে হলে যেমনশর্ট করে লাইন এবং আর্থিং একসাথে হলেও শর্ট করবে সৌদি আরবে সার্কিট ব্রেকার আলাদা থাকে নিউটল বাঁচবার আলাদা থাকে এবং আর্থ বাঁচবার আলাদা থাকে
মনে করেন আমি কিছুই জানিনা এখন বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবকিছু ইলেকট্রিক্যাল কাজ শিখতে চাই ও জানতে চাই। এমন কোন চ্যানেল আছে। জাতীয় শুরু থেকে শেষ অবধি ইলেকট্রিক্যাল কাজ জানতে ও শিখতে পারি ভালো ভাবে
এটা চেক করার সময় যদি অন্য বোর্ডের সকেটে প্লাগ লাগানো থাকে এবং আর্থিং করা থাকে তবে চেক করার সময় তো লাইট জ্বালিয়ে চেক করি তবে আরথিং তারের মাধ্যমে তো অন্য বোর্ডে কারেন্ট যাবে? সেটাতে কি প্লাগ লাগানো জিনিস খারাপ হতে পারে?
😂😂😂If electric earthing is not done Leakage carrent not flow underground এর ফলে যে কোন দুর্ঘটনার ঘটতে পারে যেমন যে কোন ইলেকট্রিক ইকুপমেন্ট insulation Leakage থাকলে আপনাকে ইলেকট্রিক শক লাগতে পারে For this earthing is used to divert the leakage current underground😊😊😊😊
ভাই যে যাই বলুক না কেন আর্থিং থাকলে কাস্টমারের অনেক সুবিধা নিরাপদ থাকতে পারবেন 🤔🤔 যেমন একটা উদাহরণ দিলাম কারণ বাসা বাড়িতে সিঙ্গেল ফেস ইন্ডাকশন মটর ও যদি থাকে যদি কোন কারণবশত আপনার ইন্ডাকশন মোটরের ইনসুলেশন লিখেছ হয়ে যায় তাহলে আপনার ইনডেকশনের মোটরের উপর বিদ্যুৎ প্রবাহিত হবে এর ফলে আপনার দুর্ঘটনা বিপদজনক হয়ে যেতে পারে যেতে পারে যদি আপনার বাসা বাড়িতে আর্থিং করা থাকে তাহলে আপনার এই বিপদজনক দুর্ঘটনা সম্মুখীন হতে হবে না🤔 কারণ আপনার ইলেকট্রিক ইন্ডাকশন মোটর এর যে লিকেজ কারেন্ট প্রবাহিত হচ্ছিল সেটা মাটির নিচে discharged হয়ে যাবে ইলেকট্রিক আর্থিং করা থাকলে 😭😭😀😀😀👍👍
আপনার কথাটা আমি বুঝতে পারছি😅আপনি নিউট্রাল আর আর্থিং এর মধ্যে পার্থক্য যদি জানতে চাও তাহলে আমি আপনাকে একটা suggestion দেব এত টেকনিক্যালি বিষয়ে না গিয়ে একটা সরল সিম্পল আপনাকে আমি একটা কথা বলব digital multimeter কে AC range Set করে প্রথমে phase and neutral voltage Measure করবেন তাহলেphase and neutral voltage perfect rules অনুযায়ী according voltage পাবেন কিন্তু phase and earthing voltage Measure করেন তাহলে voltage মধ্যে একটু ডিফারেন্স পাবেন হয় কম হতে পারে হই একটু বেশি হতে পারে Simple answer😅😅😅😊😊 love you INDIA ❤❤
@@Urdhab92 আপনি কিচ্ছু বোঝেননি । আপনার বাড়ির কোনও একটি জায়গায় ভুল বা অন্য কারণবশত নিউট্রাল এবং আর্থিং এর তার একসাথে ঠেকে গিয়েছে। আপনি কীভাবে এই problem কে fix এবং solve করবেন?
দেখা যায় অনেক টেকনিশিয়ানের Proper নলেজ না থাকায় ভুলবশত DB BOX উল্টো ফালতু কালেকশন করে ফেলি এর জন্য হতে পারে এটার আরো অন্যান্য কারণ আছে দেখে আইডেন্টিফাই করতে হবে 😮😊😊 দেখো এখন আপনার প্রপার প্রবলেমটা কি খুলে explainকরে বলুন আমি বুঝতে পারছি না I will try to answer 😅😅❤❤
ভাইয়া উপস্থাপন টি ভালো ছিলো।
আমি একজন ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ান আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি।
এই পদ্ধতিতে আর্থিং এর সঠিক পরিমাপ করা সম্ভব নয়।
কারন আমাদের দেশে এমন অনেক টেকনিশিয়ান আছে যারা কিনা আর্থিং টানতে কষ্ট হবে বলে নিউট্রাল কে কমোন করে আর্থিং টার্মিনালে ধরিয়ে দেয়।
আর এই অবস্থায় যদি আপনি পরিমাপ করেন তাহলেও একই ভোল্টেজ পাবেন।
যেমন:-
L to N = 230 V
L to E = 230 V
আমার মতে আপনার এই পদ্ধতির চেয়ে ভালো হয় যদি
নিউট্রাল ও আর্থিং পরিমাপ করা হয়।
যেমন:- N to E = 0.5 হয় বা তার আসে পাশে হয় তাহলে বুঝতে হবে এখানে আর্থিং ঠিক আছে।
আমার মতামতে কোনো ভুল হলে জানাবেন।
ধন্যবাদ ভাইয়া।
সঠিক বলেছেন ❤
ধন্যবাদ , সুন্দর করে বুঝিয়ে বলার জন্য ❤
আপনার কে অনেক ধন্যবাদ আপনার ভিডিও অনেক সুন্দর লাগে
খুব গুরুত্বপূর্ণ ট্রপিক স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ,, অনেক সুন্দর করে বুজিয়ে বলছেন। ধন্যবাদ আপনাকে।
Apnar Class dekhte onk valo lage…onk moja kore bujhte pari. Onk dhonnobad sir
আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার, স্যার আপনাকে ধন্যবাদ,সহজেই নতুন একটা আইডিয়া দেয়ার জন্য।
ধন্যবাদ স্যার🎉🎉🎉
ধন্যবাদ ভাই
ধন্যবাদ চার
ভাই একাধিক ফ্লাটে আর্থিং এক সাথে করে একটা আর্থিং বাড়ে লাগানো যাবে কি না ?
ধন্যবাদ
দারুণ উপস্থাপন।
ভাই prepaid মিটার এ erthing করলে কি বিল বেশি আসবে। আর earthing করার propar সিস্টেম টা দেখান।
Love you India ❤❤❤❤
3/20 or 3/22 cable diye earthing er line deya jay?
লাইন এবং আর্থিং দিয়ে কোন ডিভাইস চালালে বিদ্যুৎ বিল কেমন হবে ?
Thanks boss
Very good
পল্লী বিদ্যুৎ মিটারের আগে নিউট্রালেই আর্থিং সংযোগ দেওয়া হয়।
সে ক্ষেত্রে করণীয় কি
etai right
আপনি যেভাবে আর থিংক কথা বললেন আমরা যারা বিদেশে কাজ করি বিশেষ করে আমি কাজ করি ইলেকট্রিকের নিউটন আর্থিং যখন লাগে তখন অটোমেটিক সার্কিট বেকার অফ হয়ে যায় আর লাইন আর আর্থিং লাগে এইগুলো ফায়ার করে আপনি যেভাবে দেখাইছেন বিদেশের সাথে মিল নেই
আপনি ইলেকট্রিক্যাল কাজ করেন ঠিকই কিন্তু ব্যাপারটা আপনার মাথায় ঢুকে নাই আমিও সৌদি আরবে থাকি মোটামুটি কাজ করতে পারি যেমন লাইন লাইটে ঢুকে লাইফটা জ্বালানোর পরে নিউটল দিয়ে চলে যায় তেমনি লাইন এবং আর্থিং লাইট জ্বালাতে পারে লাইন এবং নিউটল একসাথে হলে যেমনশর্ট করে লাইন এবং আর্থিং একসাথে হলেও শর্ট করবে সৌদি আরবে সার্কিট ব্রেকার আলাদা থাকে নিউটল বাঁচবার আলাদা থাকে এবং আর্থ বাঁচবার আলাদা থাকে
Top friend
মনে করেন আমি কিছুই জানিনা এখন বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবকিছু ইলেকট্রিক্যাল কাজ শিখতে চাই ও জানতে চাই। এমন কোন চ্যানেল আছে। জাতীয় শুরু থেকে শেষ অবধি ইলেকট্রিক্যাল কাজ জানতে ও শিখতে পারি ভালো ভাবে
এমন কোনোই চ্যানেল নেই, কিন্তু একটি বই আছে✅ বইটির নাম👉সচিত্র সহজ ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল শিক্ষা👈 বইটি দারাজে এভেইলেবল।
দারাজে সাচ দিলে আসে না তো ভাই @@SohanUA-camr1
আচ্ছা এই আর্থিং গুলো একত্রে মিলে আমরা কিভাবে দিব যদি বলতেন
ধরেন E N এর সাথে শর্ট করে রাখছে তখন..?????😊
ধরেন আপনি ফেস কেবল চেঞ্জ করলেন কোন কারনে, তখন যদি আপনি থ্রি পিন এর কোন কিছু ব্যবহার করেন সেটা শর্ট হয়ে যাবে।
আর্থিং কত মিটার মাটির নিচ থেকে করতে হয়?
এটাতো আপনার মাটির উপর নির্ভর করে হবে যেমন শুকনো মাটি ভেজা মাটি এটার উপর নির্ভর করে আপনার আর্থিং টা হবে 😢😢😢😮😮
@@Urdhab92 শুকনো মাটিতে কত মিটার দিতে হবে
এটা চেক করার সময় যদি অন্য বোর্ডের সকেটে প্লাগ লাগানো থাকে এবং আর্থিং করা থাকে তবে চেক করার সময় তো লাইট জ্বালিয়ে চেক করি তবে আরথিং তারের মাধ্যমে তো অন্য বোর্ডে কারেন্ট যাবে? সেটাতে কি প্লাগ লাগানো জিনিস খারাপ হতে পারে?
স্যার ভিডিওর মধ্যে এই বিষয়টা স্পষ্ট করা হয়েছে
E N শর্ট করা আছে তাহলে কি করে বুঝব ভাইয়া আমাকে বলবেন
❤❤❤❤
কিন্তু আর্থিং ও নিউট্রাল এক করে দিলে কি করে বুঝব ভাই
আচ্ছা এটা যদি আমরা টেস্টার দিয়ে টেস্ট করি তাহলে তো হবে নাকি তাহলে তো অযথা মাল্টিমিটার লাগতাছে না হ্যামার আমাদের
আর্থিং না করলে কি সমস্যা হয়??
😂😂😂If electric earthing is not done Leakage carrent not flow underground এর ফলে যে কোন দুর্ঘটনার ঘটতে পারে যেমন যে কোন ইলেকট্রিক ইকুপমেন্ট insulation Leakage থাকলে আপনাকে ইলেকট্রিক শক লাগতে পারে For this earthing is used to divert the leakage current underground😊😊😊😊
আপনার বাসায় যদি ধাদব জাতীয় পণ্য না থাকে তাহলে আর্থিং দরকার নাই। এখন কথা হল প্রত্যেকটি বাসায় একটা ফ্রিজ তো থাকেই 🤣 এখন করতেই হবে নাহলে বারী খাবেন 😱
ভাই যে যাই বলুক না কেন আর্থিং থাকলে কাস্টমারের অনেক সুবিধা নিরাপদ থাকতে পারবেন 🤔🤔 যেমন একটা উদাহরণ দিলাম কারণ বাসা বাড়িতে সিঙ্গেল ফেস ইন্ডাকশন মটর ও যদি থাকে যদি কোন কারণবশত আপনার ইন্ডাকশন মোটরের ইনসুলেশন লিখেছ হয়ে যায় তাহলে আপনার ইনডেকশনের মোটরের উপর বিদ্যুৎ প্রবাহিত হবে এর ফলে আপনার দুর্ঘটনা বিপদজনক হয়ে যেতে পারে যেতে পারে যদি আপনার বাসা বাড়িতে আর্থিং করা থাকে তাহলে আপনার এই বিপদজনক দুর্ঘটনা সম্মুখীন হতে হবে না🤔 কারণ আপনার ইলেকট্রিক ইন্ডাকশন মোটর এর যে লিকেজ কারেন্ট প্রবাহিত হচ্ছিল সেটা মাটির নিচে discharged হয়ে যাবে ইলেকট্রিক আর্থিং করা থাকলে 😭😭😀😀😀👍👍
বাজারে ৮ ফিট রট পাওয়া যায় সেটা দিয়ে কি করলে হবে নাকি
আপনার যদি প্রপার নলেজ না থাকে তাহলে আপনি সে কাজটা করতে যাবেন কেন Are you a local electrician bro 🙊🙊🙊😁😁😁😁
এই ভাবে যদি পেয়েছ আরতিনে লাগানো হয় তাহলে ব্রেকার ট্রিপ করবে না ?
আর্থিং তারে ক্ল্যাম্প মিটার লাগালে আমপিয়ার দেখায় কেনো...?
আর্থিং ও নিউট্রাল আলাদা করা আছে কি করে বুঝব ভাইয়া pl বলবেন
যখন আপনি দেখবেন তিনটা কেবল আছে তখন বুঝতে পারবেন সেখানে নিউটল ও আর্থিং আলাদা করা আছে।
ভাই নিউট্রল নাই ভাই,আরটিং দিয়া সব চলে,,আরটিং ই হল নিউট্রল,এখন এইটা চালাইতেছে তারা
আরফিং না করলে কি সমস্যা হবে
নিউট্রাল যে আর্থিং সাথে মিশে নেই , সেই পরীক্ষা করা যাবে কীভাবে ?
আপনার কথাটা আমি বুঝতে পারছি😅আপনি নিউট্রাল আর আর্থিং এর মধ্যে পার্থক্য যদি জানতে চাও তাহলে আমি আপনাকে একটা suggestion দেব এত টেকনিক্যালি বিষয়ে না গিয়ে একটা সরল সিম্পল আপনাকে আমি একটা কথা বলব digital multimeter কে AC range Set করে প্রথমে phase and neutral voltage Measure করবেন তাহলেphase and neutral voltage perfect rules অনুযায়ী according voltage পাবেন কিন্তু phase and earthing voltage Measure করেন তাহলে voltage মধ্যে একটু ডিফারেন্স পাবেন হয় কম হতে পারে হই একটু বেশি হতে পারে Simple answer😅😅😅😊😊 love you INDIA ❤❤
@@Urdhab92 আপনি কিচ্ছু বোঝেননি । আপনার বাড়ির কোনও একটি জায়গায় ভুল বা অন্য কারণবশত নিউট্রাল এবং আর্থিং এর তার একসাথে ঠেকে গিয়েছে।
আপনি কীভাবে এই problem কে fix এবং solve করবেন?
দেখা যায় অনেক টেকনিশিয়ানের Proper নলেজ না থাকায় ভুলবশত DB BOX উল্টো ফালতু কালেকশন করে ফেলি এর জন্য হতে পারে এটার আরো অন্যান্য কারণ আছে দেখে আইডেন্টিফাই করতে হবে 😮😊😊 দেখো এখন আপনার প্রপার প্রবলেমটা কি খুলে explainকরে বলুন আমি বুঝতে পারছি না I will try to answer 😅😅❤❤
ধন্যবাদ
আচ্ছা এটা যদি আমরা টেস্টার দিয়ে টেস্ট করি তাহলে তো হবে নাকি তাহলে তো অযথা মাল্টিমিটার লাগতাছে না হ্যামার আমাদের