Tomake chai | Lyrics . কোন এক সকালে তোকে প্রথম দেখেছি, মনের এই গভীরে তোকে আমার করেছি। গোধূলিরই রং আলতো ছোঁয়ায় ছুঁয়ে দে আবার .. একটুখানি সাজ নেমে অন্ধকারে হাতে হাত রেখে উড়ে বেড়াই, উড়ে বেড়াই.. আজ ঘুরে ঘুরে মন উড়ে উড়ে তোকে চাই কাছে বারেবার, মন দেওয়ানা করে ছলনা তোকে খুঁজে ফিরি বারেবার। তোমাকে চাই, তোমাকে চাই আমি শুরু থেকে শেষ তোকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই আমি শুরু থেকে শেষ তোকে চাই। দেখে লাগে জানি কেমন বোঝাতে পারিনি আমি তখন, মায়া ভরা চোখে চেয়ে আমাকে করেছে শেষ, আমিও হয়েছি পাগল। তোকে ছাড়া আমার কাটেনা সময় কিভাবে বোঝাই, তোকে কত করে চাই, রাত দিন আমার, কাটে নিরালায় ভেবে কি জাদু চোখে, কি মায়া জড়ালে আজ উড়ে উড়ে মন ঘুরে ঘুরে তোকে চাই কাছে বারে বার, মন দেওয়ানা করে ছলনা তোকে খুঁজে ফিরি বারেবার। তোমাকে চাই, তোমাকে চাই আমি শুরু থেকে শেষ তোকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই আমি শুধু যে তোমাকে চাই..
৫ টি বছর পর এখনো তাকে দেখলে চোখ দিয়ে অজান্তেই পানি চলে আসে 😓আসলে ভালবাসার কোনো শেষ হয় নাহ মানুষ আসবে যাবে কিন্তু যে যাকে ভালবাসে তা একান্তই মনের এক কোনে থেকে যাবে❤️❤️ respect my love😊
তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর একটা গান শুনা হতো না প্রিয়। স্মৃতি রেখে গেলাম😮 যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটা গুনবে তখন কেউ Like দিলে Notification পেয়ে আমি আবারো শুনতে আসবো প্রিয় গানটা।
The drama is very beautiful. Jovan Niha's performance was amazing. I want to see more dramas of this pair Thanks to the director for presenting such a beautiful play
This Tanvir Evan & Piran khan duo are actually gem of this current era..They both are nailing their own song again & again..Nice song & smoothing voice brother❤️
কেন জানি গানটির মায়াতে পড়ে গেলাম।যত বার শুনি তত বারই যেন আরো বেশি শুনতে ইচ্ছে করে।। ধন্যবাদ @Tanveer Evan ভাই এত সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য।।😊❤
গানটা মোবাইলে ডাউনলোড করে রেখেছি, প্রায় প্রতিদিনই শুনা হয় গানটি, এ যেন আরেকটা মায়া 😍 বিশেষ করে এই লাইনটার প্রতি, " আমি শুরু থেকে শেষ তোকে চাই " 🥰🥰 Great Job Tanveer Evan 😊❤️
জোভান,তানভীর ইভান আর পিরান খান একসাথে মানেই অসাধারণ কিছু। কখনো 'অভিযোগ', কখনো 'অজানায়', কখনো 'অভিমান', কখনোবা 'তোমাকে চাই' সবগুলোই দারুণ। এভাবে আরো গান চাই।💙💙💚💙
আমি শুরু থেকে শেষ সবটুকুতে শুধু তোমাকেই চেয়েছি, আমার প্রতিটি নিশ্বাস এখনো শুধু তোমাকেই চায়, 😌 কিভাবে বোঝাই তোকে কতটা চাই😌 তুমি কেন বিশ্বাস করোনা,আমার সবটুকু জুড়ে শুধু তোমাকে চাই😌 তোকে ছাড়া আমার কাটে না সময় কিভাবে বোঝাই তোকে কত করে চাই😌 তোমাকে চাই,তোমাকে চাই,আমি শুরু থেকে শেষ শুধু তোমাকেই চাই😌 তানভীর ইভানের কন্ঠে সত্যিই এক প্রকার যাদু আছে, উনি যেই গানই গায় না কেন সেটাই হৃদয়ে ছুয়ে যায় 🥰 স্মৃতি রেখে গেলাম, পরবর্তী জেনারেশন যখন শুনবে বুঝতে পারবে এই সময়টাই ছিলো সোনার বাংলাদেশের রেভোলিউশনের সময়! 🖤🇧🇩
আমি সব হারিয়ে ফেলেছি এই জীবনের তাগিদে। হয় তো সেই সময় আমি আর ফিরে পাবোনা। শুধু স্মৃতি গুলোকে জড়িয়ে সকলের আড়ালে কাঁদতে পারবো। সকলে ভাবে আমার কিছু মনে নেই। কারণ আমি তো তাদের বুঝতে দেই না যে সেই স্মৃতি গুলো আজো আমাকে রাতের আধারে কাঁদায়।🥺
অতিতে আমি শুরু থেকে শেষ তোমাকে চেয়েছি। এখন চাই না কারণ আমি জানি তোমাকে আমি আর পাবনা। তাই অতীতের স্মৃতি ভেবে তোমাকে ভালোবাসি।🌸 আমি যতবার মন খারাপ করি ততবার তোমার জন্য দোয়া করি তুমি ভালো থেকো প্রিয় 🖤
নিহাকে আমি এখন সব নায়িকাদের থেকেই বেশি পছন্দ করি। তার কথার উচ্চারণগুলো সুন্দর এবং মাধুর্যপূর্ণ। কান্না জরিত এই ছবিতে তাকে খুবই কিউট লাগছে। I wish her for a good future.
এই সব গান ইউটিউবে Trending এ থাকে না, কিন্তু হাজারো মানুষের হৃদয়ে থাকে । 🖤🥀 মানুষের মনের শহরে যে কথা বসবাস করে তা নিয়ে গান তৈরি করা । প্রিয় Tanveer Evan ভাই 🫰🫶
আজ উড়ে উড়ে,মন ঘুরে ঘুরে তোকে চাই কাছে বাড়েবার ॥ মন দেওয়ান,করে ছলনা তোকে খুঁজে ফিরেহ বারেবার ॥ তোমাকে চাই,তোমাকে চাই, আমি শুরু থেকে শেষ তোকে চাই। love this partt 🖤🖤🖤🖤
Vaiea evan tar Instagram er Post ea bolase ja sa song kub duruto deta cai but song ta ready korta time lage vaiea ar ai bar pirn khan vai Late korse 🌸💙
আজ 3 মাস হয়ে গেল আমি আমার ভালোবাসা কে নিজেই বিচ্ছেদ করে দিয়েছি কষ্ট বুকে নিয়েও সরে এসেছি,,, আমাদের ভালোবাসার বিচ্ছেদের কারণ হলো দূরত্ব, আজও অনেক ভালোবাসি তাকে💔🙃 আগের মতনই,,, তাকে পেয়ে গেলে হয়তো গানটার মানে বুঝতাম না কমেন্ট করে গেলাম যদি কেউ লাইক দেয় তাহলে আবার আসবো গান টা শুনতে
আমি একজন ভাঙা হৃদয় এর মানুষ 😅 আমি অনেক দিন একা ভালো ছিলাম কিন্তু এই গান শোনার পর আর ভালো নেই 🙂💔 কারণ আমি আপনার গানে আমার প্রেমে পড়ার আগ মূহুর্ত অনুভব করতে পাড়ি আবার বিচ্ছেদের তীব্র কষ্টের যন্ত্রণা অনুভব করতে পাড়ি 🙏
Tomake chai | Lyrics .
কোন এক সকালে
তোকে প্রথম দেখেছি,
মনের এই গভীরে
তোকে আমার করেছি।
গোধূলিরই রং আলতো ছোঁয়ায়
ছুঁয়ে দে আবার ..
একটুখানি সাজ নেমে অন্ধকারে
হাতে হাত রেখে
উড়ে বেড়াই, উড়ে বেড়াই..
আজ ঘুরে ঘুরে মন উড়ে উড়ে
তোকে চাই কাছে বারেবার,
মন দেওয়ানা করে ছলনা
তোকে খুঁজে ফিরি বারেবার।
তোমাকে চাই, তোমাকে চাই
আমি শুরু থেকে শেষ তোকে চাই,
তোমাকে চাই, তোমাকে চাই
আমি শুরু থেকে শেষ তোকে চাই।
দেখে লাগে জানি কেমন
বোঝাতে পারিনি আমি তখন,
মায়া ভরা চোখে চেয়ে
আমাকে করেছে শেষ,
আমিও হয়েছি পাগল।
তোকে ছাড়া আমার কাটেনা সময়
কিভাবে বোঝাই, তোকে কত করে চাই,
রাত দিন আমার, কাটে নিরালায় ভেবে
কি জাদু চোখে, কি মায়া জড়ালে
আজ উড়ে উড়ে মন ঘুরে ঘুরে
তোকে চাই কাছে বারে বার,
মন দেওয়ানা করে ছলনা
তোকে খুঁজে ফিরি বারেবার।
তোমাকে চাই, তোমাকে চাই
আমি শুরু থেকে শেষ তোকে চাই,
তোমাকে চাই, তোমাকে চাই
আমি শুধু যে তোমাকে চাই..
❤❤
Love you tanveer vai.........
❣️❣️❣️❣️❣️❣️❣️
Eto sundor lyrics,,,, uffff. Sotti buke pain suru hoiye jai.🏆🏆🏆🏆🏆
Nice song
বাংলাদেশের মধ্যে ভাই তুমি আমার সবচেয়ে পছন্দের একটা অন্যতম গায়ক❤😊
2:35 মায়া ভরা চোখে চেয়ে আমাকে করেছে শেষ,আমিও হয়েছি পাগল। ❤️
which is your favourite line from the song?
Love you bhiyya
Darun gaicho brother
আজ ঘুরে ঘুরে মন উড়ে উড়ে,
তোকে চাই কাছে বারেবার।
তোমাকে চাই তোমাকে চাই
আমি শুরু থেকে শেষ তোকে চাই🥰
we are big fan you❤ and Atif Aslam❤
বহুদিন পর আবার দারুণ কিছু।💙
৫ টি বছর পর এখনো তাকে দেখলে চোখ দিয়ে অজান্তেই পানি চলে আসে 😓আসলে ভালবাসার কোনো শেষ হয় নাহ মানুষ আসবে যাবে কিন্তু যে যাকে ভালবাসে তা একান্তই মনের এক কোনে থেকে যাবে❤️❤️
respect my love😊
গানটা যতই শুনছি ততই মুগ্ধ হচ্ছি৷ তানভীর ইভান আর পিরান খানের জুটি অনবদ্য। ভালোবাসা রইলো ভারত থেকে 🇮🇳
Hmm
❤😊
❤️❤️
Hmm ❤❤❤❤
তানভীর ইভানের কন্ঠে সত্যিই এক প্রকার যাদু আছে। উনি যেই গানই গায় না কেন সেটাই হৃদয়ে ছুয়ে যায়। 🥰
ভাই যাদুর সাথে মায়া ও আছে
Pavo na taka...kintu takboo chaii
বাংলা গান জগতে অন্যতম সুন্দর কন্ঠের অধিকারী শিল্পী
@@siamshiekh5517 সহমত 💕
ডহবত চুজ্ হরকপম 😂❤
জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো - হয়তো অবৈধ, নয়তো নিষিদ্ধ, হয়তো দামী, নয়তো অন্যকারোর..🖤
😞😓😩
রাইট
right kotha ✌☺
রাইট
Right
কারা কারা নাটকটি দেখে গান শুনতে আসছেন? ❤
🙋♀️
আমার
Ami
Ami
নাহ,,এনে বাল ফালাইতে আসছি😑
ভাগ্যিস বাঙালি হয়ে জন্মে ছিলাম, নাহলে এমন গান শোনার সৌভাগ্য হতো না, যে গানের প্রতিটি লাইন হৃদয়ে কাঁটার মতো ফুটে ওঠে।😌
সত্যি একমত।
Humm 😊
স্মৃতি রেখে গেলাম যতবার রিয়েক্ট পড়বে ততবার এসে গানটা শুনে যাব❤
Jovan+Tanveer+Piran=BEST COMBINATION❤
Right...
😀😀
Probir roy Chowdhury k baad deya jbe na
Joban mane sondor obinetri
ফাইনালি পুরো গানটা রিলিজ হয়েই গেলো। 🥰
এটার জন্যই অপেক্ষায় ছিলাম। 😇❤
ধন্যবাদ!
তোমাকে চাই.....
অনেক অসাধারণ
ভালোবাসা রইলো পাশের দেশ india থেকে।🇮🇳🇮🇳
ভালোবাসার মধ্যে না, পাওয়ার চেয়ে হারানোর ভয়টা বেশি থাকে🥺
Thik😌 hariye felle soto chaileo ar ferano jayna
ভালোবাসার মানুষটা নাপায়েলে কতটা কষট পায় কেয় বুজবেনা😢😢😢😢😢😢😢😢
ভালোবাসার মানুষটা কে নাপায়েলে কতটা কষট পায়
😢😢😢😢😢
love❤❤❤
একটা গান তিন-চারবার শুনলেই বিরক্ত লেগে যায় কিন্তু হাজার বার সূরা ফাতিহা শুনতে বিরক্ত লাগেনা😒😶 আলহামদুলিল্লাহ ❤
vai ai doronar moment kora tik nay
Islam niya ar sata tolona kora tik nay
বক বক কম কর
🤣
Vai van shuna haram tai comment box a aisa Islamic kotha na lakhlao paren
He can easily finish the song by his killing voice.
He don't need autotune...
Tanveer Evan ❤
প্রবীর রায় চৌধুরীর পরিচালনা এবং জোভান ভাইয়ার Performance.. সাথে Tanveer ভাইয়ার সংগীত সব সময়ই Superhit🔥🔥 Love From India❤🇮🇳
স্মৃতি হিসেবে রেখে দিলাম।।কেউ শুনতে আসলে লাইক দিবে নোটিফিকেশন পেয়ে আবার শুনতে আসবো🥰 কারন আমি যে তাকেই চাই
আমি চাই আমার জন্য আপনি আবার গানটা শোনেন, আবার আপনার তার কথা মনে উঠক, sry😔😌
আসেন এখন গান সুনে জান ভাইয়া😮
এই গানটি যতবার শুনি তত বেশিই ভালোলাগে ❤
Tnxx vai
😢😢😮
Anyone in 2025 !?
এই সব গান হইয়ো ইউটিউব এ Trending এ থাকে না, কিন্তু হাজার মানুষের হৃদয়ে থাকে 🥀❤️
hmmmmmmmmmmm vaiya........🥰🥰🥰🥰
@@mdjmjamal7783 ধন্যবাদ
Trending a thake na?😄
@@auroramahbuba 🙃
@@auroramahbuba hi 🥺🥀
আমি এই আশায় এখানে একটা কমেন্ট করে গেলাম যে,যখনি কেউ ভবিষ্যতে এটাতে একটা লাইক করবে আমি আরো একবার এই মাস্টারপিসটা শোনার সুযোগ পাব!🖤
Onk souyab er kaj korsen valo laghse😂
Tanveer Evan + Piran Khan + Jovan = Real Magic 💫💫💫
এই সব গান ইউটিউব এ Trending থাকে না, কিন্তু হাজারো মানুষের হৃদয়ে থাকে 🖤🥀
তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর একটা গান শুনা হতো না প্রিয়। স্মৃতি রেখে গেলাম😮 যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটা গুনবে তখন কেউ Like দিলে Notification পেয়ে আমি আবারো শুনতে আসবো প্রিয় গানটা।
কারা এই গানটা 2024 সালে শুনতেছেন। ❤
The drama is very beautiful. Jovan Niha's performance was amazing. I want to see more dramas of this pair Thanks to the director for presenting such a beautiful play
He don't need Auto tune
He can easily finish the song by his killing voice
Tanveer evan 🥀🔥
বাংলাদেশের নাটক যেমন সুন্দর গান গুলো তেমনি সুন্দর। পুরো হৃদয় ছুঁয়ে যায়।
Love for Bengali drama from Kolkata.❤️
Thanks❤❤❤
Ekdom
Tanveer evan + jovan parfect combo Love from india 🇮🇳🇮🇳
মা তো মা ই , মায়ের কোন তুলনা হয়না।☺️
মা পৃথিবীর শ্রেষ্ট সম্পদ , পৃথিবীর সকল মা ভালো থাকুক সুস্থ থাকুক 🙏😌
Love you Ma ❤️
2024 18 September. সৃতি রেখে গেলাম নোটিফিকেশন পেলে আবার আসবো গানটা শুনতে😔😔🥰🥰
কন্ঠ এতটাই মধুর শুধু শুনতেই মনে চায়❤️
তানভীর ইভান এবার তানজিন তিশাকে নিয়া এমন একটা গানে চাই❤️❤️
Another masterpiece👌👌
3:05 আজ উড়ে উড়ে মন ঘুরে ঘুরে তোকে চাই কাছে বারে বার । this line separeted fanbase ❤
"লাভ সেমিস্টার " আমার খুব প্রিয় নাটক💖 আমার মতো কে এই নাটকটা পছন্দ করেন।।
This Tanvir Evan & Piran khan duo are actually gem of this current era..They both are nailing their own song again & again..Nice song & smoothing voice brother❤️
গভীর ভাবে ভালোবাসলে কয়েক যুগ অব্দি অপেক্ষা করা যায়,প্রত্যেক টা সেকেন্ডে তার অনুভব এ তৃপ্তি পাওয়া যায়।❤️
এই নাটকটাই তার প্রমাণ🌻
Natok er nam ki?
@@mdmasumbillah7487Love Semester
You are right vaiya
2:45 তোকে ছাড়া আমার কাটে না সময় কিভাবে বোঝায় তোকে কত করে চাই - is my favourite line from this song
Us
সব ইচ্ছা কি আর পূর্ণ হয়..!
মাঝে মাঝে অপূর্ণতা নিয়ে বাঁচতে হয়.! 🥀🥺
ভালোবাসায় কিছু পাওয়ার চেয়ে, হারানোর ভয়'টা বেশি😇😌
- নিজের মূল্য বুঝানোর জন্য হারিয়ে যাওয়াটা প্রয়োজন!🖤🌸
আমি চোখ বুজে বলছি। এবার মেরিল-প্রথম আলোর সেরা গান হবে "তোমাকে চাই" কারণ গানটা 2023 সালের One of the best song.❤️Love you "piran" "Evan" "Jovan"❤️😘
স্মৃতি রেখে গেলাম, পরবর্তী জেনারেশন যখন শুনবে বুঝতে পারবে এই সময়টাই ছিলো সোনার বাংলাদেশের রেভোলিউশনের সময়! 🖤🇧🇩
কেউ সৃষ্টির প্রেমে পাগল 😢
আবার
কেউ সৃষ্টার প্রতি প্রেমে পাগল
হায়রে মানুষ তোমরা কবে বুজবে
এ কেমন নির্দয় নির্লজ্জ রাত! তাকেও ভুলতে দিচ্ছে না,
আর কাউকেও মনে আসতে দিচ্ছে না!🥀
কেন জানি গানটির মায়াতে পড়ে গেলাম।যত বার শুনি তত বারই যেন আরো বেশি শুনতে ইচ্ছে করে।।
ধন্যবাদ @Tanveer Evan ভাই এত সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য।।😊❤
গানটা মোবাইলে ডাউনলোড করে রেখেছি, প্রায় প্রতিদিনই শুনা হয় গানটি, এ যেন আরেকটা মায়া 😍
বিশেষ করে এই লাইনটার প্রতি, " আমি শুরু থেকে শেষ তোকে চাই " 🥰🥰
Great Job Tanveer Evan 😊❤️
Finally, the most awaited song is out❤️ আজ সারারাত লুপে চলবে এইটা🌠
only Tanveer Evan and Jovan can together make this unique art and passion on screen musically !!
ভারতে আছে আরিজিত সিং, পাকিস্তানে আছে আতিফ আসলাম, আর বাংলাদেশে আছে তানভীর ইভান 🥰😍
বাংলার ভয়েস কিং। ❤️♥️🌹😍
Arijit Singh o Bangla er ,r tanveer Ivan I love , bangali hisebe garbito
@@sampa_chakraborty Arijith Sing Bangladesh er na vai, Kolkatar........ West Bengal r Bangladesh ki eki hoilo. 🙄😂😂
তানভির ইভেনের কন্ঠে কি জানো একটা আলাদা মায়া আছে 😌💫
যে গান টাই গায় হৃদয় ছুয়ে আরো ভিতরে চলে যায় 😩💫
2:04 থেকে 2:24 flute এর verse টা just awesome. যতোবার শুনি ততোবার তোমাকেই মনে পড়ে প্রিয় 💔😔😪
Vaggis Ami Bangali tai tanveer er gangulor sakkhi thakchi.... Onek valobasa nio Tanveer love from Bharatvarsha🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
জোভান,তানভীর ইভান আর পিরান খান একসাথে মানেই অসাধারণ কিছু।
কখনো 'অভিযোগ',
কখনো 'অজানায়',
কখনো 'অভিমান',
কখনোবা 'তোমাকে চাই'
সবগুলোই দারুণ। এভাবে আরো গান চাই।💙💙💚💙
অনুভুতি 🥰
@@sayemalarham3916 ওটা সাহিলের গাওয়া.... তানভীর ইভানের নয়।💝
1:24 💖💖
Magical voice ❤
2:34😅
It’s totally wow performance 🥺
এমন একটা রাত যায় এমন একটি মহুর্ত যায় যেখানে শরীরের প্রতিটি অঙ্গে ও মনে লেগে থাকে এই গানটি শোনার জন্য
Jovan's transformation in this natok was Fantastic 😍
আমি শুরু থেকে শেষ সবটুকুতে শুধু তোমাকেই চেয়েছি, আমার প্রতিটি নিশ্বাস এখনো শুধু তোমাকেই চায়, 😌 কিভাবে বোঝাই তোকে কতটা চাই😌 তুমি কেন বিশ্বাস করোনা,আমার সবটুকু জুড়ে শুধু তোমাকে চাই😌
তোকে ছাড়া আমার কাটে না সময় কিভাবে বোঝাই তোকে কত করে চাই😌 তোমাকে চাই,তোমাকে চাই,আমি শুরু থেকে শেষ শুধু তোমাকেই চাই😌
তানভীর ইভানের কন্ঠে সত্যিই এক প্রকার যাদু আছে, উনি যেই গানই গায় না কেন সেটাই হৃদয়ে ছুয়ে যায় 🥰
স্মৃতি রেখে গেলাম, পরবর্তী জেনারেশন যখন শুনবে বুঝতে পারবে এই সময়টাই ছিলো সোনার বাংলাদেশের রেভোলিউশনের সময়! 🖤🇧🇩
bhai song ta kolizay lagce😊😊😊
১ মিলিয়ন হয়ে গেলো গানটা কতবার শুনছি হিসেব নেই যতবার শুনি ততই ভালো লাগে ❤
তানভীর ইভান বাংলাদেশের একজন সর্বকালের সেরা একজন লিজেন্ড 😍😍😍
তাকে ভালবাসি দীর্ঘ আট বছর জানি সে আমার ভাগ্যে নাই। তবুও নিজের পবিত্র চাওয়া থেকে শেষ সূর্যস্ত পযর্ন্ত বলবো তোমাকে চাই। ❤️
আজ ঘুরে ঘুরে ..মন উরে উরে... তোকে চাই কাছে বারে এ বার ♥️1:24
তোমাকে চাই তোমাকে চাই ....😥
আমি শুরু থেকে শেষ তোকে চাই 🫀
আমি সব হারিয়ে ফেলেছি এই জীবনের তাগিদে। হয় তো সেই সময় আমি আর ফিরে পাবোনা। শুধু স্মৃতি গুলোকে জড়িয়ে সকলের আড়ালে কাঁদতে পারবো। সকলে ভাবে আমার কিছু মনে নেই। কারণ আমি তো তাদের বুঝতে দেই না যে সেই স্মৃতি গুলো আজো আমাকে রাতের আধারে কাঁদায়।🥺
হৃদয় ছুয়ে যাওয়ার মতো একটা গান ❤এক কথায় অসাধারণ ☺️
অতিতে আমি শুরু থেকে শেষ তোমাকে চেয়েছি। এখন চাই না কারণ আমি জানি তোমাকে আমি আর পাবনা।
তাই অতীতের স্মৃতি ভেবে তোমাকে ভালোবাসি।🌸
আমি যতবার মন খারাপ করি ততবার তোমার জন্য দোয়া করি তুমি ভালো থেকো প্রিয় 🖤
নিহাকে আমি এখন সব নায়িকাদের থেকেই বেশি পছন্দ করি। তার কথার উচ্চারণগুলো সুন্দর এবং মাধুর্যপূর্ণ। কান্না জরিত এই ছবিতে তাকে খুবই কিউট লাগছে। I wish her for a good future.
এই সব গান ইউটিউবে Trending এ থাকে না, কিন্তু হাজারো মানুষের হৃদয়ে থাকে । 🖤🥀 মানুষের মনের শহরে যে কথা বসবাস করে তা নিয়ে গান তৈরি করা । প্রিয় Tanveer Evan ভাই 🫰🫶
Tanveer Evan ভাইয়ের ক্যারিয়ারের one of the best song💗🥰
LoL. Oviman Avijog Maine Royaan oigula seraah
এই গানগুলা কি পিরান খান বানাই আর শুর দেয় তানভীর ইভান?
@@tanmaydebnath2136 নাহ।পিরান খান শুধু মিউজিক মেইক করেছে।লেখা + সুর,তানভির ইভানের নিজের
@@mdsadbinislam8683 তুমি আমার অনেক সুখের এক ভালোবাসা নিল এটা পিরান খান নিজে সুর দিছে প্রথম
@@souravkhan9010 I said one of the best
Valo kore dekhe tarpor comment koro😒
Tanveer er romantic gaan gulo sunle ami nijei harie jay gaan er moddhe
গানটার সাথে জীবনের অনুভূতি গুলো মিলে যায়...❤❤ জীবনটা অনেক সময় যেন গান হয়ে যায়.
নাটক টা যখন দেখেছি তখনি গান টি সুনে অনেক ভালো লেগেছে অনেক অনেক যা প্রকাশ করার মতো না ❤❤
তোমাকে চাই শুধু তোমাকে চাই, শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে চাই।
তোকে ছাড়া কাটেনা সময়, আমার মানুষটাকে চাই।🌻
এইসব গান গুলো শুনলে মনে হয় জীবনে একবার হলেও প্রেম করি🙂🥰
কিন্তু আফসোস আজও একটা প্রেম করতে পারলাম না
করোনা বিয়া করে khob ভালো বাসবা ❤
😂😂😂❤❤❤
আজ উড়ে উড়ে,মন ঘুরে ঘুরে
তোকে চাই কাছে বাড়েবার ॥
মন দেওয়ান,করে ছলনা
তোকে খুঁজে ফিরেহ বারেবার ॥
তোমাকে চাই,তোমাকে চাই,
আমি শুরু থেকে শেষ তোকে চাই।
love this partt 🖤🖤🖤🖤
Kake chayso amn kore
@@AshfaqueHamzah jst sayong the lyrics 🙂🙃
যার হৃদয় ভেঙ্গেছে সে ছাড়া কেউ এই ফিল বুঝতে পারবে না।💔🥲
Tanveer Evan ....❤️❤️❤️
Love 🇧🇩🇮🇳
এই ঈদে রিলিজ পাওয়া সবছেয়ে প্রিয় গান। একবার শুনলে বার বার শুনতে ইচ্ছে করে। 🥰
যেমন নাটক, গানটিও তেমনি।।অসাধারণ তানভীর এবং জোভান
বার বার শুনলেও যেনো মন টা চাইছে আবার শুনি ❤ । Love from Bengal 😊
কিছু মানুষ তো প্রিয় মানুষ কে পাবে না জেনেও ভালোবেসে যাই😥
ভালোবাসি প্রিয় ❤️
It's really true 🥺
স্মৃতিতে শুধু তুমিই আছো।
প্রতিমুহূর্তে তোমাকেই খুঁজে বেড়াই।
হয়তো তুমি নেই,
কিন্তু তোমার প্রতিচ্ছবি একে যায়।
রাত দিন কাটে নিরালয়।
ভিষণ ভবে তোমাকেই খুঁজে বেড়াই।
আমি তোমাকেই চাই, তোমাকেই চাই।
একদিন তুমি অবশ্যই খুঁজে পাবে❤️🔥
প্রতিদিন যেহেতু গানটি শুনি, তাই কমেন্টে রেখে গেলাম , এরপর লাইক দেখে বুঝে নিব কতজন গান শুনতে এসে পড়ে গেল। ❤😊
কত মানুষের গান শুনেছি... তানভীর ইভান সত্যি তুমি জাদুকর...❤
সত্যিই অসাধারণ ❤❤❤❤
অনলি তানভীর ইভান ভাইয়ের ভক্তরা সবাই সাড়া দাও.......অনেকদিন পর তার কণ্ঠে অসাধারণ একটা গান শুনলাম....গান টা খুব ভালো লাগছে ❤।
গানটা শুনার আগে,,
নাটকটা দেখেছিলাম..!
গানটা এতই মনোমুগ্ধকর যে
নাটক থেকে ক্রপ করে বার বার শুনেছি 🌸🌼
Same
Kokhono prio manus take bolte parini.....tomake cai.. Suru theke ses tomakei cai😄🥀ar kokhono boltew parbona🙂...kintu jokhoni ganta suni monehoy take bolchi.... Tomakeii cai❤️
Tanveer Evan মনে হয় আমাদের নিয়ে একটু কম চিন্তা করে,, তাই এতো মধুর কন্ঠে এতো কম গান কেনো গায়🥺
প্রতি সাপ্তাহ একটা করে গান ফেলেও খুশি হতাম☺️❤️
Vaiea evan tar Instagram er Post ea bolase ja sa song kub duruto deta cai but song ta ready korta time lage vaiea ar ai bar pirn khan vai Late korse 🌸💙
নাহ এটাই ঁভালো
গানটা রোজ ১০০বারের উপর শুনি ❤️🩹✨ তারপর যেন নতুন লাগে😅😇
নাটকটির সথে আমার জিবনের কিছু কিছু মিল রয়েছে। ❤❤❤❤
নেহার প্রথম নাটক দেখেই নেহার প্রেমে পড়ে গিয়েছি 😍🙂❤️
Right
আজ 3 মাস হয়ে গেল আমি আমার ভালোবাসা কে নিজেই বিচ্ছেদ করে দিয়েছি কষ্ট বুকে নিয়েও সরে এসেছি,,, আমাদের ভালোবাসার বিচ্ছেদের কারণ হলো দূরত্ব, আজও অনেক ভালোবাসি তাকে💔🙃 আগের মতনই,,, তাকে পেয়ে গেলে হয়তো গানটার মানে বুঝতাম না কমেন্ট করে গেলাম যদি কেউ লাইক দেয় তাহলে আবার আসবো গান টা শুনতে
কিছু মানুষ থেকে দূরে সরে যাওয়াটায় ভালো🖤
আমি তাঁকে কোন এক বিকালে প্রথম দেখেছি❤🥀
Fall in love all over again with this iconic song🖤
Enjoyed singing it ❣️
ফাইনালি গানটা রিলিজ❣️। আহা তানভীর ইভান ভাইয়ের গান গুলো শুনলে ভিন্ন এক জগতে চলে যায় 😍🥀।
কি যে একটা অনুভূতি কাজ করে 🥰
শুদ্ধ বাংলা ভাষা গান বা নাটক দেখতে হলে বাংলাদেশের নাটক আমার খুব খুব ভালো লাগে।
- হুট করে অসহায় লাগার ব্যাপার'টা"
সত্যিই শ্বাসরুদ্ধকর.!😅🥀
তোমাকে চাই...তোমাকে চাই❤
আমি শুরু থেকে শেষ তোকে চাই🥺❤️🩹
এমন কোন সকাল নেই যে এই গানটা আমি শুনিনা। আজ ১ মাস হয়ে গেল প্রিয় মানুষের কোন খোজ নেই।
আমি একজন ভাঙা হৃদয় এর মানুষ 😅
আমি অনেক দিন একা ভালো ছিলাম কিন্তু এই গান শোনার পর আর ভালো নেই 🙂💔
কারণ আমি আপনার গানে আমার প্রেমে পড়ার আগ মূহুর্ত অনুভব করতে পাড়ি আবার বিচ্ছেদের তীব্র কষ্টের যন্ত্রণা অনুভব করতে পাড়ি 🙏
Tanveer Evan ভাই মানেই মনের প্রশান্তি❤