মধু কাটতে যাই | মহা ঝুঁকির কাজ | পর্ব ০৫ | সিজন ১১ | লবণ জলে জীবন জ্বলে | Mohsin ul Hakim
Вставка
- Опубліковано 8 лют 2025
- মধু কাটতে যাই | মহা ঝুঁকির কাজ | পর্ব ০৫ | সিজন ১১ | লবণ জলে জীবন জ্বলে | Mohsin ul Hakim
সবাই মিলে মৌচাক থেকে মধু কেটে আনবো আজ। সকাল বেলা মৌয়ালরা চাক দেখে এসেছেন। মৌমাছির আক্রমণ থেকে বাঁচতে প্রস্তুতি নিয়ে রওনা দিলাম। যাবো ছোট্ট একটি খালে। তারপর হাঁটা পথ।
এবছর সুন্দরবনের এদিকটায় কয়েকবার বাঘের আক্রমণ হয়েছে। তাই একটু বাড়তি সতর্ক ছিলাম। মধু কাটার পুরো প্রক্রিয়া নিয়ে আজকের পর্ব।
#লবণজলেজীবনজ্বলে
#Season11 #Sundarbans
Enjoy and stay connected with me:
Subscribe to Mohsin-UL Hakim on :
UA-cam / mohsinulhakim
Like Mohsin-UL Hakim on
Facebook / mohsinsundarban
Instagram ID: / mohsinulhakim
#Pirates_of_Sundarbans #Mohsin_UL_Hakim
মধুর চাকটা দেখে সত্যিই অসাধারণ লেগেছে এবং কোরআন শরীফের সুরা আন নাহল এর কথা মনে পড়ে গেল আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ ❤
অসাধারন কর্মকান্ড।আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই দৃশ্যো দেখানর জন্য।কতটা ঝুকি এইসব জীবন ধারনের।এরা দীর্ঘ জীবি হোক পরিবারসহ।আপনারাও সুস্থ থাকুন।🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
একা কেউ কখনো সফল হতে পারে না। আমরা সবাই সবাইকে সার্পোট করি। সবাই এক সাথে সফল হবো,ইনশাআল্লাহ।
Mmm 1😮@@anamulhaque2562
আপনার সাথে একবার সুন্দরবন যাওয়ার ইচ্ছা রইলো । যদি সুযোগ হয় যাওয়ার খুব ইচ্ছা ।
সময় সুযোগ করে যাবেন ভাই
Ai modu nite cai.....niyer kono bebosta hobe ki
আপনার প্রত্যেকটা ভিডিও আমি দেখেছি । নতুন সিজন টা দেখা শুরু করলাম । অবসরে আপনার ভিডিও দেখি আর মনে হয় আমিই যেনো সুন্দরবনে আছি । ইনশাআল্লাহ যাবো একদিন আপনার সাথে । বেলায়েত ভাই এর টলারে বসে রাতে দোতারা বাজিয়ে গান গাইবো । সাথে বেলায়েত ভাই এর কালার ছাড়া রান্না খাবো ইনশাআল্লাহ
Prieo rabbi vai k amra belayet vai er shate dekhte chay
@@kamruzzamanrabbi আমরাও অপেক্ষায় রইলাম ভাই.রাতে আপনার গান আর সর্দারের নৌকা উফঃ যা হবে না।
জীবন যুদ্ধের বিচিত্র এসব মানুষের সাথে মিশে যাবার quality শুধু মুহসিন ভাইয়ের ই আছে। ভালবাসা অবিরাম... এই মানুষটি র জন্য।
একেবারে সামনে থেকে মধু সংগ্রহ দেখলাম তাও আবার সুন্দরবন এর, এ এক বিরাট প্রাপ্তি।
ভালো লাগলো আজকের এপিসোড ধন্যবাদ ভাই ।
সুন্দর বনের মধু আসলে ই অপূর্ব !!
আল্লাহপাক এই মধু সংগ্রহ কারীদের কে নিরাপদ রাখুন আমীন ।
C..500
Dear brother,
Ami ki ai modhu songroho korte pari Apnader kase theke ? Please janaben
Ami shothik mullo diyei kinbo.
Rakib provashi
মসিন দা দারুন আপনি কেমন আছেন
ঝুকিপূর্ণ কাজ বিলায়েত দা কেমন আছেন
পশ্চিমবঙ্গ 🇮🇳🇮🇳
তাদের হাসি দেখে বোঝার উপায় নেই তারা যে এতটা ঝুঁকিপূর্ণ জীবন যাপন করে। আল্লাহ তাদের সর্বদা নিরাপদ রাখুন।
আমিন
Amin
@@miasohel295 h
ua-cam.com/channels/k4Jdq-aw4UCsRkIgsaD6xQ.html
বাস্তব সত্য
বেলায়েত সরদার মানেই হাসি😄
এমন লোক আমার খুব ভালো লাগে ❤️
একটা মৌমাছি সেকেন্ডে ডানা ২০০ বার নাড়ে। মিনিটে ১২০০০ হাজার বার নাড়ে। আল্লাহু আকবার। সুরা- নাহল ( মৌমাছি) নামে কোরআনুল কারীমে ১৬ নং সুরা।
বাল
আপনি ঠিকই বলেছেন, নিশতোবধতার খুব ভালো লাগে, আসলে নিশতোবধতার একটা সুর থাকে, যা মনে শান্তি এনে দেয়। সুন্দরবনে এতো বিপদ /আপদ আছে বলেই হয়তো সুন্দরবন এতো সুন্দর। ধন্যবাদ। ভালো থাকবেন। হাওড়া প,ব।
আহারে পেটরে! এই পেটের দায়ে জীবন বাজি রেখে কতো যুদ্ধ করে যাচ্ছে মানুষ। আল্লাহ্ তুমি আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিও।
Ameen ya Rabb
কত ঝুঁকি নিয়ে কাজ করছেন। জীবন যখন জঙ্গলময়। সবার জন্য দোয়া রইল
আমার বাড়ি কলকাতায়, আমার পিতৃপুরুষ বাংলাদেশের যশোরের মানুষ ছিলেন, মায়ের বাপের বাড়ি ছিল ফরিদপুর জেলায়... তাদের দুজনের কাছেই বাংলাদেশের অনেক গল্প, কথা শুনেছি।
আমি পেশায় একজন শিক্ষিকা। বর্তমানে আমার গ্ৰীষ্মের ছুটি চলছে। প্রায় যতক্ষন জেগে থাকছি আপনার video দেখেই চলেছি... কি অসাধারণ কাজ করছেন আপনি!!!
সুন্দরবনের জীববৈচিত্র্য এইভাবে আগে কেউ তুলে ধরেছে বলে আমার জানা নেই।
বিলায়েত ভাই তো আমার কাছে একজন হিরো...!!!
আপনাকে অনেক শ্রদ্ধা ও অভিনন্দন 🙏
যদি উত্তর দেন, খুশি হবো।
শ্রদ্ধেয় বিপাশা দিদি, নমস্কার। আপনার সরল পরিচিতির জন্য ধন্যবাদ। আপনার পূর্ব পুরুষগন আমার আপনজন জেনে হৃদয়ের গভীর আকুতি অনুভব করছি, সেই থেকে এ লেখা। আমার বাড়ী গোপালগজ্ঞ জেলায়। তবে, আপনার মায়ের কালে এটা ফরিদপুরই ছিলো। আবো কাকতালিয় বিষয় হলো আমার কৈশর এবং কর্ম জীবনের আধিকাংশ সময়ই যশোরে কেটেছে। এখন আছি বেনাপোলে। বাবা-মা'র কাছে ঠিকই শুনেছেন, এদেশের মানুষ ও প্রকৃতি একে অপরের সাথে লীন হয়ে আছে অনাদিকাল থেকে। বহু দেশ, বহু জাতি দেখেছি। মিশেছিও বিস্তর। তবে, মানুষ যে প্রকৃতির একটি বিশেষ উপাদান তা বোঝা যায় একমাত্র এদেশের মানুষের সহজিয়া আচরন ও বিনম্র আতিথিয়তা দেখে। কেবল মাত্র দেখা মানুষকে মূহুর্তে হৃদয়ের বন্ধনে বেধে নেন এরা। তাতে কোনো বিনিময় এরা নেন না। সুযোগ হলে বেড়াতে আসার নিয়ন্ত্রণ রইলো। দেখে যাবেন, ছুয়ে যাবেন আপনার বাবা-মা'র মহান জন্ম ভিটার পবিত্র মাটি। তবেই অনুভব করতে পারবেন তাদের মহৎ হওয়ার গোপন ইতিহাস টুকু। বিনয়াবনত.........মোঃ নঈম মীরন, রাজস্ব কর্মকর্তা, কাস্টম হাউস, বেনাপোল, যশোর, বাংলাদেশ।
সময় করে একবার আসেন বাংলাদেশ এ ☺️
দেশ ছাড়লেন কেন
দেশ ছাড়লেন কেন।টান যখন আছে, ফিরে যান ভালবাসার দেশে।
@@parimalchandraroy7885 মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ুন জেনে যাবেন
গতকালের পদ্ধতিটি অসাধারণ লেগেছে, খুবই Unique একটি পদ্ধতি। আজকেও মধু সংগ্রহ করা খুবই ভালো লাগলো, ধন্যবাদ 🙏🏻❤️❤️❤️
17:12 ভাই, মাশা-আল্লাহ বলুন। মধু আল্লাহর নেয়ামত, মাশা-আল্লাহ বললে পরবর্তীতেও এভাবে মধু আহরণে বরকত লাভ করবেন। ইনশাআল্লাহ।
মৌলবাদ!
@@wasiqomie7250 মৌলবাদের সংজ্ঞা কী? বল তো দেখি।
মানুষ হচ্ছে সেই হিংস্র প্রাণী যে এই ক্ষুদ্র পতঙ্গদের তিল তিল করে আহরণ করা খাদ্য ছিনিয়ে নিতে তার সময় লাগে কয়েক সেকেন্ড।
@@whatteverr শয়তান পুজারীরা ভাই শুধু এগুলো বলেই যাবে, কোনোদিনও কিছু করতে পারবে না
অর্জিনাল মধু, আপনারাই পাবেন ভাই।
ভাই কিছুদিন যাবত আপনার ভিডিও গুলো দেখি,,, মজা পাই আবার ভয় ও হয়,,,,বাঘের ভয়,,খুব সাবধান থাকবেন ভাই,,দোয়াও ভালোবাসা রইলো সকলের প্রতি ❤️
মাশাল্লাহ আল্লাহর নেয়ামত কত বড়। অসাধারণ দৃশ্য। ধন্যবাদ ভাইয়া এত ঝুঁকি নিয়ে ভিডিওটা দেখানোর জন্য
যত এপিসোড দেখছি, তার মধ্যে এটা বেস্ট।
দেখতে দেখতে মনে হচ্ছিল সুন্দরবনের মধ্য দিয়ে হাটা এবং মধু আহরণের কাজটা নিজেই করছি ।
Hats Off to the whole Team for these thrilling works.
অপেক্ষায় ছিলাম নতুন পর্বের জন্য,, ভালোবাসা অবিরাম প্রিয় মহসিন উল হাকিম ❤️❤️(মহসিন ভাই)
সুন্দরবন থেকে মধু সংরক্ষণ ও ভালো লাগল বিষয়টা আমার কাছে সুন্দরবনের মধু আমার খুব পছন্দ আপনার ভিডিও টা দারুন এইরকম একটি ভিডিও শেয়ার করার জন্য স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ
চমৎকার একটি পর্ব উপভোগ করলাম , শুভ কামনা রইলো
আমি ইন্ডিয়া থেকে বলছি, গত কয়েক দিন আগেই আমার এক আত্যিয় বাঘের আক্রমণে প্রাণ হারালেন,মধু সংগ্রহ করতে গিয়ে। গোসবা এর কুমিরমারি বাড়ি ছিল
মোহসিন ভাই আল্লাহর এত অপূর্ব সৃষ্টি দেখলে সুবহানআল্লাহ বোলবেন।।আপনার ভিডিওগুলো খুব খুব ভালো লাগে।।মাশাআল্লাহ।
মহসিন ভাইয়ের তুলনা নাই কারন তিনি অনেক গুলো মানুষকে অন্ধকার জিবন থেকে বের করে এনে নতুন সুন্দর জিবনের পথ দেখিয়েছেন মহসিন ভাইকে ধন্যবাদ দেওয়ার মতো বাসা আমার নেই। আর হাস্য উজ্জল বেলায়েত ভাই অনেক রসিক মানুষ অথচ এই সুন্দর মনের মানুষটা এক সময় অন্ধকার জগতে হারিয়ে গিয়েছিল যাক ভালো হওয়া মানুষের কাজ।
Assalamualaikum vaijan tomader video dekha howa khubvalo lage
Mohsin da tomar jonno onek subhechcha and bhalobasa ❤️🍏🍒 congratulations
♥♥♥
@@MohsinULHakim vai parle amk kisu modu den
মধু খাওয়ার দৃশ্যটা অনেক লোভনীয় 😁😁😁😁
চলতে চলতে কী-মজার খোশগল্প আর মধু চকলেট খাওয়ার দৃশ্যটা দারুন উপভোগ্য!!
সাংবাদিকেরা সত্যি তাইলে সাহসী হন। মোহসীন স্যার তার প্রমান
বেলায়েত সর্দার ইস্ দ্যা বেষ্ট।
মহসিন ভাই,, মধু চাই...বেলায়েত ভাই কে বলেন।
আপনাদের উপভোগ অনেক সুন্দর লাগছে
আপনাদের আত্মাটা অনেক সুন্দর দেখাচ্ছে এবং আমার ভালো লাগে
আপনাদের ভিডিও পর্ব আমি দেখি মাঝে মাঝে
বেশি ভালো লাগে ছেলেদের সর্দারের কথা
ধন্যবাদ ভাইজান আজকে অনেক বড় একটা ভিডিও দিয়েছেন
বেলায়াত সরদার একজন মজার মানুষ, সবাই কে হাসায়,
ভিডিও দেখতে দেখতে মনে হইতাছে যেনো সুন্দরবন চলে গেছি।
মাশাআল্লাহ্।
অনেক অনেক শুভকামনা
বেলায়েত ভাইকে খুব মিস করি ভাই
ভাই মধু খেলে যেমন শান্তি লাগে, আপনার সুন্দরবনের ভিডিও গুলো দেখলে ঠিক তেমনি শান্তি লাগে.....
ঝুঁকিপূর্ণ কাজ মানে?জায়গাটা দেখে আমার গা শিউরে উঠল। আপনারা যাচ্ছেন কিভাবে।সত্যিই আমার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে।বেলায়েত ভাই সত্যিই অনেক মজার মানুষ।
দারুণ হইছে বেলায়েত ভাই... কাঁকরা বাধা 😋😋😋😋😋
বেলায়েত ভাই এর কথা শুনলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায় 😅😅
মহসিন ভাই আর বেলায়েত ভাই কে হাজার হাজার সেলুট👍👍👍
মন খারাপ থাকলেও বেলায়েত ভাই এর কথা শুনলেই মনটা ভালো হয়ে যায় অাল্লাহ্ তুমি সবাইকে সব সময় হেফাজতে রাখো
আল্লাহ তাআলার কতো সুন্দর নেয়ামত
ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর ভিডিও আমাদেরকে দেখানোর জন্য ♥️😍
আপনার প্রতি ওদের ভালোবাসা ও যত্ন নিতে দেখে খুব ভালো লাগে।
নিশ্চয়ই মহান আল্লাহ হেফাজত কারি
তবে মৌয়াল দের সচেতন হতে হবে আগুন ব্যবোহার করে এটা ভালো করে নিভেয়ে রাখে না ফলে মাঝে মাঝে অগ্নি কান্ড ঘটে সুন্দর বনে
মহসিন ভাই আপনাদের সাথে গুড়ে বেড়াতে মন চাচ্ছে কি যে করি 💞💞💞মন চাচ্ছে এখনি দেশে এসে পড়ি 😥😥😥🇧🇩💔
দেখছি আর মনে মনে ভাবছি খাব,কিন্তু পরে মনে হলো আমিতো ভিডিও দেখছি😭😭অনেক লোভনীয় 😋😋
তবে সাবধান থাকবেন প্রিয় ভাইজান আপনি বেলায়েত ভাই সহ সবাই।
♥♥♥
ভালোবাসা আজীবন প্রিয় ভাইজান ❤️❤️❤️
ভিডিও দেখতে যত ভালো লাগে আনন্দ লাগে কিন্তু বাস্তবতা ভিন্ন।প্রচুর ভঁয় ও আতংক আছে বনে।আমরা কিছুদিন আগেও গিয়ে ঘুরে আসলাম
মহসিন ভাই, আপনার সুন্দরবন এর প্রতিটা ভিডিও এক একটা টনিক।এমন ভিডিও সবসময় চায়।আর আমাদের কাছে এই মধু আর মাছ বিক্রির ব্যাবস্হা করেন।ধন্যবাদ।
মন প্রান জুড়িয়ে যায় আপনার ভিডিও গুলো দেখলে
আপনাকে অনেক ধন্যবাদ, প্রথম দেখলাম, মোয়ালদের জীবন অনেক কষ্টের এবং খুব ঝুঁকি পুর্ন।
সুন্দরবনের মানুষের জীবন এত কষ্টের তবুও এদের মুখে কি সুন্দর হাসি। ঈশ্বরের কাছে কামনা করি এদের জীবনে সব সময় হাসি খুশী বজায় থাকুক। মহসিন ভাইএর আদব কায়দা দেখে মনেই হয় না উনি শহর বাসী উনিও এদের মত মাটির মানুষ।
বিশুদ্ধ ভালোবাসা নিবেন প্রিয় মহসিন ভাই
আহা কত সুন্দর জীবন উপভোগ করেন আপনি❤️❤️
অনেক কঠিন ও জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও গরীব মানুষগুলো কাজটি করে যাচ্ছে অভাবের তারনায়। ভালো থাকবেন সবাই।
Mousim bhi apni matir manush. Sundore blog. Love for India
Deb varanasi
❤❤❤❤🙏🙏🙏🙏🙏
ময়মনসিংহ থেকে 💙🇧🇩
খুবই রিক্স আল্লাহ হেফাজত করুক
আপনার আঃআঃ শব্দ মাঝে মাঝে শ্রুতিকটু লাগে । বাদবাকি অসম্ভব সুন্দর ।
Kub valo laglo...... Salam neben....
মাসাআল্লা মাসাআল্লা আল্লাহর কি অপরূপ সৃষ্টি
কাকড়া বান্ধা
চামুচ বাড়ীর সাথে আরেক নতুন ষ্টাইল
ভাল লাগলো মহসিন ভাই আর তার টিম
ভাল থাকুক সুন্দর বন
ভাল থাকুক সুন্দর মনের মানুষ
❤️মোহসীন ভাই আপনা কে সামনে থেকে দেখার আর একটু কথা বলার খুব ইচ্ছে আমার, ভাই আমার ইচ্ছে টা পূরণ করা যায়?? আমি চেষ্টা করে যাচ্ছি আপনার সাথে দেখা করার,লাভ ইউ ভাই❤️❤️❤️❤️❤️❤️❤️
ভাই চশমা পারে মধু
খাওয়াটা দেখে অনেক মজা পাইছি। আপনার ভিডিও গুলো অনেক সুন্দর,,,
ভাইরে ভাই আমার তো খাওয়া দেখেই গা গরম হয়ে যাছছে। হ্যা হ্যা হ্যা মোহসিন ভাই। কাতার থেকে দেখছিলাম। আপনাকে সে লি ও ড জানাই। আল্লাহ্ আপনাকে হেফাজতে রাখুন
ভাই আমি অনেক মধু খাইছি কিন্তু আপনার দেওয়া মধুর মত মধু এই জীবনে খাইনি অসাধারণ স্বাদ বেলায়েত ভাই ,অনেক ধন্যবাদ প্রিয় মহসীন ভাই।❤️
অসাধারণ মজার লোক সব কজনেই ভালো লাগলো
মহসিন ভাই দোয়া ও শুভ কামনা রইল
নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করে জঙ্গলে ডুকবেন
এই সিজনের একটা পর্বও মিস করবো না, একমিনিট ও কম দেখবো না,
শুভ কামনা সবার জন্য,
ডুবাই থেকে সিলেটী ফুয়া 💝💝↙️↙️
ভালোবাসা নিবেন প্রিয় ভাই 🖤
মধু খাওয়া দেখে জিভে জল পরছে... হিংসে হচ্ছে ভাই
এই পর্বটা দেখার অনেক আগ্রহ ছিল। ধন্যবাদ আপনাকে
সুন্দরবন যেমন সুন্দর মানুষগুলোর মনটাও তেমন সুন্দর❤❤❤
অালহামদুলিল্লাহ্ মহান অাল্লাহ্ অামাদের কতো সুন্দর নেয়ামত দান করছেন
আমার সোনার বাংলা।আলহামদুলিল্লাহ, আললাহ কতকিছু দিয়েছেন
কাঁকড়া বান্ধা ভাই। চরম মজা পাচ্ছি ভাই। সাবধানে থাকবেন সবাই
Mashallah Asadaron........... Sobar jonno onk onk Doa roylo
Asadharan! Echara ar kono katha mathai asche na. Team er prattyek er janney suvo kamona roilo. Apnader ei parisrom er mulya jeno sabai dai.
Rajdeep Dasgupta
Take love vai 🥰🥰
Apnar maddhome sundorbon dekhte pari❤️❤️
সবাই ম্যাচিং গামছা -চমৎকার!
Belayet vhai er kotha gulu sunte vhaloy lage, onek vhalo moner ekjon manush
বেলায়েত ভাইয়ের হাসির ভক্ত আমি। খুবই ইচ্ছে হয় ভাইয়ের সাথে দেখা করি। যাশোর থেকে ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Khub valo lage apnader madhu sangraha er monorom drishwa🙏
আসলেই সুন্দর বন সত্যি ই অনেক সুন্দর
Good job LOVE you Mousin sir good lack tim all ❤️❤️❤️❤️✌️✌️🥰🥰
Apnar sob kota video amra dakhe khub valo laga jod kokhono ashe dakha hoba aponar satha
ধরলাম আর তুললাম
বাজলাম আর দিলাম
বানিতে সরদার 💖💖
Mousin bhai bharat ar Bangladesh sundarbon dutoi ghure nilen besh moja
Ami protidin apnar video dekhi
apni amar onek pochonder manush 🖤
Belayet bhai onek mojar manush
💖💖💖💖আজকের ভিডিও অনেক বেশিই ভাল লেগেছে। কারণ অনেক লম্বা সময় নিয়ে দেখলাম।সবাইকে অনেক অনেক ধন্যবাদ 💖💖💖💖সকলের জন্য দোয়া ও ভালোবাসা
আসলেই সুন্দরবনে মধু সংগ্রহ করা কঠিন কাজ। ধন্যবাদ ভাই আমাদেরকেও দেখার সুযোগ করে দেওয়ার জন্য।
বেলায়েত ভাই কে দেখলেই কেন যেন মনটা জুড়িয়ে যায়,,
আল্লাহু আকবার
সুবহানাল্লাহ
বেলায়াত ভাইয়ের সঙ্গে সুন্দরবনের মাঝে বসে কোনো একদিন আড্ডা দিবো ইনশাআল্লাহ
আসসালামু আলাইকুম ভাইয়া।
উখিয়া কক্সবাজার থেকে। অবশ্য কয়েকবার আসছিলেন দেখা হয়নি। ইনশাআল্লাহ সামনে থেকে আসলে দেখা হবে। ভালো থাকবেন। নিজের যত্ন নিবেন।
ভাই আপনাদের মধু খাওা দেখে আমার লোভ লাগছে
সুন্দর বনের মধু সংগ্রহকারি ভাইদের ও ভিডিও ধারনকারি ভাই এর জন্য আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা।
জীবনের জন্য অতন্ত্য ঝুঁকিপূর্ন কাজ সুন্দর বনের মধু সংগ্রহ। এ মধুর প্রকৃত দাম সত্যিই আমরা কেউ দিতে পারব না । তবে আমাদের প্রত্যেকের উচিত অন্তত মোউয়ালদের নির্ধারিত দামের চেয়ে বেশী দাম দেওয়ার চেষ্টা করা। যেন কোন মতেই তাদের চাওয়া দামের থেকে কম দাম না হয়।
আপনাদের নিরাপদ ও সুস্হ দীর্ঘ জীবন কামনা করি। এটি একটি অসাধারন ভিডিও। চমৎকার ভিডিও ধারন ও সুন্দর ধারা বিবরনের জন্য অভিনন্দন। সকলের জন্য শুভ কামনা নিরন্তন।
ধন্যবাদ।
মোহসীন ভাই I love you আপনি খুব সহজেই মানুষকে আপন করে নেন আপনি খুব ভালো মানুষ আমার মাতৃভূমি ভারতবর্ষে আবার কবে আসবেন