Bangabandhu Military Museum | বঙ্গবন্ধু সামরিক জাদুঘর | Dhaka Travel Places

Поділитися
Вставка
  • Опубліковано 6 бер 2023
  • ঙ্গবন্ধু সামরিক জাদুঘর (Bangabandhu Military Museum, Dhaka) ঢাকার বিজয় স্মরনীতে অবস্থিত। বর্তমানে বাংলাদেরশের সবচেয়ে নানন্দিক, প্রযুক্তিনির্ভর তথ্যবহুল জাদুঘর। সামরিক বাহিনীগুলোর ইতিহাস, সাফল্য সংক্রান্ত নিদর্শন ও বিভিন্ন অস্ত্র-শস্ত্রের সংগ্রহ নিয়ে সাজানো হয়েছে এই জাদুঘরটি।
    সেই প্রাচীন অটোমানদের ব্যবহৃত ঢাল-তলোয়ার, যুদ্ধ জাহাজ থেকে শুরু করে নবাব সিরাজুদ্দৌলার সাথে ইংরেজদের পলাশীর যুদ্ধের ইতিহাস, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধের সকল নেতৃত্ব এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সকল সংগ্রাম ও অর্জনের ইতিহাস; এইসব কিছু ফুটিয়ে তুলা হয়েছে অতি যত্নে।
    বাংলাদেশের অধিকাংশ জাদুঘর দেখলে যেমনটা মনে হয়, কাচঘেরা বাক্সে গতানুগতিক উপস্থাপন, প্রচলিত এই ধারণাকে ভেঙে দিয়েছে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর। এখানে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার হয়েছে! শুধু নিদর্শন নয়, জাদুঘর কমপ্লেক্সের স্থাপত্য, প্রবেশ পথে ঝরনার খেলা, বাইরের সবুজ উদ্যান সবকিছু মিলে একটি চমৎকার ভ্রমণ স্থান।
    ভ্রমণ গাইডের আজকের পর্বে থাকছে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে কি আছে, কিভাবে ঘুরে দেখবেন, কিভাবে যাবেন, খোলা বন্ধের সময়সূচী ও অনলাইনে টিকেট করার উপায় সহ ভ্রমণের সকল খুঁটিনাটি তথ্য।
    ◼️ বঙ্গবন্ধু সামরিক জাদুঘর সময়সূচি || Time Schedule || Open Off Day
    বঙ্গবন্ধু সামরিক জাদুঘর প্রতি বুধবার ও সরকার নির্ধারিত জাতীয় বন্ধের দিন গুলোতে জাদুঘর বন্ধ থাকে।
    সকালের প্রদর্শনী: সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত (শুক্র ও বুধবার বন্ধ)
    বিকেলের প্রদর্শনী: ৩টা থেকে ৬টা পর্যন্ত (বুধবার বন্ধ)
    ◼️ বঙ্গবন্ধু সামরিক জাদুঘর টিকেট || Bangabandhu Military Museum Ticket Price
    টিকেট মূল্য ১০০ টাকা। ৫ বছর বা তার ছোট বাচ্চাদের প্রবেশে কোন টিকেট এর প্রয়োজন হয় না। এছাড়া সার্কভুক্ত দেশ গুলোর দর্শনার্থীদের প্রবেশ টিকেট ৩০০ টাকা এবং অন্যান্য বিদেশী দর্শনার্থীদের জন্যে প্রবেশ ফি ৫০০ টাকা।
    ◼️ অনলাইন টিকেট || Military Museum Online Ticket
    বঙ্গবন্ধু সামরিক জাদুঘর এর টিকিট অনলাইনে bangabandhumilitarymuseum.com ওয়েবসাইট থেকে করতে পারবেন। মোবাইল নাম্বার দিয়ে একাউন্ট তৈরী করে BUY TICKET অপশনে গিয়ে পছন্দের ডেট ও শিফট সিলেক্ট করে বিকাশ, নগদ সহ অন্যান্য মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক কার্ড দিয়ে পেমেন্ট করে টিকেট কাটতে পারবেন।
    ◼️ কিভাবে যাবেন || How To Go Bangabandhu Military Museum
    আপনি ঢাকার যে কোন জায়গাতেই থাকেন আপনার সুবিধামতো বাসে বিজয় স্বরণী, ফার্মগেট বা কাছাকাছি কোথাও চলে আসুন। তারপর হেটে বা রিক্সায় যেতে পারবেন জাদুঘরে। মেট্রোতে বিজয় স্বরনী অথবা আগারগাও স্টেশনে নেমে সামরিক জাদুঘরে যেতে পারেন।
    বঙ্গবন্ধু সামরিক জাদুঘর নিয়ে যদি আরও কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে তা আমাদের জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন ও শেয়ার করুন ফেসবুকে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন জায়গার তথ্যমূলক ভিডিও বানাতে উৎসাহিত করুন।
    ◼️ প্রয়োজনীয় তথ্য
    ⚠️ বঙ্গবন্ধু সামরিক জাদুঘর কোথায় অবস্থিত? -
    - বিজয় স্মরণী, ফার্মগেট, তেজগাঁও
    ⚠️ বঙ্গবন্ধু সামরিক জাদুঘর টিকেট মূল্য?
    - ১০০ টাকা
    ⚠️ বঙ্গবন্ধু সামরিক জাদুঘর অনলাইন টিকেট কোথায় পাবো?
    - bangabandhumilitarymuseum.com এই ওয়েবসাইটে
    ⚠️ বঙ্গবন্ধু সামরিক জাদুঘর কিভাবে যাবো?
    - বাস, সিএনজি অথবা ব্যাক্তিগত গাড়িতে বিজয় স্বরণি চলে আসুন
    ⚠️ বঙ্গবন্ধু সামরিক জাদুঘর কবে বন্ধ থাকে?
    - বুধবার সাপ্তাহিক বন্ধ এবং অন্যান্য সরকারি ছুটির দিন
    ⚠️ সামরিক জাদুঘর কবে খোলা?
    - বুধবার ও সরকারি ছুটির দিন ব্যাতিত সপ্তাহের বাকি সব দিন খোলা থাকে

КОМЕНТАРІ •