Natok: AFSOS (আফসোস) | Khairul Basar | Safa Kabir I Serniabat Shawon | New Bangla Natok 2024
Вставка
- Опубліковано 25 лис 2024
- HERLAN NEW YORK Presents Safa Kabir & Khairul Basar's New Natok 2024 "AFSOS (আফসোস)". Directed by Serniabat Shawon
🎞️ Drama: AFSOS (আফসোস) 🎞️
Production: Rangon Music
Producer: Jamal Hossain
Presented by: Herlan New York
Writer & Direction: Serniabat Shawon
Story: Serniabat Shawon & Fakhrul Hasan
Starring: Khairul Basar, Safa Kabir, Dilu Majumdar, Corovy Mizan Rivi, Jahidur Rahman Ripon, Tanvir Nahid Khan, Masum Rezwan, Rejaul Alam Rajon, Rubaiya Esha, Hridoy Ghosh Rajib, Sajida Mitu, Md Sujon Sarder, Syed Hasibul Huda Nasif, Nodisha Bhuiyan, Sabila, Anik Afsee, Sohrab Ahmed, Salauddin Baki, Arnab Hassan, Samsul Arifin, Jakaria Sharif, Hasan Rony.
Executive Producer: Fakhrul Hasan
Cinematography: Kamrul Islam Shubho
Edit & Color: Shaon Ahmed Shishir
Background Music: Apple Mahmud Emil
Singer: Apple Mahmud Emil & Sharna
Poet Reciter & Voice Artist: Songita Chowdhury
Poet & Poetry: BIDROHI (Kazi Nazrul Islam), Nirjhorer Shopnovongo (Rabindranath Thakur)
Make-up: Sohag Mahmud
Make-up Assistance: Minhaj Abedin
Art Director: Kamrujjaman Sumon
Asst. Art Director: Abir
Chief Assistant: Director: Hasib Rahman
Assistant Director: Rajib Mahmud & Lipton Islam
Chief Camera Assistance: Nayem Sheikh
Camera Assistance: Mahmud Munna, Nasir Hossain & Rafi Ahmed
Light: Saiful Islam
Assistant Editor: Subir Halder
Publicity Design: A.K.M. Nishan
Production ManagerL Ariful Islam
Dubbing Studio: Shorbonam - Najmul Chowdhury
Location: Dhaka University, Bijoy Ekattor Hall (DU), Dhaka Specialized Hospital, Royal Lounge Buffet & Restaurant & Laboni 4 Shooting House.
Transport: Hannan
Food: Zakir BFDC
🎞️ a Rangon Music Production 🎞️
Facebook Fan Page: rangonmu...
Official Website: www.rangonmusic...
** ANTI-PIRACY WARNING **
This content is Copyright to Rangon Music [RM]. Any unauthorized reproduction, redistribution, or re-upload is strictly prohibited from this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented!
All rights reserved by Rangon Music [RM]. This Visual and Audio Element is Copyrighted Content of Rangon Music [RM]. Any Unauthorized Publishing is Strictly Prohibited.
#afsos
#আফসোস
#NatokAfsos
#নাটকআফসোস
#AfsosNatok
#NewBanglaNatokAfsos
#newnatok2024
#rangonentertainment
#safakabir
#safakabirnatok
#khairulbasar
#সাফাকবির
#সাফানাটক
#SerniabatShawon
#সেরনিয়াবাতশাওন
#NewBangalNatok2024
#dhakauniversity
#newnatok2024
#natok2024
#banglanatok
#khairulbasar
#KhairulNatok
#KhayrulBasarNatok
#বাংলা_নাটক
#neweidnatok
#rangonmusic
#banglanatok2024
#Natok24
#BanglaNatok24
#Natok24
#natok2024
#BanglaNatok
#newbanglanatok2024
#bangladrama2024
#NewBanglaDrama2024
#romantic
#familydrama
#family
#familynatok
#aftermarriagelife
#marriage
#banglanatok
#bangladrama
#KhairulNewNatok
#banglanewnatok
#banglanewdrama
#newbanglanatok
#newbangladrama
#banglanewnatok2024
#banglanewdrama2024
#latestbanglanatok
#latestbangladrama
#bangladeshinatok
#rangonmusic
#rangonentertainment
খাইরুল বাশারকে আমি আগে চিনতাম না হঠাৎ করে তার নাটক আমার চোখে পড়ে যায়। তখন থেকে দেখতে দেখতে আগ্রহ বেড়ে যায়। তার কন্ঠ অভিনয় অসাধারণ তিনি ভালো একজন অভিনেতা হবে। দোয়া ও ভালোবাসা রইল খাইরুল বাশার ভাই এগিয়ে যান বহুদূর। 🥰❤🎉
আমিও
অসম্ভব ভালো লাগছে❤❤।কান্না চলে আসছে। স্মৃতি হিসেবে কমেন্টটা রেখে গেলাম যদি কেউ এসে লাইক দেয় নাটকটা আবার দেখতে আসবো।
😢😢😢
Ami to kanna kori e dici🥺😭
এই কারণে বেকার অবস্থায় কাউকে নিয়ে স্বপ্ন দেখা অনুচিত। 😢ড্রামাটা দেখে ইমোশন হলাম।
ভাই আমিও কান্না করে ফেলছি😥😭
Hm ami o 😭😔
নাটকে খায়রুল বাশার মানেই অন্য রকম কিছু,যা ভালো লাগার পার্সেন্টেজ অলমোস্ট ৯৮%।
100❤
যারা দেখছেন ভালোবাসা জানবেন। আপনার ভালো লাগলে অবশ্যই সে ভালোবাসা জানাবেন। শেয়ার করবেন আপনার পরিবার ও বন্ধুকে... ♥️🙏
❤️
শুরু করলাম আশা করছি ভালো লাগবে❤
খুব প্রিয় একজন মানুষ আপনি আর সাথে সাদিয়া আপু তো জোশ
Always like your acting.. Onk dua and valobasa
অনেক সুন্দর ছিলো,,,, বাস্তবতা ছিলো নাটকের মাঝে 💝
হাসি দিয়ে শুরু হয়েছে আর কান্না দিয়ে শেষ হলো। এক কথায় অসাধারণ।অসংখ্য ছেলেমেয়েদের জীবনের সাথে মিলে গেলো নাটক টা।ছেলেদের শেষে চাকরি হয়,ভালো উপার্জন করে,বিয়ে করে ,সবই হয় শুধু ভালোবাসার মানুষটাকে আর পাশে পাওয়া যায় না।আর মেয়েরা সব কিছু পেয়েও যেটা চাওয়ার সেটা পায় না।কিছু আফসোস মৃত্যু পর্যন্ত থাকে।খায়রুল বাসার সত্যি অসাধারণ
Right
10:10 😅😅😅
Apnar comment ta mon chuye gelo😊
Vaiya natok dekhte aslam but apnader comment dekhe chole jaitesi r dekhmo na
😊
ঠিক আজীবন আফসোস এ থাকা জীবন
কে কে আমার মতো টিকটক থেকে দেখে সার্চ করে আসছেন?👀🤷♂️😊
Ami 🖐️😅. O
me
Ami
আমিও
Ami
সিনেমার চেয়ে কোনো অংশেই কম নয়। বাশার ভাইয়ের সাথে বরাবরই নিজেকে রিলেট করতে পারি, এখানে কাহিনী কিছুটা রিলেটেবল হওয়ায় আরও বেশী ভালো লাগলো ❤ শেষে নিজের অজান্তেই চোখের কোণে জল চলে এলো!
খাইরুল বাশার একজন শক্তিমান অভিনেতার নাম।
অভিনয়ে খুবই পাকাপোক্ত খাইরুল বাশার । ❤❤
Right ❤
খাইরুল বাশার দিনকে দিন প্রিয় অভিনেতা হয়ে উঠছে। ❤
অসম্ভব ভালো লেগেছে স্মৃতি হিসেবে একটা কমেন্ট করে❤❤❤
ভাগ্যে না থাকা মানুষ গুলোর প্রতি মায়াটা সবচেয়ে বেশি জন্মায়। 💔🖤
সত্যি একটা আপসোস থেকে যাবে...
ভালোবাসিটা বলতে পারিনি কখনো🖤🥲
আমার মতো কে কে বিগ ফ্যান খায়রুল বাশার এর❤
আধুনিক আজে বাজে অশ্লীল নাটক গুলোর মধ্যে একটি সুন্দর নাটক 💗💗
যেখানে সব জুনিয়র রা ক্রিংজ নাটক করতে অব্যস্ত সেখানে খায়রুল বাশার ও ইয়াস রোহান ব্যাতিক্রম, ভিউস এর পিছনে না ঘুরে গল্পের পিছনে দৌড়ায়।
ভালোবাসা রইলো বাশার ও রোহান ভাইকে❤
নাটকটি হাজারো মানুষের বাস্তবতার সাথে মিলে গিয়েছে।। আর কাদিয়েচ্ছে হাজারো মানুষকে🥲।। শেষটা ভালো হওয়ার জন্য ভাগের পয়োজন।। বেচে থাকুক সব ভালোবাসা।।💗🥲
rt destiny...
L😊 0:50
😭😭😭😭😭
সত্যি-কারের ভালবাসা শুধু কাছে টানে না কখনও কখনও দুরেও টেলে দেয়। এই নাটক দেখার পরে চোখে জলে চলে আসলো। দু'জনে অভিনয় দারুণভাবে ফুটিয়েছে। শুভকামনা রইল
Right
Ho ami o tai koi,, 😬😮💨
আমার মতো কে কে টিকটক থেকে দেখতে আসছেন😅😂
আমি
Ami 😂
Ami o 😊
ami o😅
আমি মাত্র কয়েক মিনিট আগে টিকটক থেকে দেখে আসলাম😊❤
নাটক দেইখা প্রিয় মানুষটার কথা মনে পরে গেলো।না পাওয়ার আফসোসটা সারা জীবন থেকে যাবে।
নাটকটা দেইখা প্রিয় মানুষের কথা মনে পড়ে যায় ❤আফসোসটা না পাওয়ার 😢
খাইরুল বাশারের নাটক গুলা সব সময়ই অসাধারণ লাগে, সাদামাটা জীবনের দৃশ্যে সবচেয়ে বেশি ভাল লাগে
খাঈরুল বাশার, ইউ বিউটি।। দারূন গল্প।।। মিলে গেলো খানিকটা জীবনের গল্পের সাথে
সবসময় কেন ভালোবাসার মানুষ টাই হারিয়ে যায়, যাকে ঘিরে থাকে হাজারো স্বপ্ন,
দারুণ ছিল গল্প টা 🌺🌺
এভাবেই একদিন হারিয়ে গেছে আমার ভালোবাসা। সে এখন অন্য কারো।জানিনা কোনদিন দেখা হলে তাকে বলতে পারবো কি আমিও এখনো তোমাকে ভালোবাসি। প্রিয় মনি
বাংলাদেশ আর কিছু পারক আর না পারক সেরা সেরা নাটক তৈরি করতে পারে ❤🎉
ওকজদ্দজ
Right ❤❤
R8
hm thik bolechhen
শেষ দৃশ্যটি লক্ষ প্রেমিকের ভালোবাসা বাস্তবতার কাছে হেরে যাওয়ার চিত্র ৷ অসাধরন অনুভুতি ৷ অশ্রু ধরে রাখা দায়😢😢😢😢
ভরসা মহান আল্লাহ তায়ালা একদিন সব ইচ্ছা পূরণ হবে 🥰🥰
নাটকের কাহিনীটা এরকম হবে তা ভাবতেও পারিনি,নাটকটি দেখে আবেগ ধরে রাখতে পারিনি চোখের জল আপনি গড়িয়ে পড়েছে,পৃথিবীতে এরকম বহু ভালোবাসা রয়েছে যে যা প্রকাশ পাওয়ার পূর্বেই তার সমাপ্তি ঘটে,এই নাটকটিতে তাই প্রকাশ পেয়েছে,ধন্যবাদ নাটকের রচয়িতা এবং সকল অভিনয়শিল্পীদের কে।
আমাদের শেষ দেখাটা এভাবে হলেও পারতো। তুমি শেষ একটা বার আসি বলে বিদায় নিয়ে যেতে। শেষ আর একটা বার তোমায় বুকে জড়িয়ে নিতাম।এই নাটকটা দেখে আবার ও তোমাকে হারানোর মুহূর্তটা মনে পড়ে গেল। আমি আজও তোমায় ছাড়া অন্য কাউকে ভালবাসিনি চাঁদ। তুমি অনেক অনেক ভালো থেকো অন্য কারো ঘর সংসারে। তোমায় না পাওয়ার আফসোস আমার সারাজীবন থেকে যাবে😭💔
আপনাদের কতো বছরের সম্পর্ক ছিলো??
@@jannantulmawa8089 স্কুল জীবন থেকে একসাথে ছিলাম তবে সম্পর্ক ছিল ৩ বছরের
অনেকদিন পর এতো ভালো মানের একটা নাটক দেখলাম। কাহিনী, ব্যাকগ্রাউন্ড মিউজিক, কস্টিউম, সর্বোপরি অভিনয় এককথায়,অসাধারণ ছিলো।
খাইরুল বাশার ক্রমেই শক্তিশালী অভিনেতা হয়ে উঠছে। অনেক লম্বা সময় এ জগতে রাজত্ব করবে।
সাফা কবিরের অভিনয় ও ক্রমেই ভালো হচ্ছে।
সব ভালোবাসার পরিনতি কিন্ত বিয়ে নয়, বাস্তবতার সাথে মিল রেখে নাটকটি তৈরি হয়েছে, এতে করে অনেকেই তার জীবনে ঘটে যাওয়া ঘটনার সাথে মিল খুজে পাবে।
ধন্যবাদ সকলকে।
এই নাটকের মাধ্যমে আবারও বোঝিয়ে দিলো যে প্রেম ভালোবাসা সমানে সমানে হয়😢😢😢
ভালবাসা আর আবেগের দুটি সুর , একটি প্রাপ্তির অন্যটি শূন্যতার.. প্রাপ্তি ছাড়া প্রেম, ভালবাসা, আবেগ সবি ই অর্থহীন 😪
আামাকে ছেড়ে অন্য কাউকে ভালোনাসার পরেও তার প্রতি, আমার আফসোস তার জন্য থাকবেই!
খাইরুল বাশার এর অভিনয় একদম প্রাকৃতিক ❤
Thanks For Watching❤️
ভালোবাসা হওয়ার আগেই হারিয়ে যায় অনেক প্রিয় মানুষ
বড্ড বেদনাদায়ক একটা নাটক!
অনেকটাই কষ্ট পেয়েছি নাটকটি দেখে!
উপরওয়ালার কাছে সর্বদা দোয়া করি, যার জন্য যাকে তৈরি করতে পারোনি তার প্রতি তার ভালোবাসা দিও না!
সকলের ভালোবাসা পূর্ণতা পাক এইটাই চাওয়া! 💝🌻
অসম্ভব ভালো লেগেছে। দুজনের অভিনয় এত ভালো হয়েছে বলার মতো না। আমার মনে হয় ২০২৪ সালের বেস্ট নাটক হবে এটি।
সত্যিই আফসোস ভালোবাসার মানুষকে না পাওয়া অনেক সুন্দর একটি গল্প যা রিদয় ছুয়ে যাওয়ার মতো ❤খাইরুল বাসার
ভাগ্যে না,থাকা মানুষগুলোর প্রতি মায়াটা বেশি জন্মায় 😢💔
এখানে খাইরুল বাসার হচ্ছে আমি আর সাফা কবির আমার হানি। সম্পুর্ণ কাহিনি মিল রয়েছে আমাদের সাথে, তার সাথে কথা বলা, তার খারাপ সময়ে পাশে থাকা, তাকে কেয়ার করা, আর সাফা কবিরের মতো শেষ মেষ পরিবারের দোহায় দিয়ে ছেড়ে যাওয়া। নাটকে সাফা কবির খাইরুল বাসারকে অন্তত একটু হলেও ভালোবাসতো, আর আমার হানি আমাকে ভালোই বাসতো না আমাদের আর নাটকের মধ্যে পার্থক্য শুধু এইটুকুই।
যারা আমার কমেন্টটা পরবেন৷ তাদের উদ্যেশ্য বলছি। রাত জেগে কারো সাথে কথা বলার অভ্যাস করবেন নাহ আর নিজে সুন্দর না হয়ে সুন্দর কাউকে ভালোবাসবেন নাহ।
যদি ভালোবাসতেই হয় তাহলে, আগে ভেবে নিবেন যেনো কখনও নিজের ফ্যামিলির দোহায় দিয়ে যেনো ভালোবাসার মানুষকে ছেড়ে যেতে না হয়। বিশ্বাস করেন আর না করেন ভাই সব যন্তনা সহ্য হয় ভালোবাসার কষ্ট সহ্য হয়না।
আমার হানিকে আমি অনেক ভালোবাসি, আমার ভালোবাসাটা এক তরফা, আমি তার সাথে কথা বলার জন্য কত কান্না করে বলেছি আমার সাথে যোগাযোগটা শুধু রাখো আমাকে ভালোবাসতে হবে না তাও শোনলো নাহ😅
সে বাস্তবে আমার না হলেও কল্পনাতে সে একান্তই আমার ব্যাক্তিগত মানুষ।
তাকে আমি আজীবন নিরবে ভালোবেসে যাবো তার মুখের সামান্য হাসির জন্য আমি নিজের পুরো জীবনটা উৎসর্গ করে দিবো।
সবার জীবনে কিছু না কিছু আফসোস থাকে। হোক সেটা ভালোবাসা না অন্য কিছু। কিন্তু আমাদের সবারই এই আফসোস বাদ দিয়ে সবার সুন্দর করে জীবন সাজানো উচিত।
শেষটা এমন না হলে ও পারতো, আসলে প্রিয় জিনিস গুলো এমন না পাওয়া রয়ে যায়। অনেক সুন্দর একটা নাটক❤❤
এই নাটকের ২ পার্ট চাই ❤
অসাধারণ একটা নাটক ❤
সম্পর্কের চার বছর। আর তিন বছর ধরেই একের পর এক বিয়ের ঝড় সামলে যাচ্ছি। নাটকটি দেখার পর মনে হচ্ছে এই ঝড়েই খুব শীঘ্রই ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলবো। খুব আফসোস থেকে যাবে, প্রতিদিন যেই রিক্সায় আমাকে নিয়ে উঠার কথা ঠিক সেই জায়গায়টাই অন্য কেউ তার হাত ধরে বসে থাকবে 🖤
Keno
এই পৃথিবীর মানুষগুলো বড় অদ্ভুত, জীবনে এসে মায়া ধরিয়ে একটা জিন্দা লাশ বানিয়ে চলে যায় দিয়ে যায় কিছু ভুলতে না পারা সৃতি যেগুলো তাকে কুড়ে কুড়ে খায়
প্রিয় মানুষকে না পাওয়ার আপসোস কনো দিন ও যাবে না সৃতি রেখে গেলাম 😢
প্রিয় মানুষকে না পাওয়ার আপসোস কোন দিন ও যাবে না❤
Hmm bhi amr oo😢😢
আমার কাছে নাটক টি অসাধারণ লেগেছে। খাইরুল বাশার মানেই অসাধারণ
নাটক টা দেখে মনে হলো সব সত্যিকারের ভালোবাসা ও পূর্ণতা পায় না কিছু ভালোবাসা কিছু ভালো লাগা ঠিক এভাবেই হারিয়ে যায় 😅😅
তুমি ছাড়া মানসিক শান্তি দিবে এমন কোন মানুষ নাই। দুনিয়ার সব নিয়ম ভেঙ্গে হলেও আমি শুধু তোমাকেই চাই...❤️ প্রিয়...খুবই ভালো লাগার এবং নিষ্পাপ ভালোবাসার নাটক এটি..👏👏
বাবা তোমায় ভালোবাসি
কিন্তু কখনো বলা হলো না
কিছু না পাওয়ার আক্ষেপ নিয়ে বেঁচে থাকার নাম জীবন 💔 অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাদের ❤
ভালোবাসা কখনো হারায়না। হারিয়ে যায় ভালোবাসার মানুষ।ভালোবাসাতো আজীবন রয়ে যায় মনের গহিনে।
চোখের পানি ধরে রাখতে পারলাম না...সত্যিকারের ভালোবাসার একটা অদ্ভুত শক্তি.. সাফা আপু ও বাসার ভাই খুব ভালো হয়েছে
চশমাটা খুলে চোখগুলো মুছতে হলো শেষ দৃশ্যে,মোনালিসা একটা আফসোস থেকে যাবে সারাজীবন তোমাকে ভালোবাসি এ কথাটা বলা হলো না।অসাধারণ নাটক,অসাধারণ অভিনয়।
মোনালিসা নামটাই আমার জিবনে একটা আক্ষেপ এর নাম হয় দাড়ালো 😢😢
আমি যখন প্রথমবার নাটক টা দেখি তখন বাজে রাত ৪:২২ আমার লাইফে দেখা অনেক ইমোশনাল একটি নাটক এই নাটকের শেষের কিছু অংশ দেখে আমার চোখের জল,, হয়তো হাজারো ছেলের জীবনের সাথে গল্পটি মিলে গেছে,,😢 আমি শ্রদ্ধেয় পরিচালক ভাইকে বলতেছি নাটকের দ্বিতীয় ও নাটকের একটা হ্যাপি ইনডিং দেন,,🙏🙏🙏🙏
হয়তো আমাদের আর কখনও দেখা হবে না কথা হবে না। কিন্তু হৃদয়ে থেকে যাবে চিরকাল তুমি ❤।
জীবনে আফসোস থাকাটাই স্বাভাবিক।
ভালো থাকুক প্রত্যকেটা ভালবাসার মানুষ ❤
জীবনে আফসোস থাকাটাই স্বাভাবিক 😌
এই জুটিটা আমার অনেক পছন্দের। যত্ন দেখার পর থেকে সাফা আর খায়রুল বাসার এর নাটক এর জন্য অপেক্ষা করি। এই জুটির আরও কাজ চাই
কিছুদিন আগে আমার জীবনে ঘটে যাওয়া ঘটনার সাথে এই নাটকের কাহিনী হুবহু মিল রয়েছে,কিন্তু আমি ভালোবাসি শব্দটা তাকে বলেছিলাম আর সেও আমাকে বলেছিলো তবে তার বাবার অসুস্থতার কারণে আমাদের মিলন হলো না।হয়তো একদিন সব হবে তবে তাকে না পাওয়ার আক্ষেপ আমার চিরজীবন রয়ে যাবে।💔
অসাধারণ একটা নাটক। আফসোস এইভাবে হাজারো ছেলেদের জীবনথেকে প্রিয় মানুষটা হারিয়ে যায়।
খাইরুল বাসার ভাইয়ের কবিতা আবৃত্তি + অভিনয় মনোমুগ্ধকর। আর নাটকটা কাদিঁয়েছে আমাকে। 😭
প্রতিটি মানুষের জীবনে ভুলতে না পারার- একটা অধ্যায় রয়েছে।
অপেক্ষায় ছিলাম,"নাটকটি সুন্দর,, আসলে জীবনে আফসোস জিনিসটা থাকতে নেই, যদি থাকে তাহলে কখনো কষ্ট শেষ হয় না, যখনই আফসোসের কথা মনে পরে তখনই না পাওয়া কষ্ট বয়ে বেরাতে হয়,, নাটকের শেষ টায় ভালোবাসা না পেলেও অনততো আফসোস থাকবে না,কারন তারা ভালোবাসার কথাটি প্রকাশ করেছে,,, ❤❤
নাটক 7 মিনিট দেখে আপনার কমেন্ট পড়ে লাইক দিলাম কারণ আপনার কমেন্টটা খুবই সুন্দর। নাটকটি আশা করি ভালো হবে।
নাটকটির মত আপনার কথা গুলো সুন্দর ❤❤❤
খাইরুল বাশার এর অভিনয় আলাদা একটি আকর্ষণ আছে, অনেক ভালো লাগে তার অভিনয়
নাটকটা হৃদয় ছুয়ে গেলো, ভালোবাসলেই যে পেতে হবে এমন কোন কথা না, কোন অভিযোগ না রেখে সুন্দর ভাবে বিদায় দেওয়া কিন্তু ভালোবাসার একটা অংশ, এই ভাবে বাস্তবতার কাছে হাজারো ভালোবাসা হেরে যায়, তখন আমাদের কিছুই করার থাকে না, বাস্তবতাটা আমাদের মেনে নিতে হয়,
মোনালিসা...🥰
একটা আফসোস থেকে যাবে সারাজীবন, তোমাকে ভালোবাসি এ কথাটি কখনো বলা হলো না... 💔🥀
ভীষণ অসুস্থ শরীর নিয়ে নাটকটা দেখলাম।শেষ দৃশ্যের কিছু কথা গুলো কোন না কোন দিক দিয়ে মিলে গেছে আমার সাথে।
ভালোবাসা সুন্দর🖤
সত্যিই আফসোস থেকে গেল সারাজীবনের জন্য ❤️
আফসোস 😢😢😢😢😢.।
হাজারো কটি প্রাণের এই আফসোস জমে আছে 😢।
এরকম হাজারো ভালোবাসার সম্পর্ক আছে যেগুলো কখনোই পূর্ণতা পায় না কিন্তু আফসোস টা সারাজীবন থেকে যায়। দিন শেষে মেয়েরা স্বামী সন্তান নিয়ে ভালোই থাকে কিন্তু ছেলেটার মৃত্যু পর্যন্ত আফসোসটা থেকে যায়।💔কনক🥹
নিজের অজান্তেই কখন থেকে কান্না করছি আমি নিজেও জানিনা 😢 আল্লাহ তুমি প্রতিটা ভালোবাসার মানুষকে এক করে দিও কারণ প্রত্যেকটা হৃদয়ের খবর জানো সাথে না পাওয়ার যন্ত্রণা টা ও বুঝো😭
জীবন মৃত্যুর মাঝখানে মানুষের যতটা আনন্দ তাঁর চেয়ে বেশির ভাগই থাকে আফসোস আর যন্ত্রণা আর এই যন্ত্রণা নিয়েই আমাদের যাওয়ার সময় হয়ে যায়
আমার ২০২৪ সাল টা সার্থক হলো, এই নাটক টা দেখে। ধন্যবাদ পরিচালক সাহেব।এবং স্ক্রিপ্ট রাইট স্যার। এবং অসাধারণ অভিনেত্রী এবং অভিনেতা। লাভ ইউ সবার অভিনয় ভালোলেগেছে।লাভ ইউ অল
নিজের মানুষ তাকেই বলো,
যে কিনা দিনের শেষে তোমার নিশ্চিন্তে শান্তির ঘুমের কারণ হয়, কান্না ভেজা চোখে ঘুমিয়ে পড়ার নয়..🖤🌸
Are ami amr moner manus ee re pailam nah😢😢😢😢
সব ভালোবাসা পূর্ণতা পায় না 😊
কিছু ভালোবাসা অপ্রকাশিতই সুন্দর ❤️
ভালবাসার নাটক গুলা অনেক আগেই দেখা ছেড়ে দিয়েছি। যেই ভালবাসা পূর্নতা পাই না।সেই ভালবাসায় যেন কেউ নিজেকে না জড়ায়।আমার ভালবাসা কোন কমতি ছিল না।শুধু বেকার বলে চলে গেছে আমার জীবনের সব থেকে প্রিয় মানুষ টা।যদি একটা বার বলে যেত এত কস্ট এত আফসোস হত না।
Hoytoba meyatar kono dos cilona or familier karone amon korece Ami at bolar karon hocce Ami jani amon ace onek akas cow a balobasha o familier karone ponnota pay na sema hin balobasha boke CAPA deya reke neger family er jonno hasei moke sob kicu mane nite Hoy ecca na taka sot Te'o
অসাধারণ একটি স্টোরি, নাটকের দ্বিতীয় পর্ব আমরা দেখতে চাই। খাইরুল বাশার এবং সাফা'র টাহ অনেক মানিয়েছে
ভীষণ সুন্দর নাটক। সাহিত্য বিরহ বাস্তবতার মিশেলে মুগ্ধ করা নাটক।
আমার লাইফে এমন কোনো দিন আসে নাই,,,তবে শেষটা দেখে খুবই মর্মাহত হলাম,,নিজেকে ছেলেটার জায়গায় কল্পনা করলাম কিছুক্ষণ,,,, Totallay broke my heart💔
😢😢😢 হাজারো ভালোবাসা আজও এইভাবে পরিবারের চাপে অসম্পূর্ণ রয়ে যায়🥹🥹🥹
❤️❤️❤️❤️❤️
২০২৪ সালের বেস্ট একটা নাটক ❤️🩹🌷
আহহ '' (বস) খায়রুল বাশার। উঈ লাভ ইউ। ❤
পৃথিবীতে পেয়ে হারানোর মতো বেদনা নেই🙂
এটা কঠিন বাস্তবতা..😢 আমার মনে হচ্ছে আমি নাটক না আমার জীবনের ফেলে আসা অতীতের স্মৃতি দেখতে পাচ্ছি..😞
শেষ টা সুন্দর। হয়ত কেউ কারো সাথে থাকতে পারলো না তবে কারো প্রতি কারো প্রতি ঘ্রীনা থাকবে না।
সত্যি কান্না চলে আসলো...
এমন কেনো হয় প্রিয় মানুষটা অন্য কারো হয়ে যায়...🥺
চোখের জল ধরে রাখতে পারলাম না, সত্যিকারের ভালোবাসা আসলে একটা অদ্ভূত শক্তি।
লাস্ট সিনে এই জড়িয়ে ধরার মাঝে এক অদ্ভুত রকমের মানসিক শান্তি ছিল,মায়া ছিল,ভালোবাসা ছিল, "আফসোস" আহা, যদি তারে পাইতাম!!
কোন একদিন তুমি আমার বতমান আর ভবিষ্যতে ছিলে কিন্তু আজ তুমি আমার অতীত হয়ে আমরা জীবনে থেকে গেল 🖤🖤🖤
তোমাকে পেলে নাটকটা দেখে কান্না করা লাগতোনা আর আফসোস ও করা লাগতো না সুখ পাখি 😢😢😢😢
ভালোবাসার মানুষকে ভালোবাসি না বলতে পারার এই আফসোস টা যেন কারো না থাকে
আফসোস টা আজও রয়ে গেল।.
কষ্টটা গভীরতম হলেও, একজনের সাথে TSC তে বসে চা খাওয়ার আফসোস টা রয়েই যাবে🖤🖤
@itlykhoboritlyji
আমার সাথে ও ঠিক এমনটাই হয়েছিলো🥀😒
স্যালুট জানাই নির্মাতা কে ❤️❤️❤️🔥🔥
আসলেই আমার জীবনের বাস্তব ঘটনা টি উঠেছে এই নাটকে ❤️
ভালোবাসা আসলেই সুন্দর ❤️
প্রাপ্তির জায়গায় শূন্য 😞😭
২৪ সালের সেরা উপহার খাইরুল বাসার এবং সাফা কবির এর নিকট থেকে।যতোটা না ভাবছিলাম তার থেকে বেশি কিছু পেলাম।
হাজারো ভালোবাসা এভাবেই সমাপ্ত হয়ে যায় রয়ে যায় শুধু সৃতী 😔 ভালো লাগলো নাটকটা
ভালো লাগলো কিন্তু কষ্ট ও দিয়ে গেল অনেক।😰😰😰😰
ভালোবাসায় আফসোস শব্দটা যে কতটা বেদনাদায়ক তা যে উপলব্ধি করেনি সে বুঝবে না 😭💔💔💔
তবু ভালোবাসা সুন্দর❤
অসাধারণ ❤❤❤❤
খুব ভালো লেগেছে নাটকটি। বাট শেষটা এরকম না হলেও পারতো
ভালোবাসায় তৃপ্তি না থাকলে এ মানুষটি কখনো পরিপূর্ণ হতে পারে না।
Thanks For Watching❤️
খাইরুল বাসার এর অনেক নাটক দেখেছি কিন্তু আফসোস one of the best নাটক লাগলো সঙ্গে সাফা কবির ও অভিনয়, খুব ভালো, অনেক ভালো আফসোস।
প্রেম না করা ভালবাসা নিয়ে একটি চমৎকার মনোগ্রাহী নাটক।
এমন প্রেম সত্যিই অনেকের লাইফে আসে। তারা এখন বিয়ে করে আলাদা আলাদা সংসার ও করছে ঠিকি। কিন্তু এই বিচ্ছেদের যে কষ্টটা সেটা কিন্তু সারাজীবন মনে থাকে তাদের😅
সত্যিই অসাধারণ একটি গল্প❤
Right
এই নাটকটার দ্বিতীয় পর্ব চাই, আর সেখানে ওদের দুজনের মিল দেখতে চাই।
ভাই বাসতব এই রকমই হয়,,,,কখনো মিল হয়না🥀💔🥀💔
অসাধারণ একটি নাটক। চোখে জল এসে গেল। অসংখ্য ধন্যবাদ সবাইকে যারাই নাটকের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত আছেন।। এরকম আরো অসাধারণ নাটক আমাদেরকে উপহার দিতে থাকেন❤❤❤❤❤❤